Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Library on February 14, 2024, 07:03:19 AM

Title: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Crypto Library on February 14, 2024, 07:03:19 AM
এই থ্রেডটি খোলার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে বিভিন্ন ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট সমূহ জানানোর জন্য, যেমন-
এটা হতে পারে-

  • ফোরামের রুলস গুলোর মধ্যে পরিবর্তন এর আপডেট।
  • ফোরামের এক্সপ্লোর আরো সহজ করার জন্য বিভিন্ন নতুন টুলস এবং আইডিয়া।
  • তাছাড়া আরও হতে পারে ফোরামের সিস্টেমের বিভিন্ন আপডেট।

---আশা করি আপনারা টপিকটিতে আপনাদের গুরুত্বপূর্ণ পোস্টগুলো শেয়ার করে অবদান রাখবেন।---


বিঃদ্রঃ এই টপিকটিতে অযথা স্প্যাম পোস্ট করা হতে দূরে থাকবেন, আমাদের মডারেটর JISAN আছেন বিষয়টি দেখার জন্য। পাশাপাশি স্প্যাম পোস্ট করলে নেগেটিভ কারমা পাবেন।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Crypto Library on February 14, 2024, 07:13:57 AM
সো প্রথম আপডেট টা আমার পোস্ট দিয়েই শুরু করি-
সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজার julerz12 এর সাজেশন এর ভিত্তিতে এডমিন গতকাল এই ফোরামের এভাটার এর  ম্যাক্সিমাম এভাটার সাইজ  বৃদ্ধি করে ১২০*৮০ করে দিয়েছেন।
যাদের পূর্বের এভাটার এখনো পরিহিত রয়েছে তারা তাদের পূর্বের এভাটার যদি ১২০*৮০ সাইজ  এর ডাউনলোড করা থাকে তাহলে আপনাদের শুধু  ওই এভাটার কেই আবার আপলোড করে দিলে এভাটারের সাইজে পরিবর্তন দেখতে পারবেন।
ধন্যবাদ সবাইকে
julerz12 এর সাজেশন এর টপিক- https://www.altcoinstalks.com/index.php?topic=317004.msg1496513#msg1496513
এডমিন এর কনফার্ম করার পোস্ট- https://www.altcoinstalks.com/index.php?topic=317004.msg1496509#msg1496509
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: JISAN on February 14, 2024, 08:13:38 AM
সো প্রথম আপডেট টা আমার পোস্ট দিয়েই শুরু করি-
সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজার julerz12 এর সাজেশন এর ভিত্তিতে এডমিন গতকাল এই ফোরামের এভাটার এর  ম্যাক্সিমাম এভাটার সাইজ  বৃদ্ধি করে ১২০*৮০ করে দিয়েছেন।
যাদের পূর্বের এভাটার এখনো পরিহিত রয়েছে তারা তাদের পূর্বের এভাটার যদি ১২০*৮০ সাইজ  এর ডাউনলোড করা থাকে তাহলে আপনাদের শুধু  ওই এভাটার কেই আবার আপলোড করে দিলে এভাটারের সাইজে পরিবর্তন দেখতে পারবেন।
ধন্যবাদ সবাইকে
julerz12 এর সাজেশন এর টপিক- https://www.altcoinstalks.com/index.php?topic=317004.msg1496513#msg1496513
এডমিন এর কনফার্ম করার পোস্ট- https://www.altcoinstalks.com/index.php?topic=317004.msg1496509#msg1496509
সুন্দর একটা আপডেট। এভাটারের এই সাইজটা btt তেও ব্যবহার করা হয় এটা ফোরামের জন্য স্টানডার্ড সাইজ। যেহেতু এখানে এখন এখানে সিগনেচার আসা শুরু হইছে আর অনেকগুলা সিগনেচার ইতিমধ্যেই এক্টিভ আছে তাই সিগনেচারের বিষয়টার দিকে নজর দিয়ে এর সমস্যাগুলো ঠিক করা দরকার ছিলো।

বাংলা বোর্ডে এক্টভ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই আর এমনই আপডেট ও নতুন নতুন বিষয়ে টপিক ক্রিয়েট করে যান। btt তে যেমন বাংলা বোর্ড অনেকটা এক্টিব হইছে এখানেও সেরকম এক্টিভ হওয়া প্রয়োজন
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Crypto Library on February 14, 2024, 09:16:52 PM
সুন্দর একটা আপডেট। এভাটারের এই সাইজটা btt তেও ব্যবহার করা হয় এটা ফোরামের জন্য স্টানডার্ড সাইজ। যেহেতু এখানে এখন এখানে সিগনেচার আসা শুরু হইছে আর অনেকগুলা সিগনেচার ইতিমধ্যেই এক্টিভ আছে তাই সিগনেচারের বিষয়টার দিকে নজর দিয়ে এর সমস্যাগুলো ঠিক করা দরকার ছিলো।

বাংলা বোর্ডে এক্টভ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই আর এমনই আপডেট ও নতুন নতুন বিষয়ে টপিক ক্রিয়েট করে যান। btt তে যেমন বাংলা বোর্ড অনেকটা এক্টিব হইছে এখানেও সেরকম এক্টিভ হওয়া প্রয়োজন
আপনি ঠিক ধরেছেন বিষয়টা হচ্ছে কি এবাটার সাইজ আগে যা ছিল, সেটা বলতে গেলে অনেকটাই অতিরিক্ত ছোট ছিল, আমার একটা  আছে যেটা এখানে আপলোড করলে আমার এভার্টারের  লেখা গুলোই দেখা যেত না।
আর ছোট আবার তার এর কারণে  এভাটার এর মিনিংও বোঝা যেতনা, আর তাছাড়া এইখানে বর্তমানে বেশিরভাগ ইউজার বিটকয়েনটক থেকে এসেছে এবং একটিভ রয়েছে তারা সবাই বেশিরভাগই ১২০*৮০ এভাটার এর সাথে অভ্যস্ত।
তাছাড়া এখানে যেসব প্রজেক্ট এসেছে তারা মূলত এভাটার এবং সিগনেচার দিয়ে তাদের এডভারটাইজমেন্ট করানোর জন্য এসেছে, সেখানে এভাটার ছোট থাকলে অনেকটা  দৃষ্টি কটু দেখা যেত। যাইহোক ফোরামের এডমিন কে ধন্যবাদ এত তাড়াতাড়ি আপডেটটি করে ফেলার জন্য।
আর ভাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই টপিক টাইটেলের নামে আরেকটা চাইল্ড বোর্ড ক্রিয়েট করার ব্যবস্থা করে দেওয়ার।  ;)
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on February 15, 2024, 01:41:55 PM
ফোরামের অফিশিয়াল রুলসে যদিও এ আই পোষ্টিং নিয়ে কিছু বলা নাই, কিন্তু মডারেটর জোকার্স এবং ভাইস প্রেসিডেন্ট ফ্রি মাইন্ড এই ব্যাপারে বলেছেন যে এ আই পোষ্টিং এলাউড না। যেহেতু ফোরাম রিলেটেড আপডেট এর জন্য এই থ্রেড, তাই এটা এখানেই উল্লেখ করলাম। যদিও এটা অলরেডি একটা অভিয়াস রুলসের মতো যে এ আই পোষ্ট এলাউ না। তবুও আমরা অনেকেই মনে করি যদি ফোরাম রুলসে কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে আমরা পোষ্ট রিপোর্ট করতে পারবো না।

অটোমেটিক ট্রান্সলেটেরের ব্যাপারে ফোরাম রুলসে কিছুই বলা নেই। আর এই ব্যাপারে আমরা এখনো ক্লিয়ার হতে পারিনি। তবে বাংলাদেশ বোর্ড এ আজকেই অলরেডি একটা ট্রান্সলেট করা পোষ্ট দেখেছি যেটাকে গারবেজ বলা চলে।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: kulkhan on February 16, 2024, 08:06:48 PM
ওয়াও চমৎকার। আমি আপনার পোস্ট দেখে আমার সিগনেচার এর এভাটার টা আবার ডাউনলোড করে নামিয়ে আমার ফোরাম প্রোফাইল এ আপলোড করলাম দেখলাম আমার এভাটার টা আগের তুলোনায় অনেক সুন্দর লুকিং হয়েছে। অনেক সুন্দর দেখাচ্ছে।
আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই julerz12 ম্যানেজার সাহেবকে। কারন তার জন্যই আমাদের এত সুন্দর একটা এভাটার পাওয়া সম্ভব হয়েছে।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Crypto Library on February 17, 2024, 07:14:37 PM
ফোরামের অফিশিয়াল রুলসে যদিও এ আই পোষ্টিং নিয়ে কিছু বলা নাই, কিন্তু মডারেটর জোকার্স এবং ভাইস প্রেসিডেন্ট ফ্রি মাইন্ড এই ব্যাপারে বলেছেন যে এ আই পোষ্টিং এলাউড না। যেহেতু ফোরাম রিলেটেড আপডেট এর জন্য এই থ্রেড, তাই এটা এখানেই উল্লেখ করলাম। যদিও এটা অলরেডি একটা অভিয়াস রুলসের মতো যে এ আই পোষ্ট এলাউ না। তবুও আমরা অনেকেই মনে করি যদি ফোরাম রুলসে কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে আমরা পোষ্ট রিপোর্ট করতে পারবো না।

অটোমেটিক ট্রান্সলেটেরের ব্যাপারে ফোরাম রুলসে কিছুই বলা নেই। আর এই ব্যাপারে আমরা এখনো ক্লিয়ার হতে পারিনি। তবে বাংলাদেশ বোর্ড এ আজকেই অলরেডি একটা ট্রান্সলেট করা পোষ্ট দেখেছি যেটাকে গারবেজ বলা চলে।
আমিও মনে করি যে আল্টকয়েনটক ফোরামের অফিসিয়াল রুলসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাট বট এর ব্যবহার সম্পর্কে নিয়ম সংযুক্ত করা প্রয়োজন। যেহেতু আল্টকয়েনটক ফোরামের এডমিন এই ফোরামের ইউজারদের অথেন্টিক সাজেশনকে গুরুত্ব দেন, আমরা যদি একটা সাজেস্ট বক্সে সাজেশন তৈরি করি তাহলে হয়তো ফিউচারে এটা সম্পর্কে নতুন নিয়ম অ্যাড করে দিতে পারেন।
আর অটোমেটিক ট্রান্সলেশন এর কথা কি বলব অলসতার চরম পর্যায়ে গেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে রাখে। তবে দুঃখের বিষয় এটাই যে আমি এই ফোরামে অনেক বড় বড় হায়ার র্যাংক ইউজারদের এ আই চ্যাট বট ব্যবহার এবং এই ধরনের গার্ভেস ট্রান্সলেশন করতেও দেখেছি।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: JISAN on February 18, 2024, 10:41:43 AM
ফোরামের অফিশিয়াল রুলসে যদিও এ আই পোষ্টিং নিয়ে কিছু বলা নাই, কিন্তু মডারেটর জোকার্স এবং ভাইস প্রেসিডেন্ট ফ্রি মাইন্ড এই ব্যাপারে বলেছেন যে এ আই পোষ্টিং এলাউড না। যেহেতু ফোরাম রিলেটেড আপডেট এর জন্য এই থ্রেড, তাই এটা এখানেই উল্লেখ করলাম। যদিও এটা অলরেডি একটা অভিয়াস রুলসের মতো যে এ আই পোষ্ট এলাউ না। তবুও আমরা অনেকেই মনে করি যদি ফোরাম রুলসে কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে আমরা পোষ্ট রিপোর্ট করতে পারবো না।

অটোমেটিক ট্রান্সলেটেরের ব্যাপারে ফোরাম রুলসে কিছুই বলা নেই। আর এই ব্যাপারে আমরা এখনো ক্লিয়ার হতে পারিনি। তবে বাংলাদেশ বোর্ড এ আজকেই অলরেডি একটা ট্রান্সলেট করা পোষ্ট দেখেছি যেটাকে গারবেজ বলা চলে।
আমিও মনে করি যে আল্টকয়েনটক ফোরামের অফিসিয়াল রুলসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাট বট এর ব্যবহার সম্পর্কে নিয়ম সংযুক্ত করা প্রয়োজন। যেহেতু আল্টকয়েনটক ফোরামের এডমিন এই ফোরামের ইউজারদের অথেন্টিক সাজেশনকে গুরুত্ব দেন, আমরা যদি একটা সাজেস্ট বক্সে সাজেশন তৈরি করি তাহলে হয়তো ফিউচারে এটা সম্পর্কে নতুন নিয়ম অ্যাড করে দিতে পারেন।
আর অটোমেটিক ট্রান্সলেশন এর কথা কি বলব অলসতার চরম পর্যায়ে গেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে রাখে। তবে দুঃখের বিষয় এটাই যে আমি এই ফোরামে অনেক বড় বড় হায়ার র্যাংক ইউজারদের এ আই চ্যাট বট ব্যবহার এবং এই ধরনের গার্ভেস ট্রান্সলেশন করতেও দেখেছি।
আসলে কি btt এর মতো এখানে মনিটরিং করার মতো লোক খুব কম আছে। btt মেরিট সিস্টেম করা হইছে আর নির্দিষ্ট কিছু মেরিট ছাড়া র‍্যাংক আপ হয় না তাই অনেকেই আছে যারা এইসব খুজে বেড়ায় পেলে রিপোর্ট করে মেরিট পাওয়ার জন্য কিন্তু এখানে সেই সিস্টেম না থাকায় সবাই নিজে ইচ্ছামত পোস্ট করে র‍্যাংক বাড়াতে ব্যাস্ত। আমি গত ১ সপ্তাহে অনেক পোস্ট ডিলেট করছি যারা স্পামিং করছে এবং যেগুলা AI পোস্ট মনে হইছে৷ আমি আপনাদের বলবো এমন কিছু পাইকে report to Moderator করে আমারে একটু হেল্প করবেন। কারন বাংলাতে যদি আমরা এগুলো পরিস্কার করতে না পাড়ি তাইলে বাংলা বোর্ডের কোনো রেপুটেশন থাকবে না। btt তে তো বাংলাদেশ নিয়ে অনেক সুনাম তা আপনারা জানেন তবে এখানে যেহেতু আমরা নিজস্ব বোর্ড পাইছি তাই এইটা আমাদের কেয়ার করতে হবে।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on February 18, 2024, 06:14:19 PM
আসলে কি btt এর মতো এখানে মনিটরিং করার মতো লোক খুব কম আছে। btt মেরিট সিস্টেম করা হইছে আর নির্দিষ্ট কিছু মেরিট ছাড়া র‍্যাংক আপ হয় না তাই অনেকেই আছে যারা এইসব খুজে বেড়ায় পেলে রিপোর্ট করে মেরিট পাওয়ার জন্য কিন্তু এখানে সেই সিস্টেম না থাকায় সবাই নিজে ইচ্ছামত পোস্ট করে র‍্যাংক বাড়াতে ব্যাস্ত। আমি গত ১ সপ্তাহে অনেক পোস্ট ডিলেট করছি যারা স্পামিং করছে এবং যেগুলা AI পোস্ট মনে হইছে৷ আমি আপনাদের বলবো এমন কিছু পাইকে report to Moderator করে আমারে একটু হেল্প করবেন। কারন বাংলাতে যদি আমরা এগুলো পরিস্কার করতে না পাড়ি তাইলে বাংলা বোর্ডের কোনো রেপুটেশন থাকবে না। btt তে তো বাংলাদেশ নিয়ে অনেক সুনাম তা আপনারা জানেন তবে এখানে যেহেতু আমরা নিজস্ব বোর্ড পাইছি তাই এইটা আমাদের কেয়ার করতে হবে।

আমি যতটুকু জানি, এখানেও কপি পেস্ট রিপোর্ট করলে পজেটিভ কারমা পাওয়া যায়। বা রিপোর্ট টু মোডারেটর করা হলে সেই রিপোর্ট যদি হ্যান্ডেল করা হয়, তাহলেও পজেটিভ কারমা দেয়া হয়। কিন্তু আমাদের লোকালে কি সিস্টেম সেটা আমি জানি না। আমি কিন্তু এই ফোরামে আসার কিছুদিন পরেই একজন মোডারেটরের কপি পেস্ট রিপোর্ট করেছিলাম এবং সেই মোডারেটর কে স্ট্রাইক দেয়া হয়েছিলো। পরে আবার তিনি আপিল করে স্ট্রাইক সরিয়েছেন। সেই রিপোর্ট হ্যান্ডেল করার পর আমাকে সম্ভবত ৫ টা পজেটিভ কারমা দিয়েছিলো। যাই হোক, আপনাদের পোস্ট ভালো লাগলেই আমি পজিটিভ কারমা দিচ্ছি। কারমা দেয়ার একটা হ্যাভিট করা জরুরী।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Crypto Library on February 18, 2024, 08:06:44 PM
আসলে কি btt এর মতো এখানে মনিটরিং করার মতো লোক খুব কম আছে। btt মেরিট সিস্টেম করা হইছে আর নির্দিষ্ট কিছু মেরিট ছাড়া র‍্যাংক আপ হয় না তাই অনেকেই আছে যারা এইসব খুজে বেড়ায় পেলে রিপোর্ট করে মেরিট পাওয়ার জন্য কিন্তু এখানে সেই সিস্টেম না থাকায় সবাই নিজে ইচ্ছামত পোস্ট করে র‍্যাংক বাড়াতে ব্যাস্ত। আমি গত ১ সপ্তাহে অনেক পোস্ট ডিলেট করছি যারা স্পামিং করছে এবং যেগুলা AI পোস্ট মনে হইছে৷ আমি আপনাদের বলবো এমন কিছু পাইকে report to Moderator করে আমারে একটু হেল্প করবেন। কারন বাংলাতে যদি আমরা এগুলো পরিস্কার করতে না পাড়ি তাইলে বাংলা বোর্ডের কোনো রেপুটেশন থাকবে না। btt তে তো বাংলাদেশ নিয়ে অনেক সুনাম তা আপনারা জানেন তবে এখানে যেহেতু আমরা নিজস্ব বোর্ড পাইছি তাই এইটা আমাদের কেয়ার করতে হবে।
জি ভাই এটা আসলে সঠিক যে বিটকয়েন টক ফোরামে ট্রাফিক বেশি হওয়ার কারণে সেখানে সিগনেচার ক্যাম্পেইনও বেশি এবং সেই সাথে সাথে ফোরামের মেম্বারগণও বেশি আর সাথে সাথে মেম্বাররা এই ধরনের কোন পোস্ট দেখলে রিপোর্ট টু মডারেটর এর পাশাপাশি রেপুটেশন বোর্ডে+ মেটা বোর্ডে টপিকগুলোতেও রিপোর্ট করে ফলাফল স্বরূপ তাদেরকে ব্যান করে দেওয়া হয়। কিন্তু এই ফোরামে এই বিষয়গুলোতে দেখলাম এডমিন মডারেটর গুলো কিছুটা নমনীয় আচরণ করে, যদিও বর্তমানে ব্যাতিক্রম দেখা যাচ্ছে এবং আমি মনে করছি অতি শীঘ্রই ফোরাম এদের ব্যাপারে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। আর টেক কেয়ারের কথা এখানেও শুরু হবে কারণ অলরেডি দেখা যাচ্ছে যে বিটকয়েন টক ফোরামের  রেপুটেবল কিছু  মেম্বারগণ অলরেডি এখানে তাদের একাউন্ট টেলিপোর্ট করেছেন। আর আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আমরা করব।

আমি যতটুকু জানি, এখানেও কপি পেস্ট রিপোর্ট করলে পজেটিভ কারমা পাওয়া যায়। বা রিপোর্ট টু মোডারেটর করা হলে সেই রিপোর্ট যদি হ্যান্ডেল করা হয়, তাহলেও পজেটিভ কারমা দেয়া হয়। কিন্তু আমাদের লোকালে কি সিস্টেম সেটা আমি জানি না। আমি কিন্তু এই ফোরামে আসার কিছুদিন পরেই একজন মোডারেটরের কপি পেস্ট রিপোর্ট করেছিলাম এবং সেই মোডারেটর কে স্ট্রাইক দেয়া হয়েছিলো। পরে আবার তিনি আপিল করে স্ট্রাইক সরিয়েছেন। সেই রিপোর্ট হ্যান্ডেল করার পর আমাকে সম্ভবত ৫ টা পজেটিভ কারমা দিয়েছিলো। যাই হোক, আপনাদের পোস্ট ভালো লাগলেই আমি পজিটিভ কারমা দিচ্ছি। কারমা দেয়ার একটা হ্যাভিট করা জরুরী।
আমার মনে হচ্ছে আমি আপনার ওই রিপোর্ট এর পোস্টটা দেখেছিলাম হাইয়ার  ‍রাঙ্ক এর একজন মেম্বার ছিল মনে হয়। যাই হোক রিপোর্ট করলে যে পজেটিভ কারমা পাওয়া যায় এটার পুনরায় রিমাইন্ডার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।  ;D
জি ভাই আমাদের অবশ্যই এই কারমা দেওয়ার অভ্যাসটা তৈরি করার জরুরী। বিটকয়েন টক ফোরামে  সেন্ডাবল মেরিট লিমিটেড থাকার কারণে হয়তো অনেকে এটা দিতে কৃপণতা করে। কিন্তু এইখানে তো আমাদের  কারমার সিস্টেমটা অফুরন্ত, তাই আমি মনে করি ভালো পোস্ট দেখলে আমরা একে অন্যকে কারমা দিয়ে সাপোর্ট করাটা জরুরী।
তবে যদি ফোরামের মধ্যে রেংকিং আপ নিয়ে বা আমার থেকে ওর কারমা বেশি হয়ে গেল এগুলো নিয়ে ঈর্ষা করলে কেউ কাউকে কারমা দেবে না, কজ উই আর টিপিকাল বাঙালি।  :-X
বাই দা রাস্তা +1
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on February 19, 2024, 04:34:47 PM
আমার মনে হচ্ছে আমি আপনার ওই রিপোর্ট এর পোস্টটা দেখেছিলাম হাইয়ার  ‍রাঙ্ক এর একজন মেম্বার ছিল মনে হয়। যাই হোক রিপোর্ট করলে যে পজেটিভ কারমা পাওয়া যায় এটার পুনরায় রিমাইন্ডার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।  ;D
জি ভাই আমাদের অবশ্যই এই কারমা দেওয়ার অভ্যাসটা তৈরি করার জরুরী। বিটকয়েন টক ফোরামে  সেন্ডাবল মেরিট লিমিটেড থাকার কারণে হয়তো অনেকে এটা দিতে কৃপণতা করে। কিন্তু এইখানে তো আমাদের  কারমার সিস্টেমটা অফুরন্ত, তাই আমি মনে করি ভালো পোস্ট দেখলে আমরা একে অন্যকে কারমা দিয়ে সাপোর্ট করাটা জরুরী।
তবে যদি ফোরামের মধ্যে রেংকিং আপ নিয়ে বা আমার থেকে ওর কারমা বেশি হয়ে গেল এগুলো নিয়ে ঈর্ষা করলে কেউ কাউকে কারমা দেবে না, কজ উই আর টিপিকাল বাঙালি।  :-X
বাই দা রাস্তা +1
.

হ্যা। তিনি একজন মোডারেটর। আর ওনার বেশির ভাগ পোষ্ট গুলোই কপি পেষ্ট ছিলো। পরে আমি একটা রিপোর্ট করার পর দেখলাম উনি পোষ্ট এর ভেতরে সোর্স বসিয়ে দিয়েছেন। এটা দেখে ভালো লাগছে যে ওনারা পরিবর্তন হচ্ছে।  যাই হোক, কারমা কে কাকে দিচ্ছে সেটা তো আর দেখা যাচ্ছে না। আমি ভালো পোষ্ট দেখলে অবশ্যই পজেটিভ কারমা দেই। আর আমি একটু অন্য রকম লোক। খারাপ পোষ্ট দেখলেও নেগেটিভ কারমা দিতে কিপ্টামি করি না। কে আমার থেকে বেশি কারমা পাচ্ছে, কে কম কারমা পাচ্ছে, কেউ আমার থেকে ভালো পজিশনে চলে গেলো কি না, সেগুলোর দিকে আমি আসলে তাকাই না।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Crypto Library on February 20, 2024, 06:57:44 PM
হ্যা। তিনি একজন মোডারেটর। আর ওনার বেশির ভাগ পোষ্ট গুলোই কপি পেষ্ট ছিলো। পরে আমি একটা রিপোর্ট করার পর দেখলাম উনি পোষ্ট এর ভেতরে সোর্স বসিয়ে দিয়েছেন। এটা দেখে ভালো লাগছে যে ওনারা পরিবর্তন হচ্ছে।  যাই হোক, কারমা কে কাকে দিচ্ছে সেটা তো আর দেখা যাচ্ছে না। আমি ভালো পোষ্ট দেখলে অবশ্যই পজেটিভ কারমা দেই। আর আমি একটু অন্য রকম লোক। খারাপ পোষ্ট দেখলেও নেগেটিভ কারমা দিতে কিপ্টামি করি না। কে আমার থেকে বেশি কারমা পাচ্ছে, কে কম কারমা পাচ্ছে, কেউ আমার থেকে ভালো পজিশনে চলে গেলো কি না, সেগুলোর দিকে আমি আসলে তাকাই না।
আপনি তো ভাই ঠিক আমার নিজের কথা বলে দিলেন আমি নিজেও যেরকম সবাইকে কারমা দিতে ভালোবাসি, তেমন খারাপ পোস্ট বা ভ্যালুলেস কোন পোস্ট দেখলে নেগেটিভ কারমা দিতে ভুলে যাই না।
এমন অনেক ইউজার রয়েছে যারা শুধু তাদের একটিভিটি বাড়িয়ে পরবর্তী  ‍্যাঙ্কে যাওয়ার জন্য কোন মিনিং বহন করে না বা স্প্যামিং টপিক বা পোস্ট তৈরি করে এদেরকে ভাই নেগেটিভ  কারমা দিব না তো কাদেরকে দিব।
তাই আমাদের এখন আমি এড করে দিতেছি যে ভালো পোস্ট দেখলে যেমন আমাদের পজেটিভ কারমা দেওয়ার অভ্যাস বানানোর দরকার ঠিক তেমনি খারাপ এবং শিট পোস্ট দেখলে আমাদের নেগেটিভ কারমা দিতে ভুলে না যাওয়া উচিত। ;D
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: JISAN on February 24, 2024, 05:41:07 PM
- নতুন আপডেট -

যারা যারা KYC ভেরিফিকেশন করেছিল প্রত্যেকের প্রোফাইল থেকে KYC ব্যাচ রিমুভ করা হয়েছে কারণ এই ফোরামে বিশেষ করে বাঙালি কমিউনিটিতে কিছু বিজ্ঞানী আছে যারা kyc ব্যাচ নেওয়ার জন্য মা, বাবা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি মানে বড় পরিবার এর সবার ID কার্ড ব্যবহার করে চলেছে। এইসব দেখে বিরক্ত হইয়া Admin এখন এইটা রিমুভ করে দিছে সবার প্রফাইল থিকা।

Admin post - https://www.altcoinstalks.com/index.php?topic=318144.0
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Crypto Library on February 24, 2024, 06:30:17 PM
- নতুন আপডেট -

যারা যারা KYC ভেরিফিকেশন করেছিল প্রত্যেকের প্রোফাইল থেকে KYC ব্যাচ রিমুভ করা হয়েছে কারণ এই ফোরামে বিশেষ করে বাঙালি কমিউনিটিতে কিছু বিজ্ঞানী আছে যারা kyc ব্যাচ নেওয়ার জন্য মা, বাবা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি মানে বড় পরিবার এর সবার ID কার্ড ব্যবহার করে চলেছে। এইসব দেখে বিরক্ত হইয়া Admin এখন এইটা রিমুভ করে দিছে সবার প্রফাইল থিকা।

Admin post - https://www.altcoinstalks.com/index.php?topic=318144.0
ধন্যবাদ ভাই এই আপডেটটির জন্য,  দেখতেছি ২২ শে ফেব্রুয়ারিতে এডমিন এটি করে দিয়েছে। এর মধ্যে আমার চোখের পড়েনি তবে আমি মনে করি অনেকে জেনেউইন ইউজার হওয়া সত্বেও তাদের কেওয়াইসি ব্যাজ হারিয়েছে। হয়তো তারা একটু  মনঃক্ষুণ্ হতে পারে তবে আমি মনে করি এডমিন অত্যন্ত ভালো একটা ডিসিশন নিয়েছে।
আর ভাই এটা শুধু বাঙালি না এই আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি গুলোর কমন সমস্যা এটা। যাই হোক আমি এই পরিবর্তনকে সাধুবাদ জানাই, তাছাড়া আমি কেওয়াইসি ভেরিফিকেশন অপছন্দ করি।



আরেকটি ছোট আপডেট

PX-Z আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছে আর সেটি হলো আল্টকয়েনটক এর কারমা লগস দেখার জন্য https://pxzone.online/altt/karma-log ওয়েব সাইটটি।
-এটিতে ইউজার দের সার্চ করে তার কারমা স্টোরি দেখতে পারবেন তাছাড়া সরটিং এর মাধ্যমে ডেইলি এবং মান্থলি এবং অল টাইম হাই কারমা আর্নার দেখতে পারবেন।
-তবে অবশ্যই এখানে কিন্তু কে কাকে কারমা দিচ্ছে এটা দেখতে পারবেন না।
যাইহোক PX-Z কে ধন্যবাদ এই টুলস আপডেটটি আনার জন্য-
(https://i.ibb.co/VYwfnvx/789-56.png) (https://ibb.co/GQHzYV9)
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: tjtonmoy on February 24, 2024, 06:47:20 PM
এটি কোনো আপডেট না বা নতুন কিছু না তবে আমি JISAN ভাই কে এই বিষয়ে একটু দেখার জন্য অনুরোধ করব। বাংলা চাইল্ড বোর্ড এর একটি নামে সামান্য ত্রুটি রয়েছে। এর ফলে কারও কিছু হবে না তবে দেখতে দৃষ্টি কটু লাগে।
ছোট পোস্ট করার জন্য সরি।

ক্রিপ্টোকুরেন্সি খবর (https://www.altcoinstalks.com/index.php?board=206.0)

(https://i.postimg.cc/XJnyhq8C/11.png) (https://postimages.org/)

চাইল্ড বোর্ড রিনেম করা গেলে এইটা ঠিক করে দিয়েন।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on February 25, 2024, 02:15:37 PM
PX-Z আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছে আর সেটি হলো আল্টকয়েনটক এর কারমা লগস দেখার জন্য https://pxzone.online/altt/karma-log ওয়েব সাইটটি।
-এটিতে ইউজার দের সার্চ করে তার কারমা স্টোরি দেখতে পারবেন তাছাড়া সরটিং এর মাধ্যমে ডেইলি এবং মান্থলি এবং অল টাইম হাই কারমা আর্নার দেখতে পারবেন।
-তবে অবশ্যই এখানে কিন্তু কে কাকে কারমা দিচ্ছে এটা দেখতে পারবেন না।
যাইহোক PX-Z কে ধন্যবাদ এই টুলস আপডেটটি আনার জন্য-

এটাও পোষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। কিছু বাংলাদেশী লিজেন্ডদেরকে দেখলাম ভালো পরিমানে কারমা পাচ্ছে। নিশ্চই ওনারা খুবই ভালো কোয়ালিটির পোষ্ট করছে, যার কারনে অনেক বেশি কারমা হয়ে গেছে তাদের। আর বিটকয়েনটক থেকে আসা অনেক লিজেন্ডারি মেম্বার এখনো ৪০ কারমা ক্রস করতে পারে নাই। এসব লিজেন্ডারী মেম্বার রা মনে হয় শীট পোষ্টার। তাই না ভাই?  ;D

এটি কোনো আপডেট না বা নতুন কিছু না তবে আমি JISAN ভাই কে এই বিষয়ে একটু দেখার জন্য অনুরোধ করব। বাংলা চাইল্ড বোর্ড এর একটি নামে সামান্য ত্রুটি রয়েছে। এর ফলে কারও কিছু হবে না তবে দেখতে দৃষ্টি কটু লাগে।
ছোট পোস্ট করার জন্য সরি।

ক্রিপ্টোকুরেন্সি খবর (https://www.altcoinstalks.com/index.php?board=206.0)

এটাও আমি আগেও খেয়াল করেছিলাম। তবে, যেহেতু জিসান ভাইয়ের বোর্ড এড করার পার্মিশন নাই, ওনার এডিট করার একসেস থাকার ও কথা না। আর এডমিন এগুলো এডিট করবে বলে মনে হয় না।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on March 20, 2024, 10:47:38 AM
নতুন আপডেট আসলো ফোরামে। এবার বুঝি দাদারা ধরা খেয়ে গেলো। এডমিনের টপিকের অল্প একটু ট্রান্সলেট করে দিলাম,

মেইন টপিক: https://www.altcoinstalks.com/index.php?topic=319457.0
লেখক: admin (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1)

আমরা এই ফোরামে কোয়ালিটি উন্নতি করতে চাই,
যে কারনে আমি কোয়ালিটি বার পরিচয় করিয়ে দিচ্ছি:
(https://imgur.com/kHFCEpz)

কিছু ইউজার রা তাদের একাউন্টে একটা ডট দেখতে পাবে, এই ডট গুলোর মানে আছে:

খারাপ কোয়ালিটি

(https://www.altcoinstalks.com/Themes/default/images/quality11.png):

এই ইউজারের বড় ধরনের সমস্যা আছে যা সমাধান করতে হবে (এটা নেগেটিভ ট্রাষ্ট এর মতো)। আমরা এই ইউজারকে সাজেশন করবো এডমিনের সাথে যোগাযোগ করে দেখার জন্য যে এই সমস্যার সমাধান আছে কি না।
(মাল্টিপল একাউন্ট, একাউন্ট ফার্ম, ...)
আমরা বাউন্টি ম্যানেজারদেরকে এডভাইস করবো এসব ইউজারদের সাথে কাজ না করার জন্য।

(https://www.altcoinstalks.com/Themes/default/images/quality2.png)

এই ইউজার খারাপ কোয়ালিটির কন্টেন্ট শেয়ার করে, কয়েকবার ওয়ার্নিং দিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
(খারাপ কোয়ালিটর কন্টেন্ট, এ আই জেনারেটেড কন্টেন্ট, ছোট ছোট রিপ্লাই)
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on April 07, 2024, 08:36:44 AM
যদিও এটা ফোরামের কোনো আপডেট না, তবে এটা ফোরাম রিলেটেড একটা আপডেট। পি এক্সজেড আবারো একটা নতুন টুল নিয়ে এসছে অল্টকয়েনটক ডাউনটাইম চেক করার জন্য। আপনারা জানেন যে অন্যান্য ফোরামের তুলনায় অল্টকয়েনটক ফোরাম অনেক বেশি পরিমানে ডাউন হয়। প্রতিদিনই কোনো না কোনো সময় ফোরাম ডাউন হয় এবং আমরা প্যানিক করি। এখন থেকে চাইলে আপনারা ফোরাম ডাউনটাইম এই টুলের মাধ্যমে চেক করতে পারবেন এবং হুদাই প্যানিক করা থেকে বেচে যাবেন।

টুলের লিংক https://pxzone.online/uptime/altcoinstalks

Screen capture

(https://i.ibb.co/NyGR08C/Firefox-Screenshot-2024-04-06-T01-06-55-860-Z.png) (https://pxzone.online/uptime/altcoinstalks)
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on April 08, 2024, 07:54:14 AM
এই সর্বশেষ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে, এটি ডাউনটাইম সঠিকভাবে সনাক্ত করতে পারে বলে মনে হচ্ছে৷ আশা করি প্রশাসক দ্রুত এই সমস্যার সমাধান করবেন এবং এটি অনেক লোককে আবার আতঙ্কিত করবে না৷ আমি আরও অনুভব করি যে এমন একটি ফোরামের জন্য এটি স্বাভাবিক যেটিতে অনেক ব্যবহারকারী প্রতি কয়েক সপ্তাহে ডাউনটাইম অনুভব করেন।

আমাকে আপনি আগে এটা বলেন যে আপনি কি বাংলাদেশী? যদি বাংলাদেশী না হোন, তবে বাংলার সাথে সাথে ইংরেজি লিখে দিবেন। এতে করে সবার বুঝতে সুবিধা হবে। আর আপনি যদি বাংলাদেশী হোন, তাহলে আপনি যেটা করছেন, সেটা ফোরামের নিয়ম বিরোধী। আপনি হয়তো চ্যাটজিপিটি ব্যাবহার করছেন, অথবা গুগল ট্রান্সলেটর ব্যাবহার করছেন যে কারনে আপনি ষ্ট্রাইক খেতে পারেন।

ফোরামে রেংক আপ করার জন্য এ আই এর হেল্প নিয়ে রেংক আপ করে তেমন কোনো লাভ নেই। রেড ডট একাউন্টে থাকলে কোনো প্রকার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন না। সুতরাং, নিজে থেকে যা পোষ্ট করতে পারেন, সেটাই করেন।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: kulkhan on April 14, 2024, 08:09:32 PM
নতুন আপডেট আসলো ফোরামে। এবার বুঝি দাদারা ধরা খেয়ে গেলো। এডমিনের টপিকের অল্প একটু ট্রান্সলেট করে দিলাম,

মেইন টপিক: https://www.altcoinstalks.com/index.php?topic=319457.0
লেখক: admin (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1)

আমরা এই ফোরামে কোয়ালিটি উন্নতি করতে চাই,
যে কারনে আমি কোয়ালিটি বার পরিচয় করিয়ে দিচ্ছি:
(https://imgur.com/kHFCEpz)

কিছু ইউজার রা তাদের একাউন্টে একটা ডট দেখতে পাবে, এই ডট গুলোর মানে আছে:

খারাপ কোয়ালিটি

(https://www.altcoinstalks.com/Themes/default/images/quality11.png):

এই ইউজারের বড় ধরনের সমস্যা আছে যা সমাধান করতে হবে (এটা নেগেটিভ ট্রাষ্ট এর মতো)। আমরা এই ইউজারকে সাজেশন করবো এডমিনের সাথে যোগাযোগ করে দেখার জন্য যে এই সমস্যার সমাধান আছে কি না।
(মাল্টিপল একাউন্ট, একাউন্ট ফার্ম, ...)
আমরা বাউন্টি ম্যানেজারদেরকে এডভাইস করবো এসব ইউজারদের সাথে কাজ না করার জন্য।

(https://www.altcoinstalks.com/Themes/default/images/quality2.png)

এই ইউজার খারাপ কোয়ালিটির কন্টেন্ট শেয়ার করে, কয়েকবার ওয়ার্নিং দিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
(খারাপ কোয়ালিটর কন্টেন্ট, এ আই জেনারেটেড কন্টেন্ট, ছোট ছোট রিপ্লাই)
  এ ধরনের আপডেট ফোরামে অনেকবার দেওয়া হয়েছে তারপরে আপনি আবার দিয়েছেন নতুন করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তথ্য সম্পন্ন পোস্ট দেয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। কোয়ালিটি পোস্ট করতে পারলে আমাদের গ্রহণযোগ্যতা তবেশি বাড়বে। সাথে করে আমাদেরও অনেক উপকার হবে।

বাংলা সকলের সাথে পরিচিত হতে পেরে আমার অনেক ভালো লাগছে। বাংলা ফোরমে আমরা যারা যারা আছি , আমরা একে অন্যের সহযোগিতা করবো এবং বাংলা বোর্ডে আমরা নতুন নতুন আপডেট গুলো সবাই সরবরাহ করব।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: JISAN on April 17, 2024, 04:52:00 AM
যদিও এটা ফোরামের কোনো আপডেট না, তবে এটা ফোরাম রিলেটেড একটা আপডেট। পি এক্সজেড আবারো একটা নতুন টুল নিয়ে এসছে অল্টকয়েনটক ডাউনটাইম চেক করার জন্য। আপনারা জানেন যে অন্যান্য ফোরামের তুলনায় অল্টকয়েনটক ফোরাম অনেক বেশি পরিমানে ডাউন হয়। প্রতিদিনই কোনো না কোনো সময় ফোরাম ডাউন হয় এবং আমরা প্যানিক করি। এখন থেকে চাইলে আপনারা ফোরাম ডাউনটাইম এই টুলের মাধ্যমে চেক করতে পারবেন এবং হুদাই প্যানিক করা থেকে বেচে যাবেন।

টুলের লিংক https://pxzone.online/uptime/altcoinstalks

Screen capture
আসলে btt এর মতো আল্টকয়েনটক স্ট্রং সার্ভার ব্যবহার করে না কারন এখানে ইউজার অনেক কম। কিন্তু এখন এখানে সিগনেচার ক্যাম্পেন আসার কারণে অনেক নতুন নতুন ইউজার এখানে আসতে শুরু করেছে। তাই এখানকার ট্রাফিক দিন দিন অনেক বাড়তেছে  এর কারণে মাঝে মাঝে ফোরামের সার্ভার ডাউন হয়। তবে এতে প্যানিক হবার কিছু নেই।

এই টুলস প্যানিক কাটানোর কাজে দিতে পারে তবে কতজন এটা ব্যবহার করবে আর কতজন এই টুলস ভিজিট করে বিষয়গুলা বুঝতে পারবে তা নিয়ে আমার সন্দেহ হয়। কারন আমরা বাংগালী প্রচুর অলস আমরা টিকটিক, ফেসবুক, ইউটিউব দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি তবে প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ১ মিনিটও ধৈর্য ধরে ব্যবহার করতে পারি না
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on April 17, 2024, 01:35:50 PM
এই টুলস প্যানিক কাটানোর কাজে দিতে পারে তবে কতজন এটা ব্যবহার করবে আর কতজন এই টুলস ভিজিট করে বিষয়গুলা বুঝতে পারবে তা নিয়ে আমার সন্দেহ হয়। কারন আমরা বাংগালী প্রচুর অলস আমরা টিকটিক, ফেসবুক, ইউটিউব দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি তবে প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ১ মিনিটও ধৈর্য ধরে ব্যবহার করতে পারি না

বিটকয়েনটক ব্যাবহারকালীন সময় মাঝে মাঝে ফোরাম একসেস করতে পারতাম না। তখন মাঝে মাঝে খুব প্যানিকড হয়ে যেতাম। তবে সময় যাচ্ছে, আস্তে আস্তে অনেক কিছুই বুঝতেছি। তবে আমি প্রায়ই একটা ওয়েবসাইট ব্যাবহার করতাম যেটার নাম সম্ভবত ইসইট অনলি মি? বা এরকম একটা ওয়েবসাইট। ওখান থেকে দেখা যেতো যে সার্ভার কি আসলেই ডাউন নাকি আমার শুধু এমন হচ্ছে।

যাই হোক, ফোরামকে যারা খুব সিরিয়াসলি নিয়ে কাজ করে, দুই পয়সা ইনকাম করে, তারা ফোরাম ডাউন হলে প্যানিক্ড হবে এটাই স্বাভাবিক। তবে আমরা সোস্যাল মিডিয়ায়ই বেশি সময় কাটাতে পছন্দ করি। কয়েকদিন আগে ফেইসবুক ডাউন হওয়ার পর পাবলিকের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো।
Title: Re: ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট
Post by: Learn Bitcoin on April 28, 2024, 03:04:15 PM
PX-Z আবারো এই ফোরামের জন্য দরকারি একটা ফিচার নিয়ে আসছে তার ওয়েবসাইটের মাধ্যমে। এখন থেকে পোষ্ট আর্কাইভ আকারে সেভ করা থাকবে এবং যে কোনো ইউজারের পোষ্ট বের করা যাবে। আপাতত টপিক আইডি, ইউজারনেম এবং মেসেজ আইডির মাধ্যমে পোষ্ট সার্চ করা যাবে। এখন তো চিটার ভাইয়াদের জন্য এই ফোরাম চালানোও আরেকটু কষ্ট সাধ্য ব্যাপার হয়ে গেলো। বিটকয়েনটকে ভাইয়ারা সতর্ক থাকলেও, এই ফোরামে ওনারা যেমনে খুশি চলতেছিলো। আশা করি এখন কিছুটা সতর্ক হবে।

লিংক: https://pxzone.online/altt/archive

স্ক্রিনশট:
Screen capture:
(https://i.ibb.co/80kcX66/789625.png) (https://pxzone.online/altt/archive)
(https://i.ibb.co/vQnsnZt/topicid.png) (https://pxzone.online/altt/archive?topic=320629)