Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: superhelper on December 01, 2017, 02:13:48 AM

Title: একটি সফলতার গল্প!
Post by: superhelper on December 01, 2017, 02:13:48 AM
আপনাদের দোয়ায় কিছু কাজ শিখেছি এবং সাফল্যও পেয়েছি! আমি ছিলাম পিটিসি পাগল কিন্তু মজার ব্যপার হচ্ছে আমি এখন পুরোপুরি ফরাম পাগল বলতে পারেন ক্রিপ্ট পাগলও। অনলাইনে পিটিসি থেকেও সহজ কাজ করে  পিটিসি থেকে অনেক বেশি ইনকাম করার সুযোগ আছে আমার জানা ছিল না! গত বছর যখন প্রথম কাজটি সম্পর্কে জানি তখন সিদ্ধান্ত গ্রহণ করি পিটিসিতে যেহেতু সময় কম লাগে তাই কিছুটা সফল হওয়ার পরই এই বিষয়টি নিয়ে মাথা ঘামাবো! এক বছর পর গত কুরবানীর ঈদে বাড়ী গেলে আমার বিয়া ঠিক হয় বিয়া নিয়ে বিজি থাকায় ৩ দিন পিটিসিতে কাজ করতে না পারায়, দেখা গেল আমার ৪ টা একাউন্টে 50 ডলার লোস! যেখানে ৫০ ডলার ইনকাম করতে লাগে 5 মাস থেখানে মাত্র তিনদিন কাজ না করতে পারাতেই ৫০ ডলার লোস।
মেজাজ খারাপ হয়ে গেলো কাজের আগ্রহ হারিয়ে ফেললাম, সিদ্ধান্ত নিলাম পিটিসি থেকে সব ডলার তুলে নিয়ে অন্য কোন কাজ করব, কিন্তু পিটিসির আইনি জটিলতায় তার ও উপায় নাই। আইন-কানুন বাস্তবে প্রাকটিস করার জন্য নিজের ওয়েব সাইটটাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। সেখানেও অনেক ইনভেস্ট দরকার। এর পরে সব ছেড়ে সেই কাজের দিকে মনোযোগ দিলাম যার নাম Forum posting ইন্টারনেট জগতে এমন অনেক সাইট আছে যেগুলোতে পোস্ট করে ইনকাম করা যায়। এমনি একটি সাইটের নাম বিটকয়েন টক! এক ভাইয়ের পরামর্শে শুরু করলাম সেখানে কাজ করতে। তিনমাস কোন ইনকাম হবে না জেনেই কাজ শুরু করছিলাম, বাট ২য় মাসেই সফলতার দেখা মেলে। আলহামদুলিল্লাহ ৩ মাসে প্রায় 250 ডলার পেমেন্ট পাইছি এবং এখন থেকে প্রতিমাসে 500+ ডলার ইনকামের টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছি। আপনাদের হয়ত অনেকেরই কাজ শিখার ইচ্ছা হচ্ছে, আমিও শিখাতে চাই বাট এই সাইটে যদি বাঙ্গালীরা স্পাম করা শুরু করে তবে আমরা যারা কষ্ট করে সাইটে কাজ করছি তারাও বিপাকে পড়ে যাব নিশ্চিত! এই একটি মাত্র ভয়ের কারণেই কেউ কাউকে কাজ শিখায় না বা শিখাতে চায় না। আমি আপনাদের জন্য একটি ব্যবস্থা খুজে বের করেছি। আমার পরামর্শ হচ্ছে যারা সত্যিকার অর্থেই কাজ শিখতে চান তারা এই থ্রেডে কমেন্ট করেন।  সব কাজ হাতে কলমে আমি শিখাবো ইনশাআল্লাহ! আমার স্কাইপি বন্ধ আছে আবার চালু করব শুধু আপনাদের কাজ শিখানোর জন্য। যারা আমাকে ওয়াদা করবেন যে, কাজ শিখলে শুধু আমার পরামর্শ মতই এগিয়ে যাবেন তারাই কেবল নিচে কমেন্ট করবেন! আমি হলপ করে বলতে পারি Altcoin Forum এ যদি আপনি ধৈর্য্য সহকারে থাকতে পারেন এবং পর্যাপ্ত সময় দিতে পারেন তবে Alt-coin forum আপনার জীবনে বিপ্লবী পরিবর্তন এনে দিবেই দিবে।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Hasan on December 06, 2017, 08:34:04 AM
জি ভাই আপনার গল্পটা পরে ভাল লাগলো আমি ভাই পিটিসি সাইটে অনেক ধরা খাইছি পরে বিটকয়েন টক সম্পর্কে জানতে পারি কিন্তু আমি আজ জুনিয়র মেম্বার হইছি কিন্তু কাজ এখনো শুরু করিনি তাই আপনার সাহায্য কামনা করছি কিভাবে কাজ শুরু করব আমি এখনো বুজিনা ?তাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আমাকে কিভাবে কাজ করবো তা শিখাতেন।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: mdzakir62 on December 10, 2017, 04:38:03 PM
সেম সমস্যা ভাই............... :-[
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: superman22 on December 15, 2017, 07:28:58 AM
Ami serious apnar shatha kaj korar jonnon. Ami chai bhalo lokar poramosho nita and follow korta!
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: robiru1991 on December 18, 2017, 03:52:46 AM
আপনার সংসার জীবন সুখি হক।।আমরা আপনার সাথে আছি।। আপনিও আমাদের সাথে থাকবেন।।।।।।।।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Saeed94 on December 24, 2017, 10:04:28 AM
যে কোন কাজ মন দিয়ে করিলে সাফল্য আসবেই! আপনাদের সংসার সুখী হক এই কামনা করি.
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Arif019 on December 24, 2017, 10:16:42 AM
Ami serious  ..
Jodi kajta shikhan onek upokar hobe ...
 
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: sunny354 on December 24, 2017, 10:37:32 AM
vai ami kaj shilbo
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: superhelper on December 24, 2017, 01:21:29 PM
জি ভাই আপনার গল্পটা পরে ভাল লাগলো আমি ভাই পিটিসি সাইটে অনেক ধরা খাইছি পরে বিটকয়েন টক সম্পর্কে জানতে পারি কিন্তু আমি আজ জুনিয়র মেম্বার হইছি কিন্তু কাজ এখনো শুরু করিনি তাই আপনার সাহায্য কামনা করছি কিভাবে কাজ শুরু করব আমি এখনো বুজিনা ?তাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আমাকে কিভাবে কাজ করবো তা শিখাতেন।
নো প্রবলেম ইনশাআল্লাহ কাজ শিখাবো! শুধু এই সাইটের বিভিন্ন সেকটরে বুঝে বুঝে কমেন্ট করে নিজের র‌্যাংক বৃদ্ধি করেন।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: superhelper on December 24, 2017, 01:23:23 PM
Ami serious apnar shatha kaj korar jonnon. Ami chai bhalo lokar poramosho nita and follow korta!
আপনার প্রশ্নের উত্তর উপরে ‍দেওয়া হয়েছে। সিরিয়াস হওয়ার জন্য ধন্যবাদ এখন শুধু অপেক্ষা করুন। সময় সুযোগ মত আমি সব শিখাবো ইনশাআল্লাহ।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: superhelper on December 24, 2017, 01:27:41 PM
আপনার সংসার জীবন সুখি হক।।আমরা আপনার সাথে আছি।। আপনিও আমাদের সাথে থাকবেন।।।।।।।।
ধন্যবাদ আপনাকেও! সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা কিছু একটা করতে সক্ষম হবো!
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: superhelper on December 24, 2017, 01:29:19 PM
যে কোন কাজ মন দিয়ে করিলে সাফল্য আসবেই! আপনাদের সংসার সুখী হক এই কামনা করি.
জি ভাইয়া, আপনি একদুম ঠিক কথাটিই বলেছেন। তবে পিটিসির সাফল্য আর ফোরামের সাফল্য আকাশ-পাতাল তফাৎ!
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: arpappu17 on December 24, 2017, 04:42:41 PM
Vai amio asi😍
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Hasib420 on December 24, 2017, 07:09:19 PM
ভাই আপনাকে আমি আমার প্রেরণার উৎস মানতে বাধ্য হচ্ছি...জীবনে অনেক লেখা পড়লাম বাট এরকম প্রেরণা কোনোদিন পাইনি.....দোয়া করবেন ভাই যাতে ভালো কিছু করতে পারি....
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: superhelper on December 25, 2017, 03:40:21 PM
ভাই আপনাকে আমি আমার প্রেরণার উৎস মানতে বাধ্য হচ্ছি...জীবনে অনেক লেখা পড়লাম বাট এরকম প্রেরণা কোনোদিন পাইনি.....দোয়া করবেন ভাই যাতে ভালো কিছু করতে পারি....
ধৈর্যকে পুজি করে পরিশ্রম করে যান ইনশাআল্লাহ কাউকে প্রেরণার উৎস মানতে হবে না বরং নিজেই হয়ে যাবেন অন্য কারো প্রেরণার উৎস।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: bapput on December 26, 2017, 09:51:25 AM
ভাই আমি নতুন এই সাইটে আপনার হেল্প লাগবে কিছু??
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Imon18 on December 26, 2017, 04:05:36 PM
 ;D ভাই,আমি একসময় জানতামই না যে অনলাইনে কিভাবে কাজ করে। পরে বিভিন্ন গ্রুপের মাধ্যে এন্ড্রেয়েড ও নেট ট্রিকের ফোরামগুলোর সন্ধ্যান পাই।  সেখানে অনেকদিন থাকার পর এ বছরের মাঝ দিকে একজনের দেখা মেলে যার মাধ্যে ফেসবুকের একটি আর্নিং গ্রুপ (বাংলা মার্জিন) এ যোগ দিই এবং সেখান থেকেই প্রথম আয় করি। তখন আবার ছিল পিটিসি সাইট। কিন্তু কি আর বলিবো,তা বেশি দিন থাকলো না। এরপর মাথা খারাপ হয়ে গেল। অন্যান্য ভাল পিটিসি সাইট খোজার জন্য ব্যকুল হয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্য যে ভাল কোন সাইট নাই। বাংলা মার্জিন গ্রুপের সৌরভ ভায়ের মাধ্যমে আসা হলো ক্রিপ্টো ফোরাম সাইটে। Deeponion দিয়েই শুরু আমার ফোরামের পথ চলা। কিন্তু এটাও বেশিদিন সইলো না। তাই এখন আবার এই ফোরামে চলে এলাম। আপনার সফলতা এবং আত্মবিশ্বাস দেখে মনে হলো আপনার এবং আপনাদের মত একজনকেই আমি বা আমরা খুজছি,যারা কিনা আমাদের সঠিক পথে সঠিকভাবে গাইড করবে।

অবশেষে একটা কথাই বলবো যে,আপনি আমাদের শিক্ষা দিন,আমরা তা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: cryptoHabib on December 27, 2017, 08:55:41 AM
ভাই আমি কাজ শিখতে চাই আমি ওয়াদা করলাম আমি আপনার পরামর্শ অনুযায়ী কাজ করবো  :)  ভাই আমার বিটকয়েন টক একাউন্ট টা প্রোক্সি ব্যান দেখায় এটা কিভাবে সলভ করবো?   :(
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: shusmoybabu on December 29, 2017, 06:12:37 AM
যেভাবেই আইডি খুলি,প্রক্সিব্যান চলে আছে!
কি করার আছে?
বুঝতে পারছি না,কেউ সমস্যাভটা সমাধান করেছেন?
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Rashid pk on January 02, 2018, 05:22:28 AM
Sathe asi vai. apni j vabe amader sohojogita korsen, sotti oshadaron.
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: LifeOK on January 18, 2018, 03:17:31 PM
wow! I'm pleased to hear such this success history! I wanna to be a success.
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: cryptorakibul on January 19, 2018, 04:35:49 PM
Ami apner help chai vai... amake help korben please
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: yasinrobin on January 23, 2018, 07:34:29 PM
ভাইয়া আপনার জীবনের গল্পটা পড়ে অনেক ভাল লাগলো। তবে আপনার মত আমরাও সফলতা পেতে চাই কিন্তু নতুন হওয়ায় সঠিক গাইডলাইন মিলে না।আর নতুনদের সফল হতে যে পরিমানে কষ্ট হয় সেটা হয়তো আপনে ভালোই বুঝেন।আপনে যেহেতু আমাদের কাজ শিখানোর উদ্দেশে এত ভাল একটা উদ্দেগ নিয়েছেন এতে আমি খুবই খুশি।তাতে করে আমার মত নতুন রা অনেক কিছু শিখতে পারবো।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Abdul Kayum on January 24, 2018, 09:46:02 AM
আমি আছি এই সাইটের সাথে দেখি কিরকম ইনকাম হয়
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Marksman on January 24, 2018, 05:59:51 PM
শুভ বিবাহ মোবারক ভাই ।

একটু বিভ্রান্তে পরে গেলাম থ্রেডটি পরে যে আমাদের মানুষই আমাদের স্প্যাম করছে । আমি এই ফোরাম গুলো সম্পর্কে অনেক আগে থেকে জানি কিন্তু এখান থেকে যে আয় করা সম্ভব তা আপনার কাছ থেকে প্রথম জানলাম । আশা করি আপনার মাধ্যমে নতুন কিছু শিখতে ও জানতে পারব । :)
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: xoox on January 29, 2018, 09:55:05 AM
ভাই আমি এই সাইটে নতুন, তেমন কিছু বুঝিনা, কিন্তু আপনার গল্পটা শুনে খুব ভালো লাগলো এবং কাজের উৎসাহ জাগল  :D :D

  ইনশাআল্লাহ ভাই আপনার সাথেই থাকবো  :) :)
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: spyhelp4u on January 30, 2018, 08:26:19 PM
অত্যন্ত দুঃখের বিষয় যে কিছুদিন আগে আমার বিটকয়েন্টক এ একটা আইডি ব্যান খাই। সব পোস্ট ঠিকভাবে করি কিতু ব্যান কেন করে জানতে পারি নাই।পরে আইডি খুলতে গিয়ে দেখি প্রক্সিব্যান।জরিমানা দিয়ে আইডি খুললাম।আমি মুলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এ কাজ করতাম । ফাইভার আমার আইডি খাওয়ার পর এইখানে আসছি।আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে অনেক দূর যেতে পারবো।
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: superhelper on February 06, 2018, 03:25:09 PM
যেভাবেই আইডি খুলি,প্রক্সিব্যান চলে আছে!
কি করার আছে?
বুঝতে পারছি না,কেউ সমস্যাভটা সমাধান করেছেন?
ekhon btc pay sara proxy banned solve somvob noy!
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: skillerx23 on February 08, 2018, 06:11:05 AM
vaia onk valo laglo ap ne ar kon kon forum a kaj koran janta parla valo hoito  ....
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: arnobs007 on February 09, 2018, 08:08:36 PM
Dhorjo dhorle sob possible.vaiya inspired holam.
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: sakib.bro on March 18, 2018, 12:19:27 PM
বিটকয়েন টক এ সকন বাঙালি ভাইয়েরা যদি ১টা টেলিগ্রাম গ্রুপ সকলের সুবিধার জন্য খোলা হই তাহলে কেমন হবে???

অনেকে জুনিয়র মেম্বার আছেন জারা মেরিট পাচ্ছেন না আবার অনেকে ইংলিশ ও ভালো না
তাই সকলের সুবিধার কথা চিন্তা করেই এই গ্রুপ্টা খোলার কথা বলতেছি

অনেক সিনিওর মেম্বার আছেন যারা মেরিট দিতে পারেন আমদের মত জুনিয়র মেম্বেরদের
তাহলে আমাদের কাম্পেন করতে সুবিধা হই
একন আরো অনেক সুবিধা অসুবিধার কথা আছে যা টেলিগ্রাম এ শেয়ার করতে পারবেন

তাই জয়েন করুন আর একে অপরকে সহযগিতা করুন

https://t.me/joinchat/D7b74hKk13AD_vf2xEtaQw
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Princeraju on March 12, 2019, 08:02:58 AM
জি ভাই আপনার গল্পটা পরে ভাল লাগলো আমি ভাই পিটিসি সাইটে অনেক ধরা খাইছি পরে বিটকয়েন টক সম্পর্কে জানতে পারি কিন্তু আমি আজ জুনিয়র মেম্বার হইছি কিন্তু কাজ এখনো শুরু করিনি তাই আপনার সাহায্য কামনা করছি কিভাবে কাজ শুরু করব আমি এখনো বুজিনা ?তাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আমাকে কিভাবে কাজ করবো তা শিখাতেন।
Vai amar jana mote bitcointalk e post dileo merit paowa jai nah. Apni jr member holen ki vabe?? Ar ata kintu bitcointalk forum nah. Ata altcoinstalk Forum.     
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Rds3b on March 15, 2019, 06:10:06 PM
ভাই আমি আবারও নিজেকে সঠিক স্থানে নিয়ে যাওয়ার পথে এগোবো। এসব টুকু আপনার কথার মাধ্যমে আমি খুজে পেলাম এগিয়ে যাওয়ার পথ। ধন্যবাদ আপনাকে                 
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: bitcoinbangladesh.info on March 16, 2019, 10:29:37 AM
ভালো লাগলো।এই জগতে যারা আসে তাদের বেশিরভাগ শুরু করে পিটিসি দিয়ে।আমার পিটিসি একাউন্ট এ $২০০+ রেখে আমি ক্রিপ্টো তে যখন ঢুকলাম তখন আর পিটিসির কথা মনেই রাখিনি।আমি আর কখনো পিটিসি তে ফিরেও তাকাইনি শুধুমাত্র একটা সাইট ছাড়া, ফ্যামিলিবিটিসি।কারন ওইখানে আমার ১০৩৫ জন ডিরেক্ট রেফারেল ছিল।টুকটাক পেতাম।
যারা বাউন্টি কিংবা ক্রিপ্টো নিয়ে কাজ করতে চান কিংবা বাংলাদেশী ভাইদের হেল্প করতে চান তারা আমাদের ফোরামে জয়েন করতে পারেন।আমাদের ফোরাম এর এড্রেস আমার সিগ্নেচার এ লিখা আছে।আশা করছি আমরা বাংলাদেশীরা মিলে একটি ফোরাম করতে পারবো।
বিটকয়েনবাংলাদেশ.ইনফো
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Linda78 on March 16, 2019, 03:02:53 PM
dorjo manus ke balo jaigai niye jai,tai amader protiti kaj dorjer modde rakthe hobe, tobe jibone sofolota asbe insaallah.
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Tanimariya on March 16, 2019, 08:06:05 PM
আপনাদের দোয়ায় কিছু কাজ শিখেছি এবং সাফল্যও পেয়েছি! আমি ছিলাম পিটিসি পাগল কিন্তু মজার ব্যপার হচ্ছে আমি এখন পুরোপুরি ফরাম পাগল বলতে পারেন ক্রিপ্ট পাগলও। অনলাইনে পিটিসি থেকেও সহজ কাজ করে  পিটিসি থেকে অনেক বেশি ইনকাম করার সুযোগ আছে আমার জানা ছিল না! গত বছর যখন প্রথম কাজটি সম্পর্কে জানি তখন সিদ্ধান্ত গ্রহণ করি পিটিসিতে যেহেতু সময় কম লাগে তাই কিছুটা সফল হওয়ার পরই এই বিষয়টি নিয়ে মাথা ঘামাবো! এক বছর পর গত কুরবানীর ঈদে বাড়ী গেলে আমার বিয়া ঠিক হয় বিয়া নিয়ে বিজি থাকায় ৩ দিন পিটিসিতে কাজ করতে না পারায়, দেখা গেল আমার ৪ টা একাউন্টে 50 ডলার লোস! যেখানে ৫০ ডলার ইনকাম করতে লাগে 5 মাস থেখানে মাত্র তিনদিন কাজ না করতে পারাতেই ৫০ ডলার লোস।
মেজাজ খারাপ হয়ে গেলো কাজের আগ্রহ হারিয়ে ফেললাম, সিদ্ধান্ত নিলাম পিটিসি থেকে সব ডলার তুলে নিয়ে অন্য কোন কাজ করব, কিন্তু পিটিসির আইনি জটিলতায় তার ও উপায় নাই। আইন-কানুন বাস্তবে প্রাকটিস করার জন্য নিজের ওয়েব সাইটটাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। সেখানেও অনেক ইনভেস্ট দরকার। এর পরে সব ছেড়ে সেই কাজের দিকে মনোযোগ দিলাম যার নাম Forum posting ইন্টারনেট জগতে এমন অনেক সাইট আছে যেগুলোতে পোস্ট করে ইনকাম করা যায়। এমনি একটি সাইটের নাম বিটকয়েন টক! এক ভাইয়ের পরামর্শে শুরু করলাম সেখানে কাজ করতে। তিনমাস কোন ইনকাম হবে না জেনেই কাজ শুরু করছিলাম, বাট ২য় মাসেই সফলতার দেখা মেলে। আলহামদুলিল্লাহ ৩ মাসে প্রায় 250 ডলার পেমেন্ট পাইছি এবং এখন থেকে প্রতিমাসে 500+ ডলার ইনকামের টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছি। আপনাদের হয়ত অনেকেরই কাজ শিখার ইচ্ছা হচ্ছে, আমিও শিখাতে চাই বাট এই সাইটে যদি বাঙ্গালীরা স্পাম করা শুরু করে তবে আমরা যারা কষ্ট করে সাইটে কাজ করছি তারাও বিপাকে পড়ে যাব নিশ্চিত! এই একটি মাত্র ভয়ের কারণেই কেউ কাউকে কাজ শিখায় না বা শিখাতে চায় না। আমি আপনাদের জন্য একটি ব্যবস্থা খুজে বের করেছি। আমার পরামর্শ হচ্ছে যারা সত্যিকার অর্থেই কাজ শিখতে চান তারা এই থ্রেডে কমেন্ট করেন।  সব কাজ হাতে কলমে আমি শিখাবো ইনশাআল্লাহ! আমার স্কাইপি বন্ধ আছে আবার চালু করব শুধু আপনাদের কাজ শিখানোর জন্য। যারা আমাকে ওয়াদা করবেন যে, কাজ শিখলে শুধু আমার পরামর্শ মতই এগিয়ে যাবেন তারাই কেবল নিচে কমেন্ট করবেন! আমি হলপ করে বলতে পারি Altcoin Forum এ যদি আপনি ধৈর্য্য সহকারে থাকতে পারেন এবং পর্যাপ্ত সময় দিতে পারেন তবে Alt-coin forum আপনার জীবনে বিপ্লবী পরিবর্তন এনে দিবেই দিবে।
আপনার পোস্টে অনেক logic আছে। আপনার এই পোস্ট মানুষকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আমি একটি রিয়াল পোস্ট পড়ে অনেক ভাল একটা ধারণা পেলাম।     
Title: Re: একটি সফলতার গল্প!
Post by: Sujon83 on March 17, 2019, 03:08:52 PM
হ্যা ভাই আপনি জীবনে অনেক কষ্ট করেছেন তাই আজ সাফল্য অর্জন করেছেন। আপনার গল্প শুনে আমরাও স্বপ্ন দেখি সাফল্যের। ধন্যবাদ আপনাকে এই সাফল্যের গল্প শেয়ার করার জন্য ।