follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Imon18

Pages: [1] 2
1
Thank you..already joined Bounty program

2
আগামী ২৭ জানুয়ারিতে কোন এক দেশের সাথে বিটকয়েনের চুক্তি শেষ হচ্ছে,তাই নতুন করে তা রিনিউ হওয়ার আগে বিটকয়েনের দাম কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে।
.
তবে বিটকয়েনের দাম ৮ হাজার ডলারে আসার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যে বিটকয়েন ২৫ হাজার ডলার হিট করবে বলে ধারণা পাওয়া যায়।

3
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সকলকে জানাই HaPpY NeW YeAr 2018  :)

আশা করি নতুন বছর সকলের ভাল যাবে।
যাই হোক,বছরের প্রথম দিন সবার কেমন কাটলো জানাতে ভুলবেন না কিন্তু।  8)

4
এই ফোরাম থেকে অনেক গুলো উপায়ে আয় করা যায়।  আমি সেগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি!
১. Airdrop এ জয়েন করার মাধ্যমে!
২. বিভিন্ন কোম্পানির bounty program  এ অংশ গ্রহনের মাধ্যমে!
৩. বিভিন্ন কোম্পানির সিগনেচার ক্যাম্পেইন করে।
৪. ফোরামে বেশি বেশি একটিভ থাকার মাধ্যমে।
 মনে রাখবেন সবার আগে আপনাকে এই ফোরামে জয়েন করতে হবে এবং বিভিন্ন অফার গুলো মনযোগ দিয়ে পড়তে ও বুঝার চেষ্টা করতে হবে! খুব সহজেই অনেক ভাল ইনকাম করতে পারবেন। ফোরামে অধিক সময় ব্যয় করতে হবে। ফোরাম মানেই আলোচনার টেবিল। সূতরাং শিখতে ও শিখাতে আলোচনার বিকল্প নেই। কেউ যদি কোন প্রশ্ন করে থাকে সেইম প্রশ্ন আবার করবেন না।

ভাই,একটা জিনিস জানার ছিল। তা হলো আমি airdrop এ গেলে বিভিন্ন ধরণের airdrop দেখতে পাই। যেমন-টেলিগ্রাম,ফেসবুক,টুইটার ইত্যাদি। আমি কি এই সবগুলো airdrop এ জয়েন করতে পারবো নাকি যেকোন একটা?

5
ফরম ফিলাপ করার পরও আপনি বাকি পোস্ট গুলি করতে পারেন। কোন প্রবলেম নাই। টপিক যদিও বাধ্যতামূলক নয় তবুও কম পক্ষে 4/5 টা টপিক দিবেন।

ধন্যবাদ ভাই। and aslo thanks to ADMIN 😍

6
Other languages/locations / Re: CryptoBD Exclusive Help Zone
« on: December 27, 2017, 09:14:24 AM »
Welcome to everyone such a great forum. Those people are new in this forum Specially (all my Bangladeshi people) i would like to help them all. is any question about altcoinstalks forum just specific question put on here. i will try to answer them as far as i know. just one request to all we are want to build a strong, big and spam free community. so guys keep your good work in forum and keep clean our community spam free
Thanks all

Sourov vai..jara jr member hoiche..tara kivabe airdrop a join korbe ebong token gula kothay kivabe nibe? ar exchange korbe kothay? kindly janiye help korben.

7
General Discussion / What is your Best Friend's name?
« on: December 26, 2017, 09:21:28 PM »
Hello guyzz..Everyone has a frined circle. But there are 1 or 2 good friend among many friends whom we call Best Friend.They are our closest friend  ;D

So tell us your Best Friend's name......

8
DeepOnion / What do you think about DO (DeepOnion) Coin?
« on: December 26, 2017, 08:58:25 PM »
Do you know $Onion coin? When I started working on the Deeponion Forum, the price of $onion was only $1.  :)

But the cost of 2/3 weeks has now become $4 +.  :o Do you think, how will it be increase in 2018?  :-X
I have 27 $onion. What I will do?

Tell your own opinion if you know about this coin.Thank you  8)










 

9
Bitcoin Forum / What do you think? Which is the best way to earn Bitcoin?
« on: December 26, 2017, 08:35:29 PM »
Which is the best way to earn BTC do you think?  ::)

1) Fauceting
2) Trading
3) Mining
4) Article writing (Forum)
5) Investing

I think Article writing is the best way.  8)
Tell me your opinion.I want to know about this.Thank you.

 ;D

10
আমি ভুলে ২০ টা পোষ্ট করার আগেই airdrop এর form ফিল আপ করে ফেলছি। এখন কি আমাকে ব্যান করা হবে? যদি ব্যান করা না হয়,তবে কি করতে হবে?
আর ২০ টা পোষ্টের মাঝে কয়টা টপিক থাকা আবশ্যক?
১ দিনেই কি ২০টা পোষ্ট(টপিক সহ) লিখলে কি কোন সমস্যা হবে?

যারা এইগুলো জানেন,কাইন্ডলি সাহায্য করুন। ধন্যবাদ 😊

বুঝলাম না ভাই। আপনি কি কিছু উত্তর করেছেন? আমি শুধু আমার লেখাই দেখতে পাইতেছি কেন!! ;D :P

11
 ;D ভাই,আমি একসময় জানতামই না যে অনলাইনে কিভাবে কাজ করে। পরে বিভিন্ন গ্রুপের মাধ্যে এন্ড্রেয়েড ও নেট ট্রিকের ফোরামগুলোর সন্ধ্যান পাই।  সেখানে অনেকদিন থাকার পর এ বছরের মাঝ দিকে একজনের দেখা মেলে যার মাধ্যে ফেসবুকের একটি আর্নিং গ্রুপ (বাংলা মার্জিন) এ যোগ দিই এবং সেখান থেকেই প্রথম আয় করি। তখন আবার ছিল পিটিসি সাইট। কিন্তু কি আর বলিবো,তা বেশি দিন থাকলো না। এরপর মাথা খারাপ হয়ে গেল। অন্যান্য ভাল পিটিসি সাইট খোজার জন্য ব্যকুল হয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্য যে ভাল কোন সাইট নাই। বাংলা মার্জিন গ্রুপের সৌরভ ভায়ের মাধ্যমে আসা হলো ক্রিপ্টো ফোরাম সাইটে। Deeponion দিয়েই শুরু আমার ফোরামের পথ চলা। কিন্তু এটাও বেশিদিন সইলো না। তাই এখন আবার এই ফোরামে চলে এলাম। আপনার সফলতা এবং আত্মবিশ্বাস দেখে মনে হলো আপনার এবং আপনাদের মত একজনকেই আমি বা আমরা খুজছি,যারা কিনা আমাদের সঠিক পথে সঠিকভাবে গাইড করবে।

অবশেষে একটা কথাই বলবো যে,আপনি আমাদের শিক্ষা দিন,আমরা তা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।

12
সেটা না হয় বুঝলাম। এখন আসল কথা হচ্ছে karma টা কি? karma কেন অর্জন করতে হয় এবং এর ব্যবহার কি?  এসব তো কিছুই বললেন না।  :-X  আর আরও কিছুই জিজ্ঞাসা করার আছে। যেমন - ১ দিনেই কি জুনিয়ন মেম্বার হওয়া যাবে কিনা? এখানে কি কি করলে ব্যান করা হয়? রুলস গুলো কি কি? ইত্যাদি ইত্যাদি। আশা করি সব কিছু ক্লিয়ার করে তারপর পোষ্ট করবেন। ধন্যবাদ। 8)
এক পোষ্টে তো আর সব বলা সম্ভব নয়।  karma  সমন্ধে আরেকটা  post দিব।
আপনি  ২০ টা post করলেই junior member হবেন। সেটা  এক দিনে হউক আর  দশ দিনে হউক।
এই টপিক টা দেখেন,  অনেক কিছু বুজতে পারবেন।
 http://www.altcoinstalks.com/index.php?topic=832.0
সেটা না হয় বুঝলাম। এখন আসল কথা হচ্ছে karma টা কি? karma কেন অর্জন করতে হয় এবং এর ব্যবহার কি?  এসব তো কিছুই বললেন না।  :-X  আর আরও কিছুই জিজ্ঞাসা করার আছে। যেমন - ১ দিনেই কি জুনিয়ন মেম্বার হওয়া যাবে কিনা? এখানে কি কি করলে ব্যান করা হয়? রুলস গুলো কি কি? ইত্যাদি ইত্যাদি। আশা করি সব কিছু ক্লিয়ার করে তারপর পোষ্ট করবেন। ধন্যবাদ। 8)
এক পোষ্টে তো আর সব বলা সম্ভব নয়।  karma  সমন্ধে আরেকটা  post দিব।
আপনি  ২০ টা post করলেই junior member হবেন। সেটা  এক দিনে হউক আর  দশ দিনে হউক।
এই টপিক টা দেখেন,  অনেক কিছু বুজতে পারবেন।
 http://www.altcoinstalks.com/index.php?topic=832.0

ঠিক আছে। যেহেতু এখানে আপনি karma সম্পর্কে কিছু বলেন নি,তাই  টাইটেলটাতে karma এর বিষয়টা উল্লেখ না করাই বেটার ছিল। কারণ আমি karma এর জন্যই পোষ্টটা দেখতে আসছিলাম। দেখে হতাশ হলাম।

তাই একটাই অনুরোধ আপনার কাছে, যখন যা নিয়ে পোষ্ট করবেন,শুধু মাত্র সে বিষয়ের টাইটেল দিবেন। ওকে ব্রো?

13
সেটা না হয় বুঝলাম। এখন আসল কথা হচ্ছে karma টা কি? karma কেন অর্জন করতে হয় এবং এর ব্যবহার কি?  এসব তো কিছুই বললেন না।  :-X  আর আরও কিছুই জিজ্ঞাসা করার আছে। যেমন - ১ দিনেই কি জুনিয়ন মেম্বার হওয়া যাবে কিনা? এখানে কি কি করলে ব্যান করা হয়? রুলস গুলো কি কি? ইত্যাদি ইত্যাদি। আশা করি সব কিছু ক্লিয়ার করে তারপর পোষ্ট করবেন। ধন্যবাদ। 8)

14
বেশি নাই। 0.0061 BTC আছে আমার কাছে  :)

15
Litecoin Forum / Is LTC rival of BTC?
« on: December 26, 2017, 11:29:31 AM »
Someone told me that LTC is rival of BTC.What do you think? This is right? Which is rival of BTC?  ::)

Pages: [1] 2
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod