follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Bad leyar

Pages: [1]
1
DeFi tokens / Bringing institutional DeFi to the world
« on: June 26, 2021, 07:22:04 PM »
Circle is soon releasing the easiest way for businesses to access DeFi, enabling companies to easily and confidently access new lending markets powered by decentralized finance. With our new DeFi API, businesses will be able to access leading DeFi protocols, beginning with Compound Finance on the Ethereum blockchain.
The past year has seen an explosion of interest in and usage of decentralized finance (DeFi) infrastructure, foreshadowing a deeper breakthrough in delivery of capital markets and financial services. Dollar digital currencies such as USDC have seen tremendous growth. More than $1.25 billion in USDC as collateral has been deposited into to the Compound protocol*, the most of any stablecoin on the platform as of June 16, 2021. And according to data from Flipside Crypto, USDC was the most widely used stablecoin in DeFi markets in the first quarter of 2021.
To date, accessing and using DeFi protocols has been complex for institutions. Managing, securing and interacting with direct network participants is complicated and risky for most businesses, and the cost and regulatory complexity of running crypto finance infrastructure can be significant.

Businesses will soon be able to automate USDC flows into DeFi lending markets by leveraging Circle’s powerful DeFi API. By utilizing the DeFi API, businesses will have easy and quick access to DeFi protocols where they can earn interest, governance tokens and offer that same access to their customer platforms. Circle APIs make accessing DeFi easy and secure, allowing businesses to build powerful internal tools and customer experiences without the complexity of implementing a home-grown framework.
With USDC, Circle Accounts, our new Circle Yield offering and now our DeFi API, Circle is providing businesses with a comprehensive suite of digital currency-native payments and treasury infrastructure.
We’re excited to see what developers, fintechs and businesses around the world can do with this powerful set of new APIs. source

2
What Happened: Crypto exchange Coinbase Global Inc (NASDAQ: COIN) has launched a smart contract security tool called Solidify to detect and classify smart risks within crypto protocols.
The new tool was unveiled by Coinbase’s Principal Blockchain Security Engineer Peter Kacherginsky, who said in a blog post that Solidify would help “automate, standardize, and scale” their due diligence process for new token listings.
“Manual smart contract analysis is a time intensive and error prone process. Experienced teams miss occasional vulnerabilities which can lead to significant monetary loss (sic),” said Kacherginsky.
“To solve this problem we developed a tool called Solidify (a play on Solidity) to increase the rate of new asset security reviews without lowering our high security standard that Coinbase customers have come to expect for protecting their tokens.” Source

3
DeFi tokens / Top 10 Best DeFi Coins in 2021?
« on: June 13, 2021, 05:19:39 AM »
The decentralized finance (DeFi) market has received heightened interest from crypto-enthusiasts in recent years – attracting investors from all across the world. In its simplest form, DeFi is a term used for financial applications built on blockchain technology – that aims to democratize the economic landscape by replacing centralized institutions.

Today, DeFi platforms can provide you with a full spectrum of financial services – ranging from trading, borrowing, lending, decentralized exchanges, asset management, and more.

The most popular DeFi platforms have designed their own native tokens, as a means to facilitate their operations as well as incentivize users. If you are interested in getting a piece of this innovative marketplace early – investing in DeFi coins is one of the best ways to go.

Here at DefiCoins.io – we take a look at some of the best DeFi coins in the market and study their role within their respective DeFi ecosystems. We also explain the process of how you can buy DeFi coins from the comfort of your home without paying a cent in brokerage fees or commissions.
source link

4
বিনান্স কয়েন (বিএনবি) হ'ল একটি ক্রিপ্টোকারেন্সি যা বাইনান্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে বাণিজ্য ও ফি প্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে। বিনান্স এক্সচেঞ্জ হ'ল জানুয়ারী 2018 পর্যন্ত বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, প্রতি সেকেন্ডে 1.4 মিলিয়নের বেশি লেনদেনের সুবিধার্থে।

5
এবার বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) নিয়ে ব্যবসা করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট, ২০১৮ সালে ক্রিপ্টোকারেন্সির (Bitcoin) উপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেই নিষেধাজ্ঞা বাতিল করে দিল শীর্ষ আদালত (Supreme Court)। বিটকয়েনের মতো লেনদেন এ দেশে অবৈধ, আগেই জানায় দেশের শীর্ষ ব্যাংক। এবার সেই নিষেধাজ্ঞা বাতিল করল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালের এপ্রিলে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার বা ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকে বন্ধ করতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কড়া নিয়ম করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিটকয়েনের মতো কোনও ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে পরিষেবা দেওয়া বা ব্যবসা করায় নিষেধাজ্ঞা জারি করেছিল তারা। এদিকে ‘ব্যানিং অব ক্রিপ্টোকারন্সি অ্যান্ড রেজুলেশন অব অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০১৯' নামে একটি বিল আনে মোদি সরকারও

Source link: https://www.google.com/amp/s/www.ndtv.com/business/bengali/supreme-court-allows-trading-in-cryptocurrency-cancels-2018-ban-imposed-by-reserve-bank-of-india-rbi-2189539%3famp=1&akamai-rum=off

6
এখন পর্যন্ত চালু থাকা ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন। তবে অনির্ভরযোগ্য ও অস্থিতিশীল ভার্চ্যুয়াল মুদ্রা হিসেবে তকমা পাওয়া বিটকয়েনের ভবিষ্যৎ সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এর পক্ষে ও বিপক্ষে কথা বলার অনেক মানুষ আছে। বিটকয়েনকে বর্তমান সময়ের অন্যতম আবিষ্কার হিসেবে সবাই স্বীকার করেন। এর পেছনে যে ব্লক চেইন প্রযুক্তির কথা বলা হচ্ছে, তা–ও অত্যন্ত নির্ভরযোগ্য বলেই বিশেষজ্ঞরা মত দেন।

বেশ কিছুদিন ধরেই বিটকয়েনের অবিশ্বাস্য মূল্য বিস্ফোরণে সবার টনক নড়েছে। কেউ আর একে হেলাফেলা করতে পারছেন না। এ ধাক্কা লেগেছে উন্নত ও উন্নয়নশীল সব দেশের অর্থনীতিতেই। সবাই বিটকয়েনের মতো মুদ্রার জন্য নিয়মতান্ত্রিক উপায় খুঁজছে। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারক্লাউড লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) তানভীর এহসানুর রহমান বলছিলেন, ‘আমরা মানি বা না মানি, ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রা দুনিয়ার অর্থনৈতিক চেহারা বদলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে অনেক দেশেই ভার্চ্যুয়াল মুদ্রা নিয়ন্ত্রিত আকারে অনুমোদন পেতে শুরু করেছে। আমাদের দেশেও বিশেষ নিয়মতান্ত্রিক উপায়ে ভার্চ্যুয়াল মুদ্রা চালু করা যেতে পারে।’

 বর্তমান বিশ্বে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাজার দাঁড়িয়েছে এ ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার। বাজারে কয়েক হাজার রকম ভার্চ্যুয়াল মুদ্রা চালু রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১২ ধরনের মুদ্রা বেশি পরিচিত। তবে বাজার দখলের হিসাবে ৭০ শতাংশ বাজার দখল করে রেখেছে বিটকয়েন। চলতি সপ্তাহে প্রতিটি বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ৩০০ মার্কিন ডলারে।

২০০৮ সালে বিটকয়েন উদ্ভাবন করেন কম্পিউটারবিজ্ঞানী সাতোশি নাকামোতো। এটি তাঁর ছদ্মনাম৷ বিটকয়েন ব্যবহার করে অনলাইনে খুব সহজে কেনাবেচা করা যায় বলে এ মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন বা স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেন নামে অবহিত করা হয়। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়। অনলাইনে কেনাকাটা করা যায় ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েনে। তবে অন্যান্য মুদ্রাব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়।

২০১৭ সালের ডিসেম্বরে অনলাইনে ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেন না করার অনুরোধ জানিয়ে সতর্কতা জারি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, বিটকয়েনের মতো ভার্চ্যুয়াল মুদ্রা পৃথিবীর কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত নয়। সুতরাং ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেন করা কোনোভাবেই ঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ওই নির্দেশনায় বলা হয়, ‘ভার্চ্যুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না বিধায় এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতি নেই।’ এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে।

দেশে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনে নিষেধাজ্ঞা থাকলেও ব্লকচেইন প্রযুক্তির দিকে সরকারের আগ্রহ রয়েছে। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার এবারের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দও রেখেছে। আগামী অর্থবছরে ব্লকচেইন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরুর কথাও বলা হয়েছে। বিটকয়েনের পেছনের মূল প্রযুক্তি হলো ব্লকচেইন। তবে অন্যান্য মুদ্রাব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়। বিটকয়েন লেনদেনে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে সরাসরি আদান-প্রদান হয়। বিটকয়েনের সরবরাহ সীমিত বলে একে স্বর্ণের সঙ্গে তুলনা করা হয়। খনি থেকে উত্তোলনের একপর্যায়ে গিয়ে যেমন স্বর্ণের সরবরাহ শেষ হয়ে যাবে। এরপর উত্তোলিত স্বর্ণের বিকিকিনি হতে পারে। তবে নতুন করে উত্তোলনের সুযোগ থাকবে না। বিটকয়েনের ধারণাও তা-ই। অ্যালগরিদমের সমাধানের মাধ্যমে বিটকয়েন ‘উত্তোলন’ করতে হয়, যা বিটকয়েন মাইনিং হিসেবে পরিচিত।

ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান প্রথম আলোকে বলেন, ‘ক্রিপ্টোকারেন্সির সঙ্গে মাইনিং বিষয়টি যুক্ত। এতে সার্ভার ও ইলেকট্রিসিটি লাগে। সার্ভার সেটআপ করে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা হয়। কারেন্সি নির্দিষ্ট থাকে। এখান থেকেই পিয়ার–টু–পিয়ার লেনেদন করা যায়। এ খাতটিতে বাংলাদেশের স্টার্টআপগুলোর জন্য বিনিয়োগ পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য যথাযথ পরিকল্পনা করে এগোতে হবে।

Source link: https://www.google.com/amp/s/www.prothomalo.com/amp/story/business/%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%2587%25E0%25A6%259B%25E0%25A6%25A8%25E0%25A7%2587-%25E0%25A6%25B8%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2587-%25E0%25A6%259B%25E0%25A7%2581%25E0%25A6%259F%25E0%25A6%259B%25E0%25A7%2587-%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25A8

7
বিটকয়েন দিয়ে বর্তমানে অনেক কিছুই কেনা যায়। যেমন ওভারস্টক ডট কম থেকে যেকোনো পণ্য বিটকয়েনের মাধ্যমে কেনা যাবে। এমন আরও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বর্তমানে বিটকয়েনকে মুদ্রা হিসেবে নিচ্ছে। ধারণা করা হচ্ছে, এখন যেমন অর্থের বদলে ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে, ভবিষ্যতে তেমনি টাকা ও ক্রেডিট কার্ডের বদলে বিটকয়েন বা অন্য কোনো সাংকেতিক মুদ্রা ব্যবহৃত হবে।

Source link: https://www.google.com/amp/s/northamerica.prothomalo.com/amp/story/%25E0%25A6%25AD%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25A4%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BE-%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%258B?espv=1

Pages: [1]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod