follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Rafayasmin

Pages: [1]
1
আমি অনেক দিন ধরেই এই ফোরাম এ আছি। আগে লোকাল বোর্ড এ খুব কম একটিভিটি ছিল কিন্তু স্পামিং ও অনেক কম হতো। কিন্তু বর্তমানে লোকাল বোর্ড এ অনেক নতুন মেম্বার আসছে এটা একদিক দিয়ে ভালো কিন্তু এতে স্পামিং ও অনেক বেড়ে গেসে। অনেকেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে যেমন " আপনার পোস্টটি পরে অনেক কিছু জানলাম।" "অনেক সুন্দর ইনফরমেশন। শেয়ার করার জন্যে ধন্যবাদ"। আমি জানি এই পোস্টটেও এই রকম কমেন্টস করবে অনেকে। আমাদের লোকাল বোর্ড এর মেম্বার রা এতই কম জানে যে তারা নতুন কোনো ইনফরমেশন বা আলাদা কোনো ইনফরমেশন শেয়ার করতে পারছে না? নাকি এদের জানার কোনো আগ্রহ নাই শুধুই rank বাড়ানোর জন্যে এসব পোস্ট? কারণ অনেক হাই রাঙ্ক এর মেম্বার দেরকেও দেখসি এরকম করতে।

আবার একই টপিক বার বার create করা হচ্ছে। রেফারেন্স: https://www.altcoinstalks.com/index.php?topic=183918.msg1021866#msg1021866

 এর মানে কেউ সার্চ অপশন ব্যবহার করেন একটা বিষয়ে পোস্ট করার আগে। এর কারণ হতে পারে শুধু একটিভিটি বাড়ানো। এরকম যদি চলতে থাকে তাহলে এই লোকাল বোর্ড টি স্পামিং বোর্ড হিসেবে ধরে বন্ধ করে দিতে পারে। bitcointalk এ আমাদের কোনো লোকাল বোর্ড নাই এখন কিছু spammer এর জন্যে এই বোর্ড ও যদি বন্ধ হয় lose টা কার হবে?

একটা কথাই বলতে চাই কিসু শিখেন আগে তারপর সে বিষয়ে পোস্ট করে অন্যদের শিখান। গুগল এ সব ইনফরমেশন পাওয়া যায় এবং কোনো টাকা খরচ করতে হয়না। এতে নিজের জ্ঞান বাড়বে, অন্যরাও কিসু শিখবে ফোরাম ও এক্টিভ থাকবে এবং এই জ্ঞান নিজের ও ভবিষ্যতে কাজে লাগবে।

তারা এতোদিন পোস্ট আর এ্যক্টিভিটি বাড়ানোর জন্যে পোস্ট করতো এখন এম্নিতেই অনেক পোস্ট কমে গেছে কারন এখন শুধু পোস্ট করলেই র‍্যাঙ্ক বাড়ানো সম্ভাব না অনেক সর্ত সাপেক্ষে এখন র‍্যাঙ্ক বাড়াতে হবে কেউ ইচ্ছা করলেই শুধুমাত্র এ্যাক্টিভিটি দিয়ে আর র‍্যাংক বাড়াতে পারবেনা তাই তাদেরকে এখন অনেক অনেক কস্ট করতে হবে, এখন কিছুদিনের মধ্যে দেখবেন এমনিতেই স্প্যাম পোস্ট কমে যাবে।

2
Basic questions about this forum / Re: Ranking up
« on: December 17, 2020, 07:09:21 AM »
Oh, new rules and regulations to obey. Sir Admin I have a question if you don't mind: Why is it that my activity is not counting, only the points is increasing? Is it because I am only new in this forum....? I'm looking for your further explanation sir. Pls. Enlighten me.
Shalom, shalom.
I think it is due to the time-based aspect of ranking up, not just activity based:

users, all while focusing on limiting cheaters and spammers.[/b]
To rank up, the new system rely on Activity parameter.
Activity is based on post count, but is influenced by other parameters :
- Registration date : to limit speedy spam ranking.
- Time active on the forum : this applies for some but not all the ranks.

- Karma : this applies for some but not all ranks.
So you can say that freely rankup possible to Sr. Member or higher? passed system only activity count to rankup but now changed old system, just asking that reguler active post and contributed that then freely possible Sr,hero,legend member rank ?
Read the detailed discussions, you will understand everything.

Some changes in the ranking system.

yes, i see everything but i hope something may need be cleared basically active and reguler countribute so possible Sr. member without paid and with karma,activiti, reguler contributing ? i know something is special to be state secrets but confuged how to judge that or what need quality for the rankup?

3
বিটকয়েনের প্রাইস কিছুটা আপডাউন করবেই এই নিয়ে চিন্তা করাটা ঠিক না।বিটকয়েনের প্রাইস বর্তমানে 20,000 ডলার ছাড়িয়ে গেছে যেটা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে। বিটকয়েনের প্রাইস 2021 সালে 30 হাজার ডলারে যাবে।

আপনে কোথায় দেখেছেন বর্ত্মানে বিটকইয়েন এর প্রাইস ২২ হাজার ডলারের উপরে আছে আর এখন ট্রেড হচ্ছে ২২ হাযার ডলারের বেশিতে এর আগের বার ২০১৮ সালেও কিছু কিছু জায়গাতে ডলার ২০ হাজারে ট্রেড হয়েছিলো। 

4
সত্যি খুব আনন্দিত ব্যাপার যে বিটকয়েনের দাম এত বৃদ্ধি পাচ্ছে এটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাই আমি মনে করি 2020 সালে বিটকয়েনের দাম 20,000 ডলার এর কাছাকাছি যাবে কিন্তু 2021 সালে আমি মনে করি বিটকয়েনের দাম 21 হাজার ডলার থেকে 25 হাজার ডলারে ক্রস করবে এটা আমার মনের কথাই বলতেছি এটা আশা করতে পারি আমরা।


বিটকয়েন এর দাম 20000 ডলার ক্রস করবে 2021 সালের মধ্যে। বিটকয়েন এর দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাই এটা থেকে আশা করতেই পারি 2021 সালে শেষ দিকে বিটকয়েন 25 হাজার ডলার হবে।


বিটকয়েন এর অবস্থান সবার শীর্ষে। বিটকয়েনের দাম প্রতিনিধিত্ব বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন রেকর্ড তৈরি করছেন তেমনি আবার রেকর্ড ভাঙছে। বর্তমানে বিটকয়েনের দাম 20 হাজার ডলারের কাছাকাছি। 2021 সালের শুরুর দিকে বিটকয়েন 20,000 ডলার ক্রস করে ফেলবে, আশা করি।


আপনাদের জন্য আমার একটাই প্রশ্ন হলো, আপনারা কী আদৌ কখনো বিটকয়েনের বর্তমান মূল্য কত কিংবা কত মূল্যে বিটকয়েন ট্রেড হচ্ছে? সেটি জানার চেষ্টা করেছেন কী? কারণ আপনারা এমন সব রিপ্লাই দিয়েছেন যে, বিটকয়েন এখনো ২০ হাজার ডলারে পৌছাইনি । কিন্তু আমি যখন এটি লেখতেছি , তখন বিটকয়েন ২০ হাজার ডলারের উপরে ট্রেডিং হচ্ছে। তাই এমন রিপ্লাই করার মাধ্যমে স্পাম না করে, একটু সময় নিয়ে বিশ্লেষণ করেন এবং এরপর রিপ্লাই দিয়েন।

নোট: সত্য কথা একটু হলেও তিতা লাগে। তাই সত্য কথাকে হজম করা শিখুন এবং পার্সোনাল হয়ে যায়েন না।

বিটকয়েন অনেকে মুভমেন্ট করতেছে এখন আর বর্ত্মানে ২২ হাজার ডলারের উপরে ট্রেড হচ্ছে আগামি ১সপ্তাহ এখনো বাড়তেই থাকবে বলে আমি আশা করি আর যেহেতু এগুলা অনেক দ্রুত বাড়তেছে তাই আমরা বলতেই পারি যে , আরো বাড়বে।

5
Basic questions about this forum / Re: Ranking up
« on: December 16, 2020, 08:42:38 AM »
Oh, new rules and regulations to obey. Sir Admin I have a question if you don't mind: Why is it that my activity is not counting, only the points is increasing? Is it because I am only new in this forum....? I'm looking for your further explanation sir. Pls. Enlighten me.

Shalom, shalom.

I think it is due to the time-based aspect of ranking up, not just activity based:

users, all while focusing on limiting cheaters and spammers.[/b]
To rank up, the new system rely on Activity parameter.
Activity is based on post count, but is influenced by other parameters :
- Registration date : to limit speedy spam ranking.
- Time active on the forum : this applies for some but not all the ranks.

- Karma : this applies for some but not all ranks.

So you can say that freely rankup possible to Sr. Member or higher? passed system only activity count to rankup but now changed old system, just asking that reguler active post and contributed that then freely possible Sr,hero,legend member rank ? 

6
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই ভালো বর্তমানে বিটকয়েনের দাম 19371 ডলার। বিটকয়েনের দাম অনেকদিন ধরে এর মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কমছে না যদিও বিটকয়েনের দাম থেমে আছে কিন্তু এর গতি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। তাই আনুমানিকভাবে বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই।

একই টপিক কতবার আলোচনা করতে হবে! ফোরাম এর সার্চ অপশন এর ব্যবহার কিভাবে করতে হয় সে বিষয়ে মডারেটর রা একটা পিন পোস্ট রাখলে ভালো হয় কারণ ফোরাম এ সবাই একই পোস্ট বার বার ঘুরে ফিরে করছে যা কারো কোনো উপকারে আসেনা।

২০২১ সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে
২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Next year Bitcoin Price??
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
বিটকয়েন এর দাম বাড়বে কি?
বিটকয়েন ১৮ হাজার ডলার ক্রস করলো 2020 সালে বিটকয়েন কতদূর যেতে পারে?

এরকম আরো পোস্ট আছে আমি অল্প কিছু অ্যাড করে দিলাম শুধু।

সার্চ করলে অনেক সময় দেখছি টপিক থাকলেও তা  দেখাচ্ছেনা এটা কি আমি নতুন সে জন্যে দেখাচ্ছেনা নাকি আমি সঠিকভাবে সার্চ দিতে পারছিনা তাই দেখাচ্ছেনা বুঝতে পারছিনা।

7
 নতুন হিসেবে র‍্যাংক বাড়াতে হলে কিভাবে পোস্ট করা উচিৎ ? একদিনে সর্বোচ্চ কতটা পোস্ট করা যাবে আর র‍্যাঙ্ক কিভাবে কাউন্ট করা হবে কতোটা পোস্ট এ কোন র‍্যাংক কিভাবে বুঝবো আমি? যারা অভিজ্ঞ আছে দয়া করে একটু জানাবেন, আমি একটু খুজলাম কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি। 

8
ইথারিয়াম দ্বীতিও নাম্বার কয়েন হিসেবে পরিছিত তাই ইথারিয়াম এর দাম অনেক বাড়লেও এথারিয়াম বিটকয়েনের উপরে জেতে পারবেনা তার কারন হচ্ছে ইথারিয়ান অনেক এক্সচেঞ্জারে দ্বীতিও কয়েন হিসেবে আছে।

9
আমি বেশি কিছু জানিনা বিটকয়েন  এ অনেকেই কাজ করে সবাই বাউন্টি আর ট্রেড করে শুনি আর এখন নাকি বাউন্টি সাকসেস হয়না আগের মতো আগে অনেক সহজ ছিলো এখন নাকি অনেক কঠিন  আর বাউন্টি করে নাকি এখন পেমেন্ট ও অনেক কম পাওয়া যায়।

10
ক্রিপ্টোকারেন্সি এর ইতিহাস মুলত অনলাইনে একটা নীতিমালা প্রকাশ করা হয় যেখানে উল্লেখ করা হয় যে  ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করবে এবং লেনদেন করতে কোনো প্রতিষ্ঠানের প্রোয়োজন হবেনা, এর উপরে ভিত্তি করেই ক্রিপ্টোকারেন্সি মুলত কাজ করে এদের আর্থিক কোনো প্রতিষ্ঠান নাই কিন্ট বিশ্বে অনেক লেনদেন হয়ে থাকে তবে এটি ভার্চুয়াল একটি মুদ্রা।

Pages: [1]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod