বাউন্টি এবং এয়ারড্রপ দুইটাই হচ্ছে কৃপ্টোপ্রজেক্ট প্রচার করার মাধ্যম। কোন প্রজেক্ট যখন বাজারে আসে তখন তা মানুষের সামনে তুলে ধরার জন্য এই ক্যাম্পেইন চালু করা হয়। কিন্তু এই দুটি কাজের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন।
বাউন্টি এবং এয়ারড্রপের মধ্যে পার্থক্য হচ্ছে:
এয়ারড্রপ: এয়ারড্রপে শুধু মাত্র একবার কাজ করলেই হয়। তাদের দেওয়া কাজ গুলো করে আপনি তাদের বট, গুগল ফর্ম ইত্যাদিতে জমা দিবেন। আপনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন, এয়ারড্রপ শেষ হওয়ার পর আপনার কাজ অনুযায়ী আপনাকে প্যামেন্ট দিবে।
বাউন্টি: বাউন্টিতে এয়ারড্রপের মতো একবার কাজ করলে হয়না। তাদের দেওয়া নির্দিষ্ট একটি সময় থাকে। এটি হতে পারে ৪ সপ্তাহ থেকে ১০ সপ্তাহ বা তার চেয়ে বেশি। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজ কম্পলিট করে তাদেরকে সাবমিট দিবেন। আপনার কাজ তারা যাচাই করে যদি সঠিক ভাবে করে থাকেন, আপনার প্রাপ্য অনু্যায়ী আপনাকে প্যামেন্ট দিবে।