Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Crypto Library on February 18, 2024, 10:14:38 PM

Title: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on February 18, 2024, 10:14:38 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Bd officer on February 19, 2024, 05:34:44 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
ভাই আমি শুধু পলিগন মেটিকে বিনিয়োগ করবো না সাথে BNB তে কিছু পরিমান বিনিয়োগ করবো, এছাড়া সোলনা তেও কিছু পরিমান বিনিয়োগ করবো। মোট কথা হলো একক জিনিসের উপর নির্ভরশীল না হয়ে একাদিক জিনিসের উপর নির্ভরশীল হওয়া অনেক ভালো। 33+33+34 এভাবে তিনটি কয়েনে বিনিয়োগ করবো। এটা আমি আমার মত প্রকাশ করলাম আরকী ;)
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on February 19, 2024, 07:19:15 PM
ভাই আমি শুধু পলিগন মেটিকে বিনিয়োগ করবো না সাথে BNB তে কিছু পরিমান বিনিয়োগ করবো, এছাড়া সোলনা তেও কিছু পরিমান বিনিয়োগ করবো। মোট কথা হলো একক জিনিসের উপর নির্ভরশীল না হয়ে একাদিক জিনিসের উপর নির্ভরশীল হওয়া অনেক ভালো। 33+33+34 এভাবে তিনটি কয়েনে বিনিয়োগ করবো। এটা আমি আমার মত প্রকাশ করলাম আরকী ;)
আপনার মতের সাথেও আমি দ্বিমত পোষণ করবো না কারণ-
একটার উপর ভিত্তি করে যে ট্রেড নিলে বা একটাতেই ইনভেস্ট করলে সেটা যে আউটকাম ১০০% দিবে এটার কোন গ্যারান্টি নাই। তাই নিজের  ফান্ডকে একাধিক কয়েনের মধ্যে বিস্তারিত করলে প্রফিট অর্জনের চান্সেস বেশি থাকে।
যাইহোক আপনার আইডিয়াটা ভালো তবে আমি এখানে ১০০ ডলার এর কথা বলেছি তো, আমার হিসেবে 100 ডলার আমার নিকট এফোর্টেবল অ্যামাউন্ট আমি নিজে অলরেডি মোটামুটি একটা ভালো এমাউন্টের BNB হোল্ডিং করতেছি, পাশাপাশি  কিছু  রয়েছে  ইথারিয়াম আর কিছু রয়েছে লাইট কয়েন. আর লং টার্মের জন্য প্রতি মাসে ৪০ ডলার করে বিটকয়েন এ ইনভেস্ট করতেছি।
এখন চিন্তা করতেছি যে ১০০ ডলার পলিগন মাটিক কয়েন ইনভেস্টমেন্ট করব, তবে আমি দাম কিছুটা কমার অপেক্ষায় রয়েছি, যদিও কিছুদিন আগে দাম অনেক কম ছিল, অপরচুনিটি টা মিস করেছি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Learn Bitcoin on February 22, 2024, 01:53:53 PM
লং টাইম হোল্ডিং এর জন্য স্টাবলিষ্ট হওয়া এক্সচেন্জ এর যেসব ন্যাটিভ টোকেন আছে, সেগুলো আসলে খারাপ হবে না। যেমন ধরেন, বাইনান্স এর বি এন বি, কু কয়েনের কে সি এস, প্যানকেক সেয়াপের কেক, ইউনি সেয়াপের ইউনি, এগুলোই আমার কাছে ভালো মনে হয়। তবে ইনভেষট করার আগে টোকেনের ব্যাপারে ভালো করে রিসার্চ করে ইনভেষ্ট করাটা ব্যাটার হবে। ব্যাক্তিগত ভাবে আমি কিছু এন্জিন কয়েন, পলিগন, আর পোলকা ডটে ইনভেষ্ট করেছি। এছাড়া বাকি সব হোল্ডিং বিটকয়েনে। আদা কিনেছিলাম কিছু, এবং অলরেডি প্রফিটে আছি। ভবিষ্যতের লং টার্ম হোল্ডিং এর জন্য আদা ভালো একটা কয়েন হবে বলে আমি মনে করি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: kulkhan on March 07, 2024, 08:53:26 PM
বাজারে এখন অনেক ভালো ভালো আল্ট কয়েন রয়েছে এর মধ্যে ইথিরিয়াম, ম্যাটিক, বি এন বি, ডট, পিবিআর ইত্যাদি ভালো কয়েন। আমি এর মধ্যে ইথারিয়াম মেটিক এবং পিবিআর হোল্ড করতেছি। নিঃসন্দেহে এগুলো অনেক ভালো কয়েন  এবং এগুলো থেকে অনেক প্রফিট করা সম্ভব বলে আমি মনে করি।

তাই আমি এগুলো দীর্ঘদিনের জন্য হোল্ড করব বলে মনে করছি। কয়েক বছর আগে আমি ডগি কয়েন হোল্ড করেছিলাম, এবং সেখান থেকে প্রচুর প্রফিট করেছিলাম। এবং বর্তমানে আমার যে আল্ট কয়েন গুলো আমার হোল্ড আছে সেগুলো আমি ২০২৫ সাল পর্যন্ত হোল্ড করতে চাই।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Learn Bitcoin on March 09, 2024, 04:33:05 PM
ইথেরিয়াম নিয়ে সব সময় আমার একটা নেগেটিভ ধারনা ছিলো। কিন্তু ইথেরিয়ামের যে কত ইউজ কেইস আছে, আমি এগুলো ঘাটাঘাটি না করলে কিছুই বুঝতে পারতাম না। ইদানিং আমি একটু এয়ারড্রপ ফার্মিং করার চিন্তা থেকে টুকিটাকি ঘাটাঘাটি শুরু করি। ইথেরিয়ামে হাই গ্যাস ফি এর কারনে এটাকে সব সময় আমার কাছে বিরক্তিকর মনে হয়। তবে বিরক্তিকর মনে হলেও, ইথেরিয়াম ব্রিজ করে লেয়ার টু তে অন্য চেইনে নিয়ে কাজ করতে বাধ্য হয়ে।

নতুন নতুন অনেক প্রজেক্ট আসার কারনে ইথেরিয়ামের চাহিদা বাড়তেই থাকে। যার কারনে দেখেন, ইথেরিয়ামের কোনো সাপ্লাই লিমিট না থাকার কারনেও মানুষকে ইথেরিয়াম কিনতে হচ্ছে। আর আমরা জানি, যত বেশি ডিমান্ড, তত বেশি দাম বাড়ে।

আমার মনে হয় ইথেরিয়াম ২০২৫ সালে ১০ হাজার ডলার টাচ করে ফেরতে পারে। তাই, অল্প হলেও ইথেরিয়ামে ইনভেষ্ট করে রাখতে পারেন।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: moonstar24 on March 29, 2024, 05:01:45 AM
দীর্ঘ সময় হোল্ডিং করার জন্য এখন বর্তমানে সবচেয়ে ভালো কয়েন হবে BNB,ETH Coin,Solana কয়েন এই তিনটির মধ্যে যেকোনো একটি কয়েন আপনি দীর্ঘ সময় ধরে রাখতে পারেন। অবশ্যই আপনি ব্যাপক বেনিফিট অর্জন করতে পারবেন।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on April 22, 2024, 06:35:00 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
আপনি কিভাবে এটি চিন্তা করতেছেন যে MATIC এর দাম ভবিষ্যতে ETH এর মতো ২৫০০$ হতে পারে। ETH এর বর্তমান মূন্য হচ্ছে $৩১৮৮ সেখানে এর সাপ্লাই অনুযায়ী এর মার্কেটক্যাপ হচ্ছে $৩৮২ বিলিয়ন ডলার আর এই মার্কেটক্যাপ অতিক্রম করার জন্য Matic এর সাপ্লাই অনুযায়ী $৩৮ হলেই হবে। তাহলে MATIC এর দাম কিভাবে $২৫০০ আশা করা যায়?  এমন হলে এটা এর মার্কেটক্যাপ হবে কয়েন ট্রিলিয়ন ডলার যা বিটকয়েনকেউ ছাড়িয়ে যেতে হবে। তাই এমন কোনো প্রেডিকশন করবেন না যা বাস্তবায়ন হওয়া সম্পূর্ণ  অসম্ভব৷ এমন কিছু ঘটতে পারে যদি MATIC এর ৯০% সাপ্লাই বার্ন করা হয়।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Learn Bitcoin on April 23, 2024, 06:14:06 PM
আপনি কিভাবে এটি চিন্তা করতেছেন যে MATIC এর দাম ভবিষ্যতে ETH এর মতো ২৫০০$ হতে পারে। ETH এর বর্তমান মূন্য হচ্ছে $৩১৮৮ সেখানে এর সাপ্লাই অনুযায়ী এর মার্কেটক্যাপ হচ্ছে $৩৮২ বিলিয়ন ডলার আর এই মার্কেটক্যাপ অতিক্রম করার জন্য Matic এর সাপ্লাই অনুযায়ী $৩৮ হলেই হবে। তাহলে MATIC এর দাম কিভাবে $২৫০০ আশা করা যায়?  এমন হলে এটা এর মার্কেটক্যাপ হবে কয়েন ট্রিলিয়ন ডলার যা বিটকয়েনকেউ ছাড়িয়ে যেতে হবে। তাই এমন কোনো প্রেডিকশন করবেন না যা বাস্তবায়ন হওয়া সম্পূর্ণ  অসম্ভব৷ এমন কিছু ঘটতে পারে যদি MATIC এর ৯০% সাপ্লাই বার্ন করা হয়।

হতে পারে উনি এতো কিছু ক্যালকুলেশন করে নাই। আপনি ডজ কয়েন অথবা শিবা ইনুর কথা ভেবে দেখেন না। অনেক মিম কয়েন লাভার আছে যারা এখনো ডজ কয়েন এবং শিবা ইনু হোল্ড করে বসে আছে মিম সিজনের জন্য। মজার ব্যাপার হলো ফেসবুকে প্রায়ই দেখবেন মিম কয়েন হোল্ডার রা পোষ্ট করে যে শিবা ইনু কি কখনো ০.০১ ডলার হতে পারে? তাহলে তো আমরা লালে লাল হয়ে যাবো। অনেকে আশা করে ডজ কয়েন ১ ডলার হবে। ক্রিপ্টো মার্কেট আসলে অনেক বেশি আন প্রেডিক্টেবল। কখন কি হয়ে যাবে তা বলা মুশকিল!

আমি জানি না ম্যাটিকের টোকেন সাপ্লাই সব সার্কুলেশনে চলে আসছে কি না, বা এর সার্কুলেশন লিমিট আছে কি না। একটা প্রজেক্ট এতাদিন মার্কেটে থাকার পর তারা আর নতুন করে টোকেন বার্ন করবে বলে আমার মনে হয় না। ধরেই নেন না ম্যাটিক কয়েক বছর পর ১০ ডলারে যাবে। এটুকু হলেই তো  অনেকে কোটিপতি হয়ে যাবে।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: DYING_S0UL on April 24, 2024, 06:55:18 PM
Altcoin আর long term এই দুটো টার্ম একসাথে যায় না বলে আমি মনে, আমার নিজের পার্সোনাল চিন্তাধারা। যদিও আমি নিজেও অনেকদিন ধরে অল্ট হোল্ট করে আসতেছিলাম। তো যদি আমি নিজের কথা বলি, তাহলে ইথেরিয়াম কে আমি সবার উপর রাখবো। এটা দিয়ে আমি পর্যাপ্ত লাভ করছি। এছাড়াও মান্টা, মেটিক, চেইনলিংক, সাবকুয়েরি, সোলানা, আর সাথে আরো ৫-৭ রকমের অল্ট হোল্ডে আছে। তবে বেশিদিন আবার হোল্ডে সমস্যা। নয়তো সবার মতো - মাইনাসে থাকতাম যেটা আমার নাই।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on May 03, 2024, 04:57:35 AM
আপনি কিভাবে এটি চিন্তা করতেছেন যে MATIC এর দাম ভবিষ্যতে ETH এর মতো ২৫০০$ হতে পারে। ETH এর বর্তমান মূন্য হচ্ছে $৩১৮৮ সেখানে এর সাপ্লাই অনুযায়ী এর মার্কেটক্যাপ হচ্ছে $৩৮২ বিলিয়ন ডলার আর এই মার্কেটক্যাপ অতিক্রম করার জন্য Matic এর সাপ্লাই অনুযায়ী $৩৮ হলেই হবে। তাহলে MATIC এর দাম কিভাবে $২৫০০ আশা করা যায়?  এমন হলে এটা এর মার্কেটক্যাপ হবে কয়েন ট্রিলিয়ন ডলার যা বিটকয়েনকেউ ছাড়িয়ে যেতে হবে। তাই এমন কোনো প্রেডিকশন করবেন না যা বাস্তবায়ন হওয়া সম্পূর্ণ  অসম্ভব৷ এমন কিছু ঘটতে পারে যদি MATIC এর ৯০% সাপ্লাই বার্ন করা হয়।

হতে পারে উনি এতো কিছু ক্যালকুলেশন করে নাই। আপনি ডজ কয়েন অথবা শিবা ইনুর কথা ভেবে দেখেন না। অনেক মিম কয়েন লাভার আছে যারা এখনো ডজ কয়েন এবং শিবা ইনু হোল্ড করে বসে আছে মিম সিজনের জন্য। মজার ব্যাপার হলো ফেসবুকে প্রায়ই দেখবেন মিম কয়েন হোল্ডার রা পোষ্ট করে যে শিবা ইনু কি কখনো ০.০১ ডলার হতে পারে? তাহলে তো আমরা লালে লাল হয়ে যাবো। অনেকে আশা করে ডজ কয়েন ১ ডলার হবে। ক্রিপ্টো মার্কেট আসলে অনেক বেশি আন প্রেডিক্টেবল। কখন কি হয়ে যাবে তা বলা মুশকিল!

আমি জানি না ম্যাটিকের টোকেন সাপ্লাই সব সার্কুলেশনে চলে আসছে কি না, বা এর সার্কুলেশন লিমিট আছে কি না। একটা প্রজেক্ট এতাদিন মার্কেটে থাকার পর তারা আর নতুন করে টোকেন বার্ন করবে বলে আমার মনে হয় না। ধরেই নেন না ম্যাটিক কয়েক বছর পর ১০ ডলারে যাবে। এটুকু হলেই তো  অনেকে কোটিপতি হয়ে যাবে।
হ্যা Matic এর দাম $১০ হলেও এখান থেকে হিউজ প্রফিট পাওয়া সম্ভব। MATIC ধীরে ধীরে পপুলার একটা চেইন হচ্ছে আর এটা এখনো ১৭ বিলিয়ন ডলার মার্কেটক্যাপ নিয়ে CMC তে ১৭ নাম্বার পজিশনে আছে। Matic এর বর্তমান দাম $০.৭২ এটার দাম $১০ এ উঠলে এখন যারা বিনিয়োগ করবে তারা প্রায় ১২-১৩x প্রফিট পাবে যা আসলেই হিউজ। আর এই দাম হওয়া সম্ভব। TON এর দিকে লক্ষ্য করেন হঠাৎ করে এটা কতটা পাম্প করলো আর cmc তে $18.33B মার্কেটক্যাপ নিয়ে হঠাৎ করে টপ 9 নাম্বারে চলে এসেছে
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Learn Bitcoin on May 04, 2024, 01:28:58 PM
হ্যা Matic এর দাম $১০ হলেও এখান থেকে হিউজ প্রফিট পাওয়া সম্ভব। MATIC ধীরে ধীরে পপুলার একটা চেইন হচ্ছে আর এটা এখনো ১৭ বিলিয়ন ডলার মার্কেটক্যাপ নিয়ে CMC তে ১৭ নাম্বার পজিশনে আছে। Matic এর বর্তমান দাম $০.৭২ এটার দাম $১০ এ উঠলে এখন যারা বিনিয়োগ করবে তারা প্রায় ১২-১৩x প্রফিট পাবে যা আসলেই হিউজ। আর এই দাম হওয়া সম্ভব। TON এর দিকে লক্ষ্য করেন হঠাৎ করে এটা কতটা পাম্প করলো আর cmc তে $18.33B মার্কেটক্যাপ নিয়ে হঠাৎ করে টপ 9 নাম্বারে চলে এসেছে

ক্রিপ্টো মার্কেটে আসলে সবই সম্ভব। আপনি ডজ কয়েনের দিকে দেখেন। কেই কি কখনো বিশ্বাস করেছে যে ডজ কয়েন কোনো দিন ০.৭ ডলার হবে? ডজ কয়েন সব সময় ৩ টা শুন্য দিয়ে শুরু হতো। সেখানে এই কয়েন কবে ১ সেন্ট হতে পারবে এটাই হয়তো কেউ ভাবে নাই। কিন্তু ডজ কয়েনের মতো একটা মিম কয়েন ৭০ সেন্ট হইতে পারছে। এখনো এটার যা দাম আছে, তাই আমার কাছে বেশি মনে হয়। মিম কয়েনের গড ফাদার হলো এই ডজ কয়েন।

এখন আপনি যদি ধরে নেন যে ম্যাটিক ১০ বছর পর ১০ ডলার হবে, সেটাও অসম্ভবের কিছু না। মার্কেটের সাইজ এখনই দুই ট্রিলিয়নের বেশি। ১০ বছর পর এটার সাইজ ২০ ট্রিলিয়ন হতেই পারে। সেই সময় যদি ম্যাটিক ১০ ডলার করে হয়, তাহলে আমি অন্তত অবাক হবো না।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: DYING_S0UL on May 04, 2024, 06:55:30 PM
ক্রিপ্টো মার্কেটে আসলে সবই সম্ভব। আপনি ডজ কয়েনের দিকে দেখেন। কেই কি কখনো বিশ্বাস করেছে যে ডজ কয়েন কোনো দিন ০.৭ ডলার হবে? ডজ কয়েন সব সময় ৩ টা শুন্য দিয়ে শুরু হতো। সেখানে এই কয়েন কবে ১ সেন্ট হতে পারবে এটাই হয়তো কেউ ভাবে নাই। কিন্তু ডজ কয়েনের মতো একটা মিম কয়েন ৭০ সেন্ট হইতে পারছে। এখনো এটার যা দাম আছে, তাই আমার কাছে বেশি মনে হয়। মিম কয়েনের গড ফাদার হলো এই ডজ কয়েন।

এখন আপনি যদি ধরে নেন যে ম্যাটিক ১০ বছর পর ১০ ডলার হবে, সেটাও অসম্ভবের কিছু না। মার্কেটের সাইজ এখনই দুই ট্রিলিয়নের বেশি। ১০ বছর পর এটার সাইজ ২০ ট্রিলিয়ন হতেই পারে। সেই সময় যদি ম্যাটিক ১০ ডলার করে হয়, তাহলে আমি অন্তত অবাক হবো না।
আসলেই সব সম্ভব ভাই। তবে ডজের বিষয়টা একটু আলাদা। ইলন অনেকভাবে এই মিম কয়েনটাকে ম্যানুপুলেট করছে। Matic, Manta, Mantle এই প্রজেক্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। শুধু Mantle এ ই (+৩০%) প্রফিট আছে। আর বাকিগুলোর ওভারঅল যদি বলি পজিটিভ অবস্থা সব কুল দিয়েই। বর্তমান layer-2 ভিত্তিক যে প্রজেক্টগুলো আসতেছে/আসছে, তার অনেকগুলোতে আমি প্রফিট আশা করতেছি।