Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Goku01 on August 20, 2018, 10:30:15 PM

Title: ICO এবং টোকেনে রেটিং দেওয়ার নিয়ম। রেটিং দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখবেন
Post by: Goku01 on August 20, 2018, 10:30:15 PM
Sr. Member বিভিন্ন ICO এবং টোকেনের রেটিং দিতে পারবেন।

দুই ধরনের মানুষ আছে, যারা কোনও প্রজেক্টকে ভাল প্রজেক্ট বলে মনে করে  আবার যারা সমস্ত প্রজেক্টকেই সন্দেহ করে।

তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং রেটিং দিবেন প্রজেক্টে?

কোন রেটিং দেওয়ার আগে আপনি আপনাকে এগুলো প্রশ্ন করে দেখুন তারপর রেটিং দিন।

প্রশ্নঃ

১- এটাকি ভাল ব্যবসার ধারণা? আপনার কাছে ইডিয়াটা কেমন মনে হয়?
২- টেকনোলোজি রিলেটেড? নিশ্চিত করুন এটি বাস্তব(ফিজিবল) করা সম্বব কি না।
৩- এটা কি ব্লকচাইনের প্রয়োজন? যদি না হয় তাহলে ব্লককেনের ব্যবহার কীভাবে ব্যাখ্যা করে?
৪- এটি একটি ERC20 বা অনুরূপ টোকেন বা একটি নতুন ব্লকচাইন? যদি  উভয় হয় তাহলে কেন?
৫- টিম মেম্বারদের সম্পর্কে জানতে তাদের লিঙ্কডিন লিঙ্ক চেক করুন।
৬- আপনি কি তাদের সোসাল মিডিয়া পরীক্ষা করেছেন? কোনও কার্যকলাপ আছে?
৭- তাদের কি কোন প্রোটোটাইপ আছে?


ICO রিভিউ লিঙ্ক https://www.altcoinstalks.com/index.php?board=225.0 (https://www.altcoinstalks.com/index.php?board=225.0)
Title: Re: রেটিং দেওয়ার নিয়ম। রেটিং দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখবেন
Post by: CryptoZenWorld on August 21, 2018, 06:05:42 PM
Sr. Member বিভিন্ন ICO এবং টোকেনের রেটিং দিতে পারবেন।

দুই ধরনের মানুষ আছে, যারা কোনও প্রজেক্টকে ভাল প্রজেক্ট বলে মনে করে  আবার যারা সমস্ত প্রজেক্টকেই সন্দেহ করে।

তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং রেটিং দিবেন প্রজেক্টে?

কোন রেটিং দেওয়ার আগে আপনি আপনাকে এগুলো প্রশ্ন করে দেখুন তারপর রেটিং দিন।

প্রশ্নঃ

১- এটাকি ভাল ব্যবসার ধারণা? আপনার কাছে ইডিয়াটা কেমন মনে হয়?
২- টেকনোলোজি রিলেটেড? নিশ্চিত করুন এটি বাস্তব(ফিজিবল) করা সম্বব কি না।
৩- এটা কি ব্লকচাইনের প্রয়োজন? যদি না হয় তাহলে ব্লককেনের ব্যবহার কীভাবে ব্যাখ্যা করে?
৪- এটি একটি ERC20 বা অনুরূপ টোকেন বা একটি নতুন ব্লকচাইন? যদি  উভয় হয় তাহলে কেন?
৫- টিম মেম্বারদের সম্পর্কে জানতে তাদের লিঙ্কডিন লিঙ্ক চেক করুন।
৬- আপনি কি তাদের সোসাল মিডিয়া পরীক্ষা করেছেন? কোনও কার্যকলাপ আছে?
৭- তাদের কি কোন প্রোটোটাইপ আছে?

I think it is a good informative post.. But could you please add the ICO review section link in your post? and please include the word "ICO" in the topic sentence at the starting of the sentence.

Giving you + karma for this kind of necessary informative post.

Thanks.
Title: Re: রেটিং দেওয়ার নিয়ম। রেটিং দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখবেন
Post by: Goku01 on August 21, 2018, 07:51:42 PM
Sr. Member বিভিন্ন ICO এবং টোকেনের রেটিং দিতে পারবেন।

দুই ধরনের মানুষ আছে, যারা কোনও প্রজেক্টকে ভাল প্রজেক্ট বলে মনে করে  আবার যারা সমস্ত প্রজেক্টকেই সন্দেহ করে।

তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং রেটিং দিবেন প্রজেক্টে?

কোন রেটিং দেওয়ার আগে আপনি আপনাকে এগুলো প্রশ্ন করে দেখুন তারপর রেটিং দিন।

প্রশ্নঃ

১- এটাকি ভাল ব্যবসার ধারণা? আপনার কাছে ইডিয়াটা কেমন মনে হয়?
২- টেকনোলোজি রিলেটেড? নিশ্চিত করুন এটি বাস্তব(ফিজিবল) করা সম্বব কি না।
৩- এটা কি ব্লকচাইনের প্রয়োজন? যদি না হয় তাহলে ব্লককেনের ব্যবহার কীভাবে ব্যাখ্যা করে?
৪- এটি একটি ERC20 বা অনুরূপ টোকেন বা একটি নতুন ব্লকচাইন? যদি  উভয় হয় তাহলে কেন?
৫- টিম মেম্বারদের সম্পর্কে জানতে তাদের লিঙ্কডিন লিঙ্ক চেক করুন।
৬- আপনি কি তাদের সোসাল মিডিয়া পরীক্ষা করেছেন? কোনও কার্যকলাপ আছে?
৭- তাদের কি কোন প্রোটোটাইপ আছে?

I think it is a good informative post.. But could you please add the ICO review section link in your post? and please include the word "ICO" in the topic sentence at the starting of the sentence.

Giving you + karma for this kind of necessary informative post.

Thanks.

i have added the information you asked for and thank you for your suggestions which help make the post more valuable to the forum members. Keep helping us to improve our post quality and a big thanks for encouraging us.  :)
Title: Re: ICO এবং টোকেনে রেটিং দেওয়ার নিয়ম। রেটিং দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখবেন
Post by: totol02 on September 03, 2018, 12:45:14 PM
ভালো একটি তথ্য দেওয়ার জ্ন্য আপনাকে ধন্যবাদ । আমি আগে এ সম্পর্কে বেশি অভিজ্ঞ ছিলাম না আপনি এ তথ্য দেওয়ার কারণে আমি খুব ভালো ভাবে এ সম্পর্কে জানতে পারলাম। তাই আপনাকের্ অসঙ্খ ধন্যবাদ। এরকম ভালো ভালো পোষ্ট করে আপনি আমাদের সাথে থাকবেন।
Title: Re: ICO এবং টোকেনে রেটিং দেওয়ার নিয়ম। রেটিং দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখবেন
Post by: Goku01 on September 12, 2018, 01:18:17 PM
ভালো একটি তথ্য দেওয়ার জ্ন্য আপনাকে ধন্যবাদ । আমি আগে এ সম্পর্কে বেশি অভিজ্ঞ ছিলাম না আপনি এ তথ্য দেওয়ার কারণে আমি খুব ভালো ভাবে এ সম্পর্কে জানতে পারলাম। তাই আপনাকের্ অসঙ্খ ধন্যবাদ। এরকম ভালো ভালো পোষ্ট করে আপনি আমাদের সাথে থাকবেন।

এখানে গুরুত্বপূণ তথ্য দিয়ে সকল বাঙালি ভাইদের সাহায্য করুন। বিটকয়েনটকের বাংলাদেশ ফরমে সব স্পাম দিয়ে ভরা। কোন তথ্য খুজেই পাওয়া জায়না। এখানে মোটামোটি সব গুরুত্বপূণ  তথ্যই খুব সহজেই খুজে পাবেন। তাই স্পাম করা থেকে বিরত থাকুন এবং আপনার নলেজ দিয়ে সবাইকে সাহায্য করুন।
Title: Re: ICO এবং টোকেনে রেটিং দেওয়ার নিয়ম। রেটিং দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখবেন
Post by: skemon on September 19, 2018, 01:45:04 PM
ভাল এটি তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আমি আগে জানতে পারতাম না তার সম্পরকে এখন তার সম্পরকে জানতে পারলাম আপনাদের পোষ্ট গুলো দেখে তাই আপনারা যদি আরো ভাল ভাল পোষ্ট করেন তার সম্পরকে তাহলে আমাদের খুব ভাল হবে এবং তার রেটিং সম্পরকে কিভাবে খেয়াল রাখব তাই।
Title: Re: ICO এবং টোকেনে রেটিং দেওয়ার নিয়ম। রেটিং দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখবেন
Post by: joy73 on September 19, 2018, 01:59:43 PM
ধন্যবাদ ভাই আপনাকে ভালো একটি পোষ্ট করার জন্য। আপনার এই পোষ্ট পড়ে আমি অনেকটা উপকৃত হতে পেরেছি তাই প্লিজ ভালো ভালো পোষ্ট করে সবসময় আমাদের সাথে থাকবেন আশাকরি।