Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: totol02 on September 04, 2018, 05:11:35 AM

Title: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: totol02 on September 04, 2018, 05:11:35 AM
বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Zcash :
জেডক্যাশ ও বিট কয়েন এক তুলনাটা অনেকটা HTTP vs HTTPS এর মতো। এক্ষেত্রে, জেডক্যাশ হল HTPS। বিটকয়েন এর তুলনায় জেডক্যাশ এ নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। জেডক্যাম দাবি করে যে তারা “zk-SNARKs” নামক একটি ক্রিপ্টোপ্রফিক পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা ইউজারদের সংরক্ষিত ট্রান্সজেকশন (অরর্থাৎ Shielded Transactions) এর নিশ্চয়তা প্রদান করে। জেডক্যাশ এ মুদ্রা আদান-প্রদান কারীদের নাম, লেনদেনের পরিমাণ এই সব গুরুত্বর্পূণ সকল তথ্য গোপন থাকে, যার ফলে আর্থিক লেনদেন অনেক বেশি নিরাপদ হয়ে থাকে।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: totol02 on September 04, 2018, 05:19:26 AM

Dash :

সর্বপ্রথম এর নাম ছিলো Xcoin তার নাম পরিবর্তিত হয়ে ডার্ক কয়েন রাখা হলেও বতমানে এর নাম ড্যাশ (ডিজিটাল ক্যাশ এর সংক্ষিপ্ত রূপ)। আপনি যদি টাকা লেনদেনের ব্যাপারে অনেক বেশি চিন্তিত হন এবং অনেক বেশি নিরাপত্তা চান তাহলে ড্যাশ আপনার জন্য। এটি বিটকয়েন এর এনক্রিপ্ট (গোপনীয়) সংস্করণ। এটি বিশ্বব্যাপী মাস্টারনোড নেটওয়াক এ পরিচালিত হয় বলে আপনার লেনদেন এর ট্র্যাক রেকর্ড খুজে পাওয়া প্রায় অসম্ভব। অনলাইন ব্লকচেইন কমিউনিটিতে এর জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। এটি আবিষ্কার এবং উন্নয়নে কাজ করেছেন ঈভান ডাফফিল্ড।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: totol02 on September 04, 2018, 05:24:07 AM
Litecoin :
লাইটকয়েন নামের মতই লাইট অর্থাৎ হালকা ডিজিটাল মুদ্রা। অনেক দ্রুত তৈরি করার ক্ষমতা থাকার কারণে এর ট্রান্সজেকশন অনেক দ্রুত হয়ে থাকে যার জন্য সবার মাঝে লাইট কয়েন এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চার্লিলি, যিনি একজন এম আটি (Massachusetts Institute of Technology, USA) গ্রাজুয়েট এবং গুগলের চাকুরিজীবী, তিনি এই মুদ্রার আবিষ্কারক।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: totol02 on September 04, 2018, 05:31:55 AM
Bitcoin :
বিটকয়েন সবচেয়ে পরিচিত এবং বর্তমানে সর্বোচ্চ ব্যবহৃত ডিজিটাল মুদ্রা। বিটকয়েন দিয়ে জিনিস পত্র কেনা বেচার জন্য কোন ধরনের প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন নেই বললেই চলে। বিটকয়েন এর ওয়ালেট আপনি সহজেই আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ইন্সটল করে নিতে পারবেন। ইন্সটল এর পর স্বয়ংক্রিয়ভাবে বিটকয়েনের একটি এড্রেস তৈরি হয়ে যাবে যা আপনি ব্যবহার করতে পারবেন। বিটকয়েন। প্রয়োজনমতো একাধিক এড্রেস তৈরী করা যাবে। ইন্সটল করার পর বিটকয়েন এর সাহায্যে যে কোন ধরনের আর্থিক লেনদেন করতে পারবেন। বিট কয়েন এর আবিষ্কারক হলেন রহসমস্য বেক্তি- “সাতোশি নাকামোতো”।   
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: totol02 on September 04, 2018, 05:36:59 AM
Ripple : আপনি যদি তাৎক্ষণিক, দ্রুত, সচ্ছ ও কম খরচে আন্তর্জাতিক বাজারে লেনদেন করতে চান, তাহলে রিপল ব্যবহার করা খুবই ভাল একটি সিদ্ধান্ত হবে। ব্যাংক এর সাহায্যে 2 দেশের মধ্যে মুদ্রা আদানপ্রদানে রিপল সহায়তা করে থাকে। রিপল ব্যবহার এর অনেক গুলো সুবিধার মধ্যে একটি হলো- এটি চলতে কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটারই যথেষ্ট এবং এর নেটওয়াক র্নিরতা ও অনেক কম- কারন রিপল এর ক্ষেত্রে “মাইনিং” এর প্রয়োজন পড়েনা। এছাড়াও এর নিজস্ব ট্রান্সজেকশন প্রটোকল রয়েছে যার কারণে রিপল প্রচলিত ডিজিটাল মুদ্রা গুলো থেকে আলাদা। 
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: priyanka624 on September 04, 2018, 02:27:23 PM
ডিটিটাল মুদ্রা সম্পর্কে এত ভালো তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনেকেই ডিজিটাল মুদ্রা সম্পর্কে ভালো করে জানি না । তাই আপনি যে পোষ্ট করেছেন তা থেকে আমাদের বাংলাদেশী ভাইরা অনেক কিছু শিক্ষতে পারি । তাই আপনি আরো ভালো ভালো পোষ্ট করে আমাদের সাথে থাকবেন।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: sornaakter01 on September 16, 2018, 05:30:08 PM
অমারা জদি কোন কিছু সম্পকে ভাল না জানি তা হলে আমরা কোন উনতি করতে পারব না । তাই আপনে আমাদের ডিটিটাল মুদ্রা সম্পকে অনেক ভাল বলেছেন । আমরা অনেক ভাল জানতে পারলাম তা থেকে আমাদের অনেক উপকার হয়েছে । তই অমরা আসা করব যে আপনি আমাদের আরো ভাল ভাল post করবেন  তাতে আমাদের অনেক ভাল হয় ।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: skemon on September 19, 2018, 07:44:05 AM
বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Zcash :
জেডক্যাশ ও বিট কয়েন এক তুলনাটা অনেকটা HTTP vs HTTPS এর মতো। এক্ষেত্রে, জেডক্যাশ হল HTPS। বিটকয়েন এর তুলনায় জেডক্যাশ এ নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। জেডক্যাম দাবি করে যে তারা “zk-SNARKs” নামক একটি ক্রিপ্টোপ্রফিক পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা ইউজারদের সংরক্ষিত ট্রান্সজেকশন (অরর্থাৎ Shielded Transactions) এর নিশ্চয়তা প্রদান করে। জেডক্যাশ এ মুদ্রা আদান-প্রদান কারীদের নাম, লেনদেনের পরিমাণ এই সব গুরুত্বর্পূণ সকল তথ্য গোপন থাকে, যার ফলে আর্থিক লেনদেন অনেক বেশি নিরাপদ হয়ে থাকে।

জেডক্যাশ খুবই ভালো একটি মুদ্রা এখন বর্তমানে এটি অনেক নিচে আছে। তাই আপনার এটি ক্রয় করতে পারেন আমি মনে করি এখন এটি ক্রয় করলে ভবিষ্যতে অনেক লাভাবান হতে পারবেন। তাই এখন আপনার এই কয়েনটি বেশি বেশি করে ক্রয় করতে পারেন এবং ভবিষ্যতে লাভের মুখ দেখতে পারেন।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: joy73 on September 19, 2018, 09:42:32 AM

Dash :

সর্বপ্রথম এর নাম ছিলো Xcoin তার নাম পরিবর্তিত হয়ে ডার্ক কয়েন রাখা হলেও বতমানে এর নাম ড্যাশ (ডিজিটাল ক্যাশ এর সংক্ষিপ্ত রূপ)। আপনি যদি টাকা লেনদেনের ব্যাপারে অনেক বেশি চিন্তিত হন এবং অনেক বেশি নিরাপত্তা চান তাহলে ড্যাশ আপনার জন্য। এটি বিটকয়েন এর এনক্রিপ্ট (গোপনীয়) সংস্করণ। এটি বিশ্বব্যাপী মাস্টারনোড নেটওয়াক এ পরিচালিত হয় বলে আপনার লেনদেন এর ট্র্যাক রেকর্ড খুজে পাওয়া প্রায় অসম্ভব। অনলাইন ব্লকচেইন কমিউনিটিতে এর জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। এটি আবিষ্কার এবং উন্নয়নে কাজ করেছেন ঈভান ডাফফিল্ড।

ডেক্স কয়েন একটি ভালো কয়েন । এটা এখন খুব কম দাম বললেই চলে । এটা মার্কেটের টপ 20 এর মধ্যে অবস্থান করে সব সময়ই । তাই এর চাহিদা সব সময়ই থাকে। বড় বড় মার্কেটাররা এই কয়েনে বিনিয়োগ করে বলে এটা তাদের নিধিষ্ট স্থান দরে রাখতে সক্ষম হয়। তাই আপনারাও এটা হল্ড করতে পারেন।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: rajib on November 14, 2018, 10:05:43 AM
আপনারা জদি এই পোষ্টটি অনুসরন করেন তাহলে আপনারা অনেক গুলো কয়েন সর্পকে জানতে পারবেন আমার মনে হয় যে জারা নতুন আছেন তাদের জল্য এই পোষ্টটি অনেক গুরোত পূর্ন তাই জারা এই ফোরামে নতুন আছেন তাদের জন্য এটি একটি মান সমত পোষ্ট তাই আমরা চাইব যে আপনি আরো ভাল ভাল পোষ্ট করবেন ।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: rajib on November 14, 2018, 11:24:09 AM
বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Zcash :
জেডক্যাশ ও বিট কয়েন এক তুলনাটা অনেকটা HTTP vs HTTPS এর মতো। এক্ষেত্রে, জেডক্যাশ হল HTPS। বিটকয়েন এর তুলনায় জেডক্যাশ এ নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। জেডক্যাম দাবি করে যে তারা “zk-SNARKs” নামক একটি ক্রিপ্টোপ্রফিক পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা ইউজারদের সংরক্ষিত ট্রান্সজেকশন (অরর্থাৎ Shielded Transactions) এর নিশ্চয়তা প্রদান করে। জেডক্যাশ এ মুদ্রা আদান-প্রদান কারীদের নাম, লেনদেনের পরিমাণ এই সব গুরুত্বর্পূণ সকল তথ্য গোপন থাকে, যার ফলে আর্থিক লেনদেন অনেক বেশি নিরাপদ হয়ে থাকে।

জেডক্যাশ খুবই ভালো একটি মুদ্রা এখন বর্তমানে এটি অনেক নিচে আছে। তাই আপনার এটি ক্রয় করতে পারেন আমি মনে করি এখন এটি ক্রয় করলে ভবিষ্যতে অনেক লাভাবান হতে পারবেন। তাই এখন আপনার এই কয়েনটি বেশি বেশি করে ক্রয় করতে পারেন এবং ভবিষ্যতে লাভের মুখ দেখতে পারেন।

আপনি এখানে জেডক্যাশ নিয়ে আলেচনা করেছেন আমারও মনে হয় যে এটি একটি উনত মানের কয়েন তাই আপনি জদি আরো ভাল কোন কয়েন এর কথা জানেন তাহলে আমাদের জানাতে পারেন আমরা জদি এই কয়েনটি এখন হল্ডকরি তাহলে কি আমরা পরবর্তি সময়ে লাভবান হতে পারব ।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: rajib on November 14, 2018, 02:33:06 PM
বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Zcash :
জেডক্যাশ ও বিট কয়েন এক তুলনাটা অনেকটা HTTP vs HTTPS এর মতো। এক্ষেত্রে, জেডক্যাশ হল HTPS। বিটকয়েন এর তুলনায় জেডক্যাশ এ নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। জেডক্যাম দাবি করে যে তারা “zk-SNARKs” নামক একটি ক্রিপ্টোপ্রফিক পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা ইউজারদের সংরক্ষিত ট্রান্সজেকশন (অরর্থাৎ Shielded Transactions) এর নিশ্চয়তা প্রদান করে। জেডক্যাশ এ মুদ্রা আদান-প্রদান কারীদের নাম, লেনদেনের পরিমাণ এই সব গুরুত্বর্পূণ সকল তথ্য গোপন থাকে, যার ফলে আর্থিক লেনদেন অনেক বেশি নিরাপদ হয়ে থাকে।


আমি আগে এই ধরনের মুদ্রার সম্পর্কে কোনো কিছু জানতাম না কিন্তু এখন এই পোষ্টটি পড়ে তা সম্পর্কে অনেক ধারণা হয়েছে তারপরও যদি আপনারা আরও এই মুদ্রা সম্পর্কে ভালো ভালো কোনো পোষ্ট করেন তাহলে আমরা তা দেখে অনেক উপকৃত হতে পারব। মুদ্রা সম্পর্কে আর বেশি ধারণা অর্জন করতে পারব।
Title: Re: বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Post by: lolipop on November 15, 2018, 03:18:52 PM
বিভিন্ন ধরণের মুদ্রা কি কি তা আমি আগে একটু কমই জানতাম কিন্তু এখন এই পোষ্টটি দেখে আমার এই মুদ্রার সম্পর্কে মোটামোটি অনেক টা ধরণা হয়েছে। তাই বলছি আপনার যদি এরকম ভালো পোষ্ট করেন তাহলে ডিজিটাল মুদ্রা সম্পর্কে আমি ও আমরা সবাই আরও বেশি বেশি জানতে পারি। এই ডিজিটাল মুদ্রা সম্পর্কে আপনারা ভালো যতটুকু পারেন পোষ্ট করুন।