Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: LeziT on January 08, 2021, 06:32:29 PM

Title: কয়েনবেজ কি?
Post by: LeziT on January 08, 2021, 06:32:29 PM
কয়েনবেজ কি?
কয়েনবেজ কি তার আগে আমাদের জানা দরকার ক্রিপ্টোকারেন্সি কি বা বিটকয়েন কি? মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি। যা ধারা ছুয়া যায় না। যার লেনদেন একটি ব্লকচেইন পদ্ধতি অবলম্বনে হয়ে থাকে।

আর কয়েনবেজ না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, না হচ্ছে বিটকয়েন, আর নাহি কোন ব্লকচেইন। কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ। তবে বাংলাদেশিদের জন্য নেহায়েতই ক্রিপ্টোকারেন্সি ষ্টোর করার জন্য জায়গা। কারণ বাংলাদেশিদের জন্য কয়েনবেজ কোন এক্সচেন্জ অনুমতি দেয় না।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Crypto Banglu on January 08, 2021, 06:41:10 PM
কয়েনবেস হলো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সী লেনদেনকারী প্রতিষ্ঠান। আমিরিকার সান ফ্রান্সিস্কো তে এদের প্রধান অফিস রয়েছে। তারা সাধারণত বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম, ইথেরিয়াম ক্লাসিক, লাইট কয়েন,  এবং ডগি সহ আরো অনেক ক্ৰিপ্টকারেন্সি প্রচলিত মুদ্রায় বেচাকেনা করে।  কয়েনবেস এর সকল সেবা অর্থাৎ (কেনাবেচা, লেনদেন, সংরক্ষণ করা ইত্যাদি) পৃথিবীর ৩২ টি দেশে উম্মুক্ত এবং ১৯০ টি দেশে লেনদেন ও সংরক্ষণ করা যায়। কিন্তু দুঃখের বিষয় এটা আমাদের বাংলাদেশীদের জন্য এক্সচেঞ্জ অনুমোদন নেই। আমরা শুধু সংরক্ষণ করতে পারি।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Markuri33 on January 08, 2021, 11:04:33 PM
আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করছি। হয়তো আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের এই বাংলাদেশ থেকেও আমরা যেকোনো একচেঞ্জ করতে পারবো।তা না হলে কিন্তু দেখা যেত যে সকল দেশে বিটকয়েনের বৈধতা রয়েছে শুধু তারাই কাজ করতে পারতো অন্যসকল দেশগুলো কাজ করতে পারত না।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: LeziT on January 09, 2021, 06:02:22 AM
আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করছি। হয়তো আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের এই বাংলাদেশ থেকেও আমরা যেকোনো একচেঞ্জ করতে পারবো।তা না হলে কিন্তু দেখা যেত যে সকল দেশে বিটকয়েনের বৈধতা রয়েছে শুধু তারাই কাজ করতে পারতো অন্যসকল দেশগুলো কাজ করতে পারত না।
বাকি সব দেশের মত যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করতো অথবা বৈধতা দেওয়া হতো তাহলে ইতোমধ্যে  আমাদের বাংলাদেশ কয়েকটি এক্সচেঞ্জার তৈরি করে ফেলত।আমি মনে করি বাংলাদেশকে ক্রিপ্টোকারেন্সি বৈধ করে দেওয়া উচিত।যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ করে দেয়া হয় তাহলে বাংলাদেশে অনেকটাই উন্নতির দিকে ছুটে চলবে।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: XM8 on January 09, 2021, 04:17:11 PM
আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করছি। হয়তো আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের এই বাংলাদেশ থেকেও আমরা যেকোনো একচেঞ্জ করতে পারবো।তা না হলে কিন্তু দেখা যেত যে সকল দেশে বিটকয়েনের বৈধতা রয়েছে শুধু তারাই কাজ করতে পারতো অন্যসকল দেশগুলো কাজ করতে পারত না।
বাকি সব দেশের মত যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করতো অথবা বৈধতা দেওয়া হতো তাহলে ইতোমধ্যে  আমাদের বাংলাদেশ কয়েকটি এক্সচেঞ্জার তৈরি করে ফেলত।আমি মনে করি বাংলাদেশকে ক্রিপ্টোকারেন্সি বৈধ করে দেওয়া উচিত।যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ করে দেয়া হয় তাহলে বাংলাদেশে অনেকটাই উন্নতির দিকে ছুটে চলবে।
ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশের বৈধ ঘোষণা করলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু আমি মনে করি বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ করবে না।এ বিষয়টা হয়তো জেনে থাকবেন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অন্য সকল উন্নত দেশগুলোর মতো ততটা উন্নত নয় তাই যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ ঘোষণা করা হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর বড় ধরনের চাপ পড়বে এবং বিভিন্ন দুর্নীতি চক্রক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন দুর্নীতি মূলক কাজের সৃষ্টি করবে।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Sharpmax on January 09, 2021, 04:26:29 PM
কয়েনবেস হল একটি ওয়ালেট। এখানে বিভিন্ন টোকেন রাখা হয়। এবং এখান থেকে বিক্রি করা হয়। বিভিন্ন ডলার রাখার সবচেয়ে ভালো অনেক এই কয়েনবেস একাউন্ট। সারা বিশ্বেই এই একাউন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Cristiano on January 09, 2021, 04:32:10 PM
কয়েনবেস হলো একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ালেট এটি। পৃথিবীর প্রায় সারা দেশের বেশিরভাগ মানুষ এই ওয়ালেট ব্যবহার করে থাকে। ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য একটি ব্যাংক প্রয়োজন। সেই ব্যাংক হিসেবে কয়েনবেস ব্যবহার করা হয়। এটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাক হয় না বলে চলে। ক্রিপ্টোকারেন্সি তে যতগুলো ওয়ালেট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে কয়েনবেস ওয়ালেট। কয়েনবেস হলো একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী একটি প্রতিষ্ঠান। যেখান থেকে আপনি খুবই দ্রুত ডলার আদান-প্রদান করতে পারবেন।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Malam90 on January 10, 2021, 04:40:45 AM
কয়েনবেজ বাংলাদেশে এজচেঞ্জ সুবিধা বন্ধ রাখছে কারণ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। তবে কয়েনবেজের মাধ্যমে অনেক বাংলাদেশী বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন হোল্ড ও অন্যান্য বাংলাদেশীদের সাথে লেনদেন করে থাকেন। শুধু বাংলাদেশী নয়, অনেকেই এটা ব্যবহার করেন। তবে ওয়ালেট হিসেবে আমি এটা সুপারিশ করিনা যদিও এটার মাধ্যমে মেইল টু মেইল ফ্রিতে ট্রান্সফার করা যায়, এর চেয়ে বর্তমানে ট্রাস্টওয়ালেট ভালো।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: saidul2105 on January 10, 2021, 06:09:08 AM
কয়েনবেস হলো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সী লেনদেনকারী প্রতিষ্ঠান। আমিরিকার সান ফ্রান্সিস্কো তে এদের প্রধান অফিস রয়েছে। তারা সাধারণত বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম, ইথেরিয়াম ক্লাসিক, লাইট কয়েন,  এবং ডগি সহ আরো অনেক ক্ৰিপ্টকারেন্সি প্রচলিত মুদ্রায় বেচাকেনা করে।  কয়েনবেস এর সকল সেবা অর্থাৎ (কেনাবেচা, লেনদেন, সংরক্ষণ করা ইত্যাদি) পৃথিবীর ৩২ টি দেশে উম্মুক্ত এবং ১৯০ টি দেশে লেনদেন ও সংরক্ষণ করা যায়। কিন্তু দুঃখের বিষয় এটা আমাদের বাংলাদেশীদের জন্য এক্সচেঞ্জ অনুমোদন নেই। আমরা শুধু সংরক্ষণ করতে পারি।

ভাই কয়েনবেজ সম্পর্কে আমার কোন ধারণা ছিল না।  আমি আপনার পোস্ট টি পড়ে এখন কয়েনবেজ সম্পর্কে পুরোপুরি ভাবে জানতে পারলাম।  তাছাড়া আপনি আপনার পোস্ট এর মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন যা আমার আগে জানা ছিলো না।  আপনার পোস্ট টি পড়ে আমি খুব উপকৃত হলাম।                                       
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Mahindra on January 10, 2021, 07:47:06 AM
কয়েনবেস বাংলাদেশি এক্সচেঞ্জার দের জন্য অনেক সুবিধা কিন্তু বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি অবৈধ । কয়েনবেজ এর মাধ্যমে অনেক বাংলাদেশি বিটকয়েন ইথেরিয়াম ইত্যাদি সকল কয়েন হোল্ড করে রেখে লেনদেন করে। প্রায় সকলেই কয়েনবেস ব্যবহার করে থাকে আমি মনে করি কয়েনবেস ওয়ালেট এর চেয়ে ট্রান্স ওয়ালেট অনেক ভালো তাই আমার ধারণা কয়েন বেস এর তুলনায় ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা উত্তম।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Emon khan on January 10, 2021, 05:00:07 PM
কয়েনবেজ কি? এটি সম্পর্কে আমার কোন ধারণা নেই যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন প্লিজ
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Riddi on January 10, 2021, 05:33:28 PM
কয়েনবেজ কি?
কয়েনবেজ কি তার আগে আমাদের জানা দরকার ক্রিপ্টোকারেন্সি কি বা বিটকয়েন কি? মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি। যা ধারা ছুয়া যায় না। যার লেনদেন একটি ব্লকচেইন পদ্ধতি অবলম্বনে হয়ে থাকে।

আর কয়েনবেজ না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, না হচ্ছে বিটকয়েন, আর নাহি কোন ব্লকচেইন। কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ। তবে বাংলাদেশিদের জন্য নেহায়েতই ক্রিপ্টোকারেন্সি ষ্টোর করার জন্য জায়গা। কারণ বাংলাদেশিদের জন্য কয়েনবেজ কোন এক্সচেন্জ অনুমতি দেয় না।

অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ টপিক তৈরি করেছে। কয়েনবেজ সম্পর্কে আমার কোন ধারণা নেই। আপনার পোস্টটি পড়ে কয়েনবেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Tamsialu$$ on January 11, 2021, 12:35:00 AM
কয়েনবেজ বাংলাদেশে এজচেঞ্জ সুবিধা বন্ধ রাখছে কারণ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। তবে কয়েনবেজের মাধ্যমে অনেক বাংলাদেশী বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন হোল্ড ও অন্যান্য বাংলাদেশীদের সাথে লেনদেন করে থাকেন। শুধু বাংলাদেশী নয়, অনেকেই এটা ব্যবহার করেন। তবে ওয়ালেট হিসেবে আমি এটা সুপারিশ করিনা যদিও এটার মাধ্যমে মেইল টু মেইল ফ্রিতে ট্রান্সফার করা যায়, এর চেয়ে বর্তমানে ট্রাস্টওয়ালেট ভালো।
ভাই যেহেতু আপনি ওয়ালেটের কথা বললেন একটা জিনিস না বললেই নয়।আমি অনেক সময় লক্ষ করেছি ওয়েবসাইটের মাধ্যমে অনেক অনেক করা হয় সেগুলো হ্যাক হয়ে যায় সব থেকে বেশি।আমরা লক্ষ্য করেছি অনেক সময় অনেক সিনিয়র ভাইদের অনেক অনেক হ্যাক হয়ে গিয়েছে অনেক ডলার। তাই আমার বিশ্বাস ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওয়ালেট না খুলে যদি Trust wallet ব্যবহার করি তাহলে অবশ্যই ভালো সিকিউরিটি থাকবে। আর এই অলেট কোন সময় হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Tamsialu$$ on January 11, 2021, 12:37:02 AM
কয়েনবেজ কি? এটি সম্পর্কে আমার কোন ধারণা নেই যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন প্লিজ
আপনি ভালো করে লক্ষ্য করেন কয়েনবেস কি এ সম্পর্কে অনেক সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। এগুলো আপনি না লক্ষ্য করেই আবার প্রশ্ন করেছেন কয়েনবেস কি। আমি দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো নেগেটিভ কারমা পেয়েছেন এ ধরনের পোস্ট করলে কখনোই কিন্তু আপনি পজেটিভ কারমা পাবেন না। এর ফলে আপনার আইডির হয়তো সমস্যা হতে পারে।সর্বপ্রথম কোন কিছু না বুঝলে সবার পোষ্ট গুলো ভাল করে পরবেন অবশ্যই বুঝতে পারবেন।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Cristiano on January 11, 2021, 04:35:31 AM
কয়েনবেজ কি? এটি সম্পর্কে আমার কোন ধারণা নেই যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন প্লিজ
টপিকটি তৈরি করা হয়েছে কয়েনবেজ নিয়ে। আপনি যদি উপরে ভালো করে খেয়াল করতেন তাহলে অবশ্যই কয়েনবেস সম্পর্কে ধারণা নিতে পারতেন। আমার মনে হচ্ছে আপনি কারো টপিক এবং পোস্ট ভালোভাবে খেয়াল না করেই পোস্ট করার মধ্যে রয়েছেন। কোন টপিকঃ এ কমেন্ট করার আগে ভালোভাবে খেয়াল করবেন কে কি নিয়ে আলোচনা করেছে।যে বিষয়টি নিয়ে টপিক তৈরি করেছে সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে নাকি কেউ। সে দিকে একটু খেয়াল রাখবেন। কয়েনবেস সম্পর্কে সুন্দর একটি ধারণা দিয়ে দিয়েছে।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Irfan12@ on January 11, 2021, 04:53:21 AM
কয়েনবেস হলো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য একটি ওয়ালেট তবে অন্যান্য দেশের জন্য কয়েনবেস হল ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি রাখা যায় এবং এক্সচেঞ্জ করা যায় শুধু আমাদের বাংলাদেশ ইউজারদের জন্য এটি অনুমতি দেয় না তো বলাই যায় যে আমাদের এই বাংলাদেশের ইউজার দের জন্য কয়েনবেস হল ক্রিপ্টোকারেন্সি রাখার ওয়ালেট
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Najmul on January 23, 2021, 10:55:52 AM
কয়েনবেজ কি?
কয়েনবেজ কি তার আগে আমাদের জানা দরকার ক্রিপ্টোকারেন্সি কি বা বিটকয়েন কি? মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি। যা ধারা ছুয়া যায় না। যার লেনদেন একটি ব্লকচেইন পদ্ধতি অবলম্বনে হয়ে থাকে।

আর কয়েনবেজ না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, না হচ্ছে বিটকয়েন, আর নাহি কোন ব্লকচেইন। কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ। তবে বাংলাদেশিদের জন্য নেহায়েতই ক্রিপ্টোকারেন্সি ষ্টোর করার জন্য জায়গা। কারণ বাংলাদেশিদের জন্য কয়েনবেজ কোন এক্সচেন্জ অনুমতি দেয় না।
আমি ক্রিপ্টো জগতে নতুন জয়েন করেছি কয়েনবেস সম্পর্কে আমার সঠিক ধারণা ছিল না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে কয়েনবেস সম্পর্কে অনেক কিছু ধারনা হলো। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।এইভাবে গ্রুপের সিনিয়র ভাইরা যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা ভবিষ্যতে অনেক এগিয়ে যেতে পারব।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Mj joy on January 23, 2021, 11:41:08 AM
আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করছি। হয়তো আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের এই বাংলাদেশ থেকেও আমরা যেকোনো একচেঞ্জ করতে পারবো।তা না হলে কিন্তু দেখা যেত যে সকল দেশে বিটকয়েনের বৈধতা রয়েছে শুধু তারাই কাজ করতে পারতো অন্যসকল দেশগুলো কাজ করতে পারত না।
হ্যাঁ ভাই আপনি যে কথাটা বলেছেন আপনার সাথে আমি একমত। তবে আশা রাখি আমাদের সরকার খুব দ্রুত বিটকয়েন বৈধ করে দেবে। অনেকে বলছে বিটকয়েন বৈধ করলে সন্ত্রাসী চক্রের নাকি সুবিধা হবে। একটা কথা হলো ভাই যে কোন একটা জিনিসের নেগেটিভ এবং পজেটিভ সাইটগুলি থাকে এটাই স্বাভাবিক।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Azharul on February 01, 2021, 03:56:06 AM
কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ।বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা না থাকলেও আমরা ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করে চলেছি যেনো আমরাও সামনের দিনে একচেঞ্জ করতে পারি।তবে কয়েনবেজ বাংলাদেশে এক্সচেঞ্জ সুবিধা বন্ধ রাখছে কারণ আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Acifix on February 01, 2021, 08:54:10 AM
ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশে বৈধ ঘোষণা করেন অনেক পরিবর্তন ঘটবে। তখন দেশের অর্থনৈতিক ব্যবস্থা থাকবে। তখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। তখন অন্য সকল দেশের মতো উন্নত হ। কিন্তু আমার এখন মনে হয়  বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দিবে না।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Herry on February 01, 2021, 09:38:10 AM
কয়েনবেজ কি?
কয়েনবেজ কি তার আগে আমাদের জানা দরকার ক্রিপ্টোকারেন্সি কি বা বিটকয়েন কি? মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি। যা ধারা ছুয়া যায় না। যার লেনদেন একটি ব্লকচেইন পদ্ধতি অবলম্বনে হয়ে থাকে।

আর কয়েনবেজ না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, না হচ্ছে বিটকয়েন, আর নাহি কোন ব্লকচেইন। কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ। তবে বাংলাদেশিদের জন্য নেহায়েতই ক্রিপ্টোকারেন্সি ষ্টোর করার জন্য জায়গা। কারণ বাংলাদেশিদের জন্য কয়েনবেজ কোন এক্সচেন্জ অনুমতি দেয় না।
খুব ভালো লাগলো ভাইয়া আপনি এত সুন্দর এবং গুছিয়ে কথাগুলো বলার জন্য হ্যাঁ অনেকেই রয়েছেন এ বিষয়ে জানেন না । যে কয়েনবেস একটি এক্সচেঞ্জার। আমি মনে করি আপনার এই টপিকটি যদি নতুন ইউজার দেখে এবং ভালোভাবে পড়ে তাহলে অবশ্যই বুঝতে পারবে। যে কয়েনবেস একটি  এক্সচেঞ্জার। তবে বাংলাদেশিদের জন্য শুধু একটি ওয়ালেট মাত্র।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: LazY on February 02, 2021, 09:32:53 AM
কয়েনবেজ কি?
কয়েনবেজ কি তার আগে আমাদের জানা দরকার ক্রিপ্টোকারেন্সি কি বা বিটকয়েন কি? মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি। যা ধারা ছুয়া যায় না। যার লেনদেন একটি ব্লকচেইন পদ্ধতি অবলম্বনে হয়ে থাকে।

আর কয়েনবেজ না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, না হচ্ছে বিটকয়েন, আর নাহি কোন ব্লকচেইন। কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ। তবে বাংলাদেশিদের জন্য নেহায়েতই ক্রিপ্টোকারেন্সি ষ্টোর করার জন্য জায়গা। কারণ বাংলাদেশিদের জন্য কয়েনবেজ কোন এক্সচেন্জ অনুমতি দেয় না।
ধন্যবাদ ভাই আপনাকে। কয়েনবেস সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনার পোস্টটি পড়ার পর কয়েনবেস সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা হয়ে গিয়েছে। এখন বুঝতে পারলাম কয়েনবেস একটি ওয়ালেট। যেখানে আমি আমার ডলারগুলো রেখে দিতে পারি।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: SobujAkash#8 on February 02, 2021, 10:02:21 AM
আমি ফোরামে নতুন তাই কয়েনবেস কি তা ভালো করে জানা নেই, তাই কোনো সিনিয়র ভাই যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। কারন আপনাদের মাধ্যমে আমরা শিখতে পারি।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Malam90 on February 02, 2021, 10:47:48 AM
যেহেতু এটা একচেঞ্জ রিলেটেড হওয়ায় ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি আলোচনা করার জন্য মুভ করে দেওয়া হলো।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: babu10 on February 02, 2021, 04:06:39 PM
আসলে কয়েনবেজটা হলো তৃতীয় পক্ষের অধীনে থাকা একটি ওয়ালেট যেখানে ক্রিপ্টোকোরেন্সী সংরক্ষন করে রাখা যায় এবং প্রয়োজন অনুযায়ী ট্রান্সফার করা যায় । যদিও এটা অনেক জনপ্রিয় একটা ওয়ালেট তারপরেও এটার সিকিউরিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং তারা মাঝে মাঝে অনেকের একাউন্ট বন্ধ করে দেয় আর তাতে যদি কারো ডলার থাকে তা ফেরত দেয়না। আমি মনে করি ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করাই এক্ষত্রে শ্রেয়।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Malam90 on February 03, 2021, 08:53:42 AM
আসলে কয়েনবেজটা হলো তৃতীয় পক্ষের অধীনে থাকা একটি ওয়ালেট যেখানে ক্রিপ্টোকোরেন্সী সংরক্ষন করে রাখা যায় এবং প্রয়োজন অনুযায়ী ট্রান্সফার করা যায় । যদিও এটা অনেক জনপ্রিয় একটা ওয়ালেট তারপরেও এটার সিকিউরিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং তারা মাঝে মাঝে অনেকের একাউন্ট বন্ধ করে দেয় আর তাতে যদি কারো ডলার থাকে তা ফেরত দেয়না। আমি মনে করি ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করাই এক্ষত্রে শ্রেয়।

কয়েনবেজ মূলত ক্রিপ্টোএকচেঞ্জ। তারা একচেঞ্জ এর পাশাপাশি ওয়ালেট এর সুবিধা দিচ্ছে যেমন বিনান্সে আপনি কিছু কয়েন ফ্রিতে উত্তোলন করতে পারবেন, হোল্ড করতে পারবেন, কয়েনবেজেও সেম। হা, নিজস্ব ওয়ালেটে রাখা উত্তম। তাতে ঝামেলা কম। কয়েনবেজ মাঝে মাঝে ঝামেলা করে থাকে।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Zixr on February 03, 2021, 02:23:45 PM
কয়েনবেজ কি?
কয়েনবেজ কি তার আগে আমাদের জানা দরকার ক্রিপ্টোকারেন্সি কি বা বিটকয়েন কি? মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি। যা ধারা ছুয়া যায় না। যার লেনদেন একটি ব্লকচেইন পদ্ধতি অবলম্বনে হয়ে থাকে।

আর কয়েনবেজ না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, না হচ্ছে বিটকয়েন, আর নাহি কোন ব্লকচেইন। কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ। তবে বাংলাদেশিদের জন্য নেহায়েতই ক্রিপ্টোকারেন্সি ষ্টোর করার জন্য জায়গা। কারণ বাংলাদেশিদের জন্য কয়েনবেজ কোন এক্সচেন্জ অনুমতি দেয় না।
ধন্যবাদ কয়েনবেস সম্পর্কে এত সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য। আমি আগে জানতাম না কয়েনবেস কি। আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম কয়েনবেস সম্পর্কে।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: ttcsalam on February 16, 2021, 04:49:26 PM
কয়েনবেজ কি?
কয়েনবেজ কি তার আগে আমাদের জানা দরকার ক্রিপ্টোকারেন্সি কি বা বিটকয়েন কি? মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি। যা ধারা ছুয়া যায় না। যার লেনদেন একটি ব্লকচেইন পদ্ধতি অবলম্বনে হয়ে থাকে।

আর কয়েনবেজ না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, না হচ্ছে বিটকয়েন, আর নাহি কোন ব্লকচেইন। কয়েনবেজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বা ডিজিটাল কারেন্সি এক্সচেন্জ। তবে বাংলাদেশিদের জন্য নেহায়েতই ক্রিপ্টোকারেন্সি ষ্টোর করার জন্য জায়গা। কারণ বাংলাদেশিদের জন্য কয়েনবেজ কোন এক্সচেন্জ অনুমতি দেয় না।
অনেক ভালো ভালো এক্সচেন্জ বাংলাদেশীদের কে অনুমতি দেয় না।এটাই খুবই দুঃখ জনক ব্যাপার অথচ বাংলাদেশে অনেক ভালো মানের ট্রেডার আছে। এবংঅনেক বড় বড় বিনিয়োগকারী আছে বলে আমার মনে হয়।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Churphans on February 17, 2021, 07:26:23 AM
কয়েনবেস হলো একটি সুপরিচিত ক্রিপ্ট ওয়ালেট। এটি আমার কাছে সবচেয়ে পছন্দের একটি অলেট। আমি কয়েনবেজ অলেট টি 2017 সাল থেকে ব্যবহার করে আসছি। এটি জিমেইল থেকে জিমেইলে কোন ফি কাটে না কিন্তু কোন এড্রেসে পাঠাতে গেলে অবশ্যই ফি লাগে।
Title: Re: কয়েনবেজ কি?
Post by: Tubelight on March 17, 2021, 04:12:58 PM
কয়েনবেস হলো একটি ওয়ালেট। যেমন আমরা ইথেরিয়াম ওয়ালেট ব্যবহার করি তেমনি তেমনি ইথারিয়াম ওয়ালেট এর মতই একটি ওয়ালেট হচ্ছে কয়েনবেস।