Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Malam90 on January 25, 2021, 04:07:30 PM

Title: বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ অনুমোদন করেছে।
Post by: Malam90 on January 25, 2021, 04:07:30 PM
বাহরাইন ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ CoinMENA সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে তাদের একচেঞ্জ চালু করার অনুমোদন পেয়েছে।
CoinMENA সম্প্রতি বাইরাইনের কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে যারা খুব শীঘ্রই বাহরাইনে তাদের হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে।
CoinMENA এর পরিকল্পনা হচ্ছে মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করা বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান সহ আরো কিছু দেশে।
CoinMENA তাদের শুরুতে বিটকয়েন, ইথারিয়াম, রিপল, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ মোট ৫ টা কয়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

বিস্তারিত জানতে (https://cointelegraph.com/news/bahrain-central-bank-licenses-sharia-compliant-crypto-exchange)
Title: Re: বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ অনুমোদন করেছে।
Post by: babu10 on February 08, 2021, 05:37:00 PM
বাহরাইন ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ CoinMENA সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে তাদের একচেঞ্জ চালু করার অনুমোদন পেয়েছে।
CoinMENA সম্প্রতি বাইরাইনের কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে যারা খুব শীঘ্রই বাহরাইনে তাদের হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে।
CoinMENA এর পরিকল্পনা হচ্ছে মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করা বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান সহ আরো কিছু দেশে।
CoinMENA তাদের শুরুতে বিটকয়েন, ইথারিয়াম, রিপল, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ মোট ৫ টা কয়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

বিস্তারিত জানতে (https://cointelegraph.com/news/bahrain-central-bank-licenses-sharia-compliant-crypto-exchange)


অনেক ভালো একটা প্লান নিয়ে আগাচ্ছে তারা বুঝা যাচ্ছে। বাহারাইন যেহেতু ইসলাম প্রধান দেশ তাই সেখানে শরিয়া ভিত্তিক ভাবেই চালু করতে হবে এতে কোন সন্দেহ নাই। তবে যেভাবেই চালু হোক ক্রিপ্টো চালু হওয়া দরকার তাহলে আমরা মার্কেট থেকে সবসময় কিছু না কিছু পেতে থাকবো যেটা আমাদের জন্য অনেক সুখকর বটে।
Title: Re: বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ অনুমোদন করেছে।
Post by: Maxtel on February 08, 2021, 06:49:14 PM
বাহরাইন ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ CoinMENA সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে তাদের একচেঞ্জ চালু করার অনুমোদন পেয়েছে।
CoinMENA সম্প্রতি বাইরাইনের কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে যারা খুব শীঘ্রই বাহরাইনে তাদের হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে।
CoinMENA এর পরিকল্পনা হচ্ছে মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করা বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান সহ আরো কিছু দেশে।
CoinMENA তাদের শুরুতে বিটকয়েন, ইথারিয়াম, রিপল, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ মোট ৫ টা কয়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

বিস্তারিত জানতে (https://cointelegraph.com/news/bahrain-central-bank-licenses-sharia-compliant-crypto-exchange)


মালাম ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ পোস্ট করেছেন । সত্যি বলতে কি দিন দিন ক্রিপ্টোকারেন্সি সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে। তাই বিভিন্ন দেশের সরকার প্রধানরা বিটকয়েন এর গুরুত্ব অনুধাবন করে সেসব দেশে বিটকয়েন কে অনুমোদন দিচ্ছে এবং বিটকয়েনের সহযোগিতার জন্য বিটকয়েন ব্যাংক স্থাপন করছে। এটি অবশ্যই বিটকয়েনের মানুষের মাঝে জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ মাত্র। প্রতিনিয়ত এভাবেই পৃথিবীর প্রতিটি দেশে বিটকয়েন প্রচলন ঘটবে।
Title: Re: বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ অনুমোদন করেছে।
Post by: ttcsalam on February 21, 2021, 05:18:27 PM
বাহরাইন ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ CoinMENA সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে তাদের একচেঞ্জ চালু করার অনুমোদন পেয়েছে।
CoinMENA সম্প্রতি বাইরাইনের কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে যারা খুব শীঘ্রই বাহরাইনে তাদের হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে।
CoinMENA এর পরিকল্পনা হচ্ছে মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করা বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান সহ আরো কিছু দেশে।
CoinMENA তাদের শুরুতে বিটকয়েন, ইথারিয়াম, রিপল, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ মোট ৫ টা কয়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

বিস্তারিত জানতে (https://cointelegraph.com/news/bahrain-central-bank-licenses-sharia-compliant-crypto-exchange)
বাহারাইন দেশটি বেশি বড় নয় তবে এই দেশ কে বলা হয় স্বনের ক্ষনি।সে দেশ এ যদি সরকারী ভাবে এটা চালু করা হয় তাহলে অন্যান্য দেশ গুলো অনেক বেশি উৎসাহিত হবেন।এটাতে যদি অনুমোদন হয় তাহলে অনেক বাংলাদেশী সুবিধা গ্রহন করতে পারবেন।এবং সৌদি সরকারও অনুমোদন দিতে অবশ্যই পদক্ষেপ গ্রহন করবেন।
Title: Re: বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ অনুমোদন করেছে।
Post by: Rothi roy on March 14, 2021, 04:03:04 PM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।

বিশ্বের অনেক দেশ ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিয়েছে। বাহরাইনে কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ ভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জ এর অনুমোদন দিয়েছে। সত্যিই এসব সংবাদ দেখলে বা শুনলে ভীষণ ভালো লাগে। আর মনে হয় এদের মত যদি আমাদের দেশ ক্রিপ্টোকে বৈধতা দিত! যাইহোক এভাবেই সারা বিশ্বে বিটকয়েন ছড়িয়ে পড়বে। আর একদিন আমাদের দেশ ও স্বীকৃতি দেবে বলে আশা করি।
Title: Re: বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ অনুমোদন করেছে।
Post by: Tubelight on March 19, 2021, 04:21:57 PM
বাহরাইন ভিত্তিক ক্রিপ্টো একচেঞ্জ CoinMENA সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে তাদের একচেঞ্জ চালু করার অনুমোদন পেয়েছে।
CoinMENA সম্প্রতি বাইরাইনের কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে যারা খুব শীঘ্রই বাহরাইনে তাদের হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে।
CoinMENA এর পরিকল্পনা হচ্ছে মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করা বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান সহ আরো কিছু দেশে।
CoinMENA তাদের শুরুতে বিটকয়েন, ইথারিয়াম, রিপল, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ মোট ৫ টা কয়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

বিস্তারিত জানতে (https://cointelegraph.com/news/bahrain-central-bank-licenses-sharia-compliant-crypto-exchange)
ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি নিউজ শেয়ার করার জন্য। আশা করছি এই ধরনের কার্যক্রম বিটকয়েন কে আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।