Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 03, 2021, 03:23:29 AM

Title: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Malam90 on February 03, 2021, 03:23:29 AM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: ExtraPoint on February 03, 2021, 03:59:26 AM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আপনি। আসলে আমরা যারা নতুন তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নেই। আপনাদের মত বড় ভাই থাকলে আমরা ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারব এবং জানতে পারবো।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: bmw1 on February 03, 2021, 02:58:18 PM
যারা নতুন তাদের উদ্দেশ্যে কিছু কথা তারা ভালোভাবে পোস্ট করতে হবে এবং গুছিয়ে লিখতে হবে যাতে অন্যরা ভালো ভাবে এই পোস্টটা পড়তে পারেন এবং এই পোস্টটা থেকে কিছু শিখতে পারে, এবং ম্যাটাডোর এর নিয়ম মেনে চলে পোস্ট করতে হবে তাহলে পজেটিভ কামড়া পাবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Magepai on February 04, 2021, 05:08:21 AM
আমাদের এই ফোরামে অনেক নতুন ইউজার রয়েছে ইতিমধ্যে আমি খেয়াল করেছি তারা সবাই মোটামুটি ভালো পোস্ট করছে। কিন্তু নতুন হওয়ার জন্য কিছু কিছু ইউজারদের পোস্ট করতে প্রবলেম হচ্ছে। তাই তারা যদি একটু কষ্ট করে গুগলে সার্চ দিতে পারে তাহলে যেকোনো বিষয় সম্পর্কে জানতে পারবে। তারপরেও যদি সেই বিষয়টা না পায় তাহলে এই ফোরামে দেওয়া আছে বিভিন্ন ধরনের পোস্ট সেগুলো পড়তে পারলে বুঝতে পারবে।তারপরেও যদি কোন বিষয় সম্পর্কে না বলা থাকে এই ফোরামে তাহলে আপনারা সিনিয়র ভাইদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করুন। অবশ্যই সমস্ত সিনিয়র ভাইরা আপনাকে সাহায্য করবে।যারা ফোরামে নতুন এ আসবে আমি তাদের বলব তারা অবশ্যই ফোরামে বেশি বেশি সময় দেবে এবং সমস্ত সিনিয়র ভাইদের পোস্ট গুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করবে। আশা করি সবকিছুই বুঝে যাবে ইনশাল্লাহ।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: kulkhan on February 04, 2021, 10:33:26 AM
খুব চমৎকার দিকনির্দেশনা মূলক পোস্ট। আমরা আসলে দিন দিন অলস হয়ে উঠছি। নিজের ভিতরের প্রতিভাটাকে কাজে না লাগিয়ে শুধু মাত্র অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছি। এটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে আরো ক্রিয়েটিভ হতে হবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: iRan Chy on February 04, 2021, 11:22:58 AM
ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ উপদেশের জন্য। আমি সবসময় এটাই করি, কোন কিছু না বুঝলে তা গুগল বা ইউটিউবে খুজে সমস্যা সমাধান করার চেষ্টা করি। :D
এবংং ভবিষ্যতে আপনার কথা গুলো মেনে চলার চেষ্টা করব।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Angel jara on February 04, 2021, 02:57:07 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন দের শুভেচ্ছা রইল। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নতুন কাজ করছি তারা অনেকেই অ্যাক্টিভেটেড বাড়ানোর জন্য আজে বাজে পোস্ট করে থাকে যা মূল্যহীন। আমরা এ ধরনের পোস্ট আর করব না সবাই মূল্যবান পোস্ট করব। যাতে আমরা নতুন কিছু শিখতে পারি।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: bmw1 on February 04, 2021, 03:39:35 PM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর পোস্টের জন্য আমরা আনন্দিত, এবং ছোট ভাইদের সাহায্য করতে উৎসাহিত হবো।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Dark Knight on February 05, 2021, 04:40:54 AM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আপনি। আসলে আমরা যারা নতুন তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নেই। আপনাদের মত বড় ভাই থাকলে আমরা ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারব এবং জানতে পারবো।
ফোরামে যারা নতুন তাদের উদ্দেশ্যে কিছু কথা।আপনারা যারা নতুন তারা আপনাদের পোস্ট গুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। বাজে পোস্ট না করে তথ্যবহুল পোস্ট করবেন। কোন কিছু জানতে চাইলে ফোরামের টপিক খুলে বড় ভাইদের কাছে জানতে চাইবেন। ধন্যবাদ
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: ttcsalam on February 05, 2021, 07:07:20 AM
যারা নতুন তাদের উদ্দেশ্যে কিছু কথা তারা ভালোভাবে পোস্ট করতে হবে এবং গুছিয়ে লিখতে হবে যাতে অন্যরা ভালো ভাবে এই পোস্টটা পড়তে পারেন এবং এই পোস্টটা থেকে কিছু শিখতে পারে, এবং ম্যাটাডোর এর নিয়ম মেনে চলে পোস্ট করতে হবে তাহলে পজেটিভ কামড়া পাবে।
আপনার পোষ্টে অনেক গুলো বানান ভুল আছে দয়া করে ফাইনাল পোষ্ট করার আগে রিভাইজ করুন তারপর পোষ্ট করুন তা না হলে পোষ্টের প্রকৃত অর্থ বিকৃত হয়ে যাবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Lovepro Max on February 05, 2021, 05:25:26 PM
ভালো লাগলো ভাই আপনার কথাগুলো আমিও বিষয়টি লক্ষ্য করেছি অনেক জুনিয়র ভাই আছেন যারা এরকম রিপ্লাই দিয়ে থাকেন। আমিও যেহেতু এই ফোরামের নতুন একজন ইউজার ।আমি সবসময় সিনিয়র ভাইদের কাছ থেকে সাহায্য কাম্য করি। এবং সবসময় চেষ্টা করি সিনিয়র ভাইদের সম্মান করো। আমার মনে হয় আমাদের সবসময় উচিত যে সিনিয়র ভাইদের সম্মান করো এবং কোন কিছু জানার থাকলে তা আদেশ না করে বিনয়ের সুরে সাহায্য চাওয়া অবশ্যই আমাদের এই ফোরামের সিনিয়র ভাইরা আমাদের সকল বিষয়ে সাহায্য করবেন বা করে থাকেন।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Acifix on February 06, 2021, 01:51:42 AM
 এই ফোরামে যারা  অল্প  কিছুদিন ধরে কাজ করছে আমরা তাদের সাহায্য করবো কারন আমরাও একদিন ওই জায়গায় ছিলাম।। আমরা সাহায করলেই  তারা  কাজের প্রতি উৎসাহ পাবে এবং কাজ করবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Triedboy on February 06, 2021, 02:11:27 AM
কোন অজানা জিনিস যদি কারো জানার ইচ্ছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুগল এ সার্চ করলে সবকিছুই পেয়ে যাবেন। আবার দেখা যায় নতুন ইউজারদের গুগল সার্চ দিতে অনেক টা প্রব্লেম হয়যে কারণে সিনিয়র ভাইদের সাহায্য করা উচিত। কারণ আমাদের অতীতের কথা মনে রাখতে হবে যে আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমাদেরও কিন্তু অনেক প্রবলেম হয়েছে তখন কিন্তু সিনিয়র ভাইরা আমাদের অবশ্যই সাহায্য করেছে।অনেক ইউজার রয়েছে যারা দেখেছি কিছুটা ভুল হলেই নেগেটিভ মন-মানসিকতা দেখাচ্ছে আমি মনে করি এরকম নেগেটিভ মন-মানসিকতায় ফোরামের ক্ষতির দিক বয়ে নিয়ে আসবে। এজন্য আমরা যারা সিনিয়র ইউজার রয়েছি অবশ্যই নতুনদের সাহায্য করবো।আর নতুন ভাইদের বলছি আপনাদের কোন বিষয়ে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে যেকোনো বিষয় নিয়ে আপনারা ফোরামে আলোচনা করতে পারেন অবশ্যই সকল ইউজার সাহায্য করবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: AlviNess on February 08, 2021, 05:31:48 PM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন। ফোরামে আমার নতুন যারা আছি আমাদের সবাইকে সিনিয়রদের সাহায্য করা উচিত।কারণ ফোরামের সিনিয়র যদি সাহায্য না করে তাহলে আমরা কোন কিছুই জানতে ও শিখতে পারবো না।এবং ফোরামের জুনিয়র সদস্য যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যদি কোন বিষয় না বুঝি তাহলে অবশ্যই আমরা সিনিয়র ভাইদের কাছে জানতে চাইব আশা করছে সিনিয়র ভাইরা এ বিষয়ে আমাদের হতাশ করবেন না।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Dagsu93 on February 09, 2021, 12:51:39 AM
অবশ্যই আমরা যারা নতুন আছি আমাদের সবাইকেই সিনিয়র ভাইদের সাথে ভালো আচরণ করা উচিত।আমি এই ফোরামে অনেক সময় দেখেছি আমাদের নতুন ইউজারদের অনেক সমস্যা হয় আবার সেই সমস্যাটা সিনিয়র ভাইরা সলভ করে দেয়। সব সময় আমি সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করি।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: SMACK on February 12, 2021, 10:39:26 AM
খুব সুন্দর এবং মূল্যবান একটি পোস্ট শেয়ার করেছেন আপনি নতুনদের জন্য অনেক শিক্ষনীয় একটি পোস্ট আমরা যারা নতুন সদস্য রয়েছি এই ফোরামে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট এই পোস্টে থেকে জুনিয়র ভাইয়েরা অনেক কিছুই অর্জন করতে পারবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Cristian on February 12, 2021, 11:53:35 AM
আমি একটা মাইনাস কারমা পাইছি এইটা উঠানোর কোনো ব্যবস্থা আছে কি?.
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Malam90 on February 12, 2021, 01:28:25 PM
আমি একটা মাইনাস কারমা পাইছি এইটা উঠানোর কোনো ব্যবস্থা আছে কি?.

ভালোমানের পোস্ট ও কমেন্টস করতে থাকুন। পজিটিভ কারমা পেলে ওটা উঠে যাবে। আপনার অধিকাংশ পোস্টগুলো চেক করে দেখলাম। পোস্টগুলোর মান বাড়াতে হবে সামনে। ভালো ভালো পোস্ট কমেন্টস করুন। কারমা পাবেন তখন উঠে যাবে। ধন্যবাদ
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Tepona on February 12, 2021, 06:14:08 PM
বাংলাদেশের সিনিয়র ইউজারদের কাছে রিকোয়েস্ট থাকবে, পোষ্টের কলেটি একটু ভালো হলেই কারমা দেবেন। নেগেটিভ কারমা দেওয়ার আগে সবাইকে সতর্ক করা উচিত। সবচেয়ে বেশি নেগেটিভ কারমা আদান প্রদান করা হয়। সুতরাং সবাইকে নিজ দায়িত্বে গুলো বন্ধ করা উচিত।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: AltcoinDream on February 22, 2021, 04:59:35 PM
বাংলাদেশের members দের জন্য একটা  telegram group চালু করলে মনে হয় ভালো হয়। সেখানে সবাই সবার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। আর যদি এমন  কোন group থাকে তাহলে জানাবেন দয়া করে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Malam90 on February 23, 2021, 07:43:10 AM
বাংলাদেশের members দের জন্য একটা  telegram group চালু করলে মনে হয় ভালো হয়। সেখানে সবাই সবার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। আর যদি এমন  কোন group থাকে তাহলে জানাবেন দয়া করে।

সকলের সুবিধার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছিলাম। কিন্তু দূর্ভাগ্য হচ্ছে যে সবাই নামেই জয়েন করে থাকে, কেউ তেমন একটিভ থাকতোনা বিধায় গ্রুপটা আমি নিজেই আবার গতমাসে ডিলিট করে দিয়েছি। আর বাউন্টি নিয়ে আলোচনার জন্য আমাদের আলাদা চাইল্ড বোড ( স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা (https://www.altcoinstalks.com/index.php?board=393.0)) আছে। সেখানে আলোচনা করতে পারেন। ভবিষ্যতে ভেবে দেখা হবে টেলিগ্রাম গ্রুপ আবার দরকার কিনা। কারণ বাউন্টি চাইল্ডবোর্ডেই একটিভ থাকেনা সেখাবে টেলিগ্রাম চ্যানেলে একটিভ থাকবে বলে আশা করা যায়না যা অতীত অভিজ্ঞতাই বলে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Mobi24 on February 23, 2021, 06:33:39 PM
ভাইয়া আপনি অনেক সুন্দর কথা বলেছেন আপনার পোস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আশা করি এবং শিখতে পেরেছি এবং নতুন নতুন পোস্ট করবেন যাতে আমরা আরো ভালো কিছু জানতে পারি এবং শিখতে পারি ভবিষ্যতে যাতে হবে আমরা ক্রিপ্টোকারেন্সি তে ভালো কিছু পাই এজন্য আমাদের জন্য সুন্দর সুন্দর পোস্ট করবেন যাতে আমরা জানতে এবং শিখতে পারি ধন্যবাদ
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Milon626 on March 01, 2021, 05:57:20 PM
আপনি ঠিকই বলেছেন ভাই। এখানে কিছু কিছু কমেন্টে কমান্ড মুলক বাক্য দেখা যায় যা একেবারেই কাম্য নয়।  এখানে আমরা সবাই বিনয়ের সাথে কথা বলে আমাদের সমস্যা গুলো তুলে ধরতে পারি।  তাতে করে আমাদের মধ্যকার ছোট বড় সকলের মধেই এক ধরনের অনুভুতি কাজ করবে যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হবে৷                     
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Malam90 on March 02, 2021, 02:56:39 AM
আমি একটা মাইনাস কারমা পাইছি এইটা উঠানোর কোনো ব্যবস্থা আছে কি?.

মাইনাস কারমা পেয়েছেন এটা কোন ব্যপার না ভাই। আপনি এত ছোট ছোট কমেন্টস না করে একটু বিস্তারিত, এবং গঠণমূলক কমেন্টস ও টপিক তৈরি করবেন। তারপর টপিক ও কমেন্টস যদি ভালো হয় তাহলে অন্য কেউ ১ টা +কারমা দিলেই আপনার নেগেটিভ কারমা ০ হয়ে যাবে এবং এরপর থেকে যত +কারমা পাবেন সেটা যোগ হবে। ভালো কমেন্টস করতে থাকুন।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Tubelight on March 04, 2021, 02:23:01 PM
ফোরামের নতুন এবং পুরাতন এর মধ্যে সবসময় সুসম্পর্ক বজায় রাখা উচিত। কারণ ফোরামের সিনিয়র যারা যারা আছে তারা আমাদের চেয়ে অনেক ভাল বুঝি এবং অনেক বেশি জানে।তাই আমরা যারা যে বিষয়ে জানিনা তাদের কাছে অবশ্যই আমরা সাহায্য নিতে পারি। তাদের কাছে সাহায্য চাইলে তারা কোনোভাবেই আমাদেরকে মানা করবে না।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Rockalo on March 20, 2021, 07:36:21 AM
ধন্যবাদ অবশ্যই সঠিক দিকনির্দেশনা আমাদের মেনে চলা উচিত। 2018 ও 2019 সাল থেকে এখানে আছেন। এখানে সব ইউজাররা অনেক বেশি বিশেষজ্ঞ। বিশেষ করে সিনিয়ররা। তাই নতুনদের সিনিয়রদের গাইডলাইন মেনে চলা কাম্য।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: ss siyam5 on March 20, 2021, 09:04:20 AM
হুম আপনি ঠিক কথা বলেছেন। আমরা যারা নতুন আছি। তারা তো সব বিষয়ে পাকা না।  আমরা   কিছু আপনাদের কাছে থিকা শিখবো আর এলাকাই যারা বরো ভাই আছে তাদের কাছে থিকা শিখবো
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Rockalo on March 21, 2021, 07:28:08 AM
হুম আপনি ঠিক কথা বলেছেন। আমরা যারা নতুন আছি। তারা তো সব বিষয়ে পাকা না।  আমরা   কিছু আপনাদের কাছে থিকা শিখবো আর এলাকাই যারা বরো ভাই আছে তাদের কাছে থিকা শিখবো
আপনার ল্যাঙ্গুয়েজ শুদ্ধ করুন। শুদ্ধ ভাষায় কথা বলুন। আঞ্চলিক ভাষা থেকে দূরে থাকুন। অবশ্যই এখানকার বড় ভাইরা অনেক বেশি সহযোগিতাপূর্ণ।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Centus on March 25, 2021, 04:51:31 AM
ঠিক আছে সিনিয়রদের পরামর্শ ও গাইডলাইন মেনে চলার চেষ্টা করব। কারণ সবাই এখানে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। তাই সিনিয়রদের মাধ্যমেই আমাদের অনেক কিছু শিখতে হবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Jokar on April 12, 2021, 12:36:52 PM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পোস্টটি করার জন্য। আপনি এখানে নতুনদের উদ্দেশ্যে অনেক সুন্দর কথা বলেছেন। আমরা যারা নতুন আছি তারা সবাই চেষ্টা করব এই ধরনের কমান্ড মুলক ভাষা ব্যবহার না করার। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: rashedul426 on April 26, 2021, 09:01:39 AM
ভাই আপনার টপিকটি নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নতুনরা আপনার টপিক পড়ে ভুল করা থেকে বেচে যাবে।ধন্যবাদ আপনাকে এমন সহায়ক পোষ্ট করার জন্য।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: SALMA000 on April 29, 2021, 08:19:26 AM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।

হুম ভাই আপনে ঠিক বলেছেন আমরা যারা নতুন তারা কিছু না বুঝে অনেক সময় অনেক কিছুই লিখি বুঝে ও লিখি না বুঝে ও লিখি আসলে দোষ টা করুরি না দোষ টা বুঝার। তাই নতুন দের না বুঝে কোন কিছু লেখা উচিত না। আগে বড় দের পোস্ট দেখে বুঝে তার পর কমেন্ট করা উচিৎ।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: RSRS on May 16, 2021, 06:28:35 AM
আমরা নতুনরা অবশ্যই সিনিয়রভাইদের সম্মান দিব। তাহলে পরিবেশ বজায় থাকবে। এবং আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তাদের পরামর্শ চললে তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। এমন শিক্ষণীয় পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Mosarof on May 27, 2021, 08:51:25 AM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি দেওয়ার জন্য আমরা নতুন ইউজার রা অবশ্যই সিনিয়র ভাইদের সম্মান দিব। এবং তাদের নির্দেশনা মতোই ফোরামে পোস্ট করব। এবং আশা করি তাদের কাছ থেকে ভালো কিছু জানতে পারবো এবং শিখতে পারবো ধন্যবাদ।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Anjel Tisha on May 30, 2021, 07:23:56 AM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আপনি। আসলে আমরা যারা নতুন তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নেই। আপনাদের মত বড় ভাই থাকলে আমরা ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারব এবং জানতে পারবো।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আপনি। আসলে আমরা যারা নতুন তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নেই। আপনাদের মত বড় ভাই থাকলে আমরা ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারব এবং জানতে পারবো।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: md antor hasan on May 31, 2021, 02:36:58 PM
খুবই ভালো লাগলো ভাই এত ভালো একটা পোষ্ট দেয়ার জন্য। এখন যে বিষয়ে না বুঝব তখন গুগল বা ইউটিউবয়ে সার্চ দিয়ে বিষয়টা বুঝব।ধন্যবাদ ভাই
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Kmrul on June 14, 2021, 09:04:17 PM
ভাইয়া, আমরা তো  ফোরামে নতুন তাই হয়তো নিজের অজান্তেই ভুলগুলো করে ফেলি, প্লিজ আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সুন্দর ভাষায় আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, পরবর্তীতে আমরা চেষ্টা করব এরকম ভুল যেন আর না হয়। ধন্যবাদ সবাইকে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Ramesh Mondal on June 18, 2021, 06:55:22 AM
শ্রদ্ধেয় Malam ভাইয়ের দিক নির্দেশনা প্রশংসনীয়।গাইডলাইন অতিব সহজ সরল ভাষায়, আমি তার দিকনির্দেশনা অনুসরণ করছি, খুব ভালো লাগছে আমার।ধন্যবাদ সবাইকে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Kolapata on July 12, 2021, 05:03:16 PM
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।
আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।
সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।

ধন্যবাদ ভাই আপনি সুন্দর কথা বলেছেন তবে আমি মনে করি যারা একটু সুশিক্ষিত তারা অবশ্যই সিনিয়রদের সন্মান করে কথা বলবে বা বিনয়ের সাথে কথা বলবে। এটা ভদ্রতা। আমি নতুন হিসেবে আপনার কাছে এবং সকল্ সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করব আমার ভুল ত্রুটি মাফ করবেন। আপনারা যেভাবে বলবেন আমি বা আমরা জুনিয়র রা সেভাবেই চলব।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Diknel on July 22, 2021, 11:40:55 AM
ধন্যবাদ ভাই আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা যারা নতুন ইউজার আছি আমাদের উচিৎ সিনিয়র ভাইদের সম্মান দিয়ে কথা বলা। এবং আমরা যারা ফোরামে নতুন এবং পুরাতন যারা আছি আমাদের সুসম্পর্ক বজায় রাখা উচিৎ। তাই আমরা সবাই মিলে চেষ্টা করব এই ধরনের কমান্ডো মূলক ভাষা ব্যবহার না করার জন্য।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Aeso on August 10, 2021, 04:23:08 AM
আপনার পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা বাংলা ফোরামে নতুন হওয়ার কারণে বাংলা ফর্মে নিয়ম কারণ সম্পর্কে কোনো কিছুই জানা নেই তাই আমাদের পোষ্টগুলো অগোছালো হয়ে থাকে আরো কিছুদিন বাংলা ফার্মে কাজ করলে আমরা গোছালোভাবে পোস্ট করতে পারব
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Abdulkana on August 12, 2021, 04:55:47 AM
আমরা ছাড়া পোস্ট করে থাকি এবং কমেন্ট করে থাকি আমাদের পোষ্ট থেকে বা কমেন্ট থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারে তাই আমাদের উচিত গুছিয়ে পোস্ট করা অগোছালোভাবে পোস্ট করলে মানুষ আমাদের কমেন্ট থেকে কিছু বুঝতে পারবেন এবং কিছু শিখতে পারবে না তাই সবার উচিত ভালোভাবে স্পষ্ট ভাবে কমেন্ট করা এবং পোস্ট করা তাহলে নতুনরা ফোরামে সম্পর্কে ভালোভাবে জানতে পারবে
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: MD Imran Khan on August 28, 2021, 05:18:23 AM
আমাদের এই ফোরামে অনেক নতুন ইউজার রয়েছে ইতিমধ্যে আমি খেয়াল করেছি তারা সবাই মোটামুটি ভালো পোস্ট করছে। কিন্তু নতুন হওয়ার জন্য কিছু কিছু ইউজারদের পোস্ট করতে প্রবলেম হচ্ছে। তাই তারা যদি একটু কষ্ট করে গুগলে সার্চ দিতে পারে তাহলে যেকোনো বিষয় সম্পর্কে জানতে পারবে। তারপরেও যদি সেই বিষয়টা না পায় তাহলে এই ফোরামে দেওয়া আছে বিভিন্ন ধরনের পোস্ট সেগুলো পড়তে পারলে বুঝতে পারবে।তারপরেও যদি কোন বিষয় সম্পর্কে না বলা থাকে এই ফোরামে তাহলে আপনারা সিনিয়র ভাইদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করুন। অবশ্যই সমস্ত সিনিয়র ভাইরা আপনাকে সাহায্য করবে।যারা ফোরামে নতুন এ আসবে আমি তাদের বলব তারা অবশ্যই ফোরামে বেশি বেশি সময় দেবে এবং সমস্ত সিনিয়র ভাইদের পোস্ট গুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করবে। আশা করি সবকিছুই বুঝে যাবে ইনশাল্লাহ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পোস্টটি করার জন্য আমি এই ফোরামে নতুন তাই আমার পোস্ট করতে খুবই সমস্যা হচ্ছে কিভাবে পোস্ট করব এতটা বুঝতে পারিনি কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেক টুকু ধারণা নিতে পারলাম যে আসলেই কিভাবে পোস্ট গুলা করব ধন্যবাদ ভাই আপনাকে আশা করি নতুনদের মাঝে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাহলে আমাদের মত নতুনরা খুব শীঘ্রই সঠিক নিয়মে কাজ করতে পারবে
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Pagla on November 21, 2021, 01:42:54 PM
সতর্ক করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে এক বড় ভাই বলেছিল কোন কিছু জানার থাকলে ফোরামে সিনিয়র ভাইদের মাধ্যমে জানতে পারবো পোস্ট করলে তারা সুন্দর করে বুঝিয়ে দিবে। তাই কয়েকটা পোস্ট করেছি পরবর্তীতে আর করব না।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Fulshai on March 30, 2022, 07:02:24 PM
আমিও এই ফোরামে নতুন। আমরা যারা নতুন আছি তাদের উদ্দেশ্যে কিছু কথা। আমরা এই ফোরামে যে পোষ্টগুলো করব। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করব। আর বড় ভাইদের সাহায্য সহযোগিতা নিয়ে করব। এই ফোরামে যে রুলস গুলো আছে তা সুন্দরভাবে পড়বো। তাহলে অতি সহজেই সুন্দর সুন্দর পোস্ট তৈরী করতে পারব। আর এই ফোরামে যারা সিনিয়ার ভাই আছেন। তাদের উদ্দেশ্য করে বলবো। আপনারা ফোরামের বিভিন্ন কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ পোস্ট করবেন। তাহলে ভবিষ্যতে আমরা সুন্দর সুন্দর পোস্ট করতে পারব।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Cinno3 on August 26, 2022, 03:05:35 PM
একদম ঠিক কথা বলেছেন ভাই। বর্তমানে ফোরামে অনেক ইউজার রয়েছে, যারা ফোরামে ঢুকেই আমি ফোরামে নতুন আমাকে সাহায্য করুন সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন। সিনিয়রদের  সাহায্য করা উচিত ইত্যাদি কথা বলে থাকে। তাই নতুনদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ফোরামে এরকম পোস্ট দেওয়া থেকে বিরত থাকব। এবং কোন কিছু জানতে হলে গুগলে গিয়ে সার্চ করব, তা না হলে ফোরামে টপিক তৈরি করে প্রশ্ন করব। সিনিয়র রা অবশ্যই প্রশ্নের উত্তর দিবে।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Madmax789 on November 14, 2022, 02:04:37 PM
আমি ফর্মে নতুন অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আপনি। আসলে আমরা যারা নতুন তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নেই। অনেক সময় অনেক জায়গায় ভুল করে থাকি আপনাদের মতে বড়ভাইরা পাশে থকলে আরো অনেক কিছু করতে পারবো বলে আশা করি।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Web Designer on January 03, 2024, 07:13:30 PM
এই ফোরামে আমি দেখেছি যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রায় সকল ধরনের পোস্ট করা আছে। যদি জুনিয়ররা সকল টকিপ একটু সময় নিয়ে দেখেন তাহলে তারা ক্রিপ্টো সম্পর্কে সকল উত্তর পেয়ে যাবে। আর তারপরেও যদি উত্তর না পায় তাহলে গুগল তো আছেই। আপনাদের সকলেরই গুগলে সার্চ করার এভিলিটি থাকতে হবে তাহলে আপনারা ভবিষ্যতে কোন অনলাইন বিষয় নিয়ে কখনও আটকাবেন না।
Title: Re: নতুনদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Home200 on January 10, 2024, 03:31:56 AM
আমি এই ফোরামে অনেক ক্রিপ্ট কারেন্সি বিষয় নিয়ে অনেক ধরনের টপিক দেওয়া রয়েছে। এখন আমরা অনেক নতুন ইউজার আছি না বুঝে শুধু পোস্ট করি। কিন্তু আমাদের প্রথম এ উচিৎ ভালো ভাবে টপিক গুলো পড়া। তার পর সেখানে থেকে আপনি কিছু শিখতে পারবেন। তাই আমরা যারা নতুন ইউজার আছি তারা সম্পন্ন ভাবে টপিক গুলো বুঝবো।