Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Lovepro Max on March 04, 2021, 05:39:17 PM

Title: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Lovepro Max on March 04, 2021, 05:39:17 PM
আমরা যারা বাউন্টি ক্যাম্পেইনে কাজ করি তাদের অনেকগুলো সোস্যাল মিডিয়ার প্রয়োজন হয়ে থাকে। যেমন ফেসবুক, টুইটার লিংকডিন, ইনস্টাগ্রাম, রেড্ডিট। বর্তমানে আমি একটা সমস্যার সম্মুখীন বারবার হচ্ছে সেটা হচ্ছে আমি যতবারই রেড্ডিট একাউন্ট করছি। আমার একাউন্ট করা সাকসেসফুল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি কাউকে upvoted করতে পারছিনা। কেউ আমাকে upvoted করলে সেটাও আমার অ্যাকাউন্ট এ দেখাচ্ছেনা। আমি ভেবেছিলাম হয়তো আমার অ্যাকাউন্ট করা ঠিক হয় নাই সেজন্য আমি বারবার নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু কোনো কাজে আসেনি।
এখন আমার প্রশ্ন হচ্ছে রেড্ডিট অ্যাকাউন্ট করার কোন নিয়ম আছে কিনা ? কিভাবে আমি এই সমস্যা থেকে সমাধান পাবো?
কোন সিনিয়র ভাইয়ের সম্পর্কে ধারনা থাকলে অবশ্যই সাহায্য করুন
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Milon626 on March 05, 2021, 02:11:03 AM
ফোরামে আমি একেবারে নতুন।  আমার রেড্ডিট খোলা সম্পর্কে কোন জ্ঞান নেই।  আপনি যেহেতু বলেছেন যে এই সোস্যাল মিডিয়াতেও কাজ করতে হয়, তাই এটা খোলা শেখা টা খুবই প্রয়োজনীয়।  আশা করি সিনিয়র ভাইয়েরা এ সম্পর্কে বিস্তারিত জানাবেন।                       
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Casual on March 07, 2021, 12:53:11 AM
Reddit অ্যাকাউন্ট একটা ফোনের জন্য একটাই করা যায় যদি একই ফোন থেকে দুটো রেডিট একাউন্ট করা হয় তাহলে কখনই সেটা চালানো যাবে না। আপনি হয়তো একটা আইডি থাকা সত্ত্বেও আর একটা খোলার চেষ্টা করেছেন যে কারনে আপনি upvoted করলে কোন কারমা পাচ্ছেন না। একটা পিসি থেকে যদি একাধিক আইডি করা হয় তাহলে এরকম সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: JISAN on March 07, 2021, 03:32:17 AM
Reddit অনেক সিকিউরিটি সম্পন্ন সোসিয়াল মিডিয়া তাই তাদের রুলস অমান্য করলে একাউন্ট রেস্টিকটেড করে দেওয়া হয় রেটিটে বট ব্যবহার করা হয়। জা কারো কোনো ভূল পেলে সাথে সাথে একাউন্ট রেস্টিকটেড করে দেয়। তাই ভালোভাবে রুলস পরে তারপর একাউন্ট করেন ও একাউন্ট এ পোস্ট করেন আশা করি কোনো সমস্যা হবে না।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: ExtraPoint on March 07, 2021, 09:09:59 AM
রেডিট একাউন্ট একটি ফোনে একবারই খোলা যায়। আপনার ফোনে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যাকে upvoted করবেন তা হবেনা। একাধিক একাউন্ট কখনোই একটি ফোন থেকে চালানো সম্ভব না। যেমন সমস্যার সম্মুখীন হচ্ছি আমি নিজে। আমার ফোনে একাধিক একাউন্ট থাকায় আমার একাউন্টে upvoted হচ্ছে না।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Lovepro Max on March 08, 2021, 05:08:53 AM
Reddit অ্যাকাউন্ট একটা ফোনের জন্য একটাই করা যায় যদি একই ফোন থেকে দুটো রেডিট একাউন্ট করা হয় তাহলে কখনই সেটা চালানো যাবে না। আপনি হয়তো একটা আইডি থাকা সত্ত্বেও আর একটা খোলার চেষ্টা করেছেন যে কারনে আপনি upvoted করলে কোন কারমা পাচ্ছেন না। একটা পিসি থেকে যদি একাধিক আইডি করা হয় তাহলে এরকম সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন
অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে বিষয়টি উপস্থাপন করার জন্য। হ্যাঁ আমি আগেও কি রেডিট একাউন্ট করেছিলাম এবং সে একাউন্ট সাসপেন্ড হয়ে গেছে।তবে আমি এই বিষয়টি জানতাম না যে একটি ফোন থেকে শুধুমাত্র একবার রেডিট একাউন্ট করা যায়। আমি এই সমস্যায় ছিলাম অনেকদিন পর্যন্ত কোনো সমাধান পাইনি। তবে আমি অবশ্যই নতুন একাউন্ট করব অন্য একটি কোণ থেকে ধন্যবাদ সকলকে
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Tubelight on March 08, 2021, 10:06:10 AM
আপনি যেহেতু ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন যেহেতু আমি মনে করি রেডিট অ্যাকাউন্ট খোলা আপনার কাছে কোন ব্যাপার না।প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন তারপর প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে একাউন্ট খুলুন। এবং যদি আপনার রুলস অনুযায়ী কাজ করেন তাহলে হয়তো আপনি ব্যান খাবেন না।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Sr boy on May 08, 2021, 10:09:24 AM
আপনি খুব সহজেই Reddit একাউন্ট খুলতে পারবেন। আপনার কাছে রেড একাউন্ট খোলা কোন সমস্যায় না। আপনি প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড দিবেন। তারপর সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর জিমেইল দিয়ে আপনি Reddit একাউন্ট খুলতে পারবেন।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Zero0 on May 08, 2021, 04:18:27 PM
আমরা যারা বাউন্টি ক্যাম্পেইনে কাজ করি তাদের অনেকগুলো সোস্যাল মিডিয়ার প্রয়োজন হয়ে থাকে। যেমন ফেসবুক, টুইটার লিংকডিন, ইনস্টাগ্রাম, রেড্ডিট। বর্তমানে আমি একটা সমস্যার সম্মুখীন বারবার হচ্ছে সেটা হচ্ছে আমি যতবারই রেড্ডিট একাউন্ট করছি। আমার একাউন্ট করা সাকসেসফুল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি কাউকে upvoted করতে পারছিনা। কেউ আমাকে upvoted করলে সেটাও আমার অ্যাকাউন্ট এ দেখাচ্ছেনা। আমি ভেবেছিলাম হয়তো আমার অ্যাকাউন্ট করা ঠিক হয় নাই সেজন্য আমি বারবার নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু কোনো কাজে আসেনি।
এখন আমার প্রশ্ন হচ্ছে রেড্ডিট অ্যাকাউন্ট করার কোন নিয়ম আছে কিনা ? কিভাবে আমি এই সমস্যা থেকে সমাধান পাবো?
কোন সিনিয়র ভাইয়ের সম্পর্কে ধারনা থাকলে অবশ্যই সাহায্য করুন
Reddit অনেক জনপ্রিয় এবং সিকিউরিটি সম্পন্ন একটি সোসিয়াল মিডিয়া। মাল্টিপল একাউন্ট এর ক্ষেত্রে তারা খুব সতর্ক। তারা কখনই একটি ডিভাইসে একটির বেশী একাউন্ট এক্টিভ করতে দিবে না। তাই, আপনি আপনার এই ডিভাইস দিয়ে আর কোন নতুন Reddit একাউন্ট এক্টিভেট করতে পারবেন না। আমিও অনেক দিন আগে এই প্রবলেমে পরেছিলাম। আমারও একটা Reddit একাউন্ট সাসপেন্ড করা হয়েছে। পরবর্তীতে আমি ঐ ডিভাইস দিয়ে আর কোন Reddit একাউন্ট করতে পারি নি।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: AVATAR on May 09, 2021, 03:15:39 PM
অনেক ধন্যবাদ সিনিয়র ভাই কে। এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ক্রিপ্টোকারেন্সি জগতে আমি অনেকটাই নতুন তাই জানিনা Reddit একাউন্ট খোলার নিয়ম। কিন্তু অনেক সিনিয়র ভাইদের কমেন্ট গুলো পড়ে আমি শিখতে এবং জানতে পারলাম যে এই একাউন্ট কিভাবে খোলা হয়। আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: babu10 on May 09, 2021, 05:53:26 PM
Reddit অ্যাকাউন্ট একটা ফোনের জন্য একটাই করা যায় যদি একই ফোন থেকে দুটো রেডিট একাউন্ট করা হয় তাহলে কখনই সেটা চালানো যাবে না। আপনি হয়তো একটা আইডি থাকা সত্ত্বেও আর একটা খোলার চেষ্টা করেছেন যে কারনে আপনি upvoted করলে কোন কারমা পাচ্ছেন না। একটা পিসি থেকে যদি একাধিক আইডি করা হয় তাহলে এরকম সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন
অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে বিষয়টি উপস্থাপন করার জন্য। হ্যাঁ আমি আগেও কি রেডিট একাউন্ট করেছিলাম এবং সে একাউন্ট সাসপেন্ড হয়ে গেছে।তবে আমি এই বিষয়টি জানতাম না যে একটি ফোন থেকে শুধুমাত্র একবার রেডিট একাউন্ট করা যায়। আমি এই সমস্যায় ছিলাম অনেকদিন পর্যন্ত কোনো সমাধান পাইনি। তবে আমি অবশ্যই নতুন একাউন্ট করব অন্য একটি কোণ থেকে ধন্যবাদ সকলকে

আমি শিউর না তবে আপনি আগের একাউন্ট এর অথবা ফোনের সমস্ত কোকিজ মুছে আবার চেষ্টা করতে পারেন আশাকরি কাজ হবে। আমি অন্য কাজের ক্ষেত্রে এভাবে চেষ্টা করে সফল হয়েছিলাম তাই আমার ধারণা এখানেও এটা কাজ করতে পারে। চেষ্টা করুন :D
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: rashedul426 on May 11, 2021, 02:00:26 PM
আপনি রেডিট একাউন্ট খোলার নিয়ম জানতে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। ভিডিওতে বিস্তারিত দেখানো হয়। তাহলে আপনি সকল বিষয়ে বুঝতে পারবেন। আর অব্যশই মাল্টিপল একাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Jokar on May 11, 2021, 07:19:42 PM
আমরা যারা বাউন্টি ক্যাম্পেইনে কাজ করি তাদের অনেকগুলো সোস্যাল মিডিয়ার প্রয়োজন হয়ে থাকে। যেমন ফেসবুক, টুইটার লিংকডিন, ইনস্টাগ্রাম, রেড্ডিট। বর্তমানে আমি একটা সমস্যার সম্মুখীন বারবার হচ্ছে সেটা হচ্ছে আমি যতবারই রেড্ডিট একাউন্ট করছি। আমার একাউন্ট করা সাকসেসফুল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি কাউকে upvoted করতে পারছিনা। কেউ আমাকে upvoted করলে সেটাও আমার অ্যাকাউন্ট এ দেখাচ্ছেনা। আমি ভেবেছিলাম হয়তো আমার অ্যাকাউন্ট করা ঠিক হয় নাই সেজন্য আমি বারবার নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু কোনো কাজে আসেনি।
এখন আমার প্রশ্ন হচ্ছে রেড্ডিট অ্যাকাউন্ট করার কোন নিয়ম আছে কিনা ? কিভাবে আমি এই সমস্যা থেকে সমাধান পাবো?
কোন সিনিয়র ভাইয়ের সম্পর্কে ধারনা থাকলে অবশ্যই সাহায্য করুন
আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমি ফারামের নতুন তাই আমি জানিনা কিভাবে Reddit একাউন্ট খুলতে হয়। আশা করি সিনিয়র ভাইরা সম্পর্কে খুব সুন্দর একটি মতামত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই পোস্টটি করার জন্য। আপনি খুব সুন্দর একটি টপিক তৈরি করেছেন। যা নতুনদের অনেকটাই কাজে লাগবে। আশা করি ভবিষ্যতে আপনি আরও সুন্দর সুন্দর টপিক তৈরি করবেন‌।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: Papusha20 on May 12, 2021, 11:42:00 AM
আমরা যারা বাউন্টি ক্যাম্পেইনে কাজ করি তাদের অনেকগুলো সোস্যাল মিডিয়ার প্রয়োজন হয়ে থাকে। যেমন ফেসবুক, টুইটার লিংকডিন, ইনস্টাগ্রাম, রেড্ডিট। বর্তমানে আমি একটা সমস্যার সম্মুখীন বারবার হচ্ছে সেটা হচ্ছে আমি যতবারই রেড্ডিট একাউন্ট করছি। আমার একাউন্ট করা সাকসেসফুল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি কাউকে upvoted করতে পারছিনা। কেউ আমাকে upvoted করলে সেটাও আমার অ্যাকাউন্ট এ দেখাচ্ছেনা। আমি ভেবেছিলাম হয়তো আমার অ্যাকাউন্ট করা ঠিক হয় নাই সেজন্য আমি বারবার নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু কোনো কাজে আসেনি।
এখন আমার প্রশ্ন হচ্ছে রেড্ডিট অ্যাকাউন্ট করার কোন নিয়ম আছে কিনা ? কিভাবে আমি এই সমস্যা থেকে সমাধান পাবো?
কোন সিনিয়র ভাইয়ের সম্পর্কে ধারনা থাকলে অবশ্যই সাহায্য করুন

হ্যাঁ ভাই বর্তমানে আপনি যদি Reddit অ্যাকাউন্ট খুলতে চান তাহলে হয়নি। অটোমেটিক ভাবে নষ্ট হয়ে যায় তবে আপনি যদি চেষ্টা করেন তাহলে বি পি এন দিয়ে খুলে দেখতে পারেন একাউন্ট হতে পারে। একাউন্টের বয়স তিন মাস না হলে আপনার কোন কারমা বাড়াতে পারবেন না। অ্যাকাউন্ট খোলার তিন মাস পর আপনি কারমা বাড়াতে পারেন।
Title: Re: Reddit একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করুন?
Post by: RSRS on May 16, 2021, 07:10:16 AM
আপনার এই পোস্টটির মাধ্যমে আপনার সমস্যা সমাধানের পাশাপাশি আমাদের নতুনদেরও অনেক কিছু শেখা ও জানা হলো। একজনের সমস্যা তুলে ধরলে তা সমাধানের পাশাপাশি নতুন দের অনেক কিছু শেখা হয়। তাই আপনাদের কাছে প্রয়োজনীয় সব পোস্ট আশা করি। যাতে আমাদের বুঝতে সহজ হয়ে যায়।