Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on March 06, 2021, 05:34:01 PM

Title: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 06, 2021, 05:34:01 PM
BucksCake আজকে পোস্ট হয়েছে।
বাউন্টিকাল: ৬ সপ্তাহ
পেমেন্ট: 9000 BKC
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=195949.0
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: LazY on March 06, 2021, 07:44:30 PM
আমার মনে হচ্ছে বাউন্টি টি ভালো হবে না। তারপর সময় এবং ধৈর্য ধরে করে যাব। কখন কোন বাউন্টি ভালো হয় বলা যায় না। তাদের গ্রাফিক্স ডিজাইন একদমই পছন্দ হয়নি আমার।নতুন ম্যানেজার বিশ্বাস করতে পারছিনা যে সাকসেসফুল হবে।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 07, 2021, 04:11:42 AM
আমার মনে হচ্ছে বাউন্টি টি ভালো হবে না। তারপর সময় এবং ধৈর্য ধরে করে যাব। কখন কোন বাউন্টি ভালো হয় বলা যায় না। তাদের গ্রাফিক্স ডিজাইন একদমই পছন্দ হয়নি আমার।নতুন ম্যানেজার বিশ্বাস করতে পারছিনা যে সাকসেসফুল হবে।
ভালো হবেনা কিভাবে বুঝলেন?  :)
আর কোন প্রজেক্ট গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করেনা।
নির্ভর করে প্রজেক্টের থিম এবং রিয়েলিটি। এছাড়া টিমের পারফরমেন্স।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: LazY on March 07, 2021, 06:37:15 AM
আমার মনে হচ্ছে বাউন্টি টি ভালো হবে না। তারপর সময় এবং ধৈর্য ধরে করে যাব। কখন কোন বাউন্টি ভালো হয় বলা যায় না। তাদের গ্রাফিক্স ডিজাইন একদমই পছন্দ হয়নি আমার।নতুন ম্যানেজার বিশ্বাস করতে পারছিনা যে সাকসেসফুল হবে।
ভালো হবেনা কিভাবে বুঝলেন?  :)
আর কোন প্রজেক্ট গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করেনা।
নির্ভর করে প্রজেক্টের থিম এবং রিয়েলিটি। এছাড়া টিমের পারফরমেন্স।
নতুন ম্যানেজার তা কিছুই বলা যাচ্ছে না।তার বাউন্টি সাকসেস হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না।যদি ম্যানেজারটি চেনা পরিচিত হতো তাহলে অবশ্যই বলা যেত বাউন্টিতে সাকসেস হবে কিনা। আমি সেই হিসেবে আপনাকে ধারণা দিয়েছি। আপনি ঠিক বলেছেন কোন বাউন্টি তার গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করে না। নির্ভর করে বাউন্টি ম্যানেজার এবং টিম এর ওপর।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: iRan Chy on March 07, 2021, 01:58:25 PM
আমার মনে হচ্ছে বাউন্টি টি ভালো হবে না। তারপর সময় এবং ধৈর্য ধরে করে যাব। কখন কোন বাউন্টি ভালো হয় বলা যায় না। তাদের গ্রাফিক্স ডিজাইন একদমই পছন্দ হয়নি আমার।নতুন ম্যানেজার বিশ্বাস করতে পারছিনা যে সাকসেসফুল হবে।
ভালো হবেনা কিভাবে বুঝলেন?  :)
আর কোন প্রজেক্ট গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করেনা।
নির্ভর করে প্রজেক্টের থিম এবং রিয়েলিটি। এছাড়া টিমের পারফরমেন্স।
নতুন ম্যানেজার তা কিছুই বলা যাচ্ছে না।তার বাউন্টি সাকসেস হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না।যদি ম্যানেজারটি চেনা পরিচিত হতো তাহলে অবশ্যই বলা যেত বাউন্টিতে সাকসেস হবে কিনা। আমি সেই হিসেবে আপনাকে ধারণা দিয়েছি। আপনি ঠিক বলেছেন কোন বাউন্টি তার গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করে না। নির্ভর করে বাউন্টি ম্যানেজার এবং টিম এর ওপর।
এই বাউন্টি কোন বাউন্টি ম্যানেজারের মাধ্যমে পাব্লিশ করা হয়নি। প্রজেক্ট টিমই পাব্লিশ করেছে। আমার ও তেমন ভালো লাগেনি। কিন্তু, কোন প্রজেক্ট কখন হিট করে বলা যায়না। তাই সুযোগ মিস করলাম না। ইচ্ছা না থাকা সত্যেও জয়েন হয়েছি। এখন সাক্সেস হবে কি হবেনা এটা সময়ই বলে দিবে। পাব্লিশ যখন হয়েছে কাজ করে যাই...  ;)
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 08, 2021, 02:19:36 AM
কোন প্রজেক্ট কখন হিট হবে তা বলা যায়না। জীবনে বহু প্রজেক্ট ভালো হবেনা মনে করে বাদ দিছি, যারা করেছে তারা অনেকেই বড় বড় পেমেন্ট পেয়েছে। তার প্রমাণও আছে। এখনও আমি অনেক প্রজেক্ট ছেড়ে দেই, অথচ দেখা যায় সেটাই হিট হয়, বড় পেমেন্ট পায়। তাই যেহেতু বাউন্টি করবেন, টাকা খরচ করে তো আর ইনভেস্ট করবেন না, তাই করতে থাকুন, হয়তো কাজে লাগবে।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 13, 2021, 04:23:49 AM
১ম সপ্তাহের কাজ যারা জমা দেননি দ্রুত জমা দিয়ে দিন।
জমা দিবেন বাউন্টি থ্রেডে। এটার কোন জমা দেওয়ার ফর্ম নাই।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Sonjoy on March 16, 2021, 06:30:35 PM
BucksCake আজকে পোস্ট হয়েছে।
বাউন্টিকাল: ৬ সপ্তাহ
পেমেন্ট: 9000 BKC
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=195949.0
এ প্রজেক্ট এর ইন্টারফেস অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই এখানে জয়েন করবেন এখানে কাজ করবেন এখান থেকে ভালো পরিমাণে একটা এমন কিন্তু পেয়ে যেতে পারেন
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Tubelight on March 18, 2021, 07:55:16 AM
আমার মনে হচ্ছে বাউন্টি টি ভালো হবে না। তারপর সময় এবং ধৈর্য ধরে করে যাব। কখন কোন বাউন্টি ভালো হয় বলা যায় না। তাদের গ্রাফিক্স ডিজাইন একদমই পছন্দ হয়নি আমার।নতুন ম্যানেজার বিশ্বাস করতে পারছিনা যে সাকসেসফুল হবে।
কেন ভাই আপনার এরকম মনে হচ্ছে কেন যে এই বাউন্টি প্রজেক্ট ভালো হবে না। যদি কোন নির্ধারিত কারণ থাকে তাহলে অবশ্যই এখানে শেয়ার করতে পারেন।কারন অনেকেই আছে এই প্রজেক্টটি অনেক স্বপ্ন নিয়ে কাজ করছে তারা হয়তো সতর্ক হয়ে যাবে। এবং এই প্রজেক্টে কাজ করা থেকে বিরত থাকবে।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on March 26, 2021, 06:37:42 AM
 BucksCake ৩য় সপ্তাহের কাজ জমা দিয়ে দিন থ্রেডে।
থ্রেড লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=195949.0
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Mist Joya on March 30, 2021, 07:27:05 PM
আমার মনে হচ্ছে বাউন্টি টি ভালো হবে না। তারপর সময় এবং ধৈর্য ধরে করে যাব। কখন কোন বাউন্টি ভালো হয় বলা যায় না। তাদের গ্রাফিক্স ডিজাইন একদমই পছন্দ হয়নি আমার।নতুন ম্যানেজার বিশ্বাস করতে পারছিনা যে সাকসেসফুল হবে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কথা বলেছেন আপনি এই বাহনটির সম্পর্কে আমি নিজেই এই কথাগুলোই দেখেছি যদি এখানে আমি জয়েন হতে পারিনি কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে এটা হয়তো বা ইনকাম করতে পারে।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on April 09, 2021, 06:36:26 AM
 BucksCake ৫ম সপ্তাহের কাজ জমা দিয়ে দিন থ্রেডে। আর ১ সপ্তাহ বাকি আছে শেষ হতে।
থ্রেড লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=195949.0
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Dark Knight on April 10, 2021, 06:13:14 AM
আমার মনে হচ্ছে বাউন্টি টি ভালো হবে না। তারপর সময় এবং ধৈর্য ধরে করে যাব। কখন কোন বাউন্টি ভালো হয় বলা যায় না। তাদের গ্রাফিক্স ডিজাইন একদমই পছন্দ হয়নি আমার।নতুন ম্যানেজার বিশ্বাস করতে পারছিনা যে সাকসেসফুল হবে।
কোন প্রজেক্ট দেখেই বোঝা যায়না যে কোনটা ভালো হবে। এমন সময় দেখা যায় যে আপনি যেটা করেননি যেটা ভালো মনে করেন নি সেটাও সাকসেসফুল হয়। এই বাউন্টি প্রজেক্ট 6 সপ্তাহের কাজ চলছে। যারা যারা এই বাউন্টিতে জয়েন করেছেন তারা সবাই কাজ করে যান প্রজেক্ট সাকসেসফুল হলেও হতে পারে।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Malam90 on April 16, 2021, 06:43:21 PM
Bucks Cake বাউন্টি আজকেই ৬ষ্ট ও শেষ সপ্তাহের কাজের লিংক জমা দেওয়ার শেষ দিন। যারা কাজ করেছেন তারা থ্রেডে জমা দিয়ে দিন।
প্রজেক্টটি ভালো পেমেন্ট পাওয়া যেতে পারে।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: ranaprime on April 17, 2021, 12:07:02 AM
প্রথম দিকে প্রজেক্টি একটু ভিন্ন মনে হলেও এখন মনে হচ্ছে যে ভাল হওযার সম্ভাবনা বেশি। তাই যারা এখানে কাজ করছেন পুরো ক্যাম্পেইন যেন স্টেক মিস না হয় সেভাবে কাজ করুন।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: raisajahan on April 22, 2021, 09:41:29 PM
Bucks cake বাউন্টতে আমি জয়েন করেছিলাম এবং কাজও করেছি কিন্তু ম্যানেজার স্টেক ক্যালকুলেট করেনা কেন আমি নিযে ও জানি না। আমি এই প্রজেক্ট টিতে আর্টিকেল ও সাবমিট করেছি কিন্তু কোন আপডেট পাচ্ছিনা। কারও জানা থাকলে জানাবেন উপকৃত হোতাম।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Zero0 on April 25, 2021, 09:28:02 PM
হ্যাঁ ভাই এই ক্যাম্পেইন টিতে আমিও জয়েন করেছি কিন্তু এক সপ্তাহে আমাকেও কোন স্টেকস দেওয়া হয়নি। কিন্তু আমি সঠিকভাবে কাজ করেছি, যাই হোক সেটা নিয়ে কোনো আফসোস নেই। কিন্তু তারা স্প্রেডশিট আর কোন আপডেট করছে না যাইহোক এটার বিষয়ে যদি কোন আপডেট আসে তাহলে অবশ্যই জানাবেন তাহলে খুব উপকৃত হবো।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: Sasa on April 26, 2021, 06:58:48 PM
BucksCake আজকে পোস্ট হয়েছে।
বাউন্টিকাল: ৬ সপ্তাহ
পেমেন্ট: 9000 BKC
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=195949.0
আমার মনে হয় এই বাউন্টি থেকে প্রেমেন্ট পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। কারণ আমি দেখেছি এমন অনেক ইউজার রয়েছে যারা কোন কাজ না করেও সাপ্তাহিক স্টেক পেয়েছে। এই বাউন্টি ম্যানেজার কাজের কোন প্রুভড না দেখেই স্টেক দিয়ে দেয়। সেজন্য আমি এই বাউন্টি প্রকল্প এর পেমেন্ট নিয়ে অনেকটা চিন্তিত।
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: saidul2105 on April 26, 2021, 07:04:07 PM
হ্যাঁ ভাই এই ক্যাম্পেইন টিতে আমিও জয়েন করেছি কিন্তু এক সপ্তাহে আমাকেও কোন স্টেকস দেওয়া হয়নি। কিন্তু আমি সঠিকভাবে কাজ করেছি, যাই হোক সেটা নিয়ে কোনো আফসোস নেই। কিন্তু তারা স্প্রেডশিট আর কোন আপডেট করছে না যাইহোক এটার বিষয়ে যদি কোন আপডেট আসে তাহলে অবশ্যই জানাবেন তাহলে খুব উপকৃত হবো।
ভাই আমি নিজেও আপনার মতো ভুক্তভোগী।  আমি নিজেও শেষের তিন সপ্তাহ কাজ করেছিলাম কিন্তু আমাকে এক সপ্তাহের স্টেক দেওয়া হয়নি, দুই সপ্তাহের স্টেক পেয়েছি। 
টিম ম্যানেজমেন্ট এর কাজের তেমন একটা গতি নেই,  তাই আমার মনে হয় প্রজেক্টটি স্ক্যাম হবে।                   
Title: Re: BucksCake বাউন্টি নিয়ে আলোচনা।
Post by: rashedul426 on April 27, 2021, 08:35:54 AM
BucksCake আজকে পোস্ট হয়েছে।
বাউন্টিকাল: ৬ সপ্তাহ
পেমেন্ট: 9000 BKC
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=195949.0
জয়েন হয়ে কাজ শেষ করেছি।