Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Irfan12@ on April 12, 2021, 03:15:54 AM

Title: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Irfan12@ on April 12, 2021, 03:15:54 AM
কয়েক মাস ধরে বাইনান্স এর নিজস্ব টোকেন BNB এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। BNB এর দাম বৃদ্ধির কারণ রয়েছে অনেক। তার মধ্যে মূল কারণ হচ্ছে বর্তমানে অধিকাংশ বাউন্টি প্রকল্পে বাইনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে। বর্তমানে BNB এর দাম 520$ ডলার।
এখন আমার প্রশ্ন হচ্ছে এ বছরেই BNB এর দাম 1000$ হাজার ডলারে পৌঁছাতে পারবে কিনা? আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করছি।
Title: Re: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Rokon5 on April 14, 2021, 10:34:54 AM
কয়েক মাস ধরে বাইনান্স এর নিজস্ব টোকেন BNB এর দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। BNB এর দাম বৃদ্ধির মূলে অনেক যৌক্তিক কারণ ও রয়েছে।যাই হোক প্রশ্ন হলো চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে। হ্যাঁ এর সম্ভবনা অনেক অনেক বেশি।
Title: Re: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Review Master on April 14, 2021, 11:19:58 AM
কয়েক মাস ধরে বাইনান্স এর নিজস্ব টোকেন BNB এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। BNB এর দাম বৃদ্ধির কারণ রয়েছে অনেক। তার মধ্যে মূল কারণ হচ্ছে বর্তমানে অধিকাংশ বাউন্টি প্রকল্পে বাইনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে। বর্তমানে BNB এর দাম 520$ ডলার।
এখন আমার প্রশ্ন হচ্ছে এ বছরেই BNB এর দাম 1000$ হাজার ডলারে পৌঁছাতে পারবে কিনা? আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করছি।

এটি সত্য যে, বিএনবির মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণ হিসেবে বিভিন্ন প্রকল্পের বাইন্যান্স স্মার্ট চেইনের ব্যবহার বললে কিছুটা ভুল হবে। কারণ প্রকল্পগুলো যদি অর্থ উত্তোলন বিএনবিতে করে, তাহলে সেগুলো বিক্রি করে বিটিসি করতে হবে। কারণ সকল এক্সচেঞ্জ কিন্তু বিএনবিতে লিস্টিং ফি নেয় না। তবে বিএনবির এমন উর্ধ্বোগতির কারণ হিসেবে বলতে পারে যে, বিএনবি এর টোকেন বার্ন ইভেন্ট+বিভিন্ন প্রজেক্টের আইইও হওয়া। কারণ যতবারেই আইইও হয়েছে বিএনবির মূল্যে উর্ধ্বোগতি দেখা দিয়েছে।

আর পরবর্তী মাসে যদি নতুন কোনো প্রজেক্টের আইইও ঘোষণা করে, তাহলে বিএনবি $১০০০ খুবই সহজে অতিক্রম করবে।  ;)
Title: Re: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Azharul on April 15, 2021, 03:21:28 PM
আমরা জানতে পেরেছি যে বর্তমান সময়ে BNB কয়েন এর দাম আগের তুলনায় অনেক বেশি।তাই আমি মনে করি ভবিষ্যতে এর জনপ্রিয়তা আরো বাড়বে।কেননা আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিটকয়েনের দাম বেড়েই চলছে। আর বিটকয়েনের দাম বেড়ে গেলে অন্য সকল কয়েন এর দাম বেড়ে যায়।তাই আমি আশা করি ভবিষ্যতে BNB কয়েন এর দাম ও এভাবে বেড়ে যাবে।
Title: Re: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Riddi on April 18, 2021, 07:16:49 AM
গত কয়েক মাস যাবত বাইনান্স এক্সচেঞ্জের নিজস্ব টোকেন BNB এর মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। BNB টোকানের মূল্য বৃদ্ধি পেয়ে 520 ডলার পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু হঠাৎ করে বাজার কিছুটা কমে BNB  বর্তমান মূল্য 478 হয়েছে। আশাকরি ভবিষ্যতে BNB টোকেন মূল্য বৃদ্ধি পেয়ে এটা থেকে 1000 ডলার পর্যন্ত পৌঁছাবে।
Title: Re: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Rothi roy on April 18, 2021, 08:17:04 AM
BNB কয়েক মাস ধরে বাইনান্স এক্সচেঞ্জ এর নিজস্ব টোকেন। এর দাম কিছুদিন আগে রকেটের গতিতে বাড়লেও বর্তমানে BNB টোকেন এর দাম উঠানামার মধ্যে আছে। বর্তমানে প্রতিটি BNB টোকেন এর মূল্য 482$. ক্রিপ্টোকারেন্সিতে BNB টোকেন তৃতীয় অবস্থানে আছে। আর আমার মনে হয় BNB টোকেন এর দাম খুব তাড়াতাড়ি 1000$ ছাড়িয়ে যাবে।
Title: Re: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Random203 on April 18, 2021, 06:17:51 PM
বর্তমান সময়ে বহুল আলোচিত কয়েন হলো বিএনবি। সম্প্রতি বিএনবি এর দাম অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। কয়েনমার্কেটক্যাপ লিস্টে বিএনবি এর অবস্থান তৃতীয়।   এই কয়েনের দাম বাড়া দেখে আমার মনে হচ্ছে যে খুব শীগ্রই এটি ১০০০$ ক্রস করবে এবং পরবর্তীতে ইথেরিয়ামকেও টপকে যাবে।                           
Title: Re: চলতি বছরেই BNB কি 1000$ হাজার ডলারে হিট করতে পারবে?
Post by: Fulshai on March 26, 2022, 11:07:16 AM
বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বি এন বি কয়েনের অনেক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে সারাবিশ্বে বি এন বি কয়েন আলোড়ন সৃষ্টি করছে। বি এন বি কয়েন ধীরে ধীরে দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বি এন বি কয়েন যেভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা করি ভবিষ্যতে বি এন বি 1000$ হাজার ডলারে হিট করবে।