Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on April 14, 2021, 11:11:21 AM

Title: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Cristiano on April 14, 2021, 11:11:21 AM
বাংলা ফোরাম আগের চেয়ে নিকৃষ্ট স্থানে পৌঁছে গিয়েছে।সাম্প্রতিক যদি বাংলা ফোরাম পর্যবেক্ষণ করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ইউজারদের জন্য ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।বাংলা সেকশনে সবচেয়ে বেশি পরিমাণ এর স্পামিং পোস্ট এবং সীট পোস্ট তৈরী করা হচ্ছে। আমার মতে আমাদের বাংলা সেকশনের মডারেটর  মালাম ভাইকে আরো কঠোর এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী কিছুদিনের মধ্যে বাংলা ফোরাম এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেই হারে বাংলা ফোরামে স্পামিং পোস্ট তৈরী করা হচ্ছে ।এ থেকে বোঝা যাচ্ছে বাংলা ফোরাম শুধু রেংক অর্জন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে কেউ শিক্ষা গ্রহণ করতে আসেনি। যদি বাংলা ফোরাম পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে একটি একাউন্ট বাংলা ফোরামে এসে তুমুল গতিতে ঝড়ের গতিতে  পোস্ট করে অর্জন করে চলে যায়। তারপর আর তাদের বাংলা ফোরামে দেখা যায় না।বর্তমানে সবচেয়ে বেশির ভাগ নতুন ইউজার গুলো বাংলা ফোরামের ভাবমূর্তি নষ্ট করে ফেলছে।বাংলা ফোরাম কে বাঁচাতে হলে প্রত্যেক সিনিয়র ভাইদের একজোট হয়ে কাজ করতে হবে।
বাংলা ফোরাম কি উন্নত করতে হলে স্পামিং এবং  সীট পোস্টিং বন্ধ করতে হবে। যেখানেই স্পামিং এবং শিফট পোস্টিং দেখবেন সেখানেই "Report To Modarator" ক্লিক করবেন। ইতিমধ্যে আমাদের বাংলা সেকশনের মডারেটর ভাই আগামী সাত দিনের মধ্যে স্পামিং এবং সীট পোস্ট নির্মূল করা হবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Rothi roy on April 14, 2021, 05:17:01 PM
সিনিয়র ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি আমাদের বাংলা ফোরামের নতুন এবং পুরাতন কিছু ইউজারদের পোস্ট দেখলেই বুঝতে পারবেন তারা কি ধরনের স্পামিং শুরু করেছে। তারা শুধু তাদের আইডির বয়স হওয়ার অপেক্ষায় থাকে।তার পর শুরু হয় তাদের আসল চমক‌। একদিনে তারা আকাশ ছুঁয়ে ফেলতে চায়।
আসলে আমাদের মডারেটর Malam90 অত্যান্ত ভালো একজন মানুষ। তিনি আমাদের এই ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করছে ‌‌।কিছু কিছু ইউজাররা এর সুযোগ নিচ্ছে। কিন্তু এইসব রকেটের গতি থামানোর জন্য আমাদের মডারেটর ব্যবস্থা গ্রহণ করেছে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Malam90 on April 14, 2021, 05:35:23 PM
ভাই বেশি আগ্রাসী হওয়া যাবেনা। এই ফোরাম কিন্তু বিটকয়েনটকের মত আগ্রাসী  ফোরাম নয়। সেখানে মডারেটররা সামান্যতম ‍ভুল পেলেই আইডি ব্যন করে, নতুবা কিছু ডিটি মেম্বার আছে তারা সারাক্ষণ পিছে লেগে থাকে-কোন রকম সামান্য ভুল পেলেই রেড ট্রাস্ট মেরে দেয়। সেখানে ভুল করে রক্ষা পাওয়ার উপায় নেই।
অলটকয়েনটক হচ্ছে ফ্রেন্ডলী ফোরাম। এখানে ভুল করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলার মত রসদ পাওয়া যায়। এখানে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুন ইউজাররা ভুল করতেই পারে। তাদের প্রথমে সাবধান করে দিতে হবে, যিনি নতুন ইউজারকে ফোরামে এনেছে তারও উচিত ফোরামের নিয়ম এবং ক্রিপ্টো সম্পর্কে বুঝানো। এরপর যদি সেই ইউজার একই ভুল করতে থাকে তাহলে তাকে ৫% ওয়ার্নিং দেওয়া যেতে পারে। এরপরও ভুল করলে ২০% ওয়ানিং দেওয়ার নিয়ম। প্লাগরিজম করলে তাকে প্লাগরিজম স্ট্রাইক দেওয়া হয়। এর চেয়ে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুনরাও আমাদের ভাই। এছাড়া মডারেটররা ফোরামের নিয়ম কানুন সম্পর্কে অবহিত। তাদেরকে প্রেসার ক্রিয়েট করার দরকার নেই। আপনারা কোন সমস্যা পেলে রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করুন। মডারেটরা সবচেয়ে সুন্দর সমাধান দিবেন। ফোরামকে বেশি আগ্রাসী করে তুললে ফোরামে কেউ টিকতে পারবে না। পুরাতনদের অধিকাংশই এক সময় স্পাম, শিট পোস্ট, কপি পেস্ট করেছে। আমি বাংলা ফোরামের সবারই নাড়ি নক্ষত্র ভালো করেই জানি। অনেকে বাউন্টিতে চিটিং করে ধরা পড়েছে। বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার রিপোর্ট করেছে অন্তত ১৫ জনের নামে। শুধু আমার কারণে সেই ১৫ জন আজও টিকে আছেন নতুবা তাদের আইডি নষ্ট করে দেওয়া হতো। আমার ভেটো ও বারবার অনুরোধের কারণে আইডি গুলোতে শুধুমাত্র সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। পারলে চেক করে দেখতে পারেন। তাহলে আমি কঠোর হলে সেই ১৫ জনের ফোরাম জীবন নষ্ট হয়ে যেত। সুতারং বেশি আগ্রাসী হওয়া যাবেনা। যেভাবে চালাচ্ছি সেটাই বেস্ট ওয়ে। কারণ এডমিন এর চেয়ে বেশি আগ্রাসী হলে তার কাছে জওয়াব দিহি করতে পারবনা। মনে রাখতে হবে-মডারেটররা হচ্ছেন অভিভাবক, শাসক নয়। অভিভাবক যেভাবে চালায় তার পরিবার-মডারেটররাও সেভাবে চালাবে। সকলের প্রতি সহানুভূতিশীল হউন। কেউ ভূল করলে তাকে পিএম দিয়ে বুঝিয়ে দিন প্রথমে। এরপর যদি না শোনে তখন মডারেটরদেরকে অবহিত করুন। সবাইকে বাঁচতে দিন ফোরামে। ফোরামে আমরাই সবচেয়ে বাজে এবং চাপের মধ্যে আছি।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Random203 on April 14, 2021, 06:11:09 PM
আমাদের বাংলা লোকাল বোর্ড খুবই ফ্রেন্ডলি একটা বোর্ড। আমি ফোরামে যে অল্প কিছু দিন ধরে এসেছি তার মধ্যেই অন্তত এটুকু বুঝতে পেরেছি যে আমাদের অবিভাবকের ভুমিকায় ( মডারেটর-মালাম ভাই)  যে ভাই আছে তিনিও খুব নরম মনের মানুষ, আর সে জন্যই এখানে কিছু ইউজার স্পামিং করার, শীট পোস্ট করার সাহস দেখায়। তারা নিজেরাও জানেনা যে আমাদের মডারেটর যদি কঠোর হয় তবে তাদের আইডি-র অবস্থা কি হবে। 
তবে আশা করি যে বা যারা এই ধরনের বাজে কাজে লিপ্ত আছেন তারা অতি দ্রুত নিজেদের মধ্যে পরিবর্তন আনবেন এবং ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে সহোযোগিতার হাত বাড়িয়ে দেবেন।                             
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Rokon5 on April 15, 2021, 03:44:44 AM
আমি তো বলব দিন দিন বাংলা ফোরামের অবনতি হচ্ছে কারণ হল কপি পেস্ট করে নিজেদের প্রোফাইল এর পোস্ট সংখ্যা বাড়াছে।যার ফলে বাংলা ফোরামের উন্নতির চেয়ে অবনতি হচ্ছে তাই মোডেরট এর দৃষ্টি আকর্ষণ করছি।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Lutera94 on April 15, 2021, 04:44:22 AM
বাংলা ফোরামের বর্তমানে পোষ্ট সংখ্যা বাড়লেও পোস্টের কোয়ালিটি বাড়েনি। অনেকেই র‍্যাং অর্জন করার টার্গেট করে দ্রুত ভুলভাল পোস্ট করে, তাদের শিখার আগ্রহ নেই। আমাদের মডারেটররা সুযোগ দিয়েছে তাদের ভুল শুধরানোর জন্য, আশা করি সবায় নিজের জ্ঞানের পরিধি বাড়িয়ে বাংলা বোর্ডকে আরো সমৃদ্ধ করে তুলবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: babu10 on April 15, 2021, 07:08:31 AM
আমি তো বলব দিন দিন বাংলা ফোরামের অবনতি হচ্ছে কারণ হল কপি পেস্ট করে নিজেদের প্রোফাইল এর পোস্ট সংখ্যা বাড়াছে।যার ফলে বাংলা ফোরামের উন্নতির চেয়ে অবনতি হচ্ছে তাই মোডেরট এর দৃষ্টি আকর্ষণ করছি।

আমার মডারেটর বস বিশদ ব্যাখ্যা করেছেন আগের পোষ্ট এ আমি বিশেষ কিছু বলবনা তারপরে কারন উনি সবই বলে দিয়েছেন তবে মডারেটর যদি এখনি হার্ডলাইনে যায় তবে হাতে গোনা কয়েকটা আইডি ছাড়া সবগুলোই বাদ পড়ে যাবে এবং শেষে বাংলা বোর্ডটাই পুরা ভেনিশ করে দিবে এডমিন এতে কোন সন্দেহ নাই। তাই আমরা সবসময় আমাদের ভাইদের আইডি রক্ষায় চেষ্টা করেছি বা করে যাচ্ছি যার কারনে হয়তো কিছুটা লিভারেল আমাদের হতে হয়েছে। দিনশেষে সবাই আমরা ভাই-ভাই।

সাথে আরেকটা কথা বলতে চাই, আজকে আপনারা যারা হার্ডলাইনে যাবার জন্য চিৎকার করতছেন তারা যখন দেখবেন তাদের আশে পাশে বন্ধুবান্ধবদের আইডি নাই, তখন তারাই আবার বলবেন মডারেটর বেশী পন্ডিত। এটা অতীত অভিজ্ঞতা থেকেই বলছি। তাই আমি/আমরা বারবার বলছি সবাই যে যারা আশে পাশে বন্ধুবান্ধব আছে তাদের একটু বুঝান, দায়িত্ব নেন তাহলে দেখবেন ফোরাম সুন্দরমত চলতেছে।

পরিশেষে আমার বস এর কথাটা দিয়ে শেষ করব-‘‘আমরা শাসক নই, অভিবাবক’’
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Nusrat on April 15, 2021, 07:23:42 AM
বাংলা ফোরামে এখন যে অবস্থা সেটা না বললেই ভালো। কেননা বর্তমানে বাংলা ফোরামে অবস্থা খুবই খারাপ। অনেক নতুন নতুন ইউজার আছে যারা শুধু কপি পেস্ট করে । কপি পেস্ট করা আইডির জন্য খুবই ভয়ঙ্কর বিষয়। আমরা কেউ কখনও কপি পেস্ট করব না। আসলে এটা ঠিক না আমাদের বাংলা বোর্ডে যিনি মডারেটরের দায়িত্ব পালন করতেছেন মালাম ভাই তিনি একজন শান্ত সৃষ্ট ও নরম মনের একজন মানুষ। তিনি চান না যে এই ফোরামে কারো কোন ক্ষতি হোক। আসলে তিনি যদি এটা চাইতেন তাহলে অনেকের আইডি বাদ হয়ে যেত। মালাম ভাই যদি একটু হার্ড হত তাহলে অনেকের পক্ষে এই ফোরামে টিকে থাকা কষ্টকর হয়ে যেত। আসলে মালাম ভাই এটা চায়না যে ফোরামের কারো কোন ক্ষতি হোক। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে আমরা কারো পোস্ট কপি না করে। বাংলা বোর্ডে বর্তমান পোস্ট এর কোয়ালিটি খুব খারাপ।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Mj joy on April 15, 2021, 10:20:57 AM
ভাই বেশি আগ্রাসী হওয়া যাবেনা। এই ফোরাম কিন্তু বিটকয়েনটকের মত আগ্রাসী  ফোরাম নয়। সেখানে মডারেটররা সামান্যতম ‍ভুল পেলেই আইডি ব্যন করে, নতুবা কিছু ডিটি মেম্বার আছে তারা সারাক্ষণ পিছে লেগে থাকে-কোন রকম সামান্য ভুল পেলেই রেড ট্রাস্ট মেরে দেয়। সেখানে ভুল করে রক্ষা পাওয়ার উপায় নেই।
অলটকয়েনটক হচ্ছে ফ্রেন্ডলী ফোরাম। এখানে ভুল করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলার মত রসদ পাওয়া যায়। এখানে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুন ইউজাররা ভুল করতেই পারে। তাদের প্রথমে সাবধান করে দিতে হবে, যিনি নতুন ইউজারকে ফোরামে এনেছে তারও উচিত ফোরামের নিয়ম এবং ক্রিপ্টো সম্পর্কে বুঝানো। এরপর যদি সেই ইউজার একই ভুল করতে থাকে তাহলে তাকে ৫% ওয়ার্নিং দেওয়া যেতে পারে। এরপরও ভুল করলে ২০% ওয়ানিং দেওয়ার নিয়ম। প্লাগরিজম করলে তাকে প্লাগরিজম স্ট্রাইক দেওয়া হয়। এর চেয়ে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুনরাও আমাদের ভাই। এছাড়া মডারেটররা ফোরামের নিয়ম কানুন সম্পর্কে অবহিত। তাদেরকে প্রেসার ক্রিয়েট করার দরকার নেই। আপনারা কোন সমস্যা পেলে রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করুন। মডারেটরা সবচেয়ে সুন্দর সমাধান দিবেন। ফোরামকে বেশি আগ্রাসী করে তুললে ফোরামে কেউ টিকতে পারবে না। পুরাতনদের অধিকাংশই এক সময় স্পাম, শিট পোস্ট, কপি পেস্ট করেছে। আমি বাংলা ফোরামের সবারই নাড়ি নক্ষত্র ভালো করেই জানি। অনেকে বাউন্টিতে চিটিং করে ধরা পড়েছে। বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার রিপোর্ট করেছে অন্তত ১৫ জনের নামে। শুধু আমার কারণে সেই ১৫ জন আজও টিকে আছেন নতুবা তাদের আইডি নষ্ট করে দেওয়া হতো। আমার ভেটো ও বারবার অনুরোধের কারণে আইডি গুলোতে শুধুমাত্র সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। পারলে চেক করে দেখতে পারেন। তাহলে আমি কঠোর হলে সেই ১৫ জনের ফোরাম জীবন নষ্ট হয়ে যেত। সুতারং বেশি আগ্রাসী হওয়া যাবেনা। যেভাবে চালাচ্ছি সেটাই বেস্ট ওয়ে। কারণ এডমিন এর চেয়ে বেশি আগ্রাসী হলে তার কাছে জওয়াব দিহি করতে পারবনা। মনে রাখতে হবে-মডারেটররা হচ্ছেন অভিভাবক, শাসক নয়। অভিভাবক যেভাবে চালায় তার পরিবার-মডারেটররাও সেভাবে চালাবে। সকলের প্রতি সহানুভূতিশীল হউন। কেউ ভূল করলে তাকে পিএম দিয়ে বুঝিয়ে দিন প্রথমে। এরপর যদি না শোনে তখন মডারেটরদেরকে অবহিত করুন। সবাইকে বাঁচতে দিন ফোরামে। ফোরামে আমরাই সবচেয়ে বাজে এবং চাপের মধ্যে আছি।
হ্যাঁ ভাই একদম ঠিক কথা এই ফোরামে যারাই কাজ করুক সকলেই আমাদের ভাই। নতুনদেরকে একটু সুযোগ দেওয়া উচিত কারণ নতুনরা এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি তাদেরকে আগে জ্ঞান দান করতে হবে তারপর তারা যদি ভুল করে তাদের জন্য ব্যবস্থা নিতে হবে। তবে ইদানিং অনেক ফুল মেম্বার এবং সিনিয়র ভাই হয়েও তারা ভুল করেই যাচ্ছে তাদের সতর্ক করা সত্বেও তারা ভুল করে যাচ্ছে এটা একদমই মানানসই নয়। আমরা বাংলা ফোরামে যারা জড়িত আছি তারা সকলেই জানি মালাম ভাই এই ফোরামের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে আমাদেরকে তাঁর প্রতি শ্রদ্ধাশীল খাওয়া দরকার। এবং ফোরামের সকল নিয়ম কানুন মেনে কাজ করা উচিত।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Riddi on April 15, 2021, 11:01:48 AM
ভাই বেশি আগ্রাসী হওয়া যাবেনা। এই ফোরাম কিন্তু বিটকয়েনটকের মত আগ্রাসী  ফোরাম নয়। সেখানে মডারেটররা সামান্যতম ‍ভুল পেলেই আইডি ব্যন করে, নতুবা কিছু ডিটি মেম্বার আছে তারা সারাক্ষণ পিছে লেগে থাকে-কোন রকম সামান্য ভুল পেলেই রেড ট্রাস্ট মেরে দেয়। সেখানে ভুল করে রক্ষা পাওয়ার উপায় নেই।
অলটকয়েনটক হচ্ছে ফ্রেন্ডলী ফোরাম। এখানে ভুল করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলার মত রসদ পাওয়া যায়। এখানে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুন ইউজাররা ভুল করতেই পারে। তাদের প্রথমে সাবধান করে দিতে হবে, যিনি নতুন ইউজারকে ফোরামে এনেছে তারও উচিত ফোরামের নিয়ম এবং ক্রিপ্টো সম্পর্কে বুঝানো। এরপর যদি সেই ইউজার একই ভুল করতে থাকে তাহলে তাকে ৫% ওয়ার্নিং দেওয়া যেতে পারে। এরপরও ভুল করলে ২০% ওয়ানিং দেওয়ার নিয়ম। প্লাগরিজম করলে তাকে প্লাগরিজম স্ট্রাইক দেওয়া হয়। এর চেয়ে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুনরাও আমাদের ভাই। এছাড়া মডারেটররা ফোরামের নিয়ম কানুন সম্পর্কে অবহিত। তাদেরকে প্রেসার ক্রিয়েট করার দরকার নেই। আপনারা কোন সমস্যা পেলে রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করুন। মডারেটরা সবচেয়ে সুন্দর সমাধান দিবেন। ফোরামকে বেশি আগ্রাসী করে তুললে ফোরামে কেউ টিকতে পারবে না। পুরাতনদের অধিকাংশই এক সময় স্পাম, শিট পোস্ট, কপি পেস্ট করেছে। আমি বাংলা ফোরামের সবারই নাড়ি নক্ষত্র ভালো করেই জানি। অনেকে বাউন্টিতে চিটিং করে ধরা পড়েছে। বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার রিপোর্ট করেছে অন্তত ১৫ জনের নামে। শুধু আমার কারণে সেই ১৫ জন আজও টিকে আছেন নতুবা তাদের আইডি নষ্ট করে দেওয়া হতো। আমার ভেটো ও বারবার অনুরোধের কারণে আইডি গুলোতে শুধুমাত্র সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। পারলে চেক করে দেখতে পারেন। তাহলে আমি কঠোর হলে সেই ১৫ জনের ফোরাম জীবন নষ্ট হয়ে যেত। সুতারং বেশি আগ্রাসী হওয়া যাবেনা। যেভাবে চালাচ্ছি সেটাই বেস্ট ওয়ে। কারণ এডমিন এর চেয়ে বেশি আগ্রাসী হলে তার কাছে জওয়াব দিহি করতে পারবনা। মনে রাখতে হবে-মডারেটররা হচ্ছেন অভিভাবক, শাসক নয়। অভিভাবক যেভাবে চালায় তার পরিবার-মডারেটররাও সেভাবে চালাবে। সকলের প্রতি সহানুভূতিশীল হউন। কেউ ভূল করলে তাকে পিএম দিয়ে বুঝিয়ে দিন প্রথমে। এরপর যদি না শোনে তখন মডারেটরদেরকে অবহিত করুন। সবাইকে বাঁচতে দিন ফোরামে। ফোরামে আমরাই সবচেয়ে বাজে এবং চাপের মধ্যে আছি।
Malam90 , ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো এবং আপনার কার্যক্রমগুলো আমার খুবই ভালো লেগেছে। সত্যিই এই অ্যালার্ট কয়েন ফোরাম অনেক ফ্রেন্ডলি ফোরাম। এখানে কেউ যদি কোন ভুল করে তাহলে বিটকয়েন ফোরামের মতো সাথে সাথে তাকে রেস্ট খেতে হয় না। এখানে ভুল করলে তাকে সেই ভুলটি জন্য সাথে সাথে শাস্তি দেওয়া হয় না। তার ভুলটি কে ধরিয়ে দেয়া হয়।এতে করে অনেক ইউজার আছে। যারা তার ভুল করে থাকলে তারা তাদের নিজের ভুলটি বুঝতে পারে। অনেক ইউজার নিজের ভুলটা সংশোধন করে পরবর্তীতে তারা ফোরামে ভালো কিছু করতে পারে। এ ধরনের কার্যক্রম কে আমি সাধুবাদ জানাই।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: bmw1 on April 15, 2021, 05:37:25 PM
আমি যেদিন থেকে এই altcointalks এ জয়েন হয়েছি সেদিন থেকে দেখে আসছে আস্তে আস্তে বাংলা ফোরাম উন্নত দিকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে আমাদের বাংলা ফোরামের মডারেটরদের জন্য অনেক উন্নতির দিকে অগ্রসর হচ্ছেন তার পাশাপাশি বাংলা ফোরাম উন্নতি পাওয়ার জন্য অনেকের সাহায্য করছে। কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে বাংলা ফোরামে অনেক স্প্যাম ও শিট পোস্টার করা হচ্ছে এজন্য বাংলা ফোরাম অবনতির দিকে যাচ্ছে। তাই আমাদের উচিত স্প্যাম ও সেট পোস্টার করা থেকে বিরত থাকতে হবে এবং যারা করে তাদেরকে সাবধান করে দিতে হবে তাহলে বাংলা ফোরাম উন্নতির দিকে অগ্রসর হবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: GroundCrypto on April 16, 2021, 06:39:21 AM
ভাই বেশি আগ্রাসী হওয়া যাবেনা। এই ফোরাম কিন্তু বিটকয়েনটকের মত আগ্রাসী  ফোরাম নয়। সেখানে মডারেটররা সামান্যতম ‍ভুল পেলেই আইডি ব্যন করে, নতুবা কিছু ডিটি মেম্বার আছে তারা সারাক্ষণ পিছে লেগে থাকে-কোন রকম সামান্য ভুল পেলেই রেড ট্রাস্ট মেরে দেয়। সেখানে ভুল করে রক্ষা পাওয়ার উপায় নেই।
অলটকয়েনটক হচ্ছে ফ্রেন্ডলী ফোরাম। এখানে ভুল করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলার মত রসদ পাওয়া যায়। এখানে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুন ইউজাররা ভুল করতেই পারে। তাদের প্রথমে সাবধান করে দিতে হবে, যিনি নতুন ইউজারকে ফোরামে এনেছে তারও উচিত ফোরামের নিয়ম এবং ক্রিপ্টো সম্পর্কে বুঝানো। এরপর যদি সেই ইউজার একই ভুল করতে থাকে তাহলে তাকে ৫% ওয়ার্নিং দেওয়া যেতে পারে। এরপরও ভুল করলে ২০% ওয়ানিং দেওয়ার নিয়ম। প্লাগরিজম করলে তাকে প্লাগরিজম স্ট্রাইক দেওয়া হয়। এর চেয়ে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুনরাও আমাদের ভাই। এছাড়া মডারেটররা ফোরামের নিয়ম কানুন সম্পর্কে অবহিত। তাদেরকে প্রেসার ক্রিয়েট করার দরকার নেই। আপনারা কোন সমস্যা পেলে রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করুন। মডারেটরা সবচেয়ে সুন্দর সমাধান দিবেন। ফোরামকে বেশি আগ্রাসী করে তুললে ফোরামে কেউ টিকতে পারবে না। পুরাতনদের অধিকাংশই এক সময় স্পাম, শিট পোস্ট, কপি পেস্ট করেছে। আমি বাংলা ফোরামের সবারই নাড়ি নক্ষত্র ভালো করেই জানি। অনেকে বাউন্টিতে চিটিং করে ধরা পড়েছে। বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার রিপোর্ট করেছে অন্তত ১৫ জনের নামে। শুধু আমার কারণে সেই ১৫ জন আজও টিকে আছেন নতুবা তাদের আইডি নষ্ট করে দেওয়া হতো। আমার ভেটো ও বারবার অনুরোধের কারণে আইডি গুলোতে শুধুমাত্র সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। পারলে চেক করে দেখতে পারেন। তাহলে আমি কঠোর হলে সেই ১৫ জনের ফোরাম জীবন নষ্ট হয়ে যেত। সুতারং বেশি আগ্রাসী হওয়া যাবেনা। যেভাবে চালাচ্ছি সেটাই বেস্ট ওয়ে। কারণ এডমিন এর চেয়ে বেশি আগ্রাসী হলে তার কাছে জওয়াব দিহি করতে পারবনা। মনে রাখতে হবে-মডারেটররা হচ্ছেন অভিভাবক, শাসক নয়। অভিভাবক যেভাবে চালায় তার পরিবার-মডারেটররাও সেভাবে চালাবে। সকলের প্রতি সহানুভূতিশীল হউন। কেউ ভূল করলে তাকে পিএম দিয়ে বুঝিয়ে দিন প্রথমে। এরপর যদি না শোনে তখন মডারেটরদেরকে অবহিত করুন। সবাইকে বাঁচতে দিন ফোরামে। ফোরামে আমরাই সবচেয়ে বাজে এবং চাপের মধ্যে আছি।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যিই ফোরামের একজন অভিভাবক।  আমরা জুনিয়ররা অনেক ভুল করে থাকি, সত্যিই আপনি অভিভাবকের মতো আমাদের ভুলগুলো ঠিক করার জন্য ফোরামের নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন। আপনি চাইলে অনেক আইডি নষ্ট  করে দিতে পারতেন। আপনার পরিশ্রম সফল হোক। ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Angel julian on April 16, 2021, 12:17:03 PM
বাংলা ফোরাম আগের চেয়ে নিকৃষ্ট স্থানে পৌঁছে গিয়েছে।সাম্প্রতিক যদি বাংলা ফোরাম পর্যবেক্ষণ করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ইউজারদের জন্য ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।বাংলা সেকশনে সবচেয়ে বেশি পরিমাণ এর স্পামিং পোস্ট এবং সীট পোস্ট তৈরী করা হচ্ছে। আমার মতে আমাদের বাংলা সেকশনের মডারেটর  মালাম ভাইকে আরো কঠোর এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী কিছুদিনের মধ্যে বাংলা ফোরাম এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেই হারে বাংলা ফোরামে স্পামিং পোস্ট তৈরী করা হচ্ছে ।এ থেকে বোঝা যাচ্ছে বাংলা ফোরাম শুধু রেংক অর্জন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে কেউ শিক্ষা গ্রহণ করতে আসেনি। যদি বাংলা ফোরাম পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে একটি একাউন্ট বাংলা ফোরামে এসে তুমুল গতিতে ঝড়ের গতিতে  পোস্ট করে অর্জন করে চলে যায়। তারপর আর তাদের বাংলা ফোরামে দেখা যায় না।বর্তমানে সবচেয়ে বেশির ভাগ নতুন ইউজার গুলো বাংলা ফোরামের ভাবমূর্তি নষ্ট করে ফেলছে।বাংলা ফোরাম কে বাঁচাতে হলে প্রত্যেক সিনিয়র ভাইদের একজোট হয়ে কাজ করতে হবে।
বাংলা ফোরাম কি উন্নত করতে হলে স্পামিং এবং  সীট পোস্টিং বন্ধ করতে হবে। যেখানেই স্পামিং এবং শিফট পোস্টিং দেখবেন সেখানেই "Report To Modarator" ক্লিক করবেন। ইতিমধ্যে আমাদের বাংলা সেকশনের মডারেটর ভাই আগামী সাত দিনের মধ্যে স্পামিং এবং সীট পোস্ট নির্মূল করা হবে।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আপনার কথাগুলো শুনে অনেক কিছু বুঝতে পারলাম এবং যেগুলো জানতাম না সেগুলো শিখলাম অনেক রুলস জানতে পারলাম এবং কিভাবে কাজ করতে বসে এটা বুঝতে পারলাম থ্যাংক ইউ ভাইয়া।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Sumi on April 16, 2021, 01:52:12 PM
বাংলা ফোরামে যে হারে ইসলামিক পোস্ট হচ্ছে এতে করে কিন্তু আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলা ফোরামে কিন্তু আবার সেই আগের পর্যায়ে চলে যাবে এতে কে অবশ্যই আমাদের পরীক্ষা করতে হবে এবং মডারেটর ভাইদেরকে অবশ্যই কিন্তু কঠোর হতে হবে তা না হলে কিন্তু ফোরামকে আবার সেই আগের পূর্বের স্থানে আমরা দেখতে পাব এক্ষেত্রে আমাদের অবশ্যই কাজ করতে হবে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে তথ্যবহুল পোস্ট করতে হবে এবং দিন দিন কিন্তু পোস্ট এর কোয়ালিটি কিন্তু বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু ফোরামকে আমরা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারব না
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Malam90 on April 16, 2021, 02:00:23 PM
বাংলা ফোরামে যে হারে ইসলামিক পোস্ট হচ্ছে এতে করে কিন্তু আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলা ফোরামে কিন্তু আবার সেই আগের পর্যায়ে চলে যাবে এতে কে অবশ্যই আমাদের পরীক্ষা করতে হবে এবং মডারেটর ভাইদেরকে অবশ্যই কিন্তু কঠোর হতে হবে তা না হলে কিন্তু ফোরামকে আবার সেই আগের পূর্বের স্থানে আমরা দেখতে পাব এক্ষেত্রে আমাদের অবশ্যই কাজ করতে হবে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে তথ্যবহুল পোস্ট করতে হবে এবং দিন দিন কিন্তু পোস্ট এর কোয়ালিটি কিন্তু বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু ফোরামকে আমরা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারব না

আপনার এই পোস্টটাই তো হয়ে গেছে লো কোয়ালিটি বা শিট পোস্ট। আপনি বলেছেন -বাংলা ফোরামে যে হারে ইসলামিক পোস্ট হচ্ছে এতে করে কিন্তু আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলা ফোরামে কিন্তু আবার সেই আগের পর্যায়ে চলে যাবে- এখানে আপনি ইসলামিক পোস্ট বলতে কি বুঝিয়েছেন? এখন আমি যদি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই তাহলে কেমন হবে? তাই অন্যের ভুল ধরার আগে নিজেদের ভুল শুধরান। নতুন সেই জালে আপনারাও আটকা পড়বেন।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: raisajahan on April 16, 2021, 03:52:16 PM
বাংলা ফোরাম মুলত বাংলাদেশিদের জন্য সুতরাং আমরা যারা বাংলাদেশি আছি তারা সকলে চেষ্টা করব এই ফোরামের কিভাবে উন্নতি হয় আর আমরা যদি বাংলাদেশিদের নিয়ে সমালোচনা করতে থাকি তাহলে এই ফোরাম কারা পরিচালনা করবে। সুতরাং আমরা একে অন্যকে নিয়ে সমালোচনা না করে কিভাবে ভাল মানের পোস্ট করে এই ফোরাম কে উন্নত থেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সে দিকে খেয়াল করি।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: ttcsalam on April 16, 2021, 05:40:55 PM
বাংলা ফোরামের বর্তমানে পোষ্ট সংখ্যা বাড়লেও পোস্টের কোয়ালিটি বাড়েনি। অনেকেই র‍্যাং অর্জন করার টার্গেট করে দ্রুত ভুলভাল পোস্ট করে, তাদের শিখার আগ্রহ নেই। আমাদের মডারেটররা সুযোগ দিয়েছে তাদের ভুল শুধরানোর জন্য, আশা করি সবায় নিজের জ্ঞানের পরিধি বাড়িয়ে বাংলা বোর্ডকে আরো সমৃদ্ধ করে তুলবে।
আপনার সাথে সহমত পোষন করছি আমাদের সবার নিজ নিজ যাইগা থেকে একটু বেশি সচেতনাতাই আমাদের অনেক দুরে নিয়ে যাবে তাই সকল কে সচেতন হয়ে কাজ করতে হবে।মনে রাথতে হবে একটি আইডি নষ্ট মানে সারা জীবনের অর্জনের অনেক কিছুই নষ্ট তাই সবাই কে গুরুত্বসহকারে কাজ করতে হবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Magepai on April 16, 2021, 05:44:02 PM
বাংলা ফোরামে বেশকিছু নতুন ইউজার এসেছে তারা বেশিরভাগই অযথা পোস্ট করে যাচ্ছে।আসলে দোষটা হচ্ছে আমাদের নিজেদের কারণ আমরা যারা অন্যদের কাজ শিখিয়ে দেই তাদেরকে যদি ফোরামের সম্পন্ন রুলস বলে দেই এবং সেইসাথে শিখিয়ে দেই। তাহলে দেখা যাবে ফোরামের উন্নতি হতে। যত ভালো মানের পোস্ট হবে দেখা যাবে ফোরাম তত এগিয়ে যাবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Farhana on April 16, 2021, 07:35:03 PM
বাংলা ফোরাম মুলত বাংলাদেশিদের জন্য সুতরাং আমরা যারা বাংলাদেশি আছি তারা সকলে চেষ্টা করব এই ফোরামের কিভাবে উন্নতি হয় আর আমরা যদি বাংলাদেশিদের নিয়ে সমালোচনা করতে থাকি তাহলে এই ফোরাম কারা পরিচালনা করবে। সুতরাং আমরা একে অন্যকে নিয়ে সমালোচনা না করে কিভাবে ভাল মানের পোস্ট করে এই ফোরাম কে উন্নত থেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সে দিকে খেয়াল করি।
আপনি ঠিকই বলেছেন বাংলা ফোরাম মানে হচ্ছে আমরা সবাই বাংলাদেশী, তাই আমাদের উচিত ভুলত্রূটি হলে প্রথমে তাকে ভুল শুধরানোর জন্য বলা,  সুযোগ্য গ্লোবাল মডারেটর malam90 ভাই বলেছেন যে মডারেটর মানে হচ্ছে ফোরামের অভিভাবক, তাই তাদের কথা মত কাজ করলে অবশ্যই ফোরামের উন্নতি হবে। আমি বিশ্বাস করি এমন সুযোগ্য মডারেটর থাকতে কখনোই তারা ফোরামের অবনতি হতে দেবেনা তবে সকলের সহযোগিতা দরকার।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Afnan on April 16, 2021, 08:09:38 PM
বাংলা ফোরাম মুলত বাংলাদেশিদের জন্য সুতরাং আমরা যারা বাংলাদেশি আছি তারা সকলে চেষ্টা করব এই ফোরামের কিভাবে উন্নতি হয় আর আমরা যদি বাংলাদেশিদের নিয়ে সমালোচনা করতে থাকি তাহলে এই ফোরাম কারা পরিচালনা করবে। সুতরাং আমরা একে অন্যকে নিয়ে সমালোচনা না করে কিভাবে ভাল মানের পোস্ট করে এই ফোরাম কে উন্নত থেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সে দিকে খেয়াল করি।
বাংলা ফোরামে আমরা যারা কাজ করছি সবাই অনেক একটিভ আছি কিন্তু ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য ভালো মানের পোস্ট করতে পারছি না। বিশেষ করে আমরা যারা নতুন ইউজার আছি নিজের র‍্যাংক বাড়ানোর জন্য ভুল পোস্ট করে যাই কখনো মানসম্মত পোস্ট করার চিন্তা করি না। আর সেই জন্যেই বাংলা ফোরাম অবনতির দিকে যাচ্ছে।     
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Cadaver20 on April 16, 2021, 08:52:10 PM
আমি যদিও "Full member" তবুও আমি এই ফোরামের একজন নতুন ইউজার। কারন আমি বিটকয়েনটক ফোরাম থেকে টেলিপোর্টেট হয়ে এই ফোরামে এসেছি। এই ফোরামের নিয়ম কানুন এখনো ভাল ভাবে জানা হয় নি তাই এখানে ওখানে পোস্ট করতে ভয় পাই যদি আবার কেউ নেগেটিভ কারমা দেয়। এই ফোরামে আসার পর আমার সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে আমরা আমাদের মাতৃভাষায়ও অনেক ভুল বাক্য ব্যবহার করছি। আমি নিচে কয়েকটি উদাহরন দিচ্ছি। আসলে এগুলো আমার বোঝার ভুল নাকি আসলেই ভুল এটা যাচাই বাচাইয়ের দায়িত্ব সিনিয়রদের উপর থাকলো।

বাংলা ফোরাম কি উন্নত করতে হলে স্পামিং এবং  সীট পোস্টিং বন্ধ করতে হবে।
এখানে "কি" দিয়ে কি বোঝানো হয়েছে?

যেখানেই স্পামিং এবং শিফট পোস্টিং দেখবেন সেখানেই "Report To Modarator" ক্লিক করবেন
এখানে "শিফট পোস্টিং" দিয়ে কি বোঝানো হয়েছে?

ইতিমধ্যে আমাদের বাংলা সেকশনের মডারেটর ভাই আগামী সাত দিনের মধ্যে স্পামিং এবং সীট পোস্ট নির্মূল করা হবে।
এটা কোন ধরনের বাক্য?

আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এগুলো উল্লেখ করি নাই। তারপরও যদি কেউ কষ্ট পান তবে আমাকে ক্ষমা করে দিবেন।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: bmw1 on April 17, 2021, 06:12:59 AM
আমি যদিও "Full member" তবুও আমি এই ফোরামের একজন নতুন ইউজার। কারন আমি বিটকয়েনটক ফোরাম থেকে টেলিপোর্টেট হয়ে এই ফোরামে এসেছি। এই ফোরামের নিয়ম কানুন এখনো ভাল ভাবে জানা হয় নি তাই এখানে ওখানে পোস্ট করতে ভয় পাই যদি আবার কেউ নেগেটিভ কারমা দেয়। এই ফোরামে আসার পর আমার সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে আমরা আমাদের মাতৃভাষায়ও অনেক ভুল বাক্য ব্যবহার করছি। আমি নিচে কয়েকটি উদাহরন দিচ্ছি। আসলে এগুলো আমার বোঝার ভুল নাকি আসলেই ভুল এটা যাচাই বাচাইয়ের দায়িত্ব সিনিয়রদের উপর থাকলো।

বাংলা ফোরাম কি উন্নত করতে হলে স্পামিং এবং  সীট পোস্টিং বন্ধ করতে হবে।
এখানে "কি" দিয়ে কি বোঝানো হয়েছে?

যেখানেই স্পামিং এবং শিফট পোস্টিং দেখবেন সেখানেই "Report To Modarator" ক্লিক করবেন
এখানে "শিফট পোস্টিং" দিয়ে কি বোঝানো হয়েছে?

ইতিমধ্যে আমাদের বাংলা সেকশনের মডারেটর ভাই আগামী সাত দিনের মধ্যে স্পামিং এবং সীট পোস্ট নির্মূল করা হবে।
এটা কোন ধরনের বাক্য?

আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এগুলো উল্লেখ করি নাই। তারপরও যদি কেউ কষ্ট পান তবে আমাকে ক্ষমা করে দিবেন।
আপনি ঠিকই বলেছেন আমাদের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও আমরা অনেক ভুল বানান ব্যবহার করে থাকি এতে অনেক খারাপ দেখায় এবং ফোরাম কে অপমান করা হয়। তাই আমাদের উচিত বাংলা ফোরামে শুদ্ধ বানান ব্যবহার করা এবং বাংলা ফোরামকে  এগিয়ে নিয়ে যাওয়া।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: kulkhan on April 17, 2021, 12:50:05 PM
অবশ্যই উন্নতি হচ্ছে বলে আমি মনেকরি। আগের যেকোনো সময়ের থেকে বাংলা বোর্ড এখন অনেক বেশি ডেভেলপ এবং অনেক বেশি প্রানবন্ত। আমাদের বোর্ডের মডারেটররা অনেক বেশি চৌকস এবং হেল্পফুল। কিছু নতুন ইউজারদের কিছু সমস্যা আছে যেগুলো আমাদের সম্মানিত মডারেটর /অবিভাবকদের মাধ্যমে সমাধান হবে বলে আমি মনেকরি।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Damrai5$ on April 17, 2021, 01:16:13 PM
আমাদের বাংলা সেকশন আগের তুলনায় বর্তমানে অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু দেখাতে গেছে বাংলা ফোরামে পোষ্ট অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রশ্নের মান কিছু কিছু ইউজারদের বেশি ভালো হচ্ছে না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে ফোরামকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এবং সেই সাথে পোষ্টের মান ভালো করতে হবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Laxmi Sharma on April 17, 2021, 03:33:31 PM
বাংলা ফোরামে যে হারে ইসলামিক পোস্ট হচ্ছে এতে করে কিন্তু আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলা ফোরামে কিন্তু আবার সেই আগের পর্যায়ে চলে যাবে এতে কে অবশ্যই আমাদের পরীক্ষা করতে হবে এবং মডারেটর ভাইদেরকে অবশ্যই কিন্তু কঠোর হতে হবে তা না হলে কিন্তু ফোরামকে আবার সেই আগের পূর্বের স্থানে আমরা দেখতে পাব এক্ষেত্রে আমাদের অবশ্যই কাজ করতে হবে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে তথ্যবহুল পোস্ট করতে হবে এবং দিন দিন কিন্তু পোস্ট এর কোয়ালিটি কিন্তু বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু ফোরামকে আমরা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারব না
আমার মনে হয় আপনার আগে শুধরানো উচিত। ফোরামে এসেই পোস্ট করতে শুরু করে দিয়েছেন। আগে ফোরামে প্রচুর পরিমানে সময় দিন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানার চেষ্টা করুন, তারপর বুঝেশুনে ধীরে ধীরে পোস্ট করুন, তাতে আপনার জন্যই ভালো হবে। দেখতে পাচ্ছি নেগেটিভ কারমা খেয়ে বসে আছেন। এখন ফোরামে কেউ কাউকে নেগেটিভ কারমা দেয় না। তার পরেও আপনি নেগেটিভ কারমা খেয়েছেন। আপনার ভালোর জন্যই বলছি আগে ফোরামে প্রচুর পরিমানে সময় দিন। আর বাঙালি হয়ে বাংলা ভাষা লিখতে ভুল করবেন না।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Markuri33 on April 17, 2021, 04:03:04 PM
আমাদের ফোরাম বর্তমানে বেশ উন্নত হয়েছে। কিন্তু আমাদের ফোরামে বেশকিছু নতুন ইউজার এসেছে যারা ফোরামে এসেই আজেবাজে অনেক রকম পোস্ট করে যাচ্ছে। আমি তাদের সম্পর্কে বলব যে আপনারা প্রথমে ফোরামের সময় দিন তারপরে আপনি পোস্ট করুন তাহলে দেখবেন পোস্টের কোয়ালিটি অনেক ভাল হবে। শুধু বড় করে পোস্ট লিখলে যে কল এটি ভালো হবে কিন্তু নয়। ফোরামে যে যত সময় দেবে তার পোস্টের কোয়ালিটির তত ভালো হবে। এবং ফোরাম এর অনেক উন্নত হবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Milon626 on April 17, 2021, 06:05:33 PM
আমি যখন প্রথম প্রথম ফোরামে নতুন আসলাম তখন ফোরামের অবস্থা অনেক ভালো ছিলো।  তখন এখানে এতোটা স্পামিং হতো না, শিটপোস্ট হতো না।  কিন্তু ইদানীং ফোরামে স্পামিং, শিটপোস্ট, লো-কোয়ালিটির পোস্ট অনেক হচ্ছে। অল্প কিছু ইউজারের জন্য আমাদের লোকাল বোর্ডের জনপ্রিয়তা কমে যাওয়ার সম্ভাবনা তৈরী হচ্ছে।                                   
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Mist Joya on April 17, 2021, 07:52:41 PM
ভাই বেশি আগ্রাসী হওয়া যাবেনা। এই ফোরাম কিন্তু বিটকয়েনটকের মত আগ্রাসী  ফোরাম নয়। সেখানে মডারেটররা সামান্যতম ‍ভুল পেলেই আইডি ব্যন করে, নতুবা কিছু ডিটি মেম্বার আছে তারা সারাক্ষণ পিছে লেগে থাকে-কোন রকম সামান্য ভুল পেলেই রেড ট্রাস্ট মেরে দেয়। সেখানে ভুল করে রক্ষা পাওয়ার উপায় নেই।
অলটকয়েনটক হচ্ছে ফ্রেন্ডলী ফোরাম। এখানে ভুল করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলার মত রসদ পাওয়া যায়। এখানে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুন ইউজাররা ভুল করতেই পারে। তাদের প্রথমে সাবধান করে দিতে হবে, যিনি নতুন ইউজারকে ফোরামে এনেছে তারও উচিত ফোরামের নিয়ম এবং ক্রিপ্টো সম্পর্কে বুঝানো। এরপর যদি সেই ইউজার একই ভুল করতে থাকে তাহলে তাকে ৫% ওয়ার্নিং দেওয়া যেতে পারে। এরপরও ভুল করলে ২০% ওয়ানিং দেওয়ার নিয়ম। প্লাগরিজম করলে তাকে প্লাগরিজম স্ট্রাইক দেওয়া হয়। এর চেয়ে বেশি আগ্রাসী হওয়া যাবেনা। নতুনরাও আমাদের ভাই। এছাড়া মডারেটররা ফোরামের নিয়ম কানুন সম্পর্কে অবহিত। তাদেরকে প্রেসার ক্রিয়েট করার দরকার নেই। আপনারা কোন সমস্যা পেলে রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করুন। মডারেটরা সবচেয়ে সুন্দর সমাধান দিবেন। ফোরামকে বেশি আগ্রাসী করে তুললে ফোরামে কেউ টিকতে পারবে না। পুরাতনদের অধিকাংশই এক সময় স্পাম, শিট পোস্ট, কপি পেস্ট করেছে। আমি বাংলা ফোরামের সবারই নাড়ি নক্ষত্র ভালো করেই জানি। অনেকে বাউন্টিতে চিটিং করে ধরা পড়েছে। বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার রিপোর্ট করেছে অন্তত ১৫ জনের নামে। শুধু আমার কারণে সেই ১৫ জন আজও টিকে আছেন নতুবা তাদের আইডি নষ্ট করে দেওয়া হতো। আমার ভেটো ও বারবার অনুরোধের কারণে আইডি গুলোতে শুধুমাত্র সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। পারলে চেক করে দেখতে পারেন। তাহলে আমি কঠোর হলে সেই ১৫ জনের ফোরাম জীবন নষ্ট হয়ে যেত। সুতারং বেশি আগ্রাসী হওয়া যাবেনা। যেভাবে চালাচ্ছি সেটাই বেস্ট ওয়ে। কারণ এডমিন এর চেয়ে বেশি আগ্রাসী হলে তার কাছে জওয়াব দিহি করতে পারবনা। মনে রাখতে হবে-মডারেটররা হচ্ছেন অভিভাবক, শাসক নয়। অভিভাবক যেভাবে চালায় তার পরিবার-মডারেটররাও সেভাবে চালাবে। সকলের প্রতি সহানুভূতিশীল হউন। কেউ ভূল করলে তাকে পিএম দিয়ে বুঝিয়ে দিন প্রথমে। এরপর যদি না শোনে তখন মডারেটরদেরকে অবহিত করুন। সবাইকে বাঁচতে দিন ফোরামে। ফোরামে আমরাই সবচেয়ে বাজে এবং চাপের মধ্যে আছি।
আপনাকে ধন্যবাদ সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য আমাদের এই বাংলা ফোরামটি  আসলেই ফ্রেন্ডলি ফোরাম তবে ফ্রেন্ডলি ফ্রম টাকে অনেকে অনেক কিছু বানিয়ে ফেলেছে কারণ হচ্ছে তারা নিজেরা ফোরামের কথা চিন্তা না করে শুধু নিজেদের কথাই ভাবতে শুরু করেছে তাদের নিজেদের রেঙ্কআপ করার জন্য তারা যে সমস্ত আচরণ করছে এগুলো আসলে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু নয়। আমাদের সকলের বাংলা ফোরামের কথা চিন্তা করে স্পামিং বন্ধ করতে হবে। তবে আমি মনে করি যারা ফ্রেন্ডলি ফোরাম টাকে নষ্ট করতে চাইছে তাদের জন্য অবশ্যই শাস্তি প্রদান করা উচিত বর্তমানে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Mj joy on April 17, 2021, 08:39:57 PM
বাংলা ফোরাম আগের চেয়ে নিকৃষ্ট স্থানে পৌঁছে গিয়েছে।সাম্প্রতিক যদি বাংলা ফোরাম পর্যবেক্ষণ করে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ইউজারদের জন্য ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।বাংলা সেকশনে সবচেয়ে বেশি পরিমাণ এর স্পামিং পোস্ট এবং সীট পোস্ট তৈরী করা হচ্ছে। আমার মতে আমাদের বাংলা সেকশনের মডারেটর  মালাম ভাইকে আরো কঠোর এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী কিছুদিনের মধ্যে বাংলা ফোরাম এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেই হারে বাংলা ফোরামে স্পামিং পোস্ট তৈরী করা হচ্ছে ।এ থেকে বোঝা যাচ্ছে বাংলা ফোরাম শুধু রেংক অর্জন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে কেউ শিক্ষা গ্রহণ করতে আসেনি। যদি বাংলা ফোরাম পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে একটি একাউন্ট বাংলা ফোরামে এসে তুমুল গতিতে ঝড়ের গতিতে  পোস্ট করে অর্জন করে চলে যায়। তারপর আর তাদের বাংলা ফোরামে দেখা যায় না।বর্তমানে সবচেয়ে বেশির ভাগ নতুন ইউজার গুলো বাংলা ফোরামের ভাবমূর্তি নষ্ট করে ফেলছে।বাংলা ফোরাম কে বাঁচাতে হলে প্রত্যেক সিনিয়র ভাইদের একজোট হয়ে কাজ করতে হবে।
বাংলা ফোরাম কি উন্নত করতে হলে স্পামিং এবং  সীট পোস্টিং বন্ধ করতে হবে। যেখানেই স্পামিং এবং শিফট পোস্টিং দেখবেন সেখানেই "Report To Modarator" ক্লিক করবেন। ইতিমধ্যে আমাদের বাংলা সেকশনের মডারেটর ভাই আগামী সাত দিনের মধ্যে স্পামিং এবং সীট পোস্ট নির্মূল করা হবে।
আমি মনে করি বাংলা ফোরামের অবস্থা এখন খুব খারাপ কারণ হচ্ছে এখানে স্পামিং  দিয়ে ভরে গেছে। এখানে নতুন কিছু  ইউজার এড হয়ে তারা ফোরামের নিয়মকানুন না মেনে স্পামিং এর পরিমান অনেক গুণে বৃদ্ধি করায় বাংলা ফোরামের উন্নতি না হয় অনেক অবনতি হচ্ছে। আমাদের সকলের সম্মিলিত ভাবে স্পামিং  বন্ধ না করলে ভবিষ্যতে বাংলা ফোরামের অনেক প্রবলেম হবে। আমাদের বাংলা ফোরামের সিনিয়র মডারেটর ভাইদের কঠোর না হলে হবে না বর্তমানে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Cleanerbd on April 17, 2021, 08:50:27 PM
ফোরামে দ্রুত রাংক অর্জন করার জন্য আমরা শীট পোস্ট বা নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকবো। আমরা অনেকেই রাংক বাড়ানোর জন্য অহেতুক পোস্ট করে থাকি। তবে অনেক সদস্য রয়েছে যারা না বুঝে পোস্ট করে থাকে,আমি তাদের বলতে চাই আপনি টপিক বুঝে উত্তর দেন, এর ফলে আপনার জ্ঞান একটু হলেও বাড়বে। আর যেটা আপনি বুঝতেছেন না সেটা গুগলে সার্চ করে পড়েন এবং না বুঝলে সিনিয়রদের মেসেজ দেন। সুতরাং আপনি দ্রুত পোস্ট করেন সমস্যা নাই,কিন্তু আপনাকে পোস্টের মান ঠিক রাখতে হবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Btceth01 on April 18, 2021, 03:58:11 AM
আমি বলব অবশ্যই আমাদের বাংলা বোর্ড উন্নতির দিকে যাচ্ছে।বাংলা বোর্ডের সকল মানুষের কাছে আকুল আবেদন আপনারা বাংলা বোর্ডকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান। এই ফোরামকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আজে বাজে পোস্ট করা বাদ দিতে হবে। যারা লো কোয়ালিটির পোস্ট করে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আমাদের যদি এই লক্ষ্য নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা একসময় আরো এগিয়ে যাব।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Jaya60 on April 18, 2021, 04:55:45 AM
আমাদের ফোরাম কিন্তু আগের তুলনায় অনেক এগিয়ে গেছে। আমাদের ফোরামে দেখা গেছে ইউজার সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই ঈদ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমানে বেশ কিছু ইউজারদের পোস্টার কোয়ালিটি  অনেক খারাপ হচ্ছে এজন্য অবশ্যই সবারই সচেতন হতে হবে। এবং কি দেখেছি আমাদের মডারেটর ভাই তিনি বেশকিছু ইউজারদের সতর্ক করে দিয়েছে আশা করি সবাই সতর্ক হয়ে যাবে। আমার বিশ্বাস সময়ের সাথে সাথে ফোরামের ব্যাপক উন্নতি ঘটবে এভাবে যদি ফোরাম চলতে থাকে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: babu10 on April 18, 2021, 08:21:51 AM
বাংলা ফোরামে বেশকিছু নতুন ইউজার এসেছে তারা বেশিরভাগই অযথা পোস্ট করে যাচ্ছে।আসলে দোষটা হচ্ছে আমাদের নিজেদের কারণ আমরা যারা অন্যদের কাজ শিখিয়ে দেই তাদেরকে যদি ফোরামের সম্পন্ন রুলস বলে দেই এবং সেইসাথে শিখিয়ে দেই। তাহলে দেখা যাবে ফোরামের উন্নতি হতে। যত ভালো মানের পোস্ট হবে দেখা যাবে ফোরাম তত এগিয়ে যাবে।

আপনি অতীব বাস্তব কথাই বলেছেন এবং আমিও বার বার এটাই সাবইকে বুঝানোর চেষ্টা করতেছি। আমি বা আমরা আমাদের নীকটজনদের ফোরামে কাজের ব্যাপারে উৎসাহ প্রদান করতেছি ভালো কথা কিন্তু সেই সাথে ফোরামের নিয়মকানুনগুলো যদি একটু বুঝিয়ে দিই এবং মেনে চলতে বাধ্য করি তাবেই সবাই ভালো ভাবে এগিয়ে যেতে পারব, কারো আইডি নষ্ট হবেনা এবং একে অন্যকে দোষারোপ করবনা।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: saidul2105 on April 18, 2021, 01:52:39 PM
আমি মনে করি আমাদের বাংলা লোকাল বোর্ডের অবশ্যই উন্নতি হচ্ছে।  তবে কিছু সংখ্যক সদস্য অযথা আজেবাজে পোস্ট করে ফোরামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।  কিন্তু আমার মনে হয় ফোরামের ভাবমূর্তি নষ্ট করার জন্য  তারা যতই চেষ্টা করুক না কেন, তারা সফল হতে পারবে না।  কারণ আমাদের লোকাল বোর্ডের মডারেটর ভাইয়েরা এই দিকে এখন বিশেষ নজরদারি রাখছেন।                             
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Dark Knight on April 18, 2021, 03:47:21 PM
আমি মনে করি আমাদের বাংলা লোকাল বোর্ডের অবশ্যই উন্নতি হচ্ছে।  তবে কিছু সংখ্যক সদস্য অযথা আজেবাজে পোস্ট করে ফোরামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।  কিন্তু আমার মনে হয় ফোরামের ভাবমূর্তি নষ্ট করার জন্য  তারা যতই চেষ্টা করুক না কেন, তারা সফল হতে পারবে না।  কারণ আমাদের লোকাল বোর্ডের মডারেটর ভাইয়েরা এই দিকে এখন বিশেষ নজরদারি রাখছেন।                           
ভাই ইচ্ছা করে কেউ ফোরামের ভাবমূর্তি নষ্ট করতে চায়না। আমাদের ফোরামে অনেক নতুন ইউজার আছে যারা না বুঝেই অযথা পোস্ট করে বসে। আসলে নতুনদেরকে ফোরামে প্রথম অবস্থায় অনেক বেশি সময় দিতে হবে এবং ধৈর্য সহকারে সকল কিছু বোঝার চেষ্টা করতে হবে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ঘাটাঘাটি করে তারপর পোষ্টের কমেন্ট করতে হবে। আমাদের এই ফোরাম কে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ফোরামে যত প্রকার নিয়মকানুন আছে সেগুলো মানতে হবে এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে হবে।তাহলে আমাদের এই ফোরাম আরো অনন্য এক উচ্চতায় পৌঁছে যাবে। তবে এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Sasa on April 18, 2021, 05:40:35 PM
আমি মনে করি আমাদের বাংলা লোকাল বোর্ডের অবশ্যই উন্নতি হচ্ছে।  তবে কিছু সংখ্যক সদস্য অযথা আজেবাজে পোস্ট করে ফোরামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।  কিন্তু আমার মনে হয় ফোরামের ভাবমূর্তি নষ্ট করার জন্য  তারা যতই চেষ্টা করুক না কেন, তারা সফল হতে পারবে না।  কারণ আমাদের লোকাল বোর্ডের মডারেটর ভাইয়েরা এই দিকে এখন বিশেষ নজরদারি রাখছেন।                           
আপনার কথার সাথে আমি একমত পোষণ করতে পারছিনা কারণ কেউ ইচ্ছাকৃতভাবে ফোরামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেনা বা করবে না। এরকম মন মানসিকতা নিয়ে কেউ বাংলা ফোরামে আসেনা। তবে এমন কিছু ইউজার আছে যারা রাতারাতি এর রেংক বৃদ্ধির জন্য শীট পোস্ট এবং স্পামিং করে থাকে। এই বিষয়গুলো আমাদের ফোরামের মডারেটরদের একটু শক্তভাবে দেখতে হবে। কিন্তু এই কথাটা একদমই ঠিক না যে কেউ ইচ্ছাকৃতভাবে ফোরামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। যারা নতুন ইউজার আছে এবং যারা রেঙ্ক বৃদ্ধি করতে চায় তাদের উচিত হবে ফোরামের বেশি বেশি সময় দেওয়া এবং প্রতিদিন তিন থেকে পাঁচ টি পোস্ট করা। তাহলে আপনা আপনি রেঙ্ক বৃদ্ধি পাবে এবং ফোরামের ভাবমূর্তি নষ্ট হবে না।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Casual on April 18, 2021, 07:08:10 PM
আগের তুলনায় আমাদের বাংলা ফোরামের অনেক উন্নতি হয়েছে। এখন যেভাবে আমাদের ফোরামটা চলছে এবং যেভাবে পোস্ট এর মান বাড়ছে তাতে আমাদের ফোরাম অনেক এগিয়ে যাবে। ফোরামকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সকল ইউজারদের মিলেমিশে কাজ করতে হবে। কয়েক মাস আগের তুলনায় বর্তমানে ফোরামের অবস্থা আরো ভালো হয়েছে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Rafiq on April 18, 2021, 07:39:09 PM
আমি দীর্ঘদিন যাবত বাংলাবোর্ডের সাথে জড়িত আছি। আমি বলব বাংলা ফোরাম অবশ্যই আগের চেয়ে উন্নত হয়েছে এবং তা ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলছে্। ধানের মধ্যে যেমন চিটা থাকে তেমনি এখানেও দুই চার জন আছেন যারা স্পামিং পোস্ট  এবং সীট পোস্ট করে থাকেন। বর্তমান বাংলাবোর্ডের সম্মানিত দুইজন মডারেটর @Malam90 ও  @babu10 অত্যন্ত দক্ষতার সাথে বাংলাবোর্ড পরিচালনা করছেন; তারা বিষয়গুলো সব সময় পর্যবেক্ষন করছেন এবং দায়ীদের সতর্ক করছেন। চলুন, তাই হতাশ না হয়ে সম্মানিত মডারেটরদের সাথে আমরা সবাই একযোগে কাজ করে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাই। এখানে উল্লেখ্য বাংলাবোর্ডের সম্মানিত মডারেটর @Malam90 তার কাজে মূল্যায়ন হিসেবে ইতোমধ্যে গ্লোবাল মডারেটর এর দায়িত্ব পেয়েছেন।  এ জন্য তাকে আবারও congratulations জানাচ্ছি।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Azharul on April 19, 2021, 11:31:21 AM
আমরা দেখেছিলাম বাংলা ফোরাম ঝড়ের গতিতে এগিয়ে চলছিল।যা বর্তমান সময়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল।কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে অনেকে স্প্যামিং করছে।যা হয়তোবা আমাদের জন্য খুবই দুঃখজনক।এই আমরা বিশ্বাস করি এই বিষয়ে সচেতন হলে আমরা অবশ্য উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো।তাই আসুন আমরা সবাই এই বিষয়ে সচেতন হই এবং অন্যান্য যারা আছে তাদের সচেতন করি।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Md.Nurnobe3483 on April 19, 2021, 11:43:38 AM
বর্তমানে বাংলা ফোরাম অনেক উন্নতির দিকে এগিয়ে গিয়েছে। কিন্তু আমাদের এই বাংলা ফোরামে কিছুদিন ধরে বেশকিছু নতুন ইউজার দেখা যাচ্ছে যে তাদের জন্য আমাদের এই বাংলা ফোরাম অনেক নিকৃষ্ট হচ্ছে। তারা শুধু আজেবাজে পোস্ট করে যাচ্ছে এবং তাদের পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে যাচ্ছে। এভাবে যদি নতুন ইউজার রা আজে বাজে পোস্ট করে এবং কি ফোরাম অনুযায়ী কাজ না করে তাহলে আমাদের এই বাংলা ফোরাম অনেক অবনতির দিকে ঢলে পড়বে। তাই আমরা সবাই সচেতন হই এবং তাদের প্রতি কঠোর অভিযোগ আনার চেষ্টা করি তাহলে আমাদের বাংলা ফোরাম অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Sumi on April 20, 2021, 09:58:05 AM
বাংলা ফোরামে এখন যে অবস্থা সেটা না বললেই ভালো। কেননা বর্তমানে বাংলা ফোরামে অবস্থা খুবই খারাপ। অনেক নতুন নতুন ইউজার আছে যারা শুধু কপি পেস্ট করে । কপি পেস্ট করা আইডির জন্য খুবই ভয়ঙ্কর বিষয়। আমরা কেউ কখনও কপি পেস্ট করব না। আসলে এটা ঠিক না আমাদের বাংলা বোর্ডে যিনি মডারেটরের দায়িত্ব পালন করতেছেন মালাম ভাই তিনি একজন শান্ত সৃষ্ট ও নরম মনের একজন মানুষ। তিনি চান না যে এই ফোরামে কারো কোন ক্ষতি হোক। আসলে তিনি যদি এটা চাইতেন তাহলে অনেকের আইডি বাদ হয়ে যেত। মালাম ভাই যদি একটু হার্ড হত তাহলে অনেকের পক্ষে এই ফোরামে টিকে থাকা কষ্টকর হয়ে যেত। আসলে মালাম ভাই এটা চায়না যে ফোরামের কারো কোন ক্ষতি হোক। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে আমরা কারো পোস্ট কপি না করে। বাংলা বোর্ডে বর্তমান পোস্ট এর কোয়ালিটি খুব খারাপ।
হ্যাঁ কিছুদিন আগে কিন্তু বাংলা বোর্ডের অবস্থা কিন্তু খুব ভালো চলে এবং খুব ভালো পরিমাণের পোস্ট করতো এখানে ইউজারা কিন্তু বর্তমানে কিছু ভোট ইউজার এখানে প্রবেশ করেছে আর এ জন্যই কিন্তু ফোরামের এই অবস্থা হচ্ছে বলে আমি মনে করি আর নতুন নতুন ইউজার রয়েছে এখানে কিছু জেনে না জেনে কিন্তু রাতারাতি ভাবে তাদের রাগ করতেছে এজন্য কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু শীত পোস্টিং করে যাচ্ছে এতে করে কিন্তু ফোরামের কোয়ালিটি নষ্ট হচ্ছে এটা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং তা না হলে কিন্তু আমরা ফোরামকে উন্নতির করতে পারব না ধৈর্য ধরে পোস্ট করুন
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Angel julian on April 20, 2021, 10:07:47 AM
বাংলা গ্রামের উন্নতি হচ্ছে না বরং বেশিরভাগই অবনতি হচ্ছে। কারণে ফর্মে অনেকে না বুঝে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি আমরা এবং বিভিন্ন ধরনের রুলস আমরা না মেনে পোস্ট করি। শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এই ফরমের কিছু রুলস আছে সেই রুলস গুলো মেনে মেনে আমাদের চলতে হবে এবং সব কিছু পোস্ট করতে হবে উল্টাপাল্টা পোস্ট করার জন্য বাংলা ফরমের অবনতি হচ্ছে আসুন আমরা সকলেই সবকিছু শিখে এবং যাচাই-বাছাই করে পোস্ট করি তাহলে একসময় দেখা যাবে যে বাংলা ফরমের অনেক উন্নতি হচ্ছে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Goldlife on April 20, 2021, 10:10:00 AM
বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নতুন ইউজারদের কারণে কিন্তু ফোরামের কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যারা এখানে নতুন জয়েন করতেছে তারা এখানে কিছু জেনে কিছু না বুঝে নে কিন্তু রাতারাতি ভাবে তাদের ব্রেকআপ করার মাধ্যমে কিন্তু এখানে জটলা বাজিয়েছে এবং ফোরামের পোষ্টের কোয়ালিটির কিন্তু তাদের খুব একটা ভালো না তাই আমি বলব যারা নতুন এখানে প্রবেশ করতে চান তারা অবশ্য অবশ্যই জেনে বুঝে পোস্ট করুন এবং মডারেটর ভাইবা এরকম পোস্টগুলো সামনে সাজিয়ে রেখেছেন সেই গুলো একটু ভাল করে পড়ুন এবং সেগুলো ফলো করুন এবং সেই অনুযায়ী কাজ করুন তাহলে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এবং সাফল্য আসবে ইনশাল্লাহ
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: HeartBit143 on April 20, 2021, 11:20:27 AM
আমি মনে করি এখন আমাদের বাংলা লোকাল বোর্ডে আগের তুলনায় অনেক উন্নয়ন   হয়েছে।  তবে অল্প কিছু ইউজারের জন্য বাংলা বোর্ডের কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়া উপক্রম হয়েছিল।  কিন্তু আমাদের মডারেটর মালাম ভাই খুব দক্ষতার সঙ্গে তার প্রতিরোধ করতে সক্ষম হন।  এখন ফোরাম আবার আগের অবস্থানে ফিরে এসেছে।                               
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Rifan Khan on May 04, 2021, 08:51:08 AM
আমি মনে করি আগের তুলনায় এখন বর্তমানে আমাদের এই বাংলা ফোরাম উন্নতি হচ্ছে। কিন্তু আমাদের এই বাংলা ফোরামে কিছু বাজে ইউজার থাকার কারণে আমাদের এই বাংলা ফোরামে পরিবেশ নষ্ট হচ্ছে। কি কারনে আমাদের বাংলা ফোরামে অবনতি হচ্ছে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: Asad72 on May 06, 2021, 04:05:10 PM
আমি মনে করি আগের তুলনায় এখন বর্তমানে আমাদের এই বাংলা ফোরাম উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু আমাদের এই বাংলা ফোরামে কিছু বাজে ইউজার থাকার কারণে আমাদের এই বাংলা ফোরামে নষ্ট দিকে চলে যাচ্ছে। এ কারণে আমাদের বাংলা ফোরামে অবনতির দিকে চলে যাচ্ছে।
Title: Re: বাংলা ফোরামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে?
Post by: SobujAkash#8 on May 06, 2021, 04:09:29 PM
আমাদের বাংলা ফোরাম কিছুদিন আগে অনেক ভালো একটা পর্যায়ে ছিল। কিন্তু আমার দেখা মতে বর্তমানে কিছু অগোছালো আইডির জন্য ফোরাম অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ সবাই মনে করে আমি যে পোস্ট গুলো দিচ্ছি সেগুলো খুব ভালো কিন্তু সেগুলো ভালো না মন্দ সেটা বিচার না করে সবাই ফোরামে পোস্ট দিচ্ছে। তাই আমার মনে হয় ফোরাম অবনতির দিকে যাচ্ছে।