Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Goldlife on April 22, 2021, 01:24:05 PM

Title: মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ।
Post by: Goldlife on April 22, 2021, 01:24:05 PM
সুখবর


মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় লেনদেন এক্সচেঞ্জ কয়েনবেইজ। আর, এর ঠিক আগমুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠল বিটকয়েনের। ৬২ হাজার ৭৪১ ডলারে উঠেছে সবচেয়ে জনপ্রিয় এই মুদ্রার দাম।

বুধবার নিউ ইয়র্কের ন্যাসডাক এক্সচেঞ্জে নাম লেখানোর বিষয়টি ক্রিপ্টোকারেন্সি সমর্থকদের জন্য বিশাল এক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি ক্রম‍শ মূলধারার লেনদেনে জায়গা করে নিচ্ছে। মঙ্গলবারই এর দাম বেড়েছে পাঁচ শতাংশ। আরেক ডিজিটাল মুদ্রা ইথেরিয়ামেরও দাম রেকর্ড পর্যায়ে গিয়েছে। এক ইথেরিয়ামের দাম এখন দুই হাজার দুইশ' পাঁচ ডলার।


বিএনওয়াই মেলন, মাস্টারকার্ড এবং টেসলার মতো বড় প্রতিষ্ঠান এখন ডিজিটাল মুদ্রায় হয় বিনিয়োগ করেছে বা এই মুদ্রাবান্ধব অবস্থান নিয়েছে।

গত মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা প্রায় দেড় বিলিয়ন ডলারের বিটকয়েন কেনে। ওই সময়েই বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলারের মাইলফলক পেরোয়। তবে, গত দুই সপ্তাহে এই মুদ্রার দামে তেমন হেরফের হয়নি।

"বিটকয়েনের দাম যখনই নতুন উচ্চতায় পৌঁছায় তখনই এই মুদ্রাভিত্তিক নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হয় এবং আমরা এক দফা লাভ অর্জনের সাক্ষী হই।" - বলেন কয়েনশেয়ারের ডিজিটাল সম্পদ ব্যবস্থাপক জেমস বাটারফিল।

More info : https://m.bdnews24.com/bn/detail/tech/1879905

Title: Re: মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ।
Post by: Malam90 on April 22, 2021, 02:05:01 PM
এটা তো সপ্তাহ খানেক আগের নিউজ।
ইতিমধ্যেই নাম লিখিয়েছে। ট্রেডও শুরু হয়ে গেছে সপ্তাহ খানেক আগে থেকে।
এটা অনেক বড় নিউজ। এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি এখন শেয়ারে পরিনত হলো। সামনে আরো ভালো ভালো খবর আসবে।
Title: Re: মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ।
Post by: raisajahan on April 22, 2021, 08:12:54 PM
ভাল লাগল সুন্দর একটা টপিক তৈরী করেছেন সেজন্য। মার্কিন শেয়ার বাজারে কয়েন বেইজ এর নাম লেখানোর জন্য। কয়েন বেইজ একটা ভাল এক্সচেঞ্জ যেটা খুব বেশি জনপ্রিয় বর্তমান সময়ে সারা পৃথিবীর মানুষের কাছে। সেজন্যে এই সংবাদ টা আমাদের সকলের জন্য খুব বেশি আনন্দের।
Title: Re: মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ।
Post by: Fariwala on April 25, 2021, 10:08:39 AM
অনেক বড় একটা সংবাদ পেলাম আপনার এই পোস্টটি পড়ে ক্রিপ্টোকারেন্সি সবথেকে বড় ধরতে গেলে কয়েনবেস এক্সচেঞ্জ একটা জনপ্রিয় এক্সচেঞ্জ এটা শেয়ার বাজারের নাম লেখাচ্ছে মানে কি মানে অনেক কিছু কি প্রকারের জগতের জন্য কারণ কারেন্সি তে যারা আমরা আছি তারা কয়েনবেজ সম্পর্কে খুব ভালো করে জানি তাই খুব ভালো লাগতেছে এই নিউজটি পড়ে ধন্যবাদ
Title: Re: মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ।
Post by: Rothi roy on May 08, 2021, 07:05:00 PM
মার্কিন শেয়ারবাজারে ইতিমধ্যে নাম লিখিয়েছে ক্রিপ্টোকারেন্সির বড় এক্সচেঞ্জ কয়েনবেস। সত্যিই খবরটি আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের সবার কাছেই আনন্দের। বর্তমানে সারা বিশ্বের কাছে কয়েনবেস একটি জনপ্রিয় এক্সচেঞ্জ।
Title: Re: মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ।
Post by: Brithyislam on July 02, 2021, 06:52:31 AM
মার্কিন শেয়ারবাজারে নাম লেখাচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় এক্সচেঞ্জ কয়েনবেইজ। মার্কিন শেয়ারবাজারে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার একমাত্র এক্সচেঞ্জে । তারা কয়েনবেজ এর উপরে এতটাই বিশ্বাস স্থাপন করেছে যে মার্কিনরা সাধারণত কয়টি ছাড়া অন্য কোন এক্সচেঞ্জ ব্যবহার করতে চায়না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যখন তারা বিক্ষোভ ও অন্যান্য সকল কল্যাণ দান করে তখন তারা কয়েনবেজে ব্যবহার করেন। কয়েনবেস হচ্ছে একটি শিকড় এবং নিরাপত্তা কলেজ। এখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার জন্য আগে আপনার নিরাপত্তাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন কয়েনবেজ এর প্রতিষ্ঠান।