Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: babu10 on April 25, 2021, 07:47:55 AM

Title: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: babu10 on April 25, 2021, 07:47:55 AM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে। ইথারিয়াম গ্যাস ফি গত 23/04/21 তারিখে যেখানে 10ডলার ছিল সেখানে 24/04/21 তারিখে 2ডলার হয়ে গেলো এবং আরো কমছে বলে মনে হচ্ছে। যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত সুখবার বটে না হলেতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Sonjoy on April 25, 2021, 09:07:55 AM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে। ইথারিয়াম গ্যাস ফি গত 23/04/21 তারিখে যেখানে 10ডলার ছিল সেখানে 24/04/21 তারিখে 2ডলার হয়ে গেলো এবং আরো কমছে বলে মনে হচ্ছে। যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত সুখবার বটে না হলেতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল।

হ্যাঁ আমরাও বুঝতে পারতেছিনা ইথেরিয়াম প্ল্যাটফর্মের একই অবস্থা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু বিনান্স স্মার্ট চেইন কিন্তু ইথেরিয়াম প্ল্যাটফর্মের জায়গা দখল করে নিচ্ছে এইভাবে চলতে থাকলে কিন্তু ইথেরিয়াম প্ল্যাটফর্ম এক সময় হারিয়ে যাবে বলে আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি জগত থেকে কারণ ইতি নামের ট্রানজেকশন ফ্রী যদি ঘুমিয়ে না আনা হয় সে ক্ষেত্রে কিন্তু এর জনপ্রিয়তা অবশ্যই হারিয়ে যাবে এবং স্মার্ট কিন্তু ইতি নামের জায়গাটা দখল করে নেবে আমি বলব তারা যেন খুব শীঘ্রই এর একটা বিহিত করে এদের গ্যাস কে যেন কমিয়ে নিয়ে আসে তা না হলে কিন্তু তাদের বিপদ ডেকে আনছে
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Fariwala on April 25, 2021, 10:02:51 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ইথেরিয়াম প্লাটফর্মে গ্রাস গ্যাসটি বা ট্রানজেকশন পেয়ে কিন্তু আকাশছোঁয়া হয়ে গেছে আর এ কারণে কিন্তু ইথেরিয়াম প্ল্যাটফর্ম অনেক পেছনে পড়ে যাচ্ছে বি নান্সি স্মার্ট চেইনের থেকে কারণে অনেক এজন্য মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে এবং অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে বিনান্স মার্চের কাজে আমি বলব যে এটা প্ল্যাটফর্মকে অবশ্যই কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু অনেক পেছনে পড়ে যাবে ধন্যবাদ
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: saidul2105 on April 25, 2021, 06:42:56 PM
কিছু দিন আগেও ইথেরিয়াম নেটওয়ার্ক এ গ্যাস ফি অনেক বেশি ছিলো।  যার ফলে এই জনপ্রিয় প্লাটফর্মটা ধিরে ধিরে তার জনপ্রিয়তা হারাতে শুরু করেছিলো।  অন্যদিকে এর সুযোগ নিয়েছিলো বিএসসি নেটওয়ার্ক।  তাদের গ্যাস ফী তুলনামূলক ভাবে কম এবং ট্রানজেকশন স্পিড বেশী। ফলে সবাই ওই দিকে ধাবিত হচ্ছিল। 
এখন আবারও ইথেরিয়াম নেটওয়ার্ক এ গ্যাস ফি কম নিচ্ছে, সবাই আবার এই প্লাটফর্ম এর দিকে ফিরে আসবে।  এটা  আমাদের সকল ক্রিপ্টো রিলেটেড মানুষদের জন্য খুবই ভালো একটা খবর।                                                     
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Cadaver20 on April 25, 2021, 08:38:46 PM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোন সিস্টেম না আসলেই ইথারিয়ামের গ্যাস ফি কমতে শুরু করেছে। ইথারিয়াম টিম বলেছিল এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাই মাসের মধ্যে গ্যাস ফি কমে যাবে। হয়তো ইথারিয়াম ডেভেলপমেন্ট টিমের কাজের সফলতার জন্যই এরকম হয়েছে। আরো কয়েকটা দিন পার হলেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Rothi roy on April 26, 2021, 09:12:18 AM
ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি অনেক বেশি হওয়ায় বর্তমানের বেশিরভাগ প্রজেক্টগুলো (বাইনান্স স্মার্ট চেইন) বিএসসি এর দিকে ঝুঁকছে। ইথেরিয়াম এর গ্যাস ফি যদি না কমায় তাহলে ইথেরিয়াম এর জায়গা সম্পূর্ণভাবে বাইনান্স স্মার্ট চেইন দখল করবে বলে আমি মনে করি। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়াম এর গ্যাস ফি আগের তুলনায় অনেক কমে গেছে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Fariwala on April 27, 2021, 03:32:08 PM
হ্যাঁ ইতিমধ্যেই ইথেরিয়াম প্ল্যাটফর্ম কিন্তু তাদের গ্যাস ফ্রি কমিয়ে এনেছে আমি আজকে একটা ট্রানজেকশন করতে গিয়ে দেখলাম যে মাত্র 8 ডলার ফি যাচ্ছে সেটা দেখে আমি খুব আনন্দিত হলাম এবং তাড়াতাড়ি করে একটি টোকেন ট্রানজেকশন করে একটি টোকেন এক্সচেঞ্জ করলাম। ইথেরিয়াম প্ল্যাটফর্ম বুঝতে পেরে গেছে যে আর কিছুদিন যদি কি এত বেশি থাকে তাহলে কিন্তু সবগুলো প্রজেক্ট বিএসইউ ওয়ালেটে কিন্তু নিয়ে আসবে তাই ইথিরিয়াম প্ল্যাটফর্ম বুঝতে পেরে এই উদ্যোগটি নিয়েছে তাদের গ্যাস ফ্রি কিন্তু অর্ধেক নেমে এসেছে বর্তমানে
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Random203 on April 28, 2021, 06:53:42 AM
আমার মনে হয় ইথেরিয়াম নেটওয়ার্ক আবারও  আগের মতো হয়ে যাবে।  তারা তাদের প্লাটফর্মে গ্যাস ফী কমিয়ে আনতে শুরু করেছে। ধরতে গেলে তারা এখন অনেক চাপের মধ্যে আছে।  কারণ তাদের গ্যাস ফী এর জন্য সবাই অন্যান্য প্লাটফর্ম এর দিকে ঝুকে পরছে এবং বেশীর ভাগ প্রজেক্টও এখন বিএসসি নেটওয়ার্ক এ লাঞ্চ হচ্ছে।  তাই এসব দিক বিবেচনা করে ইথেরিয়াম নেটওয়ার্ক হয়তো তাদের গ্যাস ফী কমিয়ে আনবে।                                   
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Azharul on April 28, 2021, 08:38:16 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম।যাকে ক্রিপ্টো জগতের রানী বলা হয়।তবে আমরা জানি যে ক্রিপ্টো মার্কেট সব সময় ওঠা নামার উপর নির্ভর করে।তাই কোনো সময় যদি দাম কম হয় তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই।আমরা কয়েক দিন আগে দেখেছি যে ইথেরিয়াম গ্যাস এর দাম ১০ ডলার ছিল।কিন্তু পরদিন আবার এর দাম ২ ডলার এ নেমে আসছিল।তাই আমি মনে করি ভবিষ্যতে আবার এর দাম আগের থেকে বেশি হবে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Angel jara on May 01, 2021, 01:04:40 AM
ইথেরিয়াম নেটওয়ার্ক এ গ্যাস ফি অনেক বেশি ছিলো।এই জনপ্রিয় প্লাটফর্মটা ধিরে ধিরে তার জনপ্রিয়তা হারাতে শুরু করেছিলো।তাদের গ্যাস ফী তুলনামূলক ভাবে কম এবং ট্রানজেকশন স্পিড বেশী। ফলে সবাই ওই দিকে ধাবিত হচ্ছিল।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: rashedul426 on May 01, 2021, 04:05:39 AM
আমার মনে হয় ইথিরিয়াম এমন অবস্থানে পৌছাছে তাদের চড়া ফি এর জন্য। আর তার জায়গাটা দখল করে নিচ্ছে বিনান্স স্মার্ট চেইন। তবে আমাদের জন্য কোন অসুবিধা হয়নি।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Milon626 on May 03, 2021, 12:24:10 PM
ইথেরিয়ামের গ্যাস ফী বেশী থাকার কারনে বেশির ভাগ প্রজেক্টই এখন বিন্যান্স স্মার্ট চেইন এ চলে যাচ্ছিলো।  আবার অনেক ইনভেস্টরও ইথেরিয়াম নেটওয়ার্ক ছেড়ে যাচ্ছিলো।  আমার মনে হয় এই সব দিক বিবেচনা করে ইথেরিয়াম নেটওয়ার্ক এর টিম আবারও তাদের গ্যাস ফী কমিয়ে এনেছে।                                 
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: raisajahan on May 04, 2021, 06:00:37 AM
ভাই আপনি সুন্দর একটা টপিক তৈরী করছেন যেটা সবার জন্য উপকারে আসবে কারন আমরা সকলেই বেশকিছু দিন যাবত একটা সমস্যা মুখোমুখি হয়েছি আর সেটা হল ইথারিয়াম নেটওয়ার্ক এর গ্যাস ফি বৃদ্ধি পাওয়া আর সে কারনে আমরা সবাই বিরক্ত ছিলাম তাই অনেক ম্যানেজার বিএসসি নেটওয়ার্ক ব্যবহারের প্রজেক্ট নিয়ে আসছিল আমার মনে হয় এটা একটা কারন হতে পারে ইথারিয়ামের গ্যাস ফি কম হওয়ার কারন। তবে আমরা সকলেই উপকৃত হব এবং খুশি হয়েছি গ্যাস ফি কমে যাওয়ার কারনে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Jacksoon99 on May 04, 2021, 08:00:45 AM
হ্যাঁ ঠিক বলেছেন কিছুদিন আগে ইথেরিয়াম এর গ্যাস ফ্রি অনেক বেশি ছিল। তখন দেখা গেছে অনেক বাউন্টিতে  বিএসসি অ্যাড্রেস নিচে। কারণ তখন বিএসসি গ্যাস ফ্রি কম লাগছে। তখন ইথেরিয়াম এর গ্যাস ফ্রি বেশি দিতে হতো। বর্তমান দেখা যায় ইথেরিয়াম এর  গ্যাস ফ্রি অনেকটা কমেছে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Mj joy on May 04, 2021, 08:56:48 AM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে। ইথারিয়াম গ্যাস ফি গত 23/04/21 তারিখে যেখানে 10ডলার ছিল সেখানে 24/04/21 তারিখে 2ডলার হয়ে গেলো এবং আরো কমছে বলে মনে হচ্ছে। যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত সুখবার বটে না হলেতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল।
হ্যাঁ ভাই ঠিক কথাটাই বলেছেন ইথেরিয়াম এর গ্যাস ফিয়ের জন্য টোকেন ট্রানজেকশন করতে অনেক অসুবিধায় পড়েছি এখন  ইথেরিয়াম এর গ্যাস ফি অনেক কমে যাওয়ায় সকলের জন্যই অনেক উপকার হয়েছে। এত কষ্টের ইনকামের টোকেন যদি ট্রানজেকশন না করা যায় তাহলে তো অনেক খারাপ লাগাটা স্বাভাবিক। আমার মনে হয়  ইথেরিয়াম এর গ্যাস ফিটা আবার পূর্বের অবস্থানে খুব দ্রুত চলে যাচ্ছে। এই খবরটা আসলে আমাদের  ক্রিপ্টো জগতের সকলের জন্য সুখবর।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Mist Joya on May 04, 2021, 09:49:18 AM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে। ইথারিয়াম গ্যাস ফি গত 23/04/21 তারিখে যেখানে 10ডলার ছিল সেখানে 24/04/21 তারিখে 2ডলার হয়ে গেলো এবং আরো কমছে বলে মনে হচ্ছে। যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত সুখবার বটে না হলেতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল।
হ্যাঁ ভাই এটা আসলে আমাদের সকলের জন্য খুব বিশাল একটি সুখবর কারণ হচ্ছে ইথেরিয়াম এর গ্যাস এর জন্য কিপটো জগতের সকলেরই খুব ভালো ধরনের প্রবলেমে পরতে হয়েছে। ইথেরিয়াম এর এই গ্যাস ফি একটু বেশি থাকার কারণে  আমার মনে হয় এর প্রতি বিনিয়োগ টা একটু হলেও রাস পেয়েছিল। যারা শর্ট টাইম এবং লং টাইম ট্রেডিং করে থাকেন তাদের জন্য খুব ভালো একটি কয়েন। আমি নিজেও আশা করছি 2021 সালে ইথেরিয়াম থেকে খুব ভালো কিছু পাব।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Random203 on May 04, 2021, 07:33:12 PM
ইথেরিয়াম নেটওয়ার্ক এ অল্প কিছু দিন আগেও গ্যাস ফী অনেক বেশি ছিলো।  আর এই গ্যাস ফী এর জন্য সকল ইনভেস্টরদের অনেক সমস্যা হতো, তবে সব থেকে বেশি সমস্যা হতো আমাদের মতো ছোট খাটো বাউন্টি হান্টারদের।  বাউন্টি হান্টাররা যা পেতো তার বেশি অংশই চলে যেতো গ্যাস ফী হিসেবে।
তবে এখন আর সেই সমস্যা টা নেই।  এখন ইথেরিয়াম নেটওয়ার্ক তাদের গ্যাস ফী কয়েক গুন কমিয়ে এনেছে।                                       
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: bmw1 on May 05, 2021, 08:45:06 AM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে। ইথারিয়াম গ্যাস ফি গত 23/04/21 তারিখে যেখানে 10ডলার ছিল সেখানে 24/04/21 তারিখে 2ডলার হয়ে গেলো এবং আরো কমছে বলে মনে হচ্ছে। যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত সুখবার বটে না হলেতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। ইথেরিয়াম এর নেটওয়ার্ক ফি অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছিল এবং কোন টোকেন এক্সচেঞ্জ করতে সাহস পাচ্ছিল না। আপনার ইনফর্মেশন পেয়ে অনেক আনন্দিত হলাম এবং সবাই টোকেন এক্সচেঞ্জ করতে পারবেন
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Red bake on May 06, 2021, 01:47:22 AM
এই ফোরামে নতুন সদস্য হওয়ার কারণেই এই বিষয়ে আমার কোনো সঠিক জ্ঞান নেই। আমি যতদূর জানি ইথেরিয়াম গ্যাস ফ্রি বুঝায় পৃথিবীর লেনদেন করার সময় জেফরি কাটা হয়।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Suma Islam on May 06, 2021, 02:09:10 AM
ইথেরিয়াম নেটওয়ার্ক এ অল্প কিছু দিন আগেও গ্যাস ফী অনেক বেশি ছিলো।  আর এই গ্যাস ফী এর জন্য সকল ইনভেস্টরদের অনেক সমস্যা হতো, তবে সব থেকে বেশি সমস্যা হতো আমাদের মতো ছোট খাটো বাউন্টি হান্টারদের।  বাউন্টি হান্টাররা যা পেতো তার বেশি অংশই চলে যেতো গ্যাস ফী হিসেবে।
তবে এখন আর সেই সমস্যা টা নেই।  এখন ইথেরিয়াম নেটওয়ার্ক তাদের গ্যাস ফী কয়েক গুন কমিয়ে এনেছে।                                       
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ইথেরিয়াম এর গ্যাস ফি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য ‌। ইথেরিয়াম এর গ্যাস ফ্রি কি এই সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনার পোস্টটি পড়ার পর আমি এই সম্পর্কে জানতে পেরেছি।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Sumi on May 06, 2021, 07:40:02 AM
হ্যাঁ বর্তমানে ইথেরিয়াম গেছে কিন্তু অনেক কমে গেছে আপনারা একটু লক্ষ করলেই সেটি দেখতে পারবেন এবং ক্রমান্বয়ে কিন্তু আগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে ইথিরিয়াম গ্যাসটি তাই আপনারা খুব স্বাচ্ছন্দ্যবোধ এর মাধ্যমে আপনারা ট্রানজেকশন করতে পারবেন খুব সহজে ও অল্প গ্যাস এর মাধ্যমে ধন্যবাদ সকলকে ভাল থাকবেন সুস্থ থাকবেন
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Aeso on May 07, 2021, 11:18:38 AM
 ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ আমি যতদূর জানি ইথেরিয়াম এর গ্যাস কি ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছিল কিছুদিন আগে তা হঠাৎ করে এসে এসে দাঁড়িয়েছিল। কিন্তু বর্তমান সময়ে একই  ইথেরিয়াম এর গ্যাস ফ্রি আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Mosarof on May 08, 2021, 05:24:12 AM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে। ইথারিয়াম গ্যাস ফি গত 23/04/21 তারিখে যেখানে 10ডলার ছিল সেখানে 24/04/21 তারিখে 2ডলার হয়ে গেলো এবং আরো কমছে বলে মনে হচ্ছে। যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত সুখবার বটে না হলেতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল।
হ্যাঁ ভাই এটা আসলে আমাদের সকলের জন্য খুব বিশাল একটি সুখবর কারণ হচ্ছে ইথেরিয়াম এর গ্যাস এর জন্য কিপটো জগতের সকলেরই খুব ভালো ধরনের প্রবলেমে পরতে হয়েছে। ইথেরিয়াম এর এই গ্যাস ফি একটু বেশি থাকার কারণে  আমার মনে হয় এর প্রতি বিনিয়োগ টা একটু হলেও রাস পেয়েছিল। যারা শর্ট টাইম এবং লং টাইম ট্রেডিং করে থাকেন তাদের জন্য খুব ভালো একটি কয়েন। আমি নিজেও আশা করছি 2021 সালে ইথেরিয়াম থেকে খুব ভালো কিছু পাব।
ক্রিপ্টোকারেন্সি তে সবকিছু ওঠানামার উপরে থাকে কেননা ইথেরিয়াম এর  গ্যাস ফ্রি বর্তমানে অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণে আমাদের সবার অনেক সুবিধা হয়েছে এখন সবাই টোকেন এক্সচেঞ্জ করে সুবিধা পাবে। তাই ইথেরিয়াম নেটওয়ার্ক গ্যাস ফ্রি কম থাকা সবার জন্য মঙ্গল জনক।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Cadaver20 on May 10, 2021, 07:43:39 PM
ইথারিয়ামের গ্যাস ফি আবার বাড়তে শুরু করেছে। আমি যখন এই পোস্টটি লিখছি তখন ইথারিয়ামের সর্বনিম্ন গ্যাস 279 gwei. দুই সপ্তাহ আগে ইথারিয়ামের গ্যাস ফি কমে 50 gwei এর নিচে এসেছিল। কিন্তু এখন আবার 100 gwei এর নিচে পাওয়াই যাচ্ছে না।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: HeartBit143 on May 11, 2021, 10:20:18 AM
ইথেরিয়ামের গ্যাস ফী আগের তুলনায় অনেক কমে গেছে। ইথেরিয়ামের গ্যাস ফী কমে যাওয়ার কারনে ইথেরিয়ামের প্রতি আবারও সবাই আগ্রহ দেখাচ্ছে। দিন দিন ইথেরিয়ামের দাম বেড়েই চলেছে এর গ্যাস ফি নিয়ন্ত্রণে আসার জন্য। আমার মনে হয় ইথেরিয়ামের গ্যাস ফী আরও কমে যাবে এবং এই নেটওয়ার্ক এ বিনিয়োগ বেড়ে যাবে। ফলে ইথেরিয়ামের দামও অনেক বৃদ্ধি পাবে।                                       
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: C 98 on May 17, 2021, 05:17:50 AM
ইথেরিয়াম গ্যাস ফি আগের তুলনায় কিছুটা কমলেও এখন আবার তা বাড়তে শুরু করে দিয়েছে। কিছুই বোঝা যাচ্ছে না। এরকমভাবে গ্যাস ফি বৃদ্ধি পেলে বাউন্টি হান্টারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Sumi on May 20, 2021, 09:56:05 AM
ইথেরিয়াম প্লাটফর্মে ট্রানজেকশন ফ্রী কিন্তু এখন আগের মত হয়ে গেছে এখন অল্প পরিমাণে ট্রানজেকশন ঠিক আছে আপনারা চাইলে দেখতে পারেন খেয়াল করে এখন আপনারা ইজিলি কয়েন ট্রানস্ফার করতে পারবেন অল্প খরচের মাধ্যমে ধন্যবাদ সকলকে ভাল থাকবেন
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: RSRS on July 07, 2021, 11:05:54 AM
আমরা এমন কিছু টোকেন পেয়ে থাকি যেগুলো গ্যাস ফি জন্য সেল করতে পারিনা। যদি ইথেরিয়াম এর গ্যাস ফি অতিরক্ত না করে এখনকার মতো চলতে থাকে তাহলে আমাদের জন্য সেটা সত্যিই খুশির খবর। আমরা চাই ইথেরিয়াম এর গ্যাস ফি যেন সর্বদাই এমন থাকে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Diknel on July 25, 2021, 07:17:51 AM
 আমরা এমন কিছু টোকেন পেয়ে থাকি যেগুলো ইথেরিয়াম গ্যাস ফ্রি এর জন্য সেল করতে পারিনা। কিছুদিন আগে ইথারিয়াম গ্যাস ফ্রি অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে গ্যাস ফ্রি অনেক কম। আমি মনে করি, ইথারিয়াম গ্যাস ফ্রি আরো অনেক কমে যাবে। ফলে ইথারিয়াম এর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Centus on October 14, 2021, 08:48:48 AM
ইথেরিয়াম এর গ্যাস ফি অনেক কমে ছিল। কিন্তু বর্তমানে গ্যাস নিয়ে অনেক বেশি। আমার ওয়ালেটে অনেকগুলি টোকেন রয়েছে। যা অতিরিক্ত গ্যাস ফি এর জন্য আমি অন্য কোন ওয়ালেটে অর্থাৎ এক্সচেঞ্জ ওয়ালেটে টান্সফার করতে পারছিনা। কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ ট্রানজেকশন ফি নেই। তাই আমি মনে করি ইথেরিয়াম এর গ্যাস ফি কম হলে লেনদেন অনেক সুবিধাজনক হবে। এবং বিভিন্ন টোকেন হোল্ডাররা লেনদেন করতে পছন্দ করবে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Tubelight on October 18, 2021, 03:55:27 AM
এখন থেকে অনেকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম ইথারিয়াম এর গ্যাস ফ্রি অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল। নিচের দিকে বলতে আমরা ইথারিয়াম প্ল্যাটফর্ম থেকে টোকেন লেনদেন করতে পেরেছিলাম। তবে আমার মতে বর্তমানে ইথারিয়াম এর ট্রানজাকশন ফ্রী অত্যাধিক বেশি। আমি নিজেও বর্তমানে ইআরসি প্ল্যাটফর্মের কোন টোকেন ট্রানজ্যাকশন করতে পারছিনা।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Tunir Baap on October 18, 2021, 04:40:31 AM
আমার কাছে সেরকমই তো মনে হচ্ছে। ইথারিয়াম এর গ্যাস ফ্রি আবারো সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এখন যদি ইথারিয়াম প্লাটফর্ম থেকে কোন টোকেন ট্রানজেকশন করতে যাচ্ছে তখনই আমাদের অধিক পরিমাণ গ্যাস ফ্রি শো করছে যা আমাদের জন্য খুবই নেগেটিভ একটি বিষয়। তবে এরকম যদি কোন ব্যবস্থা থাকত যে কখন ইথারিয়াম এর গ্যাস ফ্রি কমে যায় তাহলে আমাদের জন্য সেটা অনেক সুবিধা হত।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Mayajal on October 21, 2021, 12:08:02 PM
বর্তমানে ইথেরিয়াম প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সমস্যা হল গ্যাস ফি। কারণ যেকোনো টোকেন ট্রানস্ফার করতে গেলে অবশ্যই 50 থেকে 70 ডলার পরিমাণ গ্যাস ফি খরচ হয়ে থাকে। হল সবচেয়ে বড় সমস্যা কারণ এই সমস্যার কারণে বর্তমান এর জনপ্রিয়তা অনেক কমে যাচ্ছে। তাই টোকেন বিক্রি করে খরচ উঠান কষ্ট হয়ে পড়ে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: XM8 on October 25, 2021, 04:24:29 PM
মাঝখানের কিছুদিন সময় আমরা দেখতে পেয়েছিলাম ইথারিয়াম এর গ্যাস ফ্রি অনেকটাই নিম্নমুখী হয়েছিল। কিন্তু ইদানিং আমরা দেখতে পারছি ইথারিয়াম এর গ্যাস ফ্রি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা ইথারিয়াম প্ল্যাটফর্ম থেকে কোন টোকেন লেনদেন করতে পারছি না শুধুমাত্র অতিরিক্ত গ্যাসের কারণে। যদি এভাবে চলতে থাকে তাহলে ইথারিয়াম খুব শীঘ্রই তার জনপ্রিয়তা হারাবে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Bitrab on October 28, 2021, 09:46:07 AM
আমরা আশাবাদ ব্যক্ত রাখতে পারি যে, ইথেরিয়াম এর গ্যাস ফি আবার পুনরায় আগের মত হয়ে যাবে। তবে এটি মূলত মালিক এর উপর নির্ভর করে। তুমি যদি প্লাটফর্ম কে আরো বেশি ঢেলে সাজাতে চান তাহলে অতিরিক্ত গ্যাস ফি থেকে বিনিয়োগকারীদের বা লেনদেন কারীদের সুবিধা দিতে হবে। তবে ইথেরিয়াম এর গ্যাস ফি আগের তুলনায় অনেক কম। ভবিষ্যতে আরো বেশি ড্রপ হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Casual on November 03, 2021, 06:08:34 AM
বর্তমানে ইথিরিয়াম এর অতিরক্ত ট্রানজেকশন ফি কারণে সবারই এই প্রশ্ন। ইথেরিয়াম প্রাইস বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু সেই সাথে ট্রানজেকশন ফি পরিমাণ অনেক বেড়েছে। যত সময় যাচ্ছে ট্রানজেকশন ফি কমছে না বরঞ্চ বৃদ্ধি পাচ্ছে। 2021 সালের মধ্যে ইথিরিয়াম ট্রানজেকশন ফি কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। 2022 সালে কি হয় সেটা দেখার বিষয় ইথেরিয়াম ইনজেকশন ফি এর।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Triedboy on November 03, 2021, 11:51:31 AM
ইথেরিয়াম গ্যাস ফ্রি একসময় অনেক কম ছিল কিন্তু যখনই ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে ইথিরিয়াম গ্যাস ফি বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছুদিন আবার কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আবারো ইথিরিয়াম গ্যাস ফি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি ইথিরিয়াম এত বেশি পরিমাণ গ্যাস ফ্রি লাগার কারণে ইথিরিয়াম এর প্রাইস বিটকয়েনের তুলনায় অনেক কম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Magepai on November 04, 2021, 01:42:32 PM
যখন 2020 সালের শেষের দিকে ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পেতে থাকে সেই সাথে সাথে ট্রানজেকশন ফ্রী পরিমাণ বেড়ে যায়। কিন্তু তারপরেই ইথিরিয়াম ট্রানজেকশন ফি কমে এসে ছিল কিন্তু হঠাৎ করে কেন আবার এতটা বৃদ্ধি পেল। বর্তমানে ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পাচ্ছে বিদায় ট্রানজেকশন ফ্রি মনে হয় এত বেশি বেড়েই চলছে। ট্রানজেকশন ফ্রি এত বেশি পরিমাণে লাগলে বাউন্টি হান্টারদের ইথেরিয়াম প্ল্যাটফর্মের টোকেন গুলো বিক্রি করতে সমস্যা হবে কারণ যে পরিমাণ ডলার পাওয়া যায় তার থেকে বেশি বর্তমানে ট্রানজেকশন ফি লেগে যায়।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Meta on November 07, 2021, 06:05:30 PM
বর্তমানে সবথেকে বড় সমস্যা হল ইথেরিয়াম ট্রানজেকশন ফি যা সবাইকে ভোগাচ্ছে। ইথেরিয়াম প্ল্যাটফর্মের কোন টোকেন স্থানান্তর করতে সবাইকে অতিরিক্ত ট্রানজেকশন ফি গুনতে হচ্ছে এই সময়ে যা একটি অসহ্যকর ব্যাপার।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Lutera94 on November 08, 2021, 12:39:45 PM
বুঝতে পারছিনা ইথারিয়াম টিম কোন সিস্টেম করল কিনা যখন দেখল সমস্ত প্রজেক্ট বিএসসি (বাইনান্স স্মার্ট চেইন) এ চলে যাচ্ছে দেখে। ইথারিয়াম গ্যাস ফি গত 23/04/21 তারিখে যেখানে 10ডলার ছিল সেখানে 24/04/21 তারিখে 2ডলার হয়ে গেলো এবং আরো কমছে বলে মনে হচ্ছে। যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত সুখবার বটে না হলেতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল।
কিছুদিন আগে ইউনিসেপ এ একটা টোকেন ট্রাড করে আমার ১১০$  ফি লেগেছে , অথচ বাইন্যান্স স্মার্ট চেইনে ১$  ও লাগতোনা। সুতরাং আপনি যে আশা নিয়ে পোস্ট করেছিলেন, আপাতত তার ফল দেখতে পাচ্ছি না। তাই সবাই ইথিরিয়ামকে ইগনোর করতে চায়, এর সমাধান কবে যে হবে সেই অপেক্ষায় আছি। এত ফি লাগলে আমাদের মত হান্টাররা খুব বিপদে পড়ে যাবো।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Spyroo on November 24, 2021, 06:12:59 AM
ইথেরিয়াম গ্যাস ফি এখন সর্বোচ্চ পরিমাণে। কোন টোকেন স্থানান্তর করতে দেখা যায় এখন 80 ডলার থেকে 90 ডলার সমপরিমাণ গ্যাস ফি দিতে হয়। অন্যদিকে বিনান্স স্মার্ট চেইন প্লাটফর্মে কিন্তু এই গ্যাস ফি অনেক কম।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Maxx_qqwx on December 15, 2021, 09:10:27 AM
ইথেরিয়াম গ্যাস ফি এখন সর্বোচ্চ পরিমাণে। কোন টোকেন স্থানান্তর করতে দেখা যায় এখন 80 ডলার থেকে 90 ডলার সমপরিমাণ গ্যাস ফি দিতে হয়। অন্যদিকে বিনান্স স্মার্ট চেইন প্লাটফর্মে কিন্তু এই গ্যাস ফি অনেক কম।

হ্যা এটার কারণে আসলেই অনেক খারাপ লাগে, কারণ ওয়ালেটে যা টোকেন থাকে সেটার দামের থেকেও গ্যাস ফি বেশি দেয়া লাগে যার জন্য এটা ব্যবহার করা অনেক কঠিন হয়ে পড়ছে দিন দিন। এভাবে বাড়তে থাকলে এক সময় মানুষ আর কেউ ইথারিয়াম ব্যবহার করতেই চাইবে না।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Cleanerbd on December 17, 2021, 05:08:18 PM
ইথেরেয়াম এর গ্যাস ফি সাধারণত এর Gwei এর উপর নির্ভর করে। ইথেরেয়াম এর Gwei যদি ১০০ এর উপরে যায় তাহলে ফি এর পরিমান বেশী লাগে। আর যখন gwei ১০০ এর নিচে থাকে তখন ফি কম লাগে। তবে বড় এমাউন্টের জন্য  নেটওয়ার্ক ফি কিছুই নয়।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Perfect540 on February 20, 2022, 12:57:00 PM
ইথেরিয়াম এর গ্যাস ফি তুলনামূলকভাবে আমাদের কাছে অনেক বেশি। আমরা যারা ছোট ছোট লেনদেনকারী আছি, আমাদের কাছে বর্তমান গ্যাস ফি অনেক বেশি মনে হয়। সুতরাং আমি মনে করি ইথেরিয়াম গ্যাস ফি ডপ না হওয়া পর্যন্ত, ছোট ছোট লেনদেন কারীদের অবশ্যই সুলভ আচরণ হবে না। তবে এটির গ্যাস ফি বৃদ্ধি পাওয়ার ফলে এই প্লাটফর্মে টোকেন তৈরি ও লেনদেন আগের তুলনায় অনেকটা কম। টোকেন ওনারা বিকল্প প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে শুরু করেছে।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Piku on February 21, 2022, 06:11:42 AM
বর্তমানে ইথেরিয়াম এর গ্যাস ফি 20 থেকে 60 ডলার এর মধ্যে সীমাবদ্ধ। টোকেন টান্সফার করার ক্ষেত্রে 20 ডলার গ্যাস ফি প্রয়োজন হয়। আরো এটা তুলনামূলকভাবে মাত্রা অতিরিক্ত। যা অন্য নেটওয়ার্কে লেনদেন করা অনেক সুবিধাজনক। অন্য নেটওয়ার্কে লেনদেনের জন্য গ্যাস ফি অনেক কম লাগে। এবং কোন কিছু সোয়াপ করতে গেলে 50 থেকে 60 ডলার গ্যাস ফি প্রয়োজন হয়। তাই অন্য নেটওয়ার্কের তুলনায় ট্রানজেকশন ফি অনেকটাই বেশি।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Fulshai on March 09, 2022, 03:47:18 PM
হ্যাঁ ঠিক বলেছেন, বর্তমানে ইথারিয়াম এর গ্যাস ফ্রি অনেক বেশি। একটি টোকেন টান্সফার করার ক্ষেত্রে সর্বনিম্ন 20 ডলার লাগে। যা অন্য নেটওয়ার্কে লেনদেন করতে অনেকটা কম লাগে। এজন্য আমরা বলতে পারি ইথেরিয়াম এর চেয়ে অন্য নেটওয়ার্কে টোকেন  টান্সফার করা ভালো।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Madmax789 on December 13, 2022, 07:29:21 PM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ইথেরিয়াম প্লাটফর্মে গ্রাস গ্যাসটি বা ট্রানজেকশন পেয়ে কিন্তু আকাশছোঁয়া হয়ে গেছে আর এ কারণে কিন্তু ইথেরিয়াম প্ল্যাটফর্ম অনেক পেছনে পড়ে যাচ্ছ। তাদের গ্যাস ফী তুলনামূলক ভাবে কম এবং ট্রানজেকশন স্পিড বেশী। ফলে সবাই ওই দিকে ধাবিত হচ্ছিল। 
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Spyroo on October 15, 2023, 01:41:28 PM
কয়েনের দাম বাড়লে গ্যাস ফিয়ের পরিমাণ বাড়ে।
অন্যদিকে কয়েনের দাম কমলে গ্যাসের দাম কমে যায় এটা স্বাভাবিক একটি ব্যাপার।
Title: Re: ইথারিয়াম গ্যাস ফি কি আবার আগের মতো হয়ে যাচ্ছে?
Post by: Home200 on January 12, 2024, 06:05:35 PM
বিটকয়েন বাজারে যদি কয়েন এর দাম বৃদ্ধি পায় ঋণ তাহলে গ্যাস ফ্রি ও অনেক বেড়ে যায়। তবে যখন গ্যাস ফ্রি কমে যায় তখন আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু ভবিষ্যতে যদি আমরা লক্ষ্য করি তখন আমরা দেখতে পারবো গ্যাস ফ্রি কমে আসবে। তবে এইটা আমরা খুব তাড়াতাড়ি দেখবো।