Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Cadaver20 on May 09, 2021, 05:56:53 PM

Title: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Cadaver20 on May 09, 2021, 05:56:53 PM
ফোরামে ইথারিয়াম আর বিএনবি কয়েন নিয়ে আলোচনার ঝড় চলছে। কিন্তু অন্যতম জনপ্রিয় একটি কয়েন লাইটকয়েনের দাম গত এক সপ্তাহে ১০০ ডলারের বেশি বেড়ে গেছে। হয়তো আমরা অনেকেই এটি লক্ষ্য করি নাই। লাইটকয়েন কি পারবে ৫০০ ডলার পার করতে?
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Review Master on May 09, 2021, 07:15:48 PM
ফোরামে ইথারিয়াম আর বিএনবি কয়েন নিয়ে আলোচনার ঝড় চলছে। কিন্তু অন্যতম জনপ্রিয় একটি কয়েন লাইটকয়েনের দাম গত এক সপ্তাহে ১০০ ডলারের বেশি বেড়ে গেছে। হয়তো আমরা অনেকেই এটি লক্ষ্য করি নাই। লাইটকয়েন কি পারবে ৫০০ ডলার পার করতে?

সবাই ডোজকয়েন নিয়েই ব্যস্ত বললে আরো ভালো হবে।  ;D যাই হোক মজা বাদ দিয়ে বলব যে, লাইটকয়েন ৫০০ ডলার অতিক্রম করতে পারবে এবং এটিকে দুইটিভাবে বলবো। প্রথমত, সেরা অল্টকয়েন ইথিরিয়াম পূর্ববর্তী সর্বোচ্চ মূল্য অতিক্রমের পর প্রায় দ্বিগুণ হয়েছে এবং সেইদিক থেকে লাইটকয়েনও কিন্তু পূর্বের সর্বোচ্চ মূল্যের দ্বিগুণ হয়, তাহলে মূল্য প্রায় ৬০০ ডলারের বেশি হয়। দ্বিতীয়ত, বিটকয়েনের ডোমিন্যান্স মার্কেটে কম এবং কিছু রেজিস্ট্যান্স অতিক্রম করলে এটি ৫০০ ডলার অতিক্রম করবে। আর এই রেজিট্যান্স লেভেলগুলো নির্ভর করবে, মার্কেটের অবস্থার উপর।  ;)
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: HeartBit143 on May 11, 2021, 12:44:30 PM
ক্রিপ্টোকারেন্সিতে সেরা কয়েন গুলোর মধ্যে লাইটকয়েন অন্যতম। এই কয়েনটি খুবই সম্ভাবনাময় একটি কয়েন। দিন দিন লাইটকয়েনের জনপ্রিয়তা শুধু বৃদ্ধিই পাচ্ছে।  এর জনপ্রিয়তার সাথে সাথে দামও হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তাই এই বছরের শেষের দিকে লাইটকয়েনের দাম ৫০০$ আশা করা যায়।                           
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: saidul2105 on May 11, 2021, 11:58:06 PM
লাইটকয়েনের ৫০০$ হিট করা অসম্ভব কিছু নয়। সম্প্রতি লাইটকয়েন খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে যা দেখে মনে হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই লাইটকয়েন ৫০০$ হিট করবে। তাই যাদের সামর্থ্য আছে তারা লাইটকয়েনের উপর বিনিয়োগ করতে পারেন।  আশা করি যারা বিনিয়োগ করবেন তারা ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন।                         
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: rashedul426 on May 12, 2021, 04:36:58 AM
লাইট কয়েনের দাম যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে এটি ৫০০$ খুব দ্রুত অতিক্রম করবে।বড় বড় ক্রিপ্টো ওয়ার্কাররা লাইট কয়েনর যথাযথ মূল্য দেয়। এটির অবস্থান হবে বাইনান্স কাছেই। আমার পছন্দের কয়েন গুলোর মধ্য লাইটকয়েন একটি।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Cadaver20 on May 13, 2021, 06:51:33 PM
গত দুই দিন হল ক্রিপ্টো মার্কেট আবার রেড হয়ে গেছে। ফলে লাইটকয়েন সহ সকল কয়েনের দাম অনেকটা ডাউন হয়ে গেছে। লাইটকয়েনের দাম এখনো $৩০০ এর উপরে। আমরা আশা করি মার্কেট এবার সবুজ হলেই লাইটকয়েন $৫০০ অতিক্রম করবে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Review Master on May 13, 2021, 08:57:34 PM
গত দুই দিন হল ক্রিপ্টো মার্কেট আবার রেড হয়ে গেছে। ফলে লাইটকয়েন সহ সকল কয়েনের দাম অনেকটা ডাউন হয়ে গেছে। লাইটকয়েনের দাম এখনো $৩০০ এর উপরে। আমরা আশা করি মার্কেট এবার সবুজ হলেই লাইটকয়েন $৫০০ অতিক্রম করবে।

শুধুমাত্র সময়ের অপেক্ষার বিষয় এবং মার্কেট এমন কারেকশনে থাকবে কিছুদিনের জন্য। যদিও লাইটকয়েন এখন $২৯৮ ডলারে চলতেছে, কারণ বিটকয়েন আবারও ডাম্প করেছে। বিটকয়েন যদি সর্বোচ্চ ৪৫ হাজার ডলারের কাছাকাছি ডাম্প করে, তাহলে লাইটকয়েনকে $২৫০ কিংবা এর একটু কম পর্যন্ত ডাম্প করতে দেখা যাবে। তাই তারা রিস্ক নিতে চান, তারা এমন ধরনের কম মূল্যে ক্রয় করতে পারেন। তবে অবশ্যই নিজের বিশ্লেষন প্রথমে করে নিবেন এবং স্টপ-লস ব্যবহার করতে ভুলবেন না।

ঈদ মোবারক সবাইকে।  ;)
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Random203 on May 15, 2021, 04:43:26 AM
৫০০$ স্পর্শ করার মতো এবিলিটি লাইটকয়েনের আছে। এখন লাইটকয়েন যে ভাবে পাম্প করতেছে তাতে করে ৫০০$ স্পর্শ করতে  খুব বেশি দিন লাগার কথা নয়।  ২০২১ সালের মধ্যেই লাইটকয়েন ৫০০$ স্পর্শ করবে বলে আমার মনে হয়।         
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: C 98 on May 17, 2021, 05:13:05 AM
ইথেরিয়াম এবং বিটকয়েনের দাম যেরকম বৃদ্ধি পেয়েছে সেই রকম ভাবে  কয়েন গুলোর দাম বৃদ্ধি পায়নি। বিএনবি কয়েনের দাম অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। লাইট কয়েন এর বাজার মূল্য হল 280 ডলার। কিন্তু এখান থেকে 500 ডলারে পৌঁছাতে অনেকটুকু পথ পাড়ি দিতে হবে। তবে ক্রিপ্টোকারেন্সি তে এটা সম্ভব।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Fariwala on May 24, 2021, 02:53:35 PM
ফোরামে ইথারিয়াম আর বিএনবি কয়েন নিয়ে আলোচনার ঝড় চলছে। কিন্তু অন্যতম জনপ্রিয় একটি কয়েন লাইটকয়েনের দাম গত এক সপ্তাহে ১০০ ডলারের বেশি বেড়ে গেছে। হয়তো আমরা অনেকেই এটি লক্ষ্য করি নাই। লাইটকয়েন কি পারবে ৫০০ ডলার পার করতে?

সবাই ডোজকয়েন নিয়েই ব্যস্ত বললে আরো ভালো হবে।  ;D যাই হোক মজা বাদ দিয়ে বলব যে, লাইটকয়েন ৫০০ ডলার অতিক্রম করতে পারবে এবং এটিকে দুইটিভাবে বলবো। প্রথমত, সেরা অল্টকয়েন ইথিরিয়াম পূর্ববর্তী সর্বোচ্চ মূল্য অতিক্রমের পর প্রায় দ্বিগুণ হয়েছে এবং সেইদিক থেকে লাইটকয়েনও কিন্তু পূর্বের সর্বোচ্চ মূল্যের দ্বিগুণ হয়, তাহলে মূল্য প্রায় ৬০০ ডলারের বেশি হয়। দ্বিতীয়ত, বিটকয়েনের ডোমিন্যান্স মার্কেটে কম এবং কিছু রেজিস্ট্যান্স অতিক্রম করলে এটি ৫০০ ডলার অতিক্রম করবে। আর এই রেজিট্যান্স লেভেলগুলো নির্ভর করবে, মার্কেটের অবস্থার উপর।  ;)

+১ রইল
আপনার সাথে আমি একমত। আর মার্কেটগুলো যদি ভালোভাবে ক্যালকুলেশন করি তাহলে ঠিক এটাই  আসত কিন্তু একি হলো মার্কেটের হঠাৎ করেই সমস্ত ক্রিপ্টোকারেন্সি কয়েনগুলো দাম কিন্তু কমতে শুরু করে দিয়েছে কি হয় বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে আমার 500 ডলার লস হয়ে গেছে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Milon626 on July 24, 2021, 06:43:38 PM
সম্প্রতি ক্রিপ্টো মার্কেট এর যে অবস্থা তাতে করে মনে হয় না যে এই ২০২১ সালের মধ্যে লাইটকয়েন ৫০০$ অতিক্রম করতে পারবে।  তবে সামনে যদি ক্রিপ্টো মার্কেট আবারও ঘুরে দাড়ায় তবে ২০২২ সালের প্রথম দিকে লাইটকয়েনের দাম ৫০০$ পার করে যেতে পারে।
এখন সব কিছু নির্ভর  করতেছে বাজারের উপর।                       
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Diknel on July 25, 2021, 08:50:34 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সেরা কয়েন গুলোর মধ্যে লাইটকয়েন অন্যতম। আমার মনে হয়, বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে অবস্থা তাতে লাইটকয়েন ৫০০ ডোলারে হিট করবে কিনা তা বুঝা যায় না। কিন্তু সামনে যদি ক্রিপ্টো মার্কেট ভালো হয়। তবে লাইট কয়েন ৫০০ ডলারে হিট করতে পারে,বলে আমি মনে করি।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Triedboy on November 03, 2021, 11:58:31 AM
2021 সালের প্রথমে যেভাবে লাইট কয়েন এর প্রাইস বৃদ্ধি পেতে নিয়েছিল তখন সবারই ধারনা ছিল অল্প কয়েকদিনের মধ্যে পাঁচশো ডলার হিট করবে। কিন্তু ধীরে ধীরে প্রাইস কমতে থাকে কারণ বিটকয়েনের প্রাইস হঠাৎ করেই অনেক ডাম্পিং হওয়ার কারণেই সকল কয়েনের প্রাইস কমে গিয়েছিল। এখন যেভাবে আবার বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে অবশ্যই লাইট কয়েন প্রাইস বৃদ্ধি পাবে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Triedboy on November 03, 2021, 12:00:56 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সেরা কয়েন গুলোর মধ্যে লাইটকয়েন অন্যতম। আমার মনে হয়, বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে অবস্থা তাতে লাইটকয়েন ৫০০ ডোলারে হিট করবে কিনা তা বুঝা যায় না। কিন্তু সামনে যদি ক্রিপ্টো মার্কেট ভালো হয়। তবে লাইট কয়েন ৫০০ ডলারে হিট করতে পারে,বলে আমি মনে করি।
আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লাইট কয়েন এর জনপ্রিয়তা রয়েছে অনেক। কিন্তু বর্তমানে শুধুমাত্র বিটকয়েনের প্রাইজ বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বেশ কিছু কয়েন এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস যখনি বিটকয়েন প্রাইস 80 হাজার ডলার ছাড়িয়ে যাবে তখন লাইট কয়েন প্রাইস অবশ্যই 500 ডলার অতিক্রম করবে। লাইট কয়েন এর প্রাইস বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে ব্যাপক ইনভেস্টর রয়েছে এর মধ্যে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Centus on February 19, 2022, 11:35:05 AM
লাইট কয়েন 500 থেকে 1000 ডলার হিট করার সম্ভাবনা আছে। লাইট কয়েন এর মূল্য রাতারাতি ভাবে ধস নামার পরে খুব একটা বাড়েনি। অন্যান্য কয়েন এর তুলনায় লাইট কয়েন এর দাম এখনও সেই নিচে পড়ে আছে। লাইট কয়েন এর বিভিন্ন পজেটিভ দিক ভবিষ্যতে উন্মোচিত হলে অবশ্যই লাইট কয়েন মানুষ বিনিয়োগ বৃদ্ধি করবে এবং দাম বৃদ্ধি পাবে। দাম বেড়ে হয়তো 500 থেকে 1000 ডলার হিট করতে পারে। সর্বোপরি মার্কেটের অবস্থা ভালো হলে লাইট কয়েন এর দাম অবশ্যই বৃদ্ধি পাবে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Perfect540 on February 20, 2022, 12:24:53 PM
লাইট কয়েন মুদ্রাটি একসময় তৃতীয় অবস্থানে ছিল। এবং এই মুদ্রাটি খুব জনপ্রিয় হয়েছিল। কিন্তু বর্তমানে এর জনপ্রিয়তা খুব একটা বেশি নয়। ভবিষ্যতে লাইট কয়েন জনপ্রিয়তার তুঙ্গে যেতে পারে এবং তখন দাম বৃদ্ধি পাবে। তবে আমি সঠিক করে বলতে পারি না যে এটি 500 ডলার হিট করবে কিনা। তবে টোটাল বাজারের অবস্থা যদি ভাল হয় তাহলে লাইট কয়েন একা থেমে থাকবে না। লাইট কয়েন অন্যান্য মুদ্রাগুলোর সাথে তাল মিলিয়ে দাম অনেক বেশি বৃদ্ধি পাবে এ আশাবাদ হোল্ডাররা ব্যক্ত করে। এবং ভবিষ্যতে ভালো কোন ডেভলপমেন্ট ও লেনদেনের জন্য ফি কম থাকলে অবশ্যই দাম বৃদ্ধি পাবে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Piku on February 21, 2022, 05:28:57 AM
বর্তমানে লাইট কয়েন এর দাম 113 ডলারে অবস্থান করতেছে। তুলনামূলকভাবে যদি আমরা বিটকয়েন, ইথেরিয়াম, বা অন্যান্য উচ্চ পর্যায়ের কয়েন গুলোর সাথে তুলনা করি। তাহলে লাইট কয়েন এর মার্কেট ক্যাপ বাড়েনি। তবে আশা করা যাক আগামী বছরগুলোতে মার্কেট কে বৃদ্ধিসহ দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। যে কয়েন গুলোর সবচেয়ে বেশি দাম ওঠানামা করে সেগুলোর আলোচনা এখানে বেশি চলে। লাইট কয়েন ফেসবুক ভবিষ্যতে 500 ডলার হতে পারে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Bitrab on February 21, 2022, 10:24:48 AM
লাইট কয়েন এর দাম ভবিষ্যতে 1 থেকে 2 হাজার ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বাজারে অন্যান্য কয়েন গুলোর দাম যখন বৃদ্ধি পাবে তখন লাইট কয়েন এর দাম বৃদ্ধি পাবে। তবে লাইট কয়েন এর দাম কত দুই বছরের মধ্যে বৃদ্ধি পায়নি। তুলনামূলকভাবে নিম্নস্তরের পয়েন্টগুলো ইতিমধ্যেই দাম বৃদ্ধি পেয়েছে টপ দশের মধ্যে এসে গেছে। কিন্তু লাইট কয়েন টপ 10 থেকে শুধু নিচের দিকে নামতে শুরু করেছে। তাই প্রত্যেকটা হোল্ডার আশাবাদী যে লাইট কয়েন এর দাম অবশ্যই বৃদ্ধি পাবে।
Title: Re: লাইটকয়েন (LTC) কি ৫০০ ডলারে হিট করবে?
Post by: Fulshai on February 27, 2022, 05:44:10 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লাইট কয়েন ভালো পজিশনে আছে। অতীতে লাইট কয়েন এর তেমন বৃদ্ধি পাচ্ছিল না। কিন্তু বর্তমানে যে ভাবে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে হয়তো লাইট কয়েন 500 ডলারের উপরে হিট করবে। তাই যাদের অর্থের সামর্থ্য আছে। তারা অতি তাড়াতাড়ি লাইট কয়েন কিনে ইনভেস্ট করুন। আশা করি এর দাম ভবিষ্যতে দ্বিগুণ পাম্পিং করবে।