follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Sumaia20201

Pages: [1]
1
বাংলা (Bengali) / কারমা কি?
« on: March 08, 2019, 10:05:37 AM »
কারমা কি?   আজ আপনাদের এ বিষয়ে সহজ ভাবে বুঝানোর চেষ্টা করব ।

১। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, ভিডিওর নিচে   লাইক  এবং ডিসলাইক  নামে দুইটি অপশন আছে ।
 
ভিডিওটি দেখে যদি আমাদের ভাল লাগে অথবা শিক্ষণীয় কিছু হয় অথবা হেলথফুল হয় ।  তাহলে আমরা সেই ভিডিওতে লাইক দেই ।
আর যদি ভিডিওটি দেখে আমাদের ভাল না লাগে অথবা শিক্ষণীয় কিছু না হয় ।   তাহলে আমরা সেই ভিডিওতে ডিসলাইক দেই ।

২. আমরা অনেকে ফেসবুক ব্যাবহার করি , সেখানে অনেকে অনেক ধরনের পোস্ট করে থাকে । সেই পোস্টগুলো ভাল লাগলে আমরা লাইক দেই । তবে ডিসলাইকের কোন অপশন নাই ।

ঠিক তেমনি ভাবে আমাদের এই ফোরামে যদি কেউ পোস্ট দেয়, এবং সেই পোষ্ট দেখে বা পড়ে যদি হেলথফুল হয়/না হয় । তাহলে আপনি লাইক/ডিসলাইক দিতে পারবেন । এই ফোরামে সেই লাইক এবং ডিসলাইক দেওয়াকে কারমা বলে । লাইক = [+ Karma]  এবং ডিসলাইক =[- Karma]   ।   ;) ;) ;)কারমা কি আশা করি সবাই বুঝতে পেড়েছেন ;) ;) ;)

Note : আপনি ইচ্ছা করলেই কারমা দিতে পারবেন না, এ জন্য কিছু রুলস আছে । নিচের লিঙ্কটি পড়ুন বাকিটা বুজতে পারবেন ঃ https://www.altcoinstalks.com/index.php?topic=96930.0




2
গতকাল ইথারিয়ামের দাম ছিল $১৭০ আজ $১৩৫  কেন হচ্ছে ?
কোনো কারনে জালিয়াতি হলে বা ধরা পড়লে ইথারিয়ামের দাম কমে যায় । আবার কোনো দেশ আগে অবৈধ ঘোষণা করলে মুহূর্তেই দাম অনেক কমে  যায় আবার কোনো দেশ ইথারিয়ামের পক্ষে অবস্থান নিলে মুহূর্তেই দাম অনেক বেড়ে যায়। দাম বাড়া-কমা অনেকটাই মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। তারপর আছে অন্যান্য কয়েনের অবস্থান। যদি খবর রটে, ইথারিয়াম হবে ভবিষ্যতের মুদ্রা, তাহলে ইথারিয়ামের দাম বেড়বে। এসব নানা কারণে ইথারিয়ামের দাম বাড়ে-কমে। এর মধ্যে মুনাফালোভী বড় বড় কুমিররূপী বিনিয়োগকারী হঠাৎ অনেক বিনিয়োগ করে ইথারিয়ামের দাম বাড়াতে পারে, আবার হঠাৎ সব টাকা তুলে নিয়ে ইথারিয়ামের ধস নামাতে পারে।

3
আলটাকয়েন ফোরামে নতুন আপডেট এসেছে । আমাদের ফোরাম র‍্যাংকের পরিবর্রন হয়েছে । পোস্ট এর বর্তমান নাম Activity

কিন্তু কারমা দেওয়ার সিস্টেম পরিবর্রন  হয়নি ।

এখন প্রশ্ন আসবে -  কি কন এসব !

হুম ... আমি ঠিকই বলছি , আগে কারমা দেওয়ার জন্য মিনিমাম সিনিয়র মেম্বার র‍্যাংক প্রয়োজন হতো অর্থাৎ ১২০ টি পোস্ট করলে আমরা সিনিয়র মেম্বার হতাম এবং মানসম্মত পোস্টে কাউকে কারমা দিতে পারতাম ।  এখন ফুল মেম্বার বা  সিনিয়র মেম্বার হতে হবে না , আপনার ১২০টি Activity থাকলে আপনি কোন পোস্ট এ কারমা দিতে পারবেন ।

 
:) :) :) :)আশা করি সবাই বুঝতে পেড়েছেন :) :) :) :)


দয়াকরে আজেবাজে কোন পোষ্টে কারমা দিবেন না 

4
ফ্রিতে নিয়ে নিন ৫০০০ DGB টোকেন মূল্য ৪৫ ডলার

চলে যান -- https://coininvestbank.com

প্রথম দাপ - রেজিস্ট্রেশন করুন এবং ইমেইল কনফার্ম করুন ।

২ দাপ - একাউনট লগইন এবং রিসিপ করুন ৫০০০ DGB টোকেন ।

৩ দাপ - investbox এ ক্লিক করুন ।

৪ দাপ - ১% দিয়ে ৬০ দিনের জন্য ৫০০০ ফ্রি টোকেন গুলু  invest করুন ।

৬০ দিন পর ৮০০০ টোকেন হবে । ৬০ দিন পর উত্তোলন করতে পাবেন।

DGB টোকেন প্রায় ৮-১০ টি এক্সছেঞ্জারে  লিস্টেড আছে ।

সুতরাং - তারাতারি রেজিস্ট্রেশন করুন ।

5
We make the BEST Free Firmware for safe overlocking 🐜Antminer S9, S9i

Today our firmware is number 1 in the world with statistics of over 100.000 installations
 
➡overlocking (19 TH/s - AIR COOLING , 22 TH/s - IMMERSION COOLING)
➡ENERGY SAVING (75w-TH/s) (Asic S9 13.5 TH/s - 1000 watt)
➡auto tuning frequency
➡Profiles (choose you power supply and overlock)
➡Asic BOOST and LPM
➡decrease hardware errors (HW)
➡fan polling off ( immersion cooling )
➡equipment life extension
➡Ability to install the firmware + transfer the config + create workers to an unlimited number of miners on the same network
➡1,8% dev fee
 
✅Free download from https://pro-miner.ru/files/PROMINER.gz
 
FOR EXAMPLE:
Asic S9 13.5 with power supply 1600 watts overlocking up to 16 TH/s (18% increase in performance)
Asic S9 13.5 with power supply 1800 watts overlocking up to 17 TH/s (26% increase in performance)
Asic S9 13.5 TH/s (downvolt Function) reduce consumption up to 1000 watt !!!

https://pro-miner.ru/components/com_jshopping/files/img_products/FullSizeRender-05-02-19-07-03.jpg
https://pro-miner.ru/components/com_jshopping/files/img_products/a0819420-87bd-42d1-8cbd-838b6431e26a.JPG

6
বিটকয়েন এমন একটি কারেন্সি যেটার টাকা লসের রিক্স অনেক বেশি এবং প্রপ্টি এর সম্ভাবনাও অনেক বেশী। এটা নিয়ে কেউ ভাল প্রেডিকশন দিতে পারেনা তবে ভবিষ্যতে এর দাম বাড়লেও কখন ৩০ হাজার যাবে তা কেউ বলতে পারবে না। তবে এই বৎসর ১০ থেকে ১৫ হাজার যাওয়ার সম্ভাবনা আছে।
 
নিজ দায়িত্বে ইনবেস্ট করুন।

7
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

8

প্রথমেই শুরু করি ICO কি ?
ICO  হলো অনেকটা IPO এর মত। অর্থাৎ কোন কোম্পানি তাদের ব্যবসা প্রসারের জন্য যেমন IPO মাধ্যমে টাকা মার্কেট থেকে টাকা উত্তোলন করে এবং বিনিময়ে তার কোম্পানির শেয়ার দেয় , ঠিক তেমনি বিভিন্ন কোম্পানি টাকা উত্তোলনের জন্য ICO নিয়ে আসে এবং বিনিময়ে তাদের টোকেন কিংবা কয়েন দেয়। কয়েনগুলো তুলনামূলক কম দামে দেয় এবং ইনভেস্টর এই আশায় বিনিয়োগ করে যে তারা পরে লাভ করতে পারবে।

যাই হোক ,মূল কথায় ফিরে আসি। বর্তমানে বেশিরভাগ ICO ফেক বা স্কেম। তারা ICO নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে এবং সে টাকা নিয়ে উধাও হয়ে যায়।যেহেতু এইটা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে, কারো তেমন কিছু করার ও থাকে না। সুতরাং , ICO তে বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই অনেক ভেবেচিন্তে করতে হবে যাতে কোনোরকম ঝুঁকি না থাকে বা প্রতারণার শিকার না হন। এইখানে আমি চেষ্টা করবো কিভাবে এইসব ফেইক কিংবা স্কেম ICO সনাক্ত করা যায় এবং ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়।

১. টিম সবচেয়ে বড় ভূমিকা পালন করে
ICO তে বিনিয়োগের শুরুতেই দেখে নিন যেখানে বিনিয়োগ করছেন, মানে যে ICO তে বিনিয়োগ করার কথা ভাবছেন সেটার পিছনে কোন মানুষগুলো কাজ করছে। তারা কি বাস্তব নাকি ফেইক। অনেক ICO আছে যারা তাদের টিমের পিক দেয় অন্য মানুষের। হতে পারে আমার কিংবা আপনার। তারা তাদের বলে চালিয়ে দিচ্ছে। যদি তারা এইরকম করে তাহলে অবশ্যই বুঝে নিবেন যে তাদের উদ্দেশ্য ভালো নয়। মানে তারা মানুষের টাকা মেরে দেয়ার চিন্তা ভাবনা করছে। কিভাবে বুঝবেন যে তারা প্রকৃত মানুষ নাকি অন্যের পরিচয় ব্যবহার করছে ? ওকে। আপনি খুব সহজভাবে গুগল ইমেজ সার্চ করে বের করে নিতে পারেন। এইটা খুবই সহজ কাজ। 

২. Whitepaper যাচাই করুন
Whitepaper হলো ওই প্রজেক্টের উদ্দেশ্য, লক্ষ্য, কিংবা তাদের রোডম্যাপ। অর্থাৎ সবকিছুর বিস্তারিত। আপনি ওইটা পড়লেই বুঝতে পারবেন কতটা প্রফেশনাল। তাছাড়া আপনি কপি/পেস্ট চেকার দিয়ে চেক করে নিন অন্য কোথাও থেকে চুরি করা কিনা। বেশির ভাগ প্রতারকরা এই কাজটাই করে। অন্যের সবকিছু কপি করবে। এইটা করা খুবই সহজ। আমি নিচে সব প্রয়োজনীয় লিংক দিয়ে দেব যাতে আপনাদের কষ্ট করতে না হয়।

৩. ওয়েবসাইট যাচাই করুন
ICO কোম্পানির যে ওয়েবসাইট আছে দেখে নিন তা কতদিন আগের নাকি নতুন খোলা হয়েছে। কতটা প্রফেশনাল ভাবে তারা ওয়েবসাইট সাজিয়েছে কিংবা তাদের ডোমেইন কতদিনের রেজিস্ট্রেশন করা। যদি কম হয় তাহলে তারা ভুয়া মানে স্কেম। দুই নাম্বারি করে টাকা মারাই তাদের উদ্দেশ্য।

৪. কয়েনের ব্যবহার আছে কিনা দেখে নিন
বর্তমানে এমন অনেক কয়েন/টোকেন আছে যে গুলো আসলে বাস্তব জীবনে কোনো ব্যবহার নেই বললেই চলে। ওইরকম কোনো ICO তে বিনিয়োগ করবেন না। তাহলে দুইটা ঝুঁকি থাকে। এক, কোম্পানি স্কেম করবে। দুই, স্কেম না করলেও লাভ করা অনেক কঠিন। এমন একটা কয়েন এ বিনিয়োগ করুন যেটা বাস্তব জীবনে ব্যবহার করা যায়। যেমন ইথেরিয়াম। এই কয়েনের জনপ্রিয়তা বেশির অন্যতম কারণ হলো স্মার্ট কন্ট্রাক্ট।
এইগুলো ছাড়াও অনেক কারণ রয়েছে।

লেখার উদ্দেশ্যঃ যারা নতুন বিনিয়োগ করে তারা যেন প্রতারণার শিকার না হয়।

9
এই ফোরামের বিভিন্ন থ্রেডে নিয়মিত পোস্ট এবং রিপলাই করে যান । দয়া করে কেউ স্পামিং করবেন না ।

রেঙ্ক বাড়াতে হলে, এখন মাত্র ৫০ ক্যারেকটারের পোস্ট করতে হবে । এখন দৈনিক ৯০ সেকেন্ড পরপর আনলিমিটেড পোস্ট করতে পারবেন

জুনিয়র মেম্বার হতে হলে     ৪৫+টি পোস্ট করতে হবে | (নতুন )

ফুল মেম্বার  হতে হলে       ১৩৫+টি পোস্ট করতে হবে | (নতুন )

সিনিয়র মেম্বার হতে হলে   ৩১৫+টি পোস্ট করতে হবে । (নতুন )

হিরো মেম্বার হতে হলে    ৭০০ পোস্ট করতে হবে । (নতুন )

আর

লিজেন্ডারি মেম্বার হতে হলে ১২০০ পোস্ট করতে হবে । (নতুন )


 :) :) :) :)এভাবেই আপনার রেঙ্ক বাড়াতে পারবেন :) :) :) :)

10
ফোরামে বেশি বেশি একটিভ থাকার মাধ্যমে আয় করা যায় কি?

যদি আয় করা যায়, তবে কিভাবে আয় করা যায় . লিজেন্ডরা বিস্তারিত আলোচনা করবেন ।

11
Antminer ছাড়া কোন ওয়েব সাইটের মাধ্যমে বিটকয়েন ও ইথেরিয়াম মাইনিং করা যায় কি?
যদি করা যায় তবে কোন সাইটটা ভাল
8) 8) 8) 8)যারা জানেন দয়া করে সাহায্য করবেন8) 8) 8) 8)

Pages: [1]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod