Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: ExtraPoint on May 24, 2021, 03:37:46 PM

Title: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: ExtraPoint on May 24, 2021, 03:37:46 PM

অস্থিরতা চলছে বিটকয়েন নিয়ে। ক্রিপ্টোকারেন্সি বিষয়ে চীনের কঠোর অবস্থানের পরপরই একাধিক বড় ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রতিষ্ঠান চীনে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লেনদেন বন্ধ থাকায় পড়ে গেছে বিটকয়েনের দাম। রোববার বিটকয়েনের মূল্য এই বছরের সর্বোচ্চ মূল্যের অর্ধেকে এসে ঠেকেছে।

রোববার বেলাশেষে বিটকয়েনের মূল্য শতকরা ১৩ ভাগ পড়ে যায়। গ্রিনউইচ মান সময় সন্ধ্যা ৬ টায় বিটকয়েনের মূল্য ৩২ হাজার ৬০১ ডলারে নেমে আসে। এক দিনেই বিটকয়েনের মূল্য পড়ে যায় প্রায় ৪৯০০ ডলার। এর ফলে বিটকয়েনের দাম এ বছর ১৪ এপ্রিলে রেকর্ড মূল্য ৬৪ হাজার ৮৯৫.২২ ডলারের অর্ধেকে এসে দাঁড়ায় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত মুদ্রা ‘ইথার’ রোববার শতকরা ১৭ ভাগ কমে এক হাজার নয়শ' পাঁচ  ডলারে নেমে আসে।  আগের দিন লেনদেন বন্ধ হওয়ার সময় থেকে এর মূল্যপতন ঘটেছে ৩৯১.৩১ মার্কিন ডলারের।

বিটকয়েন এক্সচেঞ্চ সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা চলে। এর ফলে, অপ্রত্যাশিত সময়ে এই মূদ্রার মূল্য পরিবর্তনের ঝুঁকি থেকেই যায়।

শনিবার প্রকাশিত একটি গবেষণা নোটে আরবিসি ক্যাপিটাল মার্কেটসের এমি উ সিলভারম্যান লিখেছেন, "অনেকে বিটকয়েনের অস্থিরতাকে সমর্থনযোগ্য নয় বলে উল্লেখ করেন। সত্যিই, বিটকয়েন (মূল্যের বেলায়) আচমকা দুর্দান্ত সব সুইং তৈরি করে।"

গত সপ্তাহেই একাধিক ধাক্কা লেগেছে বিটকয়েনের গায়ে, বিশেষ করে টেসলা সিইও ও বিলিয়নেয়ার ইলন মাস্কের বেশ কয়েকটি টুইটের পর বিটকয়েন চাপের মধ্যে ছিল। টেসলা গাড়ির মূল্য বিটকয়েনে দেওয়া যাবে ফেব্রুয়ারিতে এমন ঘোষণার পর মে মাসে ওই অবস্থান থেকে সরে আসে টেসলা।

এরই মধ্যে চীন শুক্রবার ‘অনুমান নির্ভর এবং আর্থিক ঝুঁকি'র কারণ দেখিয়ে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং ট্রেডিং বন্ধ করে দেয়। চীন বিশ্বে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে শীর্ষস্থানীয় দেশ।

চীনের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন কমিটি বিটকয়েনকে আরও নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত করেছে। দেশটির ভাইস প্রিমিয়ার এবং অর্থনীতিবিদ লিউ হি ওই কমিটির নেতৃত্বে আছেন। ক্রিপ্টো-সম্পর্কিত পরিষেবা প্রদানকারী ব্যাংক এবং পেমেন্ট প্রতিষ্ঠানের উপর চীনা সরকারী তিনটি চীনা শিল্প নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক দিন পরই এই বিবৃতিটি এলো।

ক্রিপ্টোর বিরুদ্ধে চীনের সর্বশেষ প্রচারণার পরপরই বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ নতুন নিয়ম করার আহ্বান জানিয়েছে। ওই প্রস্তাবনায় বলা হয়েছে, বড় অঙ্কের ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বেলায় দেশটির রাজস্ব বিভাগকে জানাতে হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর ক্রিপ্টোকারেন্সির ঝুঁকির বিষয়টি জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
Source: https://m.bdnews24.com/amp/bn/detail/tech/1893640
Title: Re: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: ranaprime on May 27, 2021, 08:33:06 AM
অনেক ক্রিপ্টো লিজেন্টরা এমনি ধারনা করছে। তবে তারা মনে করছে যে এটি হয়তো 20-22 হাজারে আসবে। তারা এটিও বলছে যে যদি তা না হয়ে আপ হয় তাহলে 80 থেকে 100 অবদি যেতে পারে।
Title: Re: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: Brithyislam on July 01, 2021, 12:08:21 PM
কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন এটা আমরা সবাই দেখেছি । এটার মুল কারন হলো কিপ্টোকারেন্সি মার্কেটে থেকে কারো দৃষ্টি পরে গেছে । এই কারনে বিটকয়েন সহ অনেক কয়েন এর দাম কুমতে শুরু করেছে।
Title: Re: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: Tepona on March 06, 2022, 01:13:23 PM
বর্তমানে দিন দিন বিটকয়েনের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের প্রায় সব মানুষ এখন বিটকয়েন এর প্রতি চাহিদা বেশি দেখাচ্ছে। বর্তমানে বিটকয়েনের দাম অনেক নিম্নগতির দিকে রয়েছে। মার্কেটের বাজার প্রতিনিয়ত উঠানামা করছে। কিন্তু মার্কেটের অবস্থা যেকোনো সময় পাম্পিং করতে পারে। এবার মার্কেটের অবস্থা পাম্পিং করে আগের চেয়ে নতুন একটি রেকর্ড করবে।
Title: Re: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: Fulshai on March 08, 2022, 11:50:41 AM
বর্তমানে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক। কিন্তু মার্কেটে বিটকয়েন সহ অন্যান্য কয়েন এর দাম ডাম্পিং করছে। কারণ বিটকয়েন হচ্ছে একটি ভার্চুয়াল মুদ্রা। যার দাম ডাম্পিং করে আবার পাম্পিং করে। তাই কয়েক সপ্তাহের মধ্যেই মূল্যের অর্ধেকে বিক্রয়।কিন্তু দিন দিন যেভাবে বিটকয়েন এর জনপ্রিয়তা বাড়ছে। এইজন্য বলা যায় ভবিষ্যতে বিটকয়েন অনেক উন্নতি আনবে।
Title: Re: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: Centus on September 03, 2022, 04:49:50 PM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েনের সময় খারাপ বললেই চলে। মার্কেটের অবস্থা এতটা দরপতন হবে তা কখনো কেউ কল্পনাও করেনি। বেশ কিছুদিন আগে বিটকয়েনের দাম ২৪ হাজার ডলারে অবস্থান করেছিল। কিন্তু তারপর থেকেই বিটকয়েনের দাম আস্তে আস্তে আরো কমতে থাকে। বর্তমানে বিটকয়েনের দাম কমে উনিশ হাজার ডলারের অবস্থান করেছে। মার্কেটের পরিস্থিতি খারাপ হওয়ায় পুরো ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছে।
Title: Re: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: Damrai5$ on September 11, 2022, 05:24:30 PM
বিটকয়েনের প্রাইস প্রায় ৭০ হাজার ডলারে উঠেছিল কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস কমতে কমতে ২০ হাজার ডলার এ নেমে এসেছে অনেকেই ধারণা করে ২০১৭ সালের মতো হতে পারে। কিন্তু আমার বিশ্বাস অবশ্যই অতি তাড়াতাড়ি মার্কেট ভালো হবে এবং কি বিটকয়েনের প্রাইস পুনরায় ৭০ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আমার মনে হয় অবশ্যই বিটকয়েনের প্রাইজ ২০০৩ সালের মধ্যে এক লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। এখন যদিও অনেকটাই ডাম্পিং হয়েছে মার্কেট কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে সামনের দিনগুলিতে।
Title: Re: কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন।
Post by: Madmax789 on February 03, 2023, 09:16:02 AM
বর্তমানে দিন দিন বিটকয়েনের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের প্রায় সব মানুষ এখন বিটকয়েন এর প্রতি চাহিদা বেশি দেখাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই মূল্যের অর্ধেকে বিক্রয়।কিন্তু দিন দিন যেভাবে বিটকয়েন এর জনপ্রিয়তা বাড়ছে। এইজন্য বলা যায় ভবিষ্যতে বিটকয়েন অনেক উন্নতি আনবে।