Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Malam90 on February 03, 2022, 02:15:00 PM

Title: ভারত ক্রিপ্টো আয়ের উপর ৩০% ট্যাক্স প্রস্তাব করেছে
Post by: Malam90 on February 03, 2022, 02:15:00 PM
ভারত ডিজিটাল রুপির ঘোষণা করেছে
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের উপর ৩০% ট্যাক্স প্রস্তাবনা দিয়েছেন।
হিন্দুস্থান টাইমস হতে জানা যায়, ভারত সরকার মঙ্গলবার প্রকাশ করেছে, এটি একটি ডিজিটাল রুপি চালু করবে এবং ক্রিপ্টো ইনকামের উপরে কর আরোপ করবে।

দেশটির ২০২২ বাজেট উপস্থাপনায়, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) আগামী আর্থিক বছরে একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি উত্থাপন করবে।

CBDC হল কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা ইস্যু করা একটি ফিয়াট মুদ্রার (ইউ.এস. ডলারের মতো) ডিজিটাল সংস্করণ। সিবিডিসি-র স্টেবলকয়েনের সাথে কিছু মিল রয়েছে, তবে বিটকয়েন এবং ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি থেকে আলাদা কারণ এটি প্রাইভেটলি সেন্ট্রালাইজডভাবে নিয়ন্ত্রিত।

বিশ্বের বেশ কয়েকটি দেশ বর্তমানে তাদের নিজস্ব সিবিডিসি থাকার সুবিধা নিয়ে গবেষণা করছে, চীন তার ডিজিটাল ইউয়ান বাস্তবায়নে উন্নয়নের পথে রয়েছে।
 
সীতারামনের মতে, সিবিডিসি বাস্তবায়ন “ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করবে”, যার ফলে আরও দক্ষ এবং সস্তা, মুদ্রা ব্যবস্থাপনা তৈরী হবে।”

মন্ত্রী যোগ করেছেন RBI “ব্লকচেন এবং অন্যান্য প্রযুক্তিকে এই ডিজিটাল রুপি ইস্যু করার জন্য ব্যবহার করবে। তিনি এই বিষয়ে আর বিস্তারিত উল্লেখ করেননি।

ভারত ক্রিপ্টো ট্যাক্স চালু করেছে,দেশটি ক্রিপ্টোকারেন্সি থেকে করা আয়ের উপর ৩০% ট্যাক্স প্রবর্তন করার পরিকল্পনা করছে।

মন্ত্রীর প্রস্তাব অনুসারে, “ভার্চুয়াল ডিজিটাল এসেটের উপহারের ক্ষেত্রে ও প্রাপককে কর দিতে হবে।
 
অন্য কথায়, ইনভেস্টররা লাভের উপর ট্যাক্স সরানোর জন্য মূল্য হ্রাস বা হ্যাকিংয়ের ঘটনাকে কারণ হিসেবে দেখাতে পারবে না।

প্রাক্তন অর্থ সচিব সুভাষ চন্দ্র গার্গ অবশ্য এই উদ্যোগের বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন।
তিনি বলেন, ভারত সরকার প্রস্তাবিত “ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১” আইন পাস করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও ক্রিপ্টো ট্যাক্স চালু করার কথা ভাবছে।
গত বছরের নভেম্বরে এই বিলটি ডিজিটাল রুপি ইস্যু করার জন্য চেষ্টা করেছিল, পাশাপাশি “সমস্ত ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি” নিষিদ্ধ করার প্রস্তাব ও করেছিল।

গার্গের মতে, ক্রিপ্টো আয়ের উপর প্রস্তাবিত ৩০% ট্যাক্সের মানে হল “ক্রিপ্টো এসেট এবং ইনভেস্টে পার্টি [হবে] শেষ হয়ে যাবে।”

তথ্যসূত্রঃ কয়েনআলাপ (https://www.coinalap.com/ক্রিপ্টো-আয়ের-উপর-৩০-ট্য/)
Title: Re: ভারত ক্রিপ্টো আয়ের উপর ৩০% ট্যাক্স প্রস্তাব করেছে
Post by: Piku on February 18, 2022, 01:35:49 PM
হ্যাঁ, টুইটারে অনেক পোস্টে দেখেছি। যেখানে বলা হয়েছে 30 পার্সেন্ট ট্যাক্স এর মাধ্যমে ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি লেনদেন সম্ভব হবে। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি ইউজারদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। কারণ ভবিষ্যতে যখন ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং উপার্জনের প্রথম উৎস হিসাবে বিবেচিত হবে, তখন সারা পৃথিবীব্যাপী অনুমোদন পাবে। বিভিন্ন দেশের সরকার ট্যাক্স ধার্য করবে। তাই আমি মনে করি ভারতের সরকারের সুন্দর একটি সিদ্ধান্ত এটি।
Title: Re: ভারত ক্রিপ্টো আয়ের উপর ৩০% ট্যাক্স প্রস্তাব করেছে
Post by: Fulshai on March 18, 2022, 04:43:47 AM
আপনার সাথে আমি একমত, বর্তমানে ইন্ডিয়ায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর 30% ট্যাক্স  নেওয়ার ইঙ্গিত করেছে। তাই প্রত্যেক দেশে যদি এভাবে টেক্স নিয়ে ক্রিপ্টোকারেন্সি বৈধ করে। তাহলে ভবিষ্যতে আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করছি তাদের অনেক সুযোগ সুবিধা হবে। এবং ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি অনেক এগিয়ে যাবে।