follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - JISAN

Pages: [1] 2 3 4
1
আমরা বাংগালী জাতি আমরা জানি যে আমরা নিজেরা কেমন তাই এইটা নিয়া বিস্তারিত বলার প্রয়োজন মনে করি না। এখানে প্রচুর পরিমান কারমা অপব্যবহার হচ্ছে আর যেহেতু কারমা ট্রানজেকশন দেখা এখনো উনমুক্ত  করা হয়নাই তাই এখনো এটার বিষয়ে একশন নেওয়া যাচ্ছে না কারন বোঝা যাচ্ছে না যে এমনটা কে কে করছেন। তবে কে শিট পোস্ট করতেছে, কে স্পামিং করতেছে কে কপি পোস্ট করতেছে এগুলা সবার পক্ষেই দেখা সম্ভব তার এগুলা যার সামনে পড়বে সে Report to Moderator করবেন আর একটা ভ্যালিড রিপোর্টের জন্য ১ টি করে +karma পাবেন। তাই আর দেরি কেনো রিপোর্ট করে স্পাম, শিট পোস্ট, কপি-পেস্ট এগুলো ডিলিট করার জন্য সাহায্য করেন আর আপনিও পান +karma

2
আমরা কমবেশি সবাই ক্রিকেট খেলা পছন্দ করি এবং এগুলো নিয়ে আলোচনা করতেও অনেক পছন্দ করি তাই এই আলোচনা যদি হয় লোকাল ভাষায় তাহলে তা আরো অনেক ভালো হয় ও আমরা মনের ভাব অনেক ভালোভাবে প্রকাশ করতে পারবো। তাই আপনারা এখানে ODI ম্যাচগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের যেহেতু লোকাল বোর্ড আছে তাই T-20, Test এগুলো নিয়ে আলাদা টপিক করবো। তাগলে আলোচনা করতে আরো সুবিধা হবে। তাহলে চলুন আলোচনা করি...

BPL ম্যাচ ডিস্কাসন টপিক -  https://www.altcoinstalks.com/index.php?topic=314425.0
T-20 ম্যাচ ডিস্কাসন টপিক-  https://www.altcoinstalks.com/index.php?topic=317322.0
Test ম্যাচ ডিস্কাসন টপিক- https://www.altcoinstalks.com/index.php?topic=317037.0


3
এখানে পোস্ট করলেই আপনার র‍্যাঙ্ক বাড়বে এই উদ্দেশ্য নিয়ে আউড়া কাউড়া পোস্ট করা থেকে বিরত থাকবেন। আপনি ইচ্ছামত পোস্ট করেন সমস্যা নাই তবে মানসম্মত পোস্ট করেন। এখানে দেখতেছি কয়েকজন উল্টাপাল্টা পোস্ট করা শুরু করছেন। আমি আজকে এমন অনেকগুলো পোস্ট ডিলিটও করেছি। আমাদের বাংলা বোর্ডে গ্লোবাল মডারেটর, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ঘুরতে আসে আর আমি মডারেটর একশনে গিয়ে দেখছি যে তারাও এখান থেকে অনেক পোস্ট ডিলিট করে। তাই যারা ভাবতেছেন যে এই ফোরামে ইউজার অনেক কম আর মডারেটরও খুব বেশি একটিভ না তাই যা ইচ্ছা করতে পারবেন। আজ থেকে এই চিন্তা ভুলে যান। আপনারা লোকাল বোর্ডে কিংবা গ্লোবালে যেখানেই পোস্ট করেন না কেন যদি সেই পোস্ট কোয়ালিটি খারাপ হয় এবং কোনো রুলস অমান্য করে তাহলে সেই পোস্ট ডিলিট করা হবে এটা মেটার করবে না যে আপনি কত বড় ব্যাংকে আছেন। আমি নিচে কিছু পয়েন্ট লিস্ট করে দিচ্ছি এসব থেকে বিরত থাকবেন।

  • যে টপিকের লাস্ট পোস্ট ১২০ দিন অতিক্রম করেছে সেই ইনএক্টিভ টপিকে কেউ পোস্ট করবেন না। আজকের পর থেকে যদি করেন তাহলে সেগুলো খুব দ্রুত ডিলিট হয়ে যাবে।
  • যে টপিকের op দীর্ঘদিন যাবত ইনএক্টিভ এবং একই বিষয় ইতিমধ্যে অনেকবার কথা হয়েছে বা কেউ হেল্প চাইলে সে তার প্রয়োজনীয় উত্তর ইতিমধ্যেই পেয়ে গেছে এমন টপিকে পোস্ট করবেন না।
  • একাধিক অ্যাকাউন্ট দিয়ে নিজেই নিজের একাউন্টে কারমা দিয়ে কারমা বাড়ানোর চেষ্টা করবেন না। এডমিন এখানে খুবই একটিভ তাই একাউন্টের ডুপ্লিকেট ট্যাগ খেয়ে যাবেন। আপনারা লক্ষ্য করেন অনেক অ্যাকাউন্ট এরকম ট্যাগ খাইছে 
  • যে বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে রিপ্লাই দিয়ে স্প্যামিং করবেন না তাহলে পোস্ট খুব দ্রুত ডিলিট করা হবে। 
  • ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন ফোরাম থেকে টেক্সট কপি করে সোর্স লিংক অ্যাড করে করে  টপিক ক্রিয়েট করে কিংবা পোস্ট করে নিজের পোস্ট সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে পোস্ট/টপিক ডিলিট করা হবে। 
  • মজা ব্যাতিত পোষ্টের মধ্যে শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন কোন খারাপ/ বাজে শব্দ ব্যবহার করবেন না। 
  • কাউকে পার্সোনালি অ্যাটাক  করে কোন পোস্ট করবেন না। 
  •   এই ফোরামে কেওয়াইসি করার অপশন রয়েছে তবে এই কেওয়াইসি ডকুমেন্টগুলো ডাটাবেসে ইনক্রিপশন করে রাখা হয় তাই কেউ কারো পার্সোনাল ইনফরমেশন এখানে পোস্ট করবেন না এবং নিজের পার্সোনাল ইনফরমেশন পোস্ট করা থেকেউ বিরত থাকুন। কোন পোষ্টের মধ্যে এমন কিছু পাওয়া গেলে সেই পোস্ট তাতক্ষনিক ডিলিট করা হবে । 

আশা করছি এই বিষয়গুলো সবাই মেনে চলবেন। আপনার এই ফোরামের যাত্রা অনেক ভালো হোক এই কামনা করছি। সম্পূর্ণ পোস্ট পড়া ও মেনে চলার জন্য অসংখ্য ধন্যবাদ

4


মার্কেটে আবারো বড় ধরনের ধশ নামতেছে ২০১৭ সালের মতো। মার্কেট কি আবারো ডাউন হয়ে যাবে নাকি আবার রিকভারি করভে। আর BTC, ETH,BNB কত ডলারে স্টাবল হতে পারে। আপনাদের মতামত প্রকাশ করুন।

5
Sorting Box / Ways to keep Your Bitcoin Safe
« on: February 21, 2021, 04:00:24 PM »


Ways to keep your Bitcoin safe!

• Always buy Bitcoin from a reputable exchange.

• Always enable 2-factor authentication. It will help you to protect your account from many threads.

• Don't keep large amount on exchanges. Always diversify your funds.

• Use the best hardware wallets to keep your Bitcoin safe.

protect your Bitcoin is as much important as earning.

Happy Bitcoin Holding

6

এইটা কেমনে সম্ভব এতো ট্রেড এর মধ্যে এইটা বজায় রাখা ৩৩,৩৩৩.৩৩ ডলার ২৪ ঘন্টায় সর্বোচ্চ দাম। বিষয়টা সত্যি অবাগ করার মতো আমি দেখে শুধু কিছুক্ষন চেয়ে রইলাম আর ভাবলাম। বিটকয়েন আর কত খেলা দেখাইবো। এটা দেখে আপনার অনুভূতি কি?

7
Terms & Conditions অনুযায়ী আপনি যে সাইট থেকেই আর্ন করেন না কেনো যদি আপনি ১২ মাসে সর্বনিম্ন ১০০০ ডলার বৈদেশিক মুদ্রা আয় করার প্রুফ দেখাতে পারেন তাহলে আপনি এই আইডি কার্ডটি পাবেন। আর এই কার্ডটির মেয়াদ থাকবে ১ বছর আপনি যদি পরের বছর আবার ১০০০ ডলার আর্ন করতে পারেন তাহলে আপনি আবার কার্ডতি নিতে পারবেন। ক্রিপ্টোতে কাজ করেও আপনি আইডি কার্ড পেতে পারেন আমার পরিচিত অনেকেই নিয়েছে। আপনি কাজ করে পরিশ্রম করে যে টাকাটা পাবেন এটি সম্পুর্ন বৈধ সেই টাকাটা আপনি যে মাধ্যমেই পান না কেনো। তবে ক্রিপ্টো নিয়ে ব্যবসা করা আমাদের দেশে অবৈধ। আসা করি বুঝাতে পেরেছি।

8
ইধানিং দেখা যাচ্ছে AMEPAY প্রজেক্ট নিয়ে সবাই সবাই কৌতুহল শুরু করেছে। hype তৈরি হয়েছে এটি নিয়ে।  অনেকে টোকেনটি কম দামে কেনার চেস্টা করতেছে আবার দেখি অফিশিয়ালি কিনে নিচ্ছে। এটি নাকি BKEX এবং Bithumb  global  এক্সচেঞ্জে লিস্ট হবে ইতিমধ্যে BKEX থেকে অফিসিয়াল  এনাউন্সমেন্ট পেয়েছি যে AME BKEX এ ৩১ তারিখ সারাদিনের জন্য IEO চলবে। আপনার কি ধারণা । AMEPAY এর ভবিষ্যৎ কেমন হতে পারে?

9
বিনান্স এক্সচেঞ্জার এসেছে Jul 2017 সালে। এর আগে অনেক এক্সচেঞ্জের  এসেছে ২০১১ সাল থেকে ক্রিপ্টোকারেন্সি  এক্সচেঞ্জ আসতে শুরু করেছে। কিন্তু এতো পরে এসেও কেনো বিনান্স নাম্বার ওয়ান এক্সচেঞ্জ হলো। কেনো এতো বিসাল মার্কেটে সবার বিশ্বস্থ ও উচ্চ ভলিউম এর এক্সচেঞ্জের হলো। আপনাদের কাছ থেকে মতামত চাই। দেখি কার মতামত কতটুকু তথ্যবহুল ও সত্য।

10
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড

11
I think Binance Future Trade like bet / (casino) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন

12
BTC সবাইকে চমকে দিয়ে অসাভাবিক ভাবে বারতে শুরু করেছে। আমি তো দেখে অবাক যে আজকে ১৪৯৭০ ডলার এ উঠছে BTC. আমার মনে হচ্ছে ১৬,০০০ ডলারে হিট করবে ডিসেম্বরেই। আর ২০১৭ সালের রেকর্ড ২০২১ এ ভাংতে চলেছে।

13
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি

14
ডলার ক্রয় বিক্রয় করুন এখানে (সিকিয়র ও নিরাপত্তার সাথে)

 আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতা না থাকায় ক্রয় বিক্রয় করতে অনেক ভোগান্তিতে পরতে হয় আমাদের। তবে বর্তমান kucoin এ একটা সুবিধা হলেও কম ডলার এক্সচেঞ্জ করা সমস্যা ও অনেকে এতো জামেলা বুঝতে পারে না। তাই ক্রয় বিক্রয় আরো সহজ ও নিরাপদ করতে আমার আজকে এটি করা।

নোট ঃ ক্রয় এবং বিক্রয় করতে অবশ্যই ট্রাস্টেড ব্যক্তির মাধ্যেমে করুন। বর্তমান ৩ জন কে আমি ট্রাস্টেড বলে ঘসনা করতেছি। পরবর্তী তে আরো বাড়ানো হবে। ( Nostoman    Malam90    ALEX FARID )  এদের রেফারেন্স নিয়ে ডিল করুন। এদের মাধ্যমে ডিল করে প্রতারিত  হলে এবং তার প্রমান দিতে পারলে তার টাকা ২৪ ঘন্টার ভেতর আমি নিজে ফেরত দিবো। আর যদি এই তিন জন ব্যতীত অন্য কারো রেফারেন্স  নিতে জেয়ে ভুলবসত প্রতারণার সিকার হোন তার দায় ভার কেও নেবে না।

15
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareauxএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirlএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310 এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।  Emerphesis এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

Pages: [1] 2 3 4
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod