Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Cinno3 on August 04, 2022, 05:07:58 PM

Title: পেয়ার টু পেয়ার লেনদেন
Post by: Cinno3 on August 04, 2022, 05:07:58 PM
P2P লেনদেন খুব দরকারী। লেনদেনে লাভবান হওয়া সম্ভব। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে পিয়ার-টু-পিয়ার লেনদেন হচ্ছে তা অনেক বেশি সুবিধাজনক। তাই আমি মনে করি, বিটকয়েন কারেন্সি বা অন্যান্য কয়েন লেনদেনে লাভবান হবে। 2020 ক্রিপ্টোকারেন্সি বাজারে একটি নতুন যুগ ছিল। আবার 2021 আরও ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য একটি ভাল সময়। তাই পি টুপি লেনদেন বৃদ্ধি পাচ্ছে।। তাই বাজারের প্রতিটি মুদ্রায় বিনিয়োগ করে লাভ করা সম্ভব হয়েছে।
Title: Re: পেয়ার টু পেয়ার লেনদেন
Post by: Piku on August 04, 2022, 05:24:56 PM
বর্তমানে পিয়ার টু পিয়ার লেনদেন অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ এই পিয়ার টু পিয়ার লেনদেন করে অনেক সুবিধা রয়েছে। এজন্য মানুষ পিয়ার টু পিয়ার লেনদেন করতে পছন্দ করে। ক্রিপ্টোকারেন্সি বলতেই পিয়ার টু পিয়ার লেনদেন। বর্তমানে অধিকাংশ মানুষ ক্রিপ্টোকারেন্সিতে পেয়ার টু পিয়ার লেনদেন করে অনেক লাভবান হচ্ছে। বর্তমানে সারা বিশ্ব জুড়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো একটি অবস্থানে রয়েছে। তাই মানুষ এখানে লেনদেন করে অনেক প্রফিট অর্জন করতে পারছে।
Title: Re: পেয়ার টু পেয়ার লেনদেন
Post by: Fulshai on December 10, 2023, 02:05:22 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমানে যেভাবে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে মানুষ আদান প্রদান করছে। এজন্য বলা যায় যে পেয়ার টু পেয়ার লেনদেন হলে অনেক সুবিধা জনক হবে। আশা করি অচিরেই এই লেনদেন চালু হয়ে যাবে।
Title: Re: পেয়ার টু পেয়ার লেনদেন
Post by: Perfect540 on January 16, 2024, 07:26:48 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। বর্তমানে যেভাবে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে মানুষ আদান প্রদান করছে। এজন্য বলা যায় যে পেয়ার টু পেয়ার লেনদেন হলে অনেক সুবিধা জনক হবে। আশা করি অচিরেই এই লেনদেন চালু হয়ে যাবে।
P2P লেনদেন মূলত একটু সহজ উপায় যেখানে কোন দেশে যদি বিটকয়েন সহ ক্রিপ্ত কারেন্সি বৈধতা দেওয়া না থাকে তাহলে ওই দেশের জনগণের সুবিধার জন্য বিশেষ ট্রেডিং পদ্ধতি। আমার দেশের টাকা যদি আমি বিটকয়েনের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারি এবং সেটার জন্য পারসন টু পার্সন লেনদেন হয় তাহলে এটাই হবে পিটুপি লেনদেন। এক্ষেত্রে অবশ্য লোকাল কারেন্সির সাথে লেনদেন হয় বেশি। আপনি ইচ্ছা করলে আপনার বিটকয়েন দিয়ে অন্য দেশের কারেন্সিতে এক্সচেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে আপনার ওয়ালেট হতে হবে মাল্টি কারেন্সি সাপোর্টেড অর্থাৎ বিভিন্ন দেশের আঞ্চলিক কয়েনগুলো দেশীয় কয়েন গুলোতে সাপোর্ট করার ওয়ালেট হতে হবে।
Title: Re: পেয়ার টু পেয়ার লেনদেন
Post by: Crypto Library on February 14, 2024, 08:04:21 PM
P2P লেনদেন মূলত একটু সহজ উপায় যেখানে কোন দেশে যদি বিটকয়েন সহ ক্রিপ্ত কারেন্সি বৈধতা দেওয়া না থাকে তাহলে ওই দেশের জনগণের সুবিধার জন্য বিশেষ ট্রেডিং পদ্ধতি। আমার দেশের টাকা যদি আমি বিটকয়েনের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারি এবং সেটার জন্য পারসন টু পার্সন লেনদেন হয় তাহলে এটাই হবে পিটুপি লেনদেন। এক্ষেত্রে অবশ্য লোকাল কারেন্সির সাথে লেনদেন হয় বেশি। আপনি ইচ্ছা করলে আপনার বিটকয়েন দিয়ে অন্য দেশের কারেন্সিতে এক্সচেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে আপনার ওয়ালেট হতে হবে মাল্টি কারেন্সি সাপোর্টেড অর্থাৎ বিভিন্ন দেশের আঞ্চলিক কয়েনগুলো দেশীয় কয়েন গুলোতে সাপোর্ট করার ওয়ালেট হতে হবে।
পিটুপি লেনদন করার জন্য যে শুধুমাত্র মাল্টি কারেন্সি সাপোর্টেট ওয়ালেট থাকতে হবে এটা নেসেসারি নয়, আপনার যদি শুধুমাত্র বিকাশ এবং নগদ একাউন্ট থাকে পাশাপাশি   বাইনান্স এবং  কুকয়েনে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি অনায়াসে টুপি ট্রেডিং করতে পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশী মানুষজনরা বেশিরভাগ  এটিই  করে থাকে,
তবে মনে রাখবেন এটা কিন্তু বাংলাদেশ অবৈধ, তাছাড়া আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে পি টুপি লেনদেন করার কারণে মানুষজনদের আটক করা হচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট চেক দিলেই বোঝা যায় সাসপিসিয়ার অ্যামাউন্টের টাকা ট্রানজেকশন দেখলে তারা সাথে সাথে রিপোর্ট করে। সেদিন ও ব্যাংকে গিয়েছিলাম আমাদের জেলার একটি নামকরা ব্যাংকের জেলার কেন্দ্রীয় ব্রাঞ্চে সেখানে ৫৩ টি একাউন্ট কে ব্লক করে দেওয়া হয়েছে, তার মধ্যে একজন এর বিরুদ্ধে কেস তৈরি হয়ে গিয়েছে। ব্যাংকের কর্মচারী আমার পরিচিত ছিল বলে সে আমার সাথে এটি শেয়ার করেছে।
পিটুপি লেনদেন করলেও এখন অনেক  রিস্কি সব সময় রাউন্ড  ফিগার অ্যামাউন্টের পিটুপি ট্রেডিং করার পরামর্শ রইলো। যেমন- ১০০০০, ২৫০০০, ৩০০০০, ৪০০০০ ইত্যাদি।