ক্রিপ্টো মার্কেট ডাম্পিং এবং পাম্পিং একটি স্বাভাবিক ব্যাপার। ব্লকচেইন অ্যানালিটিক্স ফার্ম চেইন এনালাইসিসের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে, 2022 সালে চালু হওয়া টোকেনের ২৪% ডাম্পিং এবং পাম্পিং হয়েছিল। টোকেনগুলির নির্মাতারা প্রায় $৩০ মিলিয়ন মুনাফা করেছে। বেশিরভাগ টোকেন নির্মাতারা তাদের হোল্ডিং ছেড়ে দেওয়ার পরে তাদের টোকেন লঞ্চের প্রথম সপ্তাহেই ৯০% কমে গেছে। তাই যে সমস্ত ট্রাস্টেড টোকেন থাকে। যদি সম্ভব হয়, কিছু টোকেন কিনে যদি রাখতে পারেন তাহলে ভবিষ্যতে অনেক বেশি লাভবান হবেন।
ক্রিপ্টো পাম্প-এবং-ডাম্প স্কিমগুলির মধ্যে ডিজিটাল সম্পদের কিছু প্রতারক জড়িত। এরা টোকেন প্রচার করে প্রায়শই বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে। ২০২২ সালে ৯,০০০ টিরও বেশি নতুন টোকেন ভূয়া ছিল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে, পাম্পিং এবং ডাম্পিং এর ফলে কি হতে পারে। একটা টোকেনের দাম কমে গেছে তার মানে এই নয় যে, হুজুকে বাঙালির মত ঝাঁপিয়ে পড়া। কারণ বাঙালিরা তো মাগনা পেলে আলকাতরাও খায়। তাই সকলের প্রতি অনুরোধ রইল অধিক জ্ঞান অর্জন ছাড়া কোন ভুয়া টোকেনে বিনিয়োগ করবেন না।