follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Fariwala

Pages: 1 ... 24 25 [26]
376
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন আজকে আমি একটা কথা বলবো । যে এই ফোরামে আমি নতুন আমার মত নতুন অনেকেই আছে যারা এই ফোরামে কাজ করতে চায় এজন্যই বলছি সিনিয়র ভাইদের উদ্দেশ্য করে যে আপনারা এমন কিছু পোস্ট করেন যাতে করে সবাই উপকৃত হয় এবং সুস্থ-সুন্দর ভাবে কাজ করতে পারে জুনিয়ারা।

377
 
আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই আশাকরি সবাই খুব ভাল আছেন।। আজ আমি আপনাদের Bitcoin সম্পরকে বলবো।। আমরা যারা অনলাইনে কাজ করি তারা প্রায় সবাই জানি যে Bitcoin কি।। কিন্তু যারা অনলাইনে নতুন তারা এটি সম্পরকে জানেনা বললেই চলে।। আর আজ আমার এই পোষ্ট টি তাদের জন্যই।। তো চলুন শুরু করা যাক……।।


Bitcoin কি? Bitcoin কিভাবে কাজ করে?

বিটকয়েন ইন্টারনেটের একটি ভার্চুয়াল মুদ্রা, যা বহু বছর ধরে বিদ্যমান। বিটকয়েন সম্পর্কে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। Bitcoin কোথা থেকে আসে? Bitcoin কি বেআইনি? আমি কিভাবে বিটকয়েন পেতে পারি? বিটকয়েন কি ক্যাশে রূপান্তর করা যায়? আজ এই বিষয় গুলি সম্পর্কে আলোচনা করব। তো চলুন, শুরু করা যাক।

  Bitcoin কি?

Bitcoin ইলেকট্রনিক মুদ্রা বা ক্রিপ্টকারেন্সি নামে পরিচিত। বিটকয়েন ডিজিটাল মুদ্রার একটি রূপ। বিটকয়েন জটিল গাণিতিক গণনা দ্বারা তৈরি যা লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহারকারীদের দ্বারা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় । এই পরিচালকদের মাইনর (miners) বলে। এই মুদ্রার উপর দেশের সরকারের কোন নিয়ন্ত্রন থাকে না। তাই হ্যাকার ও ডার্কওয়েবে সেলারদের কাছে এটি খুবই জনপ্রিয়। বিটকয়েন বেআইনি না। কোন দেশে এখনও বিটকয়েন নিষিদ্ধ করা হয় নি। কিন্তু এটি ব্যবহারে সামান্য ঝুকি রয়েছে। বিটকয়েন লেনদেনের জন্য গ্রাহক ও গ্রহিতা উভয় কে ৩য় পক্ষের উপর আস্থা রাখতে হয়। মাইনরাই এখানে ৩য় পক্ষ হিসেবে কাজ করে।

 Bitcoin এর উৎপত্তিঃ

প্রকৃতপক্ষে Bitcoin কে আবিষ্কার করেছে তা এখনও জানা সম্ভব হয় নি। ২০০৮ সালের অক্টোবর মাসে একব্যক্তি সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) ছদ্মনাম ব্যবহার করে একটি গবেষণার ফলাফল ইন্টারনেটে প্রকাশ করে। গবেষণার শিরোনাম ছিল “Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System”। এই গবেষণায় তিনি ধারনা দেন কিভাবে কোন ব্যাংক বা মধ্যস্ত প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই পৃথিবীর যেকোন প্রান্তে লেনদেন করা যাবে। এই পদ্ধতিটি পেয়ার টু পেয়ার অর্থ্যৎ এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর কাছে টাকা সরাসরি পাঠানো সম্ভব তার ব্যাখ্যা করে।

তার এই গবেষণার হাত ধরেই ২০০৯ সালের জানুয়ারিতে প্রথম বিটকয়েন বাজারে আশে। সাতোশি নাকামোতো প্রথম বিটকয়েন মাইনিং এর জন্য সফটওয়্যার তৈরী করেন। তার এই ছদ্মনাম অনুসারে বিটকয়েনের এককের নাম নির্ধারন করা হয় সাতোশি। ১০,০০,০০,০০০ (দশ কোটি) সাতোশি সমান ১ বিটকয়েন।

  Bitcoin কি ভাবে কাজ করে?

বিটকয়েন সম্পূর্ণ ভার্চুয়াল একটি মুদ্রা। এটি নিজেই নিজের মূল্য সংরক্ষন করতে পারে, ব্যাংক বা অন্য কোন প্রতিষ্ঠানের প্রয়োজন পরে না বিটকয়েন সংরক্ষন করার জন্য। বিটকয়েন স্বর্ণের মত আচরন করে। এটি স্বর্ণের মতই নিজের মূল্য হ্রাস বৃদ্ধি করে এবং ইচ্ছাতম সময়ে বিনিময় করা যায়। বিটকয়েন সঞ্চয় করে ভবিষ্যতে মূল্য বৃদ্ধি হলে তা বিক্রয় করে অনেক অর্থ আয় করা সম্ভব। কিন্তু সব সময় বিটকয়েনের মূল্য বৃদ্ধি হয় না, মাঝে মাঝেই বিটকয়েনের মূল্য হ্রাসও পায়।

বিটকয়েন ব্লক চেইনের (Blockchain) মাধ্যমে পরিচালিত হয়। ব্লক চেইন খুবই সাধারন একটি খতিয়ান। প্রতিটি ব্যবহারকারী ও তার ব্যক্তিগত বিটকয়েন ওয়ালেটের জন্য ব্লকচেইন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। লেনদেনের প্রামাণস্বরূপ সমস্ত বিটকয়েন ট্রানজেকশন একটি পাবলিক খতিয়ানে লিপিবদ্ধ হয়। এই প্রক্রিয়াটি বিটকয়েন জালিয়াতি থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করে। বিটকয়েন ডিজিটাল ওয়ালেটে ওয়ালেটের নাম অনুসারে লিপিবদ্ধ হয়, ব্যক্তিগত নামে লিপিবদ্ধ হয় না। তার মানে হল বিটকয়েন ট্রানজেকশন সম্পূর্ণ পরিচয় গোপন করে (Anonymously) করা সম্ভব। যদিও অন্য কেউ আপনার ব্যক্তিগত পরিচয় সহজে দেখতে পাবে না কিন্তু তারা আপনার বিটকয়েন ওয়ালেটের ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পারবে।

কোন বিটকয়েন ওয়ালেটে বিটকয়েন পাঠানো হলে তা মডারেসনের জন্য পেন্ডিং থাকে। কোন একজন মাইনর লেনদেন টি এপ্রুভ না করলে বিট কয়েন অপর প্রান্তের ওয়ালেটে পৌছাবে না। এই মডারেসনের জন্য মাইনরকে কিছু সাতোশি পরিশোধ করতে হয়। একটি শক্তিশালী কম্পিউটার থাকলে যেকেউ বিটকয়েন মাইনর হতে পারে।

সাধারণ মুদ্রা দেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখনই প্রয়োজন হয় তারা নতুন মুদ্রা উৎপাদন করে। বিটকয়েনের এইরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই। কিন্তু Bitcoin তৈরির একটি সীমা আছে। সারা বিশ্বে মোট বিটকয়েন ২১ মিলিয়নে পৌঁছানোর পর বিটকয়েন উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে । বিটকয়েনের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে তার দাম কমে

বিটকয়েন এর সুবিধা সমূহঃ

১। লেনদেনে সরকারের কোন নিয়ন্ত্রন থাকে না।
২। কোন ব্যাংকের সাথে যোগাযোগের প্রয়োজন পরে না।
৩। লেনদেনে পরিচয় গোপন থাকে।
৪। স্বল্প সময়ে যেকোন জায়গায় টাকা পাছানো সম্ভব হয়।
৫। সঞ্চয়ের মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।

বিটকয়েন এর অসুবিধা সমূহঃ

১। মাইনর ট্রানজেকশন এপ্রুভ করতে অনেক সময় মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে।
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
৫। বাজার মূল্য অস্থিতিশীল।

 এখন অনলাইন মাধ্যমে বিটকয়েন উপার্জন করছে। বিটকয়েন উপার্জন করার জন্য অনেক ওয়েবসাইট আছে, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটেই গ্রাহক প্রতারিত হয়। সব চাইতে বিশ্বাসযোগ্য বিটকয়েন আয়ের উৎস হল মাইনর হিসেবে কাজ করা। বিটকয়েনকে অনেক ওয়েবসাইটের মাধ্যমে সহজেই পেজা বা বিকাশ দিয়ে অর্থ উত্তলন কার যায়। কিন্তু উত্তলনের পূর্বে দেখে নিবেন সাইট টি কতটুকু বিশ্বাস যোগ্য।




378
ধন্যবাদ ভাই আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকার হল এবং কারমা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ।

379
আপনি ক্রিপ্টোকুরেন্সের সাথে কি করতে পারেন


অতীতে, যে কোনও ব্যবসায়ীর যে ক্রিপ্টোকুরেন্স গ্রহণ করে তা খুঁজে বের করার চেষ্টা করা কঠিন, যদি না অসম্ভব হয় এই দিন, তবে, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

অনেক ব্যবসায়ী আছে - অনলাইন এবং অফলাইন উভয় - যে পেমেন্ট ফর্ম হিসাবে Bitcoin গ্রহণ। তারা Overstock এবং Newegg ছোট স্থানীয় দোকান, বার এবং রেস্টুরেন্ট মত বৃহদায়তন অনলাইন খুচরো থেকে পরিসীমা। হোটেল, ফ্লাইট, গয়না, অ্যাপ্লিকেশন, কম্পিউটার অংশ এবং এমনকি একটি কলেজ ডিগ্রি জন্য বিটকয়েন ব্যবহার করা যেতে পারে।

অন্যান্য ডিজিটাল মুদ্রায় যেমন লাইটকোইন, রিপ্পল, এথেরিয়াম ইত্যাদি তেমন ব্যাপকভাবে এখনো গ্রহণযোগ্য নয়। যদিও অ্যাপল অ্যাপ স্টোরের একটি কার্যকরী অর্থপ্রদানকারী হিসাবে কমপক্ষে 10 টি ভিন্ন ভিন্ন ক্রিপ্টোক্রুঞ্জিকে অনুমোদন করেছে, তবে এর সাথে আরও ভাল অবস্থার পরিবর্তন হচ্ছে।

অবশ্যই, বিটকয়েন ব্যতীত অন্য ক্রিপ্টোকুচুয়ালাইজ ব্যবহারকারীরা তাদের কয়েনকে বিটিসির জন্য বিনিময় করতে পারেন। উপরন্তু, গিফট কার্ড বিক্রি করছে যা গিফ্ট অফের মত ওয়েবসাইটগুলি বিক্রি করে, যা প্রায় ২0 টি ভিন্ন ক্রিপ্টোকুরাউকেস গ্রহণ করে। উপহার কার্ডের মাধ্যমে, আপনি মূলত একটি ক্রিপ্টোকুরেন্স দিয়ে কিছু কিনতে পারেন।

অবশেষে, বিপথ ও ওপেনবাজার মত বাজার আছে যা শুধুমাত্র ক্রিপ্টোকুরাঙ্গিসমূহ গ্রহণ করে।



বিনিয়োগ


অনেকে বিশ্বাস করে যে ক্রিপ্টোকুচুয়ালাইজগুলি বর্তমানে উপলব্ধ সবচেয়ে বেশি বিনিয়োগের সুযোগ। প্রকৃতপক্ষে, তাদের বিটকয়েন বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি মানুষের সংখ্যা কমেছে। বিটকয়েন তারিখটি সবচেয়ে স্বীকৃত ডিজিটাল মুদ্রা, এবং মাত্র গত বছর এক বিটিসি $ 800 মূল্য ছিল। নভেম্বর 2017 সালের নভেম্বরে, এক বিটকয়েনের মূল্য $ 7,000 ছাড়িয়ে যায়।

এথেরিয়াম, সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিপ্টোকুরেন্স, দ্রুততম বৃদ্ধি রেকর্ড করে একটি ডিজিটাল মুদ্রা যা কখনও প্রদর্শিত হয়নি। মে 2016 সাল থেকে, এর মূল্য অন্তত ২, 700 শতাংশ বৃদ্ধি পেয়েছে। যখন এটি সমস্ত ক্রিপ্টোক্র্যাচুয়ালাইজেশনগুলির সাথে মিলিত হয়, তাদের বাজার ক্যাপ ২013 সালের মাঝামাঝি থেকে 10 শতাংশেরও বেশি শতাংশে বেড়ে যায়।



সর্বাধিক সাধারণ ক্রিপ্টোক্রুঞ্জসমূহ:

😉বিটকয়েন - প্রথমটি ক্রিপ্টোকুরেন্স যে এটি সব শুরু করেছিল।এথেরিয়াম - একটি টিউশন-সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য মুদ্রা যা বিকাশকারী বিভিন্ন বিক্রিত অ্যাপস এবং প্রযুক্তিগুলি বিটকয়েনের সাথে কাজ করবে না।
😉 রিপ্লেলে- সর্বাধিক ক্রিপ্টোক্রেসিয়ার মত, লেনদেনের জন্য একটি নেটওয়ার্ক-বিস্তৃত সম্মতিতে পৌঁছানোর জন্য এটি ব্লকচাইন ব্যবহার করে না। পরিবর্তে, একটি পুনরাবৃত্তিমূলক একমত প্রক্রিয়াটি প্রয়োগ করা হয়, যা বিটকয়েনের তুলনায় এটি দ্রুততর করে তোলে কিন্তু হ্যাকার হামলার জন্য এটি দুর্বল করে তোলে।
 😃বিটকয়েন ক্যাশ - বিটকয়েনের একটি কাঁটা যা Bitcoin খনির কোম্পানি এবং ASIC এর একটি প্রস্তুতকারক Bitcoin খনির চিপ দ্বারা সমর্থিত। এটি মাত্র কয়েক মাস ধরেই বিদ্যমান, তবে বাজার ক্যাপের ক্ষেত্রে ইতিমধ্যেই শীর্ষ পাঁচটি ক্রিপ্টোকুরাউইনিংগুলিতে বেড়েছে।
😉 NEM- অন্য সব ক্রিপ্টোক্রুচুয়ালাইজগুলির মত যা কার্য প্রমাণ অ্যালগরিদম ব্যবহার করে, এটি গুরুত্বের প্রমাণ ব্যবহার করে, যা ব্যবহারকারীদের কাছে নতুন পরিমাণে কয়েন সরবরাহ করতে হবে যাতে নতুনগুলি পেতে পারে। এটা ব্যবহারকারীদের তাদের তহবিল ব্যয় এবং লেনদেন ট্র্যাক ট্রেন্ড ট্রায়াল উত্সাহিত করার জন্য ব্যবহারকারী একটি সামগ্রিক NEM নেটওয়ার্ক কি গুরুত্বপূর্ণ ।
😭 লাইটকয়েন - বিটকয়েনের 'ডিজিটাল সোনার' তুলনায় 'ডিজিটাল রুপা' হওয়ার উদ্দেশ্যে নির্মিত একটি ক্রিপ্টোকুরেন্স। 'এটি বিটকয়েনের একটি কাঁটাও, কিন্তু তার পূর্বসূরির বিপরীতে, এটি চারগুণ দ্রুত ব্লকের সৃষ্টি করতে পারে এবং 84 মিলিয়ন মার্কিন ডলারের সর্বোচ্চ সংখ্যক মুদ্রা রয়েছে।
😭আইওটিএ- এই ক্রিপ্টোকুরেন্সের ব্রেকথ্রু লেজার টেকনোলজি 'ট্যাংলে' নামে পরিচিত এবং এটি একটি লেনদেনের জন্য প্রেরণকারীকে কার্যের প্রমাণ করার জন্য প্রয়োজন যা দুটি লেনদেন অনুমোদন করে। এইভাবে, আইওএটিএ প্রক্রিয়া থেকে ডেডিকেটেড খনিগুলিকে সরানো হয়েছে।
😭NEO - এটি একটি স্মার্ট চুক্তি নেটওয়ার্ক যা সমস্ত ধরনের আর্থিক চুক্তি এবং এটির উপরে উন্নত তৃতীয় পক্ষের বিতরণ অ্যাপ্লিকেশনগুলির জন্য অনুমতি দেয়। এটিতে এথেরুমের মতো একই লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু এটি চীনতে উন্নত হয়েছে, যা সম্ভবত এটি চীনের নিয়ন্ত্রকদের এবং স্থানীয় ব্যবসাগুলির সাথে উন্নত সম্পর্কের কারণে কিছু সুবিধা প্রদান করতে পারে।
 😭 ড্যাশ - এটি একটি দ্বি-স্তর নেটওয়ার্ক। প্রথম স্তরের খনির যে নেটওয়ার্ক এবং রেকর্ড লেনদেন নিরাপদ, দ্বিতীয়টি 'masternodes' নিয়ে গঠিত যা লেনদেন রিলেন এবং InstantSend এবং PrivateSend লেনদেনের ধরন সক্ষম করে। প্রাক্তন বিটকয়েনের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুতগতিতে রয়েছে, তবে দ্বিতীয়টি সম্পূর্ণ বেনামী।Qtum - এটি বিটকয়েন এবং ইথারুম এর প্রযুক্তি ব্যবসার অ্যাপ্লিকেশনগুলিকে লক্ষ্য করে একটি বিচ্ছিন্নকরণ। নেটওয়ার্কটি বিটকয়েনের নির্ভরযোগ্যতা তুলে ধরে, স্মার্ট চুক্তি এবং বিতরণের অ্যাপ্লিকেশনগুলির ব্যবহারের জন্য অনুমতি দেয়, এটিটিথেরম নেটওয়ার্কের মধ্যে এটি কতটা কাজ করে।[/color]

380
আসসালামু আলাইকুম  , কেমন আছেন সবাই আশাকরি সবাই খুব ভাল আছেন।। আজ আমি আপনাদের Cryptocurrency  সম্পরকে বলবো।। আমরা যারা অনলাইনে কাজ করি তারা প্রায় সবাই জানি যে Cryptocurrency কি।। কিন্তু যারা অনলাইনে নতুন তারা এটি সম্পরকে জানেনা বললেই চলে।। আর আজ আমার এই পোষ্ট টি তাদের জন্যই।। তো চলুন শুরু করা যাক……।।

Cryptocurrency  কি ??

Cryptocurrency  হল একধরনের Currency , কিন্তু এটা চখে দেখা যাইনা।। এটা হল  ভারচুয়াল Currency এটার বাস্তব কন রুপ নেই।। আরো সহজ ভাবে বলতে গেলে যেমনঃ- বাংলাদেশের Currency হল টাকা , আবার আমেরিকার Currency হল ডলার।। ঠিক তেমনি Cryptocurrency  হল একধরনের ভারচুয়াল Currency , সুধু তফাত এটাই যে টাকা আমরা দেখতে পারি আর Cryptocurrency  আমরা দেখতে পারিনা।। Cryptocurrency  এর সকল লেনদেন অনলাইনে হয়ে থাকে ।।

জনপ্রিয় Cryptocurrency লিস্টঃ-

এখনকার দিনের সব চেয়ে জনপ্রিয় Cryptocurrency  গুলো হলঃ-

১। Bitcoin

২। Ethereum Coin

৩। Litecoin

৪। Doge Coin

এছাড়াও আরো অনেক Cryptocurrency  আছে কিন্তু এগুলো হল সব থেকে জনপ্রিয়।। আশাকরি বুজতে পেরেছেন  যে Cryptocurrency  আসলে কি ?? এবং এটি কিভাবে কাজ করে।। পরের পোষ্ট এ আমরা জনপ্রিয় Cryptocurrency  গুলো নিয়ে আলোচনা করবো।। আর আপনাদের যদি বুজতে সমস্যা হই তাহলে আপনারা এই পোষ্টের নিচে কমেন্ট করে জানান আমরা আপনাদের সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করব।।


Pages: 1 ... 24 25 [26]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod