Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on October 15, 2020, 06:47:47 PM

Title: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: JISAN on October 15, 2020, 06:47:47 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো             
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Chita76 on October 16, 2020, 02:37:14 AM
হ্যাঁ স্যার আমি জানতাম না যে ই আর সি ওয়ালেট কিভাবে বানাতে হয় আপনার পোস্ট পড়ে আমি সবকিছু বুঝতে পেরেছি তাই আপনাকে ধন্যবাদ।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Rakin343 on October 16, 2020, 04:21:06 AM
TRC-20 টোকন জেনারেটর করতে হয়। হয়তো জেনারেট আমরা করতে পারি না। টিআরসি 20 টোকন আমরা কিভাবে বানাবো সেটা তো নিজেও বলতে পারিনা।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: JISAN on October 16, 2020, 04:41:42 AM
হ্যাঁ স্যার আমি জানতাম না যে ই আর সি ওয়ালেট কিভাবে বানাতে হয় আপনার পোস্ট পড়ে আমি সবকিছু বুঝতে পেরেছি তাই আপনাকে ধন্যবাদ।
আমি কি বলছি আর আপনি কি বললেন। আপনি পোস্ট না পরেই কমেন্ট করলেন শুধু সাবজেক্ট পড়েই। র‍্যাংক  বারানো জন্য   এভাবে অন্ধের মতো পোস্ট করলে আপনি অনায়াসেই -কারমা পেয়ে যাবেন। আপনি নতুন তাই সতর্ক করা হলো। -কারমা না পেতে চাইলে এই ভুলগুলো থেকে বিরত থাকুন     
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: JISAN on October 16, 2020, 05:04:34 AM
TRC-20 টোকন জেনারেটর করতে হয়। হয়তো জেনারেট আমরা করতে পারি না। টিআরসি 20 টোকন আমরা কিভাবে বানাবো সেটা তো নিজেও বলতে পারিনা।
ভাই পোস্টটি ভালোভাবে পরুন। আমি বলছি আমি জানি কিভাবে বানাতে হয়। তো এটি সবাইকে শেখানো ঠিক হবে..?. নাকি না শেখানোটাই ভালো..?   
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Psycho on October 16, 2020, 12:14:30 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
trc 20 নিয়ে একটি পোস্ট করলে অনেক ভালো হবে। কারণ বর্তমানে অনলাইনে অনেকেই কয়েন বানানো পারেনা। আপনি যদি কোন বানানো পোস্টটি করেন অনেকেই উপকৃত হবে।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: JISAN on October 16, 2020, 01:30:59 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
trc 20 নিয়ে একটি পোস্ট করলে অনেক ভালো হবে। কারণ বর্তমানে অনলাইনে অনেকেই কয়েন বানানো পারেনা। আপনি যদি কোন বানানো পোস্টটি করেন অনেকেই উপকৃত হবে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ। আরো সিনিয়রদের মতামত আসা করছি৷ পরিমান মতো মতামত পেলে তারপর সেখানো হবে। না হলে হবে না।     
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Rubel007 on October 23, 2020, 06:47:03 AM
হ্যাঁ স্যার আমি জানতাম না যে ই আর সি ওয়ালেট কিভাবে বানাতে হয় আপনার পোস্ট পড়ে আমি সবকিছু বুঝতে পেরেছি তাই আপনাকে ধন্যবাদ।
শিখতে পাড়লে অনেক কাজে আসবে। আগ্রহীদের শিখে রাখা প্রয়োজন।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: babu10 on October 23, 2020, 10:50:32 AM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           

আপনার যদি এই বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকে তাহলে অবশ্যই ফোরামে সুন্দর করে পোষ্ট করবেন তাহলে বাংলা বোর্ড এর জন্য ভালো হবে, সমৃদ্ধ হবে। কে কি চিন্তা করল সেটা আপনার দেখার বিষয়না, আপনি একটা বিষয় জানেন সেটা সবার মধ্যে বিতরন করুন তাহলে অন্যেরাও জ্ঞানী হবে আর যে খারাপ করার সে করবেই তাদের কথা চিন্তা করে যারা এটাকে ভালো কাজে লাগাবে তাদেরকে কি আপনি শিখাবেন না? অবশ্যই শিখাবেন।

ধন্যবাদ
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Malam90 on October 23, 2020, 02:53:37 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           

ভাই আপনি অনেক মেধাবী। কেউনা জানলেও আমি জানি কিছুটা। আপনার মেধাটাকে সঠিক ওয়েতে কাজে লাগান। দেখবেন আপনি একদিন অনেক বড় ডেভেলপার, বড় বাউন্টি ম্যানেজার হতে পারবেন। +১
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: JISAN on October 23, 2020, 02:57:56 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           

ভাই আপনি অনেক মেধাবী। কেউনা জানলেও আমি জানি কিছুটা। আপনার মেধাটাকে সঠিক ওয়েতে কাজে লাগান। দেখবেন আপনি একদিন অনেক বড় ডেভেলপার, বড় বাউন্টি ম্যানেজার হতে পারবেন। +১
ধন্যবাদ আপনার পজেটিভ কমেন্ট এর জন্য। দোআ করবেন যেনো আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি এবং এই ফোরামের জন্যও কিছু করতে পারি।     
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: ttcsalam on October 23, 2020, 03:01:26 PM
এটা নিয়ে আলোচনা করতে পারেন এবং আরও বিভিন্ন নতুন নতুন বিষয় আপনার নিকট থেকে শিখতে পারবো বলে আশা করছি।ভবিষ্যৎ এ আরও নতুন নতুন বিষয় আমাদের কে উপহার দিবেন ধন্যবাদ।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: saidul2105 on October 23, 2020, 05:56:37 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
ভাই আমি আশাবাদী যে আপনি TRC-20   সম্পর্কে     নতুনদের জন্য একটি ভালো মানের পোস্ট করবেন যাতে করে আমরা যারা নতুন আছি আমাদের সকলেরই খুব উপকার হয়।  কেননা আমরা যারা নতুন আছি আমাদের সকলেরই TRC-20   সম্পর্কে বিস্তারিত জানা টা খুবই প্রয়োজন। 

তবে হ্যা,  আপনার ধারণাটাও ঠিক।  প্রত্যেকটা বিষয়েরি ভালো এবং খারাপ এই দুটি  দিক      থাকে।  কেউ কেউ বিষয়টা কে পজিটিভলি নেবে,আবার যারা নেগেটিভ চিন্তা ধারার মানুষ তারা নেগেটিভলি নেবে। 

তবে আমার মনে হয়, নতুনদের জন্য আপনার TRC-20  সম্পর্কিত বিস্তারিত পোস্টটি খুবই প্রয়োজনীয় একটি পোস্ট হবে।
আমাদের অনেক কিছু শেখার আছে আপনার ওই পোস্টটি থেকে।
         
                                                           
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Ak600 on October 24, 2020, 04:26:35 PM
হ্যাঁ স্যার আমি জানতাম না যে ই আর সি ওয়ালেট কিভাবে বানাতে হয় আপনার পোস্ট পড়ে আমি সবকিছু বুঝতে পেরেছি তাই আপনাকে ধন্যবাদ।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: JISAN on October 24, 2020, 05:46:20 PM
হ্যাঁ স্যার আমি জানতাম না যে ই আর সি ওয়ালেট কিভাবে বানাতে হয় আপনার পোস্ট পড়ে আমি সবকিছু বুঝতে পেরেছি তাই আপনাকে ধন্যবাদ।
ভাই প্রথমত আমি আপনার স্যার না। ভাই বলেই ডাকতে পারেন। ২য়ত  আমি এখানে এখনও কিছু শেখাইনি শুধু সবার সাপর্টের জন্য পোস্ট করেছি যে সাপর্ট পেলে শেখাবো। আপনি বিস্তারিত পড়ে তারপর কমেন্ট করবেন দয়া করে। তাহলে আপনার জন্যই মংগল হবে 
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Casual on October 25, 2020, 02:39:13 AM
 এর আগেও আমি আপনার পোস্ট পড়েছি সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনার পোস্ট পড়ে আমাদের মত নতুন ইউজার রা অনেক কিছু শিখতে পারে।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Blue_sea on October 26, 2020, 07:47:21 AM
ভাই আমি ফোরামে নতুন। TRC-20 সম্পর্কে আমার কোন আইডিয়া নেই। TRC-20 সম্পর্কে আমাকে আইডিয়া দেন কেউ ভাই।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Em00n01 on October 26, 2020, 02:34:54 PM
এখানে এগুলো না দিলেই ভালো হবে। অনেকেই মিসইউজ করবে। ধরেন যারা ক্রিপ্টো লাইনে নতুন তাদের উল্টাপাল্টা একটা কয়েনের কপি বানিয়ে দিয়ে বলবে এটাই সেই কয়েন ইত্যাদি বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিবে।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Crypto_Somrat on October 26, 2020, 06:25:30 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
trc 20 নিয়ে একটি পোস্ট করলে অনেক ভালো হবে। কারণ বর্তমানে অনলাইনে অনেকেই কয়েন বানানো পারেনা। আপনি যদি কোন বানানো পোস্টটি করেন অনেকেই উপকৃত হবে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ। আরো সিনিয়রদের https://twitter.com/HunaFinance/status/1318878889041629185?s=19 আসা করছি৷ পরিমান মতো মতামত পেলে তারপর সেখানো হবে। না হলে হবে না।   
হ্যাঁ ভাইয়া আমিও যাচ্ছি টিআরসি 20 নিয়ে একটা পোস্ট বানান যাতে আমরা কয়েন বানানো শিখতে পারি সত্যি ভাইয়া এটা শেখার জন্য আমি খুবই এক্সাইটেড। ভাইয়া টিআরসি 20 নিয়ে আমার তেমন কোনো ধারণাই নেই।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Triedboy on October 28, 2020, 03:15:50 AM
আমি ইতিমধ্যে আপনার পোস্টগুলো অনেক ফলো করি আসলে আপনি অনেক মেধাবী। আপনার পোস্টগুলো পড়ে নতুন ইউজার রা অনেক কিছু শিখতে পারে। আপনি এই ভাবে এগিয়ে যান তাহলে আমার বিশ্বাস আপনি এই ফোরামের জন্য অনেক কিছুই করতে পারবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: ranaprime on October 28, 2020, 04:17:12 AM
TRC-20 টোকন জেনারেটর করতে হয়। হয়তো জেনারেট আমরা করতে পারি না। টিআরসি 20 টোকন আমরা কিভাবে বানাবো সেটা তো নিজেও বলতে পারিনা।
এটি নিয়ে আমরা কনফিউশন এখন দুর হয়নি। আশা করি শিগরই এই কনফিউশন দুর হবে।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Jaya60 on October 31, 2020, 12:06:58 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           

আমি এই ফোরামে সবার পোস্টগুলি লক্ষ করেছি এবং সেগুলো পড়েছি। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। এরকম করলে তো অনেক ভালো হয়।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: JISAN on October 31, 2020, 01:21:17 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           

আমি এই ফোরামে সবার পোস্টগুলি লক্ষ করেছি এবং সেগুলো পড়েছি। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। এরকম করলে তো অনেক ভালো হয়।
ঠিক আছে ভাই আমি এটি নিয়ে  পোস্ট করবো ১ পোস্টে মনে হচ্ছে শেষ হবে না তবে পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করবো  । ইনসা আল্লাহ।     
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Rafiq on October 31, 2020, 01:30:50 PM
কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়-  আপনার পোস্টটি পড়ে খুব আশায় ছিলাম এ বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা সমৃদ্ধ পোস্টের জন্য; কিন্তু এখন পর্যন্ত আমাদের সেটা উপহার দেননি। মতামত প্রদানকারীদের মধ্যে ২/১ জন বাদে বাকী সবাই যেহেতু বিষয়টা জানতে চাইছে আশাকরি খুব শীঘ্রই আমাদের জানাবেন। ধন্যবাদ



Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Triedboy on November 26, 2020, 12:28:22 AM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           

TRC-20 টোকেন কিভাবে বানাতে হয় অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন আপনি। এই পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। চুলে ধরনের পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।আমাদের বাংলাদেশের কেউ যদি আসলে এভাবে তৈরী করতে পারে তাহলে তো আমাদের বাংলাদেশের অনেক সুনাম হবে।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Primo1760 on November 26, 2020, 12:33:19 AM
TRC-20 টোকন জেনারেটর করতে হয়। হয়তো জেনারেট আমরা করতে পারি না। টিআরসি 20 টোকন আমরা কিভাবে বানাবো সেটা তো নিজেও বলতে পারিনা।
ভাই পোস্টটি ভালোভাবে পরুন। আমি বলছি আমি জানি কিভাবে বানাতে হয়। তো এটি সবাইকে শেখানো ঠিক হবে..?. নাকি না শেখানোটাই ভালো..?   
ভাই আপনি যদি আসলে এটা জেনে থাকেন তাহলে সবাইকে শিখিয়ে দেন কেননা এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি টিপস হবে। কারণ এই ফোরামে যত গান আছে সব খুলে ইনকাম করার উদ্দেশ্যে এসেছি ।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Magepai on December 07, 2020, 01:16:32 AM
এই টোকেন টি কিভাবে বানাতে হয় সে সম্পর্কে আমি জানিনা।অতএব যদি এই টোকন যদি আমাদের বাংলাদেশীদের মধ্যে কেউ যদি বানাতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Ricky on December 07, 2020, 01:22:02 AM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
ধন্যবাদ ভাই এই টিআরসি 20 টোকন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। আসলে টোকেন কিভাবে বানাতে হয় সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। আশাকরি আপনার টপিকের সিনিয়র ভাইদের রিপ্লে থেকে অবশ্যই জানতে পারবো। এবং সিনিয়র ভাইরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Herry on December 07, 2020, 03:01:59 AM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত আমরা বাঙ্গালী আমাদের মাঝে অনেক রকম মানুষ হয়ে থাকে কিছু মানুষ আছে যে যদি এই TRC 20 টোকেন বানাতে শিখতে পারে তাহলে তারা প্রজেক্ট ছেড়ে পড়ে তাই স্ক্যান করবে আবার কিছু মানুষ আছে যে তারা এটা ভালো কাজে লাগাতে চাই তবে আমি বলব যে ভাই আপনি যা করবেন একটু ভেবেচিন্তে করবেন তবে এই Trc20 টোকন সবাই বানাতে চাইবে বা বানাতে শিখতে চাই আমিও শিখতে চাই আপনি যদি এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেন
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Milon626 on December 07, 2020, 03:49:56 AM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
আমার মনে হয় আপনি যদি TRC-20 টোকেন বানানো পারেন তাহলে সেই বিষয় টা আমাদের সকলের সামনে তুলে ধরাটা প্রয়োজনীয়।  আপনার মাধ্যমে ফোরামের অনেকেই হয়তো টোকেন বানানো শিখতে পারবে যা তাদের  ক্রিপ্টোতে স্কিল বাড়াতে সহায়তা প্রদান করবে।                         
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Monster5 on December 07, 2020, 05:12:00 AM
আমি আগে খুব ভালোভাবে এ বিষয়টি  জানতাম না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আরো ভালোভাবে জানতে পারলাম তাই আপনাকে এই মূল্যবান পোষ্টটি করার জন্য অনেক ধন্যবাদ।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Ricky on December 07, 2020, 12:01:24 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
হ্যাঁ ভাই আপনি শেয়ার করুন। আমাদের জুনিয়রদের অনেক শেখার আগ্রহ রয়েছে। আপনাকে অনুরোধ করব আপনি পরের পোস্টে কিভাবে টিআরসি 20 কয়েন বানাতে হয় সেটা আপনি আমাদের মাঝে খুব স্পষ্ট ভাবে শেয়ার করুন যাতে আমরা বানানো শিখতে পারি। আমাদের নতুনদের শেখার অনেক আগ্রহ রয়েছে।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Markuri33 on December 10, 2020, 02:00:20 AM
এ ধরনের কাজ করা আমি মনে করি স্কাম এর পরিমাণ বেড়ে যাবে।এবং সেই সাথে সাথে আমি মনে করি আমাদের বাঙালিরা যদি এ ধরনের কাজ করে তাহলে কিন্তু আমাদের বাঙ্গালীদের উপর একটা খারাপ প্রভাব পড়বে স্কমার আমার হিসাবে। তাই আমি মনে করি না বানানো টাই ভালো।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Farhana on March 25, 2021, 07:29:28 PM
অবশ্যই নতুনদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ন তাই আপনাদের মত সিনিয়র ভাইদের কাছ থেকে এমনটি আমরা সব সময় আশা করি যে আপনারা আমাদের সবসময় নতুন কিছু শিখাবেন । আপনার কাছে অনুরোধ আপনি অবশ্যই নতুন্দের জন্য এটি শিখাবেন বা বিস্তারিত পোস্ট করবেন ।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: Dark Knight on March 26, 2021, 02:50:34 PM
TRC-20  এখন একটি জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম। এখন বেশিরভাগ প্রজেক্ট TRC-20  তে লন্স হচ্ছে। আমি চাচ্ছি ফোরামে এটি নিয়ে পোস্ট করতে যে কিভাবে এটি বানাতে হয়।  কারন এটি বানানো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। যেমন কোনো কোম্পানির টোকেন বানিয়ে দিয়ে। কিছু টাকা আর্ন করা যাবে। কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাবে যে নিজেই একটা প্রজেক্ট লন্স করি যেহেতু আমি টোকেন বানাতে পারি। এভবে অল্প টাকা খরচ করে প্রজেক্ট বানিয়ে স্কাম করবে। তাতে স্কামের পরিমান বেড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে। দুইদিকে চিন্তাভাবনা করলে মনে দুরকম চিন্তা আসে যে সেখানো উচিৎ এবং উচিৎ না।  এখন আপনাদের মতামত চাচ্ছি যে এটি সেখাবো কি না। যদি আপিনারা বলেন তাহলে পরের পোস্ট এ সম্পূর্ণ  ট্রিপ্স পোস্ট করবো           
trc 20 নিয়ে একটি পোস্ট করলে অনেক ভালো হবে। কারণ বর্তমানে অনলাইনে অনেকেই কয়েন বানানো পারেনা। আপনি যদি কোন বানানো পোস্টটি করেন অনেকেই উপকৃত হবে।
ভাই আপনি যদি TRC -20 টোকেন বানানো শেখান তাহলে আমাদের ফোরামের সিনিয়র জুনিয়র সবাই মিলে অনেক উপকৃত হবে। তাই আমরা শিখতে চাই। আশা করি আপনি এই নিয়ে টপিক তৈরি করবেন।
Title: Re: কিভাবে TRC-20 টোকেন বানাতে হয়
Post by: HeartBit143 on March 27, 2021, 02:40:14 AM
টিআরসি-২০ টোকেন এখন খুবই জনপ্রিয় একটি টোকেন।  এই টোকেন কিভাবে বানাতে হয় সেইটা আমার জানা নেই।  আশা করি যে সকল বড় ভাই এই টোকেন বানানোর প্রক্রিয়া টা জানেন তারা আমাদের মাঝে বিষয়টা শেয়ার করবেন।