Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Bd officer on February 09, 2024, 04:30:29 AM

Title: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Bd officer on February 09, 2024, 04:30:29 AM
যেহেতু সব ফরমেটের খেলা নিয়া আলাদাভাবে টপিক ক্রিয়েট করলে ভালো হবে। তাই এই টপিকে সকল ধরনের টি-২০ ম্যাচ নিয়ে আপনারা সবাই আলোচনা করবেন।

(https://www.talkimg.com/images/2024/02/09/vyzHf.jpeg)
যাইহোক, আজকে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ সিরিজ শুরু হতে যাচ্ছে। ওডিআই ফরমেটে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। ওয়ান-ডে ও টি-টোয়েন্টি ফরমেটে যেহেতু খেলার ধরন ভিন্ন এবং ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী তাই আজকের ম্যাচে আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ দেখতে পাবো। দেখা যাক কোন দল জিততে পারে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: AirtelBuzz on February 09, 2024, 10:17:59 AM
খেলাটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করছে এবং তারা ১৬.২ ওভারে ১৬২ রান সংগ্রহ করেছে ৫ উইকেটের বিনিময়ে। অস্ট্রেলিয়া দল বেশ ভালো ভাবে রান তুলছে প্রত্যেক ওভারপ্রতি। তারা প্রত্যেক অপর প্রতি ১০ করে রান তুলছে।

অস্ট্রেলিয়া দল যেভাবে রান তুলছে তাতে মনে হচ্ছে তারা হয়তো ২০০ রানের উপরে করবে। আজকের ম্যাচে যত বেশি রান নেবে অস্ট্রেলিয়া ম্যাচটি তত বেশি উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য হবে আমাদের জন্য। আজকের ওয়েস্ট ইন্ডিজ দলের স্কোয়াডে রয়েছে বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় বিশেষ করে আজকে ওয়েস্ট ইন্ডিজ দল খুবই শক্তিশালী।

ওয়েস্ট ইন্ডিজ দলে আজকের সেরা সেরা খেলোয়াড় রয়েছে যারা বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগগুলোতে খেলে থাকে। ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক খেলোয়াড় রয়েছে যারা হার্ড হিটার। তেমন কয়েকজন খেলোয়াড় হচ্ছে নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, রোবম্যান পাওয়েল, শাই হোপ সহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Bd officer on February 09, 2024, 01:09:25 PM

edited
ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত লড়াই করে জয়লাভ করতে পারে নাই। ২১৩ রানের টার্গেটে দিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ আজকে হারলেও তারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা যদি আরও একটু ভালো করতে পারতো তাহলে তারা জয়লাভ করতে পারতো।  ইন্ডিজ শেষ পর্যন্ত ২০২ রান করতে পেরেছেন, অস্ট্রেলিয়া মাত্র ১১ রানে অস্ট্রেলিয়া জয় পেয়েছে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: AirtelBuzz on February 09, 2024, 05:11:55 PM
ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত লড়াই করে জয়লাভ করতে পারে নাই। ২১৩ রানের টার্গেটে দিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ আজকে হারলেও তারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা যদি আরও একটু ভালো করতে পারতো তাহলে তারা জয়লাভ করতে পারতো।  ইন্ডিজ শেষ পর্যন্ত ২০২ রান করতে পেরেছেন, অস্ট্রেলিয়া মাত্র ১১ রানে অস্ট্রেলিয়া জয় পেয়েছে।
আমি ভাবছিলাম হয়তো আন্দ্রে রাসেল ভালো কিছু একটা করবে আজকের ম্যাচে তবে সেটা সে করতে ব্যর্থ হয়েছে। তার প্রতি আমার অনেক আত্মবিশ্বাস ছিল এজন্য যে আমি তার অনেক আইপিএলে ম্যাচ দেখেছি যেগুলোতে সে অবিশ্বাস্যভাবে ব্যাটিং করেছে এমনকি অনেক প্রায় হেরে যাওয়া ম্যাচ সে তার ভয়াবহ ব্যাটিং দিয়ে জিতিয়েছে। তবে আজকের ম্যাচে ছিল সে একেবারে নিস্প্রবো। তাদের দল ভালো খেলেছে সেটা বলতে হবে কারণ অস্ট্রেলিয়া খুবই ভালো একটি সংগ্রহ দাড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Crypto Library on February 11, 2024, 10:09:52 AM
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এর টি-টোয়েন্টি সিরিজ এর দ্বিতীয় নাম্বার ম্যাচটি অলরেডি শুরু হয়েছে, পারফরমেন্স বিবেচনা করলে অস্ট্রেলিয়া বর্তমানে খুবই দারুণ অবস্থানে রয়েছে। ১৩ আবার বল শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়া বর্তমানে ১৪৩ রান নিয়েছে এবং মাত্র 3 উইকেট হারিয়েছে। আর তাদের কারেন্ট রান রেট হচ্ছে ১১। রান রেট দেখেই বুঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া আজকে অনায়াসে ২০০ রান অতিক্রম করবে।
গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়নিস  ক্রিজে রয়েছে ম্যাক্স ওয়েল দারুন পারফরম্যান্স করতেছে তার স্ট্রাইক রেট  বর্তমানে 200 সে মাত্র 29 বলে 58 রান নিয়ে এখনো স্ট্রাইকের রয়েছে। তা ছাড়াও আরো কয়েকজন বড় ব্যাটসম্যান রয়েছে যারা অস্ট্রেলিয়াকে ২০০ রান টাচ করতে ইজিলি পুশ করবে। আমার মনে হচ্ছে আজকেও অস্ট্রেলিয়া জিতবে। যদিও ওয়েস্ট ইন্ডিজের নিকট এখনো চান্স রয়েছে যদি না তারা তাড়াতাড়ি কয়েকটি উইকেট ফালাতে পারে। তবে আমার মনে হয় না সেটি ওয়েস্ট ইন্ডিজ এর দ্বারা সম্ভব হবে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: JISAN on February 11, 2024, 10:18:17 AM
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এর টি-টোয়েন্টি সিরিজ এর দ্বিতীয় নাম্বার ম্যাচটি অলরেডি শুরু হয়েছে, পারফরমেন্স বিবেচনা করলে অস্ট্রেলিয়া বর্তমানে খুবই দারুণ অবস্থানে রয়েছে। ১৩ আবার বল শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়া বর্তমানে ১৪৩ রান নিয়েছে এবং মাত্র 3 উইকেট হারিয়েছে। আর তাদের কারেন্ট রান রেট হচ্ছে ১১। রান রেট দেখেই বুঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া আজকে অনায়াসে ২০০ রান অতিক্রম করবে।
গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়নিস  ক্রিজে রয়েছে ম্যাক্স ওয়েল দারুন পারফরম্যান্স করতেছে তার স্ট্রাইক রেট  বর্তমানে 200 সে মাত্র 29 বলে 58 রান নিয়ে এখনো স্ট্রাইকের রয়েছে। তা ছাড়াও আরো কয়েকজন বড় ব্যাটসম্যান রয়েছে যারা অস্ট্রেলিয়াকে ২০০ রান টাচ করতে ইজিলি পুশ করবে। আমার মনে হচ্ছে আজকেও অস্ট্রেলিয়া জিতবে। যদিও ওয়েস্ট ইন্ডিজের নিকট এখনো চান্স রয়েছে যদি না তারা তাড়াতাড়ি কয়েকটি উইকেট ফালাতে পারে। তবে আমার মনে হয় না সেটি ওয়েস্ট ইন্ডিজ এর দ্বারা সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ এর তুলনা হয় না ভাই। অস্ট্রেলিয়ার প্রতিটা দল অনেক প্রশিক্ষিত আর তারা অনেক ভালো খেলে আজকের ম্যাচেই দেখেন অস্ট্রেলিয়া ১৪ ওভারেই রান করছে ১৫৭ আর তারা যেভাবে খেলতেছে তাতে তারা যে ২০০ রান অতিক্রম করবে এর ভূল নাই। আর একটা টি-টোয়েন্টি ম্যাচে ২০০ রান অতিক্রম করা কতটা বড় স্কোর সেটা তো বিঝতেছেন। কারন ODI ম্যাচেই একটা ভালো দল ৩৫০ রান অতিক্রম করতে সহজে পারে না। সেখানে একটা T20 ম্যাচে ২০০+ রানে টার্গেট দিলে ওয়েস্ট ইন্ডিজের মতো কোনো দল তা অতিক্রম করতে পারবো আপনার মনে হয়? দেখা যাক কি করে অস্ট্রেলিয়া আমি মনে করি তারা ২০০ রান অতিক্রম করতে পারবে আর এই রান অতিক্রম করে ম্যাচ জেতা ওয়েস্ট ইন্ডিজ এর পক্ষে সম্ভব হওয়ার কথা না
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Bd officer on February 11, 2024, 01:14:56 PM
✂️✂️✂️
✂️✂️
অস্ট্রেলিয়া ম্যাক্সওয়েল দুর্দান্ত পারফরমেন্সের জন্য বিশাল লক্ষ দাঁড় করিয়েছিল। ম্যাক্সওয়েল আজকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে, ৫৫ বলে করেছেন ১২০ রান যা প্রশংসনীয় পারফরমেন্স। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত নির্ধারিত বিষ ওভারে ২৪১ রান করে যা যেকোনো দলের পক্ষে এই তাড়া করে জয়লাভ করা অসম্ভব ছিলো।

যাইহোক ওয়েস্ট ইন্ডিজ 242 রানের টার্গেট ব্যাটিং করতে এসে ২০৭ রান করেছেন। লক্ষ্যমাত্রা বেশি ছিল তাই এখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান দিয়ে কিছু করার নেই। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ফরমেটে ভালো খেলে থাকেন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা খুবই শক্তিশালী কিন্তু বলিং পারফরম্যান্স মোটেও ভালো নয়। যাইহোক তিন ম্যাচের আয়োজিত টি-টোয়েন্টি সিরিজ ছিল, অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জয়লাভ করেছে। ওয়েস্ট ইন্ডিজ আজকে অনেক চেষ্টা করেও সিরিজ সমতায় আনতে পারি নাই। তবে আজকের খেলায় দর্শকেরা ইনজয় করেছে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Crypto Library on February 21, 2024, 08:40:25 AM
আজকে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে। আর  18.1 বল শেষে নিউজিল্যান্ড ১৯০ রান নিতে সক্ষম হয়েছে আর তাদের হাতে এখনো বাকি রয়েছে। এবং তাদের রান রেট এখনও ১০.৩৫ এর উপরে। আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড আজকে ২০০ উপরে। যাইহোক আজকে কনওয়ে ওয়ে এবং রাচীন রাবীন্দ্র দারুন পারফরমেন্স দেখিয়েছে তারা দুইজনে ১১৩ রানের একটি বিশাল পার্টনারশিপ তৈরি করেছে মাত্র ৬৪ বলে। রবিন্দ্র পয়ত্রিশ বলে ৬৮ রান নিয়েছে এবং কনওয়ে ২৯ বলে ৩৭ রান নিয়েছে।
পারফরমেন্সের বিবেচনায় আমার মনে হচ্ছে আজকে অস্ট্রেলিয়া টিম জিততে যাচ্ছে ।তাছাড়া অস্ট্রেলিয়ার  গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জিতেছে আর অন্যদিকে নিউজিল্যান্ড পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জয় অর্জন  করেছে।
আপনাদের কি মনে হয় কে জিতবে আজকের ম্যাচে?
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Bd officer on February 21, 2024, 11:33:50 AM
আজকে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে। আর  18.1 বল শেষে নিউজিল্যান্ড ১৯০ রান নিতে সক্ষম হয়েছে আর তাদের হাতে এখনো বাকি রয়েছে। এবং তাদের রান রেট এখনও ১০.৩৫ এর উপরে। আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড আজকে ২০০ উপরে। যাইহোক আজকে কনওয়ে ওয়ে এবং রাচীন রাবীন্দ্র দারুন পারফরমেন্স দেখিয়েছে তারা দুইজনে ১১৩ রানের একটি বিশাল পার্টনারশিপ তৈরি করেছে মাত্র ৬৪ বলে। রবিন্দ্র পয়ত্রিশ বলে ৬৮ রান নিয়েছে এবং কনওয়ে ২৯ বলে ৩৭ রান নিয়েছে।
পারফরমেন্সের বিবেচনায় আমার মনে হচ্ছে আজকে অস্ট্রেলিয়া টিম জিততে যাচ্ছে ।তাছাড়া অস্ট্রেলিয়ার  গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জিতেছে আর অন্যদিকে নিউজিল্যান্ড পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জয় অর্জন  করেছে।
আপনাদের কি মনে হয় কে জিতবে আজকের ম্যাচে?
ভাই খেলাটি দেখে অনেক মজা লেগেছে যে উভয় দলের ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে। আজকে আমি ফেভারিট হিসেবে অস্ট্রেলিয়া বেছে নিয়েছিলাম। নিউজিল্যান্ড ২১৫ রান করেছিলো শেষে এসে তারা পরাজিত হলো এটা সত্যিই তাদের জন্য দুর্ভাগ্য। অস্ট্রেলিয়ার ভাগ্য ভালো ছিল যার ফলে শেষ বলে ৪ রান দরকার ছিলো ফিল্ডিং মিস হয়ে বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যায় এবং চার হয়ে অস্ট্রেলিয়া জায়লাভ করেছে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Learn Bitcoin on March 09, 2024, 04:37:49 PM
বাংলাদেশ বোর্ড এর ক্রিকেট নিয়ে তো দেখি কোনো আলোচনাই হচ্ছে না, অথচ বাংলাদশে বনাম শ্রীলংকার একটা সিরিজ শেষ হয়ে গেলো। যদিও সিরিজে শ্রীলংকা জিতে গেলো, বাংলাদেশ খুব খারাপ খেলেনি। আজকের ম্যাচে টপ অর্ডার ব্যাটার রা আরো ভালো করতে পারলে আজকের ম্যাচ টা জেতা সম্ভব হতো। ৩২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচে এরকম ফাইট করা সম্ভব হয়েছে শুধুমাত্র রিসাদ এবং তাসকিনের জন্য।

বাংলাদেশের তাসকিন এমন একজন খেলোয়ার, আমার মনে হয় সে ব্যাটিংয়ে ভালো সময় দিলে পেইস বোলিং অলরাউন্ডার হতে পারতো। অনেকটা মাশরাফির মতো এখনি ব্যাট করতে পারে। লংকানরা অতিরিক্ত সেলিব্রেশন করে ফেলেছে আজকে। এই সেলিব্রেশন বাংলাদেশ কে অোরো বেশি তাতিয়ে দিবে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: kulkhan on March 09, 2024, 10:36:33 PM
বাংলাদেশ বোর্ড এর ক্রিকেট নিয়ে তো দেখি কোনো আলোচনাই হচ্ছে না, অথচ বাংলাদশে বনাম শ্রীলংকার একটা সিরিজ শেষ হয়ে গেলো। যদিও সিরিজে শ্রীলংকা জিতে গেলো, বাংলাদেশ খুব খারাপ খেলেনি। আজকের ম্যাচে টপ অর্ডার ব্যাটার রা আরো ভালো করতে পারলে আজকের ম্যাচ টা জেতা সম্ভব হতো। ৩২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচে এরকম ফাইট করা সম্ভব হয়েছে শুধুমাত্র রিসাদ এবং তাসকিনের জন্য।

বাংলাদেশের তাসকিন এমন একজন খেলোয়ার, আমার মনে হয় সে ব্যাটিংয়ে ভালো সময় দিলে পেইস বোলিং অলরাউন্ডার হতে পারতো। অনেকটা মাশরাফির মতো এখনি ব্যাট করতে পারে। লংকানরা অতিরিক্ত সেলিব্রেশন করে ফেলেছে আজকে। এই সেলিব্রেশন বাংলাদেশ কে অোরো বেশি তাতিয়ে দিবে।
হ্যাঁ আজ রিশাদ এবং তাসকিনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের মান সম্মানটা আপাতত রক্ষা পেল। ৩৬ রানে ৬ উইকেট চলে যাওয়ার পর আমি মনে করেছিলাম আমাদের জন্য একটা অসম্মানজনক হার অপেক্ষা করছে। কিন্তু সপ্তম এবং অষ্টম উইকেটে ব্যাট করতে এসে রিশাদ এবং তাসকিন আহমেদ যে অসাধারণ ব্যাটিং করলো তা বলার অপেক্ষা রাখে না। আজ তাদের জন্য বাংলাদেশ তাদের ইজ্জত বাঁচালো মূলত তারা দুজন ব্যাটিং নয় বলার  কিন্তু আজ তারা অসাধারণ ব্যাটিং করেছে। আমি মনে করি তাদেরকে নার্সিং করলে তারা ভবিষ্যতে আরো ভালো ব্যাট করবে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Learn Bitcoin on March 11, 2024, 01:42:28 PM
হ্যাঁ আজ রিশাদ এবং তাসকিনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের মান সম্মানটা আপাতত রক্ষা পেল। ৩৬ রানে ৬ উইকেট চলে যাওয়ার পর আমি মনে করেছিলাম আমাদের জন্য একটা অসম্মানজনক হার অপেক্ষা করছে। কিন্তু সপ্তম এবং অষ্টম উইকেটে ব্যাট করতে এসে রিশাদ এবং তাসকিন আহমেদ যে অসাধারণ ব্যাটিং করলো তা বলার অপেক্ষা রাখে না। আজ তাদের জন্য বাংলাদেশ তাদের ইজ্জত বাঁচালো মূলত তারা দুজন ব্যাটিং নয় বলার  কিন্তু আজ তারা অসাধারণ ব্যাটিং করেছে। আমি মনে করি তাদেরকে নার্সিং করলে তারা ভবিষ্যতে আরো ভালো ব্যাট করবে।

আমরা মূলত বোলারদের কাছ থেকে তেমন কোনো রান আশা করি না। কিন্তু যখন এরকম ক্রাইসিস মোমেন্ট এ যখন বোলার রা এরকম দারুন ব্যাটিং করে, তখন ব্যাপারটা দারুন মনে হয়। রিশাদ মূলত প্রতিষ্ঠিত কোনো ব্যাটার না। সে যে প্রতি ম্যাচে রান করবে, ব্যাপারটা এমন ও না। কিন্তু সে দলের দরকারি সময়ে যে একটা ব্যাটিং করেছে, তা আসলেই দেখার এবং বলার মতো ছিলো।

আমি ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্টান দেখিনি। কিন্তু পরে দেখলাম যে শ্রীলংকার প্লেয়ার রা খুব উৎযাপন করেছে। তারা সেই টাইম আউট টা এখনো মাথায় রেখে সেটাউ উৎযাপন করছিলো। কিন্তু ভাবার বিষয় হলো, তারা তো আসলে তাদের প্লেয়ারকেই ট্রল করলো।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Bd officer on March 11, 2024, 02:40:43 PM
বাংলাদেশের তাসকিন এমন একজন খেলোয়ার, আমার মনে হয় সে ব্যাটিংয়ে ভালো সময় দিলে পেইস বোলিং অলরাউন্ডার হতে পারতো। অনেকটা মাশরাফির মতো এখনি ব্যাট করতে পারে। লংকানরা অতিরিক্ত সেলিব্রেশন করে ফেলেছে আজকে। এই সেলিব্রেশন বাংলাদেশ কে অোরো বেশি তাতিয়ে দিবে।
ভাই বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানের দুর্বলতা রয়েছে, তৃতীয় ম্যাচে সৌম্য সরকারের পরিবর্তে এনামুল হক বিজয় কে খেলানো উচিত ছিল। তৌহিদ হৃদয় কে নিয়ে আশা করেছিলাম ভালো খেলবে, কিন্তু এই সিরিজে ভালো করতে পারে নাই। তৃতীয় ম্যাচটি বাংলাদেশের হাতেই ছিল, টপ অর্ডারে কিছু ব্যাটসম্যানরা ভালো করে যেতে পারলে অবশ্যই বাংলাদেশ জিততে পারতো।

তাসকিন কত কত সময় ভালো ব্যাটিং করে থাকেন, বড় বড় ছয় মারতে পারেন। তাসকিনের ব্যাটিং দেখতে আমার খুবই ভালো লাগে, প্রায় বলেই বাউন্ডারি খেলতে চায়। টি-টোয়েন্টি সিরিজ জেতা হলো না, আশা করি বাংলাদেশ ওডিআই ফরমেটে ভালো করতে পারবে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Learn Bitcoin on March 14, 2024, 06:38:59 AM
ভাই বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানের দুর্বলতা রয়েছে, তৃতীয় ম্যাচে সৌম্য সরকারের পরিবর্তে এনামুল হক বিজয় কে খেলানো উচিত ছিল। তৌহিদ হৃদয় কে নিয়ে আশা করেছিলাম ভালো খেলবে, কিন্তু এই সিরিজে ভালো করতে পারে নাই। তৃতীয় ম্যাচটি বাংলাদেশের হাতেই ছিল, টপ অর্ডারে কিছু ব্যাটসম্যানরা ভালো করে যেতে পারলে অবশ্যই বাংলাদেশ জিততে পারতো।

নাহ ভাই। আমার কোনো ভাবেই মনে হয় না ৩য় ম্যাচ বাংলাদেশের হাতে ছিলো। যে ম্যাচে উইকেট পড়ার হ্যাটট্রিক হয়, সেই ম্যাচকে কোনো ভাবেই হাতে ছিলো বলে মনে হয় না আমার। আসলে ক্রিকেটে খারাপ দিন বলেও কেটা কথা থাকে। যখন ব্যাটিং বিপর্যয় শুরু হয়, তখন যতো ভালো ব্যাটারই হোক না কেনো, রান করতে পারে না। যেভাবে ৩ বলে ৩ জন আউট হয়েছে, তারপর ৩২ রানে ৬ উইকেট হারিয়েছে, সেখান থেকে বাংলাদেশ যে সম্মানজনক স্কোর করেছে, সেটাই অনেক বেশি বলে মনে হয়েছে আমার।

তাসকিন কত কত সময় ভালো ব্যাটিং করে থাকেন, বড় বড় ছয় মারতে পারেন। তাসকিনের ব্যাটিং দেখতে আমার খুবই ভালো লাগে, প্রায় বলেই বাউন্ডারি খেলতে চায়। টি-টোয়েন্টি সিরিজ জেতা হলো না, আশা করি বাংলাদেশ ওডিআই ফরমেটে ভালো করতে পারবে।
বোলার রা কিন্তু প্রতিদিন ভালো ব্যাট করে না। তাসকিন আস্তে আস্তে আমাদের মাশরাফি হয়ে যাচ্ছে। মাশরাফি কিন্তু মাঠে নেমেই বিগ হিট খেলতো। তাসকিন সেরকম টাইপেরই খেলছে। লোয়ার অর্ডারে আমাদের এরকম কিছু বোলার দরকার যারা প্রয়োজনে ব্যাট করতে পারে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: kulkhan on March 22, 2024, 04:44:09 PM
টি-টোয়েন্টি ফরমেটের সবচেয়ে বড় আসর আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম আসরের প্রথম ম্যাচ আজকে শুরু হলো। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিংসের মধ্যে আজকে কার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি চেন্নাই সুপার কিংস আজকে জয়লাভ করবে।
চেন্নাই সুপার কিংস এ আমার প্রিয় খেলোয়াড় মোস্তাফিজুর রহমান খেলছে। এবং বল করতে নেমেই অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে। এখনো পর্যন্ত সে ২ ওভার বল করে ৭ রান খরচায় ৪ উইকেট কব্জা বন্দি করেছে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Power420 on April 20, 2024, 10:32:19 PM
টি-টোয়েন্টি ম্যাচগুলো সাধারণত অনেক আক্রমণাত্মক ভাবেই ব্যাটিং করতে দেখা যায়, মাত্র ২০টি ওভারের খেলা যারা ধৈর্য সহকারে টিকে থাকতে পারে তারাই একমাত্র ভালো ব্যাটিং পারফরমেন্স করে এবং জয় লাভ করে। বিশেষ করে এবার আইপিএল ম্যাচে সর্বোচ্চ ভালো পারফরমেন্স করে যাচ্ছে রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্স দল। এবং সানরাইজ হায়দ্রাবাদ ব্যাপক পারফরমেন্স ভালো করে যাচ্ছে এই তিনটি দল এর মধ্যেই যেকোনো দুই দল ২০২৪ সালের আইপিএল ম্যাচে সেরা হবে।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: JISAN on April 21, 2024, 11:50:34 AM
টি-টোয়েন্টি ম্যাচগুলো সাধারণত অনেক আক্রমণাত্মক ভাবেই ব্যাটিং করতে দেখা যায়, মাত্র ২০টি ওভারের খেলা যারা ধৈর্য সহকারে টিকে থাকতে পারে তারাই একমাত্র ভালো ব্যাটিং পারফরমেন্স করে এবং জয় লাভ করে। বিশেষ করে এবার আইপিএল ম্যাচে সর্বোচ্চ ভালো পারফরমেন্স করে যাচ্ছে রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্স দল। এবং সানরাইজ হায়দ্রাবাদ ব্যাপক পারফরমেন্স ভালো করে যাচ্ছে এই তিনটি দল এর মধ্যেই যেকোনো দুই দল ২০২৪ সালের আইপিএল ম্যাচে সেরা হবে।
T20 খেলা অনেক ক্রিটিকাল পরিকল্পনা করে খেলতে হয় কারন এখানে ওভার কম কোনো দল যখন তাদের উইকেট বাচিয়ে খেলতে চায় তখন ৪/৬ এর পরমান কমে যায় এ কারনে তারা বেশি রান কালেক্ট কর‍তে পারে না আর বেশি রান না করতে পারলে অবশ্যই এর জন্য অপর দল তাদের অতিক্রম করে ম্যাচ জিতবে। আর উইকেটের কথা চিন্তা না করে খেললে সেক্ষেত্রে এবং ৪/৬ এর এর প্রতি বেশি ফোকাস দিলে দ্রুত উইকেট হারাবে এর জন্য পুরো ২০ ওভার খেলতে সক্ষম হবে না তারা। তাই বড় ধরনের রান এবং উইকেট বাচানো উভয় দিলেই নজর রাখতে হয় T20 ম্যাচগুলোতে। এসব দিক বিবেচনা করলে রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্স সত্যিই ভালো করছেন এখন পর্যন্ত
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Learn Bitcoin on April 21, 2024, 05:01:13 PM
T20 খেলা অনেক ক্রিটিকাল পরিকল্পনা করে খেলতে হয় কারন এখানে ওভার কম কোনো দল যখন তাদের উইকেট বাচিয়ে খেলতে চায় তখন ৪/৬ এর পরমান কমে যায় এ কারনে তারা বেশি রান কালেক্ট কর‍তে পারে না আর বেশি রান না করতে পারলে অবশ্যই এর জন্য অপর দল তাদের অতিক্রম করে ম্যাচ জিতবে। আর উইকেটের কথা চিন্তা না করে খেললে সেক্ষেত্রে এবং ৪/৬ এর এর প্রতি বেশি ফোকাস দিলে দ্রুত উইকেট হারাবে এর জন্য পুরো ২০ ওভার খেলতে সক্ষম হবে না তারা। তাই বড় ধরনের রান এবং উইকেট বাচানো উভয় দিলেই নজর রাখতে হয় T20 ম্যাচগুলোতে। এসব দিক বিবেচনা করলে রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্স সত্যিই ভালো করছেন এখন পর্যন্ত

টি- ২০ কে মাইন্ড গেম বলা যায়। সব সময় মারকাটারি ব্যাটিং করলেও চলবে না, আবার ধরে খেরার চেষ্টা করলেও চলবে না। ম্যাচের ‍সিচুয়েশন অনুযায়ী ব্যাট করা এবং বল করাই হচ্ছে টি ২০ এর সব চাইতে জরুরী বিষয়। ট্র্যাভিস হেড এই আই পি এলে যেভাবে খেলবে এ পরর্যন্ত, তাকে দেখে মনে হচ্ছে সে কখনো ধর্য্য ধরে খেলতে পারে না। কিন্তু আসল ব্যাপার হচ্ছে টিম থেকে তাকে নির্ভার করা হয়েছে এবং নিজের ইচ্ছা মতো ব্যাট করার স্বাধীনতা দিয়েছে। 

যেসব ব্যাটার রা সময় বুঝে না, তারা টি ২০ তে সাকসেস হতে পারে না। বাংলাদেশের ব্যাটার রা টি ২০ স্প্যাশালিষ্ট হতে পারে এই কারনেই। ম্যাচের কোন মুহুর্তে তাদেরকে আরো আক্রমানাক্তক খেলতে হবে আর কোন সময় ক্রিজে টিকে থাকতে হবে, সেটাই আমার দেশের ব্যাটার রা বুঝে উঠতে পারে না।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: kulkhan on April 21, 2024, 05:09:44 PM
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর
ইডেন গার্ডেনের মাঠে অসাধারণ একটি ম্যাচ আমরা লক্ষ্য করলাম কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২২ রান করতে সক্ষম হয।

পরবর্তীতে রয়েল চেলেন্জার ব্যাঙ্গালুরু ও অসাধারণ ব্যাটিং নৈপূন্যতা দেখায়। এবং ২২২ রান তাড়া করে তারা জয়ের বন্ধরে পৌঁছোতে সক্ষম হতে পারেনি। মাত্র ১ রান বাকি থাকতেই ম্যাচ শেষ হয়ে যায়।  কলকাতা নাইট রাইডার্স এর অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেল ব্যাটে-বলে অসাধারণ নূন্যত দেখায়। ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচায় তিনটা উইকেট লুফে নেয়। এবং ব্যাটিং এ গিয়ে ২০ বলে ২৭ রান নিয়ে অপরাজিত থাকে। এবং সে তার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে সক্ষম হয়।
ম্যাচ শেষে এন্ড্রু রাসেলকে প্লেয়ার অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Learn Bitcoin on April 25, 2024, 03:57:47 PM
আমাদের লোকাল ফোরামে তো দেখছি খেলাধুলা নিয়ে তেমন কোনো পোস্ট ই হচ্ছে না। সবাই আগ্রহ হারিয়ে ফেলেছেন নাকি? শুধু খেলা ধুলা না, লোকাল বোর্ড এ প্রায় কোনো পোস্ট ই দেখা যায় না। সপ্তাহে মনে হয় ২০ টা পোস্ট আমাদের লোকাল বোর্ড এ হচ্ছে কি না সন্দেহ আছে। যাই হোক, আসল কথায় আসি। আই পি এলে এবার মনে হচ্ছে বোলারদের ক্যারিয়ার নষ্ট করার মতো একটা সিজন এটা। প্রতি ম্যাচেই ২০০+ রান হচ্ছে। কোনো কোনো ম্যাচে ২৫০+ হয়ে যাচ্ছে। এই আই পি এলে যেসব বোলারদেরকে তুলোধুনো করা হচ্ছে, তারা তো তাদের ক্যারিয়ার হারিয়ে ফেলবে মনে হচ্ছে। আপনি কোন ব্যাটার কে রেখে কার কথা বলবেন? আজকে রিসভ প্যান্ট যে একটা ইনিংস খেলেছে, এই ইনিংস বাংলাদেশি কোনো ব্যাটার খেললে আগামী ২০ ম্যাচ দলে তার স্পট কনফার্ম হয়ে থাকতো।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: JISAN on April 27, 2024, 08:19:40 PM
আমাদের লোকাল ফোরামে তো দেখছি খেলাধুলা নিয়ে তেমন কোনো পোস্ট ই হচ্ছে না। সবাই আগ্রহ হারিয়ে ফেলেছেন নাকি? শুধু খেলা ধুলা না, লোকাল বোর্ড এ প্রায় কোনো পোস্ট ই দেখা যায় না। সপ্তাহে মনে হয় ২০ টা পোস্ট আমাদের লোকাল বোর্ড এ হচ্ছে কি না সন্দেহ আছে। যাই হোক, আসল কথায় আসি। আই পি এলে এবার মনে হচ্ছে বোলারদের ক্যারিয়ার নষ্ট করার মতো একটা সিজন এটা। প্রতি ম্যাচেই ২০০+ রান হচ্ছে। কোনো কোনো ম্যাচে ২৫০+ হয়ে যাচ্ছে। এই আই পি এলে যেসব বোলারদেরকে তুলোধুনো করা হচ্ছে, তারা তো তাদের ক্যারিয়ার হারিয়ে ফেলবে মনে হচ্ছে। আপনি কোন ব্যাটার কে রেখে কার কথা বলবেন? আজকে রিসভ প্যান্ট যে একটা ইনিংস খেলেছে, এই ইনিংস বাংলাদেশি কোনো ব্যাটার খেললে আগামী ২০ ম্যাচ দলে তার স্পট কনফার্ম হয়ে থাকতো।
হ্যা প্রায় প্রতিটা ম্যাচে ২০০+ রান হইতেছে T20 ম্যাচে এমন স্কোর আগে খুব কমই দেখা গেছে। বুঝতে পারতেছি না যে বোলাররা খেলা ভূলে গেলো নাকি ব্যাটসম্যানরা আগের থেকে বেশি শক্তিশালী হলো হা হা। তবে ভাই এবারের IPL এর প্রায় প্রতিটা ম্যাচেই উভয় দল অনেক ভালো খেলতেছেন কারন মাত্র কয়েন রানের ব্যবধানে দলগুলো জিততেছে এবং হাড়তেছে। উভয় দলগুলো প্রায় সমান সমান স্কোর করে ম্যাচ শেষ করছে৷ এমন হাড্ডাহাড্ডি খেলাগুলো অনেক মজায় মজায় উপভোগ করা যাচ্ছে।


এখানে নতুন টপিক ক্রিয়েট করা হচ্ছে না যার কারনে পূরনো টপিকগুলোতে কেউ পোস্ট করছে না আর পুরনো টপিকগুলোতে পোস্ট করার মতো কিছু নাইও তাই এখানে নতুন নতুন টুপিক ক্রিকেট করাটা অনেক প্রয়োজন
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Learn Bitcoin on April 28, 2024, 02:22:02 PM
হ্যা প্রায় প্রতিটা ম্যাচে ২০০+ রান হইতেছে T20 ম্যাচে এমন স্কোর আগে খুব কমই দেখা গেছে। বুঝতে পারতেছি না যে বোলাররা খেলা ভূলে গেলো নাকি ব্যাটসম্যানরা আগের থেকে বেশি শক্তিশালী হলো হা হা। তবে ভাই এবারের IPL এর প্রায় প্রতিটা ম্যাচেই উভয় দল অনেক ভালো খেলতেছেন কারন মাত্র কয়েন রানের ব্যবধানে দলগুলো জিততেছে এবং হাড়তেছে। উভয় দলগুলো প্রায় সমান সমান স্কোর করে ম্যাচ শেষ করছে৷ এমন হাড্ডাহাড্ডি খেলাগুলো অনেক মজায় মজায় উপভোগ করা যাচ্ছে।

আসলে আমার মনে হয় না যে ব্যাটার রা পাওয়ারফুল হয়ে গেছে বা বোলার রা বোলিং করা ভুলে গেছে। সব আসলে পিচের খেলা। এবারের আইপিএলে যে ধরনের পিচ করা হচ্ছে, এতে আসলে বোলারদের জন্য তেমন কিছুই নেই। এগুলো যদি আই সিসির কোনো অফিশিয়াল ইভেন্ট হতো, অতিরিক্ত সাদামাটা পিচ হওয়ার কারনে এসব পিচ ডিমেরিট পয়েন্ট পেতো। তবে আইপিএলে এই ঝামেলা নেই। এই ধরনের টুর্নামেন্ট ই আয়োজন করা হয় টাকার খেলামেলার জন্য আর বিনোদনের জন্য। তো এখানে ভারতের ক্রিকেট বোর্ড যেমন ইচ্ছা সেরকম পিচ বানিয়ে ম্যাচগুলো আয়োজন করেছে। ভারতের বোলার অশ্বিন টুইট করেছেন এটা লিখে যে আই পি এলের বোলারদেরকে কেউ বাচাও।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: Learn Bitcoin on May 04, 2024, 12:39:31 PM
বাংলাদেশ আমাদের ফেভারিট প্রতিপক্ষ জিম্বাবুয়েকে সামনে পেয়ে আবারে জ্বলে ওঠেছিলো। সত্যি বলতে আমি জানতাম ই না জিম্বাবুয়ে বাংলাদেশে কবে আসছে, আর খেলা কবে শুরু হবে। ক্রিকেট নিয়ে তেমন কোনো আলোচনা দেখছি না কোথাও। আগে বাংলাদেশের খেলা হলে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দেখতাম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও কোনো পোষ্ট দেখছি না। সুতরাং বুঝাই যাচ্ছে যে মানুষ খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।

যাই হোক। আমি খেলা দেখিনি। তবে স্কোর কার্ড দেখে মনে হচ্ছে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছে। ২০ ওভারে ১২০ রানে অল আউট করে দিয়ে ৮ উইকেটের জয় পেয়েছে। আর বাংলাদেশকে খেলতে হয়েছে ১৬ তম ওভার। আমাদের লিটন ডাক আবারো ১ রান করেছেন। ওনার পারফরমেন্স কন্টিনিউ করেছেন।
Title: Re: (T-20 Cricket Match) টি-২০ ম্যাচ নিয়ে আলোচনা ও ভবিষ্যৎবাণী 🏏🏏
Post by: DYING_S0UL on May 04, 2024, 06:42:47 PM
কোট
ভাই একটা জিনিস জানার ছিল, অল্টকয়েনটকে কি একজন পরপর দুইবার পোস্ট করতে পারবে? Learn Bitcoin ভাই হয়তো ভুলে দুইবার পোস্ট করে ফেলেছে। বিটকয়েনটকে পরপর একইজন পোস্ট করতে পারে না, করলেও মডারেটর সেটা দেখলে পোস্ট দুটি মার্জ করে একটা করে দিতো।

কোট
বদ্দা, দুইবার পোস্ট করে ফেলেছো ::)