Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: arnobs007 on March 22, 2018, 06:49:27 PM

Title: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: arnobs007 on March 22, 2018, 06:49:27 PM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: sakib.bro on April 22, 2018, 03:22:42 PM
sundor post
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Fawpac2 on August 08, 2020, 08:41:49 AM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
প্রথমে আমার বিটকয়েন সম্বন্ধে কোনো ধারণা ছিল না আপনার পোস্ট পড়ে আমার বিটকয়েন ইথিদিয়াম এলটকয়েন ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করেছি আশা করি আরও ভাল ভাল পোস্ট দিবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Salman Hasan on August 18, 2020, 07:55:15 PM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার প্রথম টাইমে বিটকয়েন সম্পর্কে কোন ধারণা ছিল না। আপনার পোষ্টটি পড়ে আমি অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। বিটকয়েন ইথেরিয়াম এ লোট কয়েন সম্পর্কে ধারণা পেয়েছি
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Papusha20 on October 06, 2020, 04:08:39 PM
বিটকয়েন হল এমন একটি কয়েন যা প্রায় পৃথিবীর সকল দেশেই প্রচলিত এর দাম অনেক। বিটকয়েন প্রায় সব  ব্যবহার করে থাকে আমরা যেমন টাকা ব্যবহার করি বিদেশীরা এমন বিটকয়েন ব্যবহার করে। এটি হলো সাম্প্রতিক মুদ্রা এটা পৃথিবীর সব জায়গায় ব্যবহার হয়ে থাকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Rakin343 on October 15, 2020, 04:13:01 AM
ক্রিপ্টোকারেন্সি হল এমন একটি বিকেন্দ্রিক মুদ্রা যা ধরা যায় না ছোয়া যায়না কিন্তু অনুভব করা যায় এর স্বাদ গ্রহণ করা যায়। এই টিক্তক অ্যাপস এর মাধ্যমে এক নিমিষেই কোটি কোটি টাকা লেনদেন করা যায়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Fawpac2 on October 21, 2020, 07:15:10 PM
ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি। এই কারেন্সি কোন সরকার বা রাষ্ট্র উৎপাদন বা জোগান দেয় না। এসব বিভিন্ন হার্ডওয়্যারের এর মাধ্যমে ইন্টারনেট এ যুক্ত থেকে মাইনিং করতে হয়। আর এই মাইনিং প্রক্রিয়ায় বিভিন্ন জটিল সব এলগোরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি সম্পন্ন করেই একেকটি কয়েন বানাতে হয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Nusrat on November 07, 2020, 03:58:56 PM
বিটকয়েন কে আমরা ক্রিপ্টোকারেন্সি হিসেবে বলতে পারি। বা এটাকে মুদ্রা বলতে পারি। সারাবিশ্বে বিটকয়েনের প্রচলিত অনেক বেশি। ইন্টারনেট ছাড়া এর অস্তিত্ব পাওয়া সম্ভব নয়। বিটকয়েন ছাড়াও অনেক শত শত সাংকেতিক মুদ্রা রয়েছে। এগুলো হলো এ লোট কয়েন ইথারিয়াম আরো অন্যান্য অনেকগুলো সাংকেতিক মুদ্রা রয়েছে। এ বিষয়ে কারো ভালো জানা থাকলে বিশ্লেষণ করবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Sharpmax on November 08, 2020, 07:49:24 AM
আসলে সকলেই কিন্তু জানে কিভাবে একটি বিকেন্দ্রিত একটি মুদ্রা। একটি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে স্থানান্তর হয়। একটি ধরা যায়না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায়। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বে বিশাল ভাবে ছড়িয়ে পড়ছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Btceth01 on November 08, 2020, 05:23:29 PM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আসলে কি একটু কারেন্সি এইসব নিয়ম-নীতি রয়েছে। তাই আমি আর নতুন করে আর কিছু বললাম না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Zero0 on November 09, 2020, 09:15:13 AM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভার্চুয়াল মুদ্রা যা স্পর্শ করা যাবে না কিন্তু এর সুবিধা ভোগ করা যাবে। টাকা বা অন্যান্য মুদ্রা এর মতোই এটি ব্যবহার করা যাবে। টাকা বা অন্যান্য মুদ্রা এরচেয়ে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার অনেক সুবিধাজনক। এটি মুহূর্তেই লেনদেন করা যায়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Msweet on November 12, 2020, 03:53:46 PM
একটি ক্রিপ্টোকারেন্সি (বা ক্রিপ্টো মুদ্রা) একটি ডিজিটাল সম্পদ যা বিনিময়র মাধ্যম হিসাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে স্বতন্ত্র মুদ্রার মালিকানা রেকর্ডগুলি লেনদেনের রেকর্ডগুলি সুরক্ষিত করার জন্য শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে কম্পিউটারের ডেটাবেস আকারে বিদ্যমান একটি খাতায় সংরক্ষণ করা হয়, অতিরিক্ত তৈরি নিয়ন্ত্রণ করতে  মুদ্রা এবং মুদ্রার মালিকানা স্থানান্তর যাচাই করতে। এটি সাধারণত দৈহিক আকারে (কাগজের টাকার মতো) উপস্থিত থাকে না এবং সাধারণত কোনও কেন্দ্রীয় কর্তৃপক্ষ জারি করে না।  ক্রিপ্টোকারেন্সিগুলি সাধারণত কেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার বিরোধিতা হিসাবে বিকেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ব্যবহার করে l যখন কোনও ক্রিপ্টোকারেন্সি মুদ্রিত করা হয় বা জারি করার আগে তৈরি করা হয় বা একক ইস্যুকারী দ্বারা জারি করা হয়, তখন এটি সাধারণত কেন্দ্রীয় হিসাবে বিবেচিত হয়।  বিকেন্দ্রীভূত নিয়ন্ত্রণের সাথে প্রয়োগ করা হলে, প্রতিটি ক্রিপ্টোকারেন্সী বিতরণযোগ্য খাত্তর প্রযুক্তির মাধ্যমে কাজ করে, সাধারণত একটি ব্লকচেইন যা জনসাধারণের আর্থিক লেনদেনের ডেটাবেস হিসাবে কাজ করে l
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: AGM on November 12, 2020, 07:51:53 PM
একটি ক্রিপ্টোকারেন্সি (বা ক্রিপ্টো মুদ্রা) একটি ডিজিটাল সম্পদ যা বিনিময়র মাধ্যম হিসাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে স্বতন্ত্র মুদ্রার মালিকানা রেকর্ডগুলি লেনদেনের রেকর্ডগুলি সুরক্ষিত করার জন্য শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে কম্পিউটারের ডেটাবেস আকারে বিদ্যমান একটি খাতায় সংরক্ষণ করা হয়, অতিরিক্ত তৈরি নিয়ন্ত্রণ করতে  মুদ্রা এবং মুদ্রার মালিকানা স্থানান্তর যাচাই করতে। এটি সাধারণত দৈহিক আকারে (কাগজের টাকার মতো) উপস্থিত থাকে না এবং সাধারণত কোনও কেন্দ্রীয় কর্তৃপক্ষ জারি করে না।  ক্রিপ্টোকারেন্সিগুলি সাধারণত কেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার বিরোধিতা হিসাবে বিকেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ব্যবহার করে l যখন কোনও ক্রিপ্টোকারেন্সি মুদ্রিত করা হয় বা জারি করার আগে তৈরি করা হয় বা একক ইস্যুকারী দ্বারা জারি করা হয়, তখন এটি সাধারণত কেন্দ্রীয় হিসাবে বিবেচিত হয়।  বিকেন্দ্রীভূত নিয়ন্ত্রণের সাথে প্রয়োগ করা হলে, প্রতিটি ক্রিপ্টোকারেন্সী বিতরণযোগ্য খাত্তর প্রযুক্তির মাধ্যমে কাজ করে, সাধারণত একটি ব্লকচেইন যা জনসাধারণের আর্থিক লেনদেনের ডেটাবেস হিসাবে কাজ করে l
আপনি একদম ঠিক কথা বলেছেন আপনার কথার সাথে আমি একমত জানাচ্ছি। ক্রিপ্টোকারেন্সিগুলি সাধারণত কেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার বিরোধিতা হিসাবে বিকেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ব্যবহার করে l এই কথাটা একদম ঠিক।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Power420 on November 17, 2020, 12:13:37 PM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।

বিটকয়েন ধরনের সাংকেতিক মুদ্রা। এটি দেশ-বিদেশে বহুল পরিচিত একটি কয়েন। বিটকয়েন হলো সব কয়েনের রাজা। এটি একটি ডিজিটাল কারেন্সি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Crypto_Somrat on November 19, 2020, 04:08:12 AM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
ভাইয়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক ভাল একটা পোস্ট শেয়ার করেছেন। আপনার পোষ্ট থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেলাম। আশা করি ভবিষ্যতে আরও এমন তথ্যবহুল পোস্ট শেয়ার করবেন যাতে আপনার পোষ্ট থেকে জুনিয়র ভাইয়েরা কিছু না কিছু শিখতে পারে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Rain075 on November 20, 2020, 09:47:53 AM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।

ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের অনলাইন মুদ্রা। যেমন বিটকয়েন ইথেরিয়াম এগুলো হ্যালো ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Rain075 on November 20, 2020, 09:50:15 AM
ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি। এই কারেন্সি কোন সরকার বা রাষ্ট্র উৎপাদন বা জোগান দেয় না। এসব বিভিন্ন হার্ডওয়্যারের এর মাধ্যমে ইন্টারনেট এ যুক্ত থেকে মাইনিং করতে হয়। আর এই মাইনিং প্রক্রিয়ায় বিভিন্ন জটিল সব এলগোরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি সম্পন্ন করেই একেকটি কয়েন বানাতে হয়।
হ্যাঁ আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আমি আপনার এই পোস্ট টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Primo1760 on November 25, 2020, 04:26:39 PM
ক্রিপ্টোকারেন্সি কে ডিজিটাল লেনদেন করার জন্য টোকেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Cristiano on November 26, 2020, 12:49:07 PM
sundor post
এরকম পোস্ট করা থেকে বিরত থাকুন তা না হলে স্প্যাম হিসেবে ধরতে পারে। লো কোয়ালিটির পোস্ট করা থেকে বিরত থাকুন। স্পামিং করা বন্ধ করুন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Crypto_Somrat on November 27, 2020, 08:42:29 PM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
ধন্যবাদ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মোটামুটি ভালো আলোচনা করেছেন। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মোটামুটি সবারই কমবেশি ধারণা রয়েছে। আমারও রয়েছে কিন্তু আপনার পোষ্ট থেকে আরো স্পষ্ট হলাম। আশাকরি জুনিয়র ভাইদের যাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন কোন ধারণা নেই তারা আপনার পোষ্ট থেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো ধারণা পাবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Cristiano on January 11, 2021, 09:21:18 AM
sundor post
হ্যাঁ সুন্দর পোস্ট অবশ্যই। তবে আপনি একটু পোস্ট এর কোয়ালিটি ভালো করবেন। ভালো মানের পোস্ট করবেন। তথ্যবহুল কমিউনিকেটিভ কনস্ট্রাক্টিভ ইনফরমেটিভ ভাবে তৈরি করবেন। পোস্ট তৈরী করার আগে সিনিয়র ভাইদের পোস্টগুলো বেশি বেশি ফলো করবে। তাহলে বেশি শিক্ষা গ্রহণ করতে পারবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Tamsialu$$ on January 12, 2021, 12:10:19 AM
আমি এখানে লক্ষ করলাম অনেকেই অনেক রকমের পোস্ট করেছেন। এমন কেউ রয়েছে যারা এক লাইনও না লিখেই সেটা পোস্ট করেছে। আপনি যেহেতু ফোরামে নতুন সেতু আপনার একটু সময় দিতেই হবে এই ফোরামে তারপর একটু পোস্টটা বড় করে লেখার চেষ্টা করুন।এই ধরনের পোস্ট কিন্তু মোডারেটর যারা রয়েছে তারা সবসময়ই মনিটরিং করে‌।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Tamsialu$$ on January 12, 2021, 12:12:23 AM
sundor post
হ্যাঁ সুন্দর পোস্ট অবশ্যই। তবে আপনি একটু পোস্ট এর কোয়ালিটি ভালো করবেন। ভালো মানের পোস্ট করবেন। তথ্যবহুল কমিউনিকেটিভ কনস্ট্রাক্টিভ ইনফরমেটিভ ভাবে তৈরি করবেন। পোস্ট তৈরী করার আগে সিনিয়র ভাইদের পোস্টগুলো বেশি বেশি ফলো করবে। তাহলে বেশি শিক্ষা গ্রহণ করতে পারবেন।
আমরা সবসময় চেষ্টা করব একটু ভালো মানের পোস্ট করতে। অনেক সময় আমরা দেখি এ ধরনের পোস্ট করে যাচ্ছে অনেকেই। করে যারা ফোরামের নতুন এ আসে তারা এ ধরনের করছে। অবশ্যই তাদের সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করতে হবে। তাহলে কিন্তু তারা ওই জায়গা থেকে বেরিয়ে এসে সুন্দরভাবে পোষ্ট করতে পারবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Criminal on January 21, 2021, 08:55:37 PM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
আমরা হয়তো অনেকেই আছি যারা ক্রিপ্টোকারেন্সি বলতে শুধুমাত্র বিটকয়েন কি বুঝি। সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলতে শুধুমাত্র বিটকয়েন কে বোঝায় না ডিজিটাল বা ভার্চুয়াল মার্কেটগুলোতে যতগুলো কয়েন রয়েছে তার সবগুলোই ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত। তারমধ্যে বিটকয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং টপ রেঙ্ক কয়েন। সময়ের সাথে সাথে বিটকয়েন মানুষের কাছে আরো বেশি জনপ্রিয়তা লাভ করছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: NANCY on January 22, 2021, 07:51:31 AM
এই ফোরামে আমি নতুন ক্রিপ্টোকারেন্সি কি এটা সম্পর্কে আমার ততটা ধারণা নেই। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটা ধারণা পেয়েছি।আর এইরকম পোষ্ট পড়লে আমরা অনেকটাই ধারণা পাব বলে আশা করা যায়
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: XM8 on January 24, 2021, 05:26:20 PM
ক্রিপ্টোকারেন্সি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যার মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কোটি কোটি টাকার লেনদেন করতে পারে। ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ডিজিটাল একটি কারেন্সি। অর্থাৎ এটি কি আপনি ধরতে বা শুতে পারবেন না কেবল এরশাদ আপনি গ্রহণ করতে পারবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: LazY on February 01, 2021, 09:34:10 AM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
আমরা সবাই ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত। আমরা অনেক ইউজার রয়েছি যারা হয়তো এখনো জানিনা ক্রিপ্টোকারেন্সি মানে কি। আশাকরি সকলে এই টপিকটি লক্ষ্য করলে জানতে পারবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Zixr on February 03, 2021, 07:24:42 AM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
ক্রিপ্টোকারেন্সি কি এ বিষয়ে আমার জানা নেই। তবে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Tubelight on March 17, 2021, 09:03:43 AM
ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল কারেন্সি যার কোনো বাস্তব রূপ নেই।বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা লাভ করেছে আশা করছি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি এর জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সুন্দর একটি পোষ্ট করার জন্য।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Rothi roy on March 17, 2021, 09:21:28 AM
ক্রিপ্টোকারেন্সি হল সাংকেতিক মুদ্রা যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে। ক্রিপ্টোকারেন্সি একধরনের পেয়ার টু পেয়ার ব্যবস্থা। এখানে তৃতীয় কোনো পক্ষ যুক্ত থাকে না। ক্রিপ্টোকারেন্সি ভ্যালুর উপর কোন দেশের সরকারের হস্তক্ষেপ নেই ।তাই অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সির বৈধতা নেই। আমাদের দেশেও ক্রিপ্টোকারেন্সি অবৈধ। সারা পৃথিবীতে হাজারের উপর সাংকেতিক মুদ্রা রয়েছে। যেমন: বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, ড্যাশ, লাইট কয়েন ইত্যাদি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Sonjoy on March 17, 2021, 09:27:13 AM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে অনলাইন টাকা ডিজিটাল মুদ্রা নামে আমরা যেটা কে ছিলো সেটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশি যে আমরা কাগজের টাকা ব্যবহার করি অনলাইনে যে কোডের মাধ্যমে যে অর্থ আদান-প্রদান করা হয় সেটাকে ডিজিটাল কারেন্সি কারেন্সি নামে পরিচিত
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Lovepro Max on March 18, 2021, 04:58:06 PM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। যে মুদ্রাগুলোর অস্তিত্ব বাস্তবে নেই। এই মুদ্রাগুলো ধরা ছোঁয়া যায় না চোখের দেখা যায়। ক্রিপ্টোকারেন্সি অস্তিত্ব শুধু ভার্চুয়াল জগতে রয়েছে। তবে বর্তমানে ভার্চুয়াল মুদ্রা জনপ্রিয়তা বেড়েই চলেছে। আশা করা যায় খুব দ্রুতই সারাবিশ্বে ভার্চুয়াল মুদ্রার ব্যবহার নিশ্চিত হবে। অনেক দেশে এখনই ভার্চুয়াল মুদ্রা দিয়ে কেনাকাটা করা যায়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Rockalo on March 19, 2021, 06:28:48 AM
ক্রিপ্টোকারেন্সি হল ভার্চুয়াল লেনদেনের উৎস। যা দ্বিতীয় কোন পক্ষ ছাড়াই লেনদেন করা সম্ভব হয় এবং সেটাও অনলাইনের মাধ্যমে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: AVATAR on March 19, 2021, 11:39:42 AM
ক্রিপ্টোকারেন্সি কি এটা সম্পর্কে সকল সিনিয়র ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আশা করি যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা কম তারা হয়তো সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে অনেকটাই ধারণা পাবে এবং অনেকটাই উপকৃত হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Milon626 on March 24, 2021, 11:01:09 AM
ক্রিপ্টোকারেন্সি হলো এক প্রকার ভারচুয়াল প্লাটফর্ম যেখানে অনেক ধরনের ভারচুয়াল মুদ্রার সমাহার রয়েছে।  তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিটকয়েন, ইথেরিয়াম, বিন্যান্স, পলকাডট, লাইটকয়েন, ডগিকয়েন ইত্যাদি। এই মুদ্রা গুলো লেনদেনে কোন প্রকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকে না।  তাছাড়া এগুলো লেনদেনের ক্ষেত্রে কোন প্রমাণও থাকে না।                                   
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Dark Knight on March 26, 2021, 03:14:20 PM
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। বিটকয়েন ছাড়াও এ রকম হাজারখানেক সাংকেতিক মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লিটকয়েন, রিপল, অল্টকয়েন ইত্যাদি। তবে সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন।
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন। ক্রিপ্টোকারেন্সি মূলত এক ধরনের ভার্চুয়াল সাংকেতিক মুদ্রা। যার বাস্তবে কোন অস্তিত্ব নেই শুধু অনলাইনে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বিটকয়েন ইথেরিয়াম এগুলো ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। তবে আশার কথা হলো বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তথা ভার্চুয়াল মুদ্রার জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: HeartBit143 on March 28, 2021, 04:50:55 PM
আমার জানা মতে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ভারচুয়াল মুদ্রা যার বাস্তবে কোন অস্তিত্ব নেই।  এটি আমাদের ধরা ছোয়ার বাইরে। এই সকল মুদ্রার মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম, পলকাডট, কারডানো, রিপল, লাইটকয়েন ইত্যাদি অন্যতম।  এই মুদ্রা গুলোর ভবিষ্যৎ অনেক ভালো।                                 
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Azharul on April 01, 2021, 03:37:51 AM
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ভার্চুয়াল মুদ্রা।বাস্তবে আমরা যাকে দেখতে পাই না,এবং এর অস্তিত্ব ও লক্ষ করা যায় না।তবে ইন্টারনেট জগতে আমরা এর লেনদেন দেখতে পারবো। বিটকয়েন ছাড়া আরও অনেক মুদ্রা আছে যা আমরা শুধুমাত্র ইন্টারনেট জগতে এর ব্যাবহার লক্ষ করতে পারি।তবে ভার্চুয়াল জগতে ক্রিপ্টোকারেন্সি এর প্রচলন অনেক বেশি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Random203 on April 01, 2021, 09:33:59 AM
ক্রিপ্টো কারেন্সি হলো এক ধরনের ভারচুয়াল মুদ্রা।  এটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি না।  এটি সব সময়ই আমাদের ধরা ছোয়ার বাইরে থাকে। বিভিন্ন কয়েনের মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, পল্কাডট, কারডানো ইত্যাদি উল্লেখযোগ্য।                         
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Irfan12@ on April 03, 2021, 04:49:07 AM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভার্চুয়াল জগৎ এর মুদ্রা। ভার্চুয়াল জগতের মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে রয়েছে। এটা সরাসরি লেনদেন করা সম্ভব নয়। ক্রিপ্টো জগতের সব থেকে জনপ্রিয় মুদ্রা হচ্ছে বিটকয়েন। প্রতিনিয়তই বিটকয়েনের দাম এবং জনপ্রিয়তা দুটো একসাথে বৃদ্ধি পাচ্ছে। ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন এর চাহিদাও রয়েছে বিপুল।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Tepona on April 03, 2021, 09:19:06 AM
ক্রিপ্টোকারেন্সি হল ভার্চুয়াল লেনদেনের অন্যতম মাধ্যম যার ফলে সারা পৃথিবীব্যাপী ডিজিটাল মুদ্রাগুলো লেনদেন সম্ভব হওয়া। বিভিন্ন প্রোডাক্ট কিনতে ব্যবহার করা হয়। তাই ক্রিপ্টোকারেন্সি লেনদেন চিরস্থায়ীভাবে ঠিকই থাকবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Diknel on February 19, 2022, 02:12:47 PM
ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল কারেন্সি। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে। এটি মানুষের ধরা এবং ছোঁয়ার বাহিরে। একটি অনলাইন ভিত্তিক লেনদেন হয়ে থাকে। এবং ভার্চুয়াল জগতের মুদ্রাগুলো এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন হয়ে থাকে। এবং এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর জনপ্রিয়তাও রয়েছে অনেক। এবং ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় কয়েনটি হলো বিটকয়েন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Fulshai on February 26, 2022, 01:50:26 AM
ক্রিপ্টোকারেন্সি হ্যালো এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। যার জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়ে রয়েছে। বর্তমানে মানুষ টাকার মাধ্যমে লেনদেন না করে। মানুষ এখন ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে লেনদেন করতে শুরু করেছে। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মুদ্রার মধ্যে রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম , লাইট কয়েন ,কারডানো ইত্যাদি উল্লেখযোগ্য। বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি এখন এই ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন করতেছে। তাই বলা যায় যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল কারেন্সি। যার ব্যবহার এখন সারা বিশ্বজুড়ে করতেছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Centus on March 03, 2022, 03:13:01 PM
ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা। যার কোনো বাস্তব রূপ নেই, এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই রয়েছে। এই ডিজিটাল মুদ্রা  ধরা এবং ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। বর্তমানে সারা বিশ্বে এই মুদ্রার প্রচলন অনেক বেশি। অনেক দেশেই এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করে থাকে। এই কারেন্সি শুধু অনলাইনের মাধ্যমে লেনদেন করতে হয় অন্য কোন মাধ্যমে লেনদেন করা যায় না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি?
Post by: Cinno3 on March 04, 2022, 12:33:29 PM
ক্রিপ্টোকারেন্সি একরকমের সাংকেতিক মুদ্রা। এই মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এই মুদ্রা শুধু অনলাইনে লেনদেন করা সম্ভব। এই ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গ্রাহক টু গ্রাহকের কাছে লেনদেন হয়ে থাকে। এর মাঝে তৃতীয় কোন ব্যক্তির অস্তিত্ব থাকে না। তাই এই মুদ্রা কে কার সাথে লেনদেন করছে তা কেউ জানতে পারবে না। বর্তমানে এই মুদ্রার অনেক জনপ্রিয়তা রয়েছে। সারাবিশ্বে এই মুদ্রার লেনদেন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।