Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Bd officer on January 08, 2024, 05:43:53 PM

Title: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Bd officer on January 08, 2024, 05:43:53 PM
(https://www.talkimg.com/images/2024/01/08/sfgBw.jpeg)
source (https://twitter.com/BTC_Archive/status/1743966444725965251?t=bGY07nBJyGzhaZeGa1XApQ&s=19)
আমরা সকলেই জানি বিটলয়েন ৪র্থ হালভিং এই বছরে হবে, আর মাত্র ১০০ দিন এর কয়েকদিন বেশি বা কম হতে পারে। আমরা জানি প্রত্যেক হালভিং এর পরের বছরে বুলরান দেখা যায়। আমরা এবারো আশা রাখতে পারি ২০২৫ সালে বুলরান দেখতে পাবো। ২০২৩ সালে বিটকয়েনে কেনার একটি সুবর্ণ সুযোগ ছিলো। হয়তো অনেকেই কিনেছেন, আবার অনেকেই DCA অবলম্বন করে এখনো কিনছেন, আবার অনকেই আছেন হালভিং শুরু হলে কেনার চেষ্টা করবেন। যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগ করার পরিকল্পনা করতেছেন আমি মনে করি তাদের এখন থেকে বিটকয়েন DCA অবলম্বন করে কেনা চালিয়ে যাওয়া উচিত। আপনারা কি ২০২৪ হালভিং কেন্দ্র করে বিনিয়োগ করেছেন? আপনারা কি ২০২৫ সালের বুলরানের জন্য অপেক্ষা করতেছেন?
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Papusha20 on January 09, 2024, 10:20:26 AM
আজকে ১০০ দিন নতুন রেকর্ড ভেঙেছে আর মাত্র ৯৯ দিন বাকি আছে বিটকয়েন হালবিং এর। আমি নিজেকে পরিপূর্ণভাবে বিটকয়েন বিনিয়োগকারী হিসেবে সঠিক ভাবে পরিচালনা করতে পারিনি। আমি সামান্য কিছু পরিমাণ অর্থ দিয়ে  বিটকয়েনে বিনিয়োগ করেছি। তবে আমার বিনিয়োগটা দীর্ঘমেয়াদী আমি ২০২৫ সাল পর্যন্ত করতে থাকবো। আমি চাকরি করে যাবে বেতন পাই তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে আমি বিটকয়েন ক্রয় করি এবং দীর্ঘ সময়ের জন্য হোল্ড করতে শুরু করেছি।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Primo1760 on January 10, 2024, 03:56:37 AM
(https://www.talkimg.com/images/2024/01/10/sh0na.jpeg)

বিটকয়েন হালভিং এর আর মাত্র ৯৮ দিন ১২ ঘন্টা ৮ মিনিট ২৯ সেকেন্ড বাকি আছে। হালবিং খুব কাছাকাছি আসলেও আমার কাছে যথেষ্ট বিনিয়োগ করার মতো ডলার না থাকায় আমার বিনিয়োগ থেকে বিরত থাকতে হচ্ছে। আমি শুধু এই ফোরামে একটিভ রয়েছি কিন্তু পাশাপাশি কোন উপার্জন করতে সক্ষম হচ্ছি না যদি আমি উপার্জনের সক্ষম হতাম তাহলে আমি অবশ্যই ডিসিএ পদ্ধতি ব্যবহার করে বিনিয়োগ বৃদ্ধি করতাম এবং পরবর্তী বুলরানের জন্য আশাবাদী থাকতাম। যারা বিটকয়েন বিনিয়োগ করে বুল রানের অপেক্ষায় রয়েছে আমি তাদের বিনিয়োগ সাকসেস হওয়ার জন্য কামনা করি।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Paragon2 on January 10, 2024, 03:58:44 AM
(https://www.talkimg.com/images/2024/01/08/sfgBw.jpeg)
source (https://twitter.com/BTC_Archive/status/1743966444725965251?t=bGY07nBJyGzhaZeGa1XApQ&s=19)
আমরা সকলেই জানি বিটলয়েন ৪র্থ হালভিং এই বছরে হবে, আর মাত্র ১০০ দিন এর কয়েকদিন বেশি বা কম হতে পারে। আমরা জানি প্রত্যেক হালভিং এর পরের বছরে বুলরান দেখা যায়। আমরা এবারো আশা রাখতে পারি ২০২৫ সালে বুলরান দেখতে পাবো। ২০২৩ সালে বিটকয়েনে কেনার একটি সুবর্ণ সুযোগ ছিলো। হয়তো অনেকেই কিনেছেন, আবার অনেকেই DCA অবলম্বন করে এখনো কিনছেন, আবার অনকেই আছেন হালভিং শুরু হলে কেনার চেষ্টা করবেন। যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগ করার পরিকল্পনা করতেছেন আমি মনে করি তাদের এখন থেকে বিটকয়েন DCA অবলম্বন করে কেনা চালিয়ে যাওয়া উচিত। আপনারা কি ২০২৪ হালভিং কেন্দ্র করে বিনিয়োগ করেছেন? আপনারা কি ২০২৫ সালের বুলরানের জন্য অপেক্ষা করতেছেন?

২০২৪ সালের হালভিং এর জন্য বেশি প্রস্তুতি নিতে পারিনি। কারণ ৩০০$ ডলার পরিমাণ সম্পদ দিয়ে বিটকয়েন ক্রয় করে রেখেছি।

আপনার প্রস্তুতি কেমন @all user....
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Altcoin1998$ on January 10, 2024, 04:33:30 AM
(https://www.talkimg.com/images/2024/01/08/sfgBw.jpeg)
source (https://twitter.com/BTC_Archive/status/1743966444725965251?t=bGY07nBJyGzhaZeGa1XApQ&s=19)
আমরা সকলেই জানি বিটলয়েন ৪র্থ হালভিং এই বছরে হবে, আর মাত্র ১০০ দিন এর কয়েকদিন বেশি বা কম হতে পারে। আমরা জানি প্রত্যেক হালভিং এর পরের বছরে বুলরান দেখা যায়। আমরা এবারো আশা রাখতে পারি ২০২৫ সালে বুলরান দেখতে পাবো। ২০২৩ সালে বিটকয়েনে কেনার একটি সুবর্ণ সুযোগ ছিলো। হয়তো অনেকেই কিনেছেন, আবার অনেকেই DCA অবলম্বন করে এখনো কিনছেন, আবার অনকেই আছেন হালভিং শুরু হলে কেনার চেষ্টা করবেন। যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগ করার পরিকল্পনা করতেছেন আমি মনে করি তাদের এখন থেকে বিটকয়েন DCA অবলম্বন করে কেনা চালিয়ে যাওয়া উচিত। আপনারা কি ২০২৪ হালভিং কেন্দ্র করে বিনিয়োগ করেছেন? আপনারা কি ২০২৫ সালের বুলরানের জন্য অপেক্ষা করতেছেন?

২০২৪ সালের হালভিং এর জন্য বেশি প্রস্তুতি নিতে পারিনি। কারণ ৩০০$ ডলার পরিমাণ সম্পদ দিয়ে বিটকয়েন ক্রয় করে রেখেছি।

আপনার প্রস্তুতি কেমন @all user....
এটা আপনার হতাশা না আফসোস ঠিকমতো বুঝতে পারলাম না। বিটকয়েন হালবিং শুরু হতে আরো তিন মাসের মত বাকি আছে এই সময় আপনি আপনার বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন। তাছাড়া আমরা যারা জানি হালভিং ওর সাথে সাথেই যে বিটকয়েন মার্কেট আকাশে উঠে যাবে এমনটি নয় বরং এক্ষেত্রে বিটকয়েন হালবিং শুরু হওয়ার দেড় বছর থেকে দুই বছরের মধ্যে বিটকয়েন মার্কেট বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনি আপনার বিনিয়োগ বাড়ানোর জন্য যথেষ্ট সুযোগ পাবেন এবং বিশেষ করে আপনারা যারা জানেন সামনের বছর বিটকয়েন অবশ্যই বৃদ্ধি পাবে তাই আপনাদের উচিত যদি সময় পান অথবা অর্থ থাকে তাহলে বিটকয়েন কিনে রাখুন। বিটকয়েন কিনে রাখলে লস নেই বরং আপনার ডিজিট মার্কেট যতটাই নামুক বা বাড়ুক ডিজিটের কোন পরিবর্তন হবে না। তাই হালবিং সম্পর্কে আপনারা আরো বেশি জেনেও বুঝে বিনিয়োগ করুন অবশ্যই একদিন না একদিন এই বিনিয়োগের ভালো রেজাল্ট পাবেন।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Bd officer on January 10, 2024, 02:45:49 PM
এটা আপনার হতাশা না আফসোস ঠিকমতো বুঝতে পারলাম না। বিটকয়েন হালবিং শুরু হতে আরো তিন মাসের মত বাকি আছে এই সময় আপনি আপনার বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন। তাছাড়া আমরা যারা জানি হালভিং ওর সাথে সাথেই যে বিটকয়েন মার্কেট আকাশে উঠে যাবে এমনটি নয় বরং এক্ষেত্রে বিটকয়েন হালবিং শুরু হওয়ার দেড় বছর থেকে দুই বছরের মধ্যে বিটকয়েন মার্কেট বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনি আপনার বিনিয়োগ বাড়ানোর জন্য যথেষ্ট সুযোগ পাবেন এবং বিশেষ করে আপনারা যারা জানেন সামনের বছর বিটকয়েন অবশ্যই বৃদ্ধি পাবে তাই আপনাদের উচিত যদি সময় পান অথবা অর্থ থাকে তাহলে বিটকয়েন কিনে রাখুন। বিটকয়েন কিনে রাখলে লস নেই বরং আপনার ডিজিট মার্কেট যতটাই নামুক বা বাড়ুক ডিজিটের কোন পরিবর্তন হবে না। তাই হালবিং সম্পর্কে আপনারা আরো বেশি জেনেও বুঝে বিনিয়োগ করুন অবশ্যই একদিন না একদিন এই বিনিয়োগের ভালো রেজাল্ট পাবেন।
এটা ঠিকই যে হালভিং হলো দেখেই যে বিটকয়েনে দাম রাতারাতি অনেক বেড়ে যাবে না। তবে আমার মনে হয় ২০২৪ সাল শেষের দিকে মনে হয় বুলরান দেখতে পাবো। তবে বিটকয়েন ATH ২০২৫ সালে অতিক্রম করবে এমনটা আশা করা হচ্ছে।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বিনিয়োগ করার এখনো যথেষ্ট সময় রয়েছে। এখনো বিনিয়োগ করলে অনেক বিনিয়োগ করা যাবে। তবে আশা করা যাবে না যে বিটকয়েন আবার ৩০-৩৫k গেলে বিনিয়োগ করবো। বিনিয়োগ করতে হলে অবশ্যই DCA পদ্ধতিতে মাসিক বা সাপ্তাহিক ভাবে বিনিয়োগ করলে, অবশ্যই বুলরান শুরু হওয়ার আগে ভালো পরিমানের এমাউন্ট হবে।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Altcoin1998$ on January 10, 2024, 03:17:49 PM
এটা আপনার হতাশা না আফসোস ঠিকমতো বুঝতে পারলাম না। বিটকয়েন হালবিং শুরু হতে আরো তিন মাসের মত বাকি আছে এই সময় আপনি আপনার বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন। তাছাড়া আমরা যারা জানি হালভিং ওর সাথে সাথেই যে বিটকয়েন মার্কেট আকাশে উঠে যাবে এমনটি নয় বরং এক্ষেত্রে বিটকয়েন হালবিং শুরু হওয়ার দেড় বছর থেকে দুই বছরের মধ্যে বিটকয়েন মার্কেট বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনি আপনার বিনিয়োগ বাড়ানোর জন্য যথেষ্ট সুযোগ পাবেন এবং বিশেষ করে আপনারা যারা জানেন সামনের বছর বিটকয়েন অবশ্যই বৃদ্ধি পাবে তাই আপনাদের উচিত যদি সময় পান অথবা অর্থ থাকে তাহলে বিটকয়েন কিনে রাখুন। বিটকয়েন কিনে রাখলে লস নেই বরং আপনার ডিজিট মার্কেট যতটাই নামুক বা বাড়ুক ডিজিটের কোন পরিবর্তন হবে না। তাই হালবিং সম্পর্কে আপনারা আরো বেশি জেনেও বুঝে বিনিয়োগ করুন অবশ্যই একদিন না একদিন এই বিনিয়োগের ভালো রেজাল্ট পাবেন।
এটা ঠিকই যে হালভিং হলো দেখেই যে বিটকয়েনে দাম রাতারাতি অনেক বেড়ে যাবে না। তবে আমার মনে হয় ২০২৪ সাল শেষের দিকে মনে হয় বুলরান দেখতে পাবো। তবে বিটকয়েন ATH ২০২৫ সালে অতিক্রম করবে এমনটা আশা করা হচ্ছে।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বিনিয়োগ করার এখনো যথেষ্ট সময় রয়েছে। এখনো বিনিয়োগ করলে অনেক বিনিয়োগ করা যাবে। তবে আশা করা যাবে না যে বিটকয়েন আবার ৩০-৩৫k গেলে বিনিয়োগ করবো। বিনিয়োগ করতে হলে অবশ্যই DCA পদ্ধতিতে মাসিক বা সাপ্তাহিক ভাবে বিনিয়োগ করলে, অবশ্যই বুলরান শুরু হওয়ার আগে ভালো পরিমানের এমাউন্ট হবে।
মার্কেট জানুয়ারি ২০২৪ সালের আগেই ৫০০০০ ডলার অতিক্রম করবে এটা নিশ্চিত তবে আজকাল দুই দিন মার্কেট কমবে বা বৃদ্ধি পাবে সেটা অবশ্যই আপনারাই দেখতে পাচ্ছেন। আজকে মার্কেট কিছুটা নিম্নমুখী প্রবণতায় চলছে এবং এটাই হয়তো 50k অতিক্রম করার আগে সুযোগ। তবে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে একবারে আপনার সকল ডলার বিনিয়োগ করা উচিত নয় এক্ষেত্রে Dollar Cost Average (DCA) নিয়ম মেনে চললে লাভ লোকসান একটি ব্যালান্সিং হবে।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Bd officer on January 16, 2024, 11:46:31 AM
মার্কেট জানুয়ারি ২০২৪ সালের আগেই ৫০০০০ ডলার অতিক্রম করবে এটা নিশ্চিত তবে আজকাল দুই দিন মার্কেট কমবে বা বৃদ্ধি পাবে সেটা অবশ্যই আপনারাই দেখতে পাচ্ছেন। আজকে মার্কেট কিছুটা নিম্নমুখী প্রবণতায় চলছে এবং এটাই হয়তো 50k অতিক্রম করার আগে সুযোগ। তবে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে একবারে আপনার সকল ডলার বিনিয়োগ করা উচিত নয় এক্ষেত্রে Dollar Cost Average (DCA) নিয়ম মেনে চললে লাভ লোকসান একটি ব্যালান্সিং হবে।
বিটকয়েন প্রায় ৫০ হাজার ডলারে উঠে এসেছিলো। ভেবেছিলাম হয়তো মার্কেট যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় ৫০ হাজার ছাড়িয়ে যাবে। কিন্তু আবার মার্কেট ডাউন হয়ে ৪২ হাজারে নেমে এসেছেন।

এখন যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নি, তাদের জন্য সুযোগ এসেছেন। এটাই সুযোগ বিটকয়েনে বিনিয়োগ করার জন্য। হালভিং হওয়ার আগে মনে হয় আমরা মার্কেট ডাউন হতে দেখতে পারি। আপনার কি বলেন এই বিষয়ে?
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Altcoin1998$ on January 17, 2024, 04:41:54 AM
মার্কেট জানুয়ারি ২০২৪ সালের আগেই ৫০০০০ ডলার অতিক্রম করবে এটা নিশ্চিত তবে আজকাল দুই দিন মার্কেট কমবে বা বৃদ্ধি পাবে সেটা অবশ্যই আপনারাই দেখতে পাচ্ছেন। আজকে মার্কেট কিছুটা নিম্নমুখী প্রবণতায় চলছে এবং এটাই হয়তো 50k অতিক্রম করার আগে সুযোগ। তবে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে একবারে আপনার সকল ডলার বিনিয়োগ করা উচিত নয় এক্ষেত্রে Dollar Cost Average (DCA) নিয়ম মেনে চললে লাভ লোকসান একটি ব্যালান্সিং হবে।
বিটকয়েন প্রায় ৫০ হাজার ডলারে উঠে এসেছিলো। ভেবেছিলাম হয়তো মার্কেট যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় ৫০ হাজার ছাড়িয়ে যাবে। কিন্তু আবার মার্কেট ডাউন হয়ে ৪২ হাজারে নেমে এসেছেন।

এখন যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নি, তাদের জন্য সুযোগ এসেছেন। এটাই সুযোগ বিটকয়েনে বিনিয়োগ করার জন্য। হালভিং হওয়ার আগে মনে হয় আমরা মার্কেট ডাউন হতে দেখতে পারি। আপনার কি বলেন এই বিষয়ে?
বিটকয়েন মার্কেট তথা ভার্চুয়াল কারেন্সি মার্কেট বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া এই সকল বিষয়াদি সম্পর্কে আমরা কিছুই বলে বোঝাতে পারবোনা। আজকে বিটকয়েনের মার্কেট 42800+- রয়েছে কিন্তু এমনও তো হতে পারে কালকে মার্কেট আরও বৃদ্ধি পেয়ে ৫০০০০+ হলো অথবা মার্কেট হ্রাস পেয়ে ৩৬০০০- হলো। আমরা যারা আমজনতা রয়েছি তারা শুধু মার্কেট এনালাইসিস করে রয়ে যাব বিনিয়োগ করতে পারবো না।
বিটকয়েন মার্কেট শুরু থেকেই আজ অবদি এই রকমভাবেই চলে আসছে। আজ যদি বিটকয়েন মার্কেট বৃদ্ধি পায় তাহলে কাল পরশু আবার হ্রাস পায়। কিন্তু মার্কেট কখনো একটি নির্দিষ্ট পয়েন্ট থেমে থাকবে না বরং উঠানামা করে।এই উঠানামাকেই আমাদের টার্গেট করতে হবে এবং যারা এই উঠানামাকেই টার্গেট করতে পেরেছেন তাঁরাই বর্তমানে গেইনার হয়েছেন।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Rubel007 on January 18, 2024, 08:41:07 PM
(https://www.talkimg.com/images/2024/01/08/sfgBw.jpeg)
source (https://twitter.com/BTC_Archive/status/1743966444725965251?t=bGY07nBJyGzhaZeGa1XApQ&s=19)
আমরা সকলেই জানি বিটলয়েন ৪র্থ হালভিং এই বছরে হবে, আর মাত্র ১০০ দিন এর কয়েকদিন বেশি বা কম হতে পারে। আমরা জানি প্রত্যেক হালভিং এর পরের বছরে বুলরান দেখা যায়। আমরা এবারো আশা রাখতে পারি ২০২৫ সালে বুলরান দেখতে পাবো। ২০২৩ সালে বিটকয়েনে কেনার একটি সুবর্ণ সুযোগ ছিলো। হয়তো অনেকেই কিনেছেন, আবার অনেকেই DCA অবলম্বন করে এখনো কিনছেন, আবার অনকেই আছেন হালভিং শুরু হলে কেনার চেষ্টা করবেন। যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগ করার পরিকল্পনা করতেছেন আমি মনে করি তাদের এখন থেকে বিটকয়েন DCA অবলম্বন করে কেনা চালিয়ে যাওয়া উচিত। আপনারা কি ২০২৪ হালভিং কেন্দ্র করে বিনিয়োগ করেছেন? আপনারা কি ২০২৫ সালের বুলরানের জন্য অপেক্ষা করতেছেন?
2023 সালের শেষ দিক থেকে ইটি এফ নিয়ে নানা ধরনের আলোচনা চলছি যে যদি ইটি এফ অনুমোদন হয় তাহলে আমরা বড় একটি বিটকয়েন বুলরান দেখতে পাব কিন্তু সেটি এখনো ঘটেনি। আবার আমরা অপেক্ষা করছি যে এখন থেকে 100 দিন হলেই বিটকয়েন বুল রান শুরু করবে এই ধরনের চিন্তা আমাদের মধ্যে সবসময়ই বিদ্যমান থাকে। কিন্তু বাস্তবে তেমনটি ঘটবে বলে মনে হয় না। আমিও আপনার সাথে একমত যে 2024 সালে বিটকয়েনের বুল মার্কেট শুরু নাও হতে পারে এবং এই বুল  মার্কেটটি আগামি বছরের মাঝামাঝি গিয়ে হতে পারে। অর্থাৎ আমরা হয়তো এই বছরের শেষ দিকে অথবা 2025 সালে বিটকয়েনের বড় বুল মার্কেট দেখতে পারি। যদিও মার্কেট কখনই কিভাবে মুভমেন্ট করা তা বোঝা কঠিন।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Perfect540 on January 19, 2024, 01:30:58 PM
(https://www.talkimg.com/images/2024/01/08/sfgBw.jpeg)
source (https://twitter.com/BTC_Archive/status/1743966444725965251?t=bGY07nBJyGzhaZeGa1XApQ&s=19)
আমরা সকলেই জানি বিটলয়েন ৪র্থ হালভিং এই বছরে হবে, আর মাত্র ১০০ দিন এর কয়েকদিন বেশি বা কম হতে পারে। আমরা জানি প্রত্যেক হালভিং এর পরের বছরে বুলরান দেখা যায়। আমরা এবারো আশা রাখতে পারি ২০২৫ সালে বুলরান দেখতে পাবো। ২০২৩ সালে বিটকয়েনে কেনার একটি সুবর্ণ সুযোগ ছিলো। হয়তো অনেকেই কিনেছেন, আবার অনেকেই DCA অবলম্বন করে এখনো কিনছেন, আবার অনকেই আছেন হালভিং শুরু হলে কেনার চেষ্টা করবেন। যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগ করার পরিকল্পনা করতেছেন আমি মনে করি তাদের এখন থেকে বিটকয়েন DCA অবলম্বন করে কেনা চালিয়ে যাওয়া উচিত। আপনারা কি ২০২৪ হালভিং কেন্দ্র করে বিনিয়োগ করেছেন? আপনারা কি ২০২৫ সালের বুলরানের জন্য অপেক্ষা করতেছেন?
2023 সালের শেষ দিক থেকে ইটি এফ নিয়ে নানা ধরনের আলোচনা চলছি যে যদি ইটি এফ অনুমোদন হয় তাহলে আমরা বড় একটি বিটকয়েন বুলরান দেখতে পাব কিন্তু সেটি এখনো ঘটেনি। আবার আমরা অপেক্ষা করছি যে এখন থেকে 100 দিন হলেই বিটকয়েন বুল রান শুরু করবে এই ধরনের চিন্তা আমাদের মধ্যে সবসময়ই বিদ্যমান থাকে। কিন্তু বাস্তবে তেমনটি ঘটবে বলে মনে হয় না। আমিও আপনার সাথে একমত যে 2024 সালে বিটকয়েনের বুল মার্কেট শুরু নাও হতে পারে এবং এই বুল  মার্কেটটি আগামি বছরের মাঝামাঝি গিয়ে হতে পারে। অর্থাৎ আমরা হয়তো এই বছরের শেষ দিকে অথবা 2025 সালে বিটকয়েনের বড় বুল মার্কেট দেখতে পারি। যদিও মার্কেট কখনই কিভাবে মুভমেন্ট করা তা বোঝা কঠিন।
মার্কেট সম্পূর্ণ অনিশ্চিত এবং কেউ কখনো সঠিক অনুমান করতে পারে না। মার্কেট সম্পর্কে যদি সঠিক অনুমান করায় যেত তাহলে হয়তো যারা ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত তারা কখনো গরীব থাকতো না। আমরা যদি আগামী ভবিষ্যতে কি ঘটবে সম্পর্কে যদি জানতাম তাহলে হয়তো আমরা আমাদের যা কিছু আছে সব বিক্রি করে দিয়ে এখানে বিনিয়োগ করে ফেলতাম। আজ মার্কেট যেভাবে আছে ঠিক কালকে এইভাবে নাও থাকতে পারে এবং এটা ভবিষ্যতে কি হবে এটা আমি আপনি কেউ জানে না। তবে বুলরান ভবিষ্যতে ঘটবে কিন্তু কবে ঘটবে এটা কেউ অনুমান করতে পারে না।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Bd officer on January 19, 2024, 02:20:12 PM
মার্কেট সম্পূর্ণ অনিশ্চিত এবং কেউ কখনো সঠিক অনুমান করতে পারে না। মার্কেট সম্পর্কে যদি সঠিক অনুমান করায় যেত তাহলে হয়তো যারা ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত তারা কখনো গরীব থাকতো না। আমরা যদি আগামী ভবিষ্যতে কি ঘটবে সম্পর্কে যদি জানতাম তাহলে হয়তো আমরা আমাদের যা কিছু আছে সব বিক্রি করে দিয়ে এখানে বিনিয়োগ করে ফেলতাম। আজ মার্কেট যেভাবে আছে ঠিক কালকে এইভাবে নাও থাকতে পারে এবং এটা ভবিষ্যতে কি হবে এটা আমি আপনি কেউ জানে না। তবে বুলরান ভবিষ্যতে ঘটবে কিন্তু কবে ঘটবে এটা কেউ অনুমান করতে পারে না।
আপনি যদি বিটকয়েনের পূর্বের ইতিহাস গুলি ব্যাখ্যা করে দেখতে পারেন, তাহলে আপনার মাঝেও ধারণা চলে আসবে। পূর্বে ঘটে যাওয়া হালবিং এর পরের বছর বুলরান দেখা গেছে, সেই অনুযায়ী আমরা আশা করতে পারি যেহেতু এই বছরে হালভিং হবে তাই ২০২৫ সালে বুলরান হতে পারে। হ্যাঁ, এটা সত্য কেউ অনুমান করে সঠিক ভাবে বলতে পারবে না যে বিটকয়েনের দাম এতটা হবে, বুলরান ২০২৫ সাল হবে এমনটাও সঠিকভাবে বলতে পারবে না। তবে আমরা আশা করতে পারি, আশা করা তো আর ভুল নয়।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: kulkhan on January 19, 2024, 02:49:37 PM
(https://www.talkimg.com/images/2024/01/08/sfgBw.jpeg)
source (https://twitter.com/BTC_Archive/status/1743966444725965251?t=bGY07nBJyGzhaZeGa1XApQ&s=19)
আমরা সকলেই জানি বিটলয়েন ৪র্থ হালভিং এই বছরে হবে, আর মাত্র ১০০ দিন এর কয়েকদিন বেশি বা কম হতে পারে। আমরা জানি প্রত্যেক হালভিং এর পরের বছরে বুলরান দেখা যায়। আমরা এবারো আশা রাখতে পারি ২০২৫ সালে বুলরান দেখতে পাবো। ২০২৩ সালে বিটকয়েনে কেনার একটি সুবর্ণ সুযোগ ছিলো। হয়তো অনেকেই কিনেছেন, আবার অনেকেই DCA অবলম্বন করে এখনো কিনছেন, আবার অনকেই আছেন হালভিং শুরু হলে কেনার চেষ্টা করবেন। যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগ করার পরিকল্পনা করতেছেন আমি মনে করি তাদের এখন থেকে বিটকয়েন DCA অবলম্বন করে কেনা চালিয়ে যাওয়া উচিত। আপনারা কি ২০২৪ হালভিং কেন্দ্র করে বিনিয়োগ করেছেন? আপনারা কি ২০২৫ সালের বুলরানের জন্য অপেক্ষা করতেছেন?

২০২৪ সালের হালভিং এর জন্য বেশি প্রস্তুতি নিতে পারিনি। কারণ ৩০০$ ডলার পরিমাণ সম্পদ দিয়ে বিটকয়েন ক্রয় করে রেখেছি।

আপনার প্রস্তুতি কেমন @all user....
আমারা সবাই জানি যে ২০২৪ সালের  এপ্রিল মাসে বিটকয়েন হালভিং হওয়ার সম্ভাবনা আছে, প্রতি চার বছর পর পর হালভিং হয়। এবং হালভিং এর আগে ও পরে বিটকয়েন এর দাম বৃদ্ধি পায় এটা আমরা এর আগের হালভিং গুলোর সময় দেখতে পেয়েছি। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করেছেন, আমি মনেকরি আরো সময় সামনে আছে বিনিয়োগ করার জন্য কারন সময় শেষ হয়ে যায়নি। কারন হালভিং এর সাথে সাথে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে যাবেই বিষয়টা এমন না। পূর্ববরতী হালভিং এর পরের বছর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে দেখাগেছে। তাই আপনি চাইলে এখনো আপনার বিনিয়োগ বাড়াতে পারেন।

আমি গত এক বছর ধরে অল্প অল্প বিনিয়োগ করে আসছি। আশাকরি সামনের দিনগুলোতে আরো কিছু বিনিয়োগ করবো। আমার টোটাল $৬৭০ বিনিয়োগ হয়েছে বিটকয়েনে। আশাকরি আগামী ২/৩ মাসের মধ্যে এটা $১০০০ এ পৌছাবে।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Perfect540 on January 22, 2024, 02:22:59 PM
প্রস্তুতি বলতে গত দুদিন ধরে বিটকয়েন মার্কেটে ব্যাপক দরপতন শুরু হয়েছে। অনেকেই বলছেন বিটকয়েন ৩৬০০০ ডলার চলে যাবে আবার অনেকেই বলেছে তার চেয়েও বেশি ২৯ হাজার ডলার যেতে পারে। তবে আমার মনে হয় হালভিংয়ের আগে এটাই বিটকয়েন কেনার উপযুক্ত সময় এসেছে। যাদের বিটকয়নে বিনিয়োগ করার প্লান্ রয়েছে তারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এবং কিছু বিনিয়োগ করে রাখতে পারেন।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Learn Bitcoin on January 22, 2024, 04:58:35 PM
প্রস্তুতি তো তেমন ভালো না বলা চলে। চাচ্ছিলাম লং টার্ম হোল্ড করার জন্য। কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছিলাম যার জন্য এই মুহূর্তে ক্যাশ টাকা প্রয়োজন। আর আমি চাচ্ছি না বিটকয়েন সেল করতে। আবার কোলাটেরাল রেখে যে ইন্টারেস্ট দিয়ে লোন নেবো, সেটাও করতে চাচ্ছি না। কারণ আমার দরকার লং টার্ম লোনের। যদি ইন্টারেস্ট দিয়ে নিতে হয়, দেখা যাবে লোনের চাইতে বেশি ইন্টারেস্ট দেয়া লাগবে। যাই হোক, আপাতত কিছু বিটকয়েন একজন কে দিয়ে কিছু লোন নিয়ে নিজেকে চালিয়ে নেবো। ২০২৪ এবং ২০২৫ সাল বিটকয়েন এবং পুরো ক্রিপ্টোকারেন্সির জন্য একটা ম্যাসিভ সময় হতে যাচ্ছে। যারা নারভ ধরে রেখে থাকতে পারবে, তারাই মূলত মার্কেট থেকে প্রফিট নিয়ে যেতে পারবে।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Perfect540 on January 22, 2024, 10:29:55 PM
প্রস্তুতি তো তেমন ভালো না বলা চলে। চাচ্ছিলাম লং টার্ম হোল্ড করার জন্য। কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছিলাম যার জন্য এই মুহূর্তে ক্যাশ টাকা প্রয়োজন। আর আমি চাচ্ছি না বিটকয়েন সেল করতে। আবার কোলাটেরাল রেখে যে ইন্টারেস্ট দিয়ে লোন নেবো, সেটাও করতে চাচ্ছি না। কারণ আমার দরকার লং টার্ম লোনের। যদি ইন্টারেস্ট দিয়ে নিতে হয়, দেখা যাবে লোনের চাইতে বেশি ইন্টারেস্ট দেয়া লাগবে। যাই হোক, আপাতত কিছু বিটকয়েন একজন কে দিয়ে কিছু লোন নিয়ে নিজেকে চালিয়ে নেবো। ২০২৪ এবং ২০২৫ সাল বিটকয়েন এবং পুরো ক্রিপ্টোকারেন্সির জন্য একটা ম্যাসিভ সময় হতে যাচ্ছে। যারা নারভ ধরে রেখে থাকতে পারবে, তারাই মূলত মার্কেট থেকে প্রফিট নিয়ে যেতে পারবে।
ভাইয়া প্রয়োজন কখনো আইন মানে না। এভাবে আমরা রাখতে চাইলেও রাখা সম্ভব হয় না। তবে এমন সময় আমাদের আসে যখন মার্কেট অনেক নিম্নমুখী হয় তখন বাধ্য হয়েই বিক্রি করে দিতে হয়।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Power420 on January 23, 2024, 03:58:28 AM
(https://www.talkimg.com/images/2024/01/08/sfgBw.jpeg)
source (https://twitter.com/BTC_Archive/status/1743966444725965251?t=bGY07nBJyGzhaZeGa1XApQ&s=19)
আমরা সকলেই জানি বিটলয়েন ৪র্থ হালভিং এই বছরে হবে, আর মাত্র ১০০ দিন এর কয়েকদিন বেশি বা কম হতে পারে। আমরা জানি প্রত্যেক হালভিং এর পরের বছরে বুলরান দেখা যায়। আমরা এবারো আশা রাখতে পারি ২০২৫ সালে বুলরান দেখতে পাবো। ২০২৩ সালে বিটকয়েনে কেনার একটি সুবর্ণ সুযোগ ছিলো। হয়তো অনেকেই কিনেছেন, আবার অনেকেই DCA অবলম্বন করে এখনো কিনছেন, আবার অনকেই আছেন হালভিং শুরু হলে কেনার চেষ্টা করবেন। যারা বিটকয়েনে বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগ করার পরিকল্পনা করতেছেন আমি মনে করি তাদের এখন থেকে বিটকয়েন DCA অবলম্বন করে কেনা চালিয়ে যাওয়া উচিত। আপনারা কি ২০২৪ হালভিং কেন্দ্র করে বিনিয়োগ করেছেন? আপনারা কি ২০২৫ সালের বুলরানের জন্য অপেক্ষা করতেছেন?

আমি আমার হোল্ডিং সম্পর্কে উল্লেখ করতে চাই না তবে আমি কয়েক বছরের জন্য হোল্ড করেছি। আমার হোল্ডিং দীর্ঘমেয়াদি কারণ আমি ওয়ালেটে রেখে পাসওয়ার্ড সংরক্ষণ করে ওয়ালেট ডিলিট দিয়ে দিয়েছি। ওয়ালেটে যখনই জমা থাকবে তখনই শুধু আমার ভিতরে লোক কাজ করে এবং বিক্রি করার ইচ্ছা জাগে। আমি বিভিন্ন ভাইয়ের মতামত অনুসারে দেখতে পেয়েছি এইভাবে পরিকল্পনা ছাড়া আমার উপায় নেই কারণ অভাবের সংসারে টাকার প্রয়োজন সব সময় লেগেই থাকে। এজন্য আমি আমার ওয়ালেট মুছে ফেলেছি শুধুমাত্র আমার কাছে খোলার মত চাবি রয়েছে।
Title: Re: হালভিং ২০২৪ আপনার প্রস্তুতি কেমন?
Post by: Mr.Corol on January 23, 2024, 04:43:11 AM

আমি আমার হোল্ডিং সম্পর্কে উল্লেখ করতে চাই না ।
এই টপিক টা ওপেন করা হয়েছে হালবিং সম্পর্কে কিন্তু আপনি হোল্ডিং উল্লেখ করেছেন। হালবিং এবং হোল্ডিং একই জিনিস নয়। হালবিং হলো বিটকয়েন মাইনিং রিওয়ার্ড ভেঙে গিয়ে অর্ধেকাও কি বুঝায়। তো আপনি হোল্ডিং বলেছেন, হোল্ডিং হল কোন কিছু দীর্ঘ সময়ের জন্য ধরে রাখাকেই বোঝায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।।