Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Rony24h7 on October 07, 2018, 09:23:56 AM

Title: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rony24h7 on October 07, 2018, 09:23:56 AM
ICO সম্পর্কে অনেক লেখা আছে ফোরামে। তারপরেও অনেকের বুঝতে সমস্যা হওয়ার কারনে আজকে বিস্তারিত এই বিষয়ে লিখবো। বাংলাতেও অনেক পোস্ট আছে কিন্তু বেশির ভাগ সরাসরি ইংরেজির বাংলা গুগল ট্রান্সলেট। যা থেকে অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে।

অনেকেরই ডিমান্ড ICO এর উপরে ফুল ইনফরমেশন জানার। বেসিকেলি ICO কি এবং এর উপরে আমাদের ইনভেস্ট করা উচিৎ কি না। তো ICO এর উপরে আপনাদের জিজ্ঞার প্রায় সকল বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো।

ICO হচ্ছে initial coin offering. যখনই কোনো কোম্পানি চালু হয় মাকের্টের ভিতরে, কোনো ক্রিপটোকারেন্সি নিয়ে আসার প্ল্যান করা হয়, তার পিছনে একটা মোটিভ থাকে।  ঐ কোম্পানির কয়েন/টোকেন কে মাকের্টে আনার জন্য, এর ডেভেলোপ এর জন্য. যা খরচ হয় তার পরিমান অনেক বেশি। এই জন্য কোম্পানি নিয়ে আসে initial coin offering (ICO).
কোম্পানি তাদের আইডিয়া, মোটিভ সবার সামনে উপস্থাপন করে। ”যেমন কোম্পানির ভাষায়, আমরা এখন এমনটা করতে চাচ্ছি এবং আমাদের কয়েন এর মুল ০.১ ডলার। যদি আপনারা এখনই এই কয়েন নিতে চান তাহলে এই পরিমান টাকায় এতো পরিমান কয়েন দিবো, সাথে থাকবে ২০/৩০ পারসেন্ট বোনাস। কারন আপনার এই কোয়েনের ইনভেস্টমেন্ট, কোয়েনের ডেভেলোপ করতে সাহায্যে করেছেন। আর আপনারা এমন সময় ইনভেস্ট করেছেন যখন মাকের্টে এই কোয়েন কে কেউ চিনে না। এই কারনে কয়েন অনেক কম দামে পাবেন যা সামনে গিয়ে অনেক দাম বৃদ্ধি পেয়ে আপনাদেরকে প্রচুর লাভ দিবে।”

উদাহরন হিসেবে বলা যায় ইথারিয়াম এর কথা। ইথারিয়াম কয়েনকে আমরা সবাই চিনি, জানি। এই ইথারিয়াম কয়েনও মার্কেটে  initial coin offering এর সাহায্যে এসেছিলো। ইথারিয়াম বলেছিলো আমরা মাকের্টে এসে কি করতে চাচ্ছি এবং আমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে চাইলে অতি স্বল্প মুল্যে এই পরিমান কয়েন পাবেন, তাই ইনভেষ্ট করতে হবে। যারা সেই সময় ইনভেস্ট করেছিলো তারা এখন প্রচুর লাভ করেছেন।

মুলতো আইসি হচ্ছে, তারা ফান্ড কালেক্ট করে, তারা কয়েন ডেভোলোপ করে থাকে যেই প্রসেস এ তারা কয়েন নিয়ে আসতে চায়।

এখন আইসিও এর কিছু ন্যাগেটিভ এবং পজেটিভ দিক আছে। এখন প্রতিদিনই প্রায় আইসিও ওপেন হচ্ছে। এর ভিতরে অনেক আইসিও এমন আছে যারা যতোদ্রুত সম্ভব ফান্ড কালেক্ট করে আইসিও ক্লোজ করে দিচ্ছে। এই কারনে আমাদেরকে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে আইসিও তে ইনভেস্ট করার আগে। ICO এর মেন ওনার কে, ICO এর মেন মোটিভ কি, ICO যে টোকেন নিয়ে আসছে তা মার্কেটে কেনো নিয়ে আসছে, কি এমন পজিটিভ দিবে মার্কেটে। জানতে হবে তাদের মার্কেটিং স্ট্রাজি কি? তারা কি তাদের কোয়েনকে মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত কি না তা আমাদের মাথায় রাখতে হবে।
আরও সহজ ভাষায় যদি বলা যায় ICO এবং স্টক এক্সেন্জ এর ভিতরে কিছুটা মিল আছে। স্টক এক্সেন্জের মাধ্যমে বিভিন্ন কোম্পানি যেমন ফান্ড এর জন্য শেয়ার ছাড়ে ঠিক তেমন ক্রিপটো রিলেটেড কোম্পানি আইছিও এর মাধ্যমে ক্রিপটোকারেন্সির জন্য ফান্ড কালেকশন করে থাকে।


আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে সেই অংশটুকু উল্লেখ করে প্রশ্ন করুন। যদি  আপনাদের সারা পাই তাহলে ক্রিপটো রিলেটেড আরও অনেক বিষয় আছে যা সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করবো।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: tbc on October 09, 2018, 08:05:48 AM
আইসিও সম্পর্কে ভালো একটি পোষ্ট করেছেন আপনি । আমি এর আগে আরো কয়েকটি পোষ্ট পেয়েছি এই ফোরামে কিন্তু সেগুলো অনেকে খুব ভালো ভাবে বুঝাতে পারেননি । আপনি এই পোষ্টটির মাধ্যমে খুব ভালো ভাবে আইসিও সম্পর্কে তুলে ধরেছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ ভবিষ্যতে আপনি আরো ভালো ভালো পোষ্ট করার চেষ্টা করবেন।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rony24h7 on October 09, 2018, 05:25:22 PM
আইসিও সম্পর্কে ভালো একটি পোষ্ট করেছেন আপনি । আমি এর আগে আরো কয়েকটি পোষ্ট পেয়েছি এই ফোরামে কিন্তু সেগুলো অনেকে খুব ভালো ভাবে বুঝাতে পারেননি । আপনি এই পোষ্টটির মাধ্যমে খুব ভালো ভাবে আইসিও সম্পর্কে তুলে ধরেছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ ভবিষ্যতে আপনি আরো ভালো ভালো পোষ্ট করার চেষ্টা করবেন।

চেষ্টা থাকবে আমি যতোটুকু যা জানি তা সহজ ভাষায় সবার সামনে উপস্থাপন করবো। এতে করে যদি কারো একটু উপকারে আসে তাহলেই আমার পরম পাওয়া। আসলে আমার ইচছা আছে যিনারা এই ক্রিপটোরিলেটেড বিষয় এর উপরে আগ্রহ আছে, তারা যেনো অন্ততো বেসিক কিছু ধারনা আমার কাছে থেকে পেতে পারে। আশা করবো পজিটিভ ভাবে এই ফোরামে থেকে আপনিও আমাদের বাংলা কমিউনিটিকে আরও শক্তিশালি করতে বিশেষ ভুমিকা রাখবেন।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: ALEX JAHID on October 12, 2018, 04:24:02 PM
ধন্যবাদ ভাই আপনাকে
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Lima on October 17, 2018, 06:11:50 AM
 ভালো পোষ্ট করছেন এভাবে ভালো ভালো হেল্পফুল পোষ্ট কর‍তে থাকুন তাহলে নতুনরা ভালো কিছু শিখতে পাড়বে এবমগ আপনিও ভালো যায়গায়য় পৌসতে পাড়বেন।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rony24h7 on October 17, 2018, 05:16:55 PM
ভালো পোষ্ট করছেন এভাবে ভালো ভালো হেল্পফুল পোষ্ট কর‍তে থাকুন তাহলে নতুনরা ভালো কিছু শিখতে পাড়বে এবমগ আপনিও ভালো যায়গায়য় পৌসতে পাড়বেন।
শুকরিয়া। তবে আপনিও একটু সতর্ক থাকবেন! দ্রুত র‌্যাংক পাওয়ার জন্য পোস্ট এর সংখ্যা বারাইতে গিয়ে পোস্টের কোয়ালিটি নষ্ট করবেন না। সব বিষয়ে তারাহুরা না করে একটু ভেবে চিন্তে পোস্ট করবেন এবং ফোরাম থেকে সকল পোস্ট থেকে জ্ঞ্যান নেয়ার চেষ্টা করবেন। আশাকরি তাহলেই আপনার এ্যাকাউন্ট এবং নিজের জ্ঞ্যানের জন্য অনেক ভালো হবে।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Redowan Hasan on October 17, 2018, 07:25:39 PM
আপনি অনেক ভাল পুস্ট করেছেন। আপনার এ পুস্ট থেকে আমি কিছু জানতে পেরেছি আপনার আগের পুস্ট থেকেও আমি উপক্রিত হয়েছি। তাই এরকম পুস্ট করে সাহায্য করবেন আমাদের মত নতুন দের। ধন্যবাদ
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rony24h7 on October 18, 2018, 05:23:31 AM
আপনি অনেক ভাল পুস্ট করেছেন। আপনার এ পুস্ট থেকে আমি কিছু জানতে পেরেছি আপনার আগের পুস্ট থেকেও আমি উপক্রিত হয়েছি। তাই এরকম পুস্ট করে সাহায্য করবেন আমাদের মত নতুন দের। ধন্যবাদ
ধন্যবাদ ভাই। আপনি কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন এটাতেই আমাদের স্বার্থকতা। ইচ্ছা/চেষ্টা আছে সামনের দিন গুলোতে আরও তথ্য সমৃদ্ধ পোস্ট আপনাদের সামনে নিয়ে আসবো। আপনার অনেক গুলো পোস্টে আমি কমন একটা কথা বিভিন্ন ভাবে বলে আসছি। আশাকরি সেইগুলো আপনার চোখে পরেছে। এবং সেই ভাবে চলার চেষ্টা করবেন। আপনার পথ চলা শুভ হোক।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Lima on October 18, 2018, 05:28:52 AM
হ্যা আপনি মোটামোটি ভালোই লিখছেন এখান থেকে নতুন মেম্বাররা কিছু শিখতে পারবে। ধন্যবাদ
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: rajib on November 01, 2018, 05:43:58 PM
আমার মনে হয় যে আপনার ICO সমন্দে অনেক দারনা রয়েছে এখানে দেখলাম আপনি ICO নিয়ে অনেক কথা উলেখ করেছেন আমাদের মত নতুনদের জন্য এটি একটি গুরোত পূন বিষয় আরো কোন ধরনের অবিগতা থাকলে আমাদের জানাবেন ধন্যবাদ ।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rony24h7 on November 03, 2018, 03:45:46 PM
আমার মনে হয় যে আপনার ICO সমন্দে অনেক দারনা রয়েছে এখানে দেখলাম আপনি ICO নিয়ে অনেক কথা উলেখ করেছেন আমাদের মত নতুনদের জন্য এটি একটি গুরোত পূন বিষয় আরো কোন ধরনের অবিগতা থাকলে আমাদের জানাবেন ধন্যবাদ ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লেখার ভিতর থেকে কেউ যদি প্রপার জ্ঞ্যান আহরন করে থাকে অথবা কারো কোনো উপকারে আসে তাহলে লেখার স্পৃহা আরও বেরে যায়। আরও কিছু টপিক আমার পোস্ট করা আছে। প্রফাইলে গিয়ে বাহির করে দেখুন। আশাকরি উপকারে আসবে, নতুন অনেক কিছু জানতে পারবেন। চেষ্টা থাকবে সামনের দিনগুলোতে আরও অজানা অনেক কিছু তুলে ধরতে পারবো।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: lolipop on November 17, 2018, 10:07:14 PM
ICO সম্পর্কে একটি ভালো পোষ্ট করেছেন আপনি । আমি আরো ICO সম্পর্কে পোষ্ট দেখেছি এই বোর্ডে আমার মনে হয় আপনি খুব ভালো ভাবে বুজানোর চেষ্টা করেছেন । তাই আপনাকে ধন্যবাদ।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: pretha on November 20, 2018, 10:59:21 AM
আইসিওতো এখন আর মানুষ বিনিয়োগ করতে চায় না ।  কারণ এখন আইসিও সফল হতে পারে খুব কম কয়েন তাই এখন মানুষ আর আইসিওতে বিনিয়োগ করতে চায় না ।  আবার যদি আগের মতো তারা কাজ করতে পারে আমার মনে হয় আবার মানুষ আইসিওতে বিনিয়োগ করবে।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rony24h7 on November 22, 2018, 05:44:40 PM
আইসিওতো এখন আর মানুষ বিনিয়োগ করতে চায় না ।  কারণ এখন আইসিও সফল হতে পারে খুব কম কয়েন তাই এখন মানুষ আর আইসিওতে বিনিয়োগ করতে চায় না ।  আবার যদি আগের মতো তারা কাজ করতে পারে আমার মনে হয় আবার মানুষ আইসিওতে বিনিয়োগ করবে।
বিনিয়োগ করতে চায় না ঠিক আছে। তবে একেবারে যে বিনিয়োগ বন্ধ হয়ে আছে তাও না। তা না হলে, এতো কিছুর পরেও অনেক ভালো আইসিও এবং ভালো টোকেন/কোয়েন বাজারে আসতো না। এটাও ঠিক যে স্ক্যাম এর পরিমান একটু বেশি। কিন্তু সবাই এই স্ক্যামকেও এখন এ্যাভোয়েড করা শিখে যাচ্ছে। আশা করি আগের মতোন অবস্থানে খুব দ্রুত না ফিরে আসলেও, একটা ভালো পরিবেশ আবারও ক্রিয়েট হচ্ছে।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Sksordar on December 10, 2018, 07:17:31 PM
অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দেওয়া তথ্যগুলোকে আমি বগামীতে অনুসরণ করার চেষ্টা করবো। ধন্যবাদ।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Malam90 on December 11, 2018, 12:06:33 PM
আইসিওতো এখন আর মানুষ বিনিয়োগ করতে চায় না ।  কারণ এখন আইসিও সফল হতে পারে খুব কম কয়েন তাই এখন মানুষ আর আইসিওতে বিনিয়োগ করতে চায় না ।  আবার যদি আগের মতো তারা কাজ করতে পারে আমার মনে হয় আবার মানুষ আইসিওতে বিনিয়োগ করবে।

আপনি ঠিক বলেছেন। বর্তমানে যত টোকনে/কয়েন মার্কেটে আসার জন্য আইসিওতে আসছে তাদের মধ্যে ১-২% সফটক্যাপ ছাড়া বাকি সবই ফেল হচ্ছে। তার বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা এখন আতঙ্কে আছেন। তারা আইসিওতে বিনিয়োগ করলে তার আসলের অর্ধেকও উঠে  আসছেনা বর্তমানে। তাছাড়া অধিকাংশ বিনিয়োগকারীর বিনিয়োগ আটকে আছে লসে। তাই নতুন বিনিয়োগ করার মত সামর্থ্য নেই অথবা সামর্থ্য থাকলেও তাদের আগ্রহ নেই। মার্কেটের এই নাজুক অবস্থা যখন কেটে যাবে, ক্রিপটোর প্রতি মানুষের আস্থা ফিরে আসবে তখন বিনিয়োগকারীরা আবার সক্রিয় হবে।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rashid pk on December 11, 2018, 03:26:04 PM
সত্যিই অসাধারণ লিখেছেন, যে কোন মেম্বার এই আপনার এই পোস্ট পড়ে আইসিও সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবে...
আর এরকম পোস্ট অবশ্যই পজিটিভ কার্মা পাওয়ার যোগ্য, তাই না দিয়ে পারলাম না...  ;D
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rony24h7 on December 23, 2018, 06:58:48 PM
সত্যিই অসাধারণ লিখেছেন, যে কোন মেম্বার এই আপনার এই পোস্ট পড়ে আইসিও সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবে...
আর এরকম পোস্ট অবশ্যই পজিটিভ কার্মা পাওয়ার যোগ্য, তাই না দিয়ে পারলাম না...  ;D
অনেক অনেক ধন্যবাদ ভাই। ক্রিপটো দুনিয়ার মতোন আমিও একটু ঝিমিয়ে পরেছি। আশা করি খুব দ্রুত ফুল এ্যাকটিভ হয়ে সবার উপকারে আসে এমন কিছু উপস্থাপন করতে পারবো। আর পজিটিভ কার্মার জন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Rana590 on December 24, 2018, 11:59:03 AM
Ami ico somporke onek kichui jani tobe apnar post er maddome aro onek kichu aj sikhte parlam. Asha rakhi apni niyomito post diye vibinno jinis gula bujiye diben. Sob bangaali der jonno balo hobe. Onek kichu sekha jabe.
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Lima on January 07, 2019, 07:29:25 AM
ICO সম্পর্কে অনেক লেখা আছে ফোরামে। তারপরেও অনেকের বুঝতে সমস্যা হওয়ার কারনে আজকে বিস্তারিত এই বিষয়ে লিখবো। বাংলাতেও অনেক পোস্ট আছে কিন্তু বেশির ভাগ সরাসরি ইংরেজির বাংলা গুগল ট্রান্সলেট। যা থেকে অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে।

অনেকেরই ডিমান্ড ICO এর উপরে ফুল ইনফরমেশন জানার। বেসিকেলি ICO কি এবং এর উপরে আমাদের ইনভেস্ট করা উচিৎ কি না। তো ICO এর উপরে আপনাদের জিজ্ঞার প্রায় সকল বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো।

ICO হচ্ছে initial coin offering. যখনই কোনো কোম্পানি চালু হয় মাকের্টের ভিতরে, কোনো ক্রিপটোকারেন্সি নিয়ে আসার প্ল্যান করা হয়, তার পিছনে একটা মোটিভ থাকে।  ঐ কোম্পানির কয়েন/টোকেন কে মাকের্টে আনার জন্য, এর ডেভেলোপ এর জন্য. যা খরচ হয় তার পরিমান অনেক বেশি। এই জন্য কোম্পানি নিয়ে আসে initial coin offering (ICO).
কোম্পানি তাদের আইডিয়া, মোটিভ সবার সামনে উপস্থাপন করে। ”যেমন কোম্পানির ভাষায়, আমরা এখন এমনটা করতে চাচ্ছি এবং আমাদের কয়েন এর মুল ০.১ ডলার। যদি আপনারা এখনই এই কয়েন নিতে চান তাহলে এই পরিমান টাকায় এতো পরিমান কয়েন দিবো, সাথে থাকবে ২০/৩০ পারসেন্ট বোনাস। কারন আপনার এই কোয়েনের ইনভেস্টমেন্ট, কোয়েনের ডেভেলোপ করতে সাহায্যে করেছেন। আর আপনারা এমন সময় ইনভেস্ট করেছেন যখন মাকের্টে এই কোয়েন কে কেউ চিনে না। এই কারনে কয়েন অনেক কম দামে পাবেন যা সামনে গিয়ে অনেক দাম বৃদ্ধি পেয়ে আপনাদেরকে প্রচুর লাভ দিবে।”

উদাহরন হিসেবে বলা যায় ইথারিয়াম এর কথা। ইথারিয়াম কয়েনকে আমরা সবাই চিনি, জানি। এই ইথারিয়াম কয়েনও মার্কেটে  initial coin offering এর সাহায্যে এসেছিলো। ইথারিয়াম বলেছিলো আমরা মাকের্টে এসে কি করতে চাচ্ছি এবং আমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে চাইলে অতি স্বল্প মুল্যে এই পরিমান কয়েন পাবেন, তাই ইনভেষ্ট করতে হবে। যারা সেই সময় ইনভেস্ট করেছিলো তারা এখন প্রচুর লাভ করেছেন।

মুলতো আইসি হচ্ছে, তারা ফান্ড কালেক্ট করে, তারা কয়েন ডেভোলোপ করে থাকে যেই প্রসেস এ তারা কয়েন নিয়ে আসতে চায়।

এখন আইসিও এর কিছু ন্যাগেটিভ এবং পজেটিভ দিক আছে। এখন প্রতিদিনই প্রায় আইসিও ওপেন হচ্ছে। এর ভিতরে অনেক আইসিও এমন আছে যারা যতোদ্রুত সম্ভব ফান্ড কালেক্ট করে আইসিও ক্লোজ করে দিচ্ছে। এই কারনে আমাদেরকে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে আইসিও তে ইনভেস্ট করার আগে। ICO এর মেন ওনার কে, ICO এর মেন মোটিভ কি, ICO যে টোকেন নিয়ে আসছে তা মার্কেটে কেনো নিয়ে আসছে, কি এমন পজিটিভ দিবে মার্কেটে। জানতে হবে তাদের মার্কেটিং স্ট্রাজি কি? তারা কি তাদের কোয়েনকে মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত কি না তা আমাদের মাথায় রাখতে হবে।
আরও সহজ ভাষায় যদি বলা যায় ICO এবং স্টক এক্সেন্জ এর ভিতরে কিছুটা মিল আছে। স্টক এক্সেন্জের মাধ্যমে বিভিন্ন কোম্পানি যেমন ফান্ড এর জন্য শেয়ার ছাড়ে ঠিক তেমন ক্রিপটো রিলেটেড কোম্পানি আইছিও এর মাধ্যমে ক্রিপটোকারেন্সির জন্য ফান্ড কালেকশন করে থাকে।


আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে সেই অংশটুকু উল্লেখ করে প্রশ্ন করুন। যদি  আপনাদের সারা পাই তাহলে ক্রিপটো রিলেটেড আরও অনেক বিষয় আছে যা সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করবো।
অনে ভালো মানের একটা পোস্ট ধন্যবাদ আপনাকে
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: JISAN on January 13, 2019, 06:18:56 AM
ICO সম্পর্কে অনেক লেখা আছে ফোরামে। তারপরেও অনেকের বুঝতে সমস্যা হওয়ার কারনে আজকে বিস্তারিত এই বিষয়ে লিখবো। বাংলাতেও অনেক পোস্ট আছে কিন্তু বেশির ভাগ সরাসরি ইংরেজির বাংলা গুগল ট্রান্সলেট। যা থেকে অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে।

অনেকেরই ডিমান্ড ICO এর উপরে ফুল ইনফরমেশন জানার। বেসিকেলি ICO কি এবং এর উপরে আমাদের ইনভেস্ট করা উচিৎ কি না। তো ICO এর উপরে আপনাদের জিজ্ঞার প্রায় সকল বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো।

ICO হচ্ছে initial coin offering. যখনই কোনো কোম্পানি চালু হয় মাকের্টের ভিতরে, কোনো ক্রিপটোকারেন্সি নিয়ে আসার প্ল্যান করা হয়, তার পিছনে একটা মোটিভ থাকে।  ঐ কোম্পানির কয়েন/টোকেন কে মাকের্টে আনার জন্য, এর ডেভেলোপ এর জন্য. যা খরচ হয় তার পরিমান অনেক বেশি। এই জন্য কোম্পানি নিয়ে আসে initial coin offering (ICO).
কোম্পানি তাদের আইডিয়া, মোটিভ সবার সামনে উপস্থাপন করে। ”যেমন কোম্পানির ভাষায়, আমরা এখন এমনটা করতে চাচ্ছি এবং আমাদের কয়েন এর মুল ০.১ ডলার। যদি আপনারা এখনই এই কয়েন নিতে চান তাহলে এই পরিমান টাকায় এতো পরিমান কয়েন দিবো, সাথে থাকবে ২০/৩০ পারসেন্ট বোনাস। কারন আপনার এই কোয়েনের ইনভেস্টমেন্ট, কোয়েনের ডেভেলোপ করতে সাহায্যে করেছেন। আর আপনারা এমন সময় ইনভেস্ট করেছেন যখন মাকের্টে এই কোয়েন কে কেউ চিনে না। এই কারনে কয়েন অনেক কম দামে পাবেন যা সামনে গিয়ে অনেক দাম বৃদ্ধি পেয়ে আপনাদেরকে প্রচুর লাভ দিবে।”

উদাহরন হিসেবে বলা যায় ইথারিয়াম এর কথা। ইথারিয়াম কয়েনকে আমরা সবাই চিনি, জানি। এই ইথারিয়াম কয়েনও মার্কেটে  initial coin offering এর সাহায্যে এসেছিলো। ইথারিয়াম বলেছিলো আমরা মাকের্টে এসে কি করতে চাচ্ছি এবং আমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে চাইলে অতি স্বল্প মুল্যে এই পরিমান কয়েন পাবেন, তাই ইনভেষ্ট করতে হবে। যারা সেই সময় ইনভেস্ট করেছিলো তারা এখন প্রচুর লাভ করেছেন।

মুলতো আইসি হচ্ছে, তারা ফান্ড কালেক্ট করে, তারা কয়েন ডেভোলোপ করে থাকে যেই প্রসেস এ তারা কয়েন নিয়ে আসতে চায়।

এখন আইসিও এর কিছু ন্যাগেটিভ এবং পজেটিভ দিক আছে। এখন প্রতিদিনই প্রায় আইসিও ওপেন হচ্ছে। এর ভিতরে অনেক আইসিও এমন আছে যারা যতোদ্রুত সম্ভব ফান্ড কালেক্ট করে আইসিও ক্লোজ করে দিচ্ছে। এই কারনে আমাদেরকে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে আইসিও তে ইনভেস্ট করার আগে। ICO এর মেন ওনার কে, ICO এর মেন মোটিভ কি, ICO যে টোকেন নিয়ে আসছে তা মার্কেটে কেনো নিয়ে আসছে, কি এমন পজিটিভ দিবে মার্কেটে। জানতে হবে তাদের মার্কেটিং স্ট্রাজি কি? তারা কি তাদের কোয়েনকে মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত কি না তা আমাদের মাথায় রাখতে হবে।
আরও সহজ ভাষায় যদি বলা যায় ICO এবং স্টক এক্সেন্জ এর ভিতরে কিছুটা মিল আছে। স্টক এক্সেন্জের মাধ্যমে বিভিন্ন কোম্পানি যেমন ফান্ড এর জন্য শেয়ার ছাড়ে ঠিক তেমন ক্রিপটো রিলেটেড কোম্পানি আইছিও এর মাধ্যমে ক্রিপটোকারেন্সির জন্য ফান্ড কালেকশন করে থাকে।


আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে সেই অংশটুকু উল্লেখ করে প্রশ্ন করুন। যদি  আপনাদের সারা পাই তাহলে ক্রিপটো রিলেটেড আরও অনেক বিষয় আছে যা সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করবো।
Rony ভাই আমি আপনার সকল পোস্ট দেখেছি আপনি অনেক সুন্দর পোস্ট করেন। এভাবেই ভালো ভালো পোস্ট করেন। তাহলে সবাই উপকার পাবে।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: rajput on March 29, 2021, 04:01:47 PM
আইসিও সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম আপনি এত সুন্দর করে পোস্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: NANCY on March 30, 2021, 10:53:14 AM
ICO সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই যদি কোনো সিনিয়র ভাইয়ের এই সম্পর্কে ভাল জানা থাকে তাহলে অবশ্যই একটু আলোচনা করবেন। তাহলে আমরা হয়তো অনেক কিছু শিখতে এবং জানতে পারবো।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: rajput on April 01, 2021, 06:15:50 AM
আইসিও সম্পর্কে ভালো একটি পোষ্ট করেছেন আপনি । আমি এর আগে আরো কয়েকটি পোষ্ট পেয়েছি এই ফোরামে কিন্তু সেগুলো অনেকে খুব ভালো ভাবে বুঝাতে পারেননি । আপনি এই পোষ্টটির মাধ্যমে খুব ভালো ভাবে আইসিও সম্পর্কে তুলে ধরেছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ ভবিষ্যতে আপনি আরো ভালো ভালো পোষ্ট করার চেষ্টা করবেন।
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলছেন আইসিআই সম্পর্কে আমার কোন ধারণা ছিল না এই ভাইটির পোস্ট পড়ে আমি অনেক ধারণা পেয়েছি আশা করি আর পরে আরো ভালো ভালো পোস্ট করবে আমি সেগুলো পড়ে আমার অনেক ধারণা হবে
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Sumi on April 02, 2021, 03:28:36 AM
ICO সম্পর্কে অনেক লেখা আছে ফোরামে। তারপরেও অনেকের বুঝতে সমস্যা হওয়ার কারনে আজকে বিস্তারিত এই বিষয়ে লিখবো। বাংলাতেও অনেক পোস্ট আছে কিন্তু বেশির ভাগ সরাসরি ইংরেজির বাংলা গুগল ট্রান্সলেট। যা থেকে অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে।

অনেকেরই ডিমান্ড ICO এর উপরে ফুল ইনফরমেশন জানার। বেসিকেলি ICO কি এবং এর উপরে আমাদের ইনভেস্ট করা উচিৎ কি না। তো ICO এর উপরে আপনাদের জিজ্ঞার প্রায় সকল বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো।

ICO হচ্ছে initial coin offering. যখনই কোনো কোম্পানি চালু হয় মাকের্টের ভিতরে, কোনো ক্রিপটোকারেন্সি নিয়ে আসার প্ল্যান করা হয়, তার পিছনে একটা মোটিভ থাকে।  ঐ কোম্পানির কয়েন/টোকেন কে মাকের্টে আনার জন্য, এর ডেভেলোপ এর জন্য. যা খরচ হয় তার পরিমান অনেক বেশি। এই জন্য কোম্পানি নিয়ে আসে initial coin offering (ICO).
কোম্পানি তাদের আইডিয়া, মোটিভ সবার সামনে উপস্থাপন করে। ”যেমন কোম্পানির ভাষায়, আমরা এখন এমনটা করতে চাচ্ছি এবং আমাদের কয়েন এর মুল ০.১ ডলার। যদি আপনারা এখনই এই কয়েন নিতে চান তাহলে এই পরিমান টাকায় এতো পরিমান কয়েন দিবো, সাথে থাকবে ২০/৩০ পারসেন্ট বোনাস। কারন আপনার এই কোয়েনের ইনভেস্টমেন্ট, কোয়েনের ডেভেলোপ করতে সাহায্যে করেছেন। আর আপনারা এমন সময় ইনভেস্ট করেছেন যখন মাকের্টে এই কোয়েন কে কেউ চিনে না। এই কারনে কয়েন অনেক কম দামে পাবেন যা সামনে গিয়ে অনেক দাম বৃদ্ধি পেয়ে আপনাদেরকে প্রচুর লাভ দিবে।”

উদাহরন হিসেবে বলা যায় ইথারিয়াম এর কথা। ইথারিয়াম কয়েনকে আমরা সবাই চিনি, জানি। এই ইথারিয়াম কয়েনও মার্কেটে  initial coin offering এর সাহায্যে এসেছিলো। ইথারিয়াম বলেছিলো আমরা মাকের্টে এসে কি করতে চাচ্ছি এবং আমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে চাইলে অতি স্বল্প মুল্যে এই পরিমান কয়েন পাবেন, তাই ইনভেষ্ট করতে হবে। যারা সেই সময় ইনভেস্ট করেছিলো তারা এখন প্রচুর লাভ করেছেন।

মুলতো আইসি হচ্ছে, তারা ফান্ড কালেক্ট করে, তারা কয়েন ডেভোলোপ করে থাকে যেই প্রসেস এ তারা কয়েন নিয়ে আসতে চায়।

এখন আইসিও এর কিছু ন্যাগেটিভ এবং পজেটিভ দিক আছে। এখন প্রতিদিনই প্রায় আইসিও ওপেন হচ্ছে। এর ভিতরে অনেক আইসিও এমন আছে যারা যতোদ্রুত সম্ভব ফান্ড কালেক্ট করে আইসিও ক্লোজ করে দিচ্ছে। এই কারনে আমাদেরকে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে আইসিও তে ইনভেস্ট করার আগে। ICO এর মেন ওনার কে, ICO এর মেন মোটিভ কি, ICO যে টোকেন নিয়ে আসছে তা মার্কেটে কেনো নিয়ে আসছে, কি এমন পজিটিভ দিবে মার্কেটে। জানতে হবে তাদের মার্কেটিং স্ট্রাজি কি? তারা কি তাদের কোয়েনকে মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত কি না তা আমাদের মাথায় রাখতে হবে।
আরও সহজ ভাষায় যদি বলা যায় ICO এবং স্টক এক্সেন্জ এর ভিতরে কিছুটা মিল আছে। স্টক এক্সেন্জের মাধ্যমে বিভিন্ন কোম্পানি যেমন ফান্ড এর জন্য শেয়ার ছাড়ে ঠিক তেমন ক্রিপটো রিলেটেড কোম্পানি আইছিও এর মাধ্যমে ক্রিপটোকারেন্সির জন্য ফান্ড কালেকশন করে থাকে।


আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে সেই অংশটুকু উল্লেখ করে প্রশ্ন করুন। যদি  আপনাদের সারা পাই তাহলে ক্রিপটো রিলেটেড আরও অনেক বিষয় আছে যা সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করবো।
সুন্দরভাবে আইছে সম্পর্কে তথ্য দেবার জন্য ধন্যবাদ এরকম আরো পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন আমি এ বিষয়ে তেমন আমার ধারণা ছিল না আমি এখান থেকে আপনার এই পোস্টটি পড়ে উপকৃত হলাম এবং অনেক কিছু জানতে পারলাম এই বিষয়ে যেগুলো আমার অজানা ছিল ধন্যবাদ ভাই আপনাকে
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Tepona on April 03, 2021, 07:38:28 AM
initial coin offering এর প্রচলন খুবই কম মানুষ বিশ্বাস করে। কারণ বর্তমানে কাস্টম সেলে মানুষ টোকেন বা কয়েন কিনতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। তাই বর্তমানে আইসিও এর জনপ্রিয়তা খুবই কম।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: President on April 08, 2021, 12:17:51 PM
অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দেওয়া পোস্টে আমি গুরুত্বপূর্ণ সহকারে ফলো করবো অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ধন্যবাদ সিনিয়র ভাইকে।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Dark Knight on April 09, 2021, 06:18:30 AM
 ICO হলো একটি তহবিল সংগ্রহস্থল, যা নতুন Blockchain project গুলোতে প্রাথমিক কয়েন অফারের জন্য কাজ শুরু করে।
নিচের এই লিংক থেকে ICO সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।
Link: https://steemit.com/ico/@faruk470186/ico-ico
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: Nusrat on April 09, 2021, 02:18:38 PM
ICO সম্পর্কে অনেক লেখা আছে ফোরামে। তারপরেও অনেকের বুঝতে সমস্যা হওয়ার কারনে আজকে বিস্তারিত এই বিষয়ে লিখবো। বাংলাতেও অনেক পোস্ট আছে কিন্তু বেশির ভাগ সরাসরি ইংরেজির বাংলা গুগল ট্রান্সলেট। যা থেকে অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে।

অনেকেরই ডিমান্ড ICO এর উপরে ফুল ইনফরমেশন জানার। বেসিকেলি ICO কি এবং এর উপরে আমাদের ইনভেস্ট করা উচিৎ কি না। তো ICO এর উপরে আপনাদের জিজ্ঞার প্রায় সকল বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো।

ICO হচ্ছে initial coin offering. যখনই কোনো কোম্পানি চালু হয় মাকের্টের ভিতরে, কোনো ক্রিপটোকারেন্সি নিয়ে আসার প্ল্যান করা হয়, তার পিছনে একটা মোটিভ থাকে।  ঐ কোম্পানির কয়েন/টোকেন কে মাকের্টে আনার জন্য, এর ডেভেলোপ এর জন্য. যা খরচ হয় তার পরিমান অনেক বেশি। এই জন্য কোম্পানি নিয়ে আসে initial coin offering (ICO).
কোম্পানি তাদের আইডিয়া, মোটিভ সবার সামনে উপস্থাপন করে। ”যেমন কোম্পানির ভাষায়, আমরা এখন এমনটা করতে চাচ্ছি এবং আমাদের কয়েন এর মুল ০.১ ডলার। যদি আপনারা এখনই এই কয়েন নিতে চান তাহলে এই পরিমান টাকায় এতো পরিমান কয়েন দিবো, সাথে থাকবে ২০/৩০ পারসেন্ট বোনাস। কারন আপনার এই কোয়েনের ইনভেস্টমেন্ট, কোয়েনের ডেভেলোপ করতে সাহায্যে করেছেন। আর আপনারা এমন সময় ইনভেস্ট করেছেন যখন মাকের্টে এই কোয়েন কে কেউ চিনে না। এই কারনে কয়েন অনেক কম দামে পাবেন যা সামনে গিয়ে অনেক দাম বৃদ্ধি পেয়ে আপনাদেরকে প্রচুর লাভ দিবে।”

উদাহরন হিসেবে বলা যায় ইথারিয়াম এর কথা। ইথারিয়াম কয়েনকে আমরা সবাই চিনি, জানি। এই ইথারিয়াম কয়েনও মার্কেটে  initial coin offering এর সাহায্যে এসেছিলো। ইথারিয়াম বলেছিলো আমরা মাকের্টে এসে কি করতে চাচ্ছি এবং আমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে চাইলে অতি স্বল্প মুল্যে এই পরিমান কয়েন পাবেন, তাই ইনভেষ্ট করতে হবে। যারা সেই সময় ইনভেস্ট করেছিলো তারা এখন প্রচুর লাভ করেছেন।

মুলতো আইসি হচ্ছে, তারা ফান্ড কালেক্ট করে, তারা কয়েন ডেভোলোপ করে থাকে যেই প্রসেস এ তারা কয়েন নিয়ে আসতে চায়।

এখন আইসিও এর কিছু ন্যাগেটিভ এবং পজেটিভ দিক আছে। এখন প্রতিদিনই প্রায় আইসিও ওপেন হচ্ছে। এর ভিতরে অনেক আইসিও এমন আছে যারা যতোদ্রুত সম্ভব ফান্ড কালেক্ট করে আইসিও ক্লোজ করে দিচ্ছে। এই কারনে আমাদেরকে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে আইসিও তে ইনভেস্ট করার আগে। ICO এর মেন ওনার কে, ICO এর মেন মোটিভ কি, ICO যে টোকেন নিয়ে আসছে তা মার্কেটে কেনো নিয়ে আসছে, কি এমন পজিটিভ দিবে মার্কেটে। জানতে হবে তাদের মার্কেটিং স্ট্রাজি কি? তারা কি তাদের কোয়েনকে মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত কি না তা আমাদের মাথায় রাখতে হবে।
আরও সহজ ভাষায় যদি বলা যায় ICO এবং স্টক এক্সেন্জ এর ভিতরে কিছুটা মিল আছে। স্টক এক্সেন্জের মাধ্যমে বিভিন্ন কোম্পানি যেমন ফান্ড এর জন্য শেয়ার ছাড়ে ঠিক তেমন ক্রিপটো রিলেটেড কোম্পানি আইছিও এর মাধ্যমে ক্রিপটোকারেন্সির জন্য ফান্ড কালেকশন করে থাকে।


আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে সেই অংশটুকু উল্লেখ করে প্রশ্ন করুন। যদি  আপনাদের সারা পাই তাহলে ক্রিপটো রিলেটেড আরও অনেক বিষয় আছে যা সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করবো।
ICO সম্পর্কে আমার ধারণা ছিল না তবে আপনার পোষ্ট টি পড়ে আমি এ বিষয়ে ধারণা পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এ ভাবে বুঝিয়ে দেওয়ার পরেও আমার মনে হয় না যে এ বিষয়ে বুঝতে কারো কষ্ট হবে।
Title: Re: ICO সম্পর্কে বিস্তারিত !
Post by: sohel10 on April 12, 2021, 10:25:13 AM
ICO সম্পর্কে আমার কোন ধারণা নেই যদি গ্রুপের সিনিয়র ভাইরা এ বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হত