Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on December 31, 2023, 07:44:07 PM

Title: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: kulkhan on December 31, 2023, 07:44:07 PM
ফোরামের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশাকরি আগামী বছর আমাদের সকলের জন্য আরো মঙ্গলকর হবে। নতুন বছর বিগত বছরের তুলনায় অনেক ভালো যাবে ক্রিপ্টোকারেন্সির জন্য এটাও আশাকরি।

আমি মনেকরি ২০২৪ সাল হবে ক্রিপ্টোকারেন্সির জন্য টার্নিং পিরিয়ড। এই বছরে আমরা এই মার্কেটে অনেক ভালো কিছু দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি।

আপনাদের মতামত কি?
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: LDL on January 01, 2024, 01:48:45 AM
ফোরামের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশাকরি আগামী বছর আমাদের সকলের জন্য আরো মঙ্গলকর হবে। নতুন বছর বিগত বছরের তুলনায় অনেক ভালো যাবে ক্রিপ্টোকারেন্সির জন্য এটাও আশাকরি।

আমি মনেকরি ২০২৪ সাল হবে ক্রিপ্টোকারেন্সির জন্য টার্নিং পিরিয়ড। এই বছরে আমরা এই মার্কেটে অনেক ভালো কিছু দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি।

আপনাদের মতামত কি?
আশা করি ২০২৪ সাল বিটকয়েন এর জন্য অবশ্যই মঙ্গলজনক হবে কেননা এই বছর বিটকয়েন ইটিএফ অনুমোদন করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া ২০২৪ সাল বিটকয়েন হালবিং এর বছর তাই আশা করছি আমরা যারা বিটকয়েনের সাথে পরিচিত রয়েছি তারা অবশ্যই হালভিংয়ের এর পরে কি হয় সেটা অবশ্যই জানা আছে। তবে যারা ছোট ছোট বিনিয়োগকারীরা রয়েছি তারা সামান্য কিছু করে ক্রিপ্টো ভবিষ্যতের জন্য জমা রাখবো কেননা বিটকয়েন যদি এক লক্ষ ডলার ছাড়িয়ে যায় তাহলে অবশ্যই আমাদের জমানো ছোট ছোট মজুদগুলোও বৃদ্ধি পাবে। তবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেককেই যেন আল্লাহ পাক সুস্বাস্থ্য রেখে ভালোভাবে দিন অতিবাহিত করার তৌফিক দান করে।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Paragon2 on January 01, 2024, 03:24:35 AM
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।


২০২৪ সালে আজকে পহেলাই জানুয়ারি প্রথম দিন ভোরের আলো কিরণ ফেলেছে আল্লাহর জমিনে। তাই এই সুন্দর দিনগুলো ২০২৪ সালের সময়টি ভালো কাটুক সবার, কারণ সবাই প্রিয় জনকে নিয়ে অনেক সুখে থাকুক।
২০২৩ সালে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি এবং অনেকেই খারাপ সময় কাটিয়েছে। তাই যেন ২০২৪ সালে সময় সবার জীবনে মঙ্গলময় হয়ে উঠুক দোয়া করি সবার জন্য।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Altcoin1998$ on January 01, 2024, 05:01:52 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি যদিও শুভেচ্ছা জানাতে কিছুটা দেরি হলো তবুও আমার বাংলাদেশের প্রত্যেকটা সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন।
২০২৪ সাল নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেই ফেলেছে তবুও কিছু না বললে নয়। নতুন বছরের শুরুতে এসে বিটকয়েনের বাজারে কিছুটা ধস নামবে এটা স্বাভাবিক তবে অনেকেই মনে করেছেন হয়তো নতুন করে এই বছরের শেষের দিকে বিটকয়েনের বাজারে সর্বোচ্চ অবস্থানে যেতে পারে। বিশেষ করে বিটকয়েনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে এই বছরই নেওয়া হবে। সেগুলোর মধ্যে বিটকয়েন ইটিএফ এপ্রুভাল ইতোমধ্যে উপরে একজন আলোচনা করে ফেলেছে এই বছরে একটা ডেডলাইন দেওয়া হতে পারে। যদি বিটকয়েন ইটিএফ এপ্রুভাল হয়ে যায় তাহলে বিটকয়েনের মার্কেটে একটা তরঙ্গ সৃষ্টি হবে এবং ওই তরঙ্গের রেজ ধরে হয়তো মারকেট সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে। আবার এপ্রিলে হালবিং হওয়ার কথা এক্ষেত্রে হালবিং এর আগে হয়তো মার্কেটে একটা বড় ধরনের পাম্প দিতে পারে যদিও সেটা সাময়িক হতে হতে পারে। আপাতত যাই ঘটুক না কেন এই বছরটা যাতে আমাদের জন্য ভালো কাটে সেই প্রত্যাশা করছি।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: roksana.hee on January 01, 2024, 06:19:22 AM
ফোরামের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশাকরি আগামী বছর আমাদের সকলের জন্য আরো মঙ্গলকর হবে। নতুন বছর বিগত বছরের তুলনায় অনেক ভালো যাবে ক্রিপ্টোকারেন্সির জন্য এটাও আশাকরি।

আমি মনেকরি ২০২৪ সাল হবে ক্রিপ্টোকারেন্সির জন্য টার্নিং পিরিয়ড। এই বছরে আমরা এই মার্কেটে অনেক ভালো কিছু দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি।

আপনাদের মতামত কি?

শুভ নববর্ষের শুভেচ্ছা! আমি আশা করি যে, ২০২৪ সাল আপনার জন্য একটি অত্যন্ত সাফল্যকর এবং আনন্দময় বছর হোক, সাথে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি সুখবর পূর্ণ বছর হোক। টার্নিং পিরিয়ডে অনেক সহজ হয়ে উঠুক এবং আপনি এই মার্কেটে আরও উন্নত উপায়ে যাত্রা করতে পারুন। আপনার সকল লক্ষ্য সাফল্যবর্ধন হোক এবং আপনি এই নতুন বছরে অনেক উত্সাহী হোন। সুস্থ থাকুন এবং আপনার সফলতায় অগ্রসর হোন। 🎉
(https://talkimg.com/images/2023/12/31/IWlbf.png)
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: MVL~$ on January 01, 2024, 07:02:26 AM
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি। দেখতে না দেখতেই আরও একটি বছর চলে গেল জীবন থেকে। অনেক কিছু পাওয়া না পাওয়ার মাঝে শেষ হয়ে গেল ২০২৩ সাল। শুরু হলো ২০২৪ সালের নতুন যাত্রা। আমি পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ক্রিপ্টো কারেন্সিতে থাকার চেষ্টা করব এবং এখানে বিভিন্ন ধরনের গবেষণা করে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমার আশা আছে বিটকয়েন বিনিয়োগ করার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, যারা ২০২৩ লাভবান হয়েছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হাল ছাড়বেন না আল্লাহ চাইলে আপনিও এ বছর লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। সবাই আপন গতিতে এগিয়ে যান সৎ ও নিষ্ঠার সাথে কাজ করুন।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: kulkhan on January 02, 2024, 06:01:10 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি যদিও শুভেচ্ছা জানাতে কিছুটা দেরি হলো তবুও আমার বাংলাদেশের প্রত্যেকটা সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন।
২০২৪ সাল নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেই ফেলেছে তবুও কিছু না বললে নয়। নতুন বছরের শুরুতে এসে বিটকয়েনের বাজারে কিছুটা ধস নামবে এটা স্বাভাবিক তবে অনেকেই মনে করেছেন হয়তো নতুন করে এই বছরের শেষের দিকে বিটকয়েনের বাজারে সর্বোচ্চ অবস্থানে যেতে পারে। বিশেষ করে বিটকয়েনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে এই বছরই নেওয়া হবে। সেগুলোর মধ্যে বিটকয়েন ইটিএফ এপ্রুভাল ইতোমধ্যে উপরে একজন আলোচনা করে ফেলেছে এই বছরে একটা ডেডলাইন দেওয়া হতে পারে। যদি বিটকয়েন ইটিএফ এপ্রুভাল হয়ে যায় তাহলে বিটকয়েনের মার্কেটে একটা তরঙ্গ সৃষ্টি হবে এবং ওই তরঙ্গের রেজ ধরে হয়তো মারকেট সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে। আবার এপ্রিলে হালবিং হওয়ার কথা এক্ষেত্রে হালবিং এর আগে হয়তো মার্কেটে একটা বড় ধরনের পাম্প দিতে পারে যদিও সেটা সাময়িক হতে হতে পারে। আপাতত যাই ঘটুক না কেন এই বছরটা যাতে আমাদের জন্য ভালো কাটে সেই প্রত্যাশা করছি।
+১
আপনার বিশ্লেষণ ধর্মী আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমিও বিশ্বাস করি এই ২০২৪ সালে আমরা বিটকয়েনের জন্য অনেক ভালো সংবাদ পাবো। এবং বিটকয়েন একটি অন্যন্য উচ্চতায় পৌঁছাতে পারে। ইটিএফ এপ্রুভ হলে বিটকয়েনের মূল্য $১০০কে ছুবে আমি মনেকরি। তাছাড়া এপ্রিলে হালবিং এ আশাকরি বিটকয়েন অলটাইম হাই দেখতে পাবো। তাই আমি মনেকরি ২০২৪ সাল বিটকয়েনের জন্য এবং বিটকয়েন লাভারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আবারো শুভকামনা নতুন বছরের জন্য।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Altcoin1998$ on January 02, 2024, 06:29:09 AM
+১
আপনার বিশ্লেষণ ধর্মী আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমিও বিশ্বাস করি এই ২০২৪ সালে আমরা বিটকয়েনের জন্য অনেক ভালো সংবাদ পাবো। এবং বিটকয়েন একটি অন্যন্য উচ্চতায় পৌঁছাতে পারে। ইটিএফ এপ্রুভ হলে বিটকয়েনের মূল্য $১০০কে ছুবে আমি মনেকরি। তাছাড়া এপ্রিলে হালবিং এ আশাকরি বিটকয়েন অলটাইম হাই দেখতে পাবো। তাই আমি মনেকরি ২০২৪ সাল বিটকয়েনের জন্য এবং বিটকয়েন লাভারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আবারো শুভকামনা নতুন বছরের জন্য।
31 ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিটকয়েনের বাজার বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু মার্কেট সেভাবে বৃদ্ধি পেয়েছিল না। কিন্তু নতুন বছরের শুরুর দিন থেকেই বিটকয়েনের বাজার বেশ বৃদ্ধি পাচ্ছে এবং নতুন বছরে বিটকয়েন বিগত কয়েক বছরে থেকেও বৃদ্ধিতে ৪৫ হাজার ডলারের উপর অবস্থান করছে। তাহলে ২০২৪ সালের শুরুতেই আমরা বিটকয়েনের জন্য একটা ভালো পরিবেশ পেয়েছি এবং বলতে গেলে যদি বিটকয়েন ইটিএফ এপ্রুভ হওয়ার কথা আছে দশ ই জানুয়ারিতে। যদি বিটকয়েন স্পট ইটিএফ এপ্রুভ হয়েই যায় তাহলে বিটকয়েন এক লাফে ৫০ হাজার ডলার অতিক্রম করে চলে যাবে। আর যদি SEC এ ডেট ওভার করে দেয় তাহলে বিটকয়েন হয়তো ছোট টাইপের একটা ডাম্প দিতে পারে। এজন্য মার্কেটে সবাইকে সজাগ থাকতে বলা হলো।

+1 ধন্যবাদ আপনাকে
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Dorimon45 on January 04, 2024, 05:27:47 PM
31 ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিটকয়েনের দাম অনেকের বাড়ার কথা ছিল। তবে আমি তেমনভাবে বিটকয়েন বাড়তে দেখিনি। আমি মনে করি যে ২০২৪ সালে বিটকয়েনের মূল্য ৬০ থেকে ৬৫ হাজারে পৌঁছাবে। আর ক্রিপ্ট কারেন্সি মার্কেট বাজার অনেকটাই ভালো হবে। কারণ আমরা সামনে ভালো কিছু হবে দেখতে পাচ্ছি। আর আমরা চাই যে ক্রিপ্ট কারেন্সি মার্কেট অনেক ভালো হোক।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Home200 on January 12, 2024, 06:53:12 PM
ফোরামের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশাকরি আগামী বছর আমাদের সকলের জন্য আরো মঙ্গলকর হবে। নতুন বছর বিগত বছরের তুলনায় অনেক ভালো যাবে ক্রিপ্টোকারেন্সির জন্য এটাও আশাকরি।

আমি মনেকরি ২০২৪ সাল হবে ক্রিপ্টোকারেন্সির জন্য টার্নিং পিরিয়ড। এই বছরে আমরা এই মার্কেটে অনেক ভালো কিছু দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি।

আপনাদের মতামত কি?


ইংরেজি নববর্ষের সুবেচ্ছা আপনাকে আমার পক্ষ থেকে। আমার দীর্ঘ বিশ্বাস এই বছরে আমরা বিটকয়েন মার্কেট এর পরিবর্তন দেখতে পারবো। ২০২৪ সালে মার্কেট পাম্পিং হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। ২০২৫ সালের আগে বিটকয়েনের মূল্য ৬৫০০০ $ এ পৌঁছাবে। বিটকয়েন যদি এই ভাবে বৃদ্ধি পায়।‌
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: LDL on January 13, 2024, 03:18:24 AM
ফোরামের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশাকরি আগামী বছর আমাদের সকলের জন্য আরো মঙ্গলকর হবে। নতুন বছর বিগত বছরের তুলনায় অনেক ভালো যাবে ক্রিপ্টোকারেন্সির জন্য এটাও আশাকরি।

আমি মনেকরি ২০২৪ সাল হবে ক্রিপ্টোকারেন্সির জন্য টার্নিং পিরিয়ড। এই বছরে আমরা এই মার্কেটে অনেক ভালো কিছু দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি।

আপনাদের মতামত কি?


ইংরেজি নববর্ষের সুবেচ্ছা আপনাকে আমার পক্ষ থেকে। আমার দীর্ঘ বিশ্বাস এই বছরে আমরা বিটকয়েন মার্কেট এর পরিবর্তন দেখতে পারবো। ২০২৪ সালে মার্কেট পাম্পিং হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। ২০২৫ সালের আগে বিটকয়েনের মূল্য ৬৫০০০ $ এ পৌঁছাবে। বিটকয়েন যদি এই ভাবে বৃদ্ধি পায়।‌
সেটা হল কোথায় অলরেডি ৪৮ হাজার থেকে ৪২ হাজার ে অবনমিত হয়েছে। তবে মার্কেট উঠবে নামবে এটাই স্বাভাবিক। যদি মার্কেট সবসময় ঊর্ধ্বমুখী হয় তাহলে মানুষ তো লালে লাল হয়ে যাবে তাই মাঝে মাঝে মার্কেট নিম্নমুখী হওয়ার প্রয়োজন রয়েছে। মার্কেটের লাভ লস দুটোই হবে এজন্যই মাঝে মাঝে মার্কেট উর্দ্ধমুখী হয় এবং মাঝে মাঝে নিম্নমুখী হয় যাতে সেল দেওয়ার পরে পুনরায় কেনার সুযোগ আসে।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Papusha20 on January 13, 2024, 06:24:19 AM
ইংরেজি নববর্ষের সুবেচ্ছা আপনাকে আমার পক্ষ থেকে। আমার দীর্ঘ বিশ্বাস এই বছরে আমরা বিটকয়েন মার্কেট এর পরিবর্তন দেখতে পারবো। ২০২৪ সালে মার্কেট পাম্পিং হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। ২০২৫ সালের আগে বিটকয়েনের মূল্য ৬৫০০০ $ এ পৌঁছাবে। বিটকয়েন যদি এই ভাবে বৃদ্ধি পায়।‌

২০২৪ সালে শুরুতে মার্কেট পাম্পিং হওয়াটা স্বাভাবিক কারণ বিটকয়েন ETF এপ্রুভ হওয়ার পর থেকেই বিটকয়েন মার্কেট উর্ধ্বমুখী হতে শুরু করেছিল। বিটকয়েন এর সর্বোচ্চ দাম জানুয়ারি মাসে বৃদ্ধি পেয়েছিল ৪৮৯৬৯ ডলার পর্যন্ত স্পর্শ হয়েছিল। এবং সর্বনিম্ন মার্কেট ৪১ হাজার ডলারে এসেছিল। মার্কেট আপ ডাউন হবে এটাই স্বাভাবিক।

আপনি যদি পূর্বের দিকে লক্ষ্য করেন তাহলে ২০২০ সালে বিটকয়েন হালভিং ছিল এবং হালভিং এর পরবর্তীতে বছরে অর্থাৎ ২০২১ সাল বিটকয়েনের দাম সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি পায়।

যেহেতু ২০২৪ সালে বিটকয়েন হালভিং রয়েছে, তাই এই হালভিং বিটকয়েনের দাম উর্ধ্বমুখী রয়েছে এখনো ৪২ কি পর্যন্ত অবস্থান নিয়েছে। তাই আমি অনুমান করতে পারি যে ২০২৫ সালে অবশ্যই বিটকয়েনের দাম বর্তমান দাম এর চেয়ে দুই গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ এক লক্ষ ডলার স্পর্শ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Mr.Corol on January 13, 2024, 07:44:51 AM
যেহেতু ২০২৪ সালে বিটকয়েন হালভিং রয়েছে, তাই এই হালভিং বিটকয়েনের দাম উর্ধ্বমুখী রয়েছে এখনো ৪২ কি পর্যন্ত অবস্থান নিয়েছে। তাই আমি অনুমান করতে পারি যে ২০২৫ সালে অবশ্যই বিটকয়েনের দাম বর্তমান দাম এর চেয়ে দুই গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ এক লক্ষ ডলার স্পর্শ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আমি আপনার সাথে একমত। ২০২৫ সালে অবশ্যই বিটকয়েন ইতিহাসের সর্বোচ্চ মূল্য ৬৯ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আপনি বলেছেন ২০২৫ সালে ১ লাখ ডলার হওয়ার সম্ববনা রয়েছে। আমি অনেক নিউজ পত্রিকায় দেখেছি অনেক পণ্ডিতরাও অনুমান করেছে ২০২৫ সালে ১ লাখ ডলার ছাড়িয়ে যাবে। তবে বিটিসি মার্কেট কখন কোন দিকে যাবে তা কেউ সঠিক ভাবে বলতে পারবে না।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Perfect540 on January 15, 2024, 04:16:40 PM
যেহেতু ২০২৪ সালে বিটকয়েন হালভিং রয়েছে, তাই এই হালভিং বিটকয়েনের দাম উর্ধ্বমুখী রয়েছে এখনো ৪২ কি পর্যন্ত অবস্থান নিয়েছে। তাই আমি অনুমান করতে পারি যে ২০২৫ সালে অবশ্যই বিটকয়েনের দাম বর্তমান দাম এর চেয়ে দুই গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ এক লক্ষ ডলার স্পর্শ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আমি আপনার সাথে একমত। ২০২৫ সালে অবশ্যই বিটকয়েন ইতিহাসের সর্বোচ্চ মূল্য ৬৯ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আপনি বলেছেন ২০২৫ সালে ১ লাখ ডলার হওয়ার সম্ববনা রয়েছে। আমি অনেক নিউজ পত্রিকায় দেখেছি অনেক পণ্ডিতরাও অনুমান করেছে ২০২৫ সালে ১ লাখ ডলার ছাড়িয়ে যাবে। তবে বিটিসি মার্কেট কখন কোন দিকে যাবে তা কেউ সঠিক ভাবে বলতে পারবে না।
এগুলো হচ্ছে ভাসমান ভার্চুয়াল কারেন্সি যার অবস্থান ইথারে অর্থাৎ এটা স্পর্শ করা যায় না এবং বন্দি করেও রাখা যায় না শুধুমাত্র ডিজিটাল ডিজিট দ্বারা নিয়ন্ত্রিত। তাই এটা নিয়ে আমরা কখনও সঠিক ভবিষ্যৎবাণী করতে পারবো না। তবে এতটা অনুমান করা যায় এগুলো এক সময় অনেক জনপ্রিয় উঠবে এবং মানুষের মধ্যে ধনী-দরিদ্রতার মাপকাঠি হিসাবে বিবেচিত হবে। যাদের কাছে যত বেশি ডিজিটাল কারেন্সি থাকবে সে তত বেশি ধনী হিসাবে স্বীকৃতি পাবে। তবে আপনারা যাই বলুন বিটকয়েন ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এবং সেটা খুবই শিগ্রি 2/1 বছরের মধ্যেই দেখা যাবে। তবে পত্রিকায় চোখ রাখলে অনেকেই এটি দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে বলে লেকচার মানে। আমার মনে হয় না পাঁচ সাত বছরের মধ্যে বিটকয়েন ৩ লক্ষ ডলার চালিয়ে যাবে।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: kulkhan on January 29, 2024, 08:04:57 AM
যেহেতু ২০২৪ সালে বিটকয়েন হালভিং রয়েছে, তাই এই হালভিং বিটকয়েনের দাম উর্ধ্বমুখী রয়েছে এখনো ৪২ কি পর্যন্ত অবস্থান নিয়েছে। তাই আমি অনুমান করতে পারি যে ২০২৫ সালে অবশ্যই বিটকয়েনের দাম বর্তমান দাম এর চেয়ে দুই গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ এক লক্ষ ডলার স্পর্শ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আমি আপনার সাথে একমত। ২০২৫ সালে অবশ্যই বিটকয়েন ইতিহাসের সর্বোচ্চ মূল্য ৬৯ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আপনি বলেছেন ২০২৫ সালে ১ লাখ ডলার হওয়ার সম্ববনা রয়েছে। আমি অনেক নিউজ পত্রিকায় দেখেছি অনেক পণ্ডিতরাও অনুমান করেছে ২০২৫ সালে ১ লাখ ডলার ছাড়িয়ে যাবে। তবে বিটিসি মার্কেট কখন কোন দিকে যাবে তা কেউ সঠিক ভাবে বলতে পারবে না।
এগুলো হচ্ছে ভাসমান ভার্চুয়াল কারেন্সি যার অবস্থান ইথারে অর্থাৎ এটা স্পর্শ করা যায় না এবং বন্দি করেও রাখা যায় না শুধুমাত্র ডিজিটাল ডিজিট দ্বারা নিয়ন্ত্রিত। তাই এটা নিয়ে আমরা কখনও সঠিক ভবিষ্যৎবাণী করতে পারবো না। তবে এতটা অনুমান করা যায় এগুলো এক সময় অনেক জনপ্রিয় উঠবে এবং মানুষের মধ্যে ধনী-দরিদ্রতার মাপকাঠি হিসাবে বিবেচিত হবে। যাদের কাছে যত বেশি ডিজিটাল কারেন্সি থাকবে সে তত বেশি ধনী হিসাবে স্বীকৃতি পাবে। তবে আপনারা যাই বলুন বিটকয়েন ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এবং সেটা খুবই শিগ্রি 2/1 বছরের মধ্যেই দেখা যাবে। তবে পত্রিকায় চোখ রাখলে অনেকেই এটি দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে বলে লেকচার মানে। আমার মনে হয় না পাঁচ সাত বছরের মধ্যে বিটকয়েন ৩ লক্ষ ডলার চালিয়ে যাবে।
আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কয়েক বছর আগে ও কাগজের টাকার প্রচলন অনেক বেশি ছিল। কিন্তু দিন দিন ভাউচার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং কার্যক্রম ইত্যাদি বেশি বেশি প্রচলন হচ্ছে। এমন একটা সময় আসবে বলে আমি মনেকরি যখন মানুষ এগুলো ও ব্যবহার করতে চাইবে না। মানুষেরা ডিজিটাল কারেন্সি ব্যপক ভাবে ব্যাবহার করতে অভ্যস্ত হয়ে যবে।

তখন বিটকয়েন সহ সকল কিপ্টোকারেন্সির ও ব্যাপক প্রচলন শুরু হবে। তাই এর প্রয়োজনীয়তা বৃদ্ধির কারনে বিটকয়েন সহ সকল ভালো কয়েনের মূল্য ও বৃদ্ধি পাবে।

আসলে এই মার্কেটে অসম্ভব বলে কিছু নেই বলে আমি মনেকরি। কারন যখন বিটকয়েনের মূল্য $১০০-$২০০ ছিলো তখন অনেকেই চিন্তাই করতে পারেনি বিটকয়েনের মূল্য $৪০কে বা $৫০কে যেতে পারে। তাই আমি বলব বিটকয়েনের মূল্য $৩০০কে বা $৪০০কে যেতে পারে এটা অসম্ভব কিছু নয়।
Title: Re: সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন?
Post by: Rds3b on January 29, 2024, 01:44:45 PM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আমিও আপনার সাথে একমত যে ২০২৪ সাল কিপ্টো কারেন্সির জন্য ভালো কিছু নিয়ে আসবে। এবং আমরা যারা এর সাথে জড়িত থাকি আশা করি এক সময় ভালো কিছু পাব এবং আমি মনে করি সত্যিই ২০২৪ সাল কিপ্টো কারেন্সির জন্য আসলেই ভালো হোক ফলাফল হবে। আর আমরা সবাই ২০২৪ সালে সবার জন্য ভালো কিছু হোক এই কামনাই করি।