Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on January 15, 2019, 05:12:40 AM

Title: সতর্কতা
Post by: JISAN on January 15, 2019, 05:12:40 AM
এই ফোরামের নিয়মানুযায়ী কেও সিনিয়র মেম্বার বা তার উপড়ের র‍্যাংকে গেলেই সে অন্যকে +কারমা বা -কারমা দিতে পাড়ে। তবে ইদানীং দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট মেম্বার হতেও তাদের অ্যাকাউন্ট এ ৪-৫ টা করে কারমা। কিন্তু অনেক সিনিয়র মেম্বার, হিরো মেম্বার আছে তাদের কারমা নেই। তার মানে এই দাঁড়ায় যে কারমার অনেক অপব্যবহার হচ্ছে। তাই সবাইকে সতর্ক করতেছি যে কেও কাড়বার অপব্যবহার করবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছে না যে কারমা কে কাকে দিলো।  কিন্তু এই কাড়মা দেওয়া ও পাওয়ার রেকর্ড থাকে এতে কারমার অপব্যবহার করলে ভবিষ্যৎ এ ইনভেস্টিগেশন করা হলে বড় ধরনের বিপদে পড়তে পাড়েন। তাই সবাই সতর্ক হন। ও কারমার সঠিক ব্যবহার করুন।
Title: Re: সতর্কতা
Post by: Fariwala on January 15, 2019, 07:10:35 PM
ভাই আপনার কথায় যুক্তি আছে তবে জুনিয়া মেম্বারা অত্যন্ত সুন্দর ভাবে পোস্ট করলে তাকে অবশ্যই সিনিয়ররা কারমা দিয়ে যায় আর এ কারণে জুনিয়ার মেম্বাররা কারমা পায়,
Title: Re: সতর্কতা
Post by: Lima on January 16, 2019, 04:47:18 PM
আপনার কথা ঠিক আছে। তবে অনেকে মেম্বার আছে ছোট র‍্যাংক থাকলেও তাদের জ্ঞান বেশি তাই তারা কারমা পায়। তবে এরকম অনেক কমই আছে।
Title: Re: সতর্কতা
Post by: Nolkupit46 on January 16, 2019, 05:44:47 PM
ভাই কথাগুলো ঠিক আছে তবুও কারমার দেয়া নেয়ার উপর সতর্কতা অবল্মবন করা উচিত।  সিনিওর মেম্বার হলেই যাকে তাকে কারমা দিতে হবে এমন কথা না। এনফরমাতিভ পোস্টে কারমা দিলে প্রব্লেম নাই।               
Title: Re: সতর্কতা
Post by: JISAN on January 19, 2019, 07:01:58 AM
ভাই কথাগুলো ঠিক আছে তবুও কারমার দেয়া নেয়ার উপর সতর্কতা অবল্মবন করা উচিত।  সিনিওর মেম্বার হলেই যাকে তাকে কারমা দিতে হবে এমন কথা না। এনফরমাতিভ পোস্টে কারমা দিলে প্রব্লেম নাই।               
হ্যা কারমা যে কোনো র‍্যাংকের মেম্বারদেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে ভালো হেল্পফুল পোস্ট হতে হবে। যে কারমা পাওয়ার যোগ্য তাকেই একমাত্র কারমা দিতে হবে। কারমা র‍্যাংক দেখে দেওয়া যাবে না দিতে হবে পোস্ট দেখে
Title: Re: সতর্কতা
Post by: Rashid pk on January 21, 2019, 11:01:20 AM
ভাই কথাগুলো ঠিক আছে তবুও কারমার দেয়া নেয়ার উপর সতর্কতা অবল্মবন করা উচিত।  সিনিওর মেম্বার হলেই যাকে তাকে কারমা দিতে হবে এমন কথা না। এনফরমাতিভ পোস্টে কারমা দিলে প্রব্লেম নাই।               
হ্যা কারমা যে কোনো র‍্যাংকের মেম্বারদেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে ভালো হেল্পফুল পোস্ট হতে হবে। যে কারমা পাওয়ার যোগ্য তাকেই একমাত্র কারমা দিতে হবে। কারমা র‍্যাংক দেখে দেওয়া যাবে না দিতে হবে পোস্ট দেখে
ফোরামের অন্যান্য নিয়ম গুলো ভালো করে জানতে হবে তা না হলে নেগেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা বেশি, রেফারেল লিংক পোষ্টের নিয়ম ফলো না করায় আমার অবস্থা খুবই খারাপ...
Title: Re: সতর্কতা
Post by: Lima on January 21, 2019, 12:49:45 PM
ভাই কথাগুলো ঠিক আছে তবুও কারমার দেয়া নেয়ার উপর সতর্কতা অবল্মবন করা উচিত।  সিনিওর মেম্বার হলেই যাকে তাকে কারমা দিতে হবে এমন কথা না। এনফরমাতিভ পোস্টে কারমা দিলে প্রব্লেম নাই।               
হ্যা কারমা যে কোনো র‍্যাংকের মেম্বারদেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে ভালো হেল্পফুল পোস্ট হতে হবে। যে কারমা পাওয়ার যোগ্য তাকেই একমাত্র কারমা দিতে হবে। কারমা র‍্যাংক দেখে দেওয়া যাবে না দিতে হবে পোস্ট দেখে
ফোরামের অন্যান্য নিয়ম গুলো ভালো করে জানতে হবে তা না হলে নেগেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা বেশি, রেফারেল লিংক পোষ্টের নিয়ম ফলো না করায় আমার অবস্থা খুবই খারাপ...
আপনি এখন থেকে নিয়ম মেনে পোস্ট করুন সবাইকে হেল্প করুন। তাহলে +কারমা পাবেন আর +কারমা পেলে আপনার -কারমা সরা যাবে।
Title: Re: সতর্কতা
Post by: Akash on March 31, 2019, 05:43:49 AM
ভাই সুন্দর বলেছেন কিন্তু এটা একটা altcoin discussion সাইট। তাই এই সাইটে যদি কেউ ভালো এবং অর্থবোধক পোস্ট করে তাহলে তাকে কারমা দেওয়া প্রয়োজন এবার সে যেই মেম্বার হউক না কেন । ধন্যবাদ।
Title: Re: সতর্কতা
Post by: ALEX JAHID on April 07, 2019, 01:42:02 PM
ভাই সুন্দর বলেছেন কিন্তু এটা একটা altcoin discussion সাইট। তাই এই সাইটে যদি কেউ ভালো এবং অর্থবোধক পোস্ট করে তাহলে তাকে কারমা দেওয়া প্রয়োজন এবার সে যেই মেম্বার হউক না কেন । ধন্যবাদ।
হ্যা আপনি ঠিক বলছেন কিন্তু কারমা আটা মেরিট এর মত কোনো কাজ করে না তাই এটা নিয়ে কেও জোর ও করে না যদি মেরিট এর মতো আটার মুল্য থাক্তো তা হলে আটা সবাই দিতো
Title: Re: সতর্কতা
Post by: Riya143 on April 07, 2019, 02:02:23 PM
যারা ৫-৬ টা কারমা পেয়েছে তারা group করে একে অপরকে কারমা দেয়। যারা এভাবে কারমা দেয় তারা আপনার পোস্ট  পড়লে সর্তক হয়ে যাবে।   
Title: Re: সতর্কতা
Post by: ALEX JAHID on April 07, 2019, 04:07:26 PM
যারা ৫-৬ টা কারমা পেয়েছে তারা group করে একে অপরকে কারমা দেয়। যারা এভাবে কারমা দেয় তারা আপনার পোস্ট  পড়লে সর্তক হয়ে যাবে।   
কারমা দেয়া অপরাধ না কিন্তু অযথা কারমা দেয়া ঠিক না যদি কেও বেশি ভালো পোস্ট করে এতে যদি যে কারমা দেবে তার ভালো লাগে তা হলে কারমা দেবে আটা তে তো না নেই।।।।
Title: Re: সতর্কতা
Post by: Riya143 on April 10, 2019, 09:35:29 AM
যারা ৫-৬ টা কারমা পেয়েছে তারা group করে একে অপরকে কারমা দেয়। যারা এভাবে কারমা দেয় তারা আপনার পোস্ট  পড়লে সর্তক হয়ে যাবে।   
কারমা দেয়া অপরাধ না কিন্তু অযথা কারমা দেয়া ঠিক না যদি কেও বেশি ভালো পোস্ট করে এতে যদি যে কারমা দেবে তার ভালো লাগে তা হলে কারমা দেবে আটা তে তো না নেই।।।।
আপনার কথা ঠিক আছে। কিন্তু দেখা গেল ভাল পোস্ট হয় নাই তাও কারমা দেয়। এ বিষয় নিয়ে কি হবে?     
Title: Re: সতর্কতা
Post by: Rafiq on May 01, 2019, 07:30:09 PM
এই ফোরামের নিয়মানুযায়ী কেও সিনিয়র মেম্বার বা তার উপড়ের র‍্যাংকে গেলেই সে অন্যকে +কারমা বা -কারমা দিতে পাড়ে। তবে ইদানীং দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট মেম্বার হতেও তাদের অ্যাকাউন্ট এ ৪-৫ টা করে কারমা। কিন্তু অনেক সিনিয়র মেম্বার, হিরো মেম্বার আছে তাদের কারমা নেই। তার মানে এই দাঁড়ায় যে কারমার অনেক অপব্যবহার হচ্ছে। তাই সবাইকে সতর্ক করতেছি যে কেও কাড়বার অপব্যবহার করবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছে না যে কারমা কে কাকে দিলো।  কিন্তু এই কাড়মা দেওয়া ও পাওয়ার রেকর্ড থাকে এতে কারমার অপব্যবহার করলে ভবিষ্যৎ এ ইনভেস্টিগেশন করা হলে বড় ধরনের বিপদে পড়তে পাড়েন। তাই সবাই সতর্ক হন। ও কারমার সঠিক ব্যবহার করুন।
আপনার পোস্টটির জন্যবাদ। আপনার কথায় যুক্তি আছে তবে জুনিয়র মেম্বাররা ভাল পোস্ট করলে তাকে অবশ্যই কারমা দেওয়া উচিত। অশাকরি এই পোস্টটি পড়ে কারমা দেওয়র ব্যাপারে সবাই আরো সতর্কত অবলম্বন করবে।
Title: Re: সতর্কতা
Post by: Malam90 on May 03, 2019, 03:40:22 PM
এই ফোরামের নিয়মানুযায়ী কেও সিনিয়র মেম্বার বা তার উপড়ের র‍্যাংকে গেলেই সে অন্যকে +কারমা বা -কারমা দিতে পাড়ে। তবে ইদানীং দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট মেম্বার হতেও তাদের অ্যাকাউন্ট এ ৪-৫ টা করে কারমা। কিন্তু অনেক সিনিয়র মেম্বার, হিরো মেম্বার আছে তাদের কারমা নেই। তার মানে এই দাঁড়ায় যে কারমার অনেক অপব্যবহার হচ্ছে। তাই সবাইকে সতর্ক করতেছি যে কেও কাড়বার অপব্যবহার করবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছে না যে কারমা কে কাকে দিলো।  কিন্তু এই কাড়মা দেওয়া ও পাওয়ার রেকর্ড থাকে এতে কারমার অপব্যবহার করলে ভবিষ্যৎ এ ইনভেস্টিগেশন করা হলে বড় ধরনের বিপদে পড়তে পাড়েন। তাই সবাই সতর্ক হন। ও কারমার সঠিক ব্যবহার করুন।
আপনার পোস্টটির জন্যবাদ। আপনার কথায় যুক্তি আছে তবে জুনিয়র মেম্বাররা ভাল পোস্ট করলে তাকে অবশ্যই কারমা দেওয়া উচিত। অশাকরি এই পোস্টটি পড়ে কারমা দেওয়র ব্যাপারে সবাই আরো সতর্কত অবলম্বন করবে।

ভালো পোস্ট হলে কারমা দেওয়া উচিৎ। এক্ষেত্রে কাপণ্য করা উচিৎ নয়। ভালো পোস্টেও যদি কারমা না দেওয়া হয় তাহলে কেউ আর ভালো পোস্ট করতে উৎসাহিত হবেন। শুধুমাত্র র‌্যাংক বড়ানোর চেষ্টায় ব্যস্ত থাকবে। আমি গত ৬ মাসে দেখলাম অনেকেই ভালো পোস্ট করেও কারমা পায়না।
Title: Re: সতর্কতা
Post by: JISAN on May 04, 2019, 04:30:39 AM
এই ফোরামের নিয়মানুযায়ী কেও সিনিয়র মেম্বার বা তার উপড়ের র‍্যাংকে গেলেই সে অন্যকে +কারমা বা -কারমা দিতে পাড়ে। তবে ইদানীং দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট মেম্বার হতেও তাদের অ্যাকাউন্ট এ ৪-৫ টা করে কারমা। কিন্তু অনেক সিনিয়র মেম্বার, হিরো মেম্বার আছে তাদের কারমা নেই। তার মানে এই দাঁড়ায় যে কারমার অনেক অপব্যবহার হচ্ছে। তাই সবাইকে সতর্ক করতেছি যে কেও কাড়বার অপব্যবহার করবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছে না যে কারমা কে কাকে দিলো।  কিন্তু এই কাড়মা দেওয়া ও পাওয়ার রেকর্ড থাকে এতে কারমার অপব্যবহার করলে ভবিষ্যৎ এ ইনভেস্টিগেশন করা হলে বড় ধরনের বিপদে পড়তে পাড়েন। তাই সবাই সতর্ক হন। ও কারমার সঠিক ব্যবহার করুন।
আপনার পোস্টটির জন্যবাদ। আপনার কথায় যুক্তি আছে তবে জুনিয়র মেম্বাররা ভাল পোস্ট করলে তাকে অবশ্যই কারমা দেওয়া উচিত। অশাকরি এই পোস্টটি পড়ে কারমা দেওয়র ব্যাপারে সবাই আরো সতর্কত অবলম্বন করবে।

ভালো পোস্ট হলে কারমা দেওয়া উচিৎ। এক্ষেত্রে কাপণ্য করা উচিৎ নয়। ভালো পোস্টেও যদি কারমা না দেওয়া হয় তাহলে কেউ আর ভালো পোস্ট করতে উৎসাহিত হবেন। শুধুমাত্র র‌্যাংক বড়ানোর চেষ্টায় ব্যস্ত থাকবে। আমি গত ৬ মাসে দেখলাম অনেকেই ভালো পোস্ট করেও কারমা পায়না।
ভালো পোস্ট করে কারমা পায় না। তার কারন হলো আয়ামাদের বাঙালি বর্ডে তেমন এক্টিভ মেম্বার নেই যারা এগুলা দেখবে। যারা আছে তারা সবাই পোস্ট করে নিজের র‍্যাংক বাড়ানোর চিন্তায়। তাই এরকম হচ্ছে।
Title: Re: সতর্কতা
Post by: ttcsalam on May 11, 2019, 12:18:09 PM
ঠিকই বলেছেন ভ্যাই যোগ্যতা বা ভাল পোষ্ট অনুযায়ী কারমা দেওয়া দরকার।
Title: Re: সতর্কতা
Post by: Malam90 on May 13, 2019, 04:23:32 PM
কারমা নিয়ে পরে হাহাকার পড়বে। তাই যে যত পারেন ভালোমানের পোস্ট করতে থাকেন। আমরা যারা কারমা দিতে পারি দেওয়ার চেষ্টা করবো। পরে কারমার অভাবে র‌্যাংক বাড়ানো কঠিন হয়ে যাবে। নতুনরা ১০-১৫ শব্দের কমেন্ট না করে কমেন্টকে একটু গঠনমূলক করুন এবং সেটাকে নূন্যতম ২ লাইন করার চেষ্টা করুন। ফোরামে বেশি বেশি একটিভ থাকুন, বিভিন্ন পোস্ট পড়ুন। যা আপনাকে জানতে সাহায্য করবে।
Title: Re: সতর্কতা
Post by: ttcsalam on May 23, 2019, 04:21:20 PM
এমন একটা সময় আসবে যখন কার মার হাহাকার পড়বে এখন হয়তো কার মার মূল্য বোঝা যাচ্ছে না কিন্তু অচিরেই এই ফর্মে ব্যাপক ব্যবহারকারী বাড়বে তখনকার মার গুরুত্ব অনেক অনেক বেড়ে যাবে.
Title: Re: সতর্কতা
Post by: Web Designer on December 30, 2023, 08:19:24 PM
আমার একটি বিষয় জানার আছে যে আমার কাছে ধরেন কারমা আছে এখন াযদি আমি অন্য আরেকজনকে কারমা দেই তাহলে কি আমার কারমা কমে যাবে?
Title: Re: সতর্কতা
Post by: Rds3b on January 30, 2024, 06:28:53 AM
আপনাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরেছেন আমারে সত্যিই বলেছেন যে কিছু কিছু দেখা যায় যে ার র‍্যাংকিংয়ে সে কারমার পরিমাণ বেশি হয়। তাই আমি বলব যারা একে অপরকে কারমা দিয়ে সহযোগিতা করছেন একটু ভেবেচিন্তে করবেন কারণ হলো দেখতে হবে যে তার যেটুকু পাওয়ার তার চেয়ে বেশি যেন না পায় তাহলে দেখা যায় আমাদের কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না। দেখেন এখানে যে বিষয় তুলে ধরেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে এ বিষয়ে আমাদের খেয়াল থাকতে হবে যেন আমাদের এই কোরআনে কোন ক্ষতি না হয়।
Title: Re: সতর্কতা
Post by: Mr.Corol on February 01, 2024, 04:22:09 AM
Ekhane karma abuse korar sujog khub beshi karon ke kun post e karma dicche eta dekhar system nai ekhono. kintu in future e bitcointalk er moto ei system thiki calu hobe ebong tokhon onek id banned hoye jabe. Kintu karma abuse cokhe porle tader members ra milei negative karma diye down kore deoya hoy... kichu abuser er khettre ei kaj korchi amra... ar admin hisebe ami din e onek positive and negative karma dite pari.. valo post korun.. karma oborsoi paben..ar rules update hoar agei karma baraye nen.. etai sujog..pore ar parben na... sobai minimum 50 ta positive karma koren rules update er age... r er jonno sobar sobaike sahajjo kora proyojon..
বুঝলাম না আপনী এখানে ফেসবুকে মেসেঞ্জারে যেভাবে বর্তমানে চ্যাটিং করা হয়, আপনি দেখি সেভাবে এখানে একটা কমেন্ট করেছেন। এখানে সবাই আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলছি আপনি পুরোপুরি বাংলিস করে কমেন্ট করেছেন। আশা করি আপনী এখানে সিনিয়র আপনার মাঝে বেশ ভালো জ্ঞান আছে, আশা করি পরবর্তীতে আর এভাবে কমেন্ট করবেন না। ধন্যবাদ। ভালো পরামর্শ।
Title: Re: সতর্কতা
Post by: tjtonmoy on February 01, 2024, 08:02:59 AM
কাট
যতই সতর্ক করেন না কেনো অনেকে আছে এটার অপব্যাবহার করবেই। কথায় আছে না 'চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পরো ধরা'। ধরা খেয়ে পেনাল্টি না পাওয়া পর্যন্ত এই কাজ করেই যাবে। দু এক জন কে পেনাল্টি না দিলে অন্যরা সতর্ক হবে না। আগে এক্টিভিটি কম ছিলো তবে বর্তমানে অনেক বেশি মেম্বার রা এইখানে এসেছে, আমিও তাদের মধ্যে একজন।
আশা করি এই পোস্ট থেকে অনেকে সতর্ক হবে। তবে সম্পূর্ন ভাবে এইটা বন্ধ হবে না।
Title: Re: সতর্কতা
Post by: Shiba2 on February 01, 2024, 04:10:57 PM
আমি একজন নতুন ইউজার আপনাদের মাঝে এসেছি মূলত কিছু কাজ করার জন্য আপনারা যারা আমার সিনিয়র আছেন দয়া করে আমাকে একটু কাছে রাখবেন আমি ছোট বলেই আমাকে কেউ অবহেলা করে ফেলে দেবেন না আমি তো ছোট হয়তো আপনাদের দোয়া পেলে আমিও একদিন বড় হতে পারব তাই আপনাদের কাছে এইটুকু আমার দাবি
Title: Re: সতর্কতা
Post by: Learn Bitcoin on February 01, 2024, 05:17:59 PM
বুঝলাম না আপনী এখানে ফেসবুকে মেসেঞ্জারে যেভাবে বর্তমানে চ্যাটিং করা হয়, আপনি দেখি সেভাবে এখানে একটা কমেন্ট করেছেন। এখানে সবাই আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলছি আপনি পুরোপুরি বাংলিস করে কমেন্ট করেছেন। আশা করি আপনী এখানে সিনিয়র আপনার মাঝে বেশ ভালো জ্ঞান আছে, আশা করি পরবর্তীতে আর এভাবে কমেন্ট করবেন না। ধন্যবাদ। ভালো পরামর্শ।

আপনাকেও বুঝতে হবে যে এই থ্রেড টি ৫ বছর পুরোনো এবং আপনিও ৫ বছর আগের একটা পোস্ট এ রিপ্লাই করেছেন। আমার ধারনা ৫ বছর আগে সবার হাতে হাতে এরকম বাংলা কিবোর্ড সহ মোবাইল ফোন ছিলো না। আমি যখন মোবাইল ফোন হাতে পাই, তার থেকেও ৩ থেকে ৪ বছর পর বাংলা কিবোর্ড পেয়েছিলাম বোধ হয়। সব চাইতে বড় ব্যাপার হলো আমরা রিপ্লাই করার সময় যে পোস্ট কোট করছি, তার কোনো তারিখ চেক করছি না। বাংলাদেশ বোর্ড এর প্রায় সব গুলো থ্রেড ই পুরাতন এর সেগুলো ওয়েব ডিজাইনার নামে একজন বাম্প করছে। একটা বা দুইটা থ্রেড না, তিনি প্রায় সব গুলো পুরাতন থ্রেড গোরস্থান থেকে তুলে নিয়ে আসছে।
Title: Re: সতর্কতা
Post by: Paragon2 on February 02, 2024, 12:57:28 AM
আমি একজন নতুন ইউজার আপনাদের মাঝে এসেছি মূলত কিছু কাজ করার জন্য আপনারা যারা আমার সিনিয়র আছেন দয়া করে আমাকে একটু কাছে রাখবেন আমি ছোট বলেই আমাকে কেউ অবহেলা করে ফেলে দেবেন না আমি তো ছোট হয়তো আপনাদের দোয়া পেলে আমিও একদিন বড় হতে পারব তাই আপনাদের কাছে এইটুকু আমার দাবি

ভাই আপনি একেবারে ছোট নন আপনার ডেট রেজিস্ট্রেশন করা ২০২১ সালে। যে 2021 সালে এই ফোরাম ে একাউন্ট করতে সক্ষম হয়েছে শেষ ছোট নেই হয়তো আপনার অ্যাকাউন্ট র্যাংক ছোট। তবে আপনার সবচেয়ে বড় উপায় রয়েছে আপনি বেশি বেশি এরপর আমি সিনিয়র ভাইদের লক্ষ্য করে তাদের পোস্টগুলো পড়ুন। বিভিন্ন গ্লোবাল সেকশনে সবাই একটিভ হয়েছে এবং বর্তমান সময়ে অনেক আপডেট আলোচনা চলছে সে আলোচনা গুলো লক্ষ্য করুন, আমি আপনাকে হাতে-কলমে ধরে শেখাতে পারবো না হয়তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই ফোরাম থেকে শিক্ষা অর্জন করতে পারবেন।

এটাতো স্কুল নয় যে লাঠি দিয়ে আঘাত করে আপনাকে শিখিয়ে দেব এ ধরনের কোন সিস্টেম নেই তাই আপনি নিজে ইচ্ছা আপনাকে শিক্ষা অর্জন করতে হবে।