follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
I agree 100%. I also think only investing in bitcoin or investing in one of the altcoins is not a smart strategy at all. You need to keep a holistic view and invest in btc and altcoins that show promise. You cannot be dismissive toward alts. A diverse portfolio is key for maximum gains in the short and long run.
2
Crazy how many chances PSG missed today against Dortmund and I expected to see a lot more goals, but next match will decide everything.
I think that PSG is still a big favorite and they will play better at home stadium, this should be the same for Real Madrid against Bayern.

Dortmund is not small in the eyes of PSG and plus they hosted PSG, conceding goals is bound to happen but PSG didn't make use of all the opportunities they had but who know what will happen in the second leg if they visit PSG stadium. I know for a fact that PSG will not let go of this tournament without a fight especially how silent Mbape has been, there might be some sort of changes we might no see coming they will use to knockdown Dortmund in the second leg.
3
I think you have made a wie decision. We are in the post-halving corrections phase right now, so day trading is riskier and honestly not worth it at the moment unless you can predict what's gonna happen. Right now, the best course of action is to DCA into the coins you have in your portfolio or the ones you see promise in so that when the bull run comes, you can enjoy your gains. I would recommend keeping a diverse portfolio with Bitcoin, SOL, ETH, ADA (yes, despite the recent price or maybe because of it, the gains will be great!), and any other coins you see potential in.
4
You could say this is almost the same as a pre-season match or trial match, because whatever results they receive will not change their position in the standings.

Meanwhile, we know that when we bet in test matches, as you said, it is almost impossible to predict how the match will go. When the two competing teams play with high motivation, it is difficult to predict, especially if they have already become champions.
So true. Betting on them becomes very risky. Even now, we still continue to see victory after victory that Inter Milan has always managed to achieve in the matches they have played. But in the remaining matches, they might even produce match results that we don't expect. Because after all, they no longer prioritize winning.
5
I see more of altcoin trading as gambling, trading is actually gambling,

It's not gambling if you know what you are doing because not all altcoins are useless and tend to make you lose money. Only traders and investors making investments in shitcoins and meme coins and other similar projects that are created for the sole purpose of making their creators rich are gambling with their money, but someone who gathers enough knowledge about the market and only invests in good projects can't be considered a gambler.

So both short-term and long-term traders and investors, must do enough research before they make any investment in any cryptocurrency whether old or new because that makes them understand whether it deserves investing in or not.
6
Bitcoin Forum / Re: High fees is a never ending story?
« Last post by Gurujebs on Today at 07:33:53 PM »
Indeed bitcoin isnt controlled by individuals, but still someone created NFTs on bitcoin blockchain, we got runes recently. And there is more to come. Why dont we have something like meme-coins on bitcoin blockchain? Or lots of metaverse madness? That is a good idea to think how to implement that to bitcoin blockchain, and that person will get rich. I expect more things that were once in trend in crypto to appear on bitcoin blockchain one day.

If there is any one that is capable of doing all of these that you mentioned, it's going to be nobody but one greedy miner. If we take 100% of people that will confidently tells you that they bought things that were listed on Bitcoin network be it ordinals, brc tokens and NFTs, they are just less number of people that own bitcoin and most of these creativity didn't do well. Who is now benefiting from all of this, it's nobody but miners because they are the only people that refuse to listen to people about this shitty activity on the Bitcoin network.
7
Borussia Dortmund successfully secured victory in the first leg of the Champions League semi-final against Paris Saint Germain. The goal scored by Niclas Fullkrug in the first half was the only goal that made them successful in securing victory.

This result makes them more comfortable in the second leg, because they only need to get a draw to advance to the final. However, that is not an easy thing for them to do, because they also have to play at Paris Saint Germain's headquarters and it is certain that Paris Saint Germain will go all out.
Dortmund played beyond all of our expectations in the first leg.
But PSG in the first leg actually also had several opportunities which almost became a goal if they didn't hit the goal post. But somehow PSG seemed to have lost sharpness in completing attacks. Dortmund made more attacks that could endanger PSG's goal. So the score of 1-0 was very appropriate. And yes, in the second leg we will definitely see PSG who are much more aggressive. because in the second leg PSG must catch up by scoring at least 2 goals and not conceding. The position as host can be an advantage and PSG must make good use of it.
9
I go with the statement which says altcoins needs bitcoin, we cannot go by the idea which says that bitcoin needs altcoins to survive, that is not possible, Bitcoin is the king of cryptocurrency, the first one and the most reliable digital currency recognized as a means of making payments, bitcoin dictates for what other altcoins should take or be, without bitcoin, no one will like to afford going by any other offer aside Bitcoin before others may comes in.
10
মেইন টপিকঃ [Guide] Factors to consider before joining paid signature campaigns
লেখকঃ CryptopreneurBrainboss




রিলেটেড পোস্ট: {Facts} Benefits of promoting (joining) a quality paid signature campaign.

আমি গত কয়েক সপ্তাহ ধরে খেয়াল করছি সিগ্নেচার ক্যাম্পেইন গুলোতে নতুন/জুনিয়র সদস্যারা জয়েন করতে আগ্রহী। আমি আপনাকে পরামর্শ দেবো এই টপিকটি পড়ার জন্য Signature Campaign Guidelines (read this before starting or joining a campaign) এবং ওপরের পোস্ট এর সাথে আমি কিছু ফ্যাক্ট এর তালিকা করবো যেগুলো আপনার র‍্যাংক নির্বিশেষে পেইড সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করার আগে বিবেচনা করা উচিৎ, কারণ আপনি যে সিগ্নেচার টি প্রচার করবেন, সেটা ফোরামে আপনার ব্যাপারে অনেক কিছুই বলে।




[১]: একটা ক্যাম্পেইনে জয়েন করার আগে আপনার একাউন্ট তৈরি করে নিন।

একটা সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করার আগে আমি এটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করি। আপনি যদি আপনার একাউন্ট না গুছিয়ে নিয়ে থাকেন তাহলে ক্যাম্পেইনে জয়েন করবেন না কারণ এটা শুধু আপনাকে বিভ্রান্ত করবে। ফুল মেম্বার হিসাবে সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করা বেশি লাভজনক হবে, তবে একজন সেলফ মেইড মেম্বার হিসাবে জয়েন করাও খারাপ না। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে সময় নিন, ভবিষ্যতে আরও ক্যাম্পেইন হবে৷ ফোরামের মাধ্যমে ইনকাম করার জন্য তাড়াহুড়ো করবেন না।

[২]: এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

আপনি যদি জুয়া অপছন্দ করেন অথবা আপনার কোনো ধারনা না থাকে যে এটা কিভাবে কাজ করে, তাহলে ক্যাসিনো ক্যাম্পেইনে জয়েন করবেন না শুধু এজন্য যে এরা বেশি পেমেন্ট করে। এটা আপনাকে বেশিরভাগ সময় স্প্যাম এবং অফ-টপিক পোস্ট করাবে।

উদাহরন হিসাবে এটা দেখুন.


প্রশ্নবিদ্ধ ইউজারটি একটা জুয়া সম্পর্কিত সিগ্নেচার প্রচার করছে/পরছে কিন্তু বোর্ডের বিরুদ্ধে খারাপ কথা বলা তার বিজ্ঞাপনের সাথে বিরোধী হচ্ছে। এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

[৩]: সপ্তাহে সর্বোচ্চ পোস্ট রিকোয়ারমেন্ট বিবেচনা করুন।
যেযসব ক্যাম্পেইনে সপ্তাহে অনেকগুলো পোস্ট রিকয়ারমেন্ট থাকে সেসব ক্যাম্পেইনে করা থেকে বিরত থাকুন, এসব ক্যাম্পেইন ফোরামের কোনো উপকারে আসেনা বরং অতিরিক্ত স্প্যাম সৃষ্টি করে। আপনার পোস্ট করার ক্ষমতা এবং হিস্টরি থেকে নির্ধারণ করুন সপ্তাহে গড়ে কতগুলো পোস্ট আপনার পক্ষে করা সম্ভব, শুধু শুধু এমন কোনো ক্যাম্পেইন করতে যাবেন না যা শুধুমাত্র আপনার পোস্ট সংখ্যা বাড়াবে কিন্তু ফোরামের কোনো কাজে আসবে না।

[৪]: যেসব ক্যাম্পেইন কোয়ালিটি পোস্টিং এ উৎসাহিত করে যেসব ক্যাম্পেইনে জয়েন করুন।
আপনি যেসব ক্যাম্পেইনে জয়েন করবেন সেসব ক্যাম্পেইন থেকে যে শুধুমাত্র বিটাকয়েন পাবেন এমন না, এরই সাথে ফোরামেও কিছু সুযোগ সুবিধা পাবেন। কিছু কিছু স্পেশাল ক্যাম্পেইন ম্যানেজার আছে যাদের ক্যাম্পেইনে যদি আপনার কোনোভাবে জয়েন হওয়ার সুযোগ হয় তাহলে আপনি নিজেকে রেপুউটেড বা কোয়ালিটি পোস্টার হিসেবে বিবেচনা করতে পারেন, এবং আপনার এই ধরনের ক্যাম্পেইনগুলোর পেছনেই ছোটা উচিত, কারণ এসব ক্যাম্পেইন শুধুমাত্র কোয়ালিটি পোস্টে উৎসাহিত করে না বরং এরই সাথে ফোরামে আপনার একটা রেপুটেশন বিল্ড করে দেয়।

[৫]: কোন কোন বোর্ড গুলোতে পোস্ট গ্রহণ করা হবে তা বিবেচনা করে দেখুন।
আমি লক্ষ করেছি ইউজাররা যেসব বোর্ডে সর্বাধিক এক্টিভ তা বিবেচনা না করেই ক্যাম্পেইনে জয়েন হয়ে যায়। আমি আপনাকে রেকোমেন্ড করবো আপনি যেসব বোর্ডে এক্টিভ আছেন যেসব বোর্ড গ্রহণ করে এমন ক্যাম্পেইনে জয়েন করতে, এখন "Beginner and help" বোর্ডে যদি ক্যাম্পেইন গ্রহণ না করে তাহলে আমি সেই ক্যাম্পেইনে জয়েন করবো না। এর কারণ হলো আমি এই বোর্ডে সবথেকে বেশি এক্টিভ, এই বোর্ডে করা প্রশ্নের উত্তর দিতে বা নতুন মেম্বারদের হেল্প করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরেন একটা ক্যাম্পেইন যা শুধুমাত্র Development & Technical Discussion baord বোর্ডে পোস্ট করে এমন ইউজারদের তাদের ক্যাম্পেইনে নিতেছে, আমি এখানে জয়েন করবোনা কারণ এই বোর্ড সম্পর্কে আমি তেমন অবগত না এবং এজন্য এখানে করা বেশিরভাগ পোস্টই অফ-টপিক হিসেবে গন্য হতে পারে। আমি আমার সাপ্তাহিক কোঠা তো পূরণ করতে পারবোই না, উল্টো স্প্যামের দায়ে ক্যাম্পেইন থেকে, এমনকি ফোরাম থেকেও ব্যান হতে পারি।

[৬]: প্রজেক্ট প্রমোট করার পূর্বে প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জানুন।
কোনো প্রজেক্ট প্রমোট করার পূর্বে অবশ্যই ফোরাম ও গুগলে সেই প্রজেক্টটির ব্যাকগ্রাউন্ড চেক করে নিবেন, যাতে প্রজেক্টটি বৈধ কিনা বা পূর্বের কোনো স্ক্যাম রেকর্ড আছে কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া যায়। সিগ্নেচার ক্যাম্পেইনের মাধ্যমে কোনো স্ক্যাম প্রজেক্ট প্রমোট করলে রেড ট্যাগ খাওয়ার সম্ভবনা থাকে।
Credit:
প্রমোট করার পূর্বে ভালোভাবে জেনে নিন আপনার সিগ্নেচার সম্পর্কে: আপনি কি কোনো বৈধ প্রজেক্ট প্রমোট করতেছেন নাকি। আপনার সিগ্নেচারে থাকা লিংক ম্যালেসিয়াস কিনা বা কোনো ফিসিং সাইটের কিনা চেক করে নিন। কোনো সন্দেহ হলেই প্রশ্ন তুলুন, সচেতন হন।

Guidelines: Guide on avoid red tags by supporting already known scam projects

[৭]: আপ্লাই করার পূর্বে ক্যাম্পেইন ম্যানেজারের রেপুটেশন বিবেচনা করে দেখুন।
Credit
আরেকটা ফাক্টর দেখে নেয়া ভালো, ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন ম্যানেজারের রেপুটেশন কেমন। একজন ক্যাম্পেইন ম্যানেজার যার অনেকগুলো ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করার পূর্বের রেকর্ড আছে এমন একজন ক্যাম্পেইন ম্যানেজারের ক্যাম্পেইনে জয়েন হবার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে ক্যাম্পেইন ফেইল হওয়া বা অর্থ হারানো, এমন অঘটন ঘটার সম্ভবনা না থাকে।।

Reputed CM: Overview of Bitcointalk Signature Anti-Spam Campaign Managers

[৮]: পর্যাপ্ত ফান্ড এবং এড্রেসের মালিকানা সাইন মেসেজের মাধ্যমে ভেরিফাই করে নিন।
ক্যাম্পেইনে জয়েন করার পূর্বে সবসময় দেখে নিবেন ক্যাম্পেইন ম্যানেজারের কাছে পর্যাপ্ত ফান্ড আছে কিনা সবাইকে পে করার জন্য। আপনি https://www.blockchain.com এ গিয়ে কাম্পেইন ম্যানেজারের দেয়া বিটাকয়েন এড্রেসটি চেক করে নিতে পারেন এবং এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে সেই এড্রেসটি দিয়ে তাকে একটা মেসেজ সাইন করতে বলতে পারেন।
Credit
নোট করে নিন ক্যাম্পেইন ম্যানেজারের প্রোভাইড করা ইউনিক এড্রেসটিতে সবার জন্য পর্যাপ্ত ফান্ড আছে কি না। নরমালি ক্যাম্পেইন ম্যানেজার তার ফান্ডগুলো নিরাপদে সংরক্ষণ করার জন্য একজন রেপুউটেড এসক্র সার্ভিসের সাথে চুক্তি করে।

[৯]: এপ্লাই করার পূর্বে পে-আউট অপশনগুলো দেখে নিবেন।
Credit:
ক্যাম্পেইনে জয়েন হওয়ার পূর্বে অবশ্যই জেনে নেয়া উচিত তারা পেমেন্ট কি সরাসরি আপনার ওয়ালেটে দিবে নাকি তাদের প্লাটফর্মে দিবে, উদাহরণ হিসেবে ক্যাসিনো রিলেটেড ক্যাম্পেইন গুলো প্রথমে আপনাকে তাদের সাইটে একটা একাউন্ট করতে বলবে এবং পরবর্তী তারা সেই একাউন্টে পেমেন্ট দিবে।

আরো মনে রাখবেন অনেক সময় টাকা উইথড্রের ফি নিজের পকেট থেকেই দিতে হতে পারে। এজন্য যদি ক্যাম্পেইনে বলা হয় তারা .01 [btc] পেমেন্ট করবে তাহলে ধরে নিবেন কিছুটা কম পাবেন। কারণ ইউথড্র ফিতে কিছু টাকা শেষ হয়ে যাবে।

[10]: ক্যাম্পেইনে অংশগ্রহণ করার নিয়ম কানুন গুলো পড়ে নিবেন।
Credit:
সহজে বোঝার জন্য বলা যায়: এখানে Baofeng বলতেছে, আপনি বোনাসের জন্য নির্ধারিত রুলস পড়ে নিতে পারেন এবং ক্যাম্পেইন ফুল নাকি বন্ধ পড়ে নিতে পারেন। বেসিক্যালি তিনি বোঝাতে চেয়েছেন, ক্যাম্পেইন ফুল হওয়ার পড়েও অনেকে রুলস না পড়েই এপ্লাই করেছে। এখন যদি বোনাসের কথায় বলি তাহলে, ইদানিং কিছু ক্যাম্পেইন আছে যেখানে কোয়ালিটিফুল পোস্টের জন্য অতিরিক্ত বোনাস দেয়া হয়। তবে এটি নির্ভর করবে ক্যাম্পেইন ম্যানেজারের উপর কে কে বোনাস পাবে, বা কাকে বোনাস দেয়া উচিত। আপনি যেমন একজনের পোস্টের ভালোমন্দ বিবেচনা করে এস-মেরিট সেন্ট করেন, ঠিক তেমনই।

আমি মনে করি ক্যাম্পেইন ম্যানেজাররা নিজেদের মাঝে একটি জেন্টলম্যানস্ রুলস ফলো করে যখন বিষয় এক ক্যাম্পেইন থেকে অন্য কাম্পেইনে জয়েনের হয়। একজন ক্যাম্পেইন ম্যানেজার অন্য একজন ক্যাম্পেইন ম্যানেজারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, সেইসব পার্টিসিপেন্টদের স্কিপ করতে পারে যারা আগে থেকেই সেই অন্য ক্যাম্পেইন ম্যানেজারের অধীনে থাকা ক্যাম্পেইনে আছে।

আপনি ফোরামে থাকা যতোই পেইড সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন হননা কেনো, আপনার এই ফোরাম তৈরির মূল উদ্দেশ্য সবসময় মনে রাখা উচিত এবং সবসময় ফোরামে ভ্যালু সংযুক্ত করার ক্ষেত্রে সচেষ্ট থাকা উচিত।


এই টপিকটি অরিজিনালি ছিল বিটকয়েনটকের জন্য, কিন্ত মিক্সার ব্যানের কারণে অনেক সিগ্নেচার ক্যাম্পেইন অল্টকয়েনটকে চলে আসে। এজন্য এই টপিকটি এখানে পোস্ট করা।

Pages: [1] 2 3 ... 10
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod