Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Nostoman on August 29, 2020, 11:50:46 AM

Title: ETH gas fee
Post by: Nostoman on August 29, 2020, 11:50:46 AM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
Title: Re: ETH gas fee
Post by: Lutera94 on September 04, 2020, 02:37:05 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
হ্যা এটা একটা বড় সমস্যা, আমি একটি টোকেন ট্রানজেকশন করতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখিন হয়েছি। এমন হলে লেনদেন করতে অনেক ক্ষতি হবে আমাদের। দেখা যাক পরবর্তীতে কোন আপডেট নিউজ আসে কিনা।
Title: Re: ETH gas fee
Post by: Malam90 on September 17, 2020, 01:59:43 PM
আগের চেয়ে গ্যাস ফি একটু কমেছে তবে এখনোও ২-৩ ডলার ফি দিতে হচ্ছে যা বাউন্টি ও এয়ারড্রপারদের জন্য হিউজ এমাউন্ট। যেমন গত কয়েকদিন আগে একটা পেমেন্ট সেল করে পাইছি ১৯ ডলার আর গ্যাস ফি লাগছে ৩ ডলার। ভিটালিক কি যে করছে সেই জানে। তবে গ্যাস ফি দ্রুত না কমলে বাউন্টি করে পেমেন্ট কেউ দিতে চাচ্ছেনা ফির অজুহাতে।
Title: Re: ETH gas fee
Post by: Papusha20 on October 06, 2020, 03:37:37 PM
ইথার গ্যাস ফ্রি বেশি বলে কোন টোকেন ডিসট্রিবিউশন করে দিচ্ছে না। কারণ টোকেনের যে দাম হয় তার চেয়ে বেশি গ্যাস ফি যায় এ কারণে কোন টোকেন পেমেন্ট দেয় না।
Title: Re: ETH gas fee
Post by: Power420 on October 12, 2020, 07:00:36 PM
কিছুদিন আগে যদিও গ্যাস ফ্রি বেশি কাটতো কিন্তু বর্তমানে অনেক কম গ্যাস ফ্রি খরচ হয়। বর্তমানে টোকেন দিস্ট্রিবিউশন করতে শুরু করেছে কিন্তু কিছুদিন আগেই ডিস্ট্রিবিউশন করে নাই গ্যাস ফ্রি অতিরিক্ত খরচ হয়। তবে এখন অনেকটাই কম।
Title: Re: ETH gas fee
Post by: Rakin343 on October 14, 2020, 05:16:33 PM
টেস্ট নেট 2.0 চালু হওয়া ইথেরিয়াম গ্যাস ফ্রি 100 গুণ বৃদ্ধি হয়েছে।10 ডলার এর কোন কিছু টান্সফার করার জন্য 5 থেকে 7 ডলার ট্রানজেকশন ফি দিতে হয়।
Title: Re: ETH gas fee
Post by: Chita76 on October 21, 2020, 03:32:25 AM
কিছুদিন আগে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক অনেক বেশি খরচ হতো। কিন্তু বর্তমানে ট্রানজেকশন এত লাগে না অনেক কম খরচ হয়।
Title: Re: ETH gas fee
Post by: Fawpac2 on October 21, 2020, 08:01:03 PM
ইথেরিয়াম ট্রানজেকশন গ্যাস ফি এতটাই বৃদ্ধি করা হয়েছে যে কোন টোকেন ট্রানস্ফার করতে অনেকগুলা ডলার কেটে নেওয়া হচ্ছে। ইথেরিয়াম প্লাটফর্মে যদি এমন অবস্থা হয় তাহলে ইথেরিয়াম প্ল্যাটফর্ম অনেকটাই পিছিয়ে পড়ে যাবে। এখান থেকে সকল ইনভেস্টর অন্য প্লাটফর্মে চলে যাবে।যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি যেন এর ট্রানজেকশন গ্যাস ফি কমানো হয়।
Title: Re: ETH gas fee
Post by: ranaprime on October 25, 2020, 09:49:55 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
এটি একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। আমি যদি 5 ডলার উইথড্র করি তাতে আমার গ্যাস ফি যদি 1 ডলার চলে যায়। তাহলে এটি খুব্ দু:খ জনক আমার মনে হয়েছে। এছাড়া আমি দেখেছি বেশ কিছু বাউনিটর পেমেন্ট পাচ্ছি না শুধু মাত্র গ্যাস ফ্রির অভাবে।
Title: Re: ETH gas fee
Post by: ranaprime on October 30, 2020, 06:27:06 PM
দীর্ঘদিন যাবৎ দেখছি যে ইথার এর গ্যাস ফি বড় একটি সমস্যা হচ্ছে বিশেষ করে যারা ছোট বিনিয়োগকারী। আমার মনে ইথার কর্তৃপক্ষ যদি এই গ্যাস ফি টা কিছু কমিয়ে নিয়ে আসেন তাহলে এটি আমাদের সবার জন্য ভাল হবে।
Title: Re: ETH gas fee
Post by: Sumaiya2 on November 03, 2020, 03:42:25 PM
গত কিছুদিন আগে গ্যাস ফি অনেক বেশি খরচ হতো কিন্তু বর্তমানে আগের তুলনায় ফিরে এসেছে। গ্যাস ফ্রি এখন অনেক কম।
Title: Re: ETH gas fee
Post by: Btceth01 on November 13, 2020, 02:38:29 AM
এক পর্যায়ে ইথেরিয়াম গ্যাস ফি অনেকটা বৃদ্ধি করা হলেও বর্তমানে কিন্তু গ্যাস ফি অনেক কম। এখন কোন টোকেন ট্রানস্ফার করতে বেশি সময় লাগে না এবং বেশি গ্যাস ফি দিতে হয় না।
Title: Re: ETH gas fee
Post by: Blue_sea on November 13, 2020, 06:27:04 AM
এক পর্যায়ে ইথেরিয়াম গ্যাস ফি অনেকটা বৃদ্ধি করা হলেও বর্তমানে কিন্তু গ্যাস ফি অনেক কম। এখন কোন টোকেন ট্রানস্ফার করতে বেশি সময় লাগে না এবং বেশি গ্যাস ফি দিতে হয় না।
আপনি ঠিক বলেছেন আগের চেয়ে বর্তমানে ইথারের গ্যাস ফি অনেক কমে গেছে আশা করি সামনে আরো কমে যাবে এবং স্পিড বেড়ে যাবে। আমরা জানি 2.0 চালু হবে আগামী ডিসেম্বরের 1 তারিখ।প
Title: Re: ETH gas fee
Post by: Blue_sea on November 13, 2020, 06:29:41 AM
ইথারের গ্যাস কি আগের চেয়ে অনেক কমে গেছে আশা করি আগামীতে আরও কমবে।
Title: Re: ETH gas fee
Post by: Nostoman on November 13, 2020, 03:05:50 PM
ইথারের গ্যাস কি আগের চেয়ে অনেক কমে গেছে আশা করি আগামীতে আরও কমবে।
অবশ্যই gas ফি অনেকটাই কমে গেছে। ভবিষ্যতে আরো বেশি কমে যাবে। Test net চালু হওয়ার পর আবার আগের মত হয়ে যাবে। ethereum 2.0 হয়তো নতুন বছরের শুরুর দিকে চালু হতে পারে। তাই যাদের কাছে এই কয়েন আছে তারা এই সময়ে বিক্রি করবেন না। অপেক্ষা করুন ‌‌ও দাম আরো বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তাই হোল্ড করুন।
Title: Re: ETH gas fee
Post by: sky20 on November 13, 2020, 05:01:38 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
বর্তমানে আগের তুলনায় ইথারের গ্যাস ফি অনেক কমে গিয়েছে। আমি মনে করি আগামি ডিসেম্বরের 1 তারিখ ইথিরিয়াম 2.0 চালু হতে পারে। তবে এটি চালু হলে ইথার এর গ্যাস ফি আরও কমতে পারে বলে আামি মনে করি।
Title: Re: ETH gas fee
Post by: Malam90 on November 15, 2020, 01:32:10 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
বর্তমানে আগের তুলনায় ইথারের গ্যাস ফি অনেক কমে গিয়েছে। আমি মনে করি আগামি ডিসেম্বরের 1 তারিখ ইথিরিয়াম 2.0 চালু হতে পারে। তবে এটি চালু হলে ইথার এর গ্যাস ফি আরও কমতে পারে বলে আামি মনে করি।

মাঝে গ্যাস ফি কমে ১ ডলারের নিচে নেমেছিলো আবার বেড়ে গেছে। গত পরশু আমি ট্রানজেকশন করতে প্রতিবার ৪ ডলারের বেশি খরচ হয়েছে যা আসলে অনেক। সবাই তো আশা করতেছি যে ইথারিয়াম ২.০ চালু হলে হয়তো নেটওয়ার্ক আরো আপগ্রেড হবে এবং দ্রুততর হবে পাশাপাশি ফিও কমে যাবে।
Title: Re: ETH gas fee
Post by: Primo1760 on November 16, 2020, 10:07:36 AM
বর্তমানে বেশিরভাগ এক্সচেঞ্জার  ETH gas fee বেশি করেছে। যার ফলে খুব কম পরিমাণ ETH যাদের আছে তারা সেটা উত্তোলন করতে পারছে না। এক্সচেঞ্জ গুলোতে যদি ETH gas fee কমানো হত তাহলে আমাদের জন্য খুবই উপকার আসতো।
Title: Re: ETH gas fee
Post by: Pitter on November 17, 2020, 07:14:54 AM
ইথার গ্যাস ফি কিছু টা কমানো উচিত। এত গ্যাস ফি দিয়ে ট্রানজেকশন করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাড়িয়েছে।
Title: Re: ETH gas fee
Post by: Rain075 on November 19, 2020, 05:31:37 PM
কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইথেরিয়াম ট্রানজেকশন গ্যাস ফি এতটাই বৃদ্ধি করা হয়েছে যে কোন কিছু এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে অনেকগুলো ফি দিতে হচ্ছে। এতে আমরা অনেক ক্ষতির মুখে পড়ে যাচ্ছিলাম। কিন্তু বর্তমানে ইথেরিয়াম গ্যাস ফি কিন্তু অনেকটাই কমিয়ে আনা হয়েছে।
Title: Re: ETH gas fee
Post by: Cristiano on November 25, 2020, 05:37:28 AM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
বর্তমানে ইথেরিয়াম গ্যাস ফি অনেক বেশি। যার কারণে আমরা টোকেন গুলো সেল করতে পারতাছিনা। সেল করতে গেলে অনেক গ্যাস ফি দিতে হয়। অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়।
Title: Re: ETH gas fee
Post by: johnson on November 28, 2020, 03:37:20 PM
ইথার গ্যাস ফি বর্তমানে একটি গলার কাটা হয়ে দাড়িয়েছে। আমি শুনেছি যে অনেকেই ইথার গ্যাস ফি দিতে না পারায় টোকেন পাচ্ছে না। সর্বপরি আমি মনে করি গ্যাসফি অনেকাংশে কমাতে হবে। তাছাড়া অনেকেই এই প্লাটফরম থেকে অন্যপ্লাটফরমে চলে যেতে পারে যা আমাদের জন্য মোটেও সুবিধাজনক নয়।
Title: Re: ETH gas fee
Post by: welcome6gphone on December 02, 2020, 04:37:08 AM
ETH ২.০ আশার পরও এত গ্যাস ফিস কেটে নিচ্ছে তা ভাবাই যায় না। গত কাল একটা টোকেন ট্রান্সফার করলাম, যাতে ফিস হিসেবে $২.৮৪ কাটা হলো। এই গ্যাস ফিস টা কবে যে কম হবে।  :'( :'( :'(
Title: Re: ETH gas fee
Post by: mahid on December 02, 2020, 07:20:23 AM
গতকাল কে ইথার 2.0 চালু হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়েছে কি হয়নি তা এখনো জানতে পারিনি। তবে আমি আশাবাদি যে এটি চালু হলে গ্যাস ফি অনেক কমে যাবে। আর আমরাও কিছু টা হলে স্বস্তি পাব।
Title: Re: ETH gas fee
Post by: Churphans on December 03, 2020, 07:02:04 AM
ইথেরিয়াম গ্যাসের কারনে আজ আমি একটি টোকেন সেল দিতে পারলাম না। ভাবছি উক্ত টোকেনটি যখন গ্যাস কম হবে তখন সেল দিবো।
Title: Re: ETH gas fee
Post by: Salauddin on December 03, 2020, 07:05:15 PM
ইথারিয়ামের গ্যাস ফি প্রতিনিওতো পরিবর্ত্ন হচ্ছে তবে কিছু কিছু জায়গাতে গ্যাস ফি কমায়ে দিয়েও লেনদেন করা সম্ভাব তবে বেশিরভাগ জায়গাতেই এটা করা সম্ভাব হয়ে উঠেনা, মাই ইথার ও্যালেট এ এতা করা যায় কিন্ত অন্য জায়গাতে করা সম্ভাব হয়না।
Title: Re: ETH gas fee
Post by: Princeraju on December 09, 2020, 06:52:59 PM
বর্তমানেও gas fee অনেকটাই বেশি। তবে কমার সম্ভাবনা নেই। এর জন্য ইউজারদের ভুগতে হচ্ছে।
Title: Re: ETH gas fee
Post by: mahid on December 14, 2020, 09:10:11 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
আমি আপনার সাথে একমত। এই গ্যাস ফি না কমলে ইথারের জন্য খুব একটা ভাল খবর হবে না। কারন বর্তমান সময়টা হচ্ছে কম্পিটেটিভ মার্কেট এখানে যদি কেউ একবার পিছিয়ে পরে তাকে সামনে আনা খুব কঠিন হয়ে পরে।
Title: Re: ETH gas fee
Post by: Token@ on December 15, 2020, 07:10:24 AM
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস ফি অনেক বেশি। সবাই ভেবেছিল ইথেরিয়াম 2.0 লাঞ্চ হওয়ার পর গ্যাস ফি অনেক কমিয়ে আনা হবে। কিন্তু এখনও তা করা হয়নি।বর্তমানে ডলার বিক্রি করতে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন পড়তে হয়। অনেক গ্যাস ফি বৃদ্ধি করে  দেওয়ার কারণে আমাদের অনেক টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি মনে করি এ সমস্যাটি সমাধান না করা হলে ইথেরিয়াম কে বড় রকমের একটি প্রতিদান দিতে হবে।
Title: Re: ETH gas fee
Post by: bmr on December 17, 2020, 08:47:55 PM
ইথার গ্যাস ফি এখন কিছুটা হলেও হাতের নাগালে আছে। আমি মনে করি ভবিষ্যতে এটি আরও ভাল অবস্থানে যাবে। অর্থাৎ স্বল্প গ্যাস ফি দিয়ে আমরা লেনদেন করতে পারব।
Title: Re: ETH gas fee
Post by: Alt20 on December 18, 2020, 07:33:40 AM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
ইথার গ্যাস ফি এখন একটি মূখ্য বিষয় হয়ে দাড়িয়েছে। অনেক ক্ষুদ্র ট্রেডার আছে যারা ইথার এর জন্য ট্রানজেকশন করতে পারেনা। গ্যাস পি লাগে বেশি। আমি মনে করি  এই কয়েনের ডেভলোপারদের এ বিষয়টি নিয়ে ভাবা খুব জরুরী হয়ে পরেছে।
Title: Re: ETH gas fee
Post by: saidul2105 on December 19, 2020, 11:47:58 AM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
ভাই আপনি ঠিকই বলেছেন, ইথেরিয়ামের গ্যাস ফী টা অনেক বেশি।  ইথেরিয়ামের গ্যাস ফী বেশি থাকার জন্য যে সকল বাউন্টি হান্টার রয়েছে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।  তারা বাউন্টি করে তেমন একটা প্রফিট পাচ্ছে না।  তারা যা পায় তার অনেকটা গ্যাস ফী-তেই   চলে যায়।  অন্যদিকে যারা এয়ারড্রপ এর সাথে জড়িত রয়েছে তাদেরও একই অবস্থা।  তাই প্রজেক্ট টিমকে ইথারের গ্যাস ফি এর বিষয়টা   মাথায়   রেখে কাজ করে যাওয়া উচিৎ বলে আমি মনে করি।                                 
Title: Re: ETH gas fee
Post by: Perfect540 on December 19, 2020, 12:23:40 PM
ইথেরিয়াম এর gas ফি বৃদ্ধি লেনদেনের রোকেয়াকে অনেক বেশি ত্বরান্বিত করবে। অর্থাৎ লেনদেন কমে যায়নি। অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিভিন্ন প্রজেক্ট গুলো নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে।
Title: Re: ETH gas fee
Post by: Msweet on December 22, 2020, 02:18:33 AM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
হ্যা এটা একটা বড় সমস্যা, আমি একটি টোকেন ট্রানজেকশন করতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখিন হয়েছি। এমন হলে লেনদেন করতে অনেক ক্ষতি হবে আমাদের। দেখা যাক পরবর্তীতে কোন আপডেট নিউজ আসে কিনা।
আমিও এ বিষয়টি লক্ষ্য করেছি আমার ক্ষেত্রে এমনটি হয়েছে। এই যে গ্যাস ফ্রি বৃদ্ধি পাচ্ছে এ জন্য এমন হচ্ছে যে অনেক ছোট ছোট টোকেন আছে যা আমরা উইথড্র দিতে পারছি না কেননা এই টোকেন এর যা মূল্য আছে তার চেয়ে গ্যাস ফ্রি অনেক বেশি।
Title: Re: ETH gas fee
Post by: Mayajal on December 23, 2020, 05:49:20 PM
কিছুদিন আগে ইথেরিয়াম গ্যাস ফ্রি এত পরিমান বেশি ছিল যে টোকেন বিক্রি করে যা পেতাম তার চেয়ে বেশি গ্যাস ফি খরচ হতো। কিন্তু বর্তমানে আবার আগের তুলনায় গ্যাস ফি স্বাভাবিক হয়েছে খরচ কম হয়।
Title: Re: ETH gas fee
Post by: LeziT on December 26, 2020, 09:40:28 AM
ইদানিং সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ইথেরিয়াম গ্যাস ফি নিয়ে। বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস ফ্রি কাটা হয়। যেখানে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন পড়তে হয়। যার কারণে অনেকেই আদান-প্রদান করা বন্ধ করে দিয়েছে ডলার। এক্সচেঞ্জ করা বন্ধ করে দিয়েছে।
Title: Re: ETH gas fee
Post by: Olezka on January 05, 2021, 08:49:10 AM
শুনেছি ইথার গ্যাস ফি অনেক বেশি আবার এটাও শুনেছি যে ইথার 2.0 চালু হওয়ার পর এই গ্যাস ফি কমে যাবে। এখন তাহলে আগের চেয়ে গ্যাস পি কম যেহেতু ইথার 2.0 চালু হয়েছে।
Title: Re: ETH gas fee
Post by: Markuri33 on January 05, 2021, 11:58:21 PM
কাল দিন আগে আমি একটা টোকেন সেল দেওয়ার সময় তার গ্যাস ফ্রি দেখে হতভম্ব হয়ে গিয়েছি। সেল দিতে পারব 15 ডলার কিন্তু গ্যাস ফ্রি দেখলাম তার থেকে বেশি শো করছে। এভাবে যদি গ্যাস ফ্রি লাগে তাহলে কেমন করে সেই টোকেন গুলো সেল দেবো বুঝতে পারছিনা। সামনের দিনগুলোতে কি গ্যাস ফ্রি কমার কোন সম্ভাবনা আছে??
Title: Re: ETH gas fee
Post by: mahid on January 08, 2021, 07:02:55 PM
অনেকেই বলছে যে ইথার গ্যাস ফি নাকি অনেক কমেছে তবে আমি দেখি যে না এর গ্যাস ফি কমেনি। অনেক বেশি। তাই আমি এটা নিয়ন্তনের জন্য এর কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করতে চাই যাতে এর দাম আরও কমানো সম্ভব হয়।
Title: Re: ETH gas fee
Post by: Tamsialu$$ on January 12, 2021, 02:35:47 AM
ইথেরিয়াম এর গ্যাস ফ্রি নিয়ে কি আর বলবো ভাই। আমি বেশ কিছু দিন আগে কি সূত্র ক্যানসেল দেওয়ার সময় দেখলাম যে দামে সেটিংগুলি সেল দিতে পারব তার থেকে প্রায় 6 ডাবল বেশি গ্যাস ফ্রি শো করল। এখন যদি একটু গ্যাস মিটার কমে আসে তাহলেই ইথেরিয়াম প্ল্যাটফর্ম এর জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ETH gas fee
Post by: Micky on January 14, 2021, 02:44:25 PM
ইদানিং ইথারিয়াম গ্যাস ফি নিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কোন টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারছে না। অতিরিক্ত গ্যাস কাটার কারণে। যদি ইথেরিয়াম গ্যাস ফ্রি কমিয়ে না আনা হয় তাহলে বড় রকমের সমস্যার সম্মুখীন হতে হবে ইথেরিয়াম কে।
Title: Re: ETH gas fee
Post by: younus on January 17, 2021, 09:50:38 AM
ইথারের গ্যাস কি আগের চেয়ে অনেক কমে গেছে আশা করি আগামীতে আরও কমবে।
ইথারের গ্যাস আগের চেয়ে অনেক বাড়ছে আবার।  কবে যে কমবে। গ্যাস ফি বারার কারনে ইথারের কনো  লেনদেন করতেই পারি না।
Title: Re: ETH gas fee
Post by: LazY on February 01, 2021, 08:49:54 AM
আমি এই ফোরামের একজন নতুন ইউজার। গ্যাস ফ্রি কি। এটি কখন ব্যবহার করা হয়। কোন কোন কাজে গ্যাস ফ্রি লাগে। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন।
Title: Re: ETH gas fee
Post by: Zixr on February 02, 2021, 05:41:58 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
গ্যাস ফ্রি দিয়ে কি হয়। এটি কি ধরনের কাজে লাগে। গ্যাস বি সম্পর্কে আমাকে বিস্তারিত আলোচনা জানাবেন। ফোরামের সিনিয়র ভাই এগুলা বিস্তারিত আলোচনা করবে।
Title: Re: ETH gas fee
Post by: iRan Chy on February 05, 2021, 07:29:40 PM
গ্যাস ফি এর  পরিমান বৃদ্ধি বা কমে টোকেন বা ইথিরিয়ামের ব্লকচেইন ট্রাঞ্জেকশন (Transaction) এর উপর ভিত্তি করে। যখন ইথিরিয়াম বা ইথিরিয়াম ব্লকচেইনের টোকেন গুলোর ব্যবহার বেড়ে যায় তখন গ্যাস ফি ও বেড়ে যায়। আর যখন ইথিরিয়াম ব্লকচেইনের টোকেন গুলোর ব্যবহার কমে তখন গ্যাস ফি ও কমে যায়।

আর এই গ্যাস ফি এর বৃদ্ধির কারণ হচ্ছে UniSwap.
UniSwap আসার পর থেকে সব প্রজেক্ট এখন এখানে লিস্টেড হচ্ছে। আর সিকিউরিটির জন্য ট্রেডাররা সেন্ট্রালাইজ (Centralize) এক্সেঞ্জের (Exchange) চেয়ে ডিসেন্ট্রালাইজ (Decentralize) এক্সেঞ্জকে বেশি প্রাধান্য দিচ্ছে যার কারণে ইথিরিয়াম ব্লকচেইনের বেশি ব্যাবহারের জন্য ফি এর পরিমান বেড়ে গেছে।

যারা টোকেন সেন্ড করতে পারেননা অতিরিক্ত বেশি ফি দিতে হয় তাই, তারা ভোরে অথবা দুপুরের দিকে সেন্ড করার চেষ্টা করবেন। তখন গ্যাস ফি অনেক কম থাকে
Title: Re: ETH gas fee
Post by: Shahriar on February 06, 2021, 07:57:03 AM
ইথারের গ্যাস ফি ইদানিং খুব বৃদ্ধি পাচ্ছে । যারা টোকেন সেল আথবা সেন্ড করতে চাচ্ছে তাদের হাই গ্যাস ফী দিতে হচ্ছে । আশা করি গ্যাস ফি আগামিতে কমে আসবে।
Title: Re: ETH gas fee
Post by: Crypto King on February 06, 2021, 01:29:29 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।

হ্যা আপনি ঠিক বলেছেন  আমি কয়েকদিন আগে একটা ট্রানজাকশন করি সেটা গ্যাস ফি অতিরিক্ত হওয়ার জন্য আমি তখন গ্যাস ফি টা কমিয়ে দেই এটির ফলে আমার ট্রানজাকশন কয়েকদিন পরে ঠিক হয়।
আমাদের মতো হান্টারদের জন্য এটি অসুবিধাজনক।
Title: Re: ETH gas fee
Post by: Malam90 on February 06, 2021, 02:20:02 PM
গ্যাস ফির জন্য টোকেন ট্রানজেকশন করতে পারছিনা বর্তমানে। দেখা যাচ্ছে টোকেনের দাম ৩০ ডলার অথচ ফি চাচ্ছে ২০ ডলার। আবার সোয়াপ ফি চাচ্ছে ৫০ ডলার আর টোকেনের দাম আছে ৩০ ডলার। আজব ঘটনা ঘটছে বর্তমানে ইথারিয়াম নেটওয়ার্কে। আমাদের আরো ১ বছর এভাবে চলতে হতে পারে গ্যাস ফি কম পেতে হলে।
Title: Re: ETH gas fee
Post by: Lutera94 on February 06, 2021, 04:42:23 PM
ইথারের গ্যাস ফি ইদানিং খুব বৃদ্ধি পাচ্ছে । যারা টোকেন সেল আথবা সেন্ড করতে চাচ্ছে তাদের হাই গ্যাস ফী দিতে হচ্ছে । আশা করি গ্যাস ফি আগামিতে কমে আসবে।
হ্যা ভাই মহা ঝামেলায় পড়ে গেলাম, এ থেকে উত্তলের ভালো উপায় ও পাচ্ছি না। এভাবে চলতে থাকলে কাজ করা কঠিন হয়ে যাবে।আশা করি ভালো একটা উপায় বের হবে যা থেকে আমরা সুবিধা পাবো
Title: Re: ETH gas fee
Post by: Rothi roy on February 08, 2021, 06:28:03 AM
ETH এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন এর পরেই ETH এর অবস্থান। কিন্তু এর গ্যাস ফি অনেক বেশি। যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের জন্য এই গ্যাস ফি টা অনেক বেশি। এভাবে এই সমস্যা চলতে থাকলে ETH এর প্ল্যাটফর্ম ছেড়ে যাবে। তবে ইথেরিয়াম এর 2.0 এই সমস্যার সমাধান হলেই গ্যাস ফি কমে যাবে।
Title: Re: ETH gas fee
Post by: Herry on February 11, 2021, 08:20:07 AM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
আপনি ঠিকই বলেছেন আমি আপনার কথার সাথে একমত কেননা বর্তমান সময়ে ছোট ছোট ট্রানজ্যাকশন করতে প্রচুর পরিমাণ গ্যাস ফ্রি লাগে। যদি এভাবে চলতে থাকে তাহলে অবশ্যই বাউন্টি এবং এয়ার্ড্রপ টিম রা অবশ্যই তাদের টোকেন ওয়েবসাইটে দিতে বাধ্য হবে।
Title: Re: ETH gas fee
Post by: Lukamaxin on February 11, 2021, 12:40:01 PM
আমি সিনিয়রদের কাছে জানতে চাই যে ইথার গ্যাস ফি কমানোর জন্য কি কোন পদক্ষেপ নেওয়া যাবে। যদিও আমি জানি যে এটি করার কোন অধিকার কারও কাছে নেই। তবে চাইলে কোন ম্যাসেজ দেওয়ার কোন পদ্ধতি আছে কি না। অর্থাৎ তাদের কাছে পৌছাতে হবে যে এর গ্যাস ফি অমার্জনীয়।
Title: Re: ETH gas fee
Post by: Batch18-19 on February 11, 2021, 02:24:26 PM
গ্যাস ফ্রি বলতে ওয়ালেটে লেনদেন কাকে বোঝানো হয়েছে। ইথারিয়াম ওয়ালেট নিয়ে অনেকের মধ্যেই এই অভিযোগটি দেখছি অতিরিক্ত লেনদেন ফ্রি কাটে এই ইথারিয়াম ওয়ালেট। আমি মনে করি এটা অনেক বড় একটি সমস্যা কারণ আমাদের মত ছোট ছোট বাউন্টি হান্টার রা বাউন্টি করলে দেখা যাবে যে ইথারিয়াম এর অতিরিক্ত গ্যাস ফ্রি এর জন্য আমরা কোন প্রেমেন্ট ই উইডথড্র করতে পারবোনা।
Title: Re: ETH gas fee
Post by: iRan Chy on February 12, 2021, 04:27:32 AM
আমি সিনিয়রদের কাছে জানতে চাই যে ইথার গ্যাস ফি কমানোর জন্য কি কোন পদক্ষেপ নেওয়া যাবে। যদিও আমি জানি যে এটি করার কোন অধিকার কারও কাছে নেই। তবে চাইলে কোন ম্যাসেজ দেওয়ার কোন পদ্ধতি আছে কি না। অর্থাৎ তাদের কাছে পৌছাতে হবে যে এর গ্যাস ফি অমার্জনীয়।
রাত ২টা থেকে সকাল ৭টা এই সময়ের মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করুন। এই সময়ে ইথিরিয়াম ব্লকচেইনের জ্যাম অনেক কম থাকে তাই ফি কম দিয়ে টোকেন সেন্ড করা যায়।
Title: Re: ETH gas fee
Post by: ExtraPoint on February 14, 2021, 11:42:45 AM
বর্তমানে ট্রানজেকশন ফি অনেক বেশি। এটা আমাদের মত ক্ষুদ্র ইউজারদের জন্য অনেক বড় একটি সমস্যা। কবে যে সমস্যার সমাধান হবে সেটা কেউ বলতে পারবেনা।
Title: Re: ETH gas fee
Post by: kulkhan on February 17, 2021, 05:52:13 AM
ইথারের গ্যাস ফি খুব বিপদজনক পর্যায়ে পৌঁছে গেছে বলে আমি মনেকরি। এখন ইথারের মাধ্যমে লেনদেন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এর উচ্চ গ্যাস ফির কারনে। সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি অতি দ্রুত সময়ের মধ্যে এর প্রতিকার না করে তাহলে ইথারের জনপ্রিয়তায় ধ্বশ নামতে পারে বলে আমি মনেকরি।
Title: Re: ETH gas fee
Post by: Dark Knight on February 18, 2021, 07:30:28 AM
বর্তমানে গ্যাস ফি অনেক বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন ইথার এর মাধ্যমে লেনদেন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে উচ্চ গ্যাস ফির জন্য।এটি যদি দ্রুত সমাধান করা হয় তাহলে অনেক ভালো হবে তা না হলে এর জন্য ইথার এর জনপ্রিয়তা কমতে পারে।
Title: Re: ETH gas fee
Post by: alpian on March 17, 2021, 03:15:52 AM
বর্তমানে ইথিরিয়াম এর গ্যাস fee অনেকটা বেরে গিয়েছে। কারন আগে একটা টোকেন ট্র্যানজেকসন করতে fee লেগেছে মাএ ১$ বা তারও কম। আর এখন fee লাগে ১৫$
Title: Re: ETH gas fee
Post by: Rockalo on March 20, 2021, 06:24:16 AM
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত। কারণ বর্তমানে ইথেরিয়াম এর অতিরিক্ত গ্যাস ফি ক্রিপ্টোকারেন্সি ইউজারদের ক্ষতিগ্রস্ত করে। আমি মনে করি যদি গ্যাস ফি কমে যায় তাহলে ইউজাররা লাভবান হবেন।
Title: Re: ETH gas fee
Post by: Sonjoy on March 20, 2021, 12:56:09 PM
ইথারের গ্যাস কি আগের চেয়ে অনেক কমে গেছে আশা করি আগামীতে আরও কমবে।
অবশ্যই gas ফি অনেকটাই কমে গেছে। ভবিষ্যতে আরো বেশি কমে যাবে। Test net চালু হওয়ার পর আবার আগের মত হয়ে যাবে। ethereum 2.0 হয়তো নতুন বছরের শুরুর দিকে চালু হতে পারে। তাই যাদের কাছে এই কয়েন আছে তারা এই সময়ে বিক্রি করবেন না। অপেক্ষা করুন ‌‌ও দাম আরো বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তাই হোল্ড করুন।
পাখি অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য এদিকে অনেক অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে ট্রেডিং সম্পর্কে এবং ট্রানজেকশন সম্পর্কে ট্রানজেকশন ঠিক কিন্তু আকাশছোঁয়া হয়ে গেছে এটি কমানো উচিত তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবি বলে আমার মনে হচ্ছে
Title: Re: ETH gas fee
Post by: Tubelight on March 24, 2021, 02:46:47 PM
বর্তমানে ইথারিয়াম প্ল্যাটফর্মের সমস্যার অন্যতম নাম হচ্ছে অতিরিক্ত লেনদেন ফ্রী।বর্তমানে ইথারিয়াম এর লেনদেন ফ্রী এতটাই বৃদ্ধি পেয়েছে যে এর কারণে আমরা কোন টোকেন লেনদেন করতে পারছিনা। ইথেরিয়াম কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করব তারা যেন লেনদেন ফ্রী একটু কমিয়ে আনে।
Title: Re: ETH gas fee
Post by: Milon626 on March 25, 2021, 03:38:19 AM
বর্তমানে গ্যাস ফি এক ধরনের সমস্যা হয়ে দাড়িয়েছে আমাদের মতো ছোট খাটো বাউন্টি হান্টারদের জন্য। ইথেরিয়াম প্লাটফর্মে গ্যাস ফি অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। এভাবে চলতে থাকলে ইথেরিয়াম প্লাটফর্মের জনপ্রিয়তা নষ্ট হয়ে যেতে পারে।                               
Title: Re: ETH gas fee
Post by: Centus on March 25, 2021, 05:12:49 AM
অতিরিক্ত গ্যাস ফি এর কারণে ইথেরিয়াম প্লাটফর্মে লেনদেন ও টোকেন গুলো বিতরণ করতে অসুবিধা হচ্ছে।
Title: Re: ETH gas fee
Post by: HeartBit143 on March 26, 2021, 07:38:56 AM
ইথেরিয়াম প্লাটফর্মে এখন গ্যাস ফী টা অনেক বড় ধরনের সমস্যা।  দেখা  যাচ্ছে যে অনেক সময় গ্যাস ফী এর জন্য ট্রানজেকশন ই অফ রাখতে হয়।  এই সমস্যা নিয়ে সাধারণ বাউন্টি হান্টারদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।                     
Title: Re: ETH gas fee
Post by: rajput on March 28, 2021, 07:40:20 PM
ইথারে আমের ক্যাস্পিয়া তো বাড়ার কারণ কি গ্যাস ফ্রি বাড়ার কারণে আমি টোকেন এক্সচেঞ্জ করতে পারতাছিনা আমি এখন কি করতে পারি কোনভাবে কি টোকেন টা এক্সচেঞ্জ যারে একেবারে অল্প গ্যাস ফ্রিতে নিতে পারব
Title: Re: ETH gas fee
Post by: Tepona on April 04, 2021, 07:12:37 AM
অতিরিক্ত গ্যাস ফি এর জন্য লেনদেন করতে সবার অসুবিধা হচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় কম পরিমাণ টোকেন গুলো লেনদেন করতে অনেক বেশি অসুবিধা হচ্ছে। তাই লেনদেনের জন্য অবশ্যই ফি কমানো উচিত।
Title: Re: ETH gas fee
Post by: Irfan12@ on April 04, 2021, 07:47:03 AM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
ইথেরিয়াম প্লাটফর্ম থেকে কোন টোকেন ডিপোজিট করতে গেলে বর্তমানে 20 থেকে 25 ডলার লেনদেন ফ্রী লাগে। এরকম অবস্থায় সবথেকে বেশি ছোট ছোট ইউজাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় এয়ার্ড্রপ এবং বাউন্টি থেকে যে পরিমাণ টোকেন দেয় তা বিক্রি করেও গ্যাস ফ্রি উঠানো সম্ভব নয়।
Title: Re: ETH gas fee
Post by: Random203 on April 09, 2021, 05:04:34 AM
ইথেরিয়ামের গ্যাস ফী টা এখন ইথেরিয়াম নেটওয়ার্ক এর সব থেকে বড় সমস্যা।  একে তো গ্যাস ফী বেশী তার মধ্যে আবার   ট্রানজেকশন স্পিডও কম।  সব মিলিয়ে ইথেরিয়াম নেটওয়ার্ক এর অবস্থা খুবই খারাপ।  এভাবে চলতে থাকলে ইথেরিয়াম তার জনপ্রিয়তা হারিয়ে ফেলবে।                         
Title: Re: ETH gas fee
Post by: Fariwala on April 11, 2021, 03:42:48 PM
মার্কেটের সব কয়েন এর রেট বারাসাতে সাথে গিয়ে দুটো ট্রানজেকশন এটাও কিন্তু বেড়ে গেছে এবং ইথিরিয়াম প্ল্যাটফর্ম কিন্তু একটি নিউজ আমাদের মাঝে শেয়ার করেছেন এবং যে গ্যাসটি আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু কমিয়ে আনবে এটা অ্যানাউন্সমেন্ট বলেছে ইতি নামের নতুন আপডেটের পরে কিন্তু গ্যাস্ট্রিক কমে আসবে ধন্যবাদ ভালো থাকবেন
Title: Re: ETH gas fee
Post by: Irfan12@ on April 11, 2021, 04:50:38 PM
মার্কেটের সব কয়েন এর রেট বারাসাতে সাথে গিয়ে দুটো ট্রানজেকশন এটাও কিন্তু বেড়ে গেছে এবং ইথিরিয়াম প্ল্যাটফর্ম কিন্তু একটি নিউজ আমাদের মাঝে শেয়ার করেছেন এবং যে গ্যাসটি আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু কমিয়ে আনবে এটা অ্যানাউন্সমেন্ট বলেছে ইতি নামের নতুন আপডেটের পরে কিন্তু গ্যাস্ট্রিক কমে আসবে ধন্যবাদ ভালো থাকবেন
আপনার টপিকে অনেকগুলো বানান ভুল হয়েছে। আমি আপনাকে সাজেস্ট করবো যে পোস্ট করার আগে ভালোভাবে লেখাগুলো পড়ে দেখবেন কোথাও ভুল আছে কিনা তারপর পোস্ট করবেন। ভাই আপনি হয়তো গ্যাস ফ্রী বলতে চেয়েছেন কিন্তু হয়ে গেছে অন্য কিছু আরো কয়েক জায়গায় ভুল হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি সংশোধন করে নিবেন
Title: Re: ETH gas fee
Post by: Sumi on April 16, 2021, 02:31:43 PM
বর্তমানে ট্রানজেকশন কিন্তু আকাশছোঁয়া হয়ে গেছে এজন্য কিন্তু ঈদে জামা কাপড় মেডিসিন জনপ্রিয়তা কিন্তু হারিয়ে ফেলছে এ জন্য অবশ্য অবশ্যই নাম্বার ফ্রম কে কিন্তু এই বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি আকর্ষণ করতে হবে তা না হলে কিন্তু কিছু প্ল্যাটফর্ম এর পিছনে পড়ে যাবে সেদিকে লক্ষ রাখতে হবে এবং ট্রানজেকশন কিন্তু খুব শীঘ্রই কমিয়ে আনতে হবে তা না হলে কিন্তু এটি দ্বিতীয় ও তৃতীয় স্থানে যেতে পারে এ জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে
Title: Re: ETH gas fee
Post by: Random203 on April 22, 2021, 06:12:35 PM
বর্তমানে ট্রানজেকশন কিন্তু আকাশছোঁয়া হয়ে গেছে এজন্য কিন্তু ঈদে জামা কাপড় মেডিসিন জনপ্রিয়তা কিন্তু হারিয়ে ফেলছে এ জন্য অবশ্য অবশ্যই নাম্বার ফ্রম কে কিন্তু এই বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি আকর্ষণ করতে হবে তা না হলে কিন্তু কিছু প্ল্যাটফর্ম এর পিছনে পড়ে যাবে সেদিকে লক্ষ রাখতে হবে এবং ট্রানজেকশন কিন্তু খুব শীঘ্রই কমিয়ে আনতে হবে তা না হলে কিন্তু এটি দ্বিতীয় ও তৃতীয় স্থানে যেতে পারে এ জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে
আপু আপনি ইথেরিয়ামের গ্যাস ফী এর জন্য এই প্লাটফর্মের জনপ্রিয়তা কমে যাচ্ছে বোঝাতে গিয়ে ঈদ, জামাকাপড়, মেডিসিন নিয়ে আসলেন?  পোস্ট লেখার পর একটু চেক করে তারপর পোস্ট করবেন তা নাহলে তো এরকম লো-কোয়ালিটির পোস্ট হয়ে যাবে।  ফলে নেগেটিভ কারমা পেয়ে যেতে পারেন।  পোস্টটি মোডিফাই করে সাবজেক্ট ম্যাটার টা ক্লিয়ার করুন।                     
Title: Re: ETH gas fee
Post by: Fariwala on April 27, 2021, 03:46:47 PM
কিছুদিন আগেই তিনি প্ল্যাটফর্মের কিন্তু আকাশছোঁয়া ট্রানজেকশন পেয়েছিল কিন্তু বর্তমানে আমি আজকে একটা ট্রানজেকশন করতে গিয়ে দেখলাম যে মাত্র 10 ডলার ফি চাচ্ছে সে ক্ষেত্রে আমি ট্রানজেকশন করতে গেলাম ট্রানজেকশন সম্পূর্ণ হয়ে গেছে তখন দেখলাম জে 8 ডলার পেয়েছে এটা খুব প্ল্যাটফর্ম এর জন্য ভালো দিক তা না হলে কিন্তু ঈদের প্লাটফর্ম কিন্তু দ্বিতীয় নাম্বারে চলে যেত কিন্তু বিন আনস্মার্ট চেয়ে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করতে চেয়ে বর্তমানে তাদের ট্রানজেকশন কিন্তু আরো কম তাই আমিই দিলাম প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন ট্রানজেকশন পিঠা কমিয়ে নিয়ে আসে তা না হলে কিন্তু ইথেরিয়াম প্লাটফর্ম অনেক বেশি জনপ্রিয়তা হারিয়ে ফেলবে।
Title: Re: ETH gas fee
Post by: Irfan12@ on April 29, 2021, 02:05:43 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
আমার মনে হয় ইথেরিয়াম এর ট্রানজেকশন ফ্রি আগের তুলনায় একটু কমে গেছে। এবং খুব তাড়াতাড়ি ইথেরিয়াম এর ট্রানজাকশন কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যদি ইথেরিয়াম প্ল্যাটফর্মের এই সমস্যার সমাধান না করা হয় তাহলে ইথেরিয়াম প্ল্যাটফর্ম খুবই তাড়াতাড়ি জনপ্রিয়তা হারাবে। ইথেরিয়াম ট্রানজাকশন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করা হবে বলে ধারণা করা যায়
Title: Re: ETH gas fee
Post by: Sasa on May 01, 2021, 06:44:45 PM
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
ইথেরিয়াম এর ট্রানজেকশন কে বর্তমানে অনেক বেশি কমে গেছে বলে আমার মনে হচ্ছে। অনেকদিন পর আমি ইথেরিয়াম এর ট্রানজাকশন করেছি। আমি কিছু টোকেন স্থানান্তর করেছি আমার মাত্র ২.৩০ ডলার লেগেছে টোকেন ডিপোজিট করতে। তাই আমার মনে হচ্ছে ইথেরিয়াম এর ট্রানজাকশন ফ্রী কমতে শুরু করেছে।
Title: Re: ETH gas fee
Post by: Sumi on May 20, 2021, 12:40:01 PM
বর্তমানে ইজহারকে কিন্তু কমে গেছে আপনার একটু লক্ষ করলেই সেটি দেখতে পারবেন আমি কিছুক্ষণ আগে একটি টোকেন ট্রানস্ফার করতে গিয়ে দেখলাম যে আগের মত হয়ে গেছে ইথেরিয়াম ট্রানজেকশন ফ্রী
Title: Re: ETH gas fee
Post by: Terrasin on June 20, 2021, 11:51:48 AM
হ্যাঁ নষ্ট ম্যান ভাই আপনি সঠিক একটি টপিক তৈরি করেছেন। ইথেরিয়াম গ্যাস ফি এর কারণে ক্রিপ্টোকারেন্সি তে কোন টোকেন টেনেস্পার করা যায়নি। কারণ টোকেন বিক্রি করে যা পাওয়া যেত তার চেয়ে দ্বিগুণ বেশি ফি গ্যাস খরচ হতো। যার কারণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল গ্যাস ফি।
Title: Re: ETH gas fee
Post by: Diknel on October 14, 2021, 01:15:43 PM
ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি আগের তুলনায় বর্তমানে কম। তাই আমাদের এখন লেনদেন করা উচিত। তাই অনেক নতুন টোকেন গুলো এই প্লাটফর্মে তৈরি হয়। অনেক নতুন প্রজেক্ট গুলো প্রতিনিয়ত এখানে তৈরি হচ্ছে। তাই বর্তমানে এই প্ল্যাটফর্ম এবং ইথেরিয়াম অনেক বেশি জনপ্রিয় মুদ্রা। আশা করা জনপ্রিয়তা থাকবে। তবে এখনো ট্রানজেকশন ফি বেশি হওয়ার ফলে লেনদেন বাধাগ্রস্ত হয়।
Title: Re: ETH gas fee
Post by: XM8 on October 25, 2021, 04:35:52 PM
কিছু কিছু সময় ইথারিয়াম এর ট্রানজেকশন ফ্রী এতটাই বাজে আকার ধারণ করে যে সেখান থেকে যদি আমরা কোন টোকন লেনদেন করতে যাই তাহলে আমাদের সাধ্যের অতিরিক্ত গ্যাস ফ্রি দিয়ে তা লেনদেন করতে হয়। বিষয়টি খুবই দুঃখজনক। কারণ এখন পর্যন্ত ইথারিয়াম অতিরিক্ত লেনদেন ফ্রী কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। আশা করছি ভবিষ্যতে নতুন প্রযুক্তি সংযুক্ত করার মাধ্যমে ইথারিয়াম লেনদেন অনেকটাই কমে আসবে।
Title: Re: ETH gas fee
Post by: Bitrab on October 28, 2021, 09:36:31 AM
ইথেরিয়াম এর গ্যাস ফি বর্তমানে অনেক কম। কারণ ইথেরিয়াম প্ল্যাটফর্মের টোকেন গুলো বাণিজ্য করতে বর্তমানে গ্যাস ফি অনেক কম লাগে, তবে ওয়ালেটে ইথেরিয়াম এর পরিমাণ একটু বেশি থাকতে হয়। তাহলে লেনদেন তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। অন্যথায় যে পরিমাণ গ্যাস প্রয়োজন, সেই পরিমাণ গ্যাস ফি‌ থাকলে লেনদেন বাধাগ্রস্ত হয়। তাই আমি মনে করি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছুটা গ্যাস ফি থাকলে ভালো হয়।
Title: Re: ETH gas fee
Post by: Malam90 on November 01, 2021, 04:46:02 AM
ইথেরিয়াম এর গ্যাস ফি বর্তমানে অনেক কম। কারণ ইথেরিয়াম প্ল্যাটফর্মের টোকেন গুলো বাণিজ্য করতে বর্তমানে গ্যাস ফি অনেক কম লাগে, তবে ওয়ালেটে ইথেরিয়াম এর পরিমাণ একটু বেশি থাকতে হয়। তাহলে লেনদেন তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। অন্যথায় যে পরিমাণ গ্যাস প্রয়োজন, সেই পরিমাণ গ্যাস ফি‌ থাকলে লেনদেন বাধাগ্রস্ত হয়। তাই আমি মনে করি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছুটা গ্যাস ফি থাকলে ভালো হয়।

ইথারিয়াম নেটওয়ার্কে যে কোন ট্রানজেকশনে এখন সেই বিশাল ফি দিতে হয়। বিশেষ করে ডেফি সাইটের ট্রেডে, কানেক্ট, স্টেকিং এ নরমাল ট্রানজেকশন থেকে কয়েকগুন বেশি ফি দিতে হয়। যা ছোট ট্রেডার বা বাউন্টি ও এয়ারড্রপ হান্টারদের জন্য পরিশোধ করা অসাধ্য ব্যপার। গতকালকে ইউনিসোয়াপে একটা ছোট ট্রেড করতে গিয়ে ৯০ ডলার ফি দিতে হয়েছে, তাও ট্রানজেকশন ফেইলড হয়েছে।
Title: Re: ETH gas fee
Post by: Casual on November 03, 2021, 05:39:59 AM
বর্তমানে ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই সাথে সাথে ট্রানজেকশন ফি পরিমাণ অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ইথেরিয়াম প্ল্যাটফর্মের কোন টোকেন সেল দিতে দেখা যায় অত্যাধিক পরিমাণে ট্রানজেকশন ফি লেগে যায় জন্য কিন্তু বাউন্টি হান্টারদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। কারণ বাউন্টি করে অল্প পরিমাণে টোকেন পাওয়া যায় সেগুলো বিক্রি করতে যদি বিক্রি করতে সে পরিমাণ ট্রানজেকশন ফি লেগে যায় তাহলে লাভ হলো কী।
Title: Re: ETH gas fee
Post by: Triedboy on November 03, 2021, 12:12:30 PM
ইথেরিয়াম গ্যাস ফ্রি এর কথা আর কি বলব আসলে আমি বাউন্টি করে একটি টোকেন পেয়েছিলাম ইথিরিয়াম প্ল্যাটফর্মের। আমি সেই টোকেন গুলো সেল দেওয়ার জন্য এক্সচেঞ্জে নিয়েছিলাম। কিন্তু সেখানে নিয়ে যে পরিমাণ ডলার বিক্রি করেছি তাতে কিন্তু আমার ইথিরিয়াম গ্যাস ফ্রি কোনরকমে উঠেছে। এজন্য দেখা যায় বাউন্টি হান্টারদের সবচাইতে বেশি প্রবলেম ইথিরিয়াম এত বেশি গ্যাস ফি হওয়ার কারণে।
Title: Re: ETH gas fee
Post by: Magepai on November 04, 2021, 01:29:25 PM
বর্তমানের যত সময় যাচ্ছে ইথেরিয়াম গ্যাস ফি শুধু বৃদ্ধি পাচ্ছে যে কারণে ইথিরিয়াম প্ল্যাটফর্মের কোন টোকেন বিক্রি করতে ব্যাপক ট্রানজেকশন ফি লেগে যাচ্ছে। আসলে এরকম ট্রানজেকশন ফি লাগার কারণেই কিন্তু এত জনপ্রিয় কয়েন হওয়া সত্ত্বেও প্রাইজের তেমন কোনো উন্নতি হয়নি। আমার বিশ্বাস যখনই ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি কমে আসবে ঠিক তখনই ইথিরিয়াম প্রাইস অল্পদিনের মধ্যেই অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ETH gas fee
Post by: Meta on November 08, 2021, 03:34:49 AM
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কারণ হলো ইথেরিয়াম গ্যাস ফি। ইথেরিয়াম এর দাম বৃদ্ধির সাথে সাথে এই গ্যাস ফি এর পরিমান বৃদ্ধি পেয়েছে। যার ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বাউন্টি হান্টার এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে।
Title: Re: ETH gas fee
Post by: Spyroo on November 25, 2021, 04:35:34 AM
ইথেরিয়াম ট্রানজেকশন ফি এর পরিমান বৃদ্ধি পেয়েছে কোন ওয়ালেট থেকে টোকেন  স্থানান্তর করা সম্ভব হচ্ছে না অতিরিক্ত ট্রানজাকশন ফি এর জন্য।
Title: Re: ETH gas fee
Post by: Cleanerbd on December 09, 2021, 06:14:00 PM
ছোট এমাউন্ট ট্রানজেকশন করার জন্য ইথেরেয়াম ব্যবহার না করাই ভালো। কারন ইথেরেয়াম এর  ট্রানজেকশন ফি অনেক বেশী। গ্যাস ফি থাকার কারনে ট্রানজেকশন ফি অনেক বেশী থাকে। তবে আপনারা যদি কয়েনগ্যাকো ব্যবহার করেন তাহলে সেখানে আপনি ইথেরেয়াম গ্যাস ফি এর gweigwei দেখতে পারবেন। যখন ইথেরেয়াম এর gwei এর পরিমান ১০০ এর কাছাকাছি থাকবে তখন আপনারা ট্রানজেকশন করতে পারেন।
Title: Re: ETH gas fee
Post by: Fulshai on March 18, 2022, 02:54:23 AM
বর্তমানে ইথেরিয়াম কয়েনের অনেক জনপ্রিয়তা রয়েছে। ইথেরিয়াম কয়েনে লেনদেন করে অনেক সুবিধা রয়েছে। কারণ বর্তমানে ইথেরিয়াম কয়েন ট্রানজেকশন করতে ফ্রী কম লাগে। আর যে কয়েনে গ্যাস ফ্রি কম লাগে। সে কয়েনের প্রতি মানুষ বেশি আগ্রহী হয়। তাই ভবিষ্যতে ইথেরিয়াম কয়েন আরো জনপ্রিয় হবে।
Title: Re: ETH gas fee
Post by: Madmax789 on December 13, 2022, 07:20:29 PM
হ্যা এটা একটা বড় সমস্যা, আমি একটি টোকেন ট্রানজেকশন করতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখিন হয়েছি। কয়েকদিন আগে একটা পেমেন্ট সেল করে পাইছি ১৯ ডলার আর গ্যাস ফি লাগছে ৩ ডলার। ভিটালিক কি যে করছে সেই জানে।টোকেনের যে দাম হয় তার চেয়ে বেশি গ্যাস ফি যায় এ কারণে কোন টোকেন পেমেন্ট দেয় না।
Title: Re: ETH gas fee
Post by: Spyroo on October 15, 2023, 01:47:43 PM
Ethereum gas fee today
Low
6 gwei
Base: 5 | Priority: 1
$0.16 | ~ 30 secs
Average
6 gwei
Base: 5 | Priority: 1
$0.16 | ~ 30 secs
High
8 gwei
Base: 5 | Priority: 3
$0.16 | ~ 30 secs
Title: Re: ETH gas fee
Post by: Home200 on January 12, 2024, 06:02:04 PM
ক্রিপ্ট কারেন্সি তে ETH  এর প্রচুর পরিমাণে গ্যাস ফ্রি। যার কারণে আমাদেরকে লেনদেন করতে অনেক গ্যাস ফ্রি দিতে হচ্ছে। তবে আমরা এমন এক সময় দেখতে পারবো এই ETH  এর গ্যাস ফ্রি অনেক কমে যাবে। আর ক্রিপ্ট কারেন্সি মার্কেটে ETH  ভবিষ্যতে এ খুব জনপ্রিয় হয়ে উঠবে।
Title: Re: ETH gas fee
Post by: Bitcoin_people on January 16, 2024, 07:27:34 AM
ইথারিয়াম এর ট্রানজেকশন ফি অধিক পরিমাণে লাগে এর কারণ রয়েছে কেননা এই প্লাটফর্মে বেশিরভাগ লোকেরা বিনিয়োগ করে থাকে এবং অধিকাংশ লোকেরাই ইথেরিয়াম প্ল্যাটফর্মএ লেনদেন করতে পছন্দ করে। যখন অতিরিক্ত লেনদেনের চাপ থাকে তখন ট্রানজেকশন ফি অনেকটা বৃদ্ধি পায় তবে পরবর্তীতে আবার কমে। অন্য সকল প্লাটফর্মে যদিও অল্প মূল্য ট্রানজেকশন হয় তবে ইথেরিয়াম প্ল্যাটফর্মে বেশি লাগে লেনদেন ফি। অনেক সময় আবার এতটাই বৃদ্ধি পেয়ে যায় যে লোকেরা এখানে লেনদেন করতে ভয় পায় আবার যখন কমে যায় তখন এই প্লাটফর্মে অনেকদিন বিনিয়োগকারীরা লেনদেন করে থাকে।