Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Sonjoy on December 12, 2020, 01:14:29 PM

Title: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Sonjoy on December 12, 2020, 01:14:29 PM
আপনি একটি কয়েন দিয়ে ট্রেডিং করবেন। বাট সেই কয়েন এর বাজার বিশ্লেষণ এবং ট্রেডিং টেকনিক্যাল এনালাইসিস কিভাবে বের করবেন। আর মূলত আমি জানতে চাই টেকনিক্যাল এনালাইসিস আমরা কিভাবে বুঝতে পারবো আর টেকনিক্যাল এনালাইসিসআমাদের ট্রেড করার জন্য কতটুকু ভূমিকা পালন করবে
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Token@ on December 12, 2020, 01:29:49 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Jamis on December 12, 2020, 01:31:15 PM
হাজার সম্পর্কে অভিজ্ঞতা ছাড়া ট্রেডিং করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মনে করি অবশ্যই বাজার সম্পর্কে জানতে হবে। যে কোনটির উপর বিনিয়োগ করব, সেই কয়েন সম্পর্কে জানতে হবে। তাহলেই কেবল লাভবান হওয়া সম্ভব।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Jaya60 on December 12, 2020, 02:51:58 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।

টেকনিক্যাল অ্যানালাইসিস যে তিন প্রকার সে সম্পর্কে আপনি অনেক সুন্দর করে আনসার দিয়েছেন। আশা করি সবাই বুঝতে পারবে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে। আমার ধারণা এরপরে আর কিছু বলার থাকে না আপনি ভালভাবে উল্লেখ করে দিয়েছেন সব বিষয় গুলি।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Bony11 on December 12, 2020, 04:21:24 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
ভাই টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আমার ভালো কোন জ্ঞান নেই। তবে আপনার পোষ্টটি পড়ে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে অনেক তথ্য আমি জানতে পেরেছি ।আমি মনে করি যারা ট্রেড করবেন তাদের কয়েন সম্পর্কে অনেক ভালো জ্ঞান থাকতে হবে ।কয়েন সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে ট্রেড করে কোন লাভ নেই এতে ক্ষতির সম্ভাবনাই বেশী ।   ট্রেড   করতে হলে অবশ্যই সে সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে তাহলে সে  লাভবান হওয়া সম্ভব।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Fariwala on December 12, 2020, 04:47:23 PM
সাধারণত পুজিবাজার বা ফরেক্সে ৩ ধরণের এনালাইসিস বিদ্যমান রয়েছে, যেমন: ১. ফান্ডামেন্টাল এনালাইসিস, ২. টেকনিক্যাল এনালাইসিস এবং ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস।
কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
1 টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
1.1 টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
1.2 টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
1.3 টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
1.4 Candlestick চার্টের সুবিধাগুলো কি কি ?
টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
(১). বাজার বা শেয়ারের মুভমেন্ট বুঝতে সাহায্য করে: বাজার বা শেয়ারের ট্রেন্ড অর্থাৎ উর্ধ্বমূখী, নিন্ম মুখী নাকি সমান্তরাল তা বুঝতে সাহায্য করে।
(২). এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ: শেয়ার বাজারে ইচ্ছেমত শুধু ক্রয় বিক্রয় করলেই মুনাফা হয় না। মুনাফা পেতে হলে বিনিয়োগকারীকে সঠিক সময়ে এন্ট্রি এবং সঠিক সময়ে এক্সিট দিতে হয়; কেন্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, মুভিং এভারেজ ইত্যাদির সমন্বয়ে যা একমাত্র টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমেই সম্ভব।
(৩). দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচ: ফান্ডামেন্টাল এনালাইসিস করতে সকল কোম্পানির ডাটা সংগ্রহ করে তা এক এক করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়-বহুল বটে, পক্ষান্তরে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে খুব কম সময়ে বাজারের সামগ্রিক চিত্র এবং সকল শেয়ারের তথ্য বিশ্লেষণ করা যায় কম সময়ে এবং তা ফান্ডামেন্টাল এনালাইসিসের তুলনায় বেস সস্তা বটে।
টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
(১). পূর্বাভাষ নির্ভুল নয়ঃ টেকনিক্যাল এনালাইসিস বাজার বা শেয়ারের পূর্বাভাষ জানতে ব্যাবহার হয়ে থাকে। প্রায় সকল ইন্ডিকেটর সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখালেও তা শতভাগ সঠিক পূর্বাভাষে মিলে না। অনেক ক্ষেত্রে সম্ভাব্য এন্ট্রি দেখানোর পর শেয়ারের দাম কমে আবার বিপরীতে সম্ভাব্য এক্সিট দেখানোর পর বাজার দর বৃদ্ধি পেতে শুরু করে।
(২). টেকনিক্যাল ইনডিকেটর গুলো সিগনাল প্রদর্শনে অভিন্নতা নেইঃ কিছু ক্ষেত্রে দেখা যায় একটি ইনডিকেটর বাই সিগনাল দেখাচ্ছে তো আরেকটি ইনডিকেটর সেল সিগনাল দেখাচ্ছে ফলে ট্রেডারদের হর হামেশাই দেখা জায় সিদ্ধান্ত হীনতায় ভুগতে।
(৩). পক্ষপাতদুষ্ট মতামত: টেকনিক্যাল এনালিস্টদের প্রায় দ্বিমত করতে দেখা যায়, এক বা একাধিক ইনডিকেটর বিবেচনায় নিয়ে একজন হয়ত মত দিলেন এখন ক্রয় করার সময় কিন্তু আরেকজন মত দিলেন হয়ত এখনই এক্সিট বা সেল করার মোক্ষম সুযোগ।
টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
টেকনিক্যাল এনালাইসিস এ সাধারণ ৪ ধরনের চার্ট ব্যবহার হার হয়ে থাকে, যেমন লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং পয়েন্ট ও ফিগার চার্ট।

পয়েন্ট এন্ড ফিগার চার্ট: প্রাথমিক যুগে যখন টেকনিক্যাল এনালাইসিস এর সফটওয়্যার গুলি ছিল না তখন শুধুমাত্র শেয়ার দরের উপর ভিত্তি করে X ও O দিয়ে এক ধরনের ড্রইং করা হত- এটাকেই পয়েন্ট এন্ড ফিগার চার্ট বল হয়।

লাইন চার্ট: এটি একটি বেসিক চার্ট কারণ এতে নির্দিষ্ট দিন/ সময়ে কোন নির্দিষ্ট শেয়ারের ক্লোজিং দর দেখায়।

বার চার্ট: লাইন চার্টের সাথে কোন নির্দিষ্ট দিনে শেয়ারের প্রারম্ভিক বা ওপেনিং দর, ক্লোজিং বা সমাপনী দর মিলিয়ে বার চার্ট তৈরি হয়ে থাকে।

ক্যান্ডেলস্টিক চার্ট: বার চার্টের আধুনিক সংস্করণ হল ক্যান্ডেলস্টিক চার্ট। বার চার্টের ভার্টিকেল ও হরাইজন্টাল লাইন যোগ করে এবং ক্লোজিং দরের উপর ভিত্তি করে বিভিন্ন রঙের সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে। ওপেনিং দরের তুলনায় ক্লোজিং দর বেশি হলে ক্যান্ডলের রঙ সবুজ অথবা সাদা হয় আর বিপরীতে ওপেনিং এর চেয়ে ক্লোজিং দর কম হলে ক্যান্ডেল কালো অথবা লাল হয়ে থাকে। প্রায় ৩০০ বছর আগে সর্ব প্রথম এটি জাপানে ব্যবহার হওয়াতে কেউ কেউ একে জাপানিজ ক্যান্ডেলস্টিক ও বলে থাকেন  ।
আমি আশাবাদী আপনি তা জানতে চান কিছু হলেও বুঝাতে পেরেছি।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন [/color]
https://blog.decisionmakerbd.net/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BF/amp/
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: ranaprime on December 12, 2020, 06:29:00 PM
কোন কয়েন বা মার্কেটের বা যে কোন কিছুর টেকনিক্যাল এনালাইসিস বলতে সেই বিষয়ে আপনার যৌক্তিক বিচার বিশ্লেষন কে বুঝায়। আর এক্ষেত্রে এক এক ব্যেক্তি বিভিন্নভাবে একই বিষয়ের উপর ভিন্ন ভিন্ন মত দিতে পারে।িএটি মুলত যার যার স্ট্রাটিজি।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Token@ on December 12, 2020, 06:33:05 PM
সাধারণত পুজিবাজার বা ফরেক্সে ৩ ধরণের এনালাইসিস বিদ্যমান রয়েছে, যেমন: ১. ফান্ডামেন্টাল এনালাইসিস, ২. টেকনিক্যাল এনালাইসিস এবং ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস।
কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
1 টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
1.1 টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
1.2 টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
1.3 টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
1.4 Candlestick চার্টের সুবিধাগুলো কি কি ?
টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
(১). বাজার বা শেয়ারের মুভমেন্ট বুঝতে সাহায্য করে: বাজার বা শেয়ারের ট্রেন্ড অর্থাৎ উর্ধ্বমূখী, নিন্ম মুখী নাকি সমান্তরাল তা বুঝতে সাহায্য করে।
(২). এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ: শেয়ার বাজারে ইচ্ছেমত শুধু ক্রয় বিক্রয় করলেই মুনাফা হয় না। মুনাফা পেতে হলে বিনিয়োগকারীকে সঠিক সময়ে এন্ট্রি এবং সঠিক সময়ে এক্সিট দিতে হয়; কেন্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, মুভিং এভারেজ ইত্যাদির সমন্বয়ে যা একমাত্র টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমেই সম্ভব।
(৩). দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচ: ফান্ডামেন্টাল এনালাইসিস করতে সকল কোম্পানির ডাটা সংগ্রহ করে তা এক এক করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়-বহুল বটে, পক্ষান্তরে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে খুব কম সময়ে বাজারের সামগ্রিক চিত্র এবং সকল শেয়ারের তথ্য বিশ্লেষণ করা যায় কম সময়ে এবং তা ফান্ডামেন্টাল এনালাইসিসের তুলনায় বেস সস্তা বটে।
টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
(১). পূর্বাভাষ নির্ভুল নয়ঃ টেকনিক্যাল এনালাইসিস বাজার বা শেয়ারের পূর্বাভাষ জানতে ব্যাবহার হয়ে থাকে। প্রায় সকল ইন্ডিকেটর সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখালেও তা শতভাগ সঠিক পূর্বাভাষে মিলে না। অনেক ক্ষেত্রে সম্ভাব্য এন্ট্রি দেখানোর পর শেয়ারের দাম কমে আবার বিপরীতে সম্ভাব্য এক্সিট দেখানোর পর বাজার দর বৃদ্ধি পেতে শুরু করে।
(২). টেকনিক্যাল ইনডিকেটর গুলো সিগনাল প্রদর্শনে অভিন্নতা নেইঃ কিছু ক্ষেত্রে দেখা যায় একটি ইনডিকেটর বাই সিগনাল দেখাচ্ছে তো আরেকটি ইনডিকেটর সেল সিগনাল দেখাচ্ছে ফলে ট্রেডারদের হর হামেশাই দেখা জায় সিদ্ধান্ত হীনতায় ভুগতে।
(৩). পক্ষপাতদুষ্ট মতামত: টেকনিক্যাল এনালিস্টদের প্রায় দ্বিমত করতে দেখা যায়, এক বা একাধিক ইনডিকেটর বিবেচনায় নিয়ে একজন হয়ত মত দিলেন এখন ক্রয় করার সময় কিন্তু আরেকজন মত দিলেন হয়ত এখনই এক্সিট বা সেল করার মোক্ষম সুযোগ।
টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
টেকনিক্যাল এনালাইসিস এ সাধারণ ৪ ধরনের চার্ট ব্যবহার হার হয়ে থাকে, যেমন লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং পয়েন্ট ও ফিগার চার্ট।

পয়েন্ট এন্ড ফিগার চার্ট: প্রাথমিক যুগে যখন টেকনিক্যাল এনালাইসিস এর সফটওয়্যার গুলি ছিল না তখন শুধুমাত্র শেয়ার দরের উপর ভিত্তি করে X ও O দিয়ে এক ধরনের ড্রইং করা হত- এটাকেই পয়েন্ট এন্ড ফিগার চার্ট বল হয়।

লাইন চার্ট: এটি একটি বেসিক চার্ট কারণ এতে নির্দিষ্ট দিন/ সময়ে কোন নির্দিষ্ট শেয়ারের ক্লোজিং দর দেখায়।

বার চার্ট: লাইন চার্টের সাথে কোন নির্দিষ্ট দিনে শেয়ারের প্রারম্ভিক বা ওপেনিং দর, ক্লোজিং বা সমাপনী দর মিলিয়ে বার চার্ট তৈরি হয়ে থাকে।

ক্যান্ডেলস্টিক চার্ট: বার চার্টের আধুনিক সংস্করণ হল ক্যান্ডেলস্টিক চার্ট। বার চার্টের ভার্টিকেল ও হরাইজন্টাল লাইন যোগ করে এবং ক্লোজিং দরের উপর ভিত্তি করে বিভিন্ন রঙের সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে। ওপেনিং দরের তুলনায় ক্লোজিং দর বেশি হলে ক্যান্ডলের রঙ সবুজ অথবা সাদা হয় আর বিপরীতে ওপেনিং এর চেয়ে ক্লোজিং দর কম হলে ক্যান্ডেল কালো অথবা লাল হয়ে থাকে। প্রায় ৩০০ বছর আগে সর্ব প্রথম এটি জাপানে ব্যবহার হওয়াতে কেউ কেউ একে জাপানিজ ক্যান্ডেলস্টিক ও বলে থাকেন  ।
আমি আশাবাদী আপনি তা জানতে চান কিছু হলেও বুঝাতে পেরেছি।
এই পোস্টটি কপি করে আনা হয়েছে। কিন্তু আপনি কোন সোর্স লিংক দিয়ে দেন নি। মডারেটর বাই যদি জানতে পারে তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে।
আপনার পোস্টটি কপি লিংক নিচে দেওয়া হল:-

https://blog.decisionmakerbd.net/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BF/amp/

পোস্টটি এডিট করে নেবেন। এডিট করে কপি লিংক দিয়ে দিবেন তা না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Markuri33 on December 12, 2020, 10:55:42 PM
সাধারণত পুজিবাজার বা ফরেক্সে ৩ ধরণের এনালাইসিস বিদ্যমান রয়েছে, যেমন: ১. ফান্ডামেন্টাল এনালাইসিস, ২. টেকনিক্যাল এনালাইসিস এবং ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস।
কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
1 টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
1.1 টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
1.2 টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
1.3 টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
1.4 Candlestick চার্টের সুবিধাগুলো কি কি ?
টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
(১). বাজার বা শেয়ারের মুভমেন্ট বুঝতে সাহায্য করে: বাজার বা শেয়ারের ট্রেন্ড অর্থাৎ উর্ধ্বমূখী, নিন্ম মুখী নাকি সমান্তরাল তা বুঝতে সাহায্য করে।
(২). এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ: শেয়ার বাজারে ইচ্ছেমত শুধু ক্রয় বিক্রয় করলেই মুনাফা হয় না। মুনাফা পেতে হলে বিনিয়োগকারীকে সঠিক সময়ে এন্ট্রি এবং সঠিক সময়ে এক্সিট দিতে হয়; কেন্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, মুভিং এভারেজ ইত্যাদির সমন্বয়ে যা একমাত্র টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমেই সম্ভব।
(৩). দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচ: ফান্ডামেন্টাল এনালাইসিস করতে সকল কোম্পানির ডাটা সংগ্রহ করে তা এক এক করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়-বহুল বটে, পক্ষান্তরে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে খুব কম সময়ে বাজারের সামগ্রিক চিত্র এবং সকল শেয়ারের তথ্য বিশ্লেষণ করা যায় কম সময়ে এবং তা ফান্ডামেন্টাল এনালাইসিসের তুলনায় বেস সস্তা বটে।
টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
(১). পূর্বাভাষ নির্ভুল নয়ঃ টেকনিক্যাল এনালাইসিস বাজার বা শেয়ারের পূর্বাভাষ জানতে ব্যাবহার হয়ে থাকে। প্রায় সকল ইন্ডিকেটর সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখালেও তা শতভাগ সঠিক পূর্বাভাষে মিলে না। অনেক ক্ষেত্রে সম্ভাব্য এন্ট্রি দেখানোর পর শেয়ারের দাম কমে আবার বিপরীতে সম্ভাব্য এক্সিট দেখানোর পর বাজার দর বৃদ্ধি পেতে শুরু করে।
(২). টেকনিক্যাল ইনডিকেটর গুলো সিগনাল প্রদর্শনে অভিন্নতা নেইঃ কিছু ক্ষেত্রে দেখা যায় একটি ইনডিকেটর বাই সিগনাল দেখাচ্ছে তো আরেকটি ইনডিকেটর সেল সিগনাল দেখাচ্ছে ফলে ট্রেডারদের হর হামেশাই দেখা জায় সিদ্ধান্ত হীনতায় ভুগতে।
(৩). পক্ষপাতদুষ্ট মতামত: টেকনিক্যাল এনালিস্টদের প্রায় দ্বিমত করতে দেখা যায়, এক বা একাধিক ইনডিকেটর বিবেচনায় নিয়ে একজন হয়ত মত দিলেন এখন ক্রয় করার সময় কিন্তু আরেকজন মত দিলেন হয়ত এখনই এক্সিট বা সেল করার মোক্ষম সুযোগ।
টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
টেকনিক্যাল এনালাইসিস এ সাধারণ ৪ ধরনের চার্ট ব্যবহার হার হয়ে থাকে, যেমন লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং পয়েন্ট ও ফিগার চার্ট।

পয়েন্ট এন্ড ফিগার চার্ট: প্রাথমিক যুগে যখন টেকনিক্যাল এনালাইসিস এর সফটওয়্যার গুলি ছিল না তখন শুধুমাত্র শেয়ার দরের উপর ভিত্তি করে X ও O দিয়ে এক ধরনের ড্রইং করা হত- এটাকেই পয়েন্ট এন্ড ফিগার চার্ট বল হয়।

লাইন চার্ট: এটি একটি বেসিক চার্ট কারণ এতে নির্দিষ্ট দিন/ সময়ে কোন নির্দিষ্ট শেয়ারের ক্লোজিং দর দেখায়।

বার চার্ট: লাইন চার্টের সাথে কোন নির্দিষ্ট দিনে শেয়ারের প্রারম্ভিক বা ওপেনিং দর, ক্লোজিং বা সমাপনী দর মিলিয়ে বার চার্ট তৈরি হয়ে থাকে।

ক্যান্ডেলস্টিক চার্ট: বার চার্টের আধুনিক সংস্করণ হল ক্যান্ডেলস্টিক চার্ট। বার চার্টের ভার্টিকেল ও হরাইজন্টাল লাইন যোগ করে এবং ক্লোজিং দরের উপর ভিত্তি করে বিভিন্ন রঙের সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে। ওপেনিং দরের তুলনায় ক্লোজিং দর বেশি হলে ক্যান্ডলের রঙ সবুজ অথবা সাদা হয় আর বিপরীতে ওপেনিং এর চেয়ে ক্লোজিং দর কম হলে ক্যান্ডেল কালো অথবা লাল হয়ে থাকে। প্রায় ৩০০ বছর আগে সর্ব প্রথম এটি জাপানে ব্যবহার হওয়াতে কেউ কেউ একে জাপানিজ ক্যান্ডেলস্টিক ও বলে থাকেন  ।
আমি আশাবাদী আপনি তা জানতে চান কিছু হলেও বুঝাতে পেরেছি।
এই পোস্টটি কপি করে আনা হয়েছে। কিন্তু আপনি কোন সোর্স লিংক দিয়ে দেন নি। মডারেটর বাই যদি জানতে পারে তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে।
আপনার পোস্টটি কপি লিংক নিচে দেওয়া হল:-

https://blog.decisionmakerbd.net/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BF/amp/

পোস্টটি এডিট করে নেবেন। এডিট করে কপি লিংক দিয়ে দিবেন তা না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে।

হ্যাঁ ঠিক বলেছেন যদি কোন সোর্স খুঁজে পায় মডারেটর ভাই তিন অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নেবে।এই কপি পেষ্ট নয় কিন্তু আমরা দেখেছি ফোরামে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন মডারেটর বাই।তিনি এর আগে ভালো করে বলে দিয়েছে দয়া করে কেউ কপি পেস্ট করবেন না এবং স্পামিং করবেন না। সত্যি যদি আপনি কপি পেস্ট করে থাকেন তাহলে এবার যে বলেছে সে কাজগুলো করেন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Fariwala on December 13, 2020, 03:22:27 AM
সাধারণত পুজিবাজার বা ফরেক্সে ৩ ধরণের এনালাইসিস বিদ্যমান রয়েছে, যেমন: ১. ফান্ডামেন্টাল এনালাইসিস, ২. টেকনিক্যাল এনালাইসিস এবং ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস।
কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
1 টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
1.1 টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
1.2 টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
1.3 টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
1.4 Candlestick চার্টের সুবিধাগুলো কি কি ?
টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
(১). বাজার বা শেয়ারের মুভমেন্ট বুঝতে সাহায্য করে: বাজার বা শেয়ারের ট্রেন্ড অর্থাৎ উর্ধ্বমূখী, নিন্ম মুখী নাকি সমান্তরাল তা বুঝতে সাহায্য করে।
(২). এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ: শেয়ার বাজারে ইচ্ছেমত শুধু ক্রয় বিক্রয় করলেই মুনাফা হয় না। মুনাফা পেতে হলে বিনিয়োগকারীকে সঠিক সময়ে এন্ট্রি এবং সঠিক সময়ে এক্সিট দিতে হয়; কেন্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, মুভিং এভারেজ ইত্যাদির সমন্বয়ে যা একমাত্র টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমেই সম্ভব।
(৩). দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচ: ফান্ডামেন্টাল এনালাইসিস করতে সকল কোম্পানির ডাটা সংগ্রহ করে তা এক এক করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়-বহুল বটে, পক্ষান্তরে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে খুব কম সময়ে বাজারের সামগ্রিক চিত্র এবং সকল শেয়ারের তথ্য বিশ্লেষণ করা যায় কম সময়ে এবং তা ফান্ডামেন্টাল এনালাইসিসের তুলনায় বেস সস্তা বটে।
টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
(১). পূর্বাভাষ নির্ভুল নয়ঃ টেকনিক্যাল এনালাইসিস বাজার বা শেয়ারের পূর্বাভাষ জানতে ব্যাবহার হয়ে থাকে। প্রায় সকল ইন্ডিকেটর সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখালেও তা শতভাগ সঠিক পূর্বাভাষে মিলে না। অনেক ক্ষেত্রে সম্ভাব্য এন্ট্রি দেখানোর পর শেয়ারের দাম কমে আবার বিপরীতে সম্ভাব্য এক্সিট দেখানোর পর বাজার দর বৃদ্ধি পেতে শুরু করে।
(২). টেকনিক্যাল ইনডিকেটর গুলো সিগনাল প্রদর্শনে অভিন্নতা নেইঃ কিছু ক্ষেত্রে দেখা যায় একটি ইনডিকেটর বাই সিগনাল দেখাচ্ছে তো আরেকটি ইনডিকেটর সেল সিগনাল দেখাচ্ছে ফলে ট্রেডারদের হর হামেশাই দেখা জায় সিদ্ধান্ত হীনতায় ভুগতে।
(৩). পক্ষপাতদুষ্ট মতামত: টেকনিক্যাল এনালিস্টদের প্রায় দ্বিমত করতে দেখা যায়, এক বা একাধিক ইনডিকেটর বিবেচনায় নিয়ে একজন হয়ত মত দিলেন এখন ক্রয় করার সময় কিন্তু আরেকজন মত দিলেন হয়ত এখনই এক্সিট বা সেল করার মোক্ষম সুযোগ।
টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
টেকনিক্যাল এনালাইসিস এ সাধারণ ৪ ধরনের চার্ট ব্যবহার হার হয়ে থাকে, যেমন লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং পয়েন্ট ও ফিগার চার্ট।

পয়েন্ট এন্ড ফিগার চার্ট: প্রাথমিক যুগে যখন টেকনিক্যাল এনালাইসিস এর সফটওয়্যার গুলি ছিল না তখন শুধুমাত্র শেয়ার দরের উপর ভিত্তি করে X ও O দিয়ে এক ধরনের ড্রইং করা হত- এটাকেই পয়েন্ট এন্ড ফিগার চার্ট বল হয়।

লাইন চার্ট: এটি একটি বেসিক চার্ট কারণ এতে নির্দিষ্ট দিন/ সময়ে কোন নির্দিষ্ট শেয়ারের ক্লোজিং দর দেখায়।

বার চার্ট: লাইন চার্টের সাথে কোন নির্দিষ্ট দিনে শেয়ারের প্রারম্ভিক বা ওপেনিং দর, ক্লোজিং বা সমাপনী দর মিলিয়ে বার চার্ট তৈরি হয়ে থাকে।

ক্যান্ডেলস্টিক চার্ট: বার চার্টের আধুনিক সংস্করণ হল ক্যান্ডেলস্টিক চার্ট। বার চার্টের ভার্টিকেল ও হরাইজন্টাল লাইন যোগ করে এবং ক্লোজিং দরের উপর ভিত্তি করে বিভিন্ন রঙের সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে। ওপেনিং দরের তুলনায় ক্লোজিং দর বেশি হলে ক্যান্ডলের রঙ সবুজ অথবা সাদা হয় আর বিপরীতে ওপেনিং এর চেয়ে ক্লোজিং দর কম হলে ক্যান্ডেল কালো অথবা লাল হয়ে থাকে। প্রায় ৩০০ বছর আগে সর্ব প্রথম এটি জাপানে ব্যবহার হওয়াতে কেউ কেউ একে জাপানিজ ক্যান্ডেলস্টিক ও বলে থাকেন  ।
আমি আশাবাদী আপনি তা জানতে চান কিছু হলেও বুঝাতে পেরেছি।
এই পোস্টটি কপি করে আনা হয়েছে। কিন্তু আপনি কোন সোর্স লিংক দিয়ে দেন নি। মডারেটর বাই যদি জানতে পারে তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে।
আপনার পোস্টটি কপি লিংক নিচে দেওয়া হল:-

https://blog.decisionmakerbd.net/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BF/amp/

পোস্টটি এডিট করে নেবেন। এডিট করে কপি লিংক দিয়ে দিবেন তা না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ভুলটি ধরিয়ে দেবার জন্য থ্যাংক ইউ আমি সংশোধন করে নিচ্ছি..
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Laxmi Sharma on December 13, 2020, 03:27:58 AM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
ধন্যবাদ ভাই আপনি টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে খুব ভালো ধারণা দিয়েছেন। টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আমার কিছু ধারণা ছিল কিন্তু আপনার পোষ্ট থেকে আরো স্পষ্ট ধারণা পেলাম।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Magepai on December 13, 2020, 11:40:43 PM
সাধারণত পুজিবাজার বা ফরেক্সে ৩ ধরণের এনালাইসিস বিদ্যমান রয়েছে, যেমন: ১. ফান্ডামেন্টাল এনালাইসিস, ২. টেকনিক্যাল এনালাইসিস এবং ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস।
কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
1 টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
1.1 টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
1.2 টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
1.3 টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
1.4 Candlestick চার্টের সুবিধাগুলো কি কি ?
টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
(১). বাজার বা শেয়ারের মুভমেন্ট বুঝতে সাহায্য করে: বাজার বা শেয়ারের ট্রেন্ড অর্থাৎ উর্ধ্বমূখী, নিন্ম মুখী নাকি সমান্তরাল তা বুঝতে সাহায্য করে।
(২). এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ: শেয়ার বাজারে ইচ্ছেমত শুধু ক্রয় বিক্রয় করলেই মুনাফা হয় না। মুনাফা পেতে হলে বিনিয়োগকারীকে সঠিক সময়ে এন্ট্রি এবং সঠিক সময়ে এক্সিট দিতে হয়; কেন্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, মুভিং এভারেজ ইত্যাদির সমন্বয়ে যা একমাত্র টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমেই সম্ভব।
(৩). দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচ: ফান্ডামেন্টাল এনালাইসিস করতে সকল কোম্পানির ডাটা সংগ্রহ করে তা এক এক করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়-বহুল বটে, পক্ষান্তরে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে খুব কম সময়ে বাজারের সামগ্রিক চিত্র এবং সকল শেয়ারের তথ্য বিশ্লেষণ করা যায় কম সময়ে এবং তা ফান্ডামেন্টাল এনালাইসিসের তুলনায় বেস সস্তা বটে।
টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
(১). পূর্বাভাষ নির্ভুল নয়ঃ টেকনিক্যাল এনালাইসিস বাজার বা শেয়ারের পূর্বাভাষ জানতে ব্যাবহার হয়ে থাকে। প্রায় সকল ইন্ডিকেটর সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখালেও তা শতভাগ সঠিক পূর্বাভাষে মিলে না। অনেক ক্ষেত্রে সম্ভাব্য এন্ট্রি দেখানোর পর শেয়ারের দাম কমে আবার বিপরীতে সম্ভাব্য এক্সিট দেখানোর পর বাজার দর বৃদ্ধি পেতে শুরু করে।
(২). টেকনিক্যাল ইনডিকেটর গুলো সিগনাল প্রদর্শনে অভিন্নতা নেইঃ কিছু ক্ষেত্রে দেখা যায় একটি ইনডিকেটর বাই সিগনাল দেখাচ্ছে তো আরেকটি ইনডিকেটর সেল সিগনাল দেখাচ্ছে ফলে ট্রেডারদের হর হামেশাই দেখা জায় সিদ্ধান্ত হীনতায় ভুগতে।
(৩). পক্ষপাতদুষ্ট মতামত: টেকনিক্যাল এনালিস্টদের প্রায় দ্বিমত করতে দেখা যায়, এক বা একাধিক ইনডিকেটর বিবেচনায় নিয়ে একজন হয়ত মত দিলেন এখন ক্রয় করার সময় কিন্তু আরেকজন মত দিলেন হয়ত এখনই এক্সিট বা সেল করার মোক্ষম সুযোগ।
টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
টেকনিক্যাল এনালাইসিস এ সাধারণ ৪ ধরনের চার্ট ব্যবহার হার হয়ে থাকে, যেমন লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং পয়েন্ট ও ফিগার চার্ট।

পয়েন্ট এন্ড ফিগার চার্ট: প্রাথমিক যুগে যখন টেকনিক্যাল এনালাইসিস এর সফটওয়্যার গুলি ছিল না তখন শুধুমাত্র শেয়ার দরের উপর ভিত্তি করে X ও O দিয়ে এক ধরনের ড্রইং করা হত- এটাকেই পয়েন্ট এন্ড ফিগার চার্ট বল হয়।

লাইন চার্ট: এটি একটি বেসিক চার্ট কারণ এতে নির্দিষ্ট দিন/ সময়ে কোন নির্দিষ্ট শেয়ারের ক্লোজিং দর দেখায়।

বার চার্ট: লাইন চার্টের সাথে কোন নির্দিষ্ট দিনে শেয়ারের প্রারম্ভিক বা ওপেনিং দর, ক্লোজিং বা সমাপনী দর মিলিয়ে বার চার্ট তৈরি হয়ে থাকে।

ক্যান্ডেলস্টিক চার্ট: বার চার্টের আধুনিক সংস্করণ হল ক্যান্ডেলস্টিক চার্ট। বার চার্টের ভার্টিকেল ও হরাইজন্টাল লাইন যোগ করে এবং ক্লোজিং দরের উপর ভিত্তি করে বিভিন্ন রঙের সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে। ওপেনিং দরের তুলনায় ক্লোজিং দর বেশি হলে ক্যান্ডলের রঙ সবুজ অথবা সাদা হয় আর বিপরীতে ওপেনিং এর চেয়ে ক্লোজিং দর কম হলে ক্যান্ডেল কালো অথবা লাল হয়ে থাকে। প্রায় ৩০০ বছর আগে সর্ব প্রথম এটি জাপানে ব্যবহার হওয়াতে কেউ কেউ একে জাপানিজ ক্যান্ডেলস্টিক ও বলে থাকেন  ।
আমি আশাবাদী আপনি তা জানতে চান কিছু হলেও বুঝাতে পেরেছি।
এই পোস্টটি কপি করে আনা হয়েছে। কিন্তু আপনি কোন সোর্স লিংক দিয়ে দেন নি। মডারেটর বাই যদি জানতে পারে তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে।
আপনার পোস্টটি কপি লিংক নিচে দেওয়া হল:-

https://blog.decisionmakerbd.net/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BF/amp/

পোস্টটি এডিট করে নেবেন। এডিট করে কপি লিংক দিয়ে দিবেন তা না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে।

আমাদের এই ফোরামে আমরা দেখতে পাচ্ছি অনেকেই একটা কাজ না করা সত্ত্বেও করে যাচ্ছে। নিয়ার মেম্বাররা যদি পরামর্শ দেয় সে অনুযায়ী অনেকেই চলে না ‌‌। আমি বলব যে এখনো যারা সিনিয়র ভাইদের পরামর্শ শুনছেন না পরবর্তীতে কিন্তু আপনারাই বিপদে পড়ে যাবেন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:45:07 AM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।

ট্রেডিং সম্পর্কে সত্যিই অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এ ধরনের পোস্ট দেওয়ার জন্য। কেউ যদিট্রেডিং করতে চায় তাহলে মনে করি অবশ্যই আপনার এই পোস্টটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে তাহলে অবশ্যই ট্রেডিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। যে সমস্ত ইউজার রয়েছে যারা নতুন ট্রেডিং করতে চান অবশ্যই এই পোস্টটি লক্ষ করুন। এবং মনোযোগ সহকারে ভাল করে পড়ুন অবশ্যই ট্রেডিং সম্পর্কে ধারনা পাবেন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: saidul2105 on December 15, 2020, 12:49:22 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
ভাই টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আমার এর আগে কোন ধারণা ছিল না।  আপনার কমেন্ট টা পড়ে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।  টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বিস্তারিত না জেনে ক্রিপ্টো তে ট্রেডিং করতে গেলে আমরা সবাই ক্ষতির সম্মুখীন হতে পারি।  তাই আমাদের সকলেরই উচিৎ টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা।                                   
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Cz Rock on December 15, 2020, 12:53:54 PM
আমি এই ফর্মে নতুন তাই টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আমার কোন ধারনা নেই। তাই আমি টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে সেটা বলতে পারলাম না ।যদি কোনো সিনিয়র ভাই এই সম্পর্কে ভালো জ্ঞান থেকে থাকে তাহলে আমাকে একটু দয়া করে বুঝিয়ে দিবেন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Cristiano on December 15, 2020, 02:37:47 PM
টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আপনি খুবই সুন্দর একটি তথ্যবহুল পোস্ট করেছেন। আপনি এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেছেন যেটা যে কোন মেম্বার পড়লেই বুঝতে পারবে টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে।টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান বা ধারণা নেই তবে এই পোস্টটি পড়ার পর আমাদের সবার ধারণা হবে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে।টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যারা ট্রেডিং ট্রেড করে তাদের জন্য। ট্রেড করতে হলে বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখা জরুরী ।বিভিন্ন মার্কেটের এনালাইসিস সম্পর্কে জানতে হয় বিভিন্ন ট্রেড এনালাইসিস সম্পর্কে জানতে হয়। যে কয়েন এর উপর ট্রেড করা হবে সেই কয়েন এর গতি ভবিষ্যৎ অতীতের পরিবর্তন ইতিহাস ইত্যাদি সম্পর্কে জানা থাকা লাগে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Angel jara on December 15, 2020, 03:04:21 PM
আমার টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ধারণা নেই। কারণ আমি এই ফর্মে নতুন ভাবে যুক্ত হয়েছে তাই আগে থেকে আমার কোন টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে কোন ধারণা নেই।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Sasa on December 15, 2020, 03:27:58 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট করে আমাদের সবার উপকার করার জন্য আসলে অনেকেই এ বিষয়ে জানেন না বুঝেন না যে এনালাইজ টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে আপনার এই থেকে সবাই বুঝতে পারবে এবং জানতে পারবে যে টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে অনেক ধন্যবাদ ভাই
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Mahindra on December 15, 2020, 04:12:51 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
আপনি একদম ঠিক কথাটাই বলেছেন ভাই আপনার সাথে আমি একমত অসাধারণ একটি পোস্ট করেছেন আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে আশা করি আরও ভালো ভালো পোস্ট করে আমাদের উপকার করবেন ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Rony on December 15, 2020, 04:26:51 PM
এনালাইসিস হলো তিন ধরনের এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
একটি শেয়ারবাজারের আগের রেকর্ড দেখে ভবিষ্যতে রেকর্ড কেমন হবে সেটা অনুমান করা কে টেকনিক্যাল এনালাইসিস বলে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Mrkadir85 on December 15, 2020, 04:39:17 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
।   


টেকনিক্যাল এনালাইসিসসম্পর্কে আপনি যে পোস্টটি করেছেন তা অসাধারণ পোস্ট হয়েছে ।অনেক জুনিয়র মেম্বাররা এ বিষয়ে হয়তো জানতো না তো আপনার পোষ্টের মাধ্যমে সবাই এ বিষয়ে অনেক ভালোভাবে বুঝতে পারবে ।পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Review Master on December 15, 2020, 06:19:37 PM
আপনি একটি কয়েন দিয়ে ট্রেডিং করবেন। বাট সেই কয়েন এর বাজার বিশ্লেষণ এবং ট্রেডিং টেকনিক্যাল এনালাইসিস কিভাবে বের করবেন। আর মূলত আমি জানতে চাই টেকনিক্যাল এনালাইসিস আমরা কিভাবে বুঝতে পারবো আর টেকনিক্যাল এনালাইসিসআমাদের ট্রেড করার জন্য কতটুকু ভূমিকা পালন করবে

অনেকেই অনেকভাবে বলেছে এবং আমি সহজ কথায় বিষয়টি বোঝানোর পাশাপাশি অনেকের রিপ্লাইগুলোতে কিছু কিছু তথ্য না থাকায় সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সহজ কথায় বললে, বিভিন্ন ইন্ডিকেটর এবং ট্রেডিং চার্টের বিশ্লেষণের মাধ্যমে কোনো কয়েন/কারেন্সির মূল্যে উর্ধ্বগতি নাকি নিম্নগতি হইতে পারে, সেটি বুঝার জন্য যে বিশ্লেষণ করে থাকি, সেটিই হলো টেকনিক্যাল এনালাইসিস। আর টেকনিক্যাল এনালাইসিসের জন্য আপনাকে বিভিন্ন ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে, সাপোর্ট-রেজিসট্যান্ট লেভেল কোথায় তৈরি হচ্ছে, বিভিন্ন আওয়ালি চার্টে ক্যান্ডেলগুলো কেমন অবস্থানে আছে প্রভৃতি বিষয়গুলোর উপর নজর বেশি দিতে হবে।  এখন আসি টেকনিক্যাল এনালাইসিস ট্রেডিং এ কেমন ভূমিকা রাখে। সহজ কথায় যদি বলি , টেকনিক্যাল এনালাইসিস কিন্তু সকল ধরনের ট্রেডিং এ লাগলেও এটির গুরুত্ব "ডে ট্রেডারদের" কিংবা "লেভারেজ ট্রেডারদের" জন্য খুবই প্রয়োজনীয়। কারণ যারা খুবই কম সময়ের জন্য ট্রেড করে, তাদেরকে টেকনিক্যাল এনালাইসিসে ভালো রকমের দক্ষ হতে হয়, না হলে ক্ষতির সম্মুখীন হতে হয়।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Ricky on December 15, 2020, 07:47:13 PM
আপনি একটি কয়েন দিয়ে ট্রেডিং করবেন। বাট সেই কয়েন এর বাজার বিশ্লেষণ এবং ট্রেডিং টেকনিক্যাল এনালাইসিস কিভাবে বের করবেন। আর মূলত আমি জানতে চাই টেকনিক্যাল এনালাইসিস আমরা কিভাবে বুঝতে পারবো আর টেকনিক্যাল এনালাইসিসআমাদের ট্রেড করার জন্য কতটুকু ভূমিকা পালন করবে

অনেকেই অনেকভাবে বলেছে এবং আমি সহজ কথায় বিষয়টি বোঝানোর পাশাপাশি অনেকের রিপ্লাইগুলোতে কিছু কিছু তথ্য না থাকায় সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সহজ কথায় বললে, বিভিন্ন ইন্ডিকেটর এবং ট্রেডিং চার্টের বিশ্লেষণের মাধ্যমে কোনো কয়েন/কারেন্সির মূল্যে উর্ধ্বগতি নাকি নিম্নগতি হইতে পারে, সেটি বুঝার জন্য যে বিশ্লেষণ করে থাকি, সেটিই হলো টেকনিক্যাল এনালাইসিস। আর টেকনিক্যাল এনালাইসিসের জন্য আপনাকে বিভিন্ন ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে, সাপোর্ট-রেজিসট্যান্ট লেভেল কোথায় তৈরি হচ্ছে, বিভিন্ন আওয়ালি চার্টে ক্যান্ডেলগুলো কেমন অবস্থানে আছে প্রভৃতি বিষয়গুলোর উপর নজর বেশি দিতে হবে।  এখন আসি টেকনিক্যাল এনালাইসিস ট্রেডিং এ কেমন ভূমিকা রাখে। সহজ কথায় যদি বলি , টেকনিক্যাল এনালাইসিস কিন্তু সকল ধরনের ট্রেডিং এ লাগলেও এটির গুরুত্ব "ডে ট্রেডারদের" কিংবা "লেভারেজ ট্রেডারদের" জন্য খুবই প্রয়োজনীয়। কারণ যারা খুবই কম সময়ের জন্য ট্রেড করে, তাদেরকে টেকনিক্যাল এনালাইসিসে ভালো রকমের দক্ষ হতে হয়, না হলে ক্ষতির সম্মুখীন হতে হয়।
ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর ভাবে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বুঝিয়েছেন। আপনি অনেক সহজ ভাবে বলার চেষ্টা করেছেন আশা করি আপনার পোষ্ট থেকে সবাই বুঝতে পারবে আপনি ঠিক বলেছেন যারা শর্ট টাইম এর জন্য ট্রেড করে থাকেন তাদেরকে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস এর ওপর ভালো দক্ষতা থাকতে হবে নাহলে অনেক বেশি রিক্স হয়ে যাবে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Damrai5$ on December 15, 2020, 11:19:52 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।

টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে এর সম্পর্কে আপনার কাছ থেকে ধারণা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বলার জন্য।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Cz Rock on December 22, 2020, 04:37:46 AM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।

টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে এর সম্পর্কে আপনার কাছ থেকে ধারণা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বলার জন্য।
ভাই আপনি একদম ঠিক বলেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস তিন ধরনের। ট্রেনিং করার সময় টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে গভীর জ্ঞান থাকা দরকার। যদি টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ভালো কিছু না জানেন তাহলে প্রতিবারই ট্রেনিং এ লস হবে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Riktakhanom on December 22, 2020, 05:00:22 AM
ট্রেড করার সময় মার্কেট ঠিক ভাবে এনালাইসিস করতে না পারলে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও দক্ষতা থাকে তাদের ক্ষেত্রে ট্রেড অনেক সহজ হয়ে উঠে. টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে প্রযুক্তির দিক দিয়ে ও নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে মার্কেট গভীর ভাবে বিশ্লেষণ।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: XM8 on December 22, 2020, 07:09:27 AM
আপনি যদি ট্রেড করতে চান তাহলে আগে আপনাকে বাজার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অর্থাৎ আপনি যে বিষয়ে উপর ট্রেড করতে চাচ্ছেন সে বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তাই আমার মনে হয় আগে আপনি ফোরামের সময় দিন তাহলে আস্তে আস্তে ট্রেড সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Tunir Baap on December 22, 2020, 01:43:04 PM
আসলে ট্রেডিং সম্পর্কে আমি ভালো বলতে পারবোনা কারণ ফোরামে আমি অনেক জুনিয়র তাই ট্রেডিং সম্পর্কে আমার কোন ধারণা নেই তবে এর আগে ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী নিয়ে ফোরামের সিনিয়র মেম্বার রা অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন আশা করি সেখান থেকে ভালো কিছু জানতে পারবেন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Sasa on December 29, 2020, 03:25:08 AM
ট্রেড করার জন্য আমাদের মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন কেননা আমরা হুট করেই একটা মুদ্রা ট্রেড করতে পারবো না যদি মার্কেট সম্পর্কে না জেনে ট্রেড করে তাহলে সফলতা আসবে না তো এর জন্য টেকনিক্যাল এনালাইসিস এর ভূমিকা অনেক যদি আপনি মার্কেট সম্পর্কে ভাল জানেন কোন মার্কেটে কোন মুদ্রার দাম কেমন চলছে এবং সেই মুদ্রাটির ভবিষ্যৎ কেমন এবিষয়ে যদি আপনার ভাল রকম ধারনা থাকে তাহলে অবশ্যই ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Alvida on January 01, 2021, 06:50:11 AM
আমি নতুন নতুন ইউজার তাই আমার এই টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে এর সম্পর্কে কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই পোস্টটি থেকে আমি জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Milon626 on January 01, 2021, 08:01:39 AM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
খুব সুন্দর ভাবে আপনি বুঝিয়ে দিলেন টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে।  আমি টেকনিক্যাল এনালাইসিস নিয়ে কিছু জানতামই না, এখন তাও কিছুটা ধারণা পেলাম এখান থেকে।  ট্রেড করার জন্য যে টেকনিক্যাল এনালাইসিস অবশ্যই ভালো করে বুঝতে হতে সেটা বুঝে গেলাম এখন।                           
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Emon khan on January 01, 2021, 10:25:52 AM
টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আপনি খুবই সুন্দর একটি তথ্যবহুল পোস্ট করেছেন। আপনি এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেছেন যেটা যে কোন মেম্বার পড়লেই বুঝতে পারবে টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে।টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান বা ধারণা নেই তবে এই পোস্টটি পড়ার পর আমাদের সবার ধারণা হবে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে।টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যারা ট্রেডিং ট্রেড করে তাদের জন্য। ট্রেড করতে হলে বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখা জরুরী ।বিভিন্ন মার্কেটের এনালাইসিস সম্পর্কে জানতে হয় বিভিন্ন ট্রেড এনালাইসিস সম্পর্কে জানতে হয়। যে কয়েন এর উপর ট্রেড করা হবে সেই কয়েন এর গতি ভবিষ্যৎ অতীতের পরিবর্তন ইতিহাস ইত্যাদি সম্পর্কে জানা থাকা লাগে।
[/quo আসসালামুয়ালাইকুম টেকনিক্যাল এনালাইসিস কি এটা সম্পর্কে আমার কোন ধারণা নেই যদি কোন বড় ভাইয়ের জেনে থাকেন তাহলে  আমাকে উত্তরটা বলে দিন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Najmul on January 25, 2021, 12:07:28 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমার ট্রেড সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা হয়েছে। এবং কি টেকনিক্যাল এনালাইসিস কি তা ভালোভাবে বুঝতে পেরেছি।পোষ্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Ak600 on January 26, 2021, 08:22:24 AM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার এই পোস্ট থেকে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ভালো কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম। তবে আমি মনে করব আপনার এই পোস্ট থেকে সবাই শিখতে পারবে যারা নতুন ইউজার আছে তাদের উপকারে আসবে আমি মনে করি ধন্যবাদ আপনাকে
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Lutera94 on January 26, 2021, 08:41:43 AM
এনালাইসিস হলো তিন ধরনের এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
একটি শেয়ারবাজারের আগের রেকর্ড দেখে ভবিষ্যতে রেকর্ড কেমন হবে সেটা অনুমান করা কে টেকনিক্যাল এনালাইসিস বলে।
শর্টকাট এ খুব সহজ ভাষায় ব্যাপারটা বলে দিলেন, আমি আসলে এটাই বুঝি যে পুর্বের রেকর্ড ও প্রজেক্টের এক্টিভিটি দেখেই টেকনিক্যাল এনালাইসিস করা হয়। ভুল হলে মাফ করবেন
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: babu10 on January 27, 2021, 07:43:53 AM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।

একদম বাস্তব একটা কথা বলেছেন স্যার। আসলেই ইংরেজীতে যাকে বলে রোডম্যাপ এবং শ্বেতপত্র বা হোইটপেপার। একটা কয়েন এর গতি প্রকৃতি জানতে হলে অবশ্যই তার রোডম্যাপ এবং হোয়াইটপেপার সম্বন্ধে ভালো জ্ঞান থাকা আবশ্যক। তবে অনেকসময় টিম ভালো না হলে রোডম্যাপ অনযায়ী কাজ করে না তখন ইনভেস্টররা বিপদে পড়ে যায়। তাই ট্রেড করতে হলে অতি সাবধানতার সাথে ট্রেড করতে হবে এবং টোকেন এর প্রতি আনুগত্য কমিয়ে কয়েনের প্রতি ঝোঁকতে হবে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Acifix on January 31, 2021, 03:49:29 AM
ভাই  আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন। আপনার পোস্ট থেকে বুঝতে পারলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ। আপনার পোষ্ট দেখে আরো অনেকেই বুঝতে পারবে।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Herry on January 31, 2021, 05:14:07 AM
টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে আমরা সাধারণত বুঝি কোন একটা টোকেনের অতীত ইতিহাস গতিবিধি পরিবর্তন কেমন ছিল সেই বিষয়টি পর্যবেক্ষণ করাকেই টেকনিক্যাল এনালাইসিস বলা যায়। আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস ট্রেড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য ট্রেড করার আগে আমাদের উচিত টেকনিক্যাল এনালাইসিস করা।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: iRan Chy on February 08, 2021, 12:05:14 PM
টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে কখনো লিখে বুঝানো সম্ভব না। আপনি যদি শিখতে চান তবে, আপনাকে একটা কথাই বলব। টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ইউটিউবে অনেক ফ্রি টিউটোরিয়াল আছে। ঐগুলা দেখুন খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: AlviNess on February 08, 2021, 04:06:53 PM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আপনি সুন্দর ভাবে আলোচনা করেছেন।আশা করছি যারা এখনো এ বিষয়ে অবগত তারা যদি আপনার পোস্ট পড়ে তাহলে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। কারণ আপনি এখানে step-by-step উদাহরণসহ টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আলোচনা করেছেন।
Title: Re: টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে ?????
Post by: Tubelight on March 18, 2021, 06:10:52 AM
সাধারণত আমরা সবাই জানি এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে। সেই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস।
এখন আমরা জানবো টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে?

উত্তর:- কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। কারণ যে কোন কয়েন এর উপর ট্রেন্ড করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কয়েন টির ভবিষ্যৎ কয়েনের ইতিহাস কয়েন টির পরিবর্তন কয়েনটি গতি ইত্যাদি।এ বিষয়ে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা সবাই ট্রেড করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হব।
ধন্যবাদ ভাই কারণ আপনি টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনার এই পোস্ট পড়ে আমি টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে কিছু তথ্য জানতে পারলাম।