Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 14, 2021, 06:24:23 AM

Title: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Malam90 on February 14, 2021, 06:24:23 AM
কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র‌্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান

টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Tepona on February 14, 2021, 10:42:52 PM
ধন্যবাদ। অনেক জায়গায় দেখেছি র‌্যাংকের বিষয় নিয়ে আলোচনা। তবে এটি পিন পোস্ট করেছেন, নতুনদের বুঝতে সুবিধা হবে।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Malam90 on February 15, 2021, 10:11:59 AM
ধন্যবাদ। অনেক জায়গায় দেখেছি র‌্যাংকের বিষয় নিয়ে আলোচনা। তবে এটি পিন পোস্ট করেছেন, নতুনদের বুঝতে সুবিধা হবে।

সমস্যা হচ্ছে নতুন ভাইয়েরা পিন পোস্ট দেখে পড়েনা সেগুলো। অথচ পিন পোস্টগুলো করা হয় গুরুত্বপূর্ণ যেগুলো সবার জন্য দরকারী সেগুলোকে। তাই নতুন ভাইদের জন্য বেশি জরুরী হচ্ছে পিন পোস্ট গুলো পড়া।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Milon626 on March 04, 2021, 05:00:57 AM
কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র‌্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান

টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।
আমি ফোরামে নতুন হিসেবে এই বিষয়টা আমার জানা ছিলো ন৷।  কতো পোস্টে কোন র‍্যাংক অর্জন করা যায় সেইটা আমি আপনার এই পোস্ট টি পড়ে জানতে পারলাম।  তবে ভাই, কতো দিন লাগে একেকটা র‍্যাংক অর্জন করতে সেইটা যদি জানাতেন তাহলে আরও বেশি উপকার হতো।
ধন্যবাদ ভাই।                                   
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Tubelight on March 04, 2021, 02:19:30 PM
 ধন্যবাদ ভাই আপনাকে অ্যাক্টিভিটি সম্পর্কে এত সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য। আমি ফোরামে একেবারে নতুন তাই কত অ্যাক্টিভিটি হলে কি রেঙ্ক অর্জন করা যাবে সে বিষয়ে আমার কোন ধারণা নেই। তবে এখানে আপনি অনেক স্পষ্ট ভাবে রেঙ্ক সম্পর্কে আলোচনা করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি আলোচনা করার জন্য।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Rockalo on March 20, 2021, 07:42:34 AM
ধন্যবাদ ভাই। ফোরামের কোন র‌্যাংকের জন্য কত অ্যাক্টিভিটি দরকার তা জানতাম না। এখান থেকে জানতে পারলাম।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Farhana on March 25, 2021, 07:55:17 PM
ধন্যবাদ নয় কৃতজ্ঞতা স্বীকার করি আপনার প্রতি আপনার এই টপিকটি আমার মত নতুন্দের জন্য খুবিই গুরুত্বপূর্ন এবং প্রতিটা র‍্যাংক অর্জন করার জন্য লক্ষ নির্ধারন করার জন্য দরকার । এই টপিকটি দেখে কোন র‍্যাংক কখন অর্জন করতে পারব তা সহজেই নির্ধারন করতে পারি।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Centus on March 27, 2021, 10:47:00 AM
ধন্যবাদ সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ফোরামে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তবে এই সপ্তাহের এমবি কেনার মত টাকা ছিলনা। তাই বাউন্টি করতে পারিনি। অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করব।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Jokar on April 11, 2021, 03:55:05 PM
কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র‌্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান

টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার পোস্টটি করার জন্য। আমি আগে জানতাম না যে কত পোস্টে কি মেম্বার হওয়া যায়। আপনার পোষ্টের মাধ্যমে তারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখান থেকে আমি জানতে পারলাম যে কত পোস্ট করলে আমি কি মেম্বার হতে পারব। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Danilo Malaggay on April 12, 2021, 01:48:34 PM
খুবই উপকৃত একটি পোষ্ট যা নতুন / পুরাতন উভয়েরই কাজে আসবে
আমারও একটি অভিজ্ঞতা হলো আপনার এই পোষ্টটি পড়ার পরে।
ধন্যবাদ
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Akash Ahmed on April 16, 2021, 05:49:41 PM
ধন্যবাদ ভাই আমাদের সাথে এত সুন্দর একটি ইনফরমেশন শেয়ার করার জন্য। আমি ফোরামে নতুন তাই এ বিষয়ে আগে জানতাম না। আশা করছি এভাবেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফর্মেশন আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Cadaver20 on April 19, 2021, 08:32:22 PM
আমি এই ফোরামে জয়েন হবার পরপরই এ ধরনের একটি পোস্ট খুঁজেছিলাম কিন্তু তখন পাই নি। আজকে এটা পেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। সেই সাথে আরো একটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে বিটকয়েন ফোরামে যেমন এক্টিভিটির সাথে মেরিট লাগে র‍্যাংক আপ হওয়ার জন্য তেমনি এখানে কোন ফ্যাক্টর আছে কিনা?
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Arnob63 on April 30, 2021, 10:29:04 AM
খুবই গুরুত্বপূর্ন  একটি পোস্ট। আমাদের মত যারা নতুন ফোরামে যুক্ত হয়েছি তাদের জন্য সবচেয়ে গুরত্বপূর্ন বিষয়।অনেক ধন্যাবাদ আপানকে এটি শেয়ার করার জন্য।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Mosarof on May 01, 2021, 07:01:26 PM
কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র‌্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান

টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এর আগে আমার জানা ছিলনা কত এক্টিভেট কোন রেঙ্ক আপনার মাধ্যমে এখন বিস্তারিত জানতে পারলাম।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: RSRS on May 13, 2021, 01:24:47 PM
আমি কিছুদিন হলো ক্রিপ্টোকারেন্সি এর সাথে সংযুক্ত হয়েছে। আমার কোন বিষয় সম্পর্কে জ্ঞান বা ধারণা নেই। আপনাদের পোস্ট করে আমি যথেষ্ট পরিমাণ জ্ঞান বা ধারণা অর্জন করতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Malam90 on May 13, 2021, 02:31:55 PM
আমি কিছুদিন হলো ক্রিপ্টোকারেন্সি এর সাথে সংযুক্ত হয়েছে। আমার কোন বিষয় সম্পর্কে জ্ঞান বা ধারণা নেই। আপনাদের পোস্ট করে আমি যথেষ্ট পরিমাণ জ্ঞান বা ধারণা অর্জন করতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

আমি চেক করে দেখলাম আপনার পোস্ট কোয়ালিটি অনেক খারাপ হচ্ছে। নতুন অবস্থায় বেশি বেশি ক্রিপ্টো সম্পর্কে জানুন। বেশি বেশি টপিক পড়ুন। ফোরামের পিন পোস্টগুলো বেশি করে পড়ুন। তারপর আস্তে আস্তে  কমেন্ট করতে শুরু করুন। প্রথমে এসেই জ্ঞান না থাকায় কমেন্ট শুরু করেছেন যা স্পষ্টত লো কোয়ালিটি ও বেশি পোস্ট করার কারণে স্পাম হয়ে যাচ্ছে। তাই আপনাকে শুরুতেই সাবধান ও পথ বলে দিলাম। আশা করি শুধরে নিয়ে সুন্দর ভাবে সামনে এগিয়ে যাবেন। ধন্যবাদ।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: md antor hasan on June 01, 2021, 03:43:41 PM
অনেক ধনবাদ ভাই বিষয়টি শেয়ার করার জন্য। কত একটিভিটি তে কোন র‍্যাংক আগে  জানতাম না আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Kmrul on June 14, 2021, 08:28:57 PM
আমি ফোরামে নতুন তাই কোন র‍্যাংকের জন্য কত এমটিভি  দরকার সেটা আমার জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে নতুনদের  সাহায্য করার জন্য ধন্যবাদ।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Diknel on July 22, 2021, 08:22:09 AM
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। কোন র‌্যাংক এর জন্য কত অ্যাক্টিভিটি দরকার সেটা আমার জানা ছিল না। কিন্তু আপনার পোস্ট থেকে আমি জানতে পারলাম কোন র‌্যাংক এর জন্য কত অ্যাক্টিভিটি দরকার।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Aeso on August 10, 2021, 04:53:59 AM
আপনাকে অনেক ধন্যবাদ কোন ব্যাংকের জন্য কতটুকু একটিভিটি দরকার তা আমার জানা ছিল না আপনার পোষ্ট থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এরকম পোস্ট করলে নতুন কিছু সম্পর্কে ধারণা ও আইডিয়া পাওয়া যায়
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: MD Shakib Islam Joy on August 23, 2021, 08:16:46 PM
স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ আগে আমি একটা ডিপ্রেশনে ছিলাম জেএফরামে কত পোস্টে কোন মেম্বার এবং কত পয়েন্ট হলে কাজ করা যায় সেটা আমি ভালোভাবে জানতাম না তারপর আপনাদের এই ফর্মটা করে শিখতে পারলাম অনেক কিছু ধন্যবাদ আমি নতুন কাজ শুরু করেছি সবাই আমাকে দোয়া করবেন সবাই ভাল থাকবেন
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: MD Imran Khan on August 28, 2021, 05:10:54 AM
কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র‌্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান

টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই পোস্টটি করার জন্য এটি আমি বুঝতাম না কোন ব্যাংকের জন্য কত অ্যাক্টিভিটি লাগে কিন্তু আপনার এই পোস্টটি করে তা জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি করার জন্য আপনাকে আশা করি নতুনদের জন্য যা যা দরকার সকল ধরনের পোস্ট করবেন তাহলে আমরা অনেক উপকৃত হব
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Sumi on October 14, 2021, 10:44:57 AM
আমি ফোরামে নতুন হিসেবে এই বিষয়টা আমার জানা ছিলো ন৷।  কতো পোস্টে কোন র‍্যাংক অর্জন করা যায় সেইটা আমি আপনার এই পোস্ট টি পড়ে জানতে পারলাম।  তবে ভাই, কতো দিন লাগে একেকটা র‍্যাংক অর্জন করতে সেইটা যদি জানাতেন তাহলে আরও বেশি উপকার হতো।
ধন্যবাদ ভাই।                                   
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: JISAN on November 07, 2021, 04:42:22 PM
কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র‌্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান

টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।

আসলে ফোরামে র‍্যাংক নিয়ে অনেক এ অনেক পোস্ট করে কিন্তু আপনের মতো এত সুন্দর ভাবে কেউ বুঝিয়ে বলে না এ রকম সুন্দর ভাবে বুঝিয়ে বললে নতুন দের অনেক সুবিধা হয়। তারা অনেক কিছু বুঝে না অনেক সময় অনেক বড় বড় ভুল করে। তাদের জন্য আপনের পোস্ট গুলা খুবই প্রয়োজনীয়। এতে নতুন দের অনেক উপকার হবে। ধন্যবাদ ভাই
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Pagla on November 17, 2021, 01:55:33 PM
এই ফোরামে নতুন হওয়ায় রেঙ্ক আপ এ বিষয়ে জানা ছিলো না আমাদের মাঝে এ বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কত অ্যাকটিভিটিতে কি রেঙ্ক হয় জানা ছিল না আপনার মাধ্যমে জানতে পারলাম।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Maxx_qqwx on December 15, 2021, 08:39:27 PM

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান


অনেক ভাল তথ্য শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসছে ফরামের তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশাকরি। এটা অনেক ভাল কাজ হয়েছে।
এই ফরামের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। আশাকরি সামনে আরো হবে। সাথে আছি।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Imran88 on March 08, 2022, 04:24:03 AM
ধন্যবাদ আপনাকে,
আপনার পোস্ট পড়ে রেঙ্ক বিষয়ে স্পষ্ট ধারণা পেলাম।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Fulshai on March 08, 2022, 11:38:49 AM
এই ফোরামে যারা নতুন। তাদের উদ্দেশ্যে এম আলম 90 ভাই একটি সুন্দর গুরুত্বপূর্ণ পোষ্ট দিয়েছেন। তাই আমিও এই ফোরামে নতুন। আমি সহ নতুন সবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টগুলো যদি আমরা ফলো করি তাহলে ফোরামে কোন সমস্যা হবে না। তাই আশা করি সবাই এই পোস্টগুলো অনুসরণ করব।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Madmax789 on November 15, 2022, 01:31:00 PM
আমি ফর্মে নতুন তবে আপনার পোষ্টা টি পড়ে অনোক উপকৃত হলাম আরা আমারা যারা নতুন সদস্য আছি তারা এই একটিভ ভাবে কাজ করি তাহলে আমরা আস্তে আস্তে সফ্যেলের দিকে এগিয়ে যাব।ধন্যবাদ ভাইয়া।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Web Designer on December 19, 2023, 04:21:09 PM
এখন কথা হলো আমরা যারা নতুন আছি তারা কি পোস্ট করলেই এক এক্টিভিটি বাড়বে? আর বেশি পোস্ট করলে কি কোন সমস্যা হবে?
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Spyroo on December 20, 2023, 02:38:21 PM
এখন কথা হলো আমরা যারা নতুন আছি তারা কি পোস্ট করলেই এক এক্টিভিটি বাড়বে? আর বেশি পোস্ট করলে কি কোন সমস্যা হবে?
এই ফোরামে পোস্ট করলেই এক্টিভিটি বাড়বে। আপনি যত পোস্ট করবেন আপনার ততগুলো এক্টিভিটি কাউন্ট হবে।

বেশি পোস্ট করলে সময়টা হতে পারে। আপনি দৈনিক বিভিন্ন সেকশনে পোস্ট করে সর্বমোট ১০টি পোস্ট করতে পারেন মনে হয় এতে কোন সমস্যা হবে না।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Web Designer on December 20, 2023, 05:38:51 PM
এখন কথা হলো আমরা যারা নতুন আছি তারা কি পোস্ট করলেই এক এক্টিভিটি বাড়বে? আর বেশি পোস্ট করলে কি কোন সমস্যা হবে?
এই ফোরামে পোস্ট করলেই এক্টিভিটি বাড়বে। আপনি যত পোস্ট করবেন আপনার ততগুলো এক্টিভিটি কাউন্ট হবে।

বেশি পোস্ট করলে সময়টা হতে পারে। আপনি দৈনিক বিভিন্ন সেকশনে পোস্ট করে সর্বমোট ১০টি পোস্ট করতে পারেন মনে হয় এতে কোন সমস্যা হবে না।

ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য।
আমি ইতি মধ্যে অনেক পোস্ট করেছি এবং নানাধরণের টপিক দেখে সাধারণ বিষয়গুলো জানা বা বুঝার চেষ্টা করতেছি। আশাকরি খুব স্বল্প সময়ের মধ্যেই ফরমের রুলস রেগুলেশ সম্পকে সব জানতে পারবো।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Spyroo on December 21, 2023, 06:30:26 AM
এখন কথা হলো আমরা যারা নতুন আছি তারা কি পোস্ট করলেই এক এক্টিভিটি বাড়বে? আর বেশি পোস্ট করলে কি কোন সমস্যা হবে?
এই ফোরামে পোস্ট করলেই এক্টিভিটি বাড়বে। আপনি যত পোস্ট করবেন আপনার ততগুলো এক্টিভিটি কাউন্ট হবে।

বেশি পোস্ট করলে সময়টা হতে পারে। আপনি দৈনিক বিভিন্ন সেকশনে পোস্ট করে সর্বমোট ১০টি পোস্ট করতে পারেন মনে হয় এতে কোন সমস্যা হবে না।

ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য।
আমি ইতি মধ্যে অনেক পোস্ট করেছি এবং নানাধরণের টপিক দেখে সাধারণ বিষয়গুলো জানা বা বুঝার চেষ্টা করতেছি। আশাকরি খুব স্বল্প সময়ের মধ্যেই ফরমের রুলস রেগুলেশ সম্পকে সব জানতে পারবো।
ফোরামে যথেষ্ট পরিমাণ সময় দিন এবং নিয়ম-নীতিগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করুন এবং শেখার চেষ্টা করুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন ধন্যবাদ।
Title: Re: কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি দরকার?
Post by: Home200 on January 08, 2024, 06:44:06 PM
কোন র‌্যাংকের জন্য কত একটিভিটি/পোস্ট প্রয়োজন সেগুলো নিয়ে আগে কয়েকটা পোস্ট করেছিলাম। সেখানে কিছু কারেকশান হওয়ায় র‌্যাংক ও প্রয়োজনীয় একটিভিটি নিয়ে এবার সম্পূর্ণ তথ্যটি দিলাম।

০ একটিভিটি= নিউবি
১-৪ একটিভিটি = ফাস্ট স্টেপ
৫-৪৫ একটিভিটি= বেবি স্টেপ
৪৬-৮৯ একটিভিটি= জুনিয়র মেম্বার
৯০-১৩৫ একটিভিটি= মেম্বার
১৩৬-৩১১ একটিভিটি= ফুল মেম্বার
৩১২-৬৯৯ একটিভিটি= সিনিয়র মেম্বার
৭০০-১১৯৯ একটিভিটি= হিরো মেম্বার
১২০০-৪৯৯৯ একটিভিটি লিজেন্ডারী
৫০০০-৯৯৯৯ একটিভিটি = মিথিকাল
১০০০০+ একটিভিটি= পাডাওয়ান

টপিকটা নতুনদের সেকশনেও দিলাম। নতুনদের অনেক জিজ্ঞাসা থাকে বিষয়টা নিয়ে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্ট দেওয়ার জন্য অনেক উপকার হয়েছে আমার।