Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Goldlife on April 19, 2021, 10:01:16 AM

Title: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Goldlife on April 19, 2021, 10:01:16 AM
হঠাৎ করেই ডগি কয়েন এর দাম এতটা বৃদ্ধি হওয়ার পেছনের কারণ কি?
এইতো সেদিন ডগি কয়েন এর মূল্য ছিল 0.002। তার কিছুদিন পরেই এক্কেবারে লাফিয়ে 0.05 এ উঠে গেল ‌‌। তারপর কিছুদিন স্থির থেকে হঠাৎ করে আবার আকাশছোঁয়া  ডগি কয়েন এর দাম এর পেছনের কারণ আজও অজানা।
এই পরিস্থিতিতে ডগি কয়েন যে কোন পর্যায়ে পৌঁছে যাবে তা কিন্তু বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আপনাদের কি মনে হয় ডগি কয়েন এর দাম কি আরও বাড়বে নাকি কুমে যাবে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Crypto_Somrat on April 19, 2021, 11:25:40 AM
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে ডগি কয়েন অনেক ভালো একটি কয়েন। যার দাম আগেই বৃদ্ধি হওয়া উচিত ছিল কিন্তু এখন একটু দেরি হলেও দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। ক্রিপ্টো মার্কেটে উত্থান-পতন থাকবেই। এখানে কখন কি হয়ে যায় বলা মুশকিল। তাই ডগি কয়েন এর দাম বৃদ্ধি পেয়েছে এটা অস্বাভাবিক কিছু নয়। ভবিষ্যতে ডগি কয়েন এর দাম আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Triedboy on April 19, 2021, 12:31:07 PM
এটি কিন্তু খুবই কমন একটা বিষয় ক্রিপ্টোকারেন্সি আমরা যারা আছি সবাই কিন্তু ডগি কয়েন প্রাইস কিভাবে এত তাড়াতাড়ি বৃদ্ধি পেল তার বিস্তারিত কিছুটা হলেও জানি। বেশ কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম Doge coin নিয়ে যখন ইলন মাস্ক তার টুইটার পেজে পোস্ট দিল তারপরে এই কয়েনটি প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছে। তারপরে কিছুদিন ডগি কয়েন প্রাইস ডাম্পিং হয়েছিল কিন্তু আবারও অনেক বৃদ্ধি পেয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি ডগি কয়েন প্রাইস 1 ডলারে হিট করবে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Malam90 on May 15, 2021, 03:39:26 PM
ডগির মত মিমি কয়েনকে চান্দে তোলার পেছনে ইলনমাস্ক বড় ভূমিকা পালন করেছে। যে কয়েন একসময় ১০০০০ এর দাম ছিলো মাত্র ৩ ডলার। উঠালে খরচ পুষাবেনা বলে গেমস খেলে নস্ট করেছি কত বার। আর  এখন সেই ১০কে ডগি থাকে ৬০০০+ ডলার। ভাবা যায়?
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Review Master on May 15, 2021, 07:00:54 PM
ডগির মত মিমি কয়েনকে চান্দে তোলার পেছনে ইলনমাস্ক বড় ভূমিকা পালন করেছে। যে কয়েন একসময় ১০০০০ এর দাম ছিলো মাত্র ৩ ডলার। উঠালে খরচ পুষাবেনা বলে গেমস খেলে নস্ট করেছি কত বার। আর  এখন সেই ১০কে ডগি থাকে ৬০০০+ ডলার। ভাবা যায়?

আমি গতবছর একজনকে $৫ এর ডোজকয়েন দিয়েছিলাম এবং $৫ কম দেখে সেই ব্যক্তি সেই ডোজকয়েনগুলো ওয়ালেটে রেখে দিয়েছিল। কিছুদিন আগে তার এড্রেসে দেখি ওসব ডোজকয়েন এখনো পড়ে আছে, যার মূল্য প্রায় এখন $৬০০+ এবং তাকে জানালাম যে, তোমার ডোজকয়েন ওয়ালেট দেখ। সে ওয়ালেট দেখার পর সেই খুশি।  ;D

ইলন মাস্ক এবার ডোজকয়েনকে $১ এর চেয়ে অনেক অধিক মূল্যে নিয়ে যাবে। কারণ ক্রিপ্টো কমিউনিটিতে অনেক জল্পনা-কল্পনা চলতেছে যে, কয়েনবেজ ডোজকয়েনকে লিস্ট করবে। আর এটি যদি সত্য হয়ে যায়, তাহলে ডোজকয়েন অন্য গ্যালাক্সিতে চলে যাবে। কিন্তু যতই এর মূল্য বৃদ্ধি হোক না কেন, যারা সর্বোচ্চ মূল্যে ক্রয় করবে, তারা সকলে একসময় প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। তাই যারা সাময়িক লাভের জন্য ট্রেড করতেছেন, তারা ডোজকয়েনে লাভ করলেই বের হয়ে যান। কারণ এটির প্রতিষ্ঠাতাই ক্রিপ্টোকারেন্সিকে হাসাঠাট্টার করার জন্য তৈরি করেছিল এবং কোনো ডেভেলপার এই ব্লকচেইনের সুরক্ষার জন্য কাজ করতেছে নাহ।  ;)
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Malam90 on May 17, 2021, 01:00:54 PM
ডগির মত মিমি কয়েনকে চান্দে তোলার পেছনে ইলনমাস্ক বড় ভূমিকা পালন করেছে। যে কয়েন একসময় ১০০০০ এর দাম ছিলো মাত্র ৩ ডলার। উঠালে খরচ পুষাবেনা বলে গেমস খেলে নস্ট করেছি কত বার। আর  এখন সেই ১০কে ডগি থাকে ৬০০০+ ডলার। ভাবা যায়?

আমি গতবছর একজনকে $৫ এর ডোজকয়েন দিয়েছিলাম এবং $৫ কম দেখে সেই ব্যক্তি সেই ডোজকয়েনগুলো ওয়ালেটে রেখে দিয়েছিল। কিছুদিন আগে তার এড্রেসে দেখি ওসব ডোজকয়েন এখনো পড়ে আছে, যার মূল্য প্রায় এখন $৬০০+ এবং তাকে জানালাম যে, তোমার ডোজকয়েন ওয়ালেট দেখ। সে ওয়ালেট দেখার পর সেই খুশি।  ;D

ইলন মাস্ক এবার ডোজকয়েনকে $১ এর চেয়ে অনেক অধিক মূল্যে নিয়ে যাবে। কারণ ক্রিপ্টো কমিউনিটিতে অনেক জল্পনা-কল্পনা চলতেছে যে, কয়েনবেজ ডোজকয়েনকে লিস্ট করবে। আর এটি যদি সত্য হয়ে যায়, তাহলে ডোজকয়েন অন্য গ্যালাক্সিতে চলে যাবে। কিন্তু যতই এর মূল্য বৃদ্ধি হোক না কেন, যারা সর্বোচ্চ মূল্যে ক্রয় করবে, তারা সকলে একসময় প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। তাই যারা সাময়িক লাভের জন্য ট্রেড করতেছেন, তারা ডোজকয়েনে লাভ করলেই বের হয়ে যান। কারণ এটির প্রতিষ্ঠাতাই ক্রিপ্টোকারেন্সিকে হাসাঠাট্টার করার জন্য তৈরি করেছিল এবং কোনো ডেভেলপার এই ব্লকচেইনের সুরক্ষার জন্য কাজ করতেছে নাহ।  ;)

হা, এটা হাই রিস্কি। একসময়ে ইলন বলবে যে ডগি কয়েনের অমুক তমুক যেটা বর্তমানে বিটকয়েনের মাইনিং নিয়ে বলছে। আর তখন ডগি কয়েন সেই ফল করবে। তাই এখন ডগি কয়েনে ইনভেস্ট না করার জন্য সবাইকে সতর্ক হতে বলছি।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: babu10 on May 17, 2021, 04:31:22 PM
একমাত্র ইলনমাস্ক ছাড়া ডগি কয়েন এর দাম বাড়ার কোন কারণতো আমি দেখিনা। তবে এসব প্রমোশনাল কয়েনে ইনভেস্ট করার আগে ১০০ বার চিন্তা করা উচিত কারণ এই কয়েনের দাম যেই কোন মুহুর্তে ধস নামতে পারে প্রমোশন শেষ হলে যেমন ইলনমাস্ক এখন আস্তে আস্তে বিটকয়েন থেকে বের হয়ে আসার চিন্তা করতেছে যেটা তার কথাবার্তায় বুঝা যায় তাহলে  এখনে চিন্তা করুন যারা বেশী দামে কুকুর কয়েন কনেছে তারা কি পরিমান টেনশনে আছে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Herry on May 19, 2021, 05:59:29 PM
ডগ কয়েন এর দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ডগি কয়েনে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। আমরা যারা এই ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আছি তারা সকলেই জানি যে ইলন মাস্ক এর টুইটার ফলোয়ার অনেক তিনি যে করেননি এই টুইট করেন সেই কয়েনের দাম রাতারাতি বেড়ে যায়। আর যেহেতু সে ডগি কয়েন বিনিয়োগ করেছে অবশ্যই ডগি কয়েন এর দাম বৃদ্ধি পাবে। আর সেজন্যই ডগি কয়েন এর দাম এত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Malam90 on May 21, 2021, 06:34:08 AM
একমাত্র ইলনমাস্ক ছাড়া ডগি কয়েন এর দাম বাড়ার কোন কারণতো আমি দেখিনা। তবে এসব প্রমোশনাল কয়েনে ইনভেস্ট করার আগে ১০০ বার চিন্তা করা উচিত কারণ এই কয়েনের দাম যেই কোন মুহুর্তে ধস নামতে পারে প্রমোশন শেষ হলে যেমন ইলনমাস্ক এখন আস্তে আস্তে বিটকয়েন থেকে বের হয়ে আসার চিন্তা করতেছে যেটা তার কথাবার্তায় বুঝা যায় তাহলে  এখনে চিন্তা করুন যারা বেশী দামে কুকুর কয়েন কনেছে তারা কি পরিমান টেনশনে আছে।

আমি এই ডগি বা কুত্তে কয়েনে বিনিয়োগ করার খেত্রে মোটেও আগ্রহী না। একসময় ১০০০০ ডগির দাম ছিলো ৩ ডলার। কত ডগি নষ্ট করেছি দাম নেই বলে। এখন সেই ডগির দাম দেখলে মাথায় কাজ করেনা। যাই হোক ডগি কয়েনে কেউ বিনিয়োগ করার আগে অন্তত ১০০০ বার ভাববেন। ধরা খাইলে কিন্তু জামিন নাই মানে ইলন কুত্তে কয়েন সেল দিলে আপনাগো ডলার নাই হয়ে যাবে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Rokon5 on June 06, 2021, 05:17:40 AM
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে ডগি কয়েন অনেক ভালো একটি কয়েন। যার দাম আগেই বৃদ্ধি হওয়া উচিত ছিল যাইহোক অবশেষে এর দাম বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যৎ এর দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Rifan Khan on June 23, 2021, 12:45:04 PM
আমরা কিপ্ট কারেন্সি মার্কেটে দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই ডগি কয়েন এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। ডগি কয়েন এর দাম কি কারনে এরকম বৃদ্ধি পাচ্ছে। সেটা আমি ভালোভাবে জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে একটু বলবেন। এখন বর্তমান সময়ে এটি যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে এটি অনেক বেশি বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Farhana on June 29, 2021, 08:06:19 AM
একমাত্র ইলনমাস্ক ছাড়া ডগি কয়েন এর দাম বাড়ার কোন কারণতো আমি দেখিনা। তবে এসব প্রমোশনাল কয়েনে ইনভেস্ট করার আগে ১০০ বার চিন্তা করা উচিত কারণ এই কয়েনের দাম যেই কোন মুহুর্তে ধস নামতে পারে প্রমোশন শেষ হলে যেমন ইলনমাস্ক এখন আস্তে আস্তে বিটকয়েন থেকে বের হয়ে আসার চিন্তা করতেছে যেটা তার কথাবার্তায় বুঝা যায় তাহলে  এখনে চিন্তা করুন যারা বেশী দামে কুকুর কয়েন কনেছে তারা কি পরিমান টেনশনে আছে।

আমি এই ডগি বা কুত্তে কয়েনে বিনিয়োগ করার খেত্রে মোটেও আগ্রহী না। একসময় ১০০০০ ডগির দাম ছিলো ৩ ডলার। কত ডগি নষ্ট করেছি দাম নেই বলে। এখন সেই ডগির দাম দেখলে মাথায় কাজ করেনা। যাই হোক ডগি কয়েনে কেউ বিনিয়োগ করার আগে অন্তত ১০০০ বার ভাববেন। ধরা খাইলে কিন্তু জামিন নাই মানে ইলন কুত্তে কয়েন সেল দিলে আপনাগো ডলার নাই হয়ে যাবে।

ভাল তথ্য দিয়েছেন সুযোগ্য প্রিয় মডারেটর আপনি এই কথা না বললে হয়তো অনেকেই অনায়াসে এই কয়েনে ইনভেস্ট করতো এখন সবাই আপনার এই পোস্ট পড়লে তারা অবশ্যই ইনভেস্ট করার আগে একবার হলেও ভাববে। অনেকে লসের হাত থেকে বাচবে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Suma Islam on July 04, 2021, 05:48:48 PM
ডগি কয়েন খুব অল্পসময়ের মধ্যেই রাতারাতি এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু কিপটা কারেন্সি মার্কেটিং কিছু কিছু সদস্য বলেছিল যে যন্ত্রের খুব তাড়াতাড়ি ধস নামতে শুরু করবে। এটা এখন আমরা প্রায় সবাই দেখতে পারছি। হঠাৎ করে বিটকয়েনের ধর্মের পাশাপাশি কয়েনের দাম ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করেছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবার ডগি কয়েন এর উপর এতটাই বিশ্বাস অর্জন করেছিল যে সবাই তখন ডগি কয়েন কিনতে শুরু করেছিল। কিন্তু এখনকার দিকে তাকালে ডগি কয়েন বিক্রয় ঘুরতে গেলে প্রচুর পরিমাণ লাশের মুখ দেখতে হবে। এজন্যই বুদ্ধিকে কাজে লাগিয়ে সাথে সব সময় কাজ করা উত্তম।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: RSRS on July 09, 2021, 11:17:38 AM
ক্রিপ্টোকারেন্সি তে কখন কোন কয়েন উঠে যায় সত্যিই সেটা বোঝা দায়। যেমনটা ডগি কয়েন এর অবস্থা। যদিও মার্কেটে কোন কয়েন কখনোই স্থিতিশীল হয়ে থাকে না। তবে কিছু কিছু কয়েন হঠাৎ করেই আকাশচুম্বী দাম হয়ে যায় যেমনটা ডগি কয়েন এর ক্ষেত্রে হয়েছে। আমার মনে হয় ডগি কয়েন এর ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হবে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Diknel on July 31, 2021, 07:51:16 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আরেকটি জনপ্রিয় কয়েন হলো ডগি কয়েন। ক্রিপ্টো মার্কেটের বাজার কখন উঠানামা করে তা বুঝা যায় না। ডগি কয়েন খুব অল্প সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। ডগি কয়েন এর দাম বাড়ার কারণ হলো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ডগি কয়েন এ অনেক অর্থ বিনিয়োগ করেছেন। হয়তো এই কারণেই ডগি কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Trumpet on October 25, 2021, 04:59:39 PM
অতীতে ডগি কয়েন এর দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ছিলেন বিশ্ব বিখ্যাত কার নির্মাতা কোম্পানি তেসলা এলন মাস্ক। একাই ডগি কয়েন কে অনেক উপরে নিয়ে এসেছিলেন। এটাই অন্যতম কারণ ডগি কয়েন এর দাম বৃদ্ধি পাওয়ার। তবে ইদানিং কিন্তু দেখা যাচ্ছে ডগি কয়েন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। আশা করছি ডগি কয়েন এর মুল্য আবার বৃদ্ধি পাবে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Bitrab on October 28, 2021, 09:56:07 AM
আমি মনে করি ডগি কয়েন এর দাম যে কোন সময় 20 থেকে 30 ডলার হওয়ার সম্ভাবনা আছে। কারণ এটি একটি মিমি কয়েন হলেও বর্তমানে ইউজারদের কাছে অনেক বেশি জনপ্রিয়। তাই পুরনো কয়েন গুলোর মধ্যে যদি কোন কয়েনের দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পায়, তাহলে ডগি কয়েন এর দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি ডগি কয়েন এর ভবিষ্যৎ অনেক ভালো।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Tepona on November 20, 2021, 08:09:24 PM
ডগি কয়েন একটি মিমি কয়েন। বর্তমানে ডগি কয়েন এর বিভিন্ন ফান্ডামেন্টাল দিক রয়েছে। বর্তমানে ব্যবসায়ীরা এই কারণে বিনিয়োগ ও বাণিজ্য করতে পছন্দ করেন। এবং ডগি নিয়ে নতুন নতুন কয়েন বাজারে আসতে শুরু করেছে। সুতরাং মিমি জগতে বা অ্যানিম্যাল জগতে বিভিন্ন টোকেন এর উপর বিনিয়োগ দিন দিন বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। সুতরাং বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে তাকালে দেখা যায় যে বেশিরভাগ কয়েন হলো মিমি কয়েন। তবে ডগি কয়েন ব্লকচেইন কয়েন গুলোর মধ্যে একটি। লেনদেনের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে। তাই ভবিষ্যতে অন্যান্য প্রকল্পগুলোকে বিট করতে পারে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Nomansaikat on December 09, 2021, 09:38:23 PM
Doge coin এর দাম বাড়ার পেছনে আমি মনে করি এলন মাস্ক এর অনেক বড় অবদান আছে।এলন মাস্ক doge coin  নিয়ে একটা বার্তা দেওয়ার পর থেকেই doge coin এর দাম ধীরে ধীরে বেড়ে চলছে।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Centus on February 19, 2022, 12:24:24 PM
ডগি কয়েন এর দাম গত কয়েক মাসের তুলনায় বর্তমানে অনেক কম। ভবিষ্যতের ডগি কয়েন এর দাম 10 ডলার এ পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সেটা সুদূর ভবিষ্যতে। আমি মনে করি ভবিষ্যতে মূল্য অনেক বেশি বৃদ্ধি পাবে তবে বর্তমানে আগের তুলনায় অনেক কম। টোটাল বাজারের অবস্থা খারাপ তাই ডগি কয়েন এর দাম অনেক কমে গেছে। স্পেসএক্স যখন ডগি অন নামে একটি রকেট চাঁদে পাঠাবে তখন ডগি কয়েন এর দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই বিনিয়োগকারীদের ভবিষ্যতে দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করা উচিত। যাদের 50 সেন্ট অথবা 71 সেন্টে কেনা ছিল।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Perfect540 on February 22, 2022, 07:05:53 AM
ইলন মাস্ক বর্তমানে শীর্ষ ধনী ব্যক্তির স্থানে আছে। এবং তার বিভিন্ন পোস্ট এর ভিত্তিতে বলা যেতে পারে ইলন মাস্ক ডগি কয়েন এর জনক। অর্থাৎ ডগি কয়েন এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইলন মাস্ক এর কাছে। তাই প্রতিনিয়ত ডগি কয়েন এর ডেভলপমেন্ট গুলো ইলন মাস্ক করে যাচ্ছে। এবং টুইটারে বিভিন্ন টুইটে দেখা যায় ইলন মাস্ক ডগি কয়েন সম্পর্কে পজেটিভ কথা বলতেছে। তাই এরকম একটি হায়ার authority's ব্যক্তি ডগি কয়েন সম্পর্কে পজেটিভ মন্তব্য করা ডগি কয়েন এর দাম হু হু করে বৃদ্ধি পেতে থাকে। এটা কারো অজানা নয়।
Title: Re: Doge coin এর দাম বাড়ার কারণ?
Post by: Fulshai on March 26, 2022, 07:07:20 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডগি কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। যার বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে বিশ্বের বড় বড় ইনভেস্টরদের অবদান। বিশ্বের বড় ইনভেস্টর হচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্ক ডগি কয়েন সম্পর্কে পজেটিভ নিউজ তৈরি করেছিল। তারপরে রাতারাতি বৃদ্ধি পেয়েছে ডগি কয়েন এর দাম। আশা করি এভাবে যদি বিশ্বের বড় ইনভেস্টরা ডগি কয়েন সম্পর্কে পজিটিভ নিউজ তৈরি করে। ভবিষ্যতে কয়েনটি আরো বৃদ্ধি পাবে।