Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Dark Knight on July 23, 2021, 07:50:45 AM

Title: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Dark Knight on July 23, 2021, 07:50:45 AM
আবারও বিটকয়েনের বিনিময়ে গাড়ি বিক্রি শুরু করতে পারে টেসলা। সম্প্রতি এক ক্রিপ্টোকারেন্সি সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। তার ওই বক্তব্যের পর বিটকয়েনের বাজার মূল্য ছাড়িয়েছে ৩০ হাজার ডলার।

বিটকয়েন মাইনিংয়ের পেছনে বিপুল পরিমান বিদ্যুৎ শক্তি খরচ হয়। এই বিদ্যুৎ উৎপাদনে জৈব জ্বালানী ও খনিজ সম্পদের ব্যবহার ও পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে পরিবেশবাদীরা সোচ্চার বেশ কিছুদিন ধরে। আর ওই বিতর্কের জেরে মে মাসে বিটকয়েনের বিনিময়ে গাড়ি বিক্রি বন্ধ করে দেন মাস্ক।

তবে বিবিসি জানিয়েছে, সম্প্রতি ওই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। “টেসলা হয়তো আবার বিটকয়েন নেওয়া শুরু করবে”, ‘বি ওয়ার্ড ক্রিপ্টোকারেন্সি কনফারেন্স’-এ এই মন্তব্য করেন মাস্ক।

টেসলা আবার ক্রিপ্টোকারেন্সির বিনিমিয়ে গাড়ি বিক্রি করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাস্ক জানান, বিটকয়েন মাইনিংয়ে জৈব জ্বালানী ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছিলেন তিনি। “আমি এটা নিশ্চিত হতে চাচ্ছিলাম যে চাহিদার অন্তত ৫০ শতাংশ নবায়নযোগ্য খাত থেকে আসছে এবং এই সংখ্যাটা আরও বাড়ানোর চেষ্টাও আছে। তাই যদি হয়, টেসলা হয়তো আবার বিটকয়েন নেয়া শুরু করবে।”

আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন নেওয়া শুরু করায় চলতি বছরেই টেসলা ও মাস্কের সমালোচনায় মুখর হয়েছিলেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী ও পরিবেশবাদীদের একটা বড় অংশ। পাশাপাশি নিজের খ্যাতি ও অর্থশক্তি কাজে লাগিয়ে মাস্ক ক্রিপ্টোকারেন্সির বাজার প্রভাবিত করছেন-- এমন সমালোচনাও শোনা যাচ্ছিলো তার বিরুদ্ধে।

টেসলা ও স্পেসএক্সের বিটকয়েন ছাড়াও, ব্যক্তিগতভাবে বিটকয়েন, ইথেরিয়াম ও ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির মালিক বলে জানিয়েছেন মাস্ক। তবে নিজের খ্যাতির অপব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির দাম কৃত্রিম উপায়ে বাড়িয়ে আবার সেটা বিক্রি করে নিজের পকেট ফোলানোর মতো অনৈতিক লক্ষ্য নেই বলে জানিয়েছেন তিনি। “দাম বাড়িয়ে বেচে দেওয়ার কৌশলে বিশ্বাস করি না আমি। আমি বিটকয়েনের সাফল্য দেখতে চাই।”

মাস্কের ওই বক্তব্যের পর, বিটকয়েনের বাজারমূল্য ৬ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩১ হাজার নয়শ’ ৫২ ডলারে। ইথেরিয়ামের দাম বেড়েছে ১০.৬ শতাংশ।
 source (https://m-bdnews24-com.cdn.ampproject.org/v/s/m.bdnews24.com/amp/bn/detail/tech/1917308?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQIKAGwASCAAgM%3D#aoh=16270097200457&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s)
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Fighter on October 27, 2021, 03:45:20 PM
ইলন মাস্ক বিশ্বের অন্যতম শীর্ষ একজন ধনী ব্যক্তি এবং সেইসাথে তিনি একজন বড় বিনিয়োগকারী। তিনি তার টুইটারে বিটকয়েন এবং ডগি কয়েন নিয়ে মন্তব্য করার পর থেকে এই দুই কয়েন দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল।
মাঝপথে অবশ্য কয়েন গুলোর দাম কমে গিয়েছিল কিন্তু এখন আবার কয়েন দুটির দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Cinno3 on October 28, 2021, 11:46:07 AM
টেসলা ও স্পেস এক্স এর ফাউন্ডার বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দিয়ে থাকে। কোন কোন সময় পজেটিভ নিউজ থাকে। আবার কোনো কোনো সময় নেগেটিভ নিউজ থাকে। যদি পজিটিভ নিউজ থাকে তাহলে বিটকয়েনের দাম বৃদ্ধি পায়। সেই সাথে সমস্ত কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে থাকে। তাই আমি মনে করি তার বিভিন্ন নিউজে ক্রিপ্টোকারেন্সি বাজার ত্বরান্বিত হয়।
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Fulshai on February 27, 2022, 05:22:08 PM
এক ক্রিপ্টোকারেন্সি সম্মেলনে বিটকয়েনের বিনিময় গাড়ি বিক্রি করার ইঙ্গিত দিয়েছে ইলন মাস্ক। টেসলা আবার ক্রিপ্টোকারেন্সির বিনিময় গাড়ি বিক্রি করবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মাক্স বানান বিটকয়েন মাইনিংএ জৈব জ্বালানি ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছিলেন তিনি। আমি নিশ্চিত হতে চাচ্ছিলাম যে চাহিদার অন্তত 50 শতাংশ নবায়নযোগ্য খাত থেকে আসছে। তাই টেসলা হয়তো আবারো বিটকয়েন নেওয়া শুরু করবে। তবে ইলন মাস্কের বক্তব্য অনুযায়ী বোঝা যায় । ভবিষ্যতে বিটকয়েনের বাজার ঊর্ধ্বমুখী হবে।
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Centus on March 05, 2022, 11:56:45 AM
টেসলা কোম্পানির বিভিন্ন নিউজ এর কারণে বিটকয়েনের দাম আপ ডাউন করতে থাকে। ইলন মাস্ক তিনি হলো বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি।টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক যদি বিটকয়েন নিয়ে কোনো পজিটিভ টুইট করে তাহলে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে। আবার যখন বিটকয়েন নিয়ে কোন নেগেটিভ টুইট করে থাকে তখন বিটকয়েনের দাম ডাম্পিং করতে থাকে। বর্তমানে বিটকয়েনের দাম বাজারে অনেকটাই ডাম্পিং করেছে।
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Tepona on March 05, 2022, 03:32:33 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্কের ভূমিকা অন্যতম। ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে ইলন মাস্ক। বর্তমানে সারাবিশ্বে সবগুলো ধনী ব্যক্তিদের মধ্যে ইলন মাস্ক অন্যতম। ইলন মাস্ক যদি কোনো কয়েন নিয়ে পজিটিভ কথা বলে তাহলে ওই কয়েনের দাম হুহু করে বৃদ্ধি পেতে থাকে। ঠিক তেমনি বিটকয়েন নিয়ে যদি কোনো পজিটিভ কথা বলে থাকে তাহলে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে।
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Tiemonium on January 15, 2024, 10:12:47 AM
আপনি অনেক সুন্দর টপিক আমাদের মাঝে শেয়ার করছেন। এভাবে যদি আপনি ভালো ভালো টপিক আমাদের মাঝে পোস্ট করেন তাহলে আমরা নতুনরা অনেক কিছু জানতে পারবো এবং বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারব। আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: roksana.hee on January 16, 2024, 06:28:30 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্কের ভূমিকা অন্যতম। ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে ইলন মাস্ক। বর্তমানে সারাবিশ্বে সবগুলো ধনী ব্যক্তিদের মধ্যে ইলন মাস্ক অন্যতম। ইলন মাস্ক যদি কোনো কয়েন নিয়ে পজিটিভ কথা বলে তাহলে ওই কয়েনের দাম হুহু করে বৃদ্ধি পেতে থাকে। ঠিক তেমনি বিটকয়েন নিয়ে যদি কোনো পজিটিভ কথা বলে থাকে তাহলে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে।

হ্যাঁ এটা সত্যি যে ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিরা সবসময় একটা আইকন হয়ে থাকে। যেহেতু ইলন মাস্ক একটা আইকন। তাই তিনি যা বলবে, প্রেস-মিডিয়া সেদিকেই দৌড়াবে। আমরা হয়তো খুব দ্রুতই বিটকয়েনের বাম্পের কথা শুনবো।
Title: Re: মাস্কের বক্তব্যে আবারও ঊর্ধ্বমুখী বিটকয়েনের বাজার
Post by: Perfect540 on January 16, 2024, 06:59:10 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্কের ভূমিকা অন্যতম। ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে ইলন মাস্ক। বর্তমানে সারাবিশ্বে সবগুলো ধনী ব্যক্তিদের মধ্যে ইলন মাস্ক অন্যতম। ইলন মাস্ক যদি কোনো কয়েন নিয়ে পজিটিভ কথা বলে তাহলে ওই কয়েনের দাম হুহু করে বৃদ্ধি পেতে থাকে। ঠিক তেমনি বিটকয়েন নিয়ে যদি কোনো পজিটিভ কথা বলে থাকে তাহলে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে।

হ্যাঁ এটা সত্যি যে ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিরা সবসময় একটা আইকন হয়ে থাকে। যেহেতু ইলন মাস্ক একটা আইকন। তাই তিনি যা বলবে, প্রেস-মিডিয়া সেদিকেই দৌড়াবে। আমরা হয়তো খুব দ্রুতই বিটকয়েনের বাম্পের কথা শুনবো।
এক সময় ইলোন মাক্সের  এর কথা শুনে মার্কেটে বড় ধরনের পরিবর্তন হতো কিন্তু এখন আর ইলন মাস্কের কথা শুনে মার্কেটি পরিবর্তন আসে না। যখন তিনি ডগি কয়েনের প্ল্যাটফর্ম কিনেছিলেন তার একটি অ্যানাউন্সমেন্টে তখন মার্কেট হু হু করে বৃদ্ধি পেত এবং তার একটি মিমি তৈরি করা হলে মার্কেটে বিটকয়েনে সহ অন্যান্য এলটকয়েনও বৃদ্ধি পেত। ইলন মাক্স একসময় বিটকয়েনের বড় একটি বিনিয়োগকারী ছিলেন কিন্তু খুব সম্ভবত ইলন মাস্কের সকল বিটকয়েন বিক্রি করে দিয়েছেন। তাই সাম্প্রতিক সময়ে ইলোন  মাস্ক অ্যানাউন্সমেন্ট দিক না কেন কোন পরিবর্তন আসবে না। তার কারণ মানুষ এখন তার কার্যকলাপ কে বিশ্বাস করতে চায় না।