Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Cinno3 on July 12, 2022, 05:29:20 PM

Title: আমার যদি $10k থাকতো
Post by: Cinno3 on July 12, 2022, 05:29:20 PM
আমার যদি $10k থাকতো আমি বিভিন্ন কয়েনে বিনিয়োগ করতাম। যেমন ETH, SOL, DOT, BNB, CAKE, UNI, GT, BIA, FTT, TRX, XRP, Doge, ADA, AAVX ইত্যাদি। কারণ উপরের কারণগুলো থেকে অনেক লাভবান হওয়া সম্ভব। যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি অস্থির। তাই উপরের কয়েনের দাম অনেক ওঠানামা করে। তবে দীর্ঘমেয়াদে উপরের কয়েনগুলো ধরে রেখে অনেক মুনাফা করা সম্ভব।
Title: Re: আমার যদি $10k থাকতো
Post by: Diknel on July 13, 2022, 02:37:05 PM
আমার যদি ১০ হাজার ডলার থাকতো তাহলে আমি শুধু বিটকয়েন কিনতাম। কারণ ভবিষ্যতে বিটকয়েনের দাম 2 লাখ থেকে তিন লাখ লাখ ডলার এ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিনিয়ত তো প্রত্যেকটা কয়েন যখন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। যদি বিটকয়েনের দাম বৃদ্ধি না পায় সে কয়েন গুলোর উন্নতি হবে না। তাই বিটকয়েনের দাম আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দুই থেকে তিন লক্ষ ডলারে পৌঁছে যাবে। এবং সেটা হবে ইতিহাসে সবচেয়ে বড় বিটকয়েনের দাম বৃদ্ধি।
Title: Re: আমার যদি $10k থাকতো
Post by: Fulshai on July 21, 2022, 12:17:49 PM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমারও যদি $10k থাকতো তাহলে বিটকয়েন ক্রয় করে রাখতাম। কারণ বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই কমে গেছে। বর্তমান ক্রিপ্টো কারেন্স মার্কেটে বিটকয়েন প্রথম স্থান আছে। তাই মার্কেটে যদি কোন কয়েনের দাম পাম্পিং করে। তাহলে অবশ্যই প্রথমত বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে। এজন্য আশা করি ভবিষ্যতে বিটকয়েনের দাম লক্ষ লক্ষ ডলারে পরিণত হবে।
Title: Re: আমার যদি $10k থাকতো
Post by: Tepona on July 26, 2022, 03:50:02 PM
আমার কাছে যদি 10k থাকতো, তাহলে আমি ইথেরিয়াম এর উপর বিনিয়োগ করতাম। কারণ ইথেরিয়াম এর দাম ভবিষ্যতে অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ বর্তমানে ১৩০০ ডলারের কাছাকাছি রয়েছে। তাই ভবিষ্যতে পাঁচ থেকে দশ হাজার ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে ১০ হাজার ডোলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। তাই আমি মনে করি ইথারিয়াম এর উপর বিনিয়োগ লাভজনক হবে।
Title: Re: আমার যদি $10k থাকতো
Post by: Centus on July 27, 2022, 07:55:02 AM
কাছে যদি ১০ হাজার ডলার থাকতো তাহলে আমি এই মুহূর্তে স্টেকিং করতাম কারণ বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জ এ অনেক বেশি এনুয়াল পার ইয়ার হিসেবে স্ট্যাকিং রয়েছে। আমি সেই সুযোগকে হাতছাড়া করতাম না। হারুন কিছু না কিছু ইনকাম প্রতিদিন আসতো। এবং সেটা দিয়ে আমার সাংসারিক খরচ চলে যেত। তাই আমি মনে করি আমার সিদ্ধান্ত দিয়ে যুক্তি সঙ্গত। ডলার নেই বলে করতে পারিনা।
Title: Re: আমার যদি $10k থাকতো
Post by: Academy on August 11, 2022, 01:39:47 PM
বর্তমানে যেহেতু সবগুলো কয়েনের দাম কমে গিয়েছে সেহেতু এখন কারো কাছে যদি অনেক পরিমাণ ডলার থাকে তাহলে আমি মনে করি তাকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকরা উচিত।