Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lima on October 18, 2018, 05:37:21 PM

Title: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: Lima on October 18, 2018, 05:37:21 PM
বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা শুধু মানুষের মদ্ধেই।  কোনো ব্যাংক এই কয়েন কনভার্ট করে না। কারন আইন অনুযায়ী বিটকয়েন বাংলাদেশে অনুমধিত নয়। আমার উদ্দ্যেশ্য আসলে আপনি বিটকয়েনকে বৈধ বলেছেন কি না তা না। বাংলাদেশর অধিকাংশ মানুষ যারা বিটকয়েনের উপযোগিতা সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েনকে সাপোর্ট করে। এটা ফেসবুকসহ অন্যান্য বহু জাতিয় ও আন্তর্জাতিক মিডিয়ার পোস্টেও দেখেছি।
বিটকয়েন লিগালিটি পায়নি মাত্র ৬টি দেশে। সেদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর সম্প্রতি নেপালে বিটকয়েনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা যে সন্দেহ পোষণ করতেছেন, তা একদমই অমূলক নয়। আনঅফিসিয়ালি বিটকয়েন বাংলাদেশে অবৈধ হয়তো নয়; তাহলে নিশ্চয়ই দু'চারটা গ্রফতারের ঘোষণা শোনা যেত, যেমনটা দেথা গেছে নেপালে।
কিন্তু অফিসিয়ালি বিটকয়েন এখনও বাংলাদেশে অবৈধই বটে। একসময় নিশ্চয়ই বিটকয়েন ব্যবহার করার অধিকার আমাদের দেশসহ সারা বিশ্বে মানবাধিকার হিসেবাই পরিণিত হবে বলে আমার বিশ্বাস।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: Fariwala on October 19, 2018, 04:23:20 PM
ভাই আপনি ঠিকই বলেছেন বাংলাদেশ একসময় বিটকয়েন এর ব্যবহার রীতিমত চালু হয়ে যাবে, কারণ যারা বিটকয়েন সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েন কে সাপোর্ট করে । আর যারা বিটকয়েন সম্পর্কে কিছু জানে না তারা অবৈধ বলে ঘোষণা করে। আমার মতে বাংলাদেশের সরকারের বিটকয়েন বৈধ করা অত্যন্ত জরুরি কারণ বিটকয়েনের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি আর ভালো হবে উন্নত।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: alpian on October 21, 2018, 09:42:47 AM
 বিটকয়েন একটি জন প্রিয় সাইট।বর্তমানে বিটকয়েনের জন প্রিয়তা বাংলাদেশ সহ  প্রায় সব দেশে ছরিয়ে পড়েছে এবং সব দেশো জন প্রিয়তা ভাল করেছে।এই বিটকয়েন সাইটির জন প্রিয়তা দিন দিন আর বূদ্ধি পাচ্ছে। যা বলার মতনা।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: fannyaslam9 on October 22, 2018, 10:33:03 AM
বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা শুধু মানুষের মদ্ধেই।  কোনো ব্যাংক এই কয়েন কনভার্ট করে না। কারন আইন অনুযায়ী বিটকয়েন বাংলাদেশে অনুমধিত নয়। আমার উদ্দ্যেশ্য আসলে আপনি বিটকয়েনকে বৈধ বলেছেন কি না তা না। বাংলাদেশর অধিকাংশ মানুষ যারা বিটকয়েনের উপযোগিতা সম্পর্কে জানে তারা সবাই বিটকয়েনকে সাপোর্ট করে। এটা ফেসবুকসহ অন্যান্য বহু জাতিয় ও আন্তর্জাতিক মিডিয়ার পোস্টেও দেখেছি।
বিটকয়েন লিগালিটি পায়নি মাত্র ৬টি দেশে। সেদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভিয়তনাম, কিরগিজিস্তান, বলিভিয়া, আইসল্যান্ড, ইকুয়েডর আর সম্প্রতি নেপালে বিটকয়েনের উপর নিষধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা যে সন্দেহ পোষণ করতেছেন, তা একদমই অমূলক নয়। আনঅফিসিয়ালি বিটকয়েন বাংলাদেশে অবৈধ হয়তো নয়; তাহলে নিশ্চয়ই দু'চারটা গ্রফতারের ঘোষণা শোনা যেত, যেমনটা দেথা গেছে নেপালে।
কিন্তু অফিসিয়ালি বিটকয়েন এখনও বাংলাদেশে অবৈধই বটে। একসময় নিশ্চয়ই বিটকয়েন ব্যবহার করার অধিকার আমাদের দেশসহ সারা বিশ্বে মানবাধিকার হিসেবাই পরিণিত হবে বলে আমার বিশ্বাস।
ভাই আমরা সবাই বিশাস করি, একদিন বাংলাদেশ বৈধতা অর্জন করনে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: ismail2270 on October 23, 2018, 02:40:09 AM
বাংলাদেশে বিটকয়েন বৈধ না অবৈধ। এটা কি বাংলাদেশে কোন সমস্যা মূল কারন হয়ে দারাবে। বিটকয়েন বাংলাদেশ ছারা অন্য সকল দেশে এর আবস্থান কেমন। অন্য সকল দেশে কি এটা বৈধ না অবৈধ।।।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: Lima on October 23, 2018, 06:59:41 AM
বাংলাদেশে বিটকয়েন বৈধ না অবৈধ। এটা কি বাংলাদেশে কোন সমস্যা মূল কারন হয়ে দারাবে। বিটকয়েন বাংলাদেশ ছারা অন্য সকল দেশে এর আবস্থান কেমন। অন্য সকল দেশে কি এটা বৈধ না অবৈধ।।।
বাংলাদেশে বৈধ নয় তবে এর জন্য এখনও কোনো কঠর আইন ব্যবস্থা করা হয়নি। অন্য অন্য দেশের কথা বলতে গেলে অন্য অন্য দেশি বিটকয়েন দিয়ে প্রায় সব কিছুর মূল্য দেওয়া যায় এমনকি স্কুল কলেজের ভর্তি ফি ও বিটকয়েনের মাদ্দমে নেওয়া হচ্ছে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: rajib on October 30, 2018, 04:30:34 PM
বিটকয়েন একটি উনত মানের কয়েন আমাদের কাছে এটা অজানা নয় আমরা জারা কাজ করি তারা সবাই এটা জানি কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত বিটকয়েন এর অনুমদন দেওয়া হয়নি আরো কয়টি দেশে ও বিটকয়েন এর অনুমদন দেওয়া হয়নি ।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: Redowan Hasan on November 03, 2018, 04:35:23 PM
জি আপনি ভালো একটি ধিক উল্লেখ করেছেন। তবে বৈধ না থাকলে ও কঠুর কুন ব্যাবস্থা নেয়নি,,,তাই আপনারা কোন ভায় ছারাই কাজ করে যান।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: smsohag on November 03, 2018, 05:43:42 PM
লিখিত আকারে বলা আছে বাংলাদেশে বিটকয়েন সহ অন্যান্য কয়েন লেনদেন নিশিদ্ধ। তবে এই সম্পর্কে বিস্তারিত কোন ব্যাখা দেওয়া নাই বা কোন ব্যবস্থাও নেওয়া হয় নাই। তাই আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস একদিন  Digital Currency সম্পর্কে সরকার আরো ইতিবাচক হবে। অর্থনীতির সকল স্তরেই  Digital এর ছোয়া পরেছে তাই আমার বিশ্বাস সেই দিন খুব বেশি দেরি নয়, যেদিন বিটকয়েন সহ অন্যান্য সকল  Digital Currency সারা বিশ্বে বৈধ ঘোষনা করা হবে।     
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: lolipop on November 16, 2018, 03:34:22 PM
আমি ও মনে করি যে বাংলাদেশ সরকার এই নিশেধাঙ্গা উঠিয়ে নিবে । কারণ প্রায় সকল দেশই বিটকয়েন এর সমর্থন করেছে কিন্তু কিছু দেশ এর সমর্থন দেয়নি। যেহেতু প্রায় সকল দেশ এই কয়েনকে সমর্থন করেছে । তাই আমার মনে হয় বাংলাদেশও একদিন এটি সমর্থন করবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: Rashid pk on November 17, 2018, 07:06:25 AM
নতুন যে কোনো কিছুই মেনে নিতে সমাজ এবং দেশ অস্বীকৃতি জানায়, কিন্তু পরে বিচার-বিশ্লেষণ করে যখন এর সুবিধা গুলি সামনে আসে তখন ঠিকই সাদরে গ্রহণ করে, আমরাও ঠিক একই প্রত্যাশাতে রয়েছি...
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: Rashid pk on November 17, 2018, 07:14:01 AM
বাংলাদেশে বিটকয়েন বৈধ না অবৈধ। এটা কি বাংলাদেশে কোন সমস্যা মূল কারন হয়ে দারাবে। বিটকয়েন বাংলাদেশ ছারা অন্য সকল দেশে এর আবস্থান কেমন। অন্য সকল দেশে কি এটা বৈধ না অবৈধ।।।
সরকার বাংলাদেশে বিটকয়েন অবৈধ ঘোষণার পর থেকে বাংলাদেশ পাবলিকলি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন আর হয়না, পূর্বে যেমন বাংলাদেশি বিভিন্ন সাইট থেকে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ করা যেত এখন আর সেটা করা যায় না, বর্তমানে প্রায় সকল এক্সচেঞ্জই বন্ধ আছে, তবে বহির বিশ্বের উন্নত দেশগুলো ব্লকচেইন টেকনোলজি নিয়ে কাজ করছে এবং এই বিষয়ে তারা যথেষ্ট আগ্রহী কারণ এই টেকনোলজিতে অনেক সম্ভাবনা আছে...
Title: Re: বাংলাদেশে বিটকয়েনের সিমাবদ্ধতা
Post by: pretha on November 20, 2018, 10:42:46 AM
বাংলাদেশ সরকার বিটকয়েন লেনদের নিশেধাঙ্গা করেছে । আমার মনে হয় বাংলাদেশে যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে তারা এই নিশেধাঙ্গা না মেনে বিটকযেন লেনদেন করছেই । তাই আমার মনে হয় বাংলাদেশে বিটকয়েনের কোন সিমাবদ্ধতা নেই।