Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Salauddin on September 05, 2018, 07:41:48 AM

Title: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: Salauddin on September 05, 2018, 07:41:48 AM
ভার্চুয়াল মুদ্রা হিসেবে বিটকয়েন, ইথেরাম, রিপেল, লিটকয়েন দেশে লেনদেনে সতর্ক থাকার অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা লেনদেন অনুমোদনহীন এবং এটি লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব ভার্চুয়াল মুদ্রা যেহেতু দেশে কোনো বৈধ কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত নয়, তাই এসব মুদ্রার বিপরীতে কোনো প্রকার আর্থিক দাবির স্বীকৃতি থাকে না। বাংলাদেশ ব্যাংক কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ এসব ভার্চুয়াল মুদ্রাকে বৈধতা না দেয়ায় এটি বাংলাদেশ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৭৪, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর পরিপন্থী। তাই এসব মুদ্রা বিনিময় থেকে বিরত থাকার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এছাড়াও এভাবে ভার্চুয়াল মুদ্রা বিনিময়ের ফলে অনিচ্ছাকৃত মানি লন্ডারিং অথবা সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তাই বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার লেনদেন, লেনদেনে সহায়তা এবং এর প্রচার থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
ভার্চুয়াল মুদ্রা ব্যবস্থা হিসেবে পরিচিত বিটকয়েন নিয়ে বেশকিছু দিন থেকেই আলোচনা হচ্ছে। তবে সম্প্রতি হঠাৎ করেই এর দাম বৃদ্ধি পেলে এটি আরও পরিচিত হতে থাকে। তবে আবারও বিটকয়েনের দাম কমতে শুরু করেছে।

বিঃদ্রঃ এটি একটি সংগ্রিহিত পোস্ট
প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০১৭
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: skemon on September 11, 2018, 03:36:51 PM
এই নিউজ না খুব পুরোনো আপনি আরো ভালো ভালো নতুন নিউজ দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি কপি পেষ্ট না করে নিজের ভাষার লেখার চেষ্টা করবেন । কারন এই ফোরামে কপি পেষ্ট না করার জন্য অনুরোধ করা হয়। যদি কপি পেষ্ট করেন তা হলে যদি আপনাকে ধরতে পারে তাহলে আপনার আইডিটি ব্যান করতে পারে। তাই আপনি নিউজ কপি পেষ্ট করবেন না। নিজের ভাষায় লেখার চেষ্টা করুন।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: totol02 on September 12, 2018, 05:01:53 AM
প্রায় সকলদেশেই বিটকয়েন দিয়ে লেনদেন করা হয়। বিটকয়েন নাম এখন মানুষের মুখে মুখে। কারন এখন কোনকিছু কিনতে হলে ডলারের পরিবর্তে বিটকয়েন ব্যবহার করা হয়। কয়েকটি দেশ ছাড়া প্রায় সকলদেশেই এর পক্ষে। কিন্তু বাংলাদেশ সরকার এর পক্ষে নয়। আমি জানি না কেন বাংলাদেশ সরকার এর পক্ষে নয়। তবে সরকারকে এর পক্ষে যেতে হবে বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: Salauddin on September 13, 2018, 11:19:03 AM
এই নিউজ না খুব পুরোনো আপনি আরো ভালো ভালো নতুন নিউজ দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি কপি পেষ্ট না করে নিজের ভাষার লেখার চেষ্টা করবেন । কারন এই ফোরামে কপি পেষ্ট না করার জন্য অনুরোধ করা হয়। যদি কপি পেষ্ট করেন তা হলে যদি আপনাকে ধরতে পারে তাহলে আপনার আইডিটি ব্যান করতে পারে। তাই আপনি নিউজ কপি পেষ্ট করবেন না। নিজের ভাষায় লেখার চেষ্টা করুন।

পুরোনো হলেও এখোন পর্যন্ত এটা বলোবত আছে, বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন পিডিএফ ফাইল টা।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: Salauddin on September 13, 2018, 11:23:57 AM
প্রায় সকলদেশেই বিটকয়েন দিয়ে লেনদেন করা হয়। বিটকয়েন নাম এখন মানুষের মুখে মুখে। কারন এখন কোনকিছু কিনতে হলে ডলারের পরিবর্তে বিটকয়েন ব্যবহার করা হয়। কয়েকটি দেশ ছাড়া প্রায় সকলদেশেই এর পক্ষে। কিন্তু বাংলাদেশ সরকার এর পক্ষে নয়। আমি জানি না কেন বাংলাদেশ সরকার এর পক্ষে নয়। তবে সরকারকে এর পক্ষে যেতে হবে বলে আমি মনে করি।

বাংলাদেশ সরকার আসলে মনে করে যে এটির তারা যদি লেনদেন করার অনুমতি দেয় তবে বাংলাদেশ সরকার আর্থিকভাবে ক্ষতির সম্মুক্ষিন হতে পারে, যেটা একসময় অনেক বড় একটা আকার ধারন করতে পারে।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: sornaakter01 on September 13, 2018, 03:40:11 PM
বাংলাদেশর অনেক মানুষ জানেন যে বাংলাদেশে বিটকয়েন নিসেদ করা হয়েছে । জদি আপনে এর থেকে ভাল কোন উপায় জানেন তা হলে আমাদের জানান  তা থেকে আমরা বিটকয়েন সমন্দে ভাল কিছু জানতে পারি । জাথেকে আমাদের বিনিয়োগ করতে সুবিদা হয়  তা থেকে আমরা উপকৃত হতে পারি। জদি আপনে জানেন তা হলে জানান ।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: Salauddin on September 14, 2018, 01:19:03 PM
বাংলাদেশর অনেক মানুষ জানেন যে বাংলাদেশে বিটকয়েন নিসেদ করা হয়েছে । জদি আপনে এর থেকে ভাল কোন উপায় জানেন তা হলে আমাদের জানান  তা থেকে আমরা বিটকয়েন সমন্দে ভাল কিছু জানতে পারি । জাথেকে আমাদের বিনিয়োগ করতে সুবিদা হয়  তা থেকে আমরা উপকৃত হতে পারি। জদি আপনে জানেন তা হলে জানান ।
আপনি যদি বিটকয়েন বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে অনোশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস খুব ভালোভাবে বুঝতে হবে, এবং আরো সবথেকে জরুরী হচ্ছে আপনাকে পুরো বিশ্ব সম্পর্কে ২৪ ঘন্টার মদ্ধ্যে ১৫-১৮ ঘন্টা আপডেট তাকার চেষ্টা করতে হবে, যদি এই দুইটা করতে পারেন তাহলে আপনি কখনো লস খাবেন না।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: joy73 on September 19, 2018, 07:06:08 PM
বাংলাদেশ ব্যাংক অনেক বছর আগে থেকেই বিটকয়েন লেনদেন নিষেধাজ্ঞা জারি করেছে বলে আমার মনে হয়। আপনি যে পোষ্টটি করেছেন তা প্রায় এক বছর আগের কিন্তু এখন বর্তমানে সরকার এ বিষয়ে কি বলছে সে বিষয়ে যদি কিছু যেনে থাকেন তাহলে খুব শিঘ্রই পোষ্ট করে আমাদের কে জানাবেন।
আপনাকে ধন্যবাদ
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: Shakawat on October 06, 2018, 05:46:35 PM
বাংলাদেশ ব্যাংক মনে করে এটার মাধ্যমে অবৈধ লেনদেন অর্থ পাচার এবং অবৈধ কাজ মাধ্যম  এই বিটকয়েন। আমি আশা করি কিছুদিন পর সরকার তার ভুল বুঝতে পারবে এবং এটি সবাইকে ব্যবহার করবে এবং এর সুবিধা সবাই গ্রহণ করবে
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: vola on October 06, 2018, 06:38:48 PM
বাংলাদেশ ব্যাংক বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছিলো এখন ও তা রয়েছে। এখন আমরা যদি কেউ লেনদেন করে থাকি তাহলে আমাদেরকে গোপনে বিটকয়েন লেনদেন করতে হবে । যদি তা না করি তাহলে আমাদের বিরাট সমস্যা হতে পারে। তাই আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা লেনদেন করবেন তখন আপনার সাথে কোন অপরিচিত মানুষ থাকলে আপনারা লেনদেন করবেন না। আমার মনে হয় এই নিষাধাজ্ঞা বাংলাদেশ ব্যাংক উঠিয়ে দিবে।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: Salauddin on October 07, 2018, 02:05:00 AM
বাংলাদেশ ব্যাংক বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছিলো এখন ও তা রয়েছে। এখন আমরা যদি কেউ লেনদেন করে থাকি তাহলে আমাদেরকে গোপনে বিটকয়েন লেনদেন করতে হবে । যদি তা না করি তাহলে আমাদের বিরাট সমস্যা হতে পারে। তাই আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা লেনদেন করবেন তখন আপনার সাথে কোন অপরিচিত মানুষ থাকলে আপনারা লেনদেন করবেন না। আমার মনে হয় এই নিষাধাজ্ঞা বাংলাদেশ ব্যাংক উঠিয়ে দিবে।
oporichito diye kotha na jodi apni somossate poren tahole jekonovabei porte paren, eta depend kore apnar bank e koto limit dewa ase setar opore, jodi limit besi thake tahole somossa hobar kotha na, to amader deser besirvag account e limit dewa thake monthly 50k TAKA eta cross korle somossa...
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: rajib on November 12, 2018, 01:36:47 PM
আমরা জানি যে বিটকযেন অনেক ‍ভাল মানের একটা কয়েন কিন্তু আমাদের দেশে এখনো এই কয়েনটি মজাদা পয়নি আর নয়তবা অনেক দেশেই এই কয়েটির মজাদা দিয়েছে আবার আমাদের দেশের মত অনেক দেশ আছে তারা ও এখনো বিটকয়েন কে মজাদা দেয়নি
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: smsohag on November 13, 2018, 10:01:04 AM
আপনার তথ্যগুলো অনেক আগের এবং বেশিরভাগ লোকই এ সম্পর্কে ধারনা রাখে। আশা করি আপনি নতুন সংবাদ দিয়ে আপনার পোষ্ট লিখবেন। ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: Rashid pk on November 13, 2018, 04:21:06 PM
সরাসরি ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকুন, এক্ষেত্রে আপনি পারফেক্ট মানি এবং ওয়েব মানি ব্যবহার করতে পারেন, আগে বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি সরাসরি এক্সচেঞ্জ করা যেত, সরকারি নিষেধাজ্ঞার কারণে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি পারফেক্ট মানি অথবা ওয়েব মানি তে এক্সচেঞ্জ করে দেন রকেট বা বিকাশে ট্রানস্ফার করতে পারেন.... ;)
Title: Re: বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক
Post by: lolipop on November 13, 2018, 08:13:10 PM
ভাই এই নিউজটা খুব পুরোনো । আমার মনে হয় এই নিউজটা আপনি কোন ওয়েব সাইট থেকে কপি করে এনেছেন। আর এই ফোরামে আপনি যদি কপি পেষ্ট করেন তাহলে উপযুক্ত প্রমান যদি কেউ দিতে পারে তাহলে আপনার আইডিটি ব্যান করে দিতে পারে। তাই এই ফোরামে  কোন পোষ্ট কপি পেষ্ট করবেন না। নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন।