Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Malam90 on January 14, 2019, 10:38:49 AM

Title: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Malam90 on January 14, 2019, 10:38:49 AM
ক্রিপটো মার্কেট গত কয়েকদিন সামান্য রিকাভার করার চেষ্টা করতেছিলো কিন্তু গতকাল থেকে আবারো যা বেড়েছিলো তার চেয়ে কমে গেছে। মার্কেটে বর্তমানে আস্থার অভাব বলে মনে হচ্ছে। শর্টটার্মে ভালো হওয়ার কোন লক্ষণ দেখছিনা। দীর্ঘমেয়াদে কয়েন সব হোল্ড করতে হবে। তাহলে যদি মার্কেট থেকে ইনভেস্টমেন্ট এর টাকাগুলো উঠে আসে। আপনাদের ধারণা কি?
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Malam90 on January 15, 2019, 03:36:28 PM
ইদানিং মার্কেটের আচরণ বুঝা বড়ই কঠিন। কোন নিউজ ছাড়াই হয়তো ১ দিন বাড়ছে ইথারের দাম আবার তা কমে যাচ্ছে একদিনেই। যেমন হার্ডফোর্কের খবরে মাত্র ৩০ ডলার দাম বেড়েছিল কিন্তু কমে গিয়েছিল কয়দিন আগে ৪৫ ডলার। লংটার্ম অপেক্ষা করা ছাড়া আর কিছুই দেখছিনা।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: JISAN on February 19, 2019, 10:01:10 AM
ডাউন হয়েছিলো কিন্তু আবার পাম্প করা শুরু হয়েছে। এই সুজগে মার্কেট আবার হাই হবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে ভালো দাম বাড়ছে ইথারিয়াম, লাইটকয়েন, ইথারিয়াম ক্যাশ ও বিটকয়েনের।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Malam90 on February 19, 2019, 12:55:48 PM
ডাউন হয়েছিলো কিন্তু আবার পাম্প করা শুরু হয়েছে। এই সুজগে মার্কেট আবার হাই হবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে ভালো দাম বাড়ছে ইথারিয়াম, লাইটকয়েন, ইথারিয়াম ক্যাশ ও বিটকয়েনের।

জি ভাই, এটা আশার কথা যে বিটিসি, ইথার আবারও আপ ট্রেন্ডে ফিরেছে। আর এতে করে অলটকয়েনগুলো সাতোষি ও ইথারে কমলেও ডলারের বিপরীতে বাড়ছে। সুতারং সামনে আশার আলোই দেখতে পাচ্ছি।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: ttcsalam on May 17, 2019, 12:34:05 PM
কেন এমন হচ্ছে মার্কেট এটা মনে হয় বিট কয়েনের সাথে সম্পর্ক । বিটকয়েনের দাম কমছে এটা আবার কমতেছে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Malam90 on May 18, 2019, 04:55:00 PM
কেন এমন হচ্ছে মার্কেট এটা মনে হয় বিট কয়েনের সাথে সম্পর্ক । বিটকয়েনের দাম কমছে এটা আবার কমতেছে।

বিটকয়েনের দামের সাথে তো অবশ্যই একটা সম্পক আছে। যখন বিটকয়েনের দাম বাড়তে থাকে তখন অলটকয়েনের দাম ডলারে হয়তো ঠিক থাকলেও বিটিসি পেয়ারে দাম কমে যায়। আবার বিটকয়েনের দাম কমতে থাকলে হয় অলটকয়েনের দাম বাড়বে বিটিসি পেয়ারে নতুবা অলটকয়েনও বিটকয়েনের মতই কমতে থাকবে, তখন সেটা মাকেট ধ্বস বলতে পারি। আরেকটা হতে পারে যখন বিটকয়েন এর দাম স্টাবল থাকে তখন অলটকয়েনের দাম বাড়তেও পারে আবার কমতেও পারে সেটা বিটিসি পেয়ার হোক বা ডলার পেয়ারে হোক।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Triedboy on August 12, 2020, 03:08:16 PM
Kipto  market kisu din age onek kume gesilo kintu ekhon ektu valo hoyese.market kumbe barbe etai tho dormo ei forum er eta tho Mene niyei hobe.
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Nostoman on August 12, 2020, 08:36:53 PM
Kipto  market kisu din age onek kume gesilo kintu ekhon ektu valo hoyese.market kumbe barbe etai tho dormo ei forum er eta tho Mene niyei hobe.
আপনাকে অনেক request করার পরেও আমি আপনার ভাষা ঠিক করছেন না কেন?  আপনার লেখা গুলো পড়া যায় না। আপনি একটু পজিটিভ ভাবে চিন্তা করুন।     
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Em00n01 on August 20, 2020, 04:56:25 PM
না এটা সাময়িক করেকশন। হুট করে অনেক বেশি বেড়ে যাওয়ায় একটু ডাম্প হচ্ছে। বিটিসি স্টেবল হলে সামনে আবার পাম্প হবে। বিটিসি কারেকশনে যাওয়ায় সব কয়েন ডাম্প হচ্ছে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Lutera94 on August 21, 2020, 09:30:06 AM
বর্তমানে যা অবস্থা মার্কেট ডাম্প হলেও এখন রিকভার করেছে বলা চলে, এক্সপার্টদের ধারণা অনুযায়ী বড় একটি পাম্প আসছে। তাই এখন ডাম্প হলেও খুব বেশি একটা হবেনা এমনটায় আশা করা যায়।হ্যা তবে দীর্ঘমেয়াদি হোল্ড করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করি।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Nostoman on August 21, 2020, 12:29:08 PM
আমি 2018 এবং 19 সালে কিছু কিছু প্রজেক্ট এর পেমেন্ট পেয়েছিলাম। আরও সেই প্রজেক্টগুলোর টোকেনের কোন ভ্যালু ছিল না। সেইসব token এর দাম এখন বৃদ্ধি পেয়ে ৩-৫$ হয়েছে। তাই অনেক token পাম্প করেছে। পোস্টটা যদিও ২০১৯ সালের। মার্কেটে অনেক নতুন token রয়েছে যেগুলো রাতারাতি সাকসেস হয়ে যাচ্ছে। যে আমাদের  ধারণা  ছিল না। আবার 2017 সাল এসেছে বলে আমি মনে করি। ২০২০ সাল ও সামনে দিন গুলো ভালো আসবে বলে আশা করি।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Salman Hasan on August 21, 2020, 03:32:32 PM
ভাই আমি অনলাইনে নতুন। যদি কোন সিনিয়র  ভাই জেনে থাকেন তাহলে বলবেন মার্কেট ডাউন হয় কেন?
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Chita76 on October 21, 2020, 03:21:13 AM
যদিও মার্কেট নিচের দিকে কিন্তু মার্কেট মোটামুটি ভালো অবস্থা। এখন মার্কেটের গতী ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে ভবিষ্যতে বর্তমানের চেয়ে মার্কেট আরো ভালো হবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Fawpac2 on October 26, 2020, 04:49:40 PM
মার্কেট যদিও বেশ কিছুদিন আগে কিছুটা ডাউন হলেও বর্তমানে মার্কেট অনেকটাই উপরের দিকে। আমার ধারণা 2020 সালের মধ্যেই মার্কেট আরো উচ্চ পর্যায়ে চলে যাবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: ranaprime on October 30, 2020, 06:08:29 PM
বর্তমানে মার্কেট আবার আপ হয়েছে। যদিও 2017 সালের অবস্থানে এখনো যেতে পারে নি। তবে বেশ কিছুদিন আগের চেয়ে অনেক ভাল।  আমি মনে করি এটি অব্যাহত থাকবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: mahid on November 03, 2020, 02:23:58 PM
মার্কেট এখন কিছুটা ডাউন ট্রেডে আছে। আমি মনে করি এটা কোন বড়ধরনের ডাউন হওয়ার কোন সিগনাল দিচ্ছে না। এটি স্বাভাবিক প্রকিয়ার মধ্যেই আছে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Sumaiya2 on November 03, 2020, 03:25:29 PM
ইদানিং মার্কেটের আচরণ বুঝা বড়ই কঠিন। কোন নিউজ ছাড়াই হয়তো ১ দিন বাড়ছে ইথারের দাম আবার তা কমে যাচ্ছে একদিনেই। যেমন হার্ডফোর্কের খবরে মাত্র ৩০ ডলার দাম বেড়েছিল কিন্তু কমে গিয়েছিল কয়দিন আগে ৪৫ ডলার। লংটার্ম অপেক্ষা করা ছাড়া আর কিছুই দেখছিনা।

দাম বারা এবং কমা এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা অংশ। যদি ইথেরিয়াম এর দাম না কমে তাহলে কেউ কিনতে পারবে তাহলে কেউ বিক্রি করতে পারবে না তাই দাম বাড়ায় এবং কমা স্বাভাবিক।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Pitter on November 04, 2020, 09:53:02 AM
ক্রিপটো মার্কেট গত কয়েকদিন সামান্য রিকাভার করার চেষ্টা করতেছিলো কিন্তু গতকাল থেকে আবারো যা বেড়েছিলো তার চেয়ে কমে গেছে। মার্কেটে বর্তমানে আস্থার অভাব বলে মনে হচ্ছে। শর্টটার্মে ভালো হওয়ার কোন লক্ষণ দেখছিনা। দীর্ঘমেয়াদে কয়েন সব হোল্ড করতে হবে। তাহলে যদি মার্কেট থেকে ইনভেস্টমেন্ট এর টাকাগুলো উঠে আসে। আপনাদের ধারণা কি?
মার্কেট আবার ডাউন ট্রেডে যাচ্ছে। আশা করি আবার শিগরই আপ হবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Goblin on November 08, 2020, 07:53:31 AM
ক্রিপটো মার্কেট গত কয়েকদিন সামান্য রিকাভার করার চেষ্টা করতেছিলো কিন্তু গতকাল থেকে আবারো যা বেড়েছিলো তার চেয়ে কমে গেছে। মার্কেটে বর্তমানে আস্থার অভাব বলে মনে হচ্ছে। শর্টটার্মে ভালো হওয়ার কোন লক্ষণ দেখছিনা। দীর্ঘমেয়াদে কয়েন সব হোল্ড করতে হবে। তাহলে যদি মার্কেট থেকে ইনভেস্টমেন্ট এর টাকাগুলো উঠে আসে। আপনাদের ধারণা কি?
বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটাই উন্নতির দিকে। আগের তুলনায় মার্কেট অনেক বৃদ্ধি হয়েছে। বিটকয়েন এবং ইথিরিয়াম সহ আরো অনেক কয়েন ইতোমধ্যে বৃদ্ধি হতে চলেছে। আপনি ঠিক বলছেন দীর্ঘমেয়াদে কয়েনগুলো হোল্ড করতে হবে তাহলে ভালো রকমের প্রফিট পাওয়া যাবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: AGM on November 12, 2020, 06:28:23 PM
ক্রিপটো মার্কেট গত কয়েকদিন সামান্য রিকাভার করার চেষ্টা করতেছিলো কিন্তু গতকাল থেকে আবারো যা বেড়েছিলো তার চেয়ে কমে গেছে। মার্কেটে বর্তমানে আস্থার অভাব বলে মনে হচ্ছে। শর্টটার্মে ভালো হওয়ার কোন লক্ষণ দেখছিনা। দীর্ঘমেয়াদে কয়েন সব হোল্ড করতে হবে। তাহলে যদি মার্কেট থেকে ইনভেস্টমেন্ট এর টাকাগুলো উঠে আসে। আপনাদের ধারণা কি?
বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটাই উন্নতির দিকে। আগের তুলনায় মার্কেট অনেক বৃদ্ধি হয়েছে। বিটকয়েন এবং ইথিরিয়াম সহ আরো অনেক কয়েন ইতোমধ্যে বৃদ্ধি হতে চলেছে। আপনি ঠিক বলছেন দীর্ঘমেয়াদে কয়েনগুলো হোল্ড করতে হবে তাহলে ভালো রকমের প্রফিট পাওয়া যাবে।
আপনি একদম ঠিক কথা বলেছেন মার্কেট আগের চেয়ে এখন উন্নতির দিকে চলেছে। সামনে আরো ভালো হবে মার্কেটের অবস্থা।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Blue_sea on November 12, 2020, 10:04:36 PM
মার্কেট এখন সচল হচ্ছে। আবারও 2017 সালের মত বিটিসি 20000 ডলারের দিকে যাচ্ছে। খুব শিগরই এটি সেই অবস্থানে চলে যাবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Btceth01 on November 13, 2020, 01:43:35 AM
মার্কেট বর্তমানে অনেক ভালো হয়েছে। বর্তমানে বিটকয়েন মার্কেট 16 হাজার ডলার অভার করে চলে গেছে। এরপরের নেক্সট টার্গেট 20,000 ডলার।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Blue_sea on November 13, 2020, 07:18:39 AM
মার্কেট বর্তমানে অনেক ভালো হয়েছে। বর্তমানে বিটকয়েন মার্কেট 16 হাজার ডলার অভার করে চলে গেছে। এরপরের নেক্সট টার্গেট 20,000 ডলার।
আপনি একদম ঠিক কথা বলেছেন। মার্কেটে এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ভবিষ্যতে আরো ভালো হবে। আর মার্কেট আপ ডাউন করবে এটাই স্বাভাবিক একটা নিয়ম।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: sky20 on November 13, 2020, 05:22:31 PM
মার্কেট এখন তার আগের গতি ফিরে পেয়েছে। বর্তমানে বিটিসির দাম ব্যাপক হারে বাড়ছে আমি মনে করি এখন বিটিসির সাথে সবকয়েন ই বাড়ার শুরু করবে। তবে বিটিসি বাদে এখন অনেকে কয়েন আছে যেগুলোর প্রাইস বাড়েনি বরং কমেছে। কিন্তু আমি আশাবাদি।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Primo1760 on November 16, 2020, 02:00:01 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি টোকেন দাম কমে যাচ্ছে এর কারন গুলো খুঁজে পাচ্ছি না হঠাৎ করে কমছে আবার বাড়ছে কেন। যদি কেউ এর সুনির্দিষ্ট কারণ জেনে থাকেন তবে জানান ধন্যবাদ।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Power420 on November 17, 2020, 04:19:49 AM
হ্যাঁ যদিও এটা অনেকদিন আগের পোষ্ট কিন্তু ওই সময়ের জন্য সঠিক ছিল। বর্তমানে মার্কেট ভালোর দিকে চলে এসেছে বর্তমান বিটকয়েন এর বাজার মূল্য 16 হাজার 671 ডলার এবং ইথিরিয়াম এর দাম 467 ডলার। মার্কেট উন্নতির শিখরে পৌঁছেছে 2020 সালে বিটকয়েনের দাম 20 হাজার ডলারে হিট করবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Crypto_Somrat on November 17, 2020, 05:39:01 AM
হ্যাঁ যদিও এটা অনেকদিন আগের পোষ্ট কিন্তু ওই সময়ের জন্য সঠিক ছিল। বর্তমানে মার্কেট ভালোর দিকে চলে এসেছে বর্তমান বিটকয়েন এর বাজার মূল্য 16 হাজার 671 ডলার এবং ইথিরিয়াম এর দাম 467 ডলার। মার্কেট উন্নতির শিখরে পৌঁছেছে 2020 সালে বিটকয়েনের দাম 20 হাজার ডলারে হিট করবে।
আপনি ঠিকই বলেছেন টপিকটা অনেক পুরোনো তখনকার সময়ের জন্য টপিকটা ঠিক ছিল। কারণ তখন মার্কেট ড্যাম ছিল। এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই উন্নতির দিকে চলে এসেছে। আশা করব ভবিষ্যতে আরো ভাল হবে এই মার্কেট।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Pitter on November 17, 2020, 05:51:29 AM
কিছুদিন আগে মার্কেট ডাউন থাকলেও এখন মার্কেট আপ আছে। বর্তমানে মার্কেট অনেক ভাল অবস্থানে আছে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Rain075 on November 19, 2020, 06:23:23 PM
আমরা দেখতে পাচ্ছি কাল দিন আগেও মার্কেট অনেক উপরে দিকে উড়তে শুরু করেছিলো।কিন্তু আমরা আজকে দেখতে পেলাম মার্কেট অনেক নিচে চলে গেছে। মার্কেটে এখন অনেক উঠানামা শুরু করেছে। তবে ওঠানামা করলেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু অনেক হাই হয়েছে।আশা করি এই 2020 সালের মধ্যেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ভালো পর্যায়ে থাকিবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Ronald on November 22, 2020, 06:29:37 AM
ক্রিপটো মার্কেট গত কয়েকদিন সামান্য রিকাভার করার চেষ্টা করতেছিলো কিন্তু গতকাল থেকে আবারো যা বেড়েছিলো তার চেয়ে কমে গেছে। মার্কেটে বর্তমানে আস্থার অভাব বলে মনে হচ্ছে। শর্টটার্মে ভালো হওয়ার কোন লক্ষণ দেখছিনা। দীর্ঘমেয়াদে কয়েন সব হোল্ড করতে হবে। তাহলে যদি মার্কেট থেকে ইনভেস্টমেন্ট এর টাকাগুলো উঠে আসে। আপনাদের ধারণা কি?
আমি টিক বুঝলাম না বিটকয়েনের দাম বাড়ছে অন্যদিকে অন্যান্য কয়েনের দাম কমছে। এর কারন কি?
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: AGM on November 23, 2020, 09:11:48 AM
কয়েকটি কয়েন ছাড়া বেশির ভাগ কয়েনই ডাম্প করছে। কিছু দিন যাওয়ার পর আবার হয়তো পাম্প করবে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Cristiano on November 24, 2020, 01:01:46 PM
ক্রিপটো মার্কেট গত কয়েকদিন সামান্য রিকাভার করার চেষ্টা করতেছিলো কিন্তু গতকাল থেকে আবারো যা বেড়েছিলো তার চেয়ে কমে গেছে। মার্কেটে বর্তমানে আস্থার অভাব বলে মনে হচ্ছে। শর্টটার্মে ভালো হওয়ার কোন লক্ষণ দেখছিনা। দীর্ঘমেয়াদে কয়েন সব হোল্ড করতে হবে। তাহলে যদি মার্কেট থেকে ইনভেস্টমেন্ট এর টাকাগুলো উঠে আসে। আপনাদের ধারণা কি?
ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগের তুলনায় অনেক ভালো আছি বর্তমানে অনেকটাই পাম্প এর দিকে। আশা করি সামনে আরও বাড়বে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Princeraju on December 10, 2020, 08:21:42 PM
আপনি পোস্টটি যখন করেছিলেন, তখন বাজারের অবস্থা খুব খারাপ ছিল। আমি তখন বাজারের অবস্থা পর্যবেক্ষণ করেছি। কিন্তু বর্তমানে মার্কেটের অবস্থা অনেক ভালো। 2020 সালে ক্রিপ্টোকারেন্সি বাজার অনেক উন্নতি লাভ করেছে। প্রত্যেকটা কয়েনের দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যা 2019 সালে অনেক কম ছিল।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Sharpmax on December 11, 2020, 09:22:23 AM
হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মার্কেট অনেক খারাপ হতে চলেছে। কিছুদিন আগে মার্কেট অনেক ভাল ছিল। বর্তমানে দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক নিচের দিকে চলে যাচ্ছে। ভবিষ্যতে কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না। আমি আশা করছি ভবিষ্যতে যেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো হয়।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Bitrab on December 12, 2020, 10:10:07 AM
পোস্টটি 2019 সালে করা। তবে বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেকটাই ভালো।কিকো কারেন্সি বাজার অনেক বেশি জনপ্রিয়তা পেতে সক্ষম হয়েছে।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: mahid on December 14, 2020, 09:47:04 AM
এবছর এর শেষ দিকে প্রায় সব কয়েনের প্রাইস ডাউনট্রেন্ড্রে আছে। ধারনা করা হচ্ছে যে সামনে 25 শে ডিসেম্বর খ্রীষ্টানধর্মালম্বী যারা আছেন তাদের প্রিয় ‍উৎসব আবার করোনা ভাইরাস এর পার্দুভাবও বেড়ে গেছে যার ফলে সব মিলিয়ে আমার মনে হয এবছর এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Token@ on December 14, 2020, 07:43:08 PM
মার্কেট ইতোমধ্যে তাদের পূর্ব অবস্থানে ফিরে এসেছে। ইতিমধ্যে অনেকগুলো কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। যেগুলো অতি তাড়াতাড়ি তাদের পুরনো রেকর্ড গুলো ভেঙে ফেলবে। বিটকয়েন 19 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে ইথেরিয়াম 600 ডলার ছাড়িয়ে গিয়েছে। এভাবে আরো অনেক কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। আমি মনে করছি মার্কেট 2017 সালের তুলনায় আরও বেশি ভালো হবে সামনে। 2021 সালে মার্কেট পূর্বের তুলনায় অনেকটা ভালো হবে এতে আমি আশাবাদী।
Title: Re: মার্কেট আবারো ডাউন হচ্ছে
Post by: Malam90 on December 23, 2020, 01:03:13 PM
এত আগের টপিকে কমেন্ট না করাই ভালো ভাই সকল। সাম্প্রতিক টপিকে কমেন্ট করাই ভালো। লক করে দিলাম কারণ এটা এখন আর দরকার নেই।