follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Rony24h7

Pages: [1]
1
আজকে আলোচনা করবো ICO এর  Capped (ক্যাপড) এবং Uncapped (আনক্যাপড) এর ভিতরে ডিফারেন্স কি এই বিষয়ে। যারা ICO তে ইনভেস্ট করবেন বলে ভাবছেন অথবা অলরেডি ইনভেস্ট করা আরাম্ভ করে দিয়েছেন তারা নিশ্চই এই শব্দ দুইটি দেখেছেন। ICO তে অনেক জায়গায় নিশ্চই দেখেছেন Capped এতো লেখা আছে অথবা Uncapped। শুধুই যে যারা ইনভেস্ট করবে তাদেরই জন্য এইগুলা জানা জরুরী তা কিন্তু না। আমরা যিনারাই এই ক্রিপটোর সাথে জড়িতো সবারই এই বিষয় গুলা ব্যাপারে নলেজ থাকা অবশ্যই জরুরী।

Capped (ক্যাপড) ICO:
Capped আইসিও তে কোম্পানি অথবা আইসিও এর টিম প্রথমেই একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে, তাদের ঠিক এই পরিমান ফান্ডই কালেক্ট করতে হবে। প্রথমেই তারা তাদের ”হোয়াইট পেপারে” লিখে দেয় আমাদের টোটাল ৪০ মিলিয়ন কিংবা ৫০ মিলিয়ন ডলারই লাগবে, এর চাইতে বেশি তাদের ফান্ড দরকার নাই। মানে Capped আইসিও তে একটা নির্দিষ্ট এ্যামাউন্ট এর কথা উল্লেখ থাকে।

Uncapped (আনক্যাপড)ICO :
Uncapped আইসিও তে কোনো নির্দিষ্ট এ্যামাউন্ট এর কথা উল্লেখ থাকে না। যতো ডলারই আসুক সব পকেটে। যতো টাকাই আসুক তার সমস্তটাই রেখে দেয়।

এর আগে যেমন সফটক্যাপ এবং হার্ডক্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। সফটক্যাপ মিনিমাম ফান্ড রেইজিং গোল আর হার্ডক্যাপ ম্যাক্সিমাম ফান্ড রেইজিং গোল।
এখানে কি হয় Uncapped (আনক্যাপড) ICO তে কোনো হার্ডক্যাপ থাকে না। যতো টাকাই আসুক না কেনো সব রেখে দেয়। হার্ডক্যাপ আমাদের শেখায় আমার একটা ম্যাক্সিমাম এ্যামাউন্ট নির্দিষ্ট করা আছে, এর চাইতে বেশি ফান্ড যদি চলে আসে তাহলে যারা ইনভেস্ট করেছে ম্যাক্সিমাম এ্যাচিভ হওয়ার পরে তাদেরকে তাদের ফান্ড রিফান্ড করে দিবো। কিন্তু Uncapped (আনক্যাপড) আইছিও তে এমন হয় না যেহেতু তাদের হার্ডক্যাপ থকে না ।

Uncapped আইসিও এর এ্যাডভান্টেজ ডিসএ্যাডভান্টেজ দুইটাই আছে। এ্যাডভান্টেজ হচ্ছে,  প্রচুর ফান্ড তাদের কাছে চলে আসে। প্রজেক্ট এ কাজ করতে তাদের কোনো সমস্যাই হবে না। ডিসএ্যাভান্টেজ হচ্ছে, ইনভেস্টমেন্ট বেশি হওয়ার কারনে ইনভেস্টর এর সংখা বেশি হয়ে যায় এবং টোকেন এর ভ্যালু কমে যায়।
এই কারনে অনেকেই আনক্যাপড আইসিও কে এ্যাভোয়েড করে চলে। আইসিও তে বিনিয়োগকারি হিসেবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আশাকরি ছোট কিন্তু জরুরী এই বিষয়টা আপনাদেরকে ইনভেস্ট করার আগে সহয়তা করবে। সেই সাথে কোন আইসিও তে ইনভেস্ট এবং কাজ করা জায় তা বুঝতে পারবেন।

2
Cryptocurrency discussions / Coin vs Token
« on: October 09, 2018, 05:37:42 PM »
I can claim with 100% of surety that most of you, either new or intermediate ones, hold a confusion between a coin and a token.

I will try my best to describe what kind of differences are there between a coin and a token.

Surely, all of you know about coinmarketcap sites. There may not be found someone who does not know about coinmarket cap whereas he/she works for crypto. When you log into any Crypto, you must see one section is for coin and another for token. However, have you ever tried to know what differences there are between a coin and a token?

Firstly, I would like to tell you about coins. Coin is the best; just it is! Token came later; coin did first. Bitcoin, Etharium, Neo, all of these are coins. For a clear idea, now, let's discuss about blockchain before we will start for what a coin is.

 You all must have heard about blockchain. It is a decentralized system.  In short, it can be called blockchain decentralized open ledger and distributor ledger as well. It means the control is under many hands but not only a hand rather many owns the system. Nothing changes by only one hand.  None can do anything until 51% will be the same.

There are various algorithms created here. For instance, you have to go to the market from your home. Now it is seen that, to go to the market, there are many streets- one is straight, another is backward and the other one is curved with a long length. Now you have to go there but the ways are many. Similarly, blockchain is a decentralized system with various paths to go through. Therefore, Bitcoin created their own way, Etharium did their own and Neo did so. However, they have to go to the same destination. Now coin's, blockchain's and all the technologies' ways are their own ones.

 If we talk about a token, they must follow the way above. Suppose, Binance token, ODEM, ALT, ETA whatever token it is, it will hold a particular blockchain and try to step forward with a way. Today Etharium is mostly used. What most of the users do is- they make their platforms using Etharium, and they will make their own tokens with the platforms used. It can be said to be a coin as well. Now all with the blockchain of the coin is own. On the other hand, coins are producing their own coins by making the blockchain of the coins as their base. Let's describe it more easily with examples- See Bikroy.com. What they do is to give the users a platform and invite the users to either sell or buy or do whatever they want. Similarly, the coins offer a platform to the tokens that they are incited to come to sell tokens and, in exchange of selling, should give them some fees. Moreover, the tokens needn't to create any personal blockchain with difficulties. Just they want to say, "Walk in our own ways and give us credit."

To conclude, if I want to say shortly, that is token which creates own platform by using one's blockchain. On the contrary, a coin is what makes own blockchain system and ways to go to its destination.

3
আমি ১০০% দিয়ে বলতে পারি আপনি যদি নতুন হন আর ইন্টারমিডিয়েটেই হন বেশির ভাগের ভিতরে কয়েন আর টোকেন এর ভিতরে একটা কনফিউশন আছেই।
আপনাদের কাছে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করবো কয়েন এর ভিতরে কি ডিফারেন্স আছে আর টোকেনের ভিতরে কি ধরনের ডিফারেন্স আছে।

আপনারা নিশ্চই coinmarketcap সাইট সম্পর্কে জানেন। ক্রিপটোতে কাজ করেন আর coinmarketcap সম্পর্কে জানেন না, এমন কাউকে খুজে পাওয়া যাবে না।  ওখানে গিয়ে দেখবেন একটা সেকশন আছে কয়েন এর, আর একটা সেকশন আছে টোকেনের জন্য। তো, আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এখানে দুইটা সেকশন যে আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি?

প্রথমে কথা বলবো কয়েন সম্পর্কে। কয়েন ইজ দ্যা বেস্ট, মেন এইটাই। টোকেন পরে এসেছে, প্রথমে এসেছে কয়েন। বিটকয়েন, ইথারিয়াম, নিয়ো এগুলো সব কয়েন। এখন কয়েন কি তা জানার আগে একটু ব্লকচেইন নিয়ে বলি তাহলে সুবিধা হবে বুঝতে। 
ব্লকচেইন ব্যাপারে তো আপনারা নিশ্চই শুনেছেন। ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। ইন শর্ট… ব্লকচেন ডিসেন্ট্রালাইজড, ওপেন লেজারও বলা যায়, ডিস্ট্রিবিউটার লেজার বলা যায় । মানে যেই কন্ট্রোল থাকে, তা কারো একক হাতে থাকে না, সবাই এর মালিক হয়ে থাকে। কারো একক হাতে কোনো কিছু চেন্জ হয় না। যতোক্ষন পর্যন্ত না ৫১% এর মত একই না হবে ততোক্ষন পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না।
এখানে ডিফারেন্স ডিফারেন্স এ্যালগোরিদম বানানো আছে। যেমন ধরুন, আপনাকে বাজারে যেতে হবে আপনার বাড়ি থেকে। এখন দেখা যাচ্ছে বাজারে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। একটা সোজা রাস্তা, একটা আছে পিছন দিক দিয়ে ঘুড়ে যাওয়ার রাস্তা, একটা আছে অনেক দুর দিয়ে বাকা রাস্তা। এখন আপনাকে যেতে হবে বাজারেই কিন্তু রাস্তা অনেক। ঠিক তেমন ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মেন একটাই। কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিটকয়েন আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, ইথারিয়াম আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে, নিয়ো আলাধা রাস্তা বানিয়ে নিয়েছে। কিন্তু যেতে হবে এক জায়গাতেই। এখন কয়েন এর রাস্তা নিজের, ব্লকচেইন নিজের, সমস্ত সিস্টেম/টেকনোলোজি নিজের।

এখন যদি কথা বলি টোকেন কে নিয়ে তাহলে তারা ফলো করে উপরের রাস্তাকে। ধরুন বিন্যান্স টোকেন, ওডিইএম, অল্ট যেই টোকেনই হোক না কেনো, সে কোনো একটা পারটিকুলার ব্লকচেইন কে নিয়ে নিবে এবং তার রাস্তা ধরে আগানোর চেষ্টা করবে। এখন সবচাইতে বেশি ইউজ হয় ইথারিয়াম। বেশির ভাগ  এখন কি করে, ইথারিয়ামকে তাদের প্ল্যাটফর্ম বানিয়ে নিয়ে ঐ প্ল্যাটফর্ম কে ইউজ করে নিজের একটা টোকেন বানিয়ে নিবে। এইটাকে কয়েনও বলতে পারেন। এখানে কয়েন এর ব্লকচেইন সহ সব কিছু নিজের, আর টোকেন কয়েন এর ব্লকচেইন কে বেজ ধরে নিজের টোকেন বানিয়ে নিচ্ছে।
আরও সহজ ভাবে যদি উদাহরন দিয়ে বুঝাই। ধরেন বিক্রয় ডট কম কি করে, সে একটা প্ল্যাটফর্ম দেয় ইউজারদেরকে যে আসো কিছু বিক্রি করো অথবা কিনো যা ইচ্ছা করো। ঠিক সেই ভাবে কয়েন একটা প্ল্যাটফর্ম দেয় বিভন্ন টোকেন কে যে আসো টোকেন বিক্রি করো বিনিময়ে শুধু আমাদেরকে কিছিু ফি দিয়ে দিয়ো। কষ্ট করে তোমাদেরকে ব্যাক্তিগতো ব্লকচেইন সিস্টেম বানাতে হবে না। শুধু আমার তৈরি করা রাস্তায় চলো আর আমাকে ক্রেডিট দাও।

এখন যদি অল্পতে বলতে যাই, টোকেন সেইটাই যে অন্যর ব্লকচেইন কে ব্যাবহার করে নিজের প্ল্যাটফর্ম বানায়। আর কয়েন সেইটাই যে নিজেস্ব ব্লকচেইন সিস্টেম বানিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে গন্তোব্যতে পৌছায়।

4
আজকে বলবো সফটক্যাপ কি আর হার্ডক্যাপ কি? এই ব্যাপারে আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে তা দুর করার চেষ্টা করবো।
 
যেহেতু  আপনি ক্রিপটোকারেন্সি ওয়ার্ল্ড এ এসে পরেছেন অথবা এই ওয়ার্ল্ড এর ব্যাপারে জানার আগ্রহ আছে। তাহলে আপনি আইসিও তে ঘুরে দেখেছেন এবং প্রতিটা আইসিও তে সফটক্যাপ এবং হার্ডক্যাপ এর নাম দেখেছেন।

এখানে যে দুইটা প্রসেস আছে এইটা মুলতো ICO এর একটা ফান্ড রেইজিং গোল। একটা এম অথবা লক্ষ্য বলতে পারেন, যে আমাদের এই পরিমান টাকা সংগ্রহ করতে হবে। যদি মিনিমাম এই পরিমান অর্থ/ফান্ড কালেকশন হয় তাহলে আমরা প্রজেক্ট আরাম্ভ করতে পারবো আর নির্দিষ্ট এই পরিমান কালেকশন হয়ে যাওয়ার পরে আর ফান্ড কালেকশন করবো না। এমন না যে ICO এর মাধ্যমে যতো ইচ্ছা ততো  অর্থ শুধু নিয়েই যাবো। এইটার একটা লিমিট থাকে, ম্যাক্সিমাম এই পরিমান অর্থই আমরা নিবো অথবা মিনিমান এই পরিমান অর্থ হলেই প্রজেক্ট আরাম্ভ করতে পারবো।

সফটক্যাপ কি?

সফটক্যাপ হচ্ছে মিনিমাম লিমিট। যেমন বিভিন্ন ICO তে দেখে থাকবেন তাদের সফটক্যাপ দেয়া আছে ২ মিলিয়ন ডলার। এখন সফটক্যাপ এই ২ মিলিয়ন ডলার এর মানে হচ্ছে যদি ICO এর মাধ্যমে ২ মিলিয়ন ফান্ড উঠে তাহলেই তারা প্রজেক্ট আরাম্ভ করতে পারবে। আর যদি কালেকশন না হয় তাহলে প্রজেক্ট আর আগে বাড়াইতে পারবে না।

হার্ডক্যাপ কি?
হার্ডক্যাপ হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। যেমন ICO তে সফটক্যাপ এর পাশেই দেখবেন হার্ডক্যাপ দেয়া থাকে। ধরে নেই ২ মিলিয়ন সফটক্যাপ এর সাথে ২০০ মিলিয়ন হার্ডক্যাপ আছে। এই হার্ডক্যাপ এর মানে হচ্ছে এর চাইতে বেশি তারা কখনই বিক্রি করতে পারবে না। যদি বিক্রি হয়েও যায় লিমিট এর বেশি, তাহলে যতোটুকু বেশি ফান্ড আসবে তা আবার রিফান্ড করে দিতে হবে যারা লিমিট ক্রস এর পরে ইনভেস্ট করেছিলো তাদের কাছে।
 
তারমানে এই দারালো যে সফটক্যাপ মিনিমাম গোল, আর হার্ডক্যাপ ম্যাক্সিমাম গোল। এইটাই হলো দুইটার ভিতরে বেসিক ডিফারেন্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে ফ্রেন্ডলি জিজ্ঞাসা করবেন।

5
ICO সম্পর্কে অনেক লেখা আছে ফোরামে। তারপরেও অনেকের বুঝতে সমস্যা হওয়ার কারনে আজকে বিস্তারিত এই বিষয়ে লিখবো। বাংলাতেও অনেক পোস্ট আছে কিন্তু বেশির ভাগ সরাসরি ইংরেজির বাংলা গুগল ট্রান্সলেট। যা থেকে অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে।

অনেকেরই ডিমান্ড ICO এর উপরে ফুল ইনফরমেশন জানার। বেসিকেলি ICO কি এবং এর উপরে আমাদের ইনভেস্ট করা উচিৎ কি না। তো ICO এর উপরে আপনাদের জিজ্ঞার প্রায় সকল বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো।

ICO হচ্ছে initial coin offering. যখনই কোনো কোম্পানি চালু হয় মাকের্টের ভিতরে, কোনো ক্রিপটোকারেন্সি নিয়ে আসার প্ল্যান করা হয়, তার পিছনে একটা মোটিভ থাকে।  ঐ কোম্পানির কয়েন/টোকেন কে মাকের্টে আনার জন্য, এর ডেভেলোপ এর জন্য. যা খরচ হয় তার পরিমান অনেক বেশি। এই জন্য কোম্পানি নিয়ে আসে initial coin offering (ICO).
কোম্পানি তাদের আইডিয়া, মোটিভ সবার সামনে উপস্থাপন করে। ”যেমন কোম্পানির ভাষায়, আমরা এখন এমনটা করতে চাচ্ছি এবং আমাদের কয়েন এর মুল ০.১ ডলার। যদি আপনারা এখনই এই কয়েন নিতে চান তাহলে এই পরিমান টাকায় এতো পরিমান কয়েন দিবো, সাথে থাকবে ২০/৩০ পারসেন্ট বোনাস। কারন আপনার এই কোয়েনের ইনভেস্টমেন্ট, কোয়েনের ডেভেলোপ করতে সাহায্যে করেছেন। আর আপনারা এমন সময় ইনভেস্ট করেছেন যখন মাকের্টে এই কোয়েন কে কেউ চিনে না। এই কারনে কয়েন অনেক কম দামে পাবেন যা সামনে গিয়ে অনেক দাম বৃদ্ধি পেয়ে আপনাদেরকে প্রচুর লাভ দিবে।”

উদাহরন হিসেবে বলা যায় ইথারিয়াম এর কথা। ইথারিয়াম কয়েনকে আমরা সবাই চিনি, জানি। এই ইথারিয়াম কয়েনও মার্কেটে  initial coin offering এর সাহায্যে এসেছিলো। ইথারিয়াম বলেছিলো আমরা মাকের্টে এসে কি করতে চাচ্ছি এবং আমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে চাইলে অতি স্বল্প মুল্যে এই পরিমান কয়েন পাবেন, তাই ইনভেষ্ট করতে হবে। যারা সেই সময় ইনভেস্ট করেছিলো তারা এখন প্রচুর লাভ করেছেন।

মুলতো আইসি হচ্ছে, তারা ফান্ড কালেক্ট করে, তারা কয়েন ডেভোলোপ করে থাকে যেই প্রসেস এ তারা কয়েন নিয়ে আসতে চায়।

এখন আইসিও এর কিছু ন্যাগেটিভ এবং পজেটিভ দিক আছে। এখন প্রতিদিনই প্রায় আইসিও ওপেন হচ্ছে। এর ভিতরে অনেক আইসিও এমন আছে যারা যতোদ্রুত সম্ভব ফান্ড কালেক্ট করে আইসিও ক্লোজ করে দিচ্ছে। এই কারনে আমাদেরকে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে আইসিও তে ইনভেস্ট করার আগে। ICO এর মেন ওনার কে, ICO এর মেন মোটিভ কি, ICO যে টোকেন নিয়ে আসছে তা মার্কেটে কেনো নিয়ে আসছে, কি এমন পজিটিভ দিবে মার্কেটে। জানতে হবে তাদের মার্কেটিং স্ট্রাজি কি? তারা কি তাদের কোয়েনকে মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত কি না তা আমাদের মাথায় রাখতে হবে।
আরও সহজ ভাষায় যদি বলা যায় ICO এবং স্টক এক্সেন্জ এর ভিতরে কিছুটা মিল আছে। স্টক এক্সেন্জের মাধ্যমে বিভিন্ন কোম্পানি যেমন ফান্ড এর জন্য শেয়ার ছাড়ে ঠিক তেমন ক্রিপটো রিলেটেড কোম্পানি আইছিও এর মাধ্যমে ক্রিপটোকারেন্সির জন্য ফান্ড কালেকশন করে থাকে।


আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে সেই অংশটুকু উল্লেখ করে প্রশ্ন করুন। যদি  আপনাদের সারা পাই তাহলে ক্রিপটো রিলেটেড আরও অনেক বিষয় আছে যা সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করবো।

6
নতুনদের / altcoinstalks এর গুপ্ত ধন !
« on: October 03, 2018, 09:03:27 AM »
 :) যেকোনো গুপ্ত ধন এর ব্যাপারে আমাদের অবচেতন মন সব সময় সজাগ! তাই বলে এই altcoinstalks ফোরামে গুপ্ত ধন আছে?

প্রশ্ন যদি আপনার হয় তাহলে আমি বলবো, হা। এইটা টোটাল ক্রিপটো রিলেটেড সাইট। আর ক্রিপটোর রাস্তায় চলতে এই সাইট যদি হয় আপনার প্রথম, তাহলে খালি চোখে এবং জ্ঞ্যানের চোখে খুজে দেখুন পেয়ে যাবেন সেই আনলিমিটেড গুপ্ত ধনের সন্ধ্যান।

যদি কেউ প্রথম থেকে ক্রিপটো সমন্ধে জেনে এখানে আসেন তার অভিজ্ঞতার আরও বিস্তার ঘটাতে, তাদের কথা আলাধা। আর আপনি যদি ”কিছুটা ভুল জেনে” শুধু মাত্র ইন্সট্যান্ট আয়ের জন্য এখানে এসে থাকেন তাহলে বলবো, এসেই যখন পরেছেন তাহলে ইন্সট্যান্ট কিছু পাওয়ার আসা বাদ দিয়ে একটু সময় নিয়ে ফোরামটাকে জানার চেষ্টা করুন।

ধরে নেই আপনি এখনও মনে করছেন সাইটটা শুধু মাত্র ইনকাম করার জন্যই। প্রথমে তাহলে আপনি কি করবেন? পোস্ট করবেন, পয়েন্ট নিবেন, সেই পয়েন্ট এর বদলে টোকেন নিয়ে তা বিক্রি করে আয় করবেন? আরও তো ওয়ে আছে সেইগুলোর দিকে একটু নজর কি দিবেন না? ঐ জায়গাতেই তো আপনার খোজের গুপ্ত ধন রয়ে গিয়েছে।

তাহলে কি করবেন? বাংলার এক সুবিশাল জগত আছে এখানে, সব টপিক/পোস্ট পড়ে ফেলুন। তারপরে ইংরেজি বিভাগে জান, এখন দেখবেন এই ইংরেজি গুলাও বুঝতে অসুবিধা হচ্ছে না। আরও অনেক কিছুর সন্ধ্যান পাবেন যা বাংলাতে সব পান নি। পড়তে পড়তে কি আইসিও তে কাজ করা যায়, ‍গিভওয়ে অথবা এ্যায়ারড্রপ খুজে পেয়েছেন? তাহলে এর মাঝে গুপ্ত ধন খোজার চেষ্টা করুন।
আইসিও এর ভিতরে প্রতিটা বাউন্টি ক্যাম্পেনে নজর দিন। কি ভাবে কাজ হয়, আপনি কি ভাবে কাজ করবেন, কতো আয় হবে সব বুঝতে পারবেন। ‍গিভওয়ে কি ভাবে কাজ করে এ্যায়ারড্রপ গুলাতে কি ভাবে কাজ করবেন সব কিছু খুজে বাহির করুন। এক সময় দেখবেন একটা গুপ্ত ধন আপনার দিকে উকি দিয়ে চেয়ে আছে। এখন এই গুলার কথা বললাম বলে প্রথমেই এইগুলার দিকে ঝুকে পরবেন না। জানার চেষ্টা করুন এই সমস্ত ব্যাপার গুলা কেনো ঘটায়, তারা কি পায় আর আমরা কি পাবো। এর আগে আর কতো গুলো কয়েন/টোকেন বাজারে আসছে। তাদের অবস্থা কি। তাদের উঠা নামা কেনো হয়। ২০১৬/২০১৭ এর দিকে কি অবস্থা ছিলো, এখন একটু খারাপ মনে হচ্ছে কেনো, আগামীতে গিয়ে কি ঠিক হবে। এই সমস্ত বিষয় গুলাও খুজে বাহির করুন। প্রয়োজনে সাইট এর বাহিরে গিয়ে সার্চ করুন। তাহলে এই সাইট আরও বুঝতে আরও সুবিধা হবে। 

এই সমস্ত ব্যাপার গুলা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন এর বাহিরে আসলেই আরও কিছু আছে কি না, এর চাইতে বড় গুপ্ত ধন, তাকে খুজার চেষ্টা করুন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, এই ফোরামে ক্রিপটো রিলেটেড যা কিছু খালি চোখে দেখতে পাচ্ছেন তার বাহিরে কিছু হিডেন বিষয় রয়ে গিয়েছে। আর এইটার কথা আপনাকে কেউ বলবে না। আপনাকে নিজেই খুজে বাহির করে নিতে হবে। শুধু এইটুকুই বলবো যা দেখতে পাচ্ছেন তার চাইতেও অনেক বেশি কিছু আছে এই ক্রিপটো দুনিয়াতে।
আর এর সব কিছু পাওয়ার জন্য এইটার পিছনে লেগে না থাকলে কখনই পাবেন না। হুট করে এসেই যদি ইন্সট্যান্ট ইনকাম চান এবং এ্যানি হাও না পেয়ে আবার এখান থেকে ব্যাক করলে শুধু সময়ের অপচয় ছাড়া কিছুই হবে না। তাই আপনাকে বলছি, এই সাইটের মডারেটর যতোটুকু ক্রিপটো ব্যাপারে জানেন তার মতোন আপনিও জানার চেষ্টা করুন। হয়তো যতোটুকু আপনার আশায় ছিলো তার চেয়ে কয়েকগুন বেশি পাবেন। ক্রিপটো দুনিয়াতে আপনার যাত্রা শুভ হোক ! :)

7
জানি টপিক এর হেডিং দেখেই দুই ধরনে মানুষ এখানে এসেছেন।
এক: যিনারা এই ফোরামে সিনিয়ার, তারা আসছেন স্বল্প সময়ে যখন কোটিপতি হওয়ার কথা বলছে তাহলে নিশ্চই স্ক্যাম কিছু থাকবে। স্ক্যাম পাইলেই আউট করে দিবো।
দুই: যিনারা সেই প্রথম থেকেই স্বল্প সময়ে সকল স্বপ্ন পুরনের জন্য কোটি কোটি টাকা নয় কোটি কোটি ডলার আয়ের জন্য সব জায়গা চষে বেড়িয়েছেন কিন্তু এখন অবধী ডলার তো দুরের কথা টাকা দেখারও সৌভাগ্য জুটে নাই।

আজ কথা বলবো এই দুই নম্বর ব্যাজ ধারীদের উদ্দেশে।
ক্ষমা চেয়ে নিচ্ছি হেডিং এ কোটিপতি বানানোর কথা বলে। না হলে আপনি এই টপিকে হয়তো আসতেনই না। আর সব টপিক অথবা পোস্ট এ আমরা জাইনা পড়িনা বলেই আজ অবধী আমরা অনেকেই কিছুই হতে পারি নাই।

যাইহোক, যেভাবেই হোক এই ফরামের সন্ধ্যান আপনি পেয়েছেন আর এ্যাজ ইউজিয়াল ধরে নিয়ে বসে আছেন এখানেই হয়তো দুনিয়ার সমস্ত টাকা উড়ছে, শুধু টাকা গুলো ধরে বস্তায় পুরে বাসায় নিয়ে যাওয়া বাকি। যদি এই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক টাই ভেবেছেন!
তবে আপনার ভাবনার সাথে কাজের মিল না থাকায় শেষ পর্যন্ত হয়তো খালি হাতেই ফিরতে হবে। তার প্রমান অনেকেই অনেক আগে এই ফরামে এসে কিছু টপিক এবং পোস্ট চালু করে তাদের আর এ্যাক্টিভিটি নাই।
যাইহোক, মোটিভিশনাল কথা না বলে আপনাদের আসলে কি করতে হবে আর কোথায় ভুল করছেন তা বলে দিয়ে বিদায় নিবো।

*** প্রথমতো প্রায় অনেকে এখানে আসছে আজ জয়েন করে কাল থেকে কাজ করে পরশুদিন পেমেন্ট পাওয়ার আশায়। ভাই আপনি ভুল করছেন, এইটা প্রচলিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। এইটা সত্য যে, আয়ের উৎস আছে তবে তা ভিন্ন ভাবে।
তাই আগেই আয় করতে না গিয়ে, আয়ের উৎসর উৎপত্তি কোথায় থেকে, কি কাজ করতে হবে, কেনো করতে হবে, তার বেনিফিট কি পাবেন তা খুজে দেখুন। আর তার জন্য আপনাকে এই বিশাল ক্রিপটো দুনিয়ার দোয়ার হিসেবে এই ফোরামের প্রতিটা টপিক/পোস্ট কে বেছে নিতে হবে।
*** ধরে নেই আপনি আসলে স্বল্প সময়ে কিছু করতে চাচ্ছেন। আপনার হাতে এখান থেকে ইনকাম করার জন্য মাত্র ৩০ দিন সময় আছে। তাহলে বলবো, সরাসরি কি কাজ করবো, কতো টাকা পাবো, কি কি কাজের ক্ষেত্র আছে, এখানে কি লাইক/শেয়ার/কমেন্ট করেই শুধু টাকা আয় করা জায় না কি আরও কিছু আছে তা খুজার চেষ্টা করা থেকে বিরত থাকুন। আপনার ৩০ দিনের ২৫ দিন ব্যায় করুন এই ফোরামের প্রতিটি লেখা পড়ার জন্য সিরিয়াল অনুয়ায়ী।
*** যেহেতু বাংলার অপশন আছে তাই আরাম্ভটা এখান থেকেই করুন। তারপরে ইংরেজির দিকে চলে যান। কোনো টপিক দেখে মাথায় প্রশ্ন আসলে তা হুট করে টপিক অথবা পোস্টের মাধ্যমে তুলে না ধরে একটা কাগজে নোট করে রাখুন। আশা করবো আপনার দেয়া ২৫ দিন এর আগেই নোট কৃত প্রশ্নের উত্তর কোনো না কোনো পোস্টে পেয়ে যাবেন।
*** আপনি বুঝতে পারলেন আপনাকে এতোক্ষন আমি শুধুই পড়ার, জানার, অভিজ্ঞতা নেয়ার কথা বললাম। এখন বাকি রইলো ৫ দিন। আশা করি, ২৫ দিন সব কিছু জানার পরে বাকি আর কয়দিন হাতে আছে তার হিসাব এবং স্বল্প সময়ে কোটিপরি হওয়ার কথা ভুলে গেছেন।
*** এখন আপনি জানেন ক্রিপটো দুনিয়াটা কি! ক্রিপটো কারিন্সি কোথায় থেকে তার যাত্রা আরাম্ভ করেছে। আপনি কি ভাবে এখান থেকে খুব ভালো পরিমান আয় করতে পারবেন। একটা আইসিও কেনো চালু হয়। কি কি বাউন্টি ক্যাম্পেন তার ভিতরে থাকে। কি ভাবে সেই ক্যাম্পেনে কাজ করতে হয়। সব কিছুই আপনি এখন জানেন। তাই এখন স্বল্প সময়ে আপনি কোটিপতি হবেন, না কি নিয়ম অনুযায়ী ইনকাম করবেন তা আপনি ঠিক করবেন।

বিঃদ্রঃ এতোকিছুর বলার পরে যদি স্বল্প সময়েই আপনার অধিক কিছু জানার থাকে তবে বলে ফেলুন। যদি সম্ভব হয় এখানে উত্তর দিবো। আর যদি মনে করি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাকেই অধিক কিছু বলতে হবে, তাহলে সেই বিষয়ে আর একটি টপিক চালু করে বিস্তারিত বলবো।


Pages: [1]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod