যাই হোক সেটা বিষয় না বিষয় হল খবর দেখলাম মেহেদী মিরাজ ৮ মাস নাকি কয় মাস পরে আবার টি-টোয়েন্টি টিমে ব্যাক করতেছে। এবং অন্যদিকে আমাদের এমপি সাব সব খেলা থেকে সামনের মাসে মধ্যে রিটায়ারমেন্টে চলে আসতেছে।
আর হ্যাঁ ভাই সামনে অক্টোবরের প্রথম সপ্তাহেই ভারতের সাথে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে আমি তো আগে থেকেই গেস করতেছি বাংলাদেশ এই সিরিজেও হোয়াইটওয়াশ হতে যাচ্ছে।
এম পি সাব তো খেলোয়ার হিসেবে ভালো সেটা সবাই জানি এবং মানি। কিন্তু ব্যাক্তি হিসেবে যে কি জঘন্য, সেটাও আমরা অনেকেই জানি। তবে সেসব বাদ দিয়ে তার বিরুদ্ধে যে মামলা করা হলো, সেটা যে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে, সেটাও আশা করি সকলেই জানে। সাকিব রাজনীতি তে যুক্ত হয়েছে শুধুমাত্র নিজের লাভের জন্য। এই ব্যাক্তি আওয়ামীলীগ এর লাভ হবে ভেবে রাজনীতি তে যায়নি। তার দরকার আরো টাকা। আর টাকার জন্য এই পাওয়ার তার দরকার ছিলো।
তার বিরুদ্ধে অন্যান্য কারনে মামলা করা যেতে পারে। যেমন সে নাকি শেয়ার বাজার ক্যালেংকারী কে জড়িত। সে কাকড়া ব্যাবসায়ীদের সাথে প্রতারণা করছে। সে ক্যাসিনোর সাথে চুক্তি করছে। এসব কারনে তার বিরুদ্ধে মামলা দেয়া যেতে পারে কারন সে এগুলো করেছে। কিন্তু শুধুমাত্র আওয়ামীলীগের রাজনীতি করতো, এজন্য তাকে মামলা দিয়ে হয়রানি করানো, এগুলো শুধুমাত্র বাংলাদেশের মতো থার্ড ক্লাস দেশেই সম্ভব। আজব দুনিয়া।
আর সামনের টি টুয়েন্টি সিরিজের কথা যদি বলেন, একটা ম্যাচ জেতার আশা তো করতেই পারি। ২০ ওভারের ম্যাচ, কখন কি হয়ে যাবে কেউ তো বলতে পারে না।