Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Tepona on January 25, 2024, 06:01:12 PM

Title: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: Tepona on January 25, 2024, 06:01:12 PM
বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে অনেকেই জানেন। অনেকেই বিভিন্ন কোম্পানির শেয়ার সম্পর্কে অবগত আছেন। পুঁজিবাজার (Crypto, Forex, Stocks) সফল হতে হলে জ্ঞানের দিক থেকে স্মার্ট হতে হবে। যে মার্কেটে ট্রেড/বিনিয়োগ করবেন, সেই মার্কেট সম্পর্কে অনেক ধারনা নিতে হবে, জানতে হবে, শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আর অভিজ্ঞতা তো কাজ করতে করতেই হয়ে যাবে। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: Perfect540 on January 26, 2024, 03:07:22 AM
বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে অনেকেই জানেন। অনেকেই বিভিন্ন কোম্পানির শেয়ার সম্পর্কে অবগত আছেন। পুঁজিবাজার (Crypto, Forex, Stocks) সফল হতে হলে জ্ঞানের দিক থেকে স্মার্ট হতে হবে। যে মার্কেটে ট্রেড/বিনিয়োগ করবেন, সেই মার্কেট সম্পর্কে অনেক ধারনা নিতে হবে, জানতে হবে, শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আর অভিজ্ঞতা তো কাজ করতে করতেই হয়ে যাবে। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
আপনার টপিকের সাথে আমি আমার জীবনের গুরুত্ব কিছু কথা তুলে ধরব। ২০২১ সালে যখন মার্কেট অনেক বেশি লাফালাফি করল ঠিক তখনই বড়লোক হওয়ার প্রত্যয় নিয়ে মার্কেটে কিছু বিনিয়োগ করে ফেললাম। তবে বিনিয়োগ আমার সঠিক জায়গায় হয়নি বরং আমি কিছু ডেক্স ভিত্তিক কয়েনগুলোতে বিনিয়োগ করে হোল্ডিং করে রেখেছিলাম। pancakeswap এর Cake , 1inch Dex  এর 1Inch এবং Uni swap এর Uni এরকম আরো কিছু জনপ্রিয় টোকেন কিনে বিনিয়োগ করে রেখেছিলাম ধনী হওয়ার প্রত্যয় নিয়ে। মার্কেটে যে আমি সবকিছু জানি এমনে নয় আমাকে আরো দু চারজন বুদ্ধি দিয়েছিল বিটকয়েনে বিনিয়োগ করতে কিন্তু আমি আমি যা জানি তা নিয়েই বিনিয়োগ করে ফেললাম। তবে বিনিয়োগ করে কিছুদিন হোল্ডিং করার পর ২০২২ সালে নির্মম যাঁতাকলে আমার টোকেন গুলো পিস্ট হয়ে প্রায়ই শেষ হয়ে যাওয়ার পথে ছিল। কোনকিছু না বুঝেই আমি শুধু আমার কিছু মূলধন টিকিয়ে রাখি। যদি এ লাইনে ভালো জ্ঞান থাকে তাহলে কেবল বিনিয়োগ করে কিছুটা লাভবান হওয়া যায় কিন্তু যাদের এই লাইনে অত বেশি জ্ঞান নেই তারা যেন এই লাইনে বিনিয়োগ করা থেকে বিরত থাকে।
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: JISAN on January 26, 2024, 04:52:35 AM
বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে অনেকেই জানেন। অনেকেই বিভিন্ন কোম্পানির শেয়ার সম্পর্কে অবগত আছেন। পুঁজিবাজার (Crypto, Forex, Stocks) সফল হতে হলে জ্ঞানের দিক থেকে স্মার্ট হতে হবে। যে মার্কেটে ট্রেড/বিনিয়োগ করবেন, সেই মার্কেট সম্পর্কে অনেক ধারনা নিতে হবে, জানতে হবে, শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আর অভিজ্ঞতা তো কাজ করতে করতেই হয়ে যাবে। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
আপনি যদি ট্রেড করতে করতে নিজের অভিজ্ঞতা বাড়াতে চান তাহলে এ ক্ষেত্রে আপনাকে সেই পরিমান টাকা বিনিয়োগ করতে হবে যে পরিমান টাকা আপনি লস করার ক্ষমতা রাখেন কারন প্রথমদিকে আপনি অনেক লস করবেন। কেউ শুরু থেকে সফল হয় না৷ সফল হওয়ার জন্য আপনাকে সেখানে দীর্ঘ সময় ব্যয় করতে হবে। তাই যদি আপনি চান যে আপনি ট্রেডিংকে সিরিয়াসভাবে ব্যবহার করতে করবেন তাহকে এটির উপর ফোকাস রাখেন আপনি বিভিন্ন বিষয়ের উপর একসাথে ফোকাস রাখতে চাইলে কোনোটাতেই ভালো করতে পারবেন না। আর ট্রেডিং করে আপনি দ্রুত বড়লোক হতে পারবেন না। আপনি ট্রেডিংএ এক্সপার্ট হতে পারলে ভালো প্রফিট করতে পারবেন কিন্তু হঠাৎ করে দ্রুত ধনি হতে পারবেন না জুয়ার মতন
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: Rds3b on January 28, 2024, 11:33:21 AM
আপনি আমাদেরকে যে একটি বার্তা দিয়েছেন সেটিকে অবশ্যই মেনে চলার চেষ্টা করব আমি মনে করি এতে আমাদের জন্যই ভালো হবে। আমরা যাই করি না কেন যাই করতে যাব যদি সেই বিষয়ে জ্ঞান থাকে ভালো সেই বিষয়ে ফলাফল আসবে ভালো তাহলে বোঝা গেল আপনি আমাদেরকে যে একটি বার্তা দিয়েছেন সেটিকে কাজে লাগানো সহজ হবে। আমরা যাই করি না কেন সেই বিষয়ে আগে ভালো করে জানার চেষ্টা করব যদি ভালভাবে সেই বিষয়ে জ্ঞান রাখতে পারে তাহলে ফলাফল ভালো।
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: kulkhan on April 14, 2024, 09:23:38 PM
বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে অনেকেই জানেন। অনেকেই বিভিন্ন কোম্পানির শেয়ার সম্পর্কে অবগত আছেন। পুঁজিবাজার (Crypto, Forex, Stocks) সফল হতে হলে জ্ঞানের দিক থেকে স্মার্ট হতে হবে। যে মার্কেটে ট্রেড/বিনিয়োগ করবেন, সেই মার্কেট সম্পর্কে অনেক ধারনা নিতে হবে, জানতে হবে, শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আর অভিজ্ঞতা তো কাজ করতে করতেই হয়ে যাবে। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
আমি মনে করি যাদের ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ভালো ধারণা নেই তারাই মনে করে ক্রিপ্টোকারেন্সি থেকে দ্রুত বড়লোক হওয়া সম্ভব। আমি মনে করি তৃপ্ত কারেন্সি থেকে দ্রুত বড়লোক হওয়ার কোন সুযোগ নেই, যদি সৌভাগ্যবশত কারো কপাল টেনে দেয়মসেটা ভিন্ন কথা। আমি মনে করি এখান থেকে ভালো প্রফিট করতে হলে অবশ্যই এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ক্রিপ্টো মার্কেট থেকে ভালো প্রফিট করতে হলে, অবশ্যই তাকে ক্রিপ্টো কারেন্সিম সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এটার থেকে জ্ঞান লাভ করতে হবে, তাহলে একদিন না একদিন এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব হবে।
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: kulkhan on April 28, 2024, 09:58:16 PM
এই ধারনা টা একদমই ভুল ক্রিপ্টোকারেন্সি সব সময় অনিশ্চিত। কখন কি হবে এই মার্কেটে সেটা বলা একেবারেই অসম্ভব। তবে এই মার্কেট থেকে ভালো কিছু করতে হলে আমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে, মার্কেট সম্পর্কে এবং কয়েন সম্পর্কে ভালো নলেজ থাকলে এখান থেকে ভালো কিছু পাওয়া যায়।
তবে আমাদের ঐ ধারনা থেকে বাহিরহতে হবে। কারন দ্রুতোবড়োহতে  গেলে বড়ো লোক হতে গেলে সব হারানোর সম্ভবনা থাকে।
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: JISAN on April 29, 2024, 08:04:10 AM
এই ধারনা টা একদমই ভুল ক্রিপ্টোকারেন্সি সব সময় অনিশ্চিত। কখন কি হবে এই মার্কেটে সেটা বলা একেবারেই অসম্ভব। তবে এই মার্কেট থেকে ভালো কিছু করতে হলে আমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে, মার্কেট সম্পর্কে এবং কয়েন সম্পর্কে ভালো নলেজ থাকলে এখান থেকে ভালো কিছু পাওয়া যায়।
তবে আমাদের ঐ ধারনা থেকে বাহিরহতে হবে। কারন দ্রুতোবড়োহতে  গেলে বড়ো লোক হতে গেলে সব হারানোর সম্ভবনা থাকে।
বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে সোনা রুপা, রিয়েল স্টেট, শেয়ার বাজার, ব্যাংক ডিক্সট ডিপজিট, সঞ্চয়পত্র এসবের থেকেও অনেক গুন বেশি পরিমান প্রফিট দিতে সক্ষম বিটকয়েন। তবে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি না। একমাত্র বিটকয়েনকে অন্যান্য শক্তিশালী এসেটের সাথে তুলনা করা যায়। তবে এখানে অল্প সময়ের জন্য বিনিয়োগ করলে হবে না। আমরা যখন কোনো ব্যবসায় বিনিয়োগ করি বা জমি, সোনা বা অন্যান্য কিছুতে বিনিয়োগ করি তখন আমরা প্যানিক হই না। বছরের পর বছর ব্যাংকে রিক্সটে টাকা রাখি তখন প্যানিক হই না তবে বিটকয়েনে বা অন্যান্য ক্রিপ্টোতে বিনিয়োগ করলে অধৈর্য হয়ে পড়ি আর দ্রুত বড়লোক হবার চিন্তা করি। তভে এটা করা যাবে না। অন্যান্য ইনভেস্টমেন্টের মতই বিটকয়েন বা অন্যান্য পটেনশিয়াল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে দীর্ঘদিন সেটা হোল্ড করতে হবে। তাহলে অবশ্যই ক্রিপ্টো থেকে বড়লোক হওয়া সম্ভব হবে
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: Learn Bitcoin on April 30, 2024, 03:23:52 PM
বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে সোনা রুপা, রিয়েল স্টেট, শেয়ার বাজার, ব্যাংক ডিক্সট ডিপজিট, সঞ্চয়পত্র এসবের থেকেও অনেক গুন বেশি পরিমান প্রফিট দিতে সক্ষম বিটকয়েন। তবে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি না। একমাত্র বিটকয়েনকে অন্যান্য শক্তিশালী এসেটের সাথে তুলনা করা যায়। তবে এখানে অল্প সময়ের জন্য বিনিয়োগ করলে হবে না। আমরা যখন কোনো ব্যবসায় বিনিয়োগ করি বা জমি, সোনা বা অন্যান্য কিছুতে বিনিয়োগ করি তখন আমরা প্যানিক হই না। বছরের পর বছর ব্যাংকে রিক্সটে টাকা রাখি তখন প্যানিক হই না তবে বিটকয়েনে বা অন্যান্য ক্রিপ্টোতে বিনিয়োগ করলে অধৈর্য হয়ে পড়ি আর দ্রুত বড়লোক হবার চিন্তা করি। তভে এটা করা যাবে না। অন্যান্য ইনভেস্টমেন্টের মতই বিটকয়েন বা অন্যান্য পটেনশিয়াল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে দীর্ঘদিন সেটা হোল্ড করতে হবে। তাহলে অবশ্যই ক্রিপ্টো থেকে বড়লোক হওয়া সম্ভব হবে

সোনা রুপা বা অন্যান্য এসেট গুলো যেভাবে সাধারণের ভেতরে একটা আস্থার যায়গা করে নিয়েছে, বিটকয়েন সেটা করতে পারেনি। এর কারণ হলো বিটকয়েন অনেক বেশি ভলাটাইল। আবার মানুষ বিটকয়েন থেকে যেরকম রিটার্ন আশা করে, সোনা রুপা থেকে কিন্তু সেই পরিমাণ রিটার্ন আশা করে না। মানুষের ভেতরে একটা আস্থা হয়ে গেছে যে সোনার দাম যতোই কমুক, এটার দাম আবার বেড়ে যাবে। কিন্তু বিটকয়েনের বেলায় মানুষ সেটা বিশ্যাস করতে চায় না। যদিও বেশিরভাগ মানুষ জানে যে বিটকয়েন লঙ রানে ভালো প্রফিট দেবে।

আমার বিটকয়েন একুমুলেশন হয়েছে এভারেজ ৪০ হাজার ডলারে। এখন ৬০ হাজার ডলারে আছে দাম। তার মানে আমি এখনো প্রফিটে আছই। কিন্তু তবুও বিটকয়েন নিচের দিকে যেতে দেখলে আমার খারাপ লাগে। এর কারণ বিটকয়েনে আমার ভালো টাকা ইনভেস্টমেন্ট আছে। বিটকয়েনে যেমন দ্রুত প্রফিট করা সম্ভব, তেমন ভাবে লস করাও সম্ভব। তবে যাদের ধৈর্য থাকে, তাঁরাই প্রফিট নিয়ে বেড়িয়ে আসতে পারে।
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: JISAN on May 03, 2024, 04:46:51 AM
বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে সোনা রুপা, রিয়েল স্টেট, শেয়ার বাজার, ব্যাংক ডিক্সট ডিপজিট, সঞ্চয়পত্র এসবের থেকেও অনেক গুন বেশি পরিমান প্রফিট দিতে সক্ষম বিটকয়েন। তবে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি না। একমাত্র বিটকয়েনকে অন্যান্য শক্তিশালী এসেটের সাথে তুলনা করা যায়। তবে এখানে অল্প সময়ের জন্য বিনিয়োগ করলে হবে না। আমরা যখন কোনো ব্যবসায় বিনিয়োগ করি বা জমি, সোনা বা অন্যান্য কিছুতে বিনিয়োগ করি তখন আমরা প্যানিক হই না। বছরের পর বছর ব্যাংকে রিক্সটে টাকা রাখি তখন প্যানিক হই না তবে বিটকয়েনে বা অন্যান্য ক্রিপ্টোতে বিনিয়োগ করলে অধৈর্য হয়ে পড়ি আর দ্রুত বড়লোক হবার চিন্তা করি। তভে এটা করা যাবে না। অন্যান্য ইনভেস্টমেন্টের মতই বিটকয়েন বা অন্যান্য পটেনশিয়াল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে দীর্ঘদিন সেটা হোল্ড করতে হবে। তাহলে অবশ্যই ক্রিপ্টো থেকে বড়লোক হওয়া সম্ভব হবে

সোনা রুপা বা অন্যান্য এসেট গুলো যেভাবে সাধারণের ভেতরে একটা আস্থার যায়গা করে নিয়েছে, বিটকয়েন সেটা করতে পারেনি। এর কারণ হলো বিটকয়েন অনেক বেশি ভলাটাইল। আবার মানুষ বিটকয়েন থেকে যেরকম রিটার্ন আশা করে, সোনা রুপা থেকে কিন্তু সেই পরিমাণ রিটার্ন আশা করে না। মানুষের ভেতরে একটা আস্থা হয়ে গেছে যে সোনার দাম যতোই কমুক, এটার দাম আবার বেড়ে যাবে। কিন্তু বিটকয়েনের বেলায় মানুষ সেটা বিশ্যাস করতে চায় না। যদিও বেশিরভাগ মানুষ জানে যে বিটকয়েন লঙ রানে ভালো প্রফিট দেবে।

আমার বিটকয়েন একুমুলেশন হয়েছে এভারেজ ৪০ হাজার ডলারে। এখন ৬০ হাজার ডলারে আছে দাম। তার মানে আমি এখনো প্রফিটে আছই। কিন্তু তবুও বিটকয়েন নিচের দিকে যেতে দেখলে আমার খারাপ লাগে। এর কারণ বিটকয়েনে আমার ভালো টাকা ইনভেস্টমেন্ট আছে। বিটকয়েনে যেমন দ্রুত প্রফিট করা সম্ভব, তেমন ভাবে লস করাও সম্ভব। তবে যাদের ধৈর্য থাকে, তাঁরাই প্রফিট নিয়ে বেড়িয়ে আসতে পারে।
হ্যা সাধারণ মানুষজন সোনা রুপাকে টাকার থেকেও বেশি বিশ্বাস করে কারন এগুলোর দাম বাড়তে দেখা যায় তো কমতে দেখা যায় না অপর দিকে এটা ইনভেস্টমেন্ট এসেটের পাশাপাশি এটা ব্যবহার করার জিনিস। বাংলাদেশের মানুষ সোনার বাড় করতে পারে না সহজে তাই অলংকারে বিনিয়োগ করেন এগুলা সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করেন আবার যখন দাম বাড়ে তখন বিক্রিও করতে পারে। তবে সে ক্ষেত্রে লস ও হয় অনেক সময় কারন অলংকারে প্রতি ভরিতে ২ আনা করে খাদ দড়া হয় বিক্রি করতে চাইলে। রিস্ক সবখানেই আছে তবে যে যেটাকে বিশ্বাস করে সেটা তার জন্য সহজ ও রিস্ক ফ্রি মনে হয়
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: Learn Bitcoin on May 13, 2024, 05:43:56 PM
হ্যা সাধারণ মানুষজন সোনা রুপাকে টাকার থেকেও বেশি বিশ্বাস করে কারন এগুলোর দাম বাড়তে দেখা যায় তো কমতে দেখা যায় না অপর দিকে এটা ইনভেস্টমেন্ট এসেটের পাশাপাশি এটা ব্যবহার করার জিনিস। বাংলাদেশের মানুষ সোনার বাড় করতে পারে না সহজে তাই অলংকারে বিনিয়োগ করেন এগুলা সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করেন আবার যখন দাম বাড়ে তখন বিক্রিও করতে পারে। তবে সে ক্ষেত্রে লস ও হয় অনেক সময় কারন অলংকারে প্রতি ভরিতে ২ আনা করে খাদ দড়া হয় বিক্রি করতে চাইলে। রিস্ক সবখানেই আছে তবে যে যেটাকে বিশ্বাস করে সেটা তার জন্য সহজ ও রিস্ক ফ্রি মনে হয়

এই সোনা রুপার ওপর অনেক বেশি আস্থা একমাত্র আরব এবং দক্ষিন এশিয়ার দেশগুলোতে। বিশেষ করে ব্যাবহারের কথা যদি বলি। আরবরা দেখবেন সোনা অতোটা ব্যাবহার করে না। তারা সেগুলো কিনে রেখে মানুষকে দেখতে পছন্দ করে। আর দক্ষিন এশিয়ার দেশ ভারত, শ্রীলংকা, নেপাল এবং বাংরাদেশের মানুষজন সোনা ব্যাবহারে বেশি মনোযোগী। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের বা ভারতের প্রতিটা বিয়েতেই যতো বেশি সোনা পড়ানো হয়, তাদেরকে ততো বেশি ধনী মনে করা হয়। কিন্তু আপনি ইউরোপ এ দেখেন, যতো কোটিপতিরা বিয়ে করে, কয়জনের গলায় সোনার অলংকার দেখেছেন? আমার মনে হয় দেখেননি। যাই হোক, আমি অন্য টপিকে চলে যাচ্ছি। ক্রিপ্টোকে সোনা মনে করার কিছু নেই। স্ক্যামাররাই রাতারাতি বড়লোক হয়। হালাল উপার্জন এতো সহজ না।
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: JISAN on May 14, 2024, 06:34:56 PM
হ্যা সাধারণ মানুষজন সোনা রুপাকে টাকার থেকেও বেশি বিশ্বাস করে কারন এগুলোর দাম বাড়তে দেখা যায় তো কমতে দেখা যায় না অপর দিকে এটা ইনভেস্টমেন্ট এসেটের পাশাপাশি এটা ব্যবহার করার জিনিস। বাংলাদেশের মানুষ সোনার বাড় করতে পারে না সহজে তাই অলংকারে বিনিয়োগ করেন এগুলা সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করেন আবার যখন দাম বাড়ে তখন বিক্রিও করতে পারে। তবে সে ক্ষেত্রে লস ও হয় অনেক সময় কারন অলংকারে প্রতি ভরিতে ২ আনা করে খাদ দড়া হয় বিক্রি করতে চাইলে। রিস্ক সবখানেই আছে তবে যে যেটাকে বিশ্বাস করে সেটা তার জন্য সহজ ও রিস্ক ফ্রি মনে হয়

এই সোনা রুপার ওপর অনেক বেশি আস্থা একমাত্র আরব এবং দক্ষিন এশিয়ার দেশগুলোতে। বিশেষ করে ব্যাবহারের কথা যদি বলি। আরবরা দেখবেন সোনা অতোটা ব্যাবহার করে না। তারা সেগুলো কিনে রেখে মানুষকে দেখতে পছন্দ করে। আর দক্ষিন এশিয়ার দেশ ভারত, শ্রীলংকা, নেপাল এবং বাংরাদেশের মানুষজন সোনা ব্যাবহারে বেশি মনোযোগী। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের বা ভারতের প্রতিটা বিয়েতেই যতো বেশি সোনা পড়ানো হয়, তাদেরকে ততো বেশি ধনী মনে করা হয়। কিন্তু আপনি ইউরোপ এ দেখেন, যতো কোটিপতিরা বিয়ে করে, কয়জনের গলায় সোনার অলংকার দেখেছেন? আমার মনে হয় দেখেননি। যাই হোক, আমি অন্য টপিকে চলে যাচ্ছি। ক্রিপ্টোকে সোনা মনে করার কিছু নেই। স্ক্যামাররাই রাতারাতি বড়লোক হয়। হালাল উপার্জন এতো সহজ না।
সহমত, সোনা রুপা ব্যবহার করার জন্য অলংকার হিসেবে রাখলে তাতে তেমন লাভ নেই কারন এগুলো ব্যবহারে ক্ষয়প্রাপ্ত হয় আবার একদম পিউর সোনা দিয়ে গহনা হয় না তাই অলংকার বানাতে সোনা রুপায় ভেজাল মেসানো হয়। আর ক্রিপ্টোতে বিনিয়োগ করা অনেক রিস্ক তবে অপরদিকে অনেক লাভজনক। সাধারণ মানুষ যারা সৎ পথে ইনকাম করে তার পক্ষে অল্প টাকাও অনেক বড় কিছু তাই তারা চাইলেও ক্রিপ্টোতে বড় এমাউন্টের টাকা রিস্ক নিয়ে বিনিয়োগ করতে পারে না। উচ্চ পরিমানে বিনিয়োগ তারাই করতে পারে যারা অসৎ পথে টাকা উপার্জন করে টাকা রাখার যায়গা থাকে না তারা তাদের টাকাগুলো ক্রিপ্টোতে বিনিয়োগ করে। কথায় আছে টাকায় টাকা আনে। যাদের কাছে টাকা আছে তারাই সেগুলো রিস্ক নিয়ে বিনিয়োগ করে আরো অনেক টাকার মালিক হয় আর যারা গড়িব বা যারা শুধুমাত্র সৎ পথে উপার্জন করে তারা বিত্তশালী হতে পারে না সেটা হোক দ্রুত বা ধীরে ধীরে
Title: Re: মানুষের মধ্যে একটা কমন ধারণা ক্রিপ্টো মার্কেটে আসলেই দ্রুত বড়লোক হওয়া যাবে
Post by: Learn Bitcoin on May 16, 2024, 07:56:29 AM
সহমত, সোনা রুপা ব্যবহার করার জন্য অলংকার হিসেবে রাখলে তাতে তেমন লাভ নেই কারন এগুলো ব্যবহারে ক্ষয়প্রাপ্ত হয় আবার একদম পিউর সোনা দিয়ে গহনা হয় না তাই অলংকার বানাতে সোনা রুপায় ভেজাল মেসানো হয়। আর ক্রিপ্টোতে বিনিয়োগ করা অনেক রিস্ক তবে অপরদিকে অনেক লাভজনক। সাধারণ মানুষ যারা সৎ পথে ইনকাম করে তার পক্ষে অল্প টাকাও অনেক বড় কিছু তাই তারা চাইলেও ক্রিপ্টোতে বড় এমাউন্টের টাকা রিস্ক নিয়ে বিনিয়োগ করতে পারে না। উচ্চ পরিমানে বিনিয়োগ তারাই করতে পারে যারা অসৎ পথে টাকা উপার্জন করে টাকা রাখার যায়গা থাকে না তারা তাদের টাকাগুলো ক্রিপ্টোতে বিনিয়োগ করে। কথায় আছে টাকায় টাকা আনে। যাদের কাছে টাকা আছে তারাই সেগুলো রিস্ক নিয়ে বিনিয়োগ করে আরো অনেক টাকার মালিক হয় আর যারা গড়িব বা যারা শুধুমাত্র সৎ পথে উপার্জন করে তারা বিত্তশালী হতে পারে না সেটা হোক দ্রুত বা ধীরে ধীরে

আমি আসলে এভাবে বলতে চাই না। হ্যা এটা ঠিক যে যারা অনেক কষ্ট করে ইনকাম করে, তারা চাইবে না ক্রিপ্টোকারেন্সির মতো যায়গায় ইনভেষ্ট করতে যেখানে রিস্ক অনেক বেশি। তবে আমি এটার সাথে একমত না যে যারা ক্রিপ্টোতে ইনভেষ্ট করেছে তারা সবাই অসৎ পথে ইনকাম করেছে। হতে পারে তারা হারাম পথে ইনকাম করেছে। বা হালাল পথেও হতে পারে। এই ধরেন যারা ফোরামে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করেছে, তারা সবাই কিন্তু সব টাকা ক্যাশ করে ফেলে না।

আমার কথাই বলা যাক। আমি গত ১ বছরে ফোরাম থেকে যা ইনকাম করেছি, তার প্রায় ৫০ ভাগ আমি হোল্ড করেছি। এটাকে আপনি চাইলে বিনিয়োগ বলতে পারেন। এক বছরের হোল্ডিং রেখে দেয়ার কারনে আমি ভালো পরিমানে একটা প্রফিট করেছি যেটা আমি আমার সাধারন ব্যাবসা থেকে করতে গেলে পরিশ্রম হতো অনেক। এবং ১ বছরে এই প্রফিট হতো কি না জানি না। তো, আমার টাকা কে কি বলবেন?