Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Review Master on July 25, 2021, 06:53:33 PM

Title: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Review Master on July 25, 2021, 06:53:33 PM

P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন


ক্রিপ্টোমার্কেটে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রেন্ড চালু হয়ে থাকে। উদাহরণ হিসেবেই এই বছরের ট্রেন্ডগুলো দেখুন, বছরের শুরুতে আইডিও এর হাইপ/ট্রেন্ড, এরপর এনএফটির ট্রেন্ড, তারপর শুরু হয় মিমকয়েনের/শিটকয়েনের ট্রেন্ড। আর বর্তমানে ট্রেন্ড চালু হয়েছে P2E কিংবা Play to Earn অথবা এনএফটি ভিত্তিক গেম - যেগুলোতে বিজয়ী হলে পুরস্কার হিসেবে প্রজেক্টির টোকেন পাওয়া যায়। এই ট্রেন্ডটি চালু হওয়ার প্রায় একমাসের বেশি হয়ে যাচ্ছে এবং আশা করা যায় সামনের একমাস কিংবা এর অধিক সময়ের বেশি ট্রেন্ডটি চালু থাকবে। তাই এইসময়টিকে কাজে লাগিয়ে অনেকেই অধিক পরিমাণ ক্রিপ্টো ইনকাম করতেছে, যেমনটি অন্যান্য ট্রেন্ডের সময় অনেকে লাভবান হয়েছিল।

আজকের এই পোষ্টে আমি CryptoBlades প্রেজক্টটি নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। মূলত আপনাদেরকে এই প্রজেক্ট সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও সংযুক্ত করে দিলাম এবং বিস্তারিত জানার জন্য সেটি সকলেই দেখে নিতে পারেন । আমি সংক্ষিপ্তভাবে কিছু তথ্য তুলে ধরলাম:

CryptoBlades প্রজেক্টটি অন্যান্য P2E কিংবা Play to Earn প্রজেক্টের মতোই এবং এটিতে আমাদেরকে বিভিন্ন ক্যারেক্টার ও ওয়েপেন দিয়ে প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করতে হয় । আর যদি কেউ যুদ্ধটিতে বিজয়ী হয়, তাহলে আপনি CryptoBlades এর মূল টোকেন SKILL পাবেন। তাই প্রথমেই আপনাদেরকে SKILL টোকেন ক্রয় করতে হবে, যেন আমরা ক্যারেক্টার ও ওয়েপেন এর এনএফটি নিতে পারি। এরপর সেই এনএফটিগুলো ব্যবহার করে আমরা প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করবো। আমি CryptoBlades দুইদিন থেকে খেলতেছি এবং দুইদিনে ১ SKILL টোকেন ইনকাম করেছি, যার বর্তমান মূল্য প্রায় $১৩০ এর বেশি। আরো বিস্তারিত জানতে সংযুক্ত করা ভিডিওটি দেখতে পারেন।





যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Malam90 on July 26, 2021, 03:48:31 PM
ভিডিওটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। বর্তমানে প্লেটুআর্ন ট্রেন্ড চলতেছে। আমি না বোঝার কারণে একটা   এই ধরণের একটা প্রজেক্ট থেকে প্রফিট করার আগেই বের হয়ে এসেছি। পরে বুঝেছি ট্রেন্ড মিস করেছি আমি। +১
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Review Master on July 26, 2021, 07:30:54 PM
ভিডিওটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। বর্তমানে প্লেটুআর্ন ট্রেন্ড চলতেছে। আমি না বোঝার কারণে একটা   এই ধরণের একটা প্রজেক্ট থেকে প্রফিট করার আগেই বের হয়ে এসেছি। পরে বুঝেছি ট্রেন্ড মিস করেছি আমি।

ধন্যবাদ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আশা করি, সামনের দিনগুলোতেও এমন ভালো ভালো ভিডিও আরো আসবে।

শুধুমাত্র আপনি নন, আমিও কিছু প্রজেক্টের লাভ হারিয়ে ফেলেছি, এটি সঠিক সময়ে অনুধাবন করতে না পেরে। মাসের শুরুতেই এই ট্রেন্ডটি চালু হয় মূলত Axis Infinity প্রজেক্টের জন্য। যদিও তখন প্রজেক্টি অনেক বৃদ্ধি পেয়েছিল, তাই ভাবছিলাম যে হয়তো ট্রেন্ডটি তেমন বেশিদিন থাকবে না। তাই Citizen Finance প্রজেক্টির টোকেন $২ এর কমে ক্রয় করতে চেয়েও ক্রয় করি নাই। আর আপনার মতোই আমিও লাভ করতে পারি নাই। তবে আশা করি যে, CryptoBlades থেকে ভালো কিছু পাওয়া যাবে।  :)
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Rima28 on July 28, 2021, 07:53:12 PM
P2E প্রজেক্টরের ট্রেড থেকে লাভবান হওয়া সম্ভব কারণ ক্রিপ্টোকারেন্সি কয়েনের আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী কখনো বাজে কখনো কমে সেই থেকে কেউ ধরে রেখে ট্রেড করে আবার কেউ না ধরে ট্রেড করে এমনিভাবে প্রজেক্টরে ট্রেড করে অনেকে লাভবান হতে পারে যদি সেটা সময় মত করতে পারে তাহলে লাভবান হওয়া সম্ভব।
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Ramesh Mondal on July 29, 2021, 09:34:41 AM
সত্যিই P2E ট্রেন্ড সকলের জন্য আশাব্যন্জক একটি ইনকামের মাধ্যম।আমি পুরোটাই দেখেছি,খুব ভালো একটা সাইড। আমি শ্রদ্ধেয় বড় ভাইকে বলবো আপনি আরও কিছু সাইড ও কাজ সম্পর্কে ভিডিও তৈরি করবেন, আমরা যারা নতুন আছি, তারা সহজে আপনার মাধ্যমে শিখতে পারবো।অনেক অনেক ধন্যবাদ
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Dor@ on July 29, 2021, 02:09:04 PM
ট্রেডিং সম্পর্কে আমার কেমন একটা ধারণা নেই। কারন আমি এই ফোরামে একেবারেই নতুন একজন সদস্য। এখন পর্যন্ত ফোরামের সার্বিক বিষয়ে তেমন একটা ভালো আমি জানিনা। ফোরামে রুলস গুলো ভালোভাবে ফলো করার পর অবশ্যই আমি এই ধরনের ট্রেডিং করার সিদ্ধান্ত গ্রহণ করব।
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Malam90 on July 29, 2021, 05:19:21 PM
ট্রেডিং সম্পর্কে আমার কেমন একটা ধারণা নেই। কারন আমি এই ফোরামে একেবারেই নতুন একজন সদস্য। এখন পর্যন্ত ফোরামের সার্বিক বিষয়ে তেমন একটা ভালো আমি জানিনা। ফোরামে রুলস গুলো ভালোভাবে ফলো করার পর অবশ্যই আমি এই ধরনের ট্রেডিং করার সিদ্ধান্ত গ্রহণ করব।

ভালো ভাবে জেনে তারপর কমেন্ট করুন। যে বিষয়ে জানা নেই সেই বিষয়ে অযথা কমেন্ট না করে আগে নতুন অবস্থায় বেশি বেশি পোস্ট পড়ুন। রুলস গুলো পড়ুন তারপর আস্তে আস্তে কমেন্ট করতে থাকুন।
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Review Master on July 29, 2021, 06:10:31 PM
আমি শ্রদ্ধেয় বড় ভাইকে বলবো আপনি আরও কিছু সাইড ও কাজ সম্পর্কে ভিডিও তৈরি করবেন, আমরা যারা নতুন আছি, তারা সহজে আপনার মাধ্যমে শিখতে পারবো।অনেক অনেক ধন্যবাদ

আশা করি, সামনের ২-৩ দিনের মধ্য আর একটি ভিডিও আসবে CryptoBlades এর বিভিন্ন কৌশল ও হালনাগাদ নিয়ে। আর আপনি চাইলে ভিডিও এর কমেন্ট সেকশন অথবা এখানে কিংবা টেলিগ্রাম গ্রুপে যে বিষয় জানতে চান, সেটি বলেন। আশা করি, সকল বিষয়ে ভিডিও বানাবো।

যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto
Title: Re: P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন
Post by: Review Master on August 01, 2021, 06:04:02 PM

CryptoBlades সম্পর্কিত কিছু হালনাগাদ এবং কৌশল, যেগুলো আপনার প্যাসিভ ইনকাম বৃদ্ধি করবে।


প্রথম ভিডিওটিতে CryptoBlades নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল । কিন্তু অনেক হালনাগাদ এর মধ্যে চলে এসেছে এবং সেইসকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হয়েছে। নিচে কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো, আর বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন।

ভিডিওটি দেখুন:


বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".