Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: roksana.hee on January 21, 2024, 11:23:41 AM

Title: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: roksana.hee on January 21, 2024, 11:23:41 AM
যারা ক্রিপ্ত কারেন্সি মাইনিং করেন বা ফোরামে কাজ করেন তারা অবশ্যই কিছু কারেন্সি আর্ন করেন। অনেকেই আছে যারা নতুন আর্ন করার পরে কোথায় সেল করবে এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। অনেক সময় তাদের কষ্টে অর্জিত ক্রিপ্টো কারেন্সি সেল করতে যেয়ে স্ক্যামে পড়েন ফলে ক্রিপ্টো কারেন্সি হারিয়ে ফেলেন বা লস করেন। এই লস থেকে বাঁচার জন্য বিশ্বস্ত মাধ্যম এখানে যদি সবাই মতামত শেয়ার করেন তাহলে যারা নতুন আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন আশা করি।

অনেক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর ইউজার এগ্রিমেন্ট গুলো পড়লে মাথা নষ্ট হয়ে যায় বা মাথা খারাপ হয়ে যায়। এরা কি কারনে, কখন কোন একাউন্ট বন্ধ করে দিবে, কোন রকম নোটিশ ছাড়া এবং কেন বন্ধ করেছে তার কোন রকম ব্যাখ্যাও কাউকে দেয় না। এই সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো খুব ভয়ঙ্কর, কারো যদি পূর্বের অভিজ্ঞতা থাকে এই ধরনের, তাহলে গ্রুপে শেয়ার করলে সবাই সেই সাইট গুলা থেকে সাবধান হয়ে যাবেন বলে মনে করি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: Mr.Corol on January 21, 2024, 04:39:08 PM
আমি কুকয়েন ও বাইন্যান্স এই দুটি এক্সচেঞ্জ বিশ্বস্ত মনে করি, আমি বেশ কয়েকবার এই দুই এক্সচেঞ্জে ডলার p2p সেল করেছি। আমি আজ পর্যন্ত কোন জালিয়াতির সম্মুখীন হই নাই। তবে অনেকেই অন্য এক্সচেঞ্জ বেশি বিশ্বস্ত মনে করবে, আমার মত আমি প্রকাশ করলাম।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: Primo1760 on January 21, 2024, 09:07:51 PM
ক্রিপ্টোকারেন্সি বিক্রি করার জন্য সবচেয়ে উপযোগী এবং বিশ্বস্ত সাইট হলো Binance এবং Kucoin. কারণ আমাদের ক্রিপ্টোকারেন্সি p2p করে দেশীয় কারেন্সিতে রূপান্তর করার জন্য এই দুটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিশ্বস্ত হিসাবে ব্যবহার করে থাকি। তবে প্রতারকরা প্রতারণা করার জন্য তৈরি থাকে এজন্য p2p করার সময় অবশ্যই আপনার একাউন্টে টাকা চলে আসছে কিনা আপনাকে নিশ্চিত হতে হবে আপনার একাউন্টে যদি টাকা চলে আসে তখন আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি রিলেজ করে দিবেন কখনোই আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা নিশ্চিত না হয়ে আপনার ক্রিপ্টোকারেন্সি রিলেজ করবেন না। কারণ নগদ বা বিকাশে ভুয়া এসএমএস পাঠানো যায় অনেক প্রতারকরা ভুয়া এসএমএস পাঠিয়ে দেয় ফলে সেই এসএমএস দেখেই অনেক গ্রাহক তার ক্রিপ্টোকারেন্সি রিলিজ করে দেয়। যারা ক্রিপ্টকারেন্সি p2p করেন তারা খুব সাবধানে করবেন কেউ যেন প্রতারণার শিকার না হন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: Perfect540 on January 24, 2024, 07:49:23 AM
কয়েনবেস থেকে আমাদের বাংলাদেশী টাকায় এক্সচেঞ্জ করার মত কোন উপায় আছে কিনা আমার জানা নেই তবে বাইনান্স ও কুকয়েন এই দুটো এক্সচেঞ্জে বাংলাদেশী টাকায় রূপান্তর করার সুযোগ রয়েছে। তবে আপনি যদি কয়েনবেস থেকে ডলার অনলাইনে বিক্রি করতে চান সে ক্ষেত্রে আপনাকে বায়ারের একাউন্টে ডলার ট্রান্সফার করার পর আপনি সরাসরি ফোন কলের মাধ্যমে অথবা যোগাযোগ করে আপনি টাকা লেনদেন করতে পারবেন তবে এক্ষেত্রে ঝুঁকি তো অনেক বেশি থাকে। কেউ চাইবে না নিজের টাকা খরচ করে ঝুঁকি বহন করতে তাই বাইনান্স বা কুকয়েন আমাদের দেশীয় কারেন্সিতে রূপান্তর করার অন্যতম প্রধান বিশ্বস্ত মাধ্যম।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: Sowrgo on January 29, 2024, 07:50:47 PM
Coinbase  মূলত চেনা পরিচিতদের মধ্যে ডলার লেনদেন হয়। তবে বাইনান্স , kucoin  এই দুটি এক্সচেঞ্জ এর পি টুপি বাংলাদেশে অনেক জনপ্রিয়। বেশিরভাগ কিপটোকারেন্সি ব্যবসায়ীরা এই পি টুপি ব্যবহার করে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: Perfect540 on February 04, 2024, 06:39:44 PM
Coinbase  মূলত চেনা পরিচিতদের মধ্যে ডলার লেনদেন হয়। তবে বাইনান্স , kucoin  এই দুটি এক্সচেঞ্জ এর পি টুপি বাংলাদেশে অনেক জনপ্রিয়। বেশিরভাগ কিপটোকারেন্সি ব্যবসায়ীরা এই পি টুপি ব্যবহার করে।
কয়েনবেজ থেকে বাংলাদেশীদের জন্য এলাও করে না কিন্তু কয়েন বেজে আপনি ডলার ট্রান্সফার করে তারপর বায়ার ধরে ডলার বাই সেল করতে হয়। কয়েনবেজে একজন থার্ড পার্টি যদি আপনার সাথে প্রতারণা করে তাহলে আমাদের বা আপনার কিছুই করার থাকবে না কিন্তু বাইনান্স ও কুকয়েন এই দুটো এক্সচেঞ্জ এ পিটুপির মাধ্যমে যদি ডলার ভাই সেল করি তাহলে প্রতারণা করলেও আপনি রিপোর্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এজন্যই Binance ও Kucoin এই দুটো এক্সচেঞ্জ ক্রিপ্টো কারেন্সি বাই সেল করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত মাধ্যম।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: Zulhabi on February 05, 2024, 11:35:02 AM
যারা ক্রিপ্ত কারেন্সি মাইনিং করেন বা ফোরামে কাজ করেন তারা অবশ্যই কিছু কারেন্সি আর্ন করেন। অনেকেই আছে যারা নতুন আর্ন করার পরে কোথায় সেল করবে এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। অনেক সময় তাদের কষ্টে অর্জিত ক্রিপ্টো কারেন্সি সেল করতে যেয়ে স্ক্যামে পড়েন ফলে ক্রিপ্টো কারেন্সি হারিয়ে ফেলেন বা লস করেন। এই লস থেকে বাঁচার জন্য বিশ্বস্ত মাধ্যম এখানে যদি সবাই মতামত শেয়ার করেন তাহলে যারা নতুন আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন আশা করি।

অনেক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর ইউজার এগ্রিমেন্ট গুলো পড়লে মাথা নষ্ট হয়ে যায় বা মাথা খারাপ হয়ে যায়। এরা কি কারনে, কখন কোন একাউন্ট বন্ধ করে দিবে, কোন রকম নোটিশ ছাড়া এবং কেন বন্ধ করেছে তার কোন রকম ব্যাখ্যাও কাউকে দেয় না। এই সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো খুব ভয়ঙ্কর, কারো যদি পূর্বের অভিজ্ঞতা থাকে এই ধরনের, তাহলে গ্রুপে শেয়ার করলে সবাই সেই সাইট গুলা থেকে সাবধান হয়ে যাবেন বলে মনে করি।
হ্যাঁ ভাই আপনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা যারা নতুন এ ফোরামে কাজ করছি আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যারা ক্রিপ্টো কারেন্সিতে মাইনিং করি বা ফোরামে কাজ করি আমাদের সবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট। আসলে অনেকেই মাইনিং করে এবং আর্নিং করে ক্ষতিগ্রস্ত হয়। এর মূলত কারণ হচ্ছে মাধ্যম। কারন আমরা যে মাধ্যমে আর্নিং করব বা মাইনিং করব আসলে সেটি আগে আমাদের দেখতে হবে। তারপর আর্নিং বা মাইনিং করা উচিত । তাহলে অবশ্যই আমরা কোন প্রকার ক্ষতির মধ্যে উপনীত হব না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: Crypto Library on February 07, 2024, 08:24:42 PM
যারা ক্রিপ্ত কারেন্সি মাইনিং করেন বা ফোরামে কাজ করেন তারা অবশ্যই কিছু কারেন্সি আর্ন করেন। অনেকেই আছে যারা নতুন আর্ন করার পরে কোথায় সেল করবে এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। অনেক সময় তাদের কষ্টে অর্জিত ক্রিপ্টো কারেন্সি সেল করতে যেয়ে স্ক্যামে পড়েন ফলে ক্রিপ্টো কারেন্সি হারিয়ে ফেলেন বা লস করেন। এই লস থেকে বাঁচার জন্য বিশ্বস্ত মাধ্যম এখানে যদি সবাই মতামত শেয়ার করেন তাহলে যারা নতুন আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন আশা করি।

অনেক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর ইউজার এগ্রিমেন্ট গুলো পড়লে মাথা নষ্ট হয়ে যায় বা মাথা খারাপ হয়ে যায়। এরা কি কারনে, কখন কোন একাউন্ট বন্ধ করে দিবে, কোন রকম নোটিশ ছাড়া এবং কেন বন্ধ করেছে তার কোন রকম ব্যাখ্যাও কাউকে দেয় না। এই সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো খুব ভয়ঙ্কর, কারো যদি পূর্বের অভিজ্ঞতা থাকে এই ধরনের, তাহলে গ্রুপে শেয়ার করলে সবাই সেই সাইট গুলা থেকে সাবধান হয়ে যাবেন বলে মনে করি।
আসলে ক্রিপ্টো কারেন্সি আবিষ্কারের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রাইভেসি এবং মানুষের হাতে তাদের অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা। কিন্তু আপনি যে পোল তৈরি করেছেন এর মধ্যে সবগুলোই হলো  সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এক প্রকারের ভন্ডামী যদিও আমাদের নতুন চুনোপটি নিকট এগুলো ব্যবহার করতে কোন সমস্যা হয় না।
আর যেহেতু আমরা বাংলাদেশে তাই আপনার অপশন গুলোর মধ্যে আমি বলব কুকয়েন ব্যবহার করাই সবচাইতে উত্তম হবে, তবে যারা অল্টারনেটিভ করেন মাইনিং করে তারা ডিপোজিটের পূর্বে অবশ্যই দেখে নিবেন আপনার কয়েনটি এক্সেঞ্জারে লিস্টেড রয়েছে কিনা।
তা ছাড়া আমার সাজেশন থাকবে যে বাইন্যান্স এবং কুকয়েন এই দুটোই বেস্ট একচেঞ্জার হবে সেন্ট্রালাইজ একচেঞ্জার হিসেবে ব্যবহার করার জন্য আমি এই দুটোই ব্যবহার করি। তাছাড়া MEXC এক চেঞ্জারও আমার নিকট ভালো লাগে। আর কয়েনবেস কিন্তু ভাই বাংলাদেশের সাপোর্ট করে না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেল করার জন্য সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম কী?
Post by: kulkhan on March 21, 2024, 05:32:08 PM
হ্যা আমরা অনেকে বিভিন্ন ভাবে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করি। যেমন বাউন্টি, এয়ারড্রপ, মাইনিং, বা বাইরের বায়ারদের কাজ করে দিয়েও আমরা ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট হিসেবে পেয়ে থাকি। এগুলো বিক্রয় করার জন্য বিশ্বস্ত জায়গার প্রয়োজন হয়। আর আমি মনকরি বাইনান্স, কুকয়েন সবচেয়ে বিশ্বস্ত। আমি মূলত বাইনান্সে এগুলো সেল করে থাকি। বাইনান্সে এবং কুকয়েনে পিটুপি ব্যবস্থা চালু আছে। যার কারনে আমরা লোকাল কারেন্সিতে সেল করতে পারি।