Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Malam90 on November 30, 2019, 11:38:39 AM

Title: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Malam90 on November 30, 2019, 11:38:39 AM
আমরা জানি গতবছর ক্রিপ্টো মার্কেটে মারাত্নক ধ্বস নামে।এরই ধারাবাহিকতায় এবছরের শুরুতে ইথারিয়ামের দাম কমে ৭৮ ডলারে নেমেছিলো। যা গত ৩ বছরের  মধ্যে সর্বনিম্ন। অনেকেই তখন আতঙ্কে ইথার সেল করে দিয়েছিলো। এরপর আস্তে আস্তে বিটকয়েনের দাম বাড়া শুরু হয় এবং ইথারিয়ামের দাম ও বাড়তে বাড়তে ৩৫০ ডলারে পৌছায় তবে তা মাত্র কিছুক্ষণের জন্য ছিলো। তারপর আবার কমতে কমতে গত কয়েকদিন আগে ১৩২ ডলারে নেমে গিয়েছিলো। মুলত ক্রিপ্টো মার্কেটের বর্তমান  নাজুক অবস্থার জন্য আস্থাহীনতাই দায়ী। নতুন নতুন বিনিয়োগকারী তেমন আসছেনা। নতুন কোন প্রোজেক্ট সাকসেস হচ্ছেনা। বাউন্টি হান্টাররা তেমন প্রমোট করছেনা যার কারণে প্রচারও হচ্ছেনা। এককথায় ব্যাটে বলে ঠিক কানেক্ট হচ্ছেনা।
এমতাবস্থায়, একজন বিনিয়োগকারী ও হান্টার হিসেবে আমাদের দায়িত্ব কী হতে পারে বলে আপনাদের কাছে মনে হয়?
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Malam90 on December 07, 2019, 12:11:14 PM
সামনে ইথারের একটা হার্ড ফোর্ক আসতেছে। খুব শীঘ্রই সেটার ঘোষণা আসবে। যে কোন হার্ডফোর্ক হলে সেটার প্রভাব মার্কেটে পড়বে এবং ইথারের দাম বাড়তে পারে।আসলে ইথারের দাম এখন যেখানে আছে সেটা গত ৩ বছরের মধ্যে প্রায় নিম্ন যদিও এবছর ৮২ ডলারেও গিয়েছিলো। তাই সামনের ঘোষণা  যেন ইথারের দামকে বাড়ায় সেটার অপেক্ষায় আছি।
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Fawpac2 on October 26, 2020, 05:00:22 PM
ইথেরিয়াম এর দাম কিন্তু বর্তমানে অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে ইথেরিয়াম 400 ডলারের উপরে পৌঁছে গেছে। তবে আমার ধারণা এ 2020 সালের মধ্যেই ইথেরিয়ামের দাম 500 ডলারের মধ্যে পৌঁছে যাবে।
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: ranaprime on October 30, 2020, 05:58:05 PM
ইথেরিয়াম এর দাম কিন্তু বর্তমানে অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে ইথেরিয়াম 400 ডলারের উপরে পৌঁছে গেছে। তবে আমার ধারণা এ 2020 সালের মধ্যেই ইথেরিয়ামের দাম 500 ডলারের মধ্যে পৌঁছে যাবে।
আমিও ঠিক তাই মনে করি। তবে আমার ধারনা 2020 সালে 500 এর কিছু বেশি হতে পারে।
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Sumaiya2 on November 03, 2020, 03:52:24 PM
ভাই ইথার এর দাম যতই কমছে আবার তা পুনরায় বাড়বে এবং স্বাভাবিক দামের ফিরে যাবে। ইথেরিয়াম এর দাম যতই কমছে তা বাজারের গতি ঊর্ধ্বমুখী তাই আমি বলতে পারি যে 2020 সালের শেষের দিকে অবশ্যই আমের দাম পারবে বলে আমি মনে করি।
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Pitter on November 04, 2020, 09:14:34 AM
ভাই ইথার এর দাম যতই কমছে আবার তা পুনরায় বাড়বে এবং স্বাভাবিক দামের ফিরে যাবে। ইথেরিয়াম এর দাম যতই কমছে তা বাজারের গতি ঊর্ধ্বমুখী তাই আমি বলতে পারি যে 2020 সালের শেষের দিকে অবশ্যই আমের দাম পারবে বলে আমি মনে করি।
আমিও তাই মনে করি যে 2020 সালের দিকে এর দাম আবার উচুতে উঠবে।
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Btceth01 on November 13, 2020, 02:31:38 AM
ইথেরিয়াম এর দাম এক সময় এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তখন মনে হচ্ছিল ইথেরিয়াম ধ্বংস হতে চলেছে। কিন্তু বর্তমানে ইথিরিয়াম এর দাম এতটা বৃদ্ধি হয়েছে যে অল্প কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম 500 ডলারে অবস্থান করবে। এবং 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম 1000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Blue_sea on November 13, 2020, 06:02:24 AM
এটা অনেক আগের খবর বর্তমান খবর হলো ইথার এর প্রাইস 460 এঅবস্থান করছে। এখন এর দাম 400 নিচে আসার সম্ভাবনা নেই।
Title: Re: ইথারিয়ামের দাম বর্তমানে কমে আবার ১৫০ এর নীচে নেমে গেছে।
Post by: Pitter on November 17, 2020, 07:08:42 AM
ইথারের দাম কমে আবার বাড়ে এভাবেই বেশি কিছুদিন চলছিল । বর্তমানে এটি ভাল অবস্থানে আছে বলে আমি মনে করি।