Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Malam90 on November 27, 2020, 12:49:49 PM

Title: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Malam90 on November 27, 2020, 12:49:49 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রায় সবসময় volatile বা অস্থির। এটা বিভিন্ন সময়ে উত্থান পতন হয় বা ফ্লাকচুয়েট করে। যেমন দুদিন আগেও মার্কেট ছিলো হিউজ পাম্পে এখন আছে হিউজ ডাম্পে মানে অস্থির যাকে বলে। এজন্য বিনিয়োগকারীরা স্টাবল কয়েনে তাদের এসেট বা কয়েনগুলোকে স্টাবলকয়েনে পিক পয়েন্টে সেল বা কনভার্ট করে থাকেন। আর স্টাবল কয়েনের দরকার হয় এমন ভোলাটাইল বা অস্থির মার্কেটে নিজের এসেটকে পার্ক (জমিয়ে রাখা নির্দিষ্ট ভেলুতে) রাখা, একচেঞ্জ করার সময় বা ট্রানজেকশন সহ অনেক ক্ষেত্রে।

PSYCHE একটি নতুন স্টাবল কয়েন প্রজেক্ট যাদের টোকেন এর নাম 'USD1', আমি তাদের প্রজেক্ট নিয়ে গবেষণা করে দেখেছি প্রজেক্টার প্রসপেক্ট বা সম্ভাবনা অনেক ভালো। যেহেতু তারা স্টাবল কয়েন প্রজেক্ট তাই তাদের প্রতিটি টোকেন এর ভেল্যু হচ্ছে ১ ডলার। তবে টোকেন সেল করার সময় কিছু ছাড় তারা দেয় বিনিয়োগকারীদের জন্য। আমার মনে হয় প্রজেক্টটা যদি সাকসেস হয় তাহলে নতুন একটি স্টাবল কয়েন পেতে যাচ্ছি আমরা যেটা USDT, USDC এর মত হবে।

ইংরেজি পোস্ট লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=180071.msg994177#msg994177

তাদের তথ্য
ওয়েবসাইট: https://psyche.cash
মিডিয়াম: https://psycheusd.medium.com/
টেলিগ্রাম: https://t.me/psycheusd
টুইটার: https://twitter.com/psycheusd
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/psycheusd/
হোয়াইটপেপার: https://psyche.cash/whitepaper/
টোটাল সাপ্লাই: ১০০ বিলিয়ন  USD1 তবে তারা আনসোল্ড টোকেন বার্ন করবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: ttcsalam on November 27, 2020, 01:42:50 PM
অনেক খুশির খবর তবে ভালো ভালো এক্সচেন্জ এ লিস্ট হতে হবে। অনেক স্টাবল কয়েন মার্কেটে আছে যা কিনা ভালো এক্সচেন্জ এ লিস্ট না হওয়ার কারনে মার্কেটে তেমন জনপ্রিয় নয়। সে জন্য আমি মনে করি স্টাবল কয়েন গুলোর ভালো ভালো সব এক্সচেন্জ এ এ্যাড হওয়া দরকার। তাহলে বিনিয়োগ কারীরা বিনিয়োগ করতে পারবে সহজে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Crypto_Somrat on November 28, 2020, 05:30:09 AM
অনেক খুশির খবর তবে ভালো ভালো এক্সচেন্জ এ লিস্ট হতে হবে। অনেক স্টাবল কয়েন মার্কেটে আছে যা কিনা ভালো এক্সচেন্জ এ লিস্ট না হওয়ার কারনে মার্কেটে তেমন জনপ্রিয় নয়। সে জন্য আমি মনে করি স্টাবল কয়েন গুলোর ভালো ভালো সব এক্সচেন্জ এ এ্যাড হওয়া দরকার। তাহলে বিনিয়োগ কারীরা বিনিয়োগ করতে পারবে সহজে।
আপনি ঠিক বলেছেন ভালো কোন এক্সেঞ্জার এ লিস্টেড না হলে কয়েন গুলো তেমন কোনো জনপ্রিয়তা অর্জন করতে পারে না। আমারও মনে হয় স্টাবল কয়েন গুলো ভালো ভালো এক্সচেঞ্জার এ লিস্টেড হওয়া দরকার। তাহলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্যবোধ বোধ করবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: bmr on November 28, 2020, 01:29:03 PM
আমি আপনার সাথে একমত যদিও এই ব্যাপারে আমার তেমন অভিজ্ঞতা নেই। কিন্তু এর বিভিন্ন লিংক দেখলাম অনেক ভাল হবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Princeraju on December 09, 2020, 08:49:40 PM
এটি নতুন একটি স্টাবল কয়েন। বাজারে বেশ জনপ্রিয় হবে বলে আশা করা যায়। দেখা যাক ভবিষ্যতে কি হয়।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Bitrab on December 12, 2020, 10:19:00 AM
নতুন একটি স্টাবল coin. ডেভলপমেন্ট এর কাজ আমার মনে হয় এখনো শেষ হয়নি। তবে খুব একটা জনপ্রিয় নয়। ভবিষ্যতে জনপ্রিয়তা পাবে বলে আশা করা যায়।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: mahid on December 14, 2020, 11:20:45 AM
তাই যদি হয় তাহলে আমি মনে করি এটি আমাদের জন্য একটি সুখবর। আমি মনে করি আমাদের আরও স্ট্যাবল কয়েনের দরকার আছে। আমাদের মধ্য কেউ যদি কয়েন কিনতে চান তাহলে এই কয়েনটি কিনে রাখতে পারেন।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Token@ on December 14, 2020, 07:24:18 PM
ধন্যবাদ আপনাকে আপডেট নিউজ জানানোর জন্য। আমরা অনেকে হয়তো এ কয়েন সম্পর্কে জানিনা। তবে আপনি খুবই সুন্দর একটি কয়েন নিয়ে তথ্যবহুল পোস্ট করেছেন। আশা করছি আপনার এই পোস্টটি থেকে সবাই অনেক উপকৃত হবে। আমি মনে করি আমাদের আরও স্ট্যাবল কয়েনের দরকার। ভবিষ্যতে স্টাবল কয়েন গুলো ভালো রকমের প্রফিট হয়ে দাঁড়াবে যদি হোল্ড করা যায়।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: NANCY on February 18, 2021, 06:03:34 AM
সিনিয়র ভাইকে অনেক ধন্যবাদ কারণ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। স্টাবল কয়েন সম্পর্কে আমার কোন ধারণা ছিল না তবে সিনিয়র ভাইয়ের পোস্টগুলো পড়ে আমি অনেকটাই ধারণা পেয়েছি আশা করি আমার মত যারা মেম্বার রয়েছে তারা অনেকটাই ধারণা পাবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Dark Knight on February 18, 2021, 09:50:43 AM
অনেক ধন্যবাদ সুন্দর একটি টপিক আমাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে কোনটা স্ট্যাবল করেন সেটা আমরা জানতাম না। এই কয়েনটা যদি ভাল কোন এক্সচেঞ্জে লিস্টেড হয় তাহলে এর জনপ্রিয়তা বাড়বে। বাজারে অনেক স্টেবল কয়েন আছে কিন্তু সেগুলো ভালো এক্সচেঞ্জে লিস্টেড না হওয়ায় জনপ্রিয়তা বাড়ছে না।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: ExtraPoint on March 08, 2021, 03:16:38 PM
ভাইয়া আমি ফোরামে নতুন তাই আমি স্টাবল কয়েন সম্পর্কে ভালোভাবে জানি না। কিন্তু আপনার দেওয়া পোস্ট পড়ে Psyche ( usdt1) যে একটা স্টাবল কয়েন সেটা বুঝতে পেরেছি।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Tubelight on March 16, 2021, 07:18:40 AM
ধন্যবাদ ভাই আপনাকে ইউএসডিটি সম্পর্কে এত সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।ইউএসডিটি সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা করেছেন আশা করি আপনার পোস্ট করার পর সকলেই এ বিষয়ে কিছু না কিছু ধারণা লাভ করতে পারবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: alpian on March 17, 2021, 03:01:03 AM
আমি আশা করছি এই কয়েনটি ভবিষ্যতে উচ্চ পর্যায়ে যাবে কারণ এটি
একটি স্ট্যাবল কয়েন।কারণ এই টোকেনের বলিয়ম মার্কেটে সবসময় বেশি থাকবে 
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Rothi roy on March 19, 2021, 06:39:26 AM
ফোরামের নতুন ইউজার হওয়ায় Phyche একটি নতুন স্টাবল কয়েন প্রজেক্ট যাদের টোকেন এর নাম USD1. এ সম্পর্কে আমার তেমন ভাল ধারনা নেই। যেহেতু এটি নতুন আশা করি ভবিষ্যতে এর দাম যেন পাম্প করে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Fighter on March 19, 2021, 10:30:57 AM
স্টাবল কয়েন বলতে হয়তো স্থিতিশীল কয়েন কে বোঝায়। এখন কিন্তু এইসব কয়েন এর দাম চড়া মূল্যে।যারা এইসব কয়েন কিনে ট্রেডিং করেছেন তারা এখন অনেক প্রফিট পাবেন হয়তো। আমিও যখন অভিজ্ঞ হব তখন ট্রেডিং করা শুরু করবো।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: EKRA13 on March 19, 2021, 04:44:37 PM
মালাম ভাই আপনি  ক্রিপ্টোকারেন্সি নতুন একটি স্টাবল কয়েন নিয়ে আলোচনা করেছেন। এ কয়েনটি সম্পর্কে অনেকের তেমন ধারণা নেই আপনার মাধ্যমে এ সম্পর্কে আমরা ভালো ধারণা পেতে পারি। তবে আমি মনে করি এই কয়েনটি যদি ভাল কোন এক্সচেঞ্জে লিস্ট হয় তবে ভবিষ্যৎ ভালো করবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Rockalo on March 20, 2021, 05:46:48 AM
ধন্যবাদ ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। তবে psyche স্টাবল হতে অনেক সময়ের দরকার। আমি মনে করি এ ধরনের কয়েন ক্রিপ্টোকারেন্সি ইউজারদের জন্য ও বাজারের জন্য গুরুত্বপূর্ণ।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Centus on April 09, 2021, 09:41:31 AM
আমার জানামতে এটি একটি স্টাবল মুদ্রা। বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। ভবিষ্যতের জন্য দুর্দান্ত হবে। কারণ সবাই লেনদেনের জন্য স্টাবল মুদ্রা গুলো ব্যবহার করে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Fariwala on April 11, 2021, 03:29:54 PM
অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট দিয়ে আমাদের তথ্য দেবার জন্য এরকম আরো নিত্যনতুন তত্ত্ব আমাদের মাঝে উপস্থাপন করবেন এবং আমরা যেন যেরকম উপকৃত হচ্ছে আপনার এই পোস্টটি থেকে এরকম আরো যেন উপকৃত হতে পারে ধন্যবাদ
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Sumi on April 16, 2021, 02:43:24 PM
স্টাবল কয়েন বলতে হয়তো স্থিতিশীল কয়েন কে বোঝায়। এখন কিন্তু এইসব কয়েন এর দাম চড়া মূল্যে।যারা এইসব কয়েন কিনে ট্রেডিং করেছেন তারা এখন অনেক প্রফিট পাবেন হয়তো। আমিও যখন অভিজ্ঞ হব তখন ট্রেডিং করা শুরু করবো।

হ্যাঁ আপনাকে অবশ্য অবশ্যই কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার মেধাকে কিন্তু শক্তিশালী করতে হবে এবং টেকনিকাল এনালাইসিস এর মাধ্যমে আপনাকে পরিপূর্ণ হতে হবে এবং সে ক্ষেত্রে অনেক কঠোরতা অবলম্বন করে আপনাকে থ্রেডিং করতে হবে সেটিং করতে হলে আপনাকে অবশ্যই একটি জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে মার্কেট এর দাম এবং পাম্পিং কিন্তু সব সময় হয়ে থাকে তখন এইটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনি লঞ্চে পড়বেন
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Angel jara on May 01, 2021, 01:24:01 AM
স্টাবল কয়েন বলতে হয়তো স্থিতিশীল কয়েন কে বোঝায়। এখন কিন্তু এইসব কয়েন এর দাম চড়া মূল্যে।কারণ এই টোকেনের বলিয়ম মার্কেটে সবসময় বেশি থাকবে
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Danilo Malaggay on May 03, 2021, 07:14:53 AM
অনেক কিছু জানা ছিলো না ভাই আপনার পোষ্টটি পড়ে অকেন কিছু জানতে পারলাম ধন্যবাদ ভাই আপনাকে আশা করি আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এমন পোষ্টই যথেষ্ট হবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Diknel on August 01, 2021, 03:35:10 PM
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এত সুন্দর করে এই নতুন স্টাবল কয়েন সম্পর্কে তথ্য বহুল পোস্ট দেওয়ার জন্য। ফোরামে আমরা অনেকেই জানতাম না এই কয়েন সম্পর্কে। এই psyche (USD1) স্টাবল কয়েন যদি ভাল কোনো এক্সচেঞ্জ এ লিস্ট হয় তাহলে ভবিষ্যতে অনেক উন্নতি হবে। এবং জনপ্রিয়তাও অনেক বৃদ্ধি পাবে। ক্রিপ্টোকারেন্সিতে অনেকগুলো স্টাবল কয়েন রয়েছে। যেগুলো কয়েন ভালো কোনো এক্সচেঞ্জ এ লিস্ট না হওয়ায় জনপ্রিয়তা খুব কম।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Perfect540 on October 13, 2021, 06:53:13 PM
এটি একটি স্টাবল কয়েন। তবে এটি বাজারে এবোল এবোল নয়। এটা কি বাজারে এসেছে? আমি মনে করি বাজারে আরো বেশি স্টাবল কয়েন দরকার। বর্তমানে কোন কোন এক্সচেঞ্জ সাইটগুলোতে লিস্ট রয়েছে? কন্টাক এড্রেসগুলো কোন প্লাটফর্মে? যদি লেনদেনের জন্য ফি অনেক কম হয় তাহলে হয়তো জনপ্রিয়তার শীর্ষে থাকবে। অন্যথায় ফি বেশি হলে খুব একটা জনপ্রিয়তা পাবে না।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Sumi on October 14, 2021, 06:19:39 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রায় সবসময় volatile বা অস্থির। এটা বিভিন্ন সময়ে উত্থান পতন হয় বা ফ্লাকচুয়েট করে। যেমন দুদিন আগেও মার্কেট ছিলো হিউজ পাম্পে এখন আছে হিউজ ডাম্পে মানে অস্থির যাকে বলে। এজন্য বিনিয়োগকারীরা স্টাবল কয়েনে তাদের এসেট বা কয়েনগুলোকে স্টাবলকয়েনে পিক পয়েন্টে সেল বা কনভার্ট করে থাকেন। আর স্টাবল কয়েনের দরকার হয় এমন ভোলাটাইল বা অস্থির মার্কেটে নিজের এসেটকে পার্ক (জমিয়ে রাখা নির্দিষ্ট ভেলুতে) রাখা, একচেঞ্জ করার সময় বা ট্রানজেকশন সহ অনেক ক্ষেত্রে।

PSYCHE একটি নতুন স্টাবল কয়েন প্রজেক্ট যাদের টোকেন এর নাম 'USD1', আমি তাদের প্রজেক্ট নিয়ে গবেষণা করে দেখেছি প্রজেক্টার প্রসপেক্ট বা সম্ভাবনা অনেক ভালো। যেহেতু তারা স্টাবল কয়েন প্রজেক্ট তাই তাদের প্রতিটি টোকেন এর ভেল্যু হচ্ছে ১ ডলার। তবে টোকেন সেল করার সময় কিছু ছাড় তারা দেয় বিনিয়োগকারীদের জন্য। আমার মনে হয় প্রজেক্টটা যদি সাকসেস হয় তাহলে নতুন একটি স্টাবল কয়েন পেতে যাচ্ছি আমরা যেটা USDT, USDC এর মত হবে।

ইংরেজি পোস্ট লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=180071.msg994177#msg994177

তাদের তথ্য
ওয়েবসাইট: https://psyche.cash
মিডিয়াম: https://psycheusd.medium.com/
টেলিগ্রাম: https://t.me/psycheusd
টুইটার: https://twitter.com/psycheusd
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/psycheusd/
হোয়াইটপেপার: https://psyche.cash/whitepaper/
টোটাল সাপ্লাই: ১০০ বিলিয়ন  USD1 তবে তারা আনসোল্ড টোকেন বার্ন করবে।
ধন্যবাদ আপনাকে আপডেট নিউজ জানানোর জন্য। আমরা অনেকে হয়তো এ কয়েন সম্পর্কে জানিনা। তবে আপনি খুবই সুন্দর একটি কয়েন নিয়ে তথ্যবহুল পোস্ট করেছেন। আশা করছি আপনার এই পোস্টটি থেকে সবাই অনেক উপকৃত হবে। আমি মনে করি আমাদের আরও স্ট্যাবল কয়েনের দরকার। ভবিষ্যতে স্টাবল কয়েন গুলো ভালো রকমের প্রফিট হয়ে দাঁড়াবে যদি হোল্ড করা যায়।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Tepona on March 05, 2022, 02:01:09 PM
বর্তমানে এটি একটি অনেক ভালো স্টাবল মুদ্রা। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে অনেকগুলো স্টাবল মুদ্রা রয়েছে। তার মধ্যে এই মুদ্রাটি অন্যতম। বর্তমানে অনেকেই বিনিয়োগ করার জন্য স্ট্যাবল কয়েন গুলো বেছে নিয়েছে। কেননা এই স্টাবল কয়েন গুলোতে বিনিয়োগ করে অনেক লাভবান হওয়া যায়। তাই আমার মনে হয়, ক্রিপ্টোকারেন্সি ইউজারদের জন্য স্টাবল কয়েন গুলো অনেক গুরুত্বপূর্ণ।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Fulshai on April 07, 2022, 01:46:07 AM
Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যার জনপ্রিয়তা অনেক। বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বিনিয়োগকারীরা এই মুদ্রার ওপর বিনিয়োগ করছে। আশা করি ভবিষ্যতে Psyche (USD1) স্টাবল কয়েন বিনিয়োগকারীদের অনেক উন্নত ধারায় নিয়ে যাবে। ভবিষ্যতে তারা অনেক লাভবান হবেন।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Madmax789 on November 29, 2022, 08:49:36 AM
আচ্ছা আমি এই মুদ্রা সম্পর্কে তেমন কিছু জানি না। তবে শুনে ভালো লাগলো। আশা করি এটি বাজারে কিছু পরিবর্তন আনবে।
Title: Re: Psyche (USD1) একটি নতুন স্টাবল কয়েন।
Post by: Spyroo on October 15, 2023, 02:20:53 PM
স্টাবল কয়েন বলতে স্থিতিশীল কয়েন গুলোকে বোঝানো হয়।
বর্তমানে নতুন একটি স্থাপন কয়েন মার্কেটে এসেছি।FDUSD